Urban ‘haat’ near Nalban from Poila Baisakh

The State Fisheries Department has decided to set up a daily market (or ‘haat’) on the field beside the lake in Nalban. This venue will be used for selling fish, meat, poultry, vegetables as well as handicrafts, to be sold by the manufacturers themselves.

The handicrafts stalls will be run by women belonging to self-help groups (SHGs). These SHGs get financial aid under the State Government’s Anandadhara Scheme, which entails making and selling handicrafts and other items.

This city haat, or market, is expected to become famous the same way the Sonajhuri Haat in Santiniketan, Mangala Haat in Howrah and the Hari Sahar Haat in Shyambazar, Kolkata, have become.

The spot is ideal for a haat as it is quite near the IT hub of Sector V, where thousands come every day to work. Already a few snacks outlets and restaurants have opened up at Nalban, including by the State Fisheries Development Corporation (SFDC).

 

পয়লা বৈশাখ থেকে নলবনে ঝিলের পাড়ে বসবে শহুরে হাট

 

খোদ কলকাতায় দৈনন্দিন গেরস্থালির যাবতীয় উপকরণ নিয়ে হাট বসতে চলেছে। সৌজন্যে মৎস্য দপ্তর। এখানে একদিকে মাছ-মাংস, সব্জি তো বিক্রি হবেই, অন্যদিকে হাতের কাজের বিভিন্ন সম্ভার নিয়ে হাজির হবেন প্রত্যন্ত গ্রামের শিল্পীরা। নলবনের জলাশয়ের পাড়ে খোলা মাঠে ঘুরতে ঘুরতে কেনাকাটা করবেন শহরের বাসিন্দারা।

শান্তিনিকেতনে সোনাঝুরির হাট, হাওড়ার মঙ্গলা হাট বা হরি সাহার হাটের মতো এখনও শহর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে বহু হাট রয়েছে। কিন্তু, এর অনেকগুলিরই পুরনো ঐতিহ্য এখন অনেকটাই ম্লান। তাই এবার সেই হাটের ঐতিহ্য এবং ব্যবসায়িক গুরুত্বকে বোঝাতেই নলবনে ভেড়ির পাশে বসবে নগরায়িত হাট। মৎস্য দপ্তরের অধীনস্থ মৎস্য উন্নয়ন নিগমের পক্ষ থেকে এই হাট বসানো হচ্ছে।

নলবনের কাছেই তথ্যপ্রযুক্তি তালুক। এখানে প্রচুর মানুষ কাজ করতে আসে। সপ্তাহান্তে যদি তাঁরা জলাশয়ের পাশে একটু ‘স্ন্যাক্স’ খেতে খেতে জরুরি সমস্ত সামগ্রী পেয়ে যান, তাহলে অনেকেই হাটে আসতে চাইবেন। সেই কথাকে মাথায় রেখেই সপ্তাহান্তের বিকেলে এই হাট বসানো হবে। পয়লা বৈশাখ থেকে বসবে এই হাট।

প্রসঙ্গত, নলবনের ওই মাঠে ইতিমধ্যে একাধিক বাঙালি-কন্টিনেন্টাল খাবারের রেস্তরাঁ আগে থেকেই রয়েছে। পাশাপাশি নিগমের পক্ষ থেকে কাঁচা প্যাকেটজাত মাছ বিক্রি করা হচ্ছে। সেই সঙ্গে রান্না মাছের বিভিন্ন পদও বিক্রি করা শুরু হয়েছে। হরিণঘাটা থেকে কাঁচা মাংস সহ বিভিন্ন পদ বিক্রি করা হচ্ছে। সুফল বাংলাও ইতিমধ্যে দোকান দিয়েছে সেখানে। ফলে কাঁচা সব্জি থেকে আরও বিভিন্ন রান্নার সামগ্রী সেখানে বিক্রি করা হবে।
সেই তালিকায় এবার নতুন সংযোজন হাতের কাজের সম্ভার। আনন্দধারা প্রকল্পের অধীনে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, তাদের নলবনের হাটে আনা হবে। প্রত্যেক সপ্তাহে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সেখানে এসে নিজেদের হাতে তৈরি বড়ি, আচার, পাঁপড় ছাড়াও হাতের কাজের বিভিন্ন ব্যাগ, শৌখিন ঘর সাজানোর জিনিস বিক্রি করতে পারবেন। এর মাধ্যমে গ্রামীণ মহিলারা যেমন নিজেদের সামগ্রী বিক্রির একটা নতুন জায়গা খুঁজে পাবেন, সেই সঙ্গে শহুরে ক্রেতারাও বিভিন্ন সামগ্রী কিনতে পারবেন নিজের হাতে দেখে নিয়ে।

সর্বোপরি জলাশয়ের পাড়ে ঘুরতে ঘুরতে একেবারে গ্রামীণ পরিবেশেই ‘হাটে’র মজা নিতে পারবেন কলকাতাবাসী।

Image Source: TripAdvisor

Nothing wrong with eggs in Bengal: CM

Following the anxiety of the public over the issue of “artificial eggs” having plastic-like quality, Chief Minister Mamata Banerjee has encouraged people of Bengal to consume eggs with any fear.

