From tweets to books – Mamata Banerjee’s consistent protests against DeMonetisation

On the evening of November 8, 2016, the Prime Minister suddenly announced on television that all Rs 500 and Rs 1,000 currency notes were being withdrawn, starting immediately. This stunned one and all. To enable people to exchange the notes with currency of other denominations, a 50-day window was given.

This disastrous step – supposedly for combating black money, stopping the funding of terrorists and what not, all of which turned out to be highly misleading – in fact, was condemned at every level and by almost all economists of repute, including some of the leading international ones, and several leading politicians.

However, Chief Minister and All India Trinamool Congress Chairperson, Mamata Banerjee stood out for having the foresight to condemn this dire step in no uncertain terms from day one. She was the first and certainly the most strident critic of this ill-thought-out step, and still continues to be so. In fact, her first series of tweets went out on November 8 itself, and they spread like wildfire and gave courage to many to come out openly against demonetisation in the coming days, months and years.

The people of the country suffered endlessly for this little-planned step of the Central Government. More than 130 people died just because of ill-health from standing for hours in queues in front of banks, trying to exchange their currency notes.

Not just that, the Prime Minister’s promise of all problems being solved by December 30, the last day of demonetisation, turned out to be a mirage. The desert of despair spread far and wide, and parched dry people’s livelihoods and savings. Demonetisation and the resultant shortage of currency notes caused many small business establishments to down shutters. As a result, the workers working there lost their jobs – a few lakhs across the country.

The closing down of businesses caused a huge loss to the economy of the country, from which it is yet to recover fully.

After November 8, Mamata Banerjee continued tweeting out her thoughts on demonetisation, and still does whenever required. She never forgets to remind people of the cruel step taken. Alongside, she wrote a book and a poem too, condemning the Centre’s decision.

The book, Note Katha, and the poem, deal with all the troubles which demonetisation caused to the common people. The book was released at the 2017 Kolkata International Book Fair and became a bestseller.

During the period of demonetisation, Mamata Banerjee led several street protests and multi-party public meetings across the State and the country – in Kolkata and other places in Bangla, and in Delhi, Lucknow and Patna. Everyone rallied around her and extended their support to her, and gathered courage to lead further protests in their own ways. Trinamool Congress Members of Parliament organised protests at Parliament and led efforts in cornering the Central Government inside both Houses of Parliament on the issue.

The Trinamool Congress Government in Bangla was not just content with protesting. It did its best in helping people. The Samarthan Scheme was introduced to help people who had to return to the State after losing their jobs, especially those doing contract-based and odd jobs, to start their own businesses. It was a much-appreciated effort, and the people’s love and respect for their beloved Didi increased manifold.

Mamata Banerjee continues to speak out against demonetisation, and has made it a plank to attack the atrocious governance of the government at the Centre. Her foresight, quick thinking and courageous step on that fateful night of November 8, the ripples from which soon turned into a high tide of condemnation country-wide, will forever be remembered in the modern history of India.

 

PM’s statement on the poor is an insult to common people and in bad taste: Mamata Banerjee

Bengal Chief Minister Mamta Banerjee once again criticised the Prime Minister for Centre’s demonetisation move on Monday. She said that the move has hit the poor of country badly, adding that the statement issued by PM is “bad in taste”.

“The PM in his speech had said the poor are sleeping peacefully. This is an insult to commoners and in bad taste. My humble suggestion is not to hit the common people like this ,” she said.

Mamata Banerjee had earlier given a call for a “joint movement” by Opposition parties against the Centre to give people some respite from the ongoing “financial anarchy” that has been caused due to the decision to demonetise Rs 1,000 and Rs 500 notes.

On Sunday, she had tweeted: “This is not an ego battle. I humbly appeal again to the Govt at the Centre. Save the common people from more suffering,and the country from financial catastrophe, by withdrawing this hasty decision. First please put a proper action plan in place. Breathing space for people. Today I spoke with several political leaders regarding a joint movement and to meet Rashtrapati Ji together. Let us all fight this together to give relief to common citizens, the poor and stop this financial anarchy.”

