Bengal Govt to complete repair work of irrigation canals before rainy season

The Bengal Government has decided to repair and dredge all irrigation canals in the state before the start of the rainy season. The government has allotted Rs 1,008.5 lakh crore for the purpose. The Irrigation Department would undertake the entire work.

According to Irrigation Department officials, the state has been divided into five zones for the project, and money allocated accordingly.

The north-eastern zone consists of the districts of Cooch Behar, Alipurduar, Jalpaiguri and Darjeeling and has been allotted Rs 113 crore. The northern zone consists of Uttar Dinajpur, Dakshin Dinajpur, Malda, Murshidabad, Nadia and Birbhum, and for these, Rs 173.5 crore has been allotted.

The western zone consists of Purba Bardhaman, Paschim Bardhaman, Howrah and Hooghly district, and these together have got Rs 203 crore. For the districts of Bankura, Purulia, Purba Medinipur, Paschim Medinipur and Jhargram, Rs 296 crore has been allotted, and finally, for North 24 Parganas, South 24 Parganas and greater Kolkata, Rs 223 crore has been allotted.

Chief Minister Mamata Banerjee has always placed a lot of stress on developmental work, and ensures that people-centric projects are spread out evenly across the state and are not hampered in any way.

For this project too, and more so because of its being closely connected with the rural population, she has sent out explicit instructions to the concerned officials to ensure that work is not hampered in any way because of the panchayat election.

 

বর্ষার আগেই রাজ্যের সমস্ত মজে যাওয়া সেচ খাল, জমিনদারি বাঁধ মেরামত হবে

আগামী বর্ষার আগেই রাজ্যের সমস্ত মজে যাওয়া সেচ খাল, জমিনদারি বাঁধ, ক্ষুদ্র সেচ বাঁধ মেরামত করবে রাজ্য সরকার। আগামী বর্ষায় এইসব বাঁধ বা খাল ভেঙে যাতে বিপত্তি না হয়, তার জন্য দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৮-’১৯ আর্থিক বছরের বাজেটে বরাদ্দ অর্থ থেকেই এই কাজ হবে। এর জন্য ১ হাজার ৮ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই খালগুলি সংস্কার হলে, সেগুলিতে জলধারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে।

গঙ্গা-পদ্মা ভাঙন রোধ কেন্দ্রের করার কথা। কিন্তু, কেন্দ্রীয় সরকার এই নিয়ে কোনও কাজ করছে না, অর্থও বরাদ্দ করছে না। কয়েকটি জায়গায় গঙ্গা-পদ্মা ভাঙন ভয়াবহ আকার নিয়েছে। সেই সব জায়গাতেও কাজ করবে সেচ দপ্তর।

এই কাজগুলি বর্ষার আগে শেষ হয়ে গেলে বর্ষায় বাঁধ ভাঙা থেকে যেমন রক্ষা পাওয়া যাবে, তেমনই সারা বছর ওই খাল দিয়ে সেচের জলও ভালোভাবে দেওয়া যাবে।

এই কাজের জন্য কয়েকটি জোনে গোটা রাজ্যকে ভাগ করা হয়েছে:

  • উত্তর-পূর্ব জোনে রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলা। এই জোনের জন্য বরাদ্দ হয়েছে ১১৩ কোটি টাকা।
  • উত্তর জোনে রয়েছে দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া ও বীরভূম জেলা। এই জোনের জন্য বরাদ্দ হয়েছে ১৭৩.৫ কোটি টাকা।
  • পশ্চিম জোনে রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলি জেলা। এই জোনের জন্য বরাদ্দ হয়েছে ২০৩ কোটি টাকা।
  • বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার জন্য বরাদ্দ হয়েছে ২৯৬ কোটি টাকা, এবং
  • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও বৃহত্তর কলকাতার জন্য বরাদ্দ হয়েছে ২২৩ কোটি টাকা

 

Source: Bartaman

Bengal CM advises use of drone to spot strayed tiger

To spot the tiger that has strayed into the forests around Lalgarh in Paschim Medinipur district, Chief Minister Mamata Banerjee has advised the use of drones. The tiger has been eluding Forest Department officials for the past many days, and hence the measure suggested by the Chief Minister would be a very effective one.

