Jangalmahal Utsab begins, Mamata Banerjee showers projects in Birbhum district

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated Jangalmahal Utsab at a public meeting in Birbhum. The week-long festival will continue till January 10.

The festival this time will have 42 stalls, and five pavilions for various State Government departments to showcase their achievements. At the Karigari Hub, around 100 to 150 artisans will be exhibiting their products.

480 cultural groups in 24 blocks of Jangalmahal will be given dhamsa madol during the festival. Cultural performances will also be held.

Highlights of Chief Minister’s speech:

Benefits have been distributed to about 30,000 people today from this stage. 90% people in Bengal have received some form of direct benefit.

We have flagged off 40 Nischay Jaans today to ferry pregnant women and infants to hospitals.

New university, four ITIs have started operating in Birbhum. Three new polytechnics have been set up, and three new ITIs and one new polytechnic college will be set up.

We have waived off khajna tax on agricultural land. This is a great step for the welfare of farmers.

Several areas were affected by floods. We are giving compensation worth Rs 1200 crore to 3 lakh farmers.

Biswa Bangla Haat has come up at Santiniketan. A Biswa Bangla University will be set up in Bolpur.

A new coal mine is coming up at Deucha Pachami. This will create new employment opportunities.

A new road connecting north and south Bengal will come up at a cost of Rs 3000 crore.

We will inaugurate a new bridge over Ajay river tomorrow. It will reduce journey time by 30 minutes.

Industrial estates, IT parks and an industrial growth centre have been set up in Birbhum.

We have set up Tarapith Development Board. We are focussing on the development of Bakreshwar, Patharchapuri, Kankalitala.

45 lakh girls have received Kanyashree scholarship. They are the pride of the world. We have extended the scheme to universities also.

57 lakh SC/ST students received Sikshashree scholarship. Over 1 crore students received minority scholarships. 70 lakh cycles have been distributed.

We will distribute ‘Banglar Bari’ to 5 lakh families on January 29.

Centre takes away Rs 40,000 crore to pay off the instalments for debt incurred by the Left. Still we are working for the people.

Centre does not do us any favour by giving us funds. They take away our revenues and then give fractions of it.

The Central Government does not work for the poor, Dalits, Adivasis, backward classes, women or youth.

They are planning to bring FRDI Bill which will allow banks to take away your savings. They are hiking fuel prices, reducing interest rates.

They (ruling party at Centre) only deliver speeches. They cannot counter us politically so they are indulging in canards.

We have always protested against anti-people policies. We have been vocal against linking Aadhaar with bank account or mobile.

 

শুরু হল জঙ্গলমহল উৎসব, বীরভূমের জন্য একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ ঝাড়গ্রামে বার্ষিক জঙ্গলমহল উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সপ্তাহব্যাপী এই উৎসব চলবে আগামী ১০ই জানুয়ারি পর্যন্ত। কুমুদকুমারি ইন্সটিটিউশানের মাঠে এই উৎসবের আয়োজন করছে পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর।

এবার এই মেলায় ৪২টি স্টল থাকবে। বিভিন্ন সরকারি দপ্তর তাদের সাফল্য তুলে ধরবেন নানা স্টলে। থাকবে হস্তশিল্পের সম্ভারও। প্রতিদিন এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে স্বনামধন্য শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও এই সব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

আজকের এই সভা থেকে প্রায় ৩০ হাজার মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়া হল। সমগ্র বাংলায় ৯০ শতাংশ মানুষ এখন সরকারী পরিষেবা পায়।

এই জেলার গর্ভবতী মা ও সদ্যোজাত শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রায় ৪০ টি নিশ্চয় যান দেওয়া হল

বীরভূমে নতুন বিশ্ববিদ্যালয়, ৪ টি আইটিআই, ৩ টি পলিটেকনিক কলেজ তৈরি করা হয়েছে। এছাড়া আরও ৩টি নতুন আইটিআই ও ১ টি পলিটেকনিক কলেজ তৈরি করা হবে।

আমরা কৃষিজমির খাজনা মুকুব করে দিয়েছি। এটা নিঃসন্দেহে একটা বড় পদক্ষেপ।

বন্যায় অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়। ৩ লক্ষ কৃষকদের আমরা প্রায় ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছি।

শান্তিনিকেতনে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। পাশাপাশি বোলপুরেও একটি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।

দেউচা পাচামিতে একটি কয়লা খনি তৈরি হচ্ছে। এর মাধ্যমে অনেক কর্মসংস্থান হবে।

উত্তর ও দক্ষিণ বাংলাকে সংযুক্ত করার জন্য ৩০০০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন রাস্তা তৈরি করা হচ্ছে ।