Abhishek Banerjee appeals to the youth to help people in bank queues

Abhishek Banerjee on Sunday appealed to everyone, specially the younger generation to assist the elderly, physically challenged, pregnant women, labourers, farmers and workers in bank queues.

He wrote: “I urge everyone, especially the younger generation and all brothers and sisters of our state, to do our bit in assisting the elderly, the physically challenged, pregnant women, labourers, farmers, workers and all those who are very worried and do not know how to fill bank forms and physically lack the strength to stand in long queues.

Please reach out and help them. Let us help each other irrespective of caste, creed, religion and political affinity. Try and make drinking water arrangements outside ATMs and bank branches with the consent and approval central/state/local authorities. There’s no bigger religion in the world than HUMANITY.

Let’s rise up and do our bit for a better tomorrow.”

 

মানুষের পাশে থাকার আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার কাছে বিশেষভাবে তরুণ প্রজন্মকে মানুষের পাশে থাকার আবেদন জানান। বৃদ্ধ, শারীরিকভাবে প্রতিবন্ধী, গর্ভবতী নারী ব্যাংক লাইনে দাঁড়িয়ে কৃষক ও শ্রমিকদের সহায়তা করার আবেদন জানান তরুণ প্রজন্মকে।

তিনি বলেন, “আমি সকলকে আহ্বান জানাচ্ছি, বিশেষ করে রাজ্যের যুবসমাজকে, যে তারা যেন জাতি, ধর্ম, রাজনৈতিক মতভেদ অগ্রাহ্য করে বয়স্কদের, প্রতিবন্ধিদের, গর্ভবতী মহিলাদের, শ্রমিকদের, চাষীদের এবং বাকি সকলকে যাদের লম্বা লাইনে দাঁড়ানোর ক্ষমতা নেই কিংবা যাদের ব্যাঙ্ক ফর্ম ভরার পদ্ধতি জানা নেই, উপযুক্ত সাহায্য করে। ওদেরকে এটিএম-র এবং ব্যঙ্কের বাইরে, উপযুক্ত প্রশাসনিক সম্মতি নিয়ে, পানীয় জলের সুব্যাবস্থা রাখার আর্জি জানাচ্ছি। পৃথিবীতে মনুষ্যত্বের চেয়ে বড় আর কোনো ধর্ম নেই।

চলুন আমরা সবাই মিলে এক সুন্দরতর ভবিষ্যত গড়ার চেষ্টা করি।”

 

 

 

Mamata Banerjee to join Opposition leaders to meet President over demonetisation woes

On Sunday, Trinamool Chairperson and Bengal Chief Minister said Mamata Banerjee said she spoke to the President of India on the issue of demonetisation and he has kindly consented to meet her and leaders of other Opposition parties on November 16 or 17.

Mamata Banerjee gave a call for a “joint movement” by Opposition parties against the Centre to give people some respite from the ongoing “financial anarchy” that has been caused due to the decision to demonetise Rs 1,000 and Rs 500 notes.

She later tweeted: “The Hon President was kind enough to take my call now. I briefed him about how common people are suffering because of demonetization. I thank him for agreeing to meet reps of political parties on Nov 16 or 17 where we will brief him in detail on the grim situation.”

She also spoke to leaders of various parties and requested them to accompany her to meet the President.

In another tweet Mamata Banerjee stated: “This is not an ego battle. I humbly appeal again to the Govt at the Centre. Save the common people from more suffering,and the country from financial catastrophe, by withdrawing this hasty decision. 1st pl put a proper action plan in place.Breathing space for people. Today I spoke with several political leaders regarding a joint movement and to meet Rashtrapati Ji together. Let us all fight this together to give relief to common citizens, the poor and stop this financial anarchy.”