Mamata Banerjee gave this advice to Forest Department officials during an administrative review meeting on March 7 in Bankura district.

The tiger has has also been spotted near Medinipur town; its pug marks have been seen in the outskirts, in Mukarta and Muchiberia villages, less than 10 km away.

The department has already placed a cage in the Chandra Range area, said the divisional forest officer (DFO) of Medinipur. Other measures include the placing of traps in Madhupur in Lalgarh, which was done on March 2.

Earlier, on February 27, the department had installed cameras after villagers complained of cattle vanishing in the area.

According to forest officials, the Royal Bengal tiger is an adult male, and that it might have strayed from Odisha’s Simlipal that is about 190 km away.

 

জঙ্গলে বাঘের খোঁজে ড্রোন ব্যবহারের পরামর্শ মুখ্যমন্ত্রীর

গাছে লাগানো ক্যামেরা তো থাকছেই, এবার রয়্যাল বেঙ্গল টাইগারের সন্ধানে ড্রোন ওড়ানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়া জেলার প্রশাসনিক বৈঠকে পশ্চিম মেদিনীপুর সীমানা বরাবর এলাকার বিডিও এবং বনাধিকারিকদের নির্দেশ দেন, প্রয়োজনে জঙ্গলজুড়ে যেন ড্রোনের নজরদারি চালানো হয়।

প্রসঙ্গত, গত ২রা মার্চ দক্ষিণবঙ্গের লালগড় জঙ্গলে প্রথম বাঘ থাকার প্রমাণ মেলে। এরপর তাকে লক্ষ্য করা গিয়েছিল ধেড়ুয়ার সিয়ারবনিতে। কিন্তু, প্রায় ৭ দিন নজরদারি করেও মেলেনি সেই বাঘের দেখা, অথচ, মিলেছে বাঘের অস্তিত্বের বহু প্রমাণ। এবার এই আতঙ্ক থেকে সাধারন মানুষকে মুক্তি দিতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগেও বিভিন্ন সময়ে দুষ্কৃতীদের সন্ধানে, চোরাচালান আটকাতে ড্রোনের নজরদারিতে এসেছে সাফল্য।

Source: Hindustan Times

 

Safe Drive Save Life programme to be strengthened as numbers prove success

As a result of the Safe Drive Save Life programme, initiated by Chief Minister Mamata Banerjee, the number of road accidents in the state has come down sharply.

Now, the government is taking newer measures to further reduce accidents and deaths. The work for installation of cameras at accident-prone points is being completed at a rapid pace. More traffic police personnel are being provided motorbikes so that there are no loopholes in surveillance activities on city roads and highways.

Alongside undertaking various ways – through social media, posters, awareness weeks, etc. – to make people understand the need for following traffic rules, strong actions also being taken against anyone not following rules. These measures have ensured in reducing accidents and thus making for safe travel.

Another measure related to breaking traffic rules, which has been decided to be taken by the State Police, is the issuing of electronic chalans or e-chalans in lieu of the fines paid. This would ensure the process of taking fines is resolved quickly and would also save paper.

The process would be resolved through a software loaded on to the mobile phones of the traffic police personnel. They would fill up an online form and send the chalan to the mobile number of the rule-breaker, who can then pay online as well. It has been decided to start this system in ten districts by the middle of 2018, and among them, in Howrah, Hooghly, Purba Medinipur, Paschim Medinipur, North 24 Parganas and Nadia, first. It must be mentioned here that Kolkata Police already has this measure in place.

In 2016 the number of accidents in Bengal was 13,580 and number of fatalities was 6,544. In 2017, the number came down to 11,705 accidents and 5,625 fatalities.

