Bengal to set up ‘cage culture’ for rearing fish in the deep sea

A new method of deep-sea pisciculture is soon going to be introduced in Bengal – cage culture. As the name suggests, the practice consists of culturing fish inside big floating cages in the middle of the sea. This type of fish culture is being successfully practiced in Norway, Thailand, Japan, the Philippines, etc.

The project is in the pilot stage. Two 4.5 metre-diameter cages made out of GI pipes and Netlon mesh have been set up 2 km off the coast of Mandarmani. The cages are covered with nets to prevent sea birds from feeding on the fish. They are tied down with buoys to provide stability. Each cage is going to last eight to ten years.

Hatchlings for the pilot project would be released in September, which would grow to the right size – 1 to 1.5 kg – within six months. Mostly, bhetki and pomfret would be reared in these cages, since these are fishes in high demand and are costly as well. Such deep-sea culture in large numbers would bring down the prices.

This is also being encouraged to bring down the pressure on the lakes and inland hatcheries; culture in the open seas would have no environmental impact.

Scientists are also researching the viability of culturing pearls in the cages.

In the State, the West Bengal University of Animal & Fishery Sciences is in charge of the project, which is a part of the Indian Council of Agricultural Research-led All India Network Project on Mariculture. Five other States are part of the project.

 

মাঝসমুদ্রে খাঁচায় মাছ চাষ করবে মৎস্য দপ্তর

মাঝসমুদ্রে খাঁচায় মাছ চাষ করবে রাজ্য মৎস্য দপ্তর। মাঝসমুদ্রে ভাসছে খাঁচা আর সেখানে খেলা করছে মাছ। সেই মাছ যাতে বেরিয়ে না যায় বা অন্য কোনও জলজ প্রাণী সেখানে ঢুকে পড়তে না পরে, সেজন্য ঘিরে রাখা হয়েছে সেটিকে।নরওয়ে, থাইল্যান্ড, জাপান, ফিলিপিন্সে অনেক আগেই এ ধরনের কাজে অনেক সফল হয়েছে।

আগামী দিনে সমুদ্রে মাছ চাষের ক্ষেত্রে জোর দিতে হবে। সেখানে জায়গার কোনও অভাব হবে না!‌ তাই বিজ্ঞানীরা বেছে নিয়েছেন সমুদ্রকে। কী করে মাছের উৎপাদন আরও বাড়ানো যায় তাই নিয়ে চর্চা চলছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের অল ইন্ডিয়া নেটওয়ার্ক প্রজেক্ট অফ মেরিকালচারের অন্তর্গত এই প্রকল্পটি। বিশেষজ্ঞদের কাছে যা পরিচিত ‘কেজ কালচার’ নামে‌।

এটি একটি পাইলট প্রজেক্ট। বছরের শুরুতে বসানো হয়েছে জিআই পাইপ আর নেটলন দিয়ে তৈরী খাঁচা।  মন্দারমনির সমুদ্রের পাড়ে ২ কিমি দূরে তৈরী করা হচ্ছে এটি। আপাতত বসানো হয়েছে সাড়ে চার মিটার ব্যাসের দুটি খাঁচা। ভাসমান ওই খাঁচা ৮–১০ বছর টিকবে।  তবে নোঙর দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে সেটি জলতরঙ্গে ভেসে না যায়।

সেখানে পুজোর আগেই ছাড়া হবে মাছের চারা। মাস ছয়েকের মধ্যে তা বড় হয়ে যাবে। ভেটকি, পমফ্রেটের মতো মাছ চাষ করা হবে। কারণ বাজারে এগুলির চাহিদা রয়েছে। দামও বেশি। এই পদ্ধতিতে চাষ করার খরচ কম হবে বলে আশা করছেন প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিকরা। এক–একটি মাছের ওজন হবে এক থেকে দেড় কেজি। এমনই হিসেব বিশেষজ্ঞদের।

মুক্তো চাষেরও চেষ্টা করে দেখছেন বিজ্ঞানীরা। স্থানীয় মাছ ব্যবসায়ীদেরও যুক্ত করা হচ্ছে। তাঁদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া, আরও ৫টি রাজ্যের এই প্রকল্পের কাজ চলছে।

 

 

Bengal Govt starts new schemes to augment fish cultivation in north Bengal

Bengal government has started some new schemes to augment fish production in north Bengal where pisciculture could not be done in large scale.

