Three-day ‘Kobita Utsab’ to begin today

More than 360 poets and elocutionists will participate in the three-day ‘Kobita Utsab’, organised by the Paschimbanga Kobita Academy. The festival will begin on Friday with a rally in which eminent poets and elocutionist would voice their views. The rally would start around 4 pm from near the statue of Rabindranath Tagore and will end at Nandan after passing through the Kolkata Information Centre.

It may be mentioned that the setting up of the Kobita Academy – a first-of-its-kind institution in the country which promotes poetry and acts as a forum for poets all over the state – was the brainchild of Chief Minister Mamata Banerjee. ‘Kobita Utsab’ will be held at Rabindra Sadan, Sisir Mancha and auditorium of Bangla Academy. This is the first time that such a major endeavour has been taken to organise a festival exclusively for poets and elocutionists.

Poet Nirendranath Chakraborty will inaugurate the Kobita Utsab on Friday at Rabidndra Sadan. Fellow poet Monindra Gupta will be felicitated with ‘Jibanananda Samman” and elocutionist Pradip Ghosh will be awarded the ‘Kazi Sabyasachi Samman’. Besides recitation of poems, there will be seminars on poetry which will be held at the festival.

 

আজ উদ্বোধন হবে কবিতা উ९সবের

আজ থেকে রবীন্দ্রসদনে শুরু হচ্ছে কবিতা উ९সব। পশ্চিমবঙ্গ কবিতা অ্যাকাডেমি আয়োজিত তিন দিনের এই কবিতা উ९সবে ৩৬০ জনেরও বেশি শিল্পী অংশগ্রহণ করবে।

আজ বিকেল চারটেয় রবীন্দ্র সদন চত্বরে রবীন্দ্রনাথের মূর্তির সামনে থেকে কবি শিল্পীদের একটি মিছিল শুরু হবে শেষ হবে নন্দনে। মিছিলের ব্যানারে থাকবে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার পঙক্তি– একটু পা চালিয়ে ভাই।

উল্লেখ্য, কবিতা অ্যাকাডেমি গঠন করার অভিনব চিন্তাধারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কবিতার প্রসারে এমন এক অ্যাকাডেমি বানানোর উদ্যোগ দেশে নজিরবিহীন।

রবীন্দ্র সদন ছাড়াও শিশির মঞ্চ ও বাংলা অ্যাকাডেমি অডিটোরিয়ামে হবে এই ‘কবিতা উ९সব’। তিনদিন ব্যাপী এই উ९সবের উদ্বোধন করবেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আজ এই উ९সবসন্ধ্যায় ‘জীবনানন্দ সম্মান’ পাবেন কবি মণীন্দ্র গুপ্ত, ‘কাজি সব্যসাচী সম্মান’ পাবেন আবৃত্তিকার প্রদীপ ঘোষ।