আগামীকাল অজয় নদীর ওপর একটি নতুন ব্রিজের উদ্বোধন করা হবে।এর ফলে মানুষের পৌঁছতে ৩০ মিনিট সময় কম লাগবে।

বীরভূমে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, আইটি পার্ক, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার তৈরি করা হচ্ছে।

আমরা তারাপীঠ উন্নয়ন পর্ষদ তৈরি করেছি। বক্রেশ্বর, পাথরপ্রতিমা, কঙ্কালিতলার উন্নয়নের ওপর নজর দেওয়া হচ্ছে ।

৪৫ লক্ষ মেয়েদের কন্যাশ্রী স্কলারশিপ দেওয়া হয়েছে। ওরা বিশ্বের গর্ব।

৫৭ লক্ষ SC/ST ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়েছে। ১ কোটির বেশি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়েছে। ৭০ লক্ষ সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছে।

আগামী ২৯ জানুয়ারি ৫ লক্ষ পরিবারকে ‘বাংলার বাড়ি’ দেওয়া হবে।

বাম সরকারের দেনার জন্য কেন্দ্র আমাদের থেকে ৪০ হাজার কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। তাও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের রাজস্ব থেকে টাকা কেটে নিয়ে যায়। আমাদের যা পাওনা, যা অধিকার তা আমাদের দেওয়া হয় না।

গরীব, দলিত, আদিবাসী, সাঁওতাল, পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ কজার জন্য কোন কাজ করে না কেন্দ্রীয় সরকার। কাজ নয় কথা বেশি বলে।

FRDI কেলেঙ্কারি – ব্যাঙ্ক থেকে গরীব মানুষের টাকা যখন খুশি তুলে নেওয়ার পরিকল্পনা করছে। সমস্ত সুদের হার কমিয়ে দিচ্ছে, জ্বালানীর দাম বাড়িয়ে দিচ্ছে।

ওরা (শাসক দল) শুধু বড় বড় কথা বলে। ওরা আমাদের সঙ্গে রাজনৈতিক ভাবে লড়াই করতে পারে না, তাই কুৎসা অপপ্রচার করে বেড়ায় আর টিভি তে বক্তৃতা দিয়ে বেড়ায়।

Jangalmahal on the way to prosperity

The Trinamool Congress Government created the Paschimanchal Unnayan Affairs Department to enable the benefits of developmental work to reach the people of the Jangalmahal region.

Over the five years of its being in existence, the department has taken up developmental work in 74 backward blocks, including in 23 left wing extremism (LWE)-affected blocks spread over five districts in south Bengal.

A total of Rs 608.69 crore has been spent on the region during 2011-15, compared to only Rs 160.37 crore during 2007-11.

Here are some of the developmental projects undertaken:

Urban development

  • Construction of RCC (reinforced cement concrete) bridge in Jharukhamar over the Purulia-Barakar road at an estimated cost of Rs.2.53 crore
  • Drinking water schemes in 11 LWE blocks in Paschim Medinipur
  • Strengthening of five roads – from Rampurhat to Dumka, from Suri to Mohammad Bazar, from Khagra to Joydev, from Bolpur to Illambazar and from Suri to Rajnagar
  • Mini barrage over Kana Ajoy River in Bolpur block, Birbhum district
  • Nine water purifier plants in different BPHC/RH in Paschim Medinipur at an estimated cost of Rs 2,48,10,939

 

Education

  • Construction of a vocational training centre and a men’s hostel in Sarenga in Bankura district, for the poor people of the area
  • Infrastructure development of Silda Chandra Sekhar College in Paschim Medinipur district at a cost of Rs 2.37 crore

 

Healthcare

  • Upgrading of Raipur Rural Hospital in Raipur block, Bankura district at an estimated cost of Rs.3.84 crore
  • Three nutrition rehabilitation centres (NRC) in Bari, Bandwan and Sirkabad block primary health centres (BPHC) in Purulia district
  • Extension of sick newborn care unit (SNCU) and gynaecology and maternity ward at Deben Mahato Sadar Hospital
  • Scheme for conducting regular medical camps in Paschim Medinipur, Purulia and Bankura district
  • Construction of blood bank at Khatra SD Hospital complex in Bankura district, at a cost of Rs 75.87 lakh

 

The way the region has developed over the last almost five years has never been achieved before. The people of Jangalmahal are smiling as they are now at par with the rest of West Bengal in terms of all types of schemes and projects being made available for them.

