Bengal Govt to encourage farmers to cultivate Chandramukhi potato for superior chips

The Chandramukhi variety of potato is well-known as being suitable for making superior variety of chips.

Hence, the Bengal Government’s Agriculture Department has taken up a project to encourage farmers, through the giving of subsidies, to cultivate the Chandramukhi variety of potato. At present, the variety is cultivated over 10 hectares in the state.

To achieve a higher production of the Chandramukhi variety, the department is also considering setting up soil testing centres in every subdivision. Currently, there are 18 soil testing laboratories in the state, of which 12 belong to the State Government.

The government would also set up workshops to educate farmers on this aspect, including training them on the aspects of cultivation.

 

চিপস তৈরীতে চন্দ্রমুখী আলু

চিপস তৈরীতে চাই চন্দ্রমুখী। সেই আলুর চাষ বাড়াতে তাই কৃষকদের ভর্তুকি দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। গোটা রাজ্যে চন্দ্রমুখী আলুর উৎপাদন হয় ১০ হেক্টর মতো জমিতে। এই পরিস্থিতিতে চিপসের উৎপাদন বাড়াতে অনেক প্রস্তাব আসছে। জ্যোতি আলু চাহিদামতো সেই জোগান দিতে পারছে না, পাল্লা দিতে চাষিরাও চন্দ্রমুখীর ওপর ভরসা করছে।

এতে আখেরে লাভ চাষিদেরই, পাশাপাশি চিপস তৈরী করে খাদ্য উৎপাদনে জোগান বাড়িতে সরকারও রাজস্ব বাড়াতে আগ্রহী। তাই, প্রয়োজনে চাষিদের ভর্তুকি দিয়ে চন্দ্রমুখী আলু চাষে সহযোগিতার কথা জানিয়েছে রাজ্য সরকার।

মাটি ও চন্দ্রমুখী আলুর বীজ পরীক্ষাকেন্দ্র তৈরী করা হবে রাজ্য, জানিয়েছেন মন্ত্রী। এই মুহূর্তে রাজ্যে ১৮টি মাটি পরীক্ষাকেন্দ্র আছে, যার মধ্যে ১২টি সরকারি। মন্ত্রীর কথায়, প্রতি মহকুমায় একটি করে মাটি পরীক্ষাকেন্দ্র তৈরী করে চন্দ্রমুখী আলুর বাড়ন্ত চাহিদার সঙ্গে পাল্লা দেওয়ার কথা ভাবা হয়েছে। কর্মশালায় চাষিদের এনে উৎসাহ ও প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনে দেওয়া হবে ভর্তুকিও।

Source: Sangbad Pratidin

Ensure prices of essential goods do not rise during Pujo: Bengal CM to task force

Chief Minister Mamata Banerjee directed members of task force to take necessary measures so that there is no rise in the prices of essential goods ahead of Durga Pujo and other festivals. She also directed several measures to reduce the gap between prices of vegetables in wholesale and retail markets.

The Chief Minister held a meeting with members of the Task Force and some ministers including state Agriculture minister Purnendu Basu and state Agriculture Marketing minister Tapan Dasgupta.It is learnt that the matter related to the wide gap between prices of certain vegetables in

It is learnt that the matter related to the wide gap between prices of certain vegetables in wholesale and retail market has come up during the meeting. The Chief Minister directed members of the task force to take immediate steps so that the vegetables are sold at appropriate prices.

The members have been asked to intensify their vigil in the markets in the city and other urban areas in the state. The task force had been visiting the markets in the city to keep a tab on the prices of essential goods. Now, the visit will be more frequent and steps will be taken against the traders if found selling vegetables at a premium price without any valid reason.

Potatoes are getting sold in the markets at the right prices. This year, potato cultivation in the state was quite good and there is a requirement of 36 lakh metric tonne in the state and around 8 lakh metric tonne will be exported to other states. The state government is also giving emphasis on increasing the storage capacity of onions.