In December 2016, there were 1,110 accidents which led to 562 people getting injured, which in December 2017 reduced to 921 accidents and 462 injured.

The Safe Drive Save Life programme was started in Kolkata in 2016, and is now being extended across state. Its effectiveness was recently acknowledged by the Supreme Court too.

মুখ্যমন্ত্রীর উদ্যোগে কমছে দুর্ঘটনা, নতুন প্রকল্প নিচ্ছে ট্রাফিক বিভাগ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পের জন্যই, শেষ হওয়া বছরে দুর্ঘটনায় মৃতের সংখ্যা একধাক্কায় অনেকটা নেমে গেল। শুধু তাই নয়, আহতের সংখ্যাও নেমে এসেছে অনেকটাই।

২০১৬ সালের জুলাই মাসে মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের সূচনা করেন। হাইওয়ে থেকে শুরু করে বিভিন্ন রাস্তায় কীভাবে দুর্ঘটনা কমানো যায়, তা নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। বেপরোয়া যানকে বাগে আনতে বিভিন্ন জায়গায় বসানো হয় সিসিটিভি। এছাড়াও স্পিড রেডার গান কিনে তা দিয়ে নজরদারি শুরু হয় বিভিন্ন জায়গায়। পাশাপাশি হাইওয়েতে বিশেষ চেকিংয়ের ব্যবস্থাও চালু হয়। যা রাজ্য পুলিস এলাকায় এতদিন ছিলই না। নির্দিষ্ট গতির চেয়ে বেশি জোরে গাড়ি চালালে চালকদের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা করা শুরু করে ট্রাফিক বিভাগ।

এতে একদিকে গাড়ির গতি যেমন নিয়ন্ত্রণে আসে, তেমনি দুর্ঘটনার সংখ্যাও ধীরে ধীরে কমতে শুরু করে। ট্রাফিক বিভাগ সূত্রে খবর, ২০১৬ সালে গোটা রাজ্যে দুর্ঘটনার সংখ্যা ছিল ১৩,৫৮০টি। যার মধ্যে মৃত্যু হয় ৬৫৪৪ জনের। সেখানে ২০১৭ ডিসেম্বর পর্যন্ত দুর্ঘটনা ঘটেছে ১১,৭০৫টি। মৃতের সংখ্যা কমে হয়েছে ৫৬২৫।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, বর্ষশেষ ও বর্ষবরণের রাতে দুর্ঘটনার সংখ্যা কমে যাওয়া। ২০১৬ সালের ডিসেম্বর মাসে দুর্ঘটনায় সংখ্যা ছিল ১১১০। হতাহত ছিল ৫৬২ জন। সেখানে ২০১৭ সালে তা কমে দাঁড়িয়েছে ৯২১টি। হতাহত হন ৪৬৩ জন। ২০১৭ সালে মৃতের সংখ্যা এক হাজারের বেশি কমেছে।

চলতি বছরে দুর্ঘটনার সংখ্যা যাতে আরও কমিয়ে ফেলা যায়, সেজন্য নতুন উদ্যমে কাজ শুরু করে দিয়েছেন তাঁরা। বিভিন্ন জায়গায় সচেতনতামূলক প্রচারের পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এরইসঙ্গে যে সমস্ত জেলায় এখনও ক্যামেরা বসানোর কাজ শেষ করা যায়নি, সেখানে তা দ্রুত সেরে ফেলার কাজ শুরু হয়েছে।

Source: Bartaman

Irrigation Dept’s mega water supply project – 13 lakh acres over 12 districts

The State Irrigation Department, in the largest project of its kind in two decades, is going to supply water for crops in 13 lakh acres for both rabi and boro cropping seasons. Last year, the number was 10 lakh acres.

The roadmap for the project was prepared at a recent meeting of the Irrigation Minister, senior officials of the department, sabhadhipatis and irrigation karmadhyakshyas at Jalasampad Bhawan in Salt Lake.

