We will lodge a strong protest: Partha Chatterjee on the discrepancy in the standards of NEET questions

Today afternoon, Patha Chatterjee, the State Education Minister addressed a press conference at Nabanna.

In it, he criticised the Centre over the difference in the standard of questions set for Bengali-medium students, vis-à-vis the English questions.

“The manner in which the Centre is attacking Bengal and its talents, and acting against the interests of the students of the State, is condemnable”.

He said, “They (the Centre) said there will be one exam but the Bengali question paper is much more difficult than the English paper”.

So, “students of ICSE and CBSE boards are at a position of advantage over Bengali boards” since the “exam is conducted in English”.

He further said, “The Centre tried to do the same thing for the engineering entrance exam but we opposed the move. In the name of one exam, how could they have two different question papers for different languages?”

“This is the Centre’s tactic to deprive Bengal and neglect the talent of the State. Bengal cannot be deprived like this”.

He stated, “We will not bow down to this. We are writing to the CBSE on this issue. We will lodge a strong protest”.

 

NEET ইস্যুতে কেন্দ্রের কড়া সমালোচনা রাজ্য সরকারের

NEET ইস্যুতে কেন্দ্রের কড়া সমালোচনা রাজ্য সরকারের। আজ দুপুরে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নবান্নে এক সাংবাদিক সম্মেলন করে বলেন বাংলার মেধাকে আটকে দিতেই কেন্দ্র এই কৌশল নিয়েছে।

তিনি বলেন, “কেন্দ্র যেভাবে বাংলার মেধা ও বাংলার ছাত্রছাত্রীদের ওপর আক্রমণ করছে এককথায় তা নিয়ে নিন্দার কোন ভাষা নেই। বলা হল অভিন্ন পরীক্ষা হবে কিন্তু দুরকম প্রশ্নপত্র হল” তিনি আরও বলেন, “ইংলিশের চেয়ে বাংলার প্রশ্নপত্র অনেক বেশি কঠিন”।

“ICSE/CBSE বোর্ডের ছাত্রছাত্রীরা অনেক বেশি সুবিধা পাবে বঞ্চিত হবে বাংলা বোর্ডের ছাত্রছাত্রীরা। একই কায়দায় ইঞ্জিনিয়ারিং করারও চেষ্টা করেছিল, আমরা চিঠি দিয়ে বলেছিলাম এই সিদ্ধান্ত ভুল, আমরা মানব না। অভিন্ন প্রশ্নপত্রের নামে দু ধরনের প্রশ্নপত্র করে তা যে কাজ করলেন তা নিঃসন্দেহে বাংলাকে বঞ্চিত করার কৌশল,” বলেন শিক্ষামন্ত্রী।

“বাংলাকে বঞ্চিত করার কৌশল ঠিক করেছে কেন্দ্রীয় সরকার। এভাবে বাংলার মেধাকে আটকে রাখা যাবে না। বাংলাকে বঞ্চিত করা যাবে না। আমরা এই কৌশলের কাছে মাথা নত করব না। আমরা CBSE বোর্ডকে চিঠি দেব। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

 

Trinamool strongly condemns BJP Youth leader’s bounty on Mamata Banerjee’s head

Trinamool Congress strongly condemns the bounty placed by BJP Youth leader on Mamata Banerjee’s head.

Statement by Partha Chatterjee:

There have been many attempts on Mamata Banerjee’s life since the 1990s. We have seen the violent politics of the 70s, we have been through 34 years of CPI(M)’s violent rule. Anyone can make big statements sitting in Delhi. Statements like these are against the political culture of the country. I ask the Centre to immediately arrest this man. Lakhs of Trinamool workers are ready to sacrifice their lives for Mamata Banerjee. We do not want the politics of 70s to return.

 

Statement by Saugata Roy in Lok Sabha:

Yesterday there was a lathicharge on BJP workers in Birbhum district in West Bengal on the issue of Hanuman Jayanti. Lathicharge was done by the police. After that a BJP youth leader has issued a statement that he would give Rs 11 lakh to anybody who would present him Mamata Banerjee’s head.

