Commuters in the city will soon be able to travel on pollution-free buses. These buses will run, not on diesel or CNG, but on electricity with the help of rechargeable batteries.
Referred to as ‘electric buses’ by the Transport Department, 25 such vehicles will initially ply in the city on a trial basis. It has been decided that for starters, these buses would be recharged at the various tram depots in the city. Their routes would also be fixed from there.
A Department source said that the West Bengal Transport Corporation has experience in operating electric vehicles. Trams, which have been plying in Kolkata for over a century now, are a primary example. Hence, the electric buses would also have their depots in the tram depots, which already have electrical infrastructure.
It may be pointed out that running electric buses is comparatively much cheaper than running fuel-run buses. They are not just pollution-free from exhaust but also from noise, the levels of which are much less compared to conventional buses. Keeping all these advantages in mind, the Department has decided to go ahead with the pilot project. The number of such buses will be increased later.
কলকাতায় চালু হবে ইলেকট্রিক বাস
আর কিছু দিনের মধ্যে শহরের যাত্রীরা এবার দুষণহীন বাসে সফর করতে চলেছেন। কারণ বাসগুলো হবে ব্যাটারিচালিত। এ ধরনের বাসে থাকে রিচার্জেবল ব্যাটারি। আর সেই ব্যাটারির বিদ্যুতেই বাস চলে। পরিবহন দপ্তর এটিকেই বলছে ইলেকট্রিক বাস।
প্রথম দফায় ২৫টি বাস পরীক্ষামূলকভাবে চলবে কলকাতায়। এ ধরনের বাস সাধারণ বাস থেকে আলাদা হয়। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, কলকাতার ট্রাম ডিপো থেকে এই বাসের রুট তৈরি করা হবে।
দপ্তরের এক সূত্রের বক্তব্য, বিদ্যুৎ চালিত যান চালানোর অভিজ্ঞতা পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের রয়েছে। বহু বছর ধরেই কলকাতায় চলছে বিদ্যুৎ চালিত ট্রাম। তাই ট্রাম ডিপোগুলোতে বিদ্যুৎ সংক্রান্ত কিছু পরিকাঠামো তৈরিই রয়েছে। এখানেই নয়া বাসের ব্যাটারিগুলো চার্জ দেওয়া যেতে পারে।
ওই সূত্রের কথায়, এ ধরনের বাস চালানোর খরচ তুলনামূলকভাবে অনেক কম এবং এই বাস পরিবেশবান্ধব। এ ধরনের বাস থেকে শব্দও কম হয় এবং খনিজ তেলও লাগে না। সেসব বিবেচনায় এনেই এই বাস চালানোর পরিকল্পনা করা হচ্ছে।
পরবর্তীকালে ইলেকট্রিক বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে পরিবহন মহল সূত্রের খবর।
Source: Sangbad Pratidin