Twelve districts will be covered. Of them, Birbhum, Bankura, Hooghly, Purba Bardhaman and Paschim Bardhaman will be supplied more water. The other districts where water will be released are Howrah, Paschim Medinipur, Parba Medinipur, Jhargram, Jalpaiguri and Purulia.

For the rabi season, the water will be released in the last week of December and for the boro season, the water will be released in the third week of January. The water will be supplied from DVC, and from check dams on Kansabati, Mayurakshi, Teesta and 28 other small and medium-sized rivers.

সাড়ে ১৩ লক্ষ একর জমিতে জল পৌঁছে দেবে রাজ্য

আগামী রবি ও খরিফ মরশুমে ১২টি জেলার প্রায় সাড়ে ১৩ লক্ষ একর জমিতে সেচের জল পৌঁছে দেবে রাজ্য সরকার। গত দু’দশকের মধ্যে যা রেকর্ড বলে দাবি করেন সেচমন্ত্রী।

সল্টলেকে জলসম্পদ ভবনে সেচ দপ্তরের আধিকারিক ও জেলার সভাধিপতিদের নিয়ে বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর ১০ লক্ষ একরের কাছাকাছি জমিতে সেচের জল পৌঁছে দেওয়া হয়েছিল।

এবার বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলী, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় অতিরিক্ত পরিমাণ জমিতে জল দেওয়া হবে। রবি চাষের জন্য ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ ও বোরো চাষের জন্য জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে জল ছাড়া হবে। অন্য যে জেলাগুলিতে জল পাঠানো হবে, সেগুলি হল, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি ও পুরুলিয়া।

মন্ত্রী জানান, ডিভিসি, কংসাবতী, ময়ূরাক্ষী, তিস্তা ও ২৮টি ছোট ও মাঝারি জলাধার প্রকল্প (চেক ড্যাম) থেকে জল দেওয়া হবে। এর মধ্যে বর্ধমানে ডিভিসি থেকে, বাঁকুড়ায় ডিভিসি ও কংসাবতী জলাধার প্রকল্প থেকে, হুগলিতে ডিভিসি ও কংসাবতী থেকে, হাওড়ায় ডিভিসি ও নিকাশি খাল থেকে, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে কংসাবতী থেকে, পূর্ব মেদিনীপুরে নিকাশি খালের জোয়ারের কারণে প্রাপ্ত ব্যাকওয়াটার থেকে, বীরভূমে ময়ূরাক্ষী জলাধার প্রকল্প, জলপাইগুড়িতে তিস্তা ব্যারেজ প্রকল্প থেকে এবং পুরুলিয়ায় ২৮টি ছোট ও মাঝারি জলাধার থেকে জল দেওয়া হবে।

Source: Bartaman, Millennium Post

Bengal Govt to set up AYUSH hospital in Paschim Medinipur

A 50-bedded integrated hospital dedicated to AYUSH (ayurveda, yoga, unani, siddha and homeopathy) medications is going to be set up by the Bengal Government in Paschim Medinipur district.

Ever since coming to power, Chief Minister Mamata Banerjee has been laying emphasis on the building of infrastructure in AYUSH treatment methods. A separate department has been formed, headed by a minister, to accelerate various AYUSH projects.

The Chief Minister had inaugurated a similar facility in Alipurduar a few months ago.

The State Government’s stress on AYUSH stems from two facts: They comprise some of the oldest and traditional forms of treatment across Bengal and AYUSH treatments are cost-effective, hence advantageous to the economically challenged. As a result, the AYUSH system of medication has a significant role in delivering healthcare to the masses.

The government plans to make the hospital, to come up on a few acres, one of the finest AYUSH hospitals in the country. Doctors from both the state and outside the state will be invited to serve patients.