 

নোট বাতিল নিয়ে রাষ্ট্রপতির সাথে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

নোট নিয়ে তাঁর তীব্র প্রতিবাদ এবার তিনি ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চান। তিনি চান দেশ জুড়ে বিরোধী ঐক্য গড়ে তুলতে। তাই এবার কোমর বেঁধে ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর প্রতিবাদে সামিল হতে সব বিরোধী দলের কাছে আবেদনও জানিয়েছেন তিনি। সমস্ত দলের প্রতিনিধিদের নিয়ে তিনি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গেও দেখা করতে চেয়ে রবিবার রাষ্ট্রপতিকে ফোনও করেন। সময় পেয়েছেন। আগামী বুধবার দুপুর দেড়টায় মমতা ব্যানার্জি যাবেন রাষ্ট্রপতির কাছে। মমতার সঙ্গে ফোনে কথা হয়েছে বেশ কয়েকজন বিরোধী নেতার।

মমতা ব্যানার্জি রবিবার টুইট করে জানিয়েছেন, ব্যাঙ্ক ও এ টি এমের সামনে টাকা তোলার জন্য যাঁরা লাইন দিয়েছেন, তাঁদের অপমান করা হচ্ছে। তিনি এদিন বিনম্রচিত্তে কেন্দ্রের কাছে নোট বাতিলের বিষয়টি পুনর্বিবেচনার করার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, এটা কোনও ইগোর লড়াই নয়। সাধারণ মানুষকে স্বস্তি দিতে সব দলের একসঙ্গে নামা উচিত। তিনি অর্থনৈতিক নৈরাজ্য বন্ধ করার ডাক দিয়েছেন। তিনি জানিয়েছেন, অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টিকারী হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। আগে সঠিক পরিকল্পনা করা উচিত ছিল। যেখানে সাধারণ মানুষ স্বস্তি পেত। সাধারণ ও গরিব মানুষকে হয়রানি থেকে মুক্তি দিতে অর্থনৈতিক নৈরাজ্য বন্ধ হওয়া উচিত।

নোট বাতিল নিয়ে মানুষের হয়রানি দেখতে শনিবার রাজপথে নেমেছিলেন মমতা ব্যানার্জি। শরৎ বোস রোড, ভবানীপুর আশুতোষ মুখার্জি রোডে বেসরকারি ব্যাঙ্কে যান। এ টি এমের অবস্থাও দেখেন। নোট বাতিলের ঘোষণার দিন মমতা ব্যানার্জিই প্রথম প্রতিবাদের সুর চড়িয়ে বলেন, এই সরকারকে বরখাস্ত করা উচিত। তুঘলকি সিদ্ধান্ত। অনেক মানুষ আত্মহত্যা করতে পারেন। গরিব মানুষ টাকা রাখবে কোথায়?‌

শনিবার নবান্নে মিডিয়াকে বলেন, সাধারণ মানুষের হয়রানি চোখে দেখে এলাম। অর্থনৈতিক জরুরি অবস্থা চলছে। কেন ব্যাঙ্ক, এ টি এমে টাকা থাকবে না?‌ লাইন দিয়ে সাধারণ মানুষকে কেন শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে?‌ ২০০০ টাকা নিয়ে মানুষ কী করবে?‌ দোকানদার নিচ্ছে না। ভাঙাতে পারছে না। ১০০ টাকা বেশি পাওয়া যাচ্ছে না। আমি আবার রাজপথে নামব।‌‌‌

 

Centre has lost the moral right to continue in office: Mamata Banerjee

Calling the government anti-poor, West Bengal Chief Minister Mamata Banerjee asserted that a few money launderers are profiting due to the ‘black decision’ of demonetisation.

Mamata Banerjee on Saturday said she is ready to with all Opposition parties to save the country. “We are ready to work with Congress, SP, BSP and other Opposition parties to save the country,” she said in a press conference in Kolkata.

Demanding immediate withdrawal of the ‘draconian’ decision to demonetise Rs 500/1000 notes, she said the government’s move without proper planning was dangerous. “I personally visited several banks today to listen to tales of hardship of common people. More than two lakh ATMs are closed, money is not available; people are facing lot of problems,” said Banerjee.