In addition to these schemes, the state Fisheries department is also procuring the most advanced satellite images through which the department officials will be able to assess the condition of various water bodies across the state.

Water quality mapping is an important factor in the production of fishes. An increase in fish production depends on the water quality. A host of parameters such as dissolved oxygen content in water, chlorophyll, water turbidity, water depth etc plays a vital role.

Fish production in north Bengal has comparatively been low and hence several steps have been taken to boost the pisciculture there. The department has started to put fishlings into rivers and government ponds. They were distributing free food for feeding small fishes. Fish farmers are being provided training on how to apply scientific methods to cultivate fishes. Food is being distributed for feeding small fishes completely free of cost.

After carrying out a study, it has been observed that most of the fish cultivators do not feed the fish sufficiently and as a result of this, the growth of the fishes is not up to the mark. The state government is conducting awareness camps to inform the farmers how to detect diseases of the fishes and boost fish growth. The department has already chosen some government ponds for cultivating fish.

Fishlings have been put into different ponds across North Bengal and also in rivers like Teesta, Torsha, Kalijani, Karla, Jaldhaka, Sankosh and others. Awareness campaigns in local areas has been started where tea gardens exist, so that people learn to avoid using the river water to clean the spray machines after using them for pest control purposes. It was learnt that around 6,000 ton of fish are currently produced in Jalpaiguri and Alipurduar districts annually.

To increase the fish production, the satellite images would help the department in many ways. The department will procure current satellite data to know the exact contents of a particular waterbody. It will also help understand the nature and quality of each waterbody.

 

উত্তরবঙ্গে মাছচাষ বৃদ্ধির উদ্যোগ রাজ্য সরকারের

উত্তরবঙ্গের যেসব অঞ্চলে বড় আকারে মাছ চাষ সম্ভব নয়, সেই সব অঞ্চলে মাছচাষ বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

এই প্রকল্পে রাজ্য ম९স্য দপ্তরের তরফে আধুনিক প্রযুক্তি ব্যাবহার করছে। এই প্রযুক্তিতে সারা রাজ্যে যত জলাশয় আছে তার স্যাটেলাইট মারফত ছবি ম९স্য দপ্তরের আধিকারিকদের কাছে চলে যাবে। এছাড়াও জলাশয়গুলির জলের গুনমানও জানা যাবে প্রযুক্তির সাহায্যে।

মাছ চাষের জন্য জলের গুনমান বিচার খুব জরুরি বিষয়। জলাশয়ের অনেক গুরুত্বপূর্ণ মাপকাঠির ওপর নির্ভর করে মাছচাষ। যেমন, জলে অক্সিজেনের পরিমান, ক্লোরোফিলের মাত্রা, জলের গভীরতা ইত্যাদি।

মাছ উ९পাদন উত্তরবঙ্গে তুলনামূলকভাবে কম। তাই, সেখানে মাছ উ९পাদন বৃদ্ধি করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মৎস্য দপ্তর তিস্তা, তোর্সা, কালিজানি, কারলা, জলঢাকা, সঙ্কশ নদী ও রাজ্য সরকারের অধীন পুকুরগুলোতে চারা মাছ ছাড়ছে। মাছ চাষে অত্যাধুনিক পদ্ধতি ব্যাবহার করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মাছচাষিদের।

একটি সমীক্ষার মাধ্যমে জানা গেছে মাছ চাষিরা বেশির ভাগ ক্ষেত্রেই মাছেদের উপযুক্ত পরিমানে খাবার দেয় না। তাই, ছোট মাছের খাদ্যও বিনামূল্যে বিতরণ করছে। মাছের রোগ চিহ্নিত করার তালিমও দেওয়া হবে এই প্রশিক্ষণে। এর ফলে ফলন বাড়বে।

 

 

51 enclaves in Bengal to get solar-based water pumping units for agriculture

In a bid to ensure that residents of “chitmahals” can channelise water for agriculture using “free of cost” power, The West Bengal Government is setting up solar based water pumping units in all the 51 enclaves that came under India.