In another major development, the State Government has decided to open separate units of AYUSH in the subsidiary healthcare units in all the districts of the state. AYUSH units have already been set up in the districts of Darjeeling, Jalpaiguri, Birbhum, Paschim Medinipur, Nadia, North 24 Parganas and South 24 Parganas.

According to a senior official of the AYUSH Department, adequate number of medical officers will be recruited in all the subsidiary health centres and adequate medicines will be made available in all the units so that poor patients can avail them free of cost.

Mamata Banerjee has brought a sea change in the overall health infrastructure of Bengal through various new initiatives and revamping some of the old ones.

Source: Millennium Post

পশ্চিম মেদিনীপুরে আয়ুষ হাসপাতাল তৈরী করবে রাজ্য সরকার

রাজ্য সরকার পশ্চিম মেদিনীপুরে একটি ৫০ শয্যা বিশিষ্ট আয়ুষ (আয়ুর্বেদ, যোগ, উনানি, হোমিওপাথি ও সিদ্ধা) চিকিৎসার হাসপাতাল তৈরী করবে। কয়েকমাস আগেই আলিপুরদুয়ারে একটি আয়ুষ হাসপাতালের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

২০১১ সালে রাজ্যের শাসনভার গ্রহণ করার পর থেকে মুখ্যমন্ত্রী আয়ুষ চিকিৎসার পরিকাঠামো তৈরীতে জোর দিয়েছেন। এর জন্য একটি পৃথক দপ্তর তৈরী করা হয়েছে।

আয়ুষ চিকিৎসা খুবই প্রাচীন এক পদ্ধতি এবং এই চিকিৎসা খুব কম খরচে হয়। তাই, আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য এই চিকিৎসা খুব উপযোগী। সেই কারণেই এই চিকিৎসা পদ্ধতির গুরুত্ব অপরিসীম।

এছাড়াও, সরকারি অনুদানপ্রাপ্ত স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আয়ুষ কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই দার্জিলিং, জলপাইগুড়ি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আয়ুষ কেন্দ্র তৈরী হয়েছে। এই কেন্দ্রগুলিতে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে এবং যথেষ্ট পরিমাণে ওষুধ মজুত রাখা হবে। গরীব মানুষদের বিনামূল্যে এই ওষুধ দেওয়া হবে।

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ছবছরে এনেছেন যুগান্তকারী পরিবর্তন। নতুন পরিকাঠামো তৈরী করার পাশাপাশি বর্তমান হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির আমূল সংস্কারও করেছেন তিনি।

Usharmukti Scheme to provide relief from drought

The Bengal Government has started a unique scheme to provide adequate water for irrigation and increase the level of underground water in six districts with acute water scarcity.

The scheme, Usharmukti is being implemented by the Panchayats and Rural Development Department in Jhargram, Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Purba Bardhaman districts, covering 55 blocks, 472 gram panchayats and more than 2,000 watershed areas. The total area under the project will be around 14 lakh hectares.

The project has been taken up, as agriculture in these six districts is badly affected every summer due to severe drought. The project will change the agricultural scenario in these six drought-prone districts.

The scheme was first implemented in Bankura district, where several steps have been taken to provide more water for irrigation and improve the health of several rivers.

To make the project a success, the layer of underground water will be raised and the health of several rivers will be improved. A comprehensive watershed management has been taken up to convert barren land into fertile and make single-crop land into multi-crop ones.

The work will be carried out under Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme.

