infrastructure bengal

Rural electrification project to be complete in Bengal by June 2017

Soon, Bengal will be among the first few states to complete the rural electrification project successfully.  Come June and the project will witness completion with state Power minister Sobhandeb Chattopadhyay laying emphasis that the rural electrification work is all set to be complete as soon as infrastructure in four villages of Sunderban area gets over.

This apart, the electrification work is more or less complete throughout the state. “Infrastructural works have been going on in four islands. The work is expected to be completed by the end of June this year. The Power department has been facing hurdles in some parts as many villagers were reluctant to get an electricity connection due to financial constraints. Despite the challenges, the state government will achieve 100 percent electricity coverage by June,” the Minister added.

Chief Minister Mamata Banerjee, after coming to the power, had asked the power department to provide electricity to the entire Sunderbans area through power grid. Banerjee had taken a pledge to electrify each and every village across the state. The state government is trying hard to resolve the issues with the involvement of local panchayat functionaries and the zilla parishads.

According to West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL), state’s nodal distribution agency, the total number of subscribers has gone up to 1.72 crore from around 88 lakh in 2011. A few years ago, the pace of electrification work in Bengal was quite slow in comparison to the other states in the country but Trinamool government has done a major revamp in infrastructure development.

 

রাজ্যে গ্রামীণ বৈদ্যুতিকরনের প্রকল্পের কাজ শেষ হবে জুন মাসে

খুব শীঘ্রই গ্রামীণ বৈদ্যুতিকরন প্রকল্পের কাজ সম্পন্ন করবে বাংলা। আগামী জুন মাসেই শেষ হবে সেই কাজ। যত তাড়াতাড়ি এই কাজ সম্পন্ন করা যায় তার ওপর জোর দিচ্ছেন বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সুন্দরবন অঞ্চলের চার’টি গ্রামে বিদ্যুতের পরিকাঠামো তৈরীর কাজ শেষ হলেই এই প্রকল্পের কাজ শেষ হবে।

এ ছাড়া রাজ্যের অন্যান্য জায়গাতেও এই প্রকল্পের কাজ প্রায় শেষ। মন্ত্রী জানান, “এই চার’টি জায়গায় পরিকাঠামো তৈরীর কাজ চলছে, আশা করা হচ্ছে এই বছরের জুন মাসের শেষের দিকে এই কাজ শেষ হয়ে যাবে। অর্থনৈতিক কারনে অনেক গ্রামবাসীই বিদ্যুতের ব্যাপারে আগ্রহী নন তাই বিদ্যু९ দপ্তরকে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হচ্ছে। তবু এত বাধা সত্ত্বেও আগামী জুনের মধ্যেই রাজ্যের ১০০ শতাংশ অঞ্চলে পৌঁছে যাবে বিদ্যু९।”

ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল সরকার পাওয়ার গ্রিডের মাধ্যমে পুরো সুন্দরবন অঞ্চলে বিদ্যু९ পৌঁছে দিতে উদ্যোগী হয়। রাজ্য সরকার পঞ্চায়েত ও জেলা পারিষদদের সহযোগিতায় এই কাজ দ্রুতগতিতে শেষ করতে চাইছে।

রাজ্য বিদ্যুত পর্ষদের তথ্য অনুযায়ী বিদ্যু९ গ্রাহকের সংখ্যা বেড়ে এই মুহূর্তে হয়েছে প্রায় ১.৭২ কোটি যা ২০১১পর্যন্ত ছিল মাত্র ৮৮ লক্ষ। কিছু বছর আগে পর্যন্ত রাজ্যে গ্রামীণ বৈদ্যুতিকরনের কাজ ছিল অন্যান্য রাজ্যের তুলনায় খুবই মন্থর  গতির। কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্যের দায়িত্ব পাওয়ার পর থেকে এই পরিকাঠামো উন্নয়নের কাজে এসেছে এক নতুন গতি।

 

infrastructure bengal

Bengal Power Dept to expand reach to other countries

State power department is aiming to develop the state as the power hub of the country and provide surplus power to various neighbouring countries on a large scale, power minister Sobhandeb Chatterjee said in the Assembly on Monday.

He said that the production of power has gone up in the last few years and the state government has already started providing the surplus power to Bangladesh. Now, the power department is planning to supply the power to neighbouring countries including Nepal, Bhutan. The department is also eyeing an increase of power in state in the next few years.

The power minister also claimed that Bengal ranks second after Maharashtra in terms of production of electricity without the assistance of the Centre. Power minister, on Monday, once again told the house that rural electrification work is on the verge of completion. The Minister said that his department is committed to providing quality electricity to the distant villages.

Following the Chief Minister Mamata Banerjee’s order, the power department has taken up all possible steps to ensure that the villages get the same quality of electricity as the city. The minister mentioned in the Assembly that around 14 villages are yet to be covered. The electrification work is almost done at 10 villages. The minister also said that the rural electrification work in the state would be completed by this year.

The Minister also said in the Assembly that the Centre is not allotting more money in this sector as demanded by the state government. He told the house that despite lowering of central assistance to 60 per cent from 90 per cent, the government remained committed to electricity to all.

 

উদ্বৃত্ত বিদ্যুৎ পার্শ্ববর্তী দেশগুলিতে বিক্রি করতে চায় রাজ্য

গ্রামীণ বিদ্যুদয়নে সংযোগ দেওয়ায় ৯৯ শতাংশের বেশি সাফল্য এসেছে রাজ্যের। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দপ্তরওয়ারি বাজেট পেশের সময় উল্লেখ করেছেন, এগারোটি জেলায় গ্রামীণ বিদ্যুদয়নের কাজ শেষ হয়েছে। চলতি অর্থবর্ষেই বাকি কাজ শেষ হয়ে যাবে। উদ্বৃত্ত বিদ্যুৎ রাজ্য বাংলাদেশ, ভুটান ও পূর্ব ভারতের রাজ্যেও বিক্রি করতে চায় বলে উল্লেখ করেছেন তিনি।

তিনি তথ্য দিয়ে জানান, ২০১১ সালে সর্বোচ্চ চাহিদা ছিল ৪০৪১ মেগাওয়াট। চলতি বছরের জানুয়ারিতে ৬২৩১ মেগাওয়াট। আগামী দুই-তিন বছরে আড়াই হাজার মেগাওয়াট আরও বিদ্যুৎ উৎপাদন হবে বলে তিনি দাবি করেন। মন্ত্রী সোমবার বাজেট আলোচনায় বলেন, “দীনদয়াল উপাধ্যায় বিদ্যুদয়ন প্রকল্পে কেন্দ্রের ৬০ শতাংশ দেওয়ার কথা। কেন্দ্র বলেছে ২০১৮ সালের মধ্যে গ্রামীণ বিদ্যুদয়নের কাজ শেষ করতে। আমরা বলছি, ২০১৭ সালের মধ্যে শেষ করে দেব। সুন্দরবনের দ্বীপেও বিদ্যুতের কাজ শেষের পথে।”

শহরের মতো গ্রামেও একই ভোল্টেজ থাকবে বলে তিনি দাবি করেন। তাঁর বক্তব্য, ৫৯টি গ্রামে আংশিক বিদ্যুৎ ছিল। তার মধ্যে ৪০টি তে কাজ শেষের পথে। তিনি জানিয়েছেন, রাজ্য সরকার সাগরদিঘিতে প্রথম ‘সুপার ক্রিটিকাল’ তাপবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছে। এক্ষেত্রে কম কয়লা প্রয়োজন, ধোঁয়াও কম নিঃসৃত হয়।

আগামী অর্থবর্ষে দশটি সাবস্টেশন তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। মন্ত্রী সৌরবিদ্যুতে জোর দেওয়ার কথা জানিয়েছেন। রাজ্য ৫০০ মেগাওয়াট সোলার পার্ক তৈরিতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কিছু জমি চিহ্নিত করেছে। জমিগুলি এই প্রকল্পের উপযোগী কি না, তা বিচার করা হচ্ছে বলে মন্ত্রী জানান। পাশাপাশি বিদ্যুৎ বণ্টন সংস্থা ইকো পার্কে সোলার ডোমও বানাচ্ছে।

In conversation with Manish Gupta

Congratulations, Sir. You will be elected to the Rajya Sabha in a few weeks.  This election is only a formality. What are your first thoughts?

Manish Gupta: I would like to express my heartfelt thanks our Chief Minister and the leader of the masses Mamata Banerjee for giving me yet another chance to serve the people of Bengal and work for them.

 

You have played a role as a Chief Secretary and then as a Power Minister of the State Cabinet. But Delhi will be a new experience. Your thoughts.

Manish Gupta: We have the same responsibility in whatever role we play. Our leader Mamata Banerjee has always asked us to place people’s needs ahead of everything else. In Delhi, we will be playing the same role.

We will have to put forward the demands of the people of Bengal and take steps to fulfill them. I will use my 50 years of experience and will gain new experiences as well in Delhi. By combining them, I will be able to place the demands of our people in the right manner.

 

In which specific areas do you think you will be able to make impression in the Parliament?

Manish Gupta: In Rajya Sabha different topics will come up. I will try to showcase my State there. There are no scopes for choosing subjects. Whatever will come my way, I will do and I am ready for it.

 

manish 1

Manish Gupta before the interview

 

In the last few years, TMC has proved to be the strongest voice in the Parliament. How will you bring your experience to heighten this position?

Manish Gupta: I have 5-6 years of political experience in Bengal. We are all observing what is happening in Delhi. We are tracking the areas where Bengal is being deprived by the Centre, the sectors where funds are not coming to the State. All these issues have to be raised in Parliament. I do not think there will be any problem.

 

Your work as a Power Minister has been appreciated. Which three sectors will you be most attracted to lay stress on?

Manish Gupta: There is a distinct difference between the works of the Ministers and that of a Member of the Parliament. Besides Power, there are many issues like economic development, social changes among others. These issues will be raised on the floor of the Parliament so that the people of Bengal are benefitted.

 

How has been your experience as a Minister while working with Mamata Banerjee?

Manish Gupta: I have seen many Chief Ministers. Mamata Banerjee is different. She works 20-22 hours a day. She keeps track of every little detail. If development is not done in a timely manner, it does not have any effect and Mamata Banerjee is always trying to pace up the developmental works. At times, she personally supervises the works to get them done. She is a source of inspiration. It is a very big thing. She is unique.

 

 

manish 2

Will work for the people of Bengal: Manish Gupta

মুখোমুখি মনীশ গুপ্ত

আপনাকে অনেক অভিনন্দন। আপনি কিছুদিনের মধ্যেই রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হবেন। নির্বাচনটি একটি নিয়ম মাফিক প্রক্রিয়া মাত্র। আপনার কেমন লাগছে?

মনীশ গুপ্তঃ  প্রথমত, আমি বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই কারণ উনি আমাকে আরও একবার সুযোগ দিলেন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করার।

 

আপনি এর আগে মুখ্যসচিব হিসেবে ও বিদ্যু९মন্ত্রী হিসেবে কাজ করেছেন। কিন্তু দিল্লি একটা নতুন অভিজ্ঞতা। কেমন লাগছে?

মনীশ গুপ্তঃ সব জায়গায় আমাদের একটাই দায়িত্ব। আমাদের দলনেত্রী সবসময় বলেন মানুষের কাজ সবার সামনে রাখতে হবে। দলের ভাবমূর্তি ঠিক রাখতে হবে। দিল্লিতেও আমাদের একই কাজ। ওখানে বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরতে হবে যাতে তা পূরণ হয়। দিল্লিতে যেভাবে কথাগুলো পরিবেশন করা দরকার সেটা আমি করব এবং আমার বিশ্বাস আমার যে অভিজ্ঞতা হবে এবং আমার বিগত ৫০ বছরের যে অভিজ্ঞতা আছে সেই দুটো মিলিয়ে সঠিক ভাবে আমি কাজ টা করতে পারব।

 

সংসদে কোন নির্দিষ্ট বিষয়গুলি উত্থাপন করার কথা ভাবছেন?

মনীশ গুপ্তঃ রাজ্যসভায় যে কোনো সময় যে কোনো বিষয় আসতে পারে। সেখানে আমাদের রাজ্যের দিকটি তুলে ধরতে হবে। ওখানে বাছাই করার কোন ব্যাপার নেই। যা আসবে তাই করতে হবে, সেজন্য আমি প্রস্তুত।

 

গত কয়েক বছরে সংসদের দুটো কক্ষেই তৃণমূল যথেষ্ট শক্তিশালী। দল্কে সংসদে আরও শক্তিশালী করে তুলতে কি ভূমিকা নেবেন?

মনীশ গুপ্তঃ আমার এখানে ৫-৬ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আছে। আমরাও সবসময় দেখি দিল্লিতে কি হচ্ছে। আমরা কোথায় বঞ্চিত হচ্ছি, রাজ্যের কোন কোন খাতে টাকা আসছে না, সংসদে কি কি বিষয় আমাদের তুলে ধরা দরকার সেই কাজটাই আমায় করতে হবে, অতএব আমার মনে হয় না ওখানে কোন অসুবিধা হবে।

 

manish 3

Trinamool’s Rajya Sabha candidate Manish Gupta

বিদ্যু९ মন্ত্রী হিসেবে আপনার কাজ যথেষ্ট প্রশংসনীয়। সাংসদ হিসেবে কোন তিনটি বিষয়ে বিশেষ নজর দেবেন?

মনীশ গুপ্তঃ মন্ত্রী আর সাংসদদের কাজ আলাদা। বিদ্যু९ ছাড়াও অন্যান্য অনেক বিষয়বস্তু আছে যেমন- অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক পরিবর্তন এই বিষয় গুলো সংসদে উত্থাপন করতে হবে যাতে আমাদের রাজ্যের মানুষ উপকৃত হন।

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?

মনীশ গুপ্তঃ আমি অনেক মুখ্যমন্ত্রী দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় দিনে প্রায় ২০-২২ ঘণ্টা কাজ করেন, প্রতিটি কাজের বিস্তারিত খবর রাখেন। উন্নয়ন সময়মত না করলে তার effect থাকে না। উনি সবসময় চেষ্টা করছেন করছেন যত তাড়াতাড়ি উন্নয়ন করা যায় এবং সেইজন্য উনি নিজে দাঁড়িয়ে থেকে কাজ গুলো করান, নিজে অনুপ্রেরণা দেন। এটা একটা বিরাট ব্যাপার। সত্যিই উনি অতুলনীয়।

 

infrastructure bengal

All Bengal villages to be illuminated by March 2017, says Power Minister

All Bengal villages will have power by March 2017. In a reply to a question in Assembly on Wednesday, the state power minister Sovandeb Chattopadhyay said the work on 100 per cent electrification in the state would be complete by March 2017.

He said the work of 100 per cent electrification in 11 districts was complete. In these 11 districts, all places will now be illuminated after sunset.

Overall 98 per cent of the task is complete in the state. The remaining two per cent would also be completed by the end of the current financial year, Chattopadhyay said.

“Power cut has become a thing of the past since 2012-13,” Chattopadhyay said adding that Chief Minister Mamata Banerjee had dreamed of a state where there would be power supply to each and every household. Moreover, there should be no power cuts. The situation has improved a lot in the past five and half years and it would improve further.

 

২০১৭ র মধ্যে বাংলার সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে, জানালেন বিদ্যুৎ মন্ত্রী

২০১৭ সালের মধ্যে বাংলার সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে। বুধবার বিধানসভায় একটি প্রশ্নের উত্তরে একথা জানান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানান ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে বাংলার সব গ্রামে বিদ্যুতায়নের ১০০ শতাংশ কাজ শেষ হয়ে যাবে।

১১টি জেলার কাজ সম্পন্ন হয়ে গেছে। এই ১১ টি জেলার সব জায়গা সূর্যাস্তের পরও আলোকিত থাকবে।

রাজ্যের প্রায় ৯৮% কাজ সম্পূর্ণ হয়ে গেছে। বাকি ২ শতাংশ কাজ চলতি আর্থিক বছরেই শেষ হয়ে যাবে, জানান মন্ত্রী।

তিনি জানান, ২০১২-২০১৩ সাল থেকে লোডশেডিং এখন অতীত হয়ে গেছে। রাজ্যের কোথাও কোন লোডশেডিং হবে না এবং রাজ্যের প্রতিটি ঘরে বিদ্যুৎ থাকবে এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন। গত পাঁচ বছরের তুলনায় পরিস্থিতি অনেক উন্নত হয়েছে এবং পরিস্থিতিকে আরও উন্নত করতে হবে।

Bengal to create multiple solar parks

The West Bengal government has decided to create multiple small solar parks.

“We are planning for solar park totalling 500 MW,” State Power Minister Shobhondeb Chatterjee said on the sidelines of an interactive session with the Calcutta Chamber of Commerce.

About five acres of land was required for 1 MW of Solar power, the minister said. The minister said the state government would continue to focus on renewable energy.

The minister said 100 per cent electrification was already complete in 11 districts and by March 2017, work would be complete for the entire state.

He was confident that the 1,000 MW Turga hydel power project would take off shortly once environmental clearances were in place.

 

বাংলায় ছোট ছোট সোলার পার্ক গড়বে রাজ্য সরকার

বাংলাজুড়ে গোড়া হবে বহু সোলার পার্ক, জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

আমরা মোট ৫০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন অনেকগুলি ছোট ছোট সোলার পার্ক তৈরী করতে চলেছি, বলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

১ মেগাওয়াটের একটি সোলার পার্ক করতে আনুমানিক ৫ একর জমি লাগবে। বিদ্যুৎ মন্ত্রী ও জানান যে রাজ্য সরকার নবায়নযোগ্য শক্তি উৎপাদনে বদ্ধ পরিকর।

তিনি আরও জানান যে ২০১৭ সালের মার্চ মাসের মধ্যেই রাজ্যের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে। তিনি আশাপ্রকাশ করেন যে ১০০০ মেগাওয়াটের তুর্গা হাইডেল পাওয়ার প্রকল্প খুব শিগগিরি শুরু হয়ে যাবে।

Bengal signs pact with Korean company to reduce T&D loss of power companies

West Bengal Electricity Regulatory Commission (WBERC) on Friday signed an MoU with Korean power company, Korea Electric Power Corporation (KEPCO), to conduct a feasibility study to reduce transmission and distribution (T&D) loss among power distribution companies in the state.

The MoU was signed between WBERC Secretary JC Chakraborty and KEPCO General Manager Moon Taeok, in presence of state Power Minister Shobhandeb Chatterjee.

Chatterjee said KEPCO will submit its report in a month, based on which a roadmap will be prepared. He added, “we can keep tariff low if this loss is managed properly”.

KEPCO will carry out a research on the distribution facilities and inform WBERC of the results, including the actual reasons.

infrastructure bengal

Bengal Govt proposes setting up 1000 MW Turga Pumped Storage project at Purulia         

In a bid to further augment the generation of power in West Bengal, the State power department has proposed to set up a 1000 MW Turga Pumped Storage project in Purulia.

In a reply to a question in the West Bengal Assembly on Wednesday, the state Power Minister, Sobhandeb Chattopadhyay said that the process for environment and forest clearance is in progress and the construction work is expected to start in 2017.

The estimated cost of the project is Rs 5,200 crores. There is a requirement of around 5000 acres of land for the project.

The state government is also planning to construct 900 MW Bandu Pumped Storage project in Purulia at an estimated cost of Rs 3,815 crores.

The demand of power in the state has increased to 22,990 MU in the past five years compared to that of 17,594 MU in 2011. The demand of power for the small and medium scale enterprise has recorded an increase of 46.39 per cent in the past five years. In the past five years, 19,582 new industrial connections were given.

To meet the demand, the State government had also taken up steps to increase the power generation. Seventeen EHV sub-stations and  1630 MW generation capacity has been added to the existing system. There is a scope for further development, as there is a need to set up 31 more EHV sub stations.

Keeping the change in climate in mind, the State government is also giving a major stress in generation of the non-conventional form of power including solar power.

The State government would declare the new solar policy and roof top solar policy soon. The state government would be providing subsidy to 1000 schools if they set up roof top solar power generation units.

Similar subsidy was given to set up the same in 302 schools earlier. But the generation capacity has to be above 5 KW.

 

পুরুলিয়ায় ১০০০ মেগাওয়াটের Turga Pumped Storage প্রকল্প তৈরির পরিকল্পনা সরকারের

পশ্চিমবঙ্গের বিদ্যু९ উ९পাদন বৃদ্ধি করার জন্য, রাজ্য বিদ্যু९ বিভাগ পুরুলিয়ায় ১০০০ মেগাওয়াটের একটি Turga Pumped Storage প্রকল্প তৈরির পরিকল্পনা করেছে।

বুধবার, পশ্চিমবঙ্গের বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভায় একটি প্রশ্নের জবাবে বলেন, ইতিমধ্যেই পরিবেশ ও বন দপ্তর থেকে অনুমোদন পেয়ে গেছে এবং নির্মাণ কাজ ২০১৭ সালে শুরু হবে বলে আশা করা যায়।

প্রকল্পের পরিকল্পিত ব্যয় টাকা ৫,২০০ কোটি টাকা। এই প্রকল্পের জন্য প্রায় ৫০০০ একর জমি প্রয়োজন।

এছাড়া রাজ্য সরকার পুরুলিয়ায় ৩.৮১৫ কোটি টাকা ব্যয়ে ৯০০ মেগাওয়াটের একটি Bandu Pumped Storage প্রকল্প নির্মাণের পরিকল্পনা করেছে।

গত পাঁচ বছরে রাজ্যের বিদ্যুতের চাহিদা বেড়েছে ২২,৯৯০ মেগাওয়াট। ২০১১ সালে এই চাহিদা ছিল ১৭,৫৯৪ মেগাওয়াট। গত পাঁচ বছরে বিদ্যুতের চাহিদা শতকরা ৪৬.৩৯% বৃদ্ধি পেয়েছে।  গত পাঁচ বছরে নতুন শিল্প সংযোগ হয়েছে ১৯,৫৮২।

চাহিদা পূরণের জন্য, রাজ্য সরকার বিদ্যু९ উ९পাদন বৃদ্ধির জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। ১৭টি EHV উপকেন্দ্র এবং ১৬৩০ মেগাওয়াট বিদ্যু९ উ९পাদন ক্ষমতাসম্পন্ন পাওয়ার ইউনিট আছে।  আরও উন্নয়নের জন্য ৩১টি EHV সাব স্টেশন স্থাপন করার প্রয়োজন রয়েছে।

জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে  রাজ্য সরকার সৌর বিদ্যু९ সহ বিভিন্ন অপ্রচলিত শক্তির ওপর জোর দিচ্ছে।

রাজ্য সরকার শীঘ্রই নতুন সৌর নীতি ঘোষণা করবে। রাজ্যের ১০০০ স্কুলের ছাদে সৌর বিদ্যু९ উ९পাদন ইউনিট স্থাপন করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

আগে ৩০২টি বিদ্যালয়কে টাকা দেওয়া হয়েছিল এই পাওয়ার ইউনিট স্থাপনের জন্য। কিন্তু এর উ९পাদন ক্ষমতা হতে হবে ৫ কিলোওয়াটের উপরে।

WB Govt to set up solar domes in every district

Taking Chief Minister Ms Mamata Banerjee’s plan of producing solar power on a major scale, the West Bengal Government is setting solar domes in every district.

The Power Minister, Manish Gupta announced this while inaugurating a 10-kW grid-connected solar project at Sonarpur in South 24-Parganas district. The solar power generated by the Sonarpur-Rajpur Municipality, worth Rs 86-87 lakh, would be linked to the state’s electricity grid.

The Minister also said that the world’s first 120-feet high solar dome is coming up at Eco Park in Rajarhat.

Already, 500 schools in the State are using solar power for various purposes. Soon, every panchayat and municipality will have access to siolar power.

 

প্রত্যেকটি জেলায় সোলার ডোম তৈরি করবে রাজ্য সরকার

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সৌর শক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছেন তাই প্রতিটি জেলায় তৈরি হচ্ছে সৌরপ্ল্যান্ট।

সোনারপুরে একটি গ্রিড সংযুক্ত ১০ কিলোওয়াট শক্তিসম্পন্ন চিরাচরিত সৌরশক্তি ব্যবহারের উদ্বোধনে এসে একথা জানান মণীশ গুপ্ত। সোনারপুর-রাজপুর পুরসভার ৮৬-৮৭ লক্ষ টাকার বিদ্যু९ সরাসরি গ্রিডে পাঠানো হবে।

বিদ্যু९মন্ত্রী জানান, বিশ্বে প্রথম ১২০ ফুট উচ্চতাবিশিষ্ট অচিরাচরিত শক্তির সোলার ডোম হবে রাজারহাটের ইকো পার্কে।

রাজ্যের ৫০০টি স্কুলে সৌরবিদ্যু९ পৌঁছে গিয়েছে। শীঘ্রই প্রতিটি পঞ্চায়েত ও পুরসভায় বসানো হবে সৌরবিদ্যু९।

Solar dome to come up in Kolkata: Power Minister

To push its solar programme forward, the West Bengal government will install a 110-foot-high solar dome in Kolkata for catching maximum daylight, a minister said on Tuesday.

“It will be 110-120 foot high and we have developed the design and have dealt with associated technological challenges to install the solar dome,” said Minister for Power Manish Gupta.

He said the solar dome will be different from geodesic greenhouses. “There is no such solar dome anywhere in India and nowhere in the world,” Gupta claimed.

Clad in solar panels, the dome will be installed at Eco Park in Rajarhat in the city fringes and “not only provide power to the entire park but also stand as our symbol to the commitment to develop solar energy”.

infrastructure bengal

No major hike in power tariff in last four years: Power Minister

Denying the opposition Left Front’s charges of exorbitant hike in power tariff, West Bengal Power Minister Manish Gupta on Wednesday said there has been no major hike under current regime.

Replying to a question in the assembly, Gupta presented figures of hike in power tariff during the last four years of erstwhile Left regime and four-and-half years of TMC and said that the hike during the LF rule was much higher.

“There has been nominal hike during the TMC rule. The hike during the four years of Left rule was much higher,” Gupta said.

Replying to allegations of the Opposition, Gupta said, “In Delhi there are multiple parties which provide electricity. In Mumbai there are two private parties. But if you compare the tariff of these companies with CESC, you will see the rate of CESC is much lower.