Pathadisha app and transport card increasing popularity of State Govt’s AC buses

Calculations by the Bengal Transport Department have shown that the Pathadisha app and the transport card – both initiatives by the State Government – have resulted in increased popularity and hence, earnings for the Government-run AC buses.

The Pathadisha app has enabled people to know the real-time location of the buses, therefore, they now know exactly how long to wait or when to leave home. Therefore, more people are availing of the buses. The transport card has helped too, as people no longer need to have ready cash.

Both the initiatives are first-of-its-kind initiatives by the Bengal Government, and people are benefitting a lot. Because of the intense summer, more and more people are travelling on these buses.

Currently, CSTC runs 234 AC buses, earning from which in May 2017 stood at Rs 4,77,79,000, up from Rs 4,13,75,000 in April 2017, which was an improvement too from the previous month’s Rs 3,55,83,000, which combine to Rs 12,47,37,000. The earning from the same three months in 2016 was Rs 10,50,59,000. Therefore, there has been an increase of 18.37 per cent.

The department has further plans to improve on the aspects which have led to this increase in earnings.

অ্যাপ ও ট্রান্সপোর্ট কার্ডের দৌলতে সরকারি এসি বাস থেকে আয় বাড়ছে

সরকারের এসি বাসে টিকিট বিক্রি বাড়িয়ে দিয়েছে অ্যাপ এবং ট্রান্সপোর্ট কার্ড। চলতি গরমে এসি বাসগুলি থেকে আয় কত হল, তা নিয়ে গত কয়েকদিন ধরে হিসাব চলছিল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমে।
নিগম সূত্রে জানা গিয়েছে, গত মার্চ থেকে তুলনামূলকভাবে প্রতি মাসেই বেড়েছে এসি বাসের আয়। এবারের গরমে মোট আয় গত বছরের থেকেও অনেকটাই বেশী।

পথদিশা অ্যাপ চালু এবং ট্রান্সপোর্ট কার্ডের জনপ্রিয়তা বাড়তে থাকাতেই গরমে এসি বাসের আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী বলে মনে করছেন কর্তাদের অনেকেই।অ্যাপের মাধ্যমে বাসের খবর যাত্রীরা আগাম জানতে পারায় সরকারি বাসের উপরে নির্ভরতা বেড়েছে আরও। তাতে বেড়েছে যাত্রী সংখ্যাও। তারই প্রভাব পড়েছে আয়ের উপরে।

গত মার্চ মাসে এসি বাসগুলি থেকে মোট আয় হয়েছে ৩কোটি ৫৫লক্ষ ৮৩হাজার টাকা। এপ্রিল মাসের হিসেবে দেখা যাচ্ছে, বাসগুলি থেকে আয় বেড়ে হয়েছে ৪ কোটি ১৩লক্ষ ৭৫হাজার টাকা। মে মাসে এসি বাসগুলি থেকে আয় বেড়েছে আরও। ওই মাসে এই খাতে মোট ৪কোটি ৭৭লক্ষ ৭৯হাজার টাকা আয় হয়েছে। সব মিলিয়ে চলতি গরমে শুধু এসি বাস থেকেই মোট আয় হয়েছে ১২কোটি ৪৭লক্ষ ৩৭হাজার টাকা।

গত বছরের তুলনায় এ বছর এসি বাসের সংখ্যায় কোনও হেরফের হয়নি। তা সত্ত্বেও গত বছরের গরমের তিন মাসের তুলনায় এবার আয় অনেকটাই বেড়েছে। গত বছরে এই তিন মাসে মোট আয় হয়েছিল ১০কোটি ৫০লক্ষ ৫৯হাজার টাকা অর্থাৎ শতাংশের হিসাবে এবারে আয় বৃদ্ধি পেয়েছে ১৮.৩৭ শতাংশ।

প্রসঙ্গত, গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে বিশেষ এই অ্যাপটির সূচনা করেছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। অ্যাপ ছাড়াও ট্রান্সপোর্ট কার্ড চালু করাকেও আয়বৃদ্ধির অন্যতম কারণ হিসাবে দেখা হচ্ছে। গত মার্চ মাস থেকে নয়া কার্ড চালু হয়ে যাওয়া এবং ক্রমে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়াও এসি বাসের আয়বৃদ্ধির অন্যতম কারণ।

 

 

Pathadisha app to have realtime location of state-run buses plying to tourist spots

Real-time location of the state-run buses plying from the city to tourist spots, including some religious places in adjoining districts, will be soon made available in Pathadisha App. If everything goes as planned, then in another four months the information will be available in the app.

The state Transport department has introduced the app in the mid of March to help commuters get information on the real time location of state-run buses. With inclusion of all the buses run by WBTC, the realtime location of those plying in adjacent districts including Howrah, Hooghly, Nadia, North and South 24 Parganas will be available in the app.

Buses connecting tourist spots in South Bengal districts including Digha in East Midnapore and Gadiara in Howrah will be included in the app. Moreover, real time location of the buses plying between the city and religious places including Mayapur, Aathpur, Jayrambati, Kamarpukur, Furfura Sharif and Belur Math will also be made available in the app. At present information about some of the buses connecting Dakshineswar Kali Temple with the city and other places have already been made available in the app.

All steps are being taken to complete the task within the next four months.

 

পথদিশা অ্যাপে এবার মিলবে পর্যটন কেন্দ্রের বাসের হদিস

 

রাজ্য সরকারের যে সব বাস শহর থেকে বিভিন্ন জেলার দর্শনীয় ও ধার্মিক স্থানে যাত্রীদের নিয়ে যায়, সেগুলির অবস্থান খুব শীঘ্রই জানা যাবে পথদিশা অ্যাপের মাধ্যমে।

এ বছরের মার্চ মাসে রাজ্য পরিবহণ দপ্তর এই অ্যাপটি চালু করে। এর মাধ্যমে সরকারি বাসগুলির জিপিএস লোকেশন সংক্রান্ত তথ্য পাওয়া যায়।

খুব শীঘ্রই যে সব বাস কলকাতা থেকে হাওড়া, হুগলী, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা যায় সেগুলোর সঠিক অবস্থানও জানা যাবে।পূর্ব মেদিনীপুরের দিঘা, হাওড়া জেলার গাদিয়াড়ায় যে সব সরকারি বাস যায় সেগুলোও অন্তরভুক্ত হবে এই অ্যাপে।

এ ছাড়া মায়াপুর, আঠপুর, জয়রামবাটি, কামারপুকুর, বেলুড় মঠ, ফুরফুরা শরীফ-এই সকল ধার্মিক স্থানে যে সকল বাস যায় তাদের অবস্থানও জানা যাবে। এই মুহূর্তে দক্ষিনেশ্বর কালিবাড়িতে কলকাতা ও অন্যান্য জেলা থেকে যে সকল বাস আসে তাদের অবস্থান এই অ্যাপে জানা যায়।

আগামী চার মাসের মধ্যেই এই পরিষেবা চালু করার জন্য সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।