Madam, I do not want to raise temperatures further. But, this issue is condemnable because Mamata Banerjee is not only the elected Chief Minister of Bengal and a former Member of this House, she is also one who has come up from the ranks from the grassroots.

So, I take this opportunity to bring this matter to your notice and that of the House and I would ask the government to take all possible actions against such men who create such provocation, especially threatening the beheading of a popular Chief Minister.

Thank you.

 

Statement by Sukhendu Sekhar Roy in Rajya Sabha:

One activist of the ruling party at the Centre in West Bengal has publicly described the Hon. Chief Minister of West Bengal as “demon” and has also announced a reward for those who will bring the head of the Hon. Chief Minister, of Rs 11 lakh.

I urge upon all the honourable Members of this House to request the government to condemn this incident because it appears from this fact that the ruling party at the Centre is trying to unleash a reign of terror in West Bengal in the name of religion and other things.

This should be stopped; otherwise the entire country will be engulfed in such tendencies, which would a danger for our parliamentary democracy. I urge upon the government to condemn this incident.

A constitutionally elected Chief Minister has been called a “demon” and an award has been announced for her head. How can it be done by a ruling party activist? This should be condemned and I urge upon the ruling party to condemn the incident.

This is a case of political patronage.

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি যুব নেতার ফতোয়ার তীব্র নিন্দা তৃণমূলের

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি যুব নেতার ফতোয়ার তীব্র নিন্দা করল তৃণমূল।

পার্থ চট্টোপাধ্যায়ের বিবৃতি:

৯০ এর দশক থেকে মমতাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আমরা ৭০ এর রাজনীতি দেখেছি। ৩৪ বছরের বাম শাসন দেখেছি। এখন দিল্লী/আলীগড়ে বসে কেউ কেউ বড় বড় বুলি আওড়াচ্ছেন। রাজনীতি এইসব কথা বলার জায়গা না। একে অবিলম্বে গ্রেফতার করা উচিত।

আমি কেন্দ্রীয় সরকারকে বলবো অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য। আমাদের লাখ লাখ কর্মী তৈরি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করার জন্য। এরা আবার ৭০ দশকের রাজনীতি ফিরিয়ে আনতে চাইছে।

 

লোকসভায় সৌগত রায়ের বিবৃতি:

হনুমান জয়ন্তী উপলক্ষে বীরভূম জেলায় বিজেপি কর্মীদের ওপর গতকাল লাঠিচার্জ করে পুলিশ। এরপর বিজেপির এক যুবনেতা বিবৃতি দিয়েছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেটে আনবে তাকে তিনি ১১ লাখ টাকা দেবেন।

ম্যাডাম, আমি আর উত্তেজনা ছড়াতে চাই না। কিন্তু, এই ঘটনাটি নিন্দনীয়। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী নন, তিনি সংসদের প্রাক্তন সদস্যা, সমাজের তৃণমূল স্তর থেকে উঠে আসা এক নেত্রী।

এই ঘটনাটি আমি এই সভার নজরে আনলাম। আমি সরকারকে বলব, এই ধরনের মানুষ যারা এই রকম উস্কানিমুলক কথা বলে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে। বিশেষত যখন এরা মুখ্যমন্ত্রীর শিরোচ্ছেদের হুমকি দিচ্ছে।

 

রাজ্যসভায় সুখেন্দু শেখর রায়ের বিবৃতি:

দেশের শাসক দলের এক কর্মকর্তা এক বিবৃতি দিয়েছেন; তাতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে “শয়তান” বলেন, ও বলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেটে আনবে তাকে তিনি ১১ লাখ টাকা দেবেন।

আমি সংসদের সকল সদস্যের কাছে আর্জি জানাব তারা যেন সরকারের কাছে দাবি করেন এই ঘটনার নিন্দা করতে। এই ঘটনার মাধ্যমে বোঝা যায় কেন্দ্রের শাসক দল পশ্চিমবঙ্গে ধর্মের নামে দাঙ্গার পরিবেশ সৃষ্টি তৈরি করতে চাইছে।

এই প্রবণতা এখনই দমন করা উচিত, নয়ত দেশজুড়ে এই প্রবণতা দেখা যাবে। এটা  সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী। আমি সরকারকে আর্জি জানাচ্ছি এই ঘটনার নিন্দা করতে।

একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে “শয়তান” বলা হচ্ছে ও তার শিরোচ্ছেদ করার জন্য পুরষ্কার ঘোষণা হচ্ছে। এক শাসক দলের কর্মকর্তা কি করে এই কাজ করে? এটা নিন্দনীয় ও সরকারকে আর্জি জানাব ধিক্কার জানাতে।

Bengal to focus on girl, EWS students: Partha Chatterjee

Bengal government will lay special emphasis on progress and welfare of girl students and those coming from economically weaker sections of the society, state Education Minister Partha Chatterjee said.

