Bengal Govt to pay compensation worth Rs 205 cr to farmers

The Bengal Government will be giving compensation totalling Rs 205 crore to farmers who have incurred heavy losses due to heavy rainfall and hailstorms before the monsoon set in this year. Crops in as many as 11 districts in the State were damaged due to hailstorm this year. Bardhaman remains the worst affected, with farmers there suffering significant losses.

The Government decided to compensate the farmers after carrying out a proper assessment. As per the existing norms, farmers who have suffered 33 per cent or more loss of their total crop are eligible for compensation.

The State Agriculture Department carried out the assessment of losses due to unpredictable rain in the Bengali months of Baisakh (mid-April to mid-May) and Jaistha (mid-May to mid-June). The assessment revealed that in these two months, farmers in 11 districts had incurred a total loss of Rs 205 crore.

Ever since the Trinamool Government took over six years ago, the State has distributed agricultural input subsidy worth Rs 1336.43 crore among 32.83 lakh farmers for crop damage due to natural calamities like hailstorms, unseasonal heavy rain, flooding, drought and other unforeseen situations from the State Disaster Response Fund (SDRF).

Bengal is the first state in the country to have waived land tax for farmers. It was announced by Chief Minister Mamata Banerjee after the Centre’s sudden decision to demonetise high value notes.

 

কৃষকদের ২০৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেবেন রাজ্য সরকার

ব্যাপক বৃষ্টি ও শিলাবৃষ্টির কারনে যেসকল চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মোট ক্ষতিপূরণের পরিমাণ ২০৫ কোