State Govt to set up more hydroelectric projects

To further tap the renewable energy resources across the State, the Bangla Government has taken up an elaborate scheme to set up a number of small hydroelectric projects (SHP).

The State Power Department will soon start the construction of Lodhama II Small Hydroelectric Project in Darjeeling, with a capacity of 10 megawatts (MW).

The Power Department is also reviewing the possibility of setting up the Rammam Intermediate Stage Hydroelectric Project, also in north Bengal, with a capacity of 12 MW.

Seven more small hydroelectric projects (SHP) are being planned in north Bengal, named as Ragnu SHP, Ritu SHP, Rishi SHP, Shri SHP, Rithukhola SHP, Teesta Bazar SHP and Tanglu Maney Bhajan SHP. The tendering process for setting them up is underway.

The Power Department has also allotted SHPs of a total capacity of 73.5 MW in Darjeeling district to private agencies. The DPRs for these will be submitted to the department soon.

It may be mentioned that under the Trinamool Congress Government, the Power Department has developed a comprehensive Energy Action Plan in order to generate world-class electricity in Bangla. In its attempt to produce the best quality power, the State Government has focused on the renewable energy sector.

Source: Millennium Post

Power generation plans till 2025 drawn up by Bengal Govt

The State Government has chalked out an elaborate plan to increase power generation with a focus on ‘sustainable power’. This is in addition to taking steps to increase production of conventional forms of energy. The plan has been made keeping in mind the expected power requirement in 2025.

Besides solar power, other sustainable forms of energy for generation of electricity like biomass, wind and tidal power are also being looked into.

This was announced by the Power and Non-Conventional Energy Minister during the presentation of the Department’s budget in the Assembly recently.

He said power generation has already considerably increased over the past six years and measures were being taken to increase it further.

In terms of generation of energy from non-conventional sources, from 1.2 megawatts (MW) in 2011, solar power generation has increased to 53.216 MW at present, while generation of biomass power has increased from 1.59 MW to 13.29 MW during the same period.

The Power Department is setting up solar panels in 1,000 schools and other educational institutions. The panels have already been installed in 673 schools, 21 colleges and five universities so far, according to the minister. By the end of March, solar panels would be installed in the remaining 327 schools. After the first 1,000 schools, another 1,000 will be identified for setting up the panels in the next financial year.

Work has also started on the setting up of floating solar panels in large water bodies within the premises of thermal power generating stations. They will come up in Sagardighi, Santaldihi and Bakreswar.

At the same time, a survey is going on in Sagar Island to develop a wind power generation plant.

In the area of conventional energy, it may be mentioned that a 1,000-MW pumped storage project is coming up at Turga in Purulia district at a cost of Rs 4,800.69 crore. Two power generation plants are coming up – one of 660 MW and a hydel power project of 371 MW — in Sagardighi. Another 200 MW plant is also coming up.

 

 

লক্ষ্য ২০২৫ – বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ রাজ্যের

২০২৫ সালে রাজ্যে বিদ্যুতের চাহিদা কত হতে পারে তার আনুমানিক হিসাব করে, চাহিদা মেটানোর জন্য বিদ্যুত উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিল রাজ্য সরকার।
চিরাচরিত শক্তির পাশাপাশি অচিরাচরিত শক্তি উৎপাদনেও জোর দেবে রাজ্য।

এবছরের বিদ্যুৎ দপ্তরের বাজেট পেশ করার সময় বিদ্যুৎমন্ত্রী বলেন, গত ৬ বছরে বিদ্যুৎ উৎপাদন অনেকটাই বেড়েছে; ভবিষ্যতে আরও যাতে বাড়ে, তার জন্য যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পুরুলিয়া জেলার তুর্গায় একটি ১০০০ মেগা ওয়াট পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্প তৈরী করা হচ্ছে ৪৮০০.৬৯ কোটি টাকা ব্যয়ে। পাশাপাশি, আরেকটি ৬৬০ মেগা ওয়াট বিদ্যুৎ কেন্দ্র তৈরী হচ্ছে সাগরদিঘিতে। ৩৭১ মেগা ওয়াট জলবিদ্যুৎ প্রকল্পও হচ্ছে সেখানে। আরও ২০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও খুব শীঘ্রই তৈরী হবে।