Calling the government anti-poor, the chief minister asserted that a few money launderers are profiting due to this ‘black decision’. “Only 1 % people hold black money; why are the other 99% being harassed for this,” said the CM adding that it is a betrayal with people.

The Chief Minister reiterated that the common people were facing hardships because of government’s decision.”A sudden midnight decision was taken. But few people in the ruling party knew about it,” she said.

Trinamool Congress has already given a notice in the Rajya Sabha for a discussion on the demonetisation issue on November 16, the opening day of winter session of Parliament. Leader of the party in Lok Sabha Sudip Bandopadhyay has said the party would bring an adjournment motion in the house on the same day.

Mamata Banerjee has also penned a poem on the demonetisation issue.

Mamata Banerjee pens poem against demonitisation

Expressing her solidarity with thousands of those affected by the “hasty and arbitrary decision” of the Centre, Chief Minister Mamata Banerjee has written a poem.

It was she who first reacted shortly after Prime Minister announced demonetisation of Rs 500 and Rs 1,000 currency notes and said that this would create chaos all over the country and common people would be at the receiving end.

Her prediction has come true. Throughout the country, lakhs of common people were seen standing in long queues trying desperately to exchange their notes.

In this backdrop, she writes that intolerance and autocracy have tarnished the image of “rajdharma”.

Without naming the PM, the poetry lashes out at him and his effort to shield his close aides. The earning of common people has been termed as black money while those in the helm of affairs have come out clean.

The hasty and unplanned decisions have “broken” the hearts of common people. She questioned how the autocrats can hide their shame by punishing common people.

She maintained that people were criticising him for shielding the “sinners”. She remarked that those who have been “put under stress” will turn their back by offering you “three talaq”.

 

৫০০, ১০০০ টাকার নোট বাতিলের বিরুদ্ধে কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের যে সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে তার প্রতিবাদে কলম ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থনৈতিক অরাজকতার কারণে অগণিত নিপীড়িত সাধারণ মানুষের জন্য প্রতিবাদ হিসেবে কবিতা লিখলেন বাংলার অগ্নিকন্যা।

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম তোপ দাগেন যে এই ঘোষণার ফলে দেশব্যাপী সাধারণ মানুষকে প্রচুর অসুবিধের মধ্যে পড়তে হবে। মানুষ ঘন্টার পর ঘন্টা কষ্ট করে লাইন দিচ্ছেন শুধু মাত্র কিছু টাকার নোট বদলানোর উদ্দেশ্যে। তিনি এও বলেন আজ রাজধর্ম ঢেকে গেছে অসহিষ্ণুতা ও স্বৈরাচারে।

প্রধানমন্ত্রীর নাম না করে তিনি বলেন, নিজের কাছের লোকেরা যাদের প্রচুর কালো অর্থ রয়েছে তাদেরকে আড়াল করে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকাকে কালো টাকা বলা হচ্ছে।

কেন্দ্রের এই অপরিকল্পিত ও হঠকারী সিদ্ধান্ত দেশের মানুষকে খুব বেদনা দিয়েছে। তিনি আরও বলেন এই স্বৈরাচারীরা কি করে সাধারণ মানুষকে শাস্তি দিয়ে নিজেদের লজ্জা ঢাকতে পারেন?

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছে, সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলছে যে তিনি আসল অপরাধীদের আড়াল করেছেন। তিনি বলেন, আজ প্রধান মন্ত্রী যাদের কষ্টের মধ্যে ফেলেছেন সেই জনগণই প্রধানমন্ত্রীকে উপযুক্ত সময়ে তিন তালাক দিয়ে দেবে।

Singur landowners to get back land after Durga Puja: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today said landowners in Singur will get possession of land after Durga Puja festival.

“After Puja all land owners will get their land back. It will be fit for agriculture,” Chief Minister said after an administrative review meeting here in Hooghly district.

