Bengal government to create 1,200 new posts in various departments

In order to create more job opportunities, it has been decided in Monday’s Cabinet meeting that 1,200 new posts will be made in different departments of the state government.

Partha Chatterjee, the state Parliamentary Affairs minister, said: “It has been passed in the Cabinet to create a 1,000 more posts in different offices and colleges. As many as 200 drivers and helpers will be recruited for assistance by the state Transport department.”

It may be mentioned that the state government has created thousands of job opportunities in the past six years. In June, the state government had announced 3,754 new posts. The decision to create new posts was passed in the Cabinet meeting and Chief Minister Mamata Banerjee has directed the state to complete the recruitment process as soon as possible.

As many as 267 posts were created for eight coastal police stations as a step to ensure security and safety of thousands of tourists visiting Digha and Mandarmoni. Around 444 posts were also created at Health and Family Welfare department and it included 187 posts at the new medical college at Raiganj.

As many as 158 posts have been created at Ramrick Das Harlalka Hospital, which is an annexure to Bangur Institute of Neuroscience. Ninety-nine posts were created at Tufanganj Mental Health Hospital, where the number of beds was increased to 150 from 33. To create job opportunities for women, as many as 2700 lady constable posts were created.

 

১২০০ নতুন পদ তৈরী করবে রাজ্য সরকার

রাজ্যে আরও কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে ১২০০ নতুন পদ তৈরী করছে রাজ্য সরকার।

পরিষদ বিষয়ক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিভিন্ন কলেজ ও অফিসে আরও নতুন ১০০০টি পদ তৈরীর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এছাড়া আরও ২০০টি ড্রাইভার ও হেল্পারের পদ তৈরী করা হয়েছে রাজ্য পরিবহন দপ্তরে।

প্রসঙ্গত, রাজ্য সরকার গত জুন মাসে ৩৭৫৪টি নতুন পদ সৃষ্টির কথা ঘোষণা করে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ওই প্রক্রিয়া খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে।

দীঘা ও মন্দারমণিতে আগত পর্যটকদের সুরক্ষার জন্য ২৬৭টি পদ সৃষ্টি করা হয়েছে আটটি উপকূলীয় থানার জন্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ৪৪৪টি পদ তৈরী হয়েছে। এর মধ্যে রায়গঞ্জের নতুন মেডিক্যাল কলেজের জন্য ১৮৭টি পদ তৈরী হয়েছে।

রামরিক দাস হরলালকা হাসপাতালে সৃষ্টি করা হয়েছে ১৫৮টি নতুন পদ। তুফানগঞ্জ মেন্টাল হেলথ হাসপাতালে ৯৯টি পদ তৈরী হয়েছে। এখানে শয্যা সংখ্যাও ৩৩ থেকে বেড়ে ১৫০ হয়েছে।

মহিলাদের কর্মসংস্থানকে নজর রেখে ২৭০০টি কনস্টেবল পদ তৈরী হয়েছে।

Bengal Govt to return land to 52 owners in Kawakhali

After the Mamata Banerjee government’s immense success in returning land to farmers in Singur, it has decided to return the same to 52 families in Kawakhali who had their lands seized by the then-Left Front government to set up a residential township at Kawakhali in Siliguri.

It may be recalled that the Left Front government had acquired plots in the Kawakhali, Purajhar and Tikulikatha areas for the township. Despite opposition, the acquisition process continued till 2007. Most people who lost their land, were owners of small plots and they had raised slogans against the then-Chief Minister and the then-Urban Development minister.

Recollecting the days when land was “forcibly” acquired by the erstwhile Left Front government, State Parliamentary Affairs Minister, Partha Chatterjee said: “There was protest against land acquisition in Kawakhali. We had raised our voices against it and faced several hurdles when we went to Siliguri at that time. Now, we are returning the land. They will be getting the land in the area under the jurisdiction of Siliguri Jalpaiguri Development Authority (SJDA).”

It may be recalled that Chief Minister Mamata Banerjee had kept her word of returning land to the farmers in Singur as it was forcefully acquired by the Left Front government “going against the will of land owners”. It was in September 2016 that the Supreme Court had directed the state government to return the land to the farmers after returning to its earlier condition. The apex court had observed the land acquisition as a “farce”.

Within the time set by the Supreme Court, the Mamata Banerjee government had once again turned the land to its previous condition and distributed it to its actual owners. The Chief Minister had said that Singur would be a model in the agriculture sector of the world. The people of Kawakhali have appreciated the move of the state government to return the land to those who had lost them to “forceful” acquisition.

 

সিঙ্গুরের পথেই কাওয়াখালিতে জমি ফেরত মানবিক রাজ্য সরকারের

সিঙ্গুরের পর উত্তরবঙ্গের কাওয়াখালি। জোর করে কৃষকদের কাছ থেকে অধিগ্রহণ করা জমি ফিরিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রীসভা।

২০০৪ সালে বাম আমলে শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি দার্জিলিং-এর মাটিগাড়া ও জলপাইগুড়ির রাজগঞ্জে ৩০২একর জমি অধিগ্রহণ করে। এর মধ্যে ওখানকার ৫২টি পরিবার ক্ষতিপূরণের টাকা গ্রহণ করেনি। জমি ফেরতের জন্য মামলাও করেছিল। তৃণমূল ক্ষমতায় আসার পর সেই মামলা প্রত্যাহার করে নেন পরিবারগুলি। টাউনশিপ তৈরির নামে জমি নেওয়া হয়েছিল, কিন্তু, এই জমির বেশীর ভাগ ব্যাক্তিগত মালিকানায় চলে যায়।

ক্ষমতায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সিঙ্গুরের জমি ফেরত দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, তেমনই কাওয়াখালির জমি ফেরতের ব্যবস্থা করলেন। কাওয়াখালির জমিতে বেশ কিছু আইনি জটিলতা ছিল, তাই, সময় লাগে। কিন্তু, নিজের নীতিতে অনড় থাকেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী কখনোই শিল্পের বিরুদ্ধে ছিলেন না, তিনি বহু ফসলি জমি জোর করে ছিনিয়ে শিল্প করার বিরুদ্ধে। সব জায়গায় তৃণমূল এই জোর করে জমি অধিগ্রহণের বিরোধিতা করেছে।

ক্ষমতায় আসার পর রাজ্যের শিল্পায়নকে পাখির চোখ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নিশ্চিন্ত করেছেন কোনও বলপূর্বক জমি অধিগ্রহণ হবে না। সিঙ্গুরে অধিগৃহীত জমি ইতিমধ্যে ফেরত পেয়েছেন কৃষকরা। সেখানে এখন চাষ আবাদ হচ্ছে। এদিন কাওয়াখালিতে জমি ফেরতের প্রস্তাবে সম্মতি দিয়ে মুখ্যমন্ত্রীর নীতিতেই সিলমোহর দিল মন্ত্রীসভা।

Image Source: betterphotography.in