Source: Millennium Post

পশ্চিমাঞ্চলে খরা থেকে স্বস্তি দিতে সরকারের ঊষরমুক্তি প্রকল্প

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে খরা রুখতে রাজ্য সরকার ‘ঊষরমুক্তি’ নামে এক অভিনব প্রকল্প শুরু করেছে। রাজ্যের এই ৬টি জেলায় জলকষ্ট সবথেকে বেশী প্রকট। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে এই জেলাগুলিতে সেচের জন্য পর্যাপ্ত জল সরবরাহ করা হবে; বাড়ানো হবে ভূগর্ভস্থ জলের পরিমাণও।

ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের ৫৫টি ব্লক, ৪৭২টি গ্রাম পঞ্চায়েত, ২০০০টি ওয়াটারশেড অঞ্চলে এই প্রকল্পের কাজ করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। সব মিলিয়ে এই অঞ্চলের আয়তন ১৪ লক্ষ হেক্টর। প্রতি বছর এই অঞ্চলে গ্রীষ্মকালে খরার জন্য কৃষির প্রচণ্ড ক্ষতি হয়। আশা করা যায়, এই প্রকল্প পাল্টে দেবে ওই অঞ্চলের কৃষির চিত্র।

এই প্রকল্প প্রথম শুরু হয় বীরভূম জেলায়। সেচে পরিকাঠামো উন্নত করা থেকে শুরু করে অঞ্চলের নদীগুলোর সংস্কারও করা হয়েছে। এই সমস্ত কাজ করা হচ্ছে ১০০ দিনের কাজের আওতায়।

এই ওয়াটারশেড ব্যাবস্থার মাধ্যমে চাষের অযোগ্য জমিকে চাষের যোগ্য করে তোলা হবে এবং এক ফসলি জমিকে বহু ফসলি জমিতে রুপান্তরিত করা হবে।

Watershed-based initiatives launched in districts

The Bengal Panchayat and Rural Development Department has recently launched watershed-based initiatives for livelihood augmentation in several districts.

The government has initiated watershed-based initiatives in soil and moisture conservation, plantation and livelihood augmentation in 54 blocks in Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Paschim Bardhaman districts.

It may be mentioned that the department had already taken up several schemes for watershed development for livelihood augmentation under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme.

Source: Millennium Post

 

ওয়াটারশেড ভিত্তিক উদ্যোগ জেলায় জেলায়

রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সম্প্রতি কয়েকটি জেলায় ওয়াটারশেড ভিত্তিক উদ্যোগ শুরু করেছে জীবিকার উন্নতির জন্য।

পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলার ৫৪টি ব্লকে মাটি ও আর্দ্রতা সংরক্ষণ, চাষাবাদ এবং জীবিকানির্বাহের কাজ করা হচ্ছে ওয়াটারশেড ভিত্তিক পদ্ধতিতে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যেই ১০০ দিনের কাজের আওতায় জীবনযাত্রার উন্নয়নের জন্য ওয়াটারশেড ভিত্তিক অনেক উদ্যোগ নিয়েছে।

State Govt to provide online booking facility for its youth housing facilities

The youth hostels of the Bengal Government are being renovated by the Youth Affairs and Sports Department. Among the services to be introduced after the renovation is online booking facility for the hostels.

Eighteen housing facilities are being renovated. These facilities have been constructed in Kolkata and in the districts of North and South 24 Parganas, Howrah, Purba Bardhaman, Purba and Paschim Medinipur, Birbhum, Bankura, Purulia, Murshidabad, Alipurduar and Darjeeling.

Twenty-one more youth housing facilities are being constructed at various tourist spots of the state.

Source: Aajkal

 

যুব আবাসগুলিতে অনলাইন পরিষেবা চালু করল রাজ্য সরকার

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর যুব আবাস কেন্দ্রগুলির পুনঃসংস্কার হচ্ছে। নবরূপে সজ্জিত চালু যুব আবাসের অনলাইন বুকিং পরিষেবা চালু করছে রাজ্য সরকার।

নবরূপে ১৮ টি যুব আবাস তৈরি হয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার ও দার্জিলিং সহ আরও বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে এই যুব আবাসগুলি।

এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য পর্যটন কেন্দ্রে ও আরও ২১ টি নতুন যুব আবাস তৈরির কাজ শেষের পথে।

Rural roads infrastructure has undergone a sea-change under Trinamool rule

Ever since the Trinamool Congress Government came to power in 2011, led by Mamata Banerjee, there has been huge improvement in the rural roads infrastructure of Bengal. The Chief Minister has ensured the construction of 13, 571 km of rural roads over the last six years (as a comparison, the Left Front Government, over a period of 11 years – from 2000 to 2011 – constructed 10, 239 km of roads).