She said she was happy to be part of the fight of farmers who were getting back their land.

1,768 land owners have so far taken cheques from the government while 10,747 ‘parchas’ (land deeds) have been given so far, Partha Chatterjee said.

 

সিঙ্গুরের চাষীরা পুজোর পরে চাষযোগ্য জমি পাবেন:‌ মমতা

পুজোর পর সিঙ্গুরের জমি চাষযোগ্য করে কৃষকদের ফিরিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার চূচূঁড়া ময়দানে এক সভায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

হুগলি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ২১ অক্টোবরের মধ্যে সিঙ্গুরের জমি চাষের উপযুক্ত করে তুলতে হবে। এই লক্ষ্যমাত্রা সামনে রেখে সব দপ্তরকেই কাজ জোরদার করতে হবে।

‘‌রাজনৈতিক স্থিরতা মানেই উন্নয়নে গতিশীলতা। আর সবাই ভাল না থাকলে আমি ভাল থাকি না’‌, বলেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুর প্রসঙ্গ টেনে বলেন, সিঙ্গুরের মানুষ জমি ফিরে পেয়েছেন। তাঁরা পরচা পেয়েছেন, চেকও দেওয়া হয়েছে। পুজোর পরে জমিও ফিরিয়ে দেওয়া হবে। সেখানে তাঁরা চাষ শুরু করতে পারবেন।

Boost for infrastructure in Goaltore

A day after Mamata Banerjee offered 1,000 acre land for setting up of a factory either by Tata/BMW or any other car manufacturing company at Goaltore in West Midnapore, the district authorities have started chalking out places on war footing to develop the area.

Upbeat with the CM’s announcement, as many as 100 labourers working in the Goaltore state seed farm started clearing the shrubs in the area. Garbeta-II BDO went to visit the spot. “We are in the process of preparing the land,” the BDO said.

The Midnapore zilla parishad has already taken up a proposal to give a blacktop to the road leading to the project site. A proposal for setting up a 132 kV power substation has also been submitted.

 

 

গোয়ালতোড়ে জমি প্রস্তুতির কাজ শুরু হয়ে গেল

বৃহস্পতিবার সকাল থেকেই গড়বেতা-২ ব্লকের বিডিও নিজে উপস্থিত থেকে শ্রমিক লাগিয়ে ওই জমিতে আগাছা পরিষ্কারের কাজ শুরু করেন৷  বিডিও জানিয়েছেন, এখানে পাশে জলের জন্য খাল রয়েছে৷ ১০ কিমির মধ্যে শিলাবতী ও কংসাবতী নদী রয়েছে, হাইওয়ে হচ্ছে, বিদ্যুতের সংযোগ শুরু হচ্ছে৷ সব মিলিয়ে শিল্পের উপযুক্ত জমি এটি৷ সেটাকেই শিল্পের জন্য তৈরি করা হচ্ছে৷

Mamata Banerjee chronicles her Singur andolan in a book

The historic Singur Andolan will now be chronicled in a book which has been written by none other than Mamata Banerjee, who had been at the helm of the mass movement. The movement had lent a voice to millions of the farmers and working-class people who have been fighting for their rights.

At the Singur Diwas rally, Mamata Banerjee said that she has already started penning a book on Singur.

It was the Singur Land Movement that started a nationwide debate on the draconian 1894 land acquisition act and finally forced the Centre to draft a new legislation.

The new book, which is expected to be released at the Kolkata International Book Fair 2017, will feature the leader’s experiences and thoughts relating to the Singur Movement.

Mamata Banerjee has so far authored 63 books, including ten in English, all of which have been bestsellers.