“We will give special focus on girl students and those coming from the economically weaker sections (EWS). The government will also look into excellence in education as well as employability of the passing out students,” he said at the 10th convocation of St Xavier’s College.

He added, “I will also request all the universities to undertake a review of their curricula and to take steps to meet today’s requirements and also to interact with industrial houses.”

 

অর্থনৈতিকভাবে পিছিয়ে পরা ছাত্রছাত্রীদের ওপর বিশেষ গুরুত্ব দেবে রাজ্য সরকারঃ পার্থ চট্টোপাধ্যায়

অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার অগ্রগতি ও কল্যানের জন্য তাদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

সেন্ট জেভিয়ার্স কলজের সমাবর্তন অনুষ্ঠানে এসে শিক্ষামন্ত্রী বলেন, যেসকল ছাত্রীরা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে (EWS) তাদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের দিকেও নজর দেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

তিনি আরও বলেন আমি বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করব তাদের পাঠক্রম নিয়ে পর্যালোচনা করার এবং বর্তমান প্রয়োজনীয়তা সম্পর্কে পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং শিল্প সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখার জন্য।

 

Trinamool to organise protest rally at Bhubaneshwar

Trinamool Congress is all set to hold a protest rally just three kilometres away from the office of the Central Bureau of Investigation (CBI) at Bhubaneswar in Odisha.

Senior Trinamool Congress leaders including Secretary General of the party Partha Chatterjee, All India General Secretary, Subrata Bakshi, Chandrima Bhattacharya and Manish Gupta met Sudip Bandyopadhyay in CBI’s office on Sunday evening.

After coming out of the CBI’s office, Partha Chatterjee said: “We met him like our friends. His willpower is strong. He asked us not to worry.”

Partha Chatterjee added: “The party supremo Mamata Banerjee had been fighting against the Centre’s arbitrary decision on demonetisation. It is clear to the people that we have been repeatedly attacked just because of protesting against demonetisation. We are trying to reach out to the people each and every where to make them understand the same and people are with us.”

 

ভুবনেশ্বরে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের

ওড়িশার ভুবনেশ্বরে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছে তৃণমূল কংগ্রস। আগামী মঙ্গলবার সিবিআই দপ্তরের মাত্র তিন কিমি দূরে হবে এই সভাটি।

গতকাল চার সদস্যের এক প্রতিনিধি দল ভুবনেশ্বরে সিবিআই দপ্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সাধারন সম্পাদক সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য ও মনিশ গুপ্ত।

সিবিআই দপ্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায় জানান, “সুদীপবাবুর মনোবল অনেক বেশি, আমরা ওনার সঙ্গে কথা বলেছি, উনি আমাদের দুশ্চিন্তা করতে বারণ করেছেন”।

পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, “এটা জনগনের কাছে স্পষ্ট যে দলনেত্রী কেন্দ্রের হঠকারী নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন বলেই তৃণমূলকে বারবার আক্রমণ করা হচ্ছে।ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসের মাথা নত করা যাবে না। আমাদের লড়াই চলবে। জনগন আমাদের পাশেই আছেন।”

 

Bengal’s talents are the best in the world: Mamata Banerjee at Shikshak Samipe

Bengal Chief Minister Mamata Banerjee hosted a major conference on education at Netaji Indoor Stadium today. The conference, called ‘Shikshak Samipe’, is the first State-level conference dedicated to discussing and finding ways to address various issues, including ways to improve, higher education in Bengal.

All university and college professors of the State were invited to the conference. Along with Mamata Banerjee as the chief speaker, the Minister for Higher Education, and Science and Technology and Biotechnology, Partha Chatterjee, was also present at the conference.

The Chief Minister gave a rousing speech at the conference, exhorting the educators of Bengal to create the world’s best teaching infrastructure in the State. She also announced a host of schemes, both for teachers and non-teaching staff.

She also announced the setting up of Biswa Bangla University in Bolpur.

The key points of the Chief Minster’s speech at the conference:

  • Bengal had 13 universities; we have established 16 more universities and 46 new government colleges.
  • Education cannot be associated with political colours; education, culture, humanity and our motherland come before everything.
  • We must feel proud of our motherland; this is the land of our language, our culture and our values
    Education cannot be sold.
  • There is no retirement age for education or educators.
  • It is the professors and educators who can make our future bright and make Bengal shine in the world.
  • We must go out into the world, learn, develop ourselves and then give back to our motherland. We cannot forget our roots.
  • It should not be that after education, when we go out into the world, we forget our motherland.
  • It is teachers who can preserve culture, harmony, knowledge and unity, and show us the way.
  • Bengal has led in the fields of agriculture, science, medicine and literature, and in others as well.
  • Bengal has been blessed with knowledge; no other State can match this. The talents from Bengal are the best in the world.
  • Why should students of Bengal run to Chicago & Harvard? We should create Chicago and Harvard-like universities here too.
  • The top researchers of the world should come to Bengal.
  • We should lead the world in teaching.
  • We do not promote our achievements; we should highlight our successes to counter false publicity.
  • We must march ahead with true and positive facts.
  • In the coming year, we have to pay Rs 70,000 crore towards the debts left behind by the previous Government; due to demonetisation our earnings have also reduced.
  • We have increased the budget for education from Rs 111.74 crore to Rs 471 crore in four years.
  • There is a difference between e-governance and forcing people to use cards by stopping the flow of cash. Everything cannot be done by force.
  • We have started an award, Shiksha Ratna for teachers; we have introduced paternity leave too.
  • Teachers would now be entitled for leave travel concession (LTC) for travels inside India after completing 10 years of service, and for travels outside India after completing 20 years of service.
  • We are introducing West Bengal Health Scheme to cover college and university teachers.
  • The part-time and non-teaching staff would be included in the Swasthya Sathi scheme.
  • We are starting Biswa Bangla University in Bolpur on the lines of Visva-Bharati; the land has already been identified.
  • We are increasing the retirement age of teachers of colleges and universities from 60 to 62.
  • I wish a very happy New Year to all the teachers – may we all work together to take Bengal forward.

 

 

 

বাংলার মেধা বিশ্বসেরাঃ মুখ্যমন্ত্রী

আজ নেতাজী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত শিক্ষক সমীপে সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার সরকার ইতিমধ্যেই নতুন ১৩টি বিশ্ববিদ্যালয় ও ৪৬টি সরকারি কলেজ তৈরি করেছে।

তিনি বলেন, শিক্ষা অর্জন করতে হয়, কেনা যায় না ও শিক্ষকরা কখনও অবসর গ্রহন করেন না, যতদিন তাঁরা বাঁচেন, সমাজকে শিক্ষিত করে যান। শিক্ষকরাই শুধুমাত্র পারেন দেশ ও সমাজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে। আমরা শিক্ষা অর্জন করে বিদেশ পাড়ি দিলেও কখনও যেন নিজের মাতৃভূমিকে না ভুলে যাই। আমরা বিশ্বের দরবারে উপস্থিত হলেও মাতৃভূমির জন্য যেন কিছু করি।

বাংলা কৃষি থেকে বিজ্ঞান, চিকিৎসা থেকে সাহিত্য সব দিক দিয়ে বিশ্বকে পথ দেখিয়েছে। মুখ্যমন্ত্রী এও বলেন, এরাজ্যের মত মেধা শুধু দেশে কেন সারা পৃথিবীর কাছে ঈর্ষার কারণ। তিনি বলেন, কেন এখানকার ছাত্র ছাত্রীরা শিকাগো বা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে? আমরা চেষ্টা করলে এখানেই শিকাগো বা হার্ভার্ড মানের বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারি, সেই মেধা ও ক্ষমতা আমাদের আছেও।