 

Image source

 

Defeat the Opp nexus to maintain peace in Jangalmahal: Didi in Silda

Trinamool Congress Chairperson Mamata Banerjee addressed a mass rally at Silda in Paschim Medinipur district today. Speaking to the huge gathering people who came from far interior areas of Jangalmahal, she reiterated the developmental work her government undertook in the district to improve the lives of the people and also restored peace in the areas which were troubled by extremism earlier.

 

She sent a stern message to her political opponents, namely the Left, Congress and the BJP and challenged them to fight her politically and not by slandering her party. She also called the alliance between the Left and Congress ‘unholy’ and that urged the people of Bengal to reject such alliances which is void of any ideology. Here are some excerpts from her speech:

 

  • Silda once made headlines for the massacre of Eastern Frontier Rifles (EFR) jawans. In 2010-11, over 400 people were killed due to violence in Jangalmahal. Peace prevails in Jangalmahal now. The region is turning around. People are happy. I have visited Jangalmahal several times in the last four-and-a-half years. I am here to serve people.

 

  • In 1993, I had conducted a mass-contact programme which started from Belpahari. We have not forgotten that people ate eggs of ants in Amlashole in the past. We have come a long way since then. We have done a lot of work for the development of Jangalmahal. Ninety-three per cent of the people in Paschim Medinipur have received direct services from government. We have built roads, bridges, schools, colleges, industrial training institutes (ITIs) and polytechnics. We have set up a new hospital in Belpahari and a Mother & Child Care Hub in Jhargram. We have made healthcare free at all government hospitals. We believe in ‘Health for All’.

 

  • Almost eight crore people in the State, incl;uding those in the Jangalmahal region, are receiving rice at Rs 2 per kg. Today peace prevails in Silda, which was infamous for bloody violence once upon a time. Those who have ignored you all for 34 years are now making grand speeches on TV; there is no cure for jealousy. Some people are jealous of the surge of development. We have launched the Jal Sathi Scheme for the drier regions of Jangalmahal. Twenty-five lakh students have received bicycles under the Sabuj Sathi Scheme. Fifteen lakh more bicycles will be distributed soon. Thirty-three lakh girls have received the benefits of the Kanyashree Scheme. We have increased the minimum support price (MSP) of kendu leaves. We have started a social security scheme for kendu leaf collectors. The youth of Jangalmahal are getting jobs; they are active in various sports. Folk art is flourishing.

 

  • ‘Maa bonera bendhe jot/ Unnayoner jonyo, shantir jonyo/ Joraphool-e shob vote.’ I request my Adivasi brothers and sisters to cast their vote on the ‘joraphool’ symbol. Your vote will defeat the CPI(M)-Congress nexus. The CPI(M) and the Congress have given up on their ideological beliefs to form an alliance. I challenge my detractors to fight me politically and ideologically. We must take a pledge to ensure that the days of violence under the rule of the CPI(M) do not return. Jangalmahal will show the way. Trinamool will come to power in Bengal. Cast your votes freely, without any fear. Vote for the prosperity of Jangalmahal; vote for ‘joraphool’. We want peace and development to continue; we want the people of Bengal to remain happy.

 

জঙ্গলমহলে শান্তি রক্ষা করতে বিরোধী জোটকে হারিয়ে দিন: শিলদায় মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পশ্চিম মেদিনীপুরের শিলদা, কুলটিকড়ি ও নয়াগ্রামে তিনটি জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জঙ্গলমহলে মমতাদির প্রচারের দ্বিতীয় দিন ছিল।

জঙ্গলমহলের প্রথম দিনের প্রচারে তিনি দুটি জনসভা করেন, প্রথমটি লালগড়ে এবং দ্বিতীয়টি গোয়ালতোড়ে। এরপর তিনি মেদিনীপুর শহরে একটি পদযাত্রাও করেন।

তিনি আজ তাঁর বক্তব্যে বলেন, গত চার বছরে জঙ্গলমহলে রাজনৈতিক প্রতিহিংসা কমে গেছে। তিনি আরও বলেন,  জঙ্গলমহলে এখন শান্তি ফিরে এসেছে। কিষাণ মাণ্ডি, আইটিআই, পলিটেকনিক, ব্রিজ, রাস্তা থেকে শুরু করে নতুন স্কুল-কলেজ সবই তৈরি হয়েছে জঙ্গলমহলে। জঙ্গলমহল এখন হাসছে।

কেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিও তুলে ধরেন তিনি। এছাড়াও আদিবাসী ভাই ও বোনেদের জন্য নানা উন্নয়নমূলক কাজের খতিয়ান ও দেন তিনি।

আগামী ৪ঠা এপ্রিল জঙ্গলমহলে প্রথম পর্যায়ের ভোট।