২০১১ সালে আনুমানিক ১.২ মেগা ওয়াট সৌর বিদ্যুৎ তৈরী হত রাজ্যে। আজ সেই উৎপাদন দাঁড়িয়েছে ৫৩.২১৬ মেগা ওয়াটে। তেমনই ২০১১ সালে বায়োমাস শক্তি উৎপাদন হত ১.৫৯ মেগা ওয়াট। যা ছয় বছরে বেড়ে হয়েছে ১৩.২৯ মেগা ওয়াট।

স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপন করেছে বিদ্যুৎ দপ্তর। এখনও পর্যন্ত ১০০০ স্কুলকে চিহ্নিত করা হয়েছে এই প্রকল্পের জন্য। এখনও পর্যন্ত ৬৭৩টি স্কুল, ২১টি কলেজ, ৫টি বিশ্ববিদ্যালয়ে এই প্যানেল বসানো হয়েছে। মার্চের মধ্যে বাকি ৩২৭টি স্কুলে প্যানেল বসানো সম্পূর্ণ হয়ে যাবে। এই কাজ শেষ হলে আরও ১০০০ স্কুলকে চিহ্নিত করা হবে। আগামী বছরের মধ্যে সেগুলিতেও প্যানেল বসানোর কাজ শেষ হয়ে যাবে।

এছাড়াও, বড় তাপবিদ্যুৎ কেন্দ্রের অন্তর্গত জলাশয়ে ফ্লোটিং সোলার প্যানেল বসানোর কাজ শুরু হয়েছে। সাগরদিঘি, সাঁওতালডিহি ও বক্রেশ্বরে এই প্রকল্প শুরু হয়েছে।সাগর দ্বীপে বায়ু শক্তি উৎপাদনের জন্য সমীক্ষা চালানো হচ্ছে।

Source: Millennium Post

10 MW solar PV project on Teesta Canal Bank commissioned

A 10 MW solar photovoltaic (PV) project has been commissioned on the bank of the Teesta Canal by the Bengal Government. This solar plant is the first canal-bank project under the government’s canal-top and canal bank projects scheme for solar power plants.

West Bengal Renewable Energy Development Agency (WBREDA) is setting up the Regional Energy Efficiency Centre (REEC) to promote and implement the Energy Efficiency Programme (EEP). WBREDA is developing mass awareness about the usefulness of renewable energy, of which solar energy is a type. It is promoting the usage of appliances using energy-efficient state-of-the art technologies. Energy efficiency is one of the most important tools to avoid global warming.

The State Government is also stressing on financial support to enable people to buy and use these kinds of efficient devices.

It may be mentioned that the state Power Department is contemplating on the use of energy efficient pumps in agriculture in various districts.

The state government has already taken initiatives to increase the electricity access and has added nearly 80 lakh consumers over the past four years. The state has achieved 24X7 quality power supply to its villages. The state government also has a plan to give power to the agriculture sector across the state through a dedicated line to ensure uninterrupted supply at a steady voltage.

 

Source: Millennium Post

 

তিস্তা ক্যানালে ১০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিল রাজ্য

রাজ্য সরকার তিস্তা ক্যানালে মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পকে অনুমোদন দিল। এই ধরনের ক্যানাল ব্যাংক প্রকল্প রাজ্যে এই প্রথম।

প্রসঙ্গত, ওয়েস্ট বেঙ্গল রিনিউএবেল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি একটি রিজিওনাল এনার্জি এফিসিয়েন্সি সেন্টার তৈরি করছে। নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে সাধারন মানুষের মধ্যে ব্যাপক প্রচার চালানো হচ্ছে।

পাশাপাশি, সৌর বিদ্যুৎ ব্যবহারের জন্য অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি আধুনিক বিভিন্ন যন্ত্রের প্রচারও করা হচ্ছে। এইসব যন্ত্রপাতি কিনে ব্যবহার করতে সাধারন মানুষকে অর্থনৈতিক সহায়তাও প্রদান করছে রাজ্য সরকার।

প্রসঙ্গত, রাজ্য বিদ্যুৎ দপ্তর পরিকল্পনা করছে বিভিন্ন জেলায় চাষের কাজে এনার্জি এফিসিয়েন্ট পাম্প ব্যবহার করার। রাজ্য সরকার পরিকল্পনা করেছে একটি নির্দিষ্ট লাইন থেকে সারা রাজ্যে কৃষিকাজে অবিচ্ছেদ্য ভাবে বিদ্যুৎ পৌঁছে দিতে। রাজ্য সরকার ইতিমধ্যেই বিদ্যুতায়নের ওপর জোর দিয়েছে; গত ৪ বছরে রাজ্যে বেড়েছে ৮০ লক্ষ নতুন গ্রাহক। জেলাগুলিতে ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা দিতেও সক্ষম হয়েছে রাজ্য সরকার।

Bengal Power Dept to focus on developing alternate energy

The Bengal Power Department will focus on the development of alternative energy resources on a large scale so that natural energy sources can be used in the generation of power.

The department has already developed a comprehensive strategy on how to develop solar and other non-conventional energy in the state. Some solar parks have come up in the state while many more will also be set up.

The above comments were made by the State Power Minister while speaking at the 10th edition of the annual Environment and Energy Conclave, organised in Kolkata by the Bengal Chamber of Commerce and Industry (BCCI) on August 23-24. The conclave is an international forum for climate change mitigation and business opportunity.

The Power Department has set a target of setting up solar panels on rooftops of 1,500 government offices, school s and colleges under the State Government’s Aloshree Scheme. Under the scheme, panels have already been set up in more than 500 office buildings and schools.

Installation of solar lights in villages situated on the banks of rivers across the state has already been planned, since in such villages electric poles are often damaged due to erosion.

 

 

বিকল্প শক্তি উদ্ভাবনে উদ্যোগী রাজ্য সরকার

 

 

রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, আগামী কয়েক বছর তার দপ্তরের মূল লক্ষ্য হবে বৃহতাকারে বিকল্প শক্তির উৎস উন্নয়নে। এর ফলে প্রাকৃতিক শক্তির উৎসগুলি বিদ্যুৎ উৎপাদনে লাগানো যায়। রাজ্য বিদ্যুৎ দপ্তর ইতিমধ্যেই একটি সার্বিক কৌশল নিয়েছে যাতে সারা রাজ্য ব্যাপী সৌর ও অন্যান্য অচিরাচরিত শক্তির ব্যবহার বাড়ানো যায়। মন্ত্রী বলেন, ইতিমধ্যেই অনেকগুলি পার্ক উদ্বোধন করা হয়েছে যেগুলি সৌরবিদ্যুৎচালিত, এরম আরও পার্ক ভবিষ্যতে উদ্বোধন করা হবে।

অনেক জায়গায় সৌরবিদ্যুতের প্ল্যান্ট তৈরি করা হবে। ক্যানাল ব্যাঙ্ক সোলার প্রজেক্ট হচ্ছে যার প্রতিটির ক্ষমতা ১০ মেগাওয়াট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, আলোশ্রী প্রকল্পে রাজ্য বিদ্যুৎ দপ্তর ১৫০০টি সরকারি দপ্তর, স্কুল, কলেজের ছাদে সোলার প্যানেল তৈরি করার লক্ষ্য নিয়েছে। ইতিমধ্যেই ৫০০টি দপ্তর ও স্কুলের ছাদে এই প্যানেল বসানোর কাজ হয়ে গেছে।
Source: Millennium Post