মুখ্যমন্ত্রী বলেন, আমরা প্রচার বিমুখ, কিন্তু কুতসা ও অপপ্রচারকে একমাত্র নিজেদের কৃতিত্বর প্রচারই আটকাতে পারে, তাই আমাদের সাফল্যের কথা মানুষের সামনে আরও বেশি করে তুলে ধরতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যেই শিক্ষকদের জন্য শিক্ষা রত্ন ও পিতৃত্বকালিন ছুটির ঘোষণা করেছে। এখন থেকে শিক্ষকদেরও এলটিসির আওতায় আনা হবে, ১০ বছর অভিজ্ঞতা যে শিক্ষকের আছে, তিনি দেশের মধ্যে একবার কোথাও সরকারি খরচে ভ্রমন করতে পারবেন ও ২০ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা সরকারি খরচে একবার দেশে ও একবার বিদেশ ভ্রমনের সুযোগ পাবেন।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তাদের পরিবার পরিজনদের জন্য পশ্চিম বঙ্গ স্বাস্থ্য প্রকল্পের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অস্থায়ী শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার কথাও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি কলেজ ও অধ্যাপকদের অবসর গ্রহনের বয়স ৬০ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর করেন।

সব শেষে তিনি জানান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাশেই রাজ্য সরকার বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় গড়তে চলেছে সম্পূর্ণ বিশ্ব ভারতীর আদলে ও সেই জন্য জমির ব্যাবস্থাও করা হয়ে গেছে।

BJP trying to use Guv’s office for political purposes: Partha Chatterjee

Claiming that the Bharatiya Janata Party is trying to use the office of the Governor for political purpose, secretary general of the party Partha Chatterjee said that Trinamool Congress would protest if Raj Bhavan is used for political purpose.

He once again raised question on deployment of CRPF jawans near BJP party office without any permission from the state government.

“How could the CRPF jawans, whose duty is to provide security of BJP leader Rahul Sinha, were sent to the spot without permission of the state?” he raised the question.

 

রাজ্যপালের অফিস রাজনৈতিক ভাবে ব্যবহার করার চেষ্টা করছে বিজেপি: পার্থ চট্টোপাধ্যায়

রাজ্যপালের দপ্তরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছে বিজেপি, বৃহস্পতিবার এমনটাই বললেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি ও বলেন যে তৃণমূল কংগ্রেস এর তীব্র বিরোধিতা করবে।

তিনি আবারও প্রশ্ন তোলেন রাজ্য সরকারকে না জানিয়ে কি করে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হল বিজেপির কার্যালয়ের বাইরে।

“বিজেপি নেতা রাহুল সিনহার সুরক্ষার দায়িত্তে থাকা আধা সামরিক বাহিনীকে কি করে রাজ্যের অনুমতি ছাড়া ঘটনাস্থলে পাঠানো হল?” বলেন তিনি

Sabujshree Scheme initiated in Singur

The Sabujshree Scheme, which is a brainchild of Chief Minister Mamata Banerjee, was initiated in Singur last Wednesday by State Education Minister, Partha Chatterjee by handing over saplings of mahogany and sandalwood to new mothers.

Sabujshree is an innovative scheme which connects two noble causes – protecting the environment and promoting girl children.

Under the scheme, the mother of a new-born girl child is handed over saplings for free to plant in some place where she or her family can take care of it – so the tree grows up under her care just like her girl child.

After the ceremony for Sabujshree, the Minister participated in an administrative meeting on agriculture.

At the press conference following the meeting, the Education Minister said that, after the Supreme Court had restored the land in Singur to the farmers who originally owned them, Mamata Banerjee had re-started cultivation there by planting mustard and potato seeds. Next, the Government is looking into ways to help the farmers to start planting crops for the boro season.

He also said that the Mamata Banerjee-led State Government is very keen that cultivation is re-started on the same scale as earlier. As an incentive, the State Government is giving Rs 10,000 as well as other benefits to the farmers who start cultivating their lands.