Currently, the State Panchayats and Rural Development Department is carrying out upgrading of the existing rural roads in Paschim Medinipur, Jhargram, Bankura and Purulia districts. In Jhargram, which has become a new district recently, massive work is on to construct new roads as well as upgrade existing ones.

Over and above that, the department has submitted a detailed project report (DPR) for a 3,300 km stretch to the Centre. In all the 23 districts and 341 blocks, the construction of rural roads is in full swing.

Chief Minister Mamata Banerjee has repeatedly asked her officials to ensure that there is an improvement in rural connectivity and drinking water is made available in every household of rural Bengal. Accordingly, the Panchayats and Rural Development Minister, along with senior officials and engineers of the department, chalked out a blueprint for the construction of rural roads.

Source: Millennium Post

তৃণমূল সরকারের আমলে গ্রামীণ রাস্তা নির্মাণ পেয়েছে এক নতুন মাত্রা

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ২০১১ সালে রাজ্যের শাসনভার হাতে নেওয়ার পর গ্রামীণ রাস্তা তৈরীর পরিকাঠামোতে এসেছে আমুল পরিবর্তন। মুখ্যমন্ত্রীর উদ্যোগে গত ৬ বছরে ১৩,৫৭১ কিঃমিঃ গ্রামীণ রাস্তা তৈরী হয়েছে (তুলনামূলক ভাবে দেখলে, বামফ্রন্ট সরকার ২০০০-১১ সাল পর্যন্ত তৈরী করেছিল ১০,২৩৯ কিঃ মিঃ রাস্তা)।
বর্তমানে, রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পুরনো গ্রামীণ রাস্তার সংস্কার করছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। ঝাড়গ্রাম, যা সদ্য নতুন জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে, সেখানে নতুন রাস্তা তৈরীর পাশাপাশি পুরনো রাস্তার সংস্কারও চলছে।
এর পাশাপাশি দপ্তর ৩৩০০কিঃ মিঃ নতুন রাস্তা তৈরীর ডিপিআর তৈরী করে কেন্দ্রের কাছে পাঠিয়েছে। ২৩টি জেলার ৩৪১টি ব্লকে রাস্তা তৈরির কাজ জোর কদমে চলছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার আধিকারিকদের বলেছেন গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ও প্রতি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছনোর কাজে জোর দিতে। সেই অনুযায়ী, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী অন্যান্য আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে গ্রামীণ রাস্তা তৈরীর ব্লুপ্রিন্ট তৈরী করেছে।

Bengal CM inaugurates the third edition of Jangalmahal Utsav

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated the third edition of Jangalmahal Utsav from the Medinipur College Ground in Paschim Medinipur district today. She also distributed prizes for the Jangalmahal Cup. The festival will be held from January 3 to 10.

The festival will showcase the region’s rich traditional cultural forms including dance forms like Chung, Rono-pa, Pata, Jhumur, Chhou, Bhadu-Tusu, Raibeshe and many others. Bengal’s folk music will add to the attractions. Dhamsa and madol, two popular folk percussion instruments of the State, were distributed among 480 cultural groups from 24 blocks.

Around 40 stalls and 4 pavillions will showcase and promote handicrafts from the Jangalmahal region.

The Jangalmahal Cup, organised by the State Youth Welfare Department in association with West Bengal Police, the  has been a tremendous success during the last few years. It was held in the districts of Paschim Medinipur, Bankura, Purulia and Birbhum, with competitions in sports like football, kabaddi and archery. The cultural competition included Chhou and other tribal dance forms.

