On February 8, 2018, Kolkata Police had launched Project Shuddhi, a path-breaking attempt to rehabilitate petty criminals who are also victims of substance abuse.
‘Shuddhi’ is not just another community policing tool. Most of the candidates identified under the project are involved in petty crimes owing to their addiction. Repeated arrests and imprisonment will not change their lives for the better, but a more holistic approach will. ‘Shuddhi’ gives these youth a chance to reclaim their lives and rejoin the mainstream.
For the first time in the history of Indian policing, Kolkata Police had reached out to ordinary citizens as part of this unique initiative, as a source of ‘crowd funding’, in order to raise funds for the project.
“Overwhelming support from all of you has both surprised and delighted us. Since the project’s launch, our mailbox has been flooded with requests, both from families of potential candidates and rehabilitation centres who wish to be part of the project,” Kolkata Police wrote on their Facebook page.
What moved the Kolkata Police most was the generosity of those who offered to ‘adopt’ the substance abuse victims — strangers who are presumably ‘criminals’ and belong to the lowermost rung of society, people who may not even be able to fathom the implication of the ‘help’ that they are receiving, people with a past.
“Today, as we send off our first batch of candidates to their treatment centres, we’d like to salute these sponsors, the real heroes in our fight against drug abuse and crime. With such heroes on our side, victory shall be ours” Kolkata Police wrote on their Facebook Page.
কলকাতা পুলিশের অভিনব উদ্যোগ ‘শুদ্ধি’
নতুন বছরের ৮ই ফেব্রুয়ারি কলকাতা পুলিশ চালু করলো তাদের অভিনব প্রকল্প ‘শুদ্ধি’। বিভিন্ন নেশায় আসক্ত হয়ে অপরাধের স্রোতে ভেসে যাওয়া লোকেদের পুনর্বাসন দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে।
এই প্রকল্পের জন্য যাদের বেছে নেওয়া হয়েছে, তারা বিভিন্ন আসক্তির জন্য ছোট খাটো অপরাধের সঙ্গে যুক্ত। বারবার গ্রেপ্তার করে তাদের জীবন কোনওভাবে বদলানো যাচ্ছে না। কলকাতা পুলিশ তাই ঠিক করেছে যে এই পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে তাদের মূলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
সারা দেশে কলকাতা পুলিশই প্রথম এরকম একটা প্রচেষ্টা করছে। এই প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করতে সাধারন মানুষদের কাছে পৌঁছেছেন তারা। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে শুরু হয়েছে ‘ক্রাউড ফান্ডিং’।
জনসাধারণের বিপুল সাড়া কলকাতা পুলিশকে দিয়েছে অনুপ্রেরনা। ফেসবুকে এই প্রকল্পের ঘোষণার পর থেকে কলকাতা পুলিশের মেল বক্স ভরে গেছে অনুরোধে। রিহ্যাব সেন্টার থেকে শুরু করে সমাজের নানা শ্রেণীর মানুষ এই প্রকল্পের অংশ হতে চাইছে।
তথাকথিত অপরাধী বা নেশায় আসক্ত সমাজের প্রান্তিক মানুষদের মুলস্রোতে ফিরিয়ে আনতে এই বিপুল উৎসাহের ফলে অভিভূত কলকাতা পুলিশ তাদের ফেসবুক পেজে ধন্যবাদ বার্তাও দিয়েছে।