 

সিঙ্গুরে সূচনা হল সবুজশ্রী প্রকল্প

বুধবার সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজশ্রী প্রকল্প চালু করলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন সিঙ্গুরের বিডিও অফিসে একটি অনুষ্ঠানে সদ্যোজাত মায়েদের হাতে মেহগনি ও চন্দন গাছের চারা তুলে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

সবুজশ্রী প্রকল্পের লক্ষ্য পরিবেশ রক্ষার পাশাপাশি কন্যা সন্তানদের ভবিষ্যৎ কিছুটা হলেও সুরক্ষিত করা এবং তাদের স্বনির্ভর করে তোলা।

এই প্রকল্পের আওতায় নবজাতকের নামে পরিবারকে একটি করে অর্থকরী গাছের চারা দেবে সরকার। শিশুটির নামেই গাছটিকে বড় করে তুলবে তার পরিবার। ২০-২৫ বছর পরে সেই গাছ বিক্রি করে যে-টাকা পাওয়া যাবে, সেটাই তখন সাবালক হয়ে ওঠা সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার কাজে লাগবে।

অনুষ্ঠানের পর শিক্ষামন্ত্রী কৃষি সংক্রান্ত একটি প্রশাসনিক বৈঠক করেন।

বৈঠকে পর সাংবাদিকদের মন্ত্রী বলেন, সিঙ্গুরে জমি ফেরতের পর মুখ্যমন্ত্রী এখানে চাষের সূচনা করেছিলেন। এরপর এখানে সরষে ও আলু চাষ শুরু হয়েছে। এখন তাদের লক্ষ্য বোরো চাষ শুরু করা।

তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত মা-মাটি-মানুষ সরকারের একান্ত ইচ্ছা কৃষকরা চাষ করুন। যারা চাষ করবেন তাদের ১০ হাজার টাকা ও অন্যান্য আনুষঙ্গিক সাহায্য দেওয়া হবে।

 

 

Any attempt to destroy communal harmony by Centre will be thwarted: Trinamool

Trinamool Congress secretary general, Partha Chatterjee on Tuesday urged people not to get carried away by the communal card that is being played by the Centre.

He was speaking at the Sanhati Divas (Communal Harmony Day) programme organised by the party near the Gandhi statue on Mayo Road.

“There are people in the Centre who are playing communal cards by spreading fake rumours. People should put up a united resistance against them,” he said.

He maintained that communal harmony should be preserved. “Bengal is a land of communal harmony and peace and all effort to disturb this harmony will be thwarted,” he said.

Firhad Hakim, state Urban development minister said “Narendra Modi belongs to India just as Firhad Hakim. From time immemorial India is a seat of communal harmony and peace and the society does not tolerate hatred.”

He also said any attempt to destroy the social fabric of peace and harmony will be dealt with seriously.

Referring to demonetisation, Hakim said that the Centre was trying to help the multinational
companies in the name of demonetisation. Poor farmers will become poorer and will be forced to give up farming.

In the name of introducing plastic money, the Centre is actually helping the multinationals who will run the shopping malls. It is a dangerous move and will not benefit the country,” he maintained.

 

বাবরি ধ্বংসের দিনে বিজেপিকে আক্রমণে তৃণমূল

গতকাল সংহতি দিবস উপলক্ষে মেয়ো রোডে গান্ধী মূর্তির কাছেএকটি অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এদিন এই মঞ্চ থেকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাধারণ মানুষকে কেন্দ্রের সাম্প্রদায়িক প্ররোচনায় পা দিতে না করেন।

তিনি বলেন, “গুজব রটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর আঘাত হানতে চাইছেন কেন্দ্রের কিছু নেতা।  সাধারণ মানুষের উচিত এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ করা”।

তাঁর দাবি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা উচিত। বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির জায়গা, কেউ যদি সেটা খর্ব করার চেষ্টা করে তাঁকে রেয়াত করা হবে না”।

পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, নরেন্দ্র মোদী যেমন ভারতীয়, ফিরহাদ হাকিমও তেমন ভারতীয়। ভারত সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির দেশ এখানে সমাজ সবস্তরের মানুষকে ভালবাসতে শেখায়। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে চাইলে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নোট বাতিলের উল্লেখ করে ফিরহাদ হাকিম বলেন, বিমুদ্রিকরনের নামে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিকে সাহায্য করছে কেন্দ্র। গরীব কৃষকরা আরও গরীব হচ্ছেন। তারা চাষবাস ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