 

Following are some of the key points from the Chief Minister’s speech:

  • The Jangalmahal Utsav starts today; it will showcase different forms of tribal culture.
  • I am happy that 45000 young sportspersons are participating in the Jangalmahal Cup.
  • We have allocated Rs 1 lakh per police station to organise sporting events in their areas.
  • I welcome the ruling of the Hon’ble Supreme Court banning politics of religion.
  • Life is about celebration and togetherness, not about politics and slander.
  • We do not support riots and disturbing the communal harmony. The Government will take strong action against this.
  • True religion is about respecting and loving all religions and standing by one another.
  • Bengal does not support anyone who incites violence among religions communities.
  • The Bengal Government will crack down heavily on anyone who tries to spread communal violence and disrupt peace.
  • Our Government provides benefits through Kanyashree, Sikhshashree, Yubashree, Sabuj Shree, Sabuj Sathi and many other schemes.
  • All the 553 people who received prizes today will be given jobs by the Government.
  • Kalimpong, Asansol and Jhargram will become new districts by Poila Boishakh.

 

 

তৃতীয় জঙ্গলমহল উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

আজ পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে তৃতীয় জঙ্গলমহল উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহল কাপ-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হল আজ। বিজয়ীদের হাতে জঙ্গলমহল কাপ তুলে দেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহল উৎসব চলবে ৩-১০ জানুয়ারি পর্যন্ত।

পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর আয়োজিত এই অনুষ্ঠান থেকে মানুষের হাতে বিভিন্ন সরকারি পরিষেবাও তুলে দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জঙ্গলমহল অন্তর্ভুক্ত ২৪ টি ব্লকের ৪৮০ টি সাংস্কৃতিক গোষ্ঠীকে ধামসা-মাদল প্রদান করা হয়।

এই উৎসবে জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীর নৃত্য গীত পরিবেশিত হবে – চাং নৃত্য, রণপা নৃত্য, পাতা নাচ, ঝুমুর গান, ছাপল নৃত্য, ভাদু-টুসু, ঘোড়া নাচ, নাটুয়া নাচ, ছৌ নাচ, সারপা নৃত্য, করম নৃত্য, বাহা নৃত্য, ভুয়াং নৃত্য, লোকসঙ্গীত, পাইক-ঢালি-রায়বেঁশে নৃত্য এবং অন্যান্য লোকসঙ্গীত ও নৃত্য, অন্যান্য লোকসঙ্গীত এবং ত্রিপুরা, মণিপুর ও ওড়িশার প্রাদেশিক লোকনৃত্য।

মেলা প্রাঙ্গনে রয়েছে বিভিন্ন দপ্তরের ৪০ টি স্টল, সঙ্গে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ, পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার ৪ টি সুদৃশ্য প্যাভিলিয়ন ও জঙ্গলমহলের ৬০ টি হস্তশিল্প বিক্রয় কেন্দ্র।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

আজ এখান থেকে শুরু জঙ্গলমহল উৎসবের; বিভিন্ন উপজাতির নাচ, লোকসঙ্গীত হবে এই উৎসবে

জঙ্গলমহলের ৪৫০০০ ছেলেমেয়েরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, এরাই ভারতবর্ষ গড়বে

আমরা প্রত্যেকটি থানাকে নিজেদের এলাকায় ক্রীড়া প্রতিযোগিতা করার জন্য ১ লক্ষ টাকা দিচ্ছি

ধর্মের নাম ভোট চাওয়ার রাজনীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি

আমাদের সরকার সাধারণ মানুষের জন্য কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, সবুজশ্রী ও সবুজ সাথী সহ বিভিন্ন পরিষেবা চালু করেছে

যে ৫৫৩ জন আজ পুরস্কৃত হয়েছেন তাদের সরকারি চাকরি দেওয়া হবে

পয়লা বৈশাখ থেকে কালিম্পং, আসানসোল ও ঝাড়গ্রাম নতুন জেলা হবে