The step is aimed to make the people residing in the enclaves self dependent. The project is a brainchild of Chief Minister Mamata Banerjee and the state irrigation department has taken necessary initiatives to let people get benefitted as early as possible.

A total of 212 units will be set up in the enclaves in phase-I, benefitting 6360 families. Each of the units has the capacity of channelising water on 80 to 100 bighas of land.

They can also fill up small plots of low lands in the area using the units to initiate pisciculture.

 

৫১টি ছিটমহল এবার কৃষিকাজের জন্য সৌর ভিত্তিক পাম্পিং ইউনিট পাবে

ছিটমহলবাসীরা যাতে কৃষিকাজের জন্য পর্যাপ্ত জল পেতে পারে সেজন্য ৫১টি ছিটমহল এলাকায় সৌরভিত্তিক পাম্পিং ইউনিট চালু করছে রাজ্য সরকার।

ছিটমহলবাসীদের স্বনির্ভর করাই আসল উদ্দেশ্য। প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার এই স্বপ্নের প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য রাজ্য সেচ দপ্তর বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এর ফলে এলাকার মানুষ খুব শীঘ্রই উপকৃত হবে।

প্রথম দফায় ২১২টি ইউনিট স্থাপন করা হবে এর ফলে প্রায় ৬৩৬০ পরিবার উপকৃত হবে। প্রতিটি ইউনিটের ৮০-১০০ বিঘা জমিতে জল দেওয়ার ক্ষমতা থাকবে।

মাছ চাষের জন্য তারা ছোট ছোট জমিগুলো ব্যবহার করতে পারে।

West Bengal Govt to set up watersheds in drought-prone areas

The West Bengal Government is setting up watersheds in the drought-prone areas of the State to enhance the infrastructure in cultivation and pisciculture.

The new project, which has been taken up for the drought-susceptible areas of Bankura, Purulia, Paschim Medinipur and some other districts, will strengthen the rural economy. A considerable volume of rainwater is wasted in these areas and hence, the State Fisheries Department has stressed on the setting up of watersheds in these areas. If the rainwater is harnessed by small dams it can be used for pisciculture and cultivation, as well as for domestic purposes during lean seasons.

The district of Bankura has been selected for delineating watershed boundaries and for building check dams for water harvesting on a pilot basis.

 

This image is representative (source)

 

খরা প্রবণ এলাকায় ওয়াটারশেড তৈরি করার পরিকল্পনা রাজ্য সরকারের

খরা প্রবণ এলাকায় ওয়াটারশেড তৈরি করার পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কৃষিক্ষেত্রে ও মৎস্য চাষের পরিকাঠামো উন্নয়নের জন্যও এই নতুন পরিকল্পনা।

বিশেষত বাঁকুড়া ও পুরুলিয়ার মত খরা প্রবণ এলাকায় এই বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে। এছাড়া এই প্রকল্প পশ্চিম মেদিনীপুর ও কিছু অন্যান্য জেলার গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে। এই এলাকায় অনেক পরিমান বৃষ্টির জল নষ্ট হচ্ছে। রাজ্যের মৎস্য বিভাগ এইসব এলাকায় ওয়াটারশেড তৈরি করার ওপর জোর দিচ্ছে।

এই বৃষ্টির জল ছোট বাঁধ দ্বারা সংগ্রহ করলে তা অন্যান্য মরসুমে রেশম চাষ, কৃষিক্ষেত্রে এবং অন্যান্য বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা যেতে পারে।

এই ভিত্তিতে কাজ শুরু হয়ে হয়ে গেছে বাঁকুড়ায়।

Wetland Conservation – KMC has made a mark

Kolkata Municipal Corporation has given stress on increasing citizen awareness through various programmes for wetland conservation.

Quiz programmes, debates and plays have been organised in various schools to increase awareness among students. Decorated tabloids have been used to create awareness. Leaflets too have been distributed with an appeal of conservation of nature

PLANS FOR THE FUTURE

  • Street meetings will be organised in main markets to create awareness against usage of plastic bags
  • Booklets and posters published to create awareness for conservation of wetlands
  • In Kolkata, there are about 3500 big and small water bodies. To maintain ecological balance, these water bodies will be preserved and beautified and will be used for pisciculture.

 

This will not only maintain ecological balance and make the city more beautiful, but will also provide employment opportunities to the unemployed youth.