তাঁর দাবি প্লাস্টিক টাকা চালু করার নামে তাঁরা বহুজাতিক সংস্থাগুলো যারা শপিং মল চালায় তাদের সাহায্য করছে। এর ফলে দেশের সর্বনাশ হচ্ছে।

 

 

Singur is smiling again: A triumphant Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee formally re-commenced farming on the plots of land in Singur which were given away to Tata Motors’ Nano project by the Left Front government, by sowing seeds of mustard on those plots.

The process of giving physical possession of the land in Singur to around 4,000 farmers  was also started today, with the Chief Minister handing over plots to some of the farmers. She also inaugurated the first of the 66 deep tube-well pumps that the State Government would install for proper irrigation of the 997 acres of farm land.

During her last visit to Singur on September 14, a few days after the Supreme Court verdict in favour of the farmers, Mamata Banerjee had distributed the deeds of right to the plots of land to their respective owners. The task of converting the land into cultivable form had begun within a day of the Supreme Court’s passing of the order.

In her speech after the ceremony, she said that the State Government has handed over 103 acres of land to the farmers for cultivation today, and that it will complete the handing over of “all the land to their respective owners by November 10″, adding that the work of making the land cultivable was left to done on only 65 of the 997 acres.  

Besides, the Government also handed over “seeds and agricultural equipment to farmers today”.

She stressed on the fact that her Government has strictly followed the Supreme Court order and has spared no efforts in making the land cultivable again.

She was very happy today, saying, “We have to save the greenery; Singur is smiling again”.

Underlining the pivotal place of the Singur Movement in the history of agitation for land rights, she said, “The Singur movement will become an international model for land rights”. She also said, “The Singur Movement teaches us that we should never run away from a fight”.

She thanked all the people who had helped her in bringing the land back to its original state: “I thank every officer and the local people for their help in getting the land ready for farming”. The Chief Minister also thanked “all the intellectuals, artistes and others who supported the movement”.

She also promised, “We will make a monument to commemorate the sacrifice and the hard work of the people of Singur”.

Mamata Banerjee reminded everyone, “Good governance depends on team work, transparency and fulfilling promises”.

Thousands of people from different parts of the State, including those involved with the movement, had turned up in Singur today to witness the historic moment when the Chief Minister completed the process of giving physical possession of the plots to the farmers.

 

সবুজের মাঝে সিঙ্গুরে নতুন করে হাসি ফোটাও: মুখ্যমন্ত্রী

আজ আবার জমির অধিকার ফিরে পেল সিঙ্গুরের কৃষকরা৷ প্রায় ৯ বছর আগে যে জমিতে নেমে চারা পুঁতে আন্দোলনের বীজ রোপণ করেছিলেন, লক্ষ্মীবারে সেই জমিতে নেমেই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সরষের বীজ দিলেন৷ মাঝে চলে গিয়েছে আন্দোলনের দীর্ঘ সময়৷ ধারাবাহিক কৃষক আন্দোলনের জয় এসেছে তাঁর নেতৃত্বেই৷ এবার তাই আইনি জয়ের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পুরনো কারখানার অংশের জমি চাষযোগ্য করে কৃষকদের ফিরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী৷

উচ্চ আদালতের নির্দেশ ছিল, ১২ সপ্তাহের মধ্যেই কৃষকদের জমি চাষযোগ্য করে ফিরিয়ে দিতে হবে৷ নির্দিষ্ট সময়ের তিন সপ্তাহ আগেই শুরু হয়েছে প্রক্রিয়া৷

সেপ্টেম্বরের প্রথম থেকেই সিঙ্গুরজুড়ে শুরু হয়েছিল বিজয় উৎসবের আনন্দ৷ গত ১৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী নিজে গিয়ে আশ্বাস দিয়েছিলেন জমি ফিরিয়ে দেওয়ার৷ সেদিন হয়েছিল কেন্দ্রীয় বিজয় উৎসব৷ আর বৃহস্পতিবার জমি ফিরে পাওয়ার আনন্দে দ্বিতীয়বার বিজয় উৎসব পালন করল সিঙ্গুরের মানুষ৷