 

সিঙ্গুর আন্দোলন নিয়ে বই লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়

সিঙ্গুরের ১০ বছরের ঐতিহাসিক আন্দোলন এবার নথিভুক্ত হবে বইয়ের পাতায়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক ও শ্রমিদের অধিকার রক্ষার লড়াইয়ের বৃহত্তর আন্দোলন নিয়ে বই লিখবেন।

সিঙ্গুর দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, ইতিমধ্যেই সিঙ্গুরের আন্দোলন নিয়ে তিনি একটি বই লিখছেন।

এটি সিঙ্গুরের সেই জমি আন্দোলন, ১৮৯৪ সালের ভূমি অধিগ্রহণ আইন যা নিয়ে দেশব্যাপী বিতর্ক শুরু হয়েছিল এবং পরিশেষে কেন্দ্র একটি নতুন আইন প্রণয়ন করতে বাধ্য করেছিল।

২০১৭ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় যে নতুন বইটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে তা সিঙ্গুর আন্দোলন নিয়েই রচিত হবে।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ৬৩টি বই (এর মধ্যে ১০টি ইংরেজি) ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে।

Farmers laud CM for bringing back their lands

Stating that people’s notion on present generation’s apathy in agriculture is a myth with youths realising that the state is awaiting a boom in the agriculture sector, farmers in Singur lauded the role of the Mamata Banerjee’s government in helping them get back their land within 14 days of the Supreme Court’s verdict.

Most of the farmers who received the compensation cheques and deed of land from Mamata Banerjee on the dais of Singur Diwas on Wednesday shared the same view saying that at present, the state government is taking several steps to help farmers augment their produce and at the same time stringent steps were taken to ensure maximum profit for farmers. The state government is opening up new avenues in the agriculture sector by introducing need based farming and setting up of more agro-based industries.

“There is no question of using the land that we have got back today (Wednesday) for any other purpose apart from cultivating crops. Earlier there used to be three to four crops a year on the plot that was acquired by the erstwhile Left Front government for setting up of Tata’s Nano project. It may take some time, but we are confident that the land will get back its characteristics,” said Alochaya Manna, who received the compensation and deed of land for her plot.

Manna said that her son, who was the lone earner of the family, had struggled a lot for the past few years in earning livelihood. He had to move from one place to another in search for a job. “So we are eagerly waiting for the day from when my son can start farming on our land for which we had been fighting for a decade,” she said.

A 30-year-old farmer Prosenjit Das, who also received deed of land on Wednesday, said that his father had 4 bigha land that was forcefully taken away by the erstwhile Left Front government.

“Today (Wednesday) I am getting it back. There can be nothing better than getting back the plot as it will help us earn our livelihood and at the same time we can go for tie-ups with agro-based industries,” he said that the Supreme Court’s verdict in favour of farmers is not only the victory of the people of Singur but it has also paved a way for better days for farmers in the entire nation.

 

জমি ফেরত পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সিঙ্গুরের কৃষকরা

বেশির ভাগ কৃষক যারা ঐতিহাসিক সিঙ্গুর দিবসে তাদের ক্ষতিপূরণের চেক ও জমির পরচা ফিরে পেলেন এ কথা মুক্তকণ্ঠে স্বীকার করে নিয়েছেন যে রাজ্য সরকার কৃষকদের সাহায্যার্থে অনেক পদক্ষেপ নিয়েছেন। রাজ্য সরকার।

কৃষিজীবী আলোছায়া মান্না বলেন, “এরপর আর কোনো বাধা রইলো না এই ফেরত পাওয়া জমিতে কৃষিকাজ করতে। আগে এই জমিতে বছরে তিন চার বার ফসল ফলত। আমরা আশাবাদী একটু সময় লাগলেও এই জমি আবার উর্বর হবে।”

জমির পরচা ফেরত পাওয়ার পর আরেক কৃষক প্রসেনজিত দাস বলেন তার বাবার চার বিঘা জমি ছিল যা আগের বামফ্রন্ট সরকার জোর করে কেড়ে নেয়।

“এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। আমরা আবার চাষবাস শুরু করতে পারি ও কৃষি-কেন্দ্রিক শিল্প গুলোর সঙ্গে চুক্তি করতে পারি,” তিনি বলেন।