Pathadisha app to have realtime location of state-run buses plying to tourist spots

Real-time location of the state-run buses plying from the city to tourist spots, including some religious places in adjoining districts, will be soon made available in Pathadisha App. If everything goes as planned, then in another four months the information will be available in the app.

The state Transport department has introduced the app in the mid of March to help commuters get information on the real time location of state-run buses. With inclusion of all the buses run by WBTC, the realtime location of those plying in adjacent districts including Howrah, Hooghly, Nadia, North and South 24 Parganas will be available in the app.

Buses connecting tourist spots in South Bengal districts including Digha in East Midnapore and Gadiara in Howrah will be included in the app. Moreover, real time location of the buses plying between the city and religious places including Mayapur, Aathpur, Jayrambati, Kamarpukur, Furfura Sharif and Belur Math will also be made available in the app. At present information about some of the buses connecting Dakshineswar Kali Temple with the city and other places have already been made available in the app.

All steps are being taken to complete the task within the next four months.

 

পথদিশা অ্যাপে এবার মিলবে পর্যটন কেন্দ্রের বাসের হদিস

 

রাজ্য সরকারের যে সব বাস শহর থেকে বিভিন্ন জেলার দর্শনীয় ও ধার্মিক স্থানে যাত্রীদের নিয়ে যায়, সেগুলির অবস্থান খুব শীঘ্রই জানা যাবে পথদিশা অ্যাপের মাধ্যমে।

এ বছরের মার্চ মাসে রাজ্য পরিবহণ দপ্তর এই অ্যাপটি চালু করে। এর মাধ্যমে সরকারি বাসগুলির জিপিএস লোকেশন সংক্রান্ত তথ্য পাওয়া যায়।

খুব শীঘ্রই যে সব বাস কলকাতা থেকে হাওড়া, হুগলী, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা যায় সেগুলোর সঠিক অবস্থানও জানা যাবে।পূর্ব মেদিনীপুরের দিঘা, হাওড়া জেলার গাদিয়াড়ায় যে সব সরকারি বাস যায় সেগুলোও অন্তরভুক্ত হবে এই অ্যাপে।

এ ছাড়া মায়াপুর, আঠপুর, জয়রামবাটি, কামারপুকুর, বেলুড় মঠ, ফুরফুরা শরীফ-এই সকল ধার্মিক স্থানে যে সকল বাস যায় তাদের অবস্থানও জানা যাবে। এই মুহূর্তে দক্ষিনেশ্বর কালিবাড়িতে কলকাতা ও অন্যান্য জেলা থেকে যে সকল বাস আসে তাদের অবস্থান এই অ্যাপে জানা যায়।

আগামী চার মাসের মধ্যেই এই পরিষেবা চালু করার জন্য সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

Pathadisha app a huge hit on the very first day

The ‘Pathadisha’ app introduced by the state Transport department to help commuters to get real time location of state run buses has become immensely successful within a day.

A large section of commuters possessing smart phones have downloaded the app.

Alapan Bandyopadhyay, Principal Secretary of the Transport department, said this is a major leap taken towards the electronic and smart governance system.

The app is helpful for people as they could easily track the route of a particular bus through which it will pass. Moreover, one can also plan which bus he or she must take to reach his or her destination.

The Transport department has also introduced an online tracking system to keep a tab on the movement of such buses. Steps will also be taken to introduce similar sort of apps for trams and vessels.

It may be mentioned that the name ‘Pathadisha’ was given by Chief Minister Mamata Banerjee.

 

একদিনেই জনপ্রিয়তার শিখরেপথদিশাঅ্যাপ

রাজ্য পরিবহণ দপ্তর ‘পথদিশা’ অ্যাপ চালু করেছে যা একদিনের মধ্যে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসে সরকারি বাসের রিয়েল টাইম যাতায়াতের খবর পাওয়া যাবে।

অনেকেই ইতিমধ্যেই তাদের স্মার্ট ফোনে এই অ্যাপ ডাউনলোড করেছে।

WBTC –র ‘AC’ ও ‘S’ বাসগুলিতে আপাতত এই সুবিধা চালু হচ্ছে। এছাড়া, যাত্রীরা নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য কোন বাসে যাবেন সেটাও নিজেরা পছন্দ করতে পারবেন।

পরিবহণ দপ্তর একটি অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করেছে এই সব বাসগুলির গতিবিধির ওপর নজর রাখতে। আসতে আসতে এই পরিষেবা বেসরকারি বাস, ট্রাম ও ফেরির ক্ষেত্রেও চালু করা হবে।

উল্লেখ্য এই ‘পথদিশা’ নামটিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া।

 

Bengal Govt brings ‘Pathadisha’ app and smart cards for bus commuters

Gone are those days when you wasted precious minutes waiting for the bus to your workplace. Thanks to ‘Pathadisha’ – an app the state transport minister will launch on Wednesday – you will get to track your bus from your home and plan your journey accordingly.

The transport department is also introducing a smart card for the commuters – quite similar to the Metro card – that would help a commuter get rid of the perpetual problem of change. For every recharge, there will be some free rides as promotional offer.

“To begin with, commuters will get to track and use smart cards on 700 government buses but gradually , all private buses, trams and vessels will be covered by the Vehicle Tracking System (VTS),“ said the Transport Minister.

Once the smart card is introduced, commuters will be able to swipe the card with a machine available with the bus conductor. It will help us in curbing revenue pilferage.

 

 

বাসযাত্রীদের জন্য ‘পথদিশা’ অ্যাপ ও স্মার্ট কার্ড নিয়ে এল রাজ্য সরকার

কর্মস্থলে যাওয়ার জন্য এখন আর বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে মূল্যবান সময় নষ্ট করতে হবে না। বাস যাত্রীদের জন্য রাজ্য পরিবহন দপ্তর নিয়ে এল ‘পথ দিশা’ অ্যাপ। আজ এই অ্যাপ চালু করবেন পরিবহন মন্ত্রী।

স্মার্ট ফোনে ‘পথ দিশা’ অ্যাপের মাধ্যমে ঘরে বসে সরকারি বাসে রিয়েল টাইম যাতায়াতের খবর পাওয়া যাবে। WBTC –র ‘AC’ ও ‘S’ বাসগুলিতে আপাতত এই সুবিধা চালু হচ্ছে।

পরিবহন দপ্তর একটি ট্রান্সপোর্ট কার্ড চালু করছে। এটি মেট্রোর স্মার্ট কার্ডের মতো। এবার প্রি-পেড ইলেক্ট্রনিক কার্ডের মাধ্যমে ভাড়া দিয়ে WBTC –র বাসে যাতায়াত করা যাবে।  প্রতি রিচার্জে প্রমোশনাল অফার হিসেবে বেশ কিছু ফ্রি রাইড থাকবে।

পরিবহন মন্ত্রী জানান, “এই পরিষেবা চালু হলে যাত্রীরা যেমন সবকিছু ট্র্যাক করতে পারবে তার সঙ্গে সঙ্গে সরকারী বাসে এই ট্রান্সপোর্ট কার্ডও ব্যবহার করতে পারবে। আসতে আসতে এই পরিষেবা বেসরকারি বাস, ট্রাম ও জলযানের ক্ষেত্রেও চালু করা হবে”।

একবার স্মার্ট কার্ড চালু হয়ে গেলে যাত্রীরা বাস কন্ডাক্টরের কাছে থাকা মেশিনে সোয়াইপ করতে পারবেন।