এদিন সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে আজ মোট ১০৩ একর জমি চাষযোগ্য করে ফেরত দেওয়া হল কৃষকদের। বাকি জমি আগামী ১০ নভেম্বরের মধ্যে চাষযোগ্য করে  কৃষকদের ফেরত দিয়ে দেওয়া হবে। ৯৯৭ একর জমির মধ্যে ৬৫ একর জমির কাজ বাকি আছে।

জমি হস্তান্তরের পাশাপাশি, আজ কৃষকদের শস্যকিট ও চাষের সরঞ্জামও দেওয়া হল।

মুখ্যমন্ত্রী বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের আগেই কৃষকদের জমি ফেরত দেওয়া হচ্ছে চাষযোগ্য করে।

তাঁর কথায়, সবুজ জাগাও, সবুজ বাঁচাও, সবুজের মাঝে সিঙ্গুরে নতুন করে হাসি ফোটাও।

তিনি আরও বলেন, “সিঙ্গুর আন্দোলন আগামীদিনে সারা বিশ্বের মডেল হবে। সিঙ্গুর আন্দোলন আমাদের শিখিয়েছে যে লড়াই ছেড়ে কখনও পালিয়ে যেতে নেই। নিজের অধিকার আদায় করে নিতে হয়। আর সিঙ্গুরের জমি ফেরত হল সেই লড়াইয়ের এই সুফল”।

এত তাড়াতাড়ি জমি চাষযোগ্য করতে অফিসাররা ও এলাকার সকল মানুষ অনেক সহযোগিতা করেছেন, সেজন্য তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া যেসকল বুদ্ধিজীবী, শিল্পী ও সাধারণ মানুষকে যারা সিঙ্গুর আন্দোলনকে সমর্থন করেছেন তাদেরকেও মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানান।

তিনি প্রতিশ্রুতি দেন যে সিঙ্গুরের আন্দোলনকারী কৃষকদের স্মরণে  একটি স্মারক তৈরি হবে। তাঁর কথায়, সুষ্ঠু প্রশাসনের প্রধান দিক হল একসঙ্গে কাজ করা, স্বচ্ছতা, কথা দিয়ে কথা রাখা।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোক এবং যারা সেদিন সিঙ্গুর আন্দোলনে সামিল হয়েছিলেন সকলে আজ আর একবার সিঙ্গুরের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইলেন।

 

 

 

 

Trinamool announces the names of candidates for bypolls

Secretary General of Trinamool Congress Partha Chatterjee today announced the names of candidates for the by-elections to be held on 19 November.

Dibyendu Adhikary will be the candidate from Tamluk Lok Sabha constituency while Saikat Panja will be fighting from Monteswar Vidhan Sabha constituency. The name of the candidate for Coochbehar Lok Sabha seat will be announced soon, Partha Chatterjee said adding that Mamata Banerjee had given her approval to the names of the candidates.

Tamluk Lok Sabha seat fell vacant after sitting MP Suvendu Adhikari contested and won the Vidhan Sabha polls from Nandigram. Cooch Behar Lok Sabha seat fell vacant due to the passing of MP Renuka Sinha. The death of Sajal Panja, MLA of Monteswar, necessitated bypoll to the Assembly constituency.

 

১৯ নভেম্বরের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের

আজ ১৯ নভেম্বরের উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায়।  সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আসন্ন উপনির্বাচনের প্রার্থীদের নামে অনুমোদন  দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২টি লোকসভা কেন্দ্রে এবং ১টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ১৯ নভেম্বর। ভোট গণনা হবে ২২ নভেম্বর।

তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হবেন দিব্যেন্দু অধিকারী। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হবেন সৈকত পাঁজা। কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে।

তমলুক লোকসভা আসনের সাংসদ শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং  জয়ী হওয়ার পর ওই আসনটি খালি হয়ে যায়। কোচবিহারের সাংসদ রেণুকা চৌধুরী এবং মন্তেশ্বরের বিধায়ক সজল পাঁজার মৃত্যুর কারণে এই লোকসভা ও বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।