At the same time, the Agriculture Marketing department has also been asked to increase the number of Sufal Bangla stalls in the state. At present there are around 50 Sufal Bangla stalls in different parts of the state and there is a target to set up more than 100 such stalls. The state government runs the Sufal Bangla stalls where mainly Farmers Producers Organisations (FPOs) directly sell their produce. People get fresh vegetables and at the right prices as there is no involvement of any middlemen.

 

মূল্য নিয়ন্ত্রণে বাজারে নিয়মিত অভিযানের নির্দেশ মুখ্যমন্ত্রীর

গতকাল নবান্নে শাক সবজির বাজার দর নিয়ন্ত্রণ নিয়ে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কৃষি, কৃষি বিপণন, মৎস্য দপ্তরের পাশাপাশি সেচ, বিদ্যুৎ এবং উদ্যানপালন দপ্তরের মন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

বন্যার সুযোগ নিয়ে কোনও ব্যবসায়ী যাতে চড়া দরে মাছ, সবজিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি করতে না পারে, তার জন্য কড়া নজরদারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এই নজরদারির পাশাপাশি শহর, শহরতলি এবং জেলার বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান চালানোর নিদানও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিনের বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, বন্যায় সবচেয়ে দুর্ভোগে পড়া উত্তরবঙ্গের কৃষকদের সরকারি সহায়তা দ্রুততার সঙ্গে দিতে হবে। আগামী বর্ষার কথা মাথায় রেখে উত্তরবঙ্গের সমস্ত ছোট নদীগুলি ড্রেজিং করানোর নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

এদিনের বৈঠকে রাজ্যের আলুর মজুত ভাণ্ডার সম্পর্কেও খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যে এখন ৪৪ লক্ষ টন আলু মজুত রয়েছে। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত খাওয়ার এবং বীজ বানানোর জন্য লাগবে ৩৬ লক্ষ টন।

এছাড়াও শহরাঞ্চলে মানুষের সুবিধার জন্য সুফল বাংলা স্টল আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণের পদ্ধতি কিভাবে আরও ভালো করা যায় সেই বিষয়েও আলোচনা হয়।

 

 

Bengal Govt begins procuring potatoes at minimum support price from farmers

Giving much relief to potato cultivators, the state government has started procuring the staple food at the minimum support price from farmers in different potato cultivating areas.

It may be recalled that Chief Minister Mamata Banerjee had extended all support so that farmers do not incur losses due to excessive production of potatoes. She had announced that the state government will buy potatoes at minimum support price from farmers for midday meals.

The process of procuring potatoes directly from farmers at minimum support price started on Sunday at areas including Tarakeswar, Balagarh, Polba and Dhaniakhali in Hooghly district which is the highest producer of potatoes in the state.

The state government has decided to buy a total of 28,000 metric tonne potato for midday meals. Potatoes will also be exported to Nepal and Bhutan. Some quantity of the staple food will also be sent to Assam and Odisha.

 

সহায়ক মূল্যে কৃষকদের থেকে আলু কিনছে রাজ্য

আলুচাষীদের পাশে দাঁড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। দিয়েছিলেন পাশে থাকার আশ্বাস। সেইমত পদক্ষেপ নিল সরকার। আলুচাষীদের কাছ থেকে শুরু হল সহায়ক মূল্যে আলু কেনার কাজ।

রবিবার হুগলির বলাগড়ে যান কলকাতার মিড ডে মিল বিভাগের আধিকারিকরা। সমবায় সমিতির মাধ্যমে চাষীদের কাছ থেকে আলু কেনা হয়।

ক’দিন আগে মুখ্যমন্ত্রী চাষীদের পাশে দাঁড়িয়ে ঘোষণা করেন, মিড ডে মিল সেন্টারের জন্য মাসে ২৮ হাজার মেট্রিক টন আলু লাগে। এই পরিমাণ আলু, সরাসরি চাষীদের থেকে, চার টাকা ষাট পয়সা কেজি দরে কিনবে সরকার।

এর পাশাপাশি, আলুর রপ্তানির জন্যও সরকার দেবে ভর্তুকি। রেলে কেজি পিছু পঞ্চাশ পয়সা এবং জাহাজে কেজি পিছু এক টাকা করে।