“I had a discussion with the Bengal poultry foundation. I have given them the responsibility to label eggs produced in Bengal. Bengal produces 80 lakh eggs. There is no problem with eggs produced in Bengal. Just check that they should be Bengal eggs,” she said.

The CM said action will be taken if something is discovered. “We will become self-sufficient in egg production. We will set up poultries for ducks like we have for hens,” she said.

 

বাংলার ডিম নির্ভয়ে খান: মুখ্যমন্ত্রী

প্লাস্টিক ডিম নিয়ে রাজ্য তোলপাড়। এই অবস্থায় অভয়বাণী শোনালেন মুখ্যমন্ত্রী। সোমবার খড়্গপুরের জনসভায় তাঁর ঘোষণা, ‘‘বাংলার ডিমে কোনও সমস্যা নেই। বাংলার ডিম নির্ভয়ে খান।’’

মুখ্যমন্ত্রী বলেন, “আদৌ প্লাস্টিক ডিম হয় কি না, কোনটাকে প্লাস্টিক বলা হচ্ছে, এটা আমাকে একটু দেখে নিতে হবে। বাইরে থেকে যে ডিম আসছে তা একটু দেখে নিতে হবে। সব দিক দেখে নিতে আরও তিন-চার দিন সময় লাগবে।”

রাজ্যের ডিম যাতে সহজে চেনা যায়, সে জন্য দোকানিদের ‘বাংলার ডিম’ লেখা সাইনবোর্ড ঝোলানোরও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

ম্যাগি-বিতর্ক টেনে তিনি বলেন, “যখন ম্যাগি নিয়ে খুব অভিযোগ উঠল, সবাই ভয়ে ম্যাগি খাওয়া বন্ধ করে দিল। পরে জানলাম, রাজ্যে এ নিয়ে কোনও অভিযোগ হয়নি।“ তবে প্লাস্টিক ডিমের বিষয়ে মুখ্যমন্ত্রী যথেষ্ট সন্দিহান। তাঁর কথায়, “আমি জানতে চেয়েছিলাম, এটা কে রটালো? আমার কাছে যতদূর খবর, তাঁরা না কি বাংলার নয়।”

WB Govt announces relief of Rs 69 crore to farmers who have suffered crop damage

West Bengal Government announced a relief of Rs 69 crore to farmers who have suffered crop damage between February and April.

The State Government in a statement informed that severe hailstorm and rains caused damage to different crops to the tune of Rs 903 crore in most of the districts in the state during the second week fortnight of February and 1st week of April, 2015. The cropped area got affected is 33 per cent totalling 50,600 hectares.

Concerned about the farmers, the State Government will be disbursing Rs 69 crore under State Disaster Response Fund and the same will be offered to eligible farmers. The financial assistance will be Rs 1,800 per bigha (Rs 13,500 per hectare) for irrigated areas while for perennial crop area will be Rs 2,400 per bigha (Rs 18,000 per hectare). The Directorate of agriculture has been entrusted with the task of chalking out the disbursing plan to the affected farmers.

The West Bengal government also urged the Centre to either waive or reduce loans taken by potato farmers from different banks, as they were forced to make distress sales of their produce because of bumper crops this year.

“In a letter, we have urged the Centre to either waive or reduce loans taken by the potato farmers, as they are forced to make distress sales of their produce. We had written earlier too in this regard,” State Agriculture Minister Mr Purnendu Bose said.

After a meeting of the Task Force on Market Price, convened by the Chief Minister Ms Mamata Banerjee, Mr Bose said that the letter had been taken to reduce the burden of the affected farmers.

The state had produced 1.15 crore tonnes of potato this year against the state’s demand of 55 to 60 lakh tonnes for consumption, The agriculture minister said.

In a separate letter, the state government has also demanded a compensation of Rs 70 crore from the Centre for the damage of crops over 50,596 hectares of land in 15 districts in hailstorm, Mr Bose said.
“If the compensation is sanctioned, it will be distributed among the affected districts through Disaster Management department.

The state government is also considering to enhance transport subsidy further for export of potato to other states.

“Already five lakh tonnes of potato have been sent to other states. Besides, the state government has purchased 50,000 tonnes of potato directly from the farmers for mid-day meals and to meet the needs of the ICDS,” the agriculture minister said.

Stating that the production of mango was likely to be up to the expectation, Mr Bose said that transport subsidy would also be given to mango exporters.  To reduce the price of eggs, the state government has also waived one per cent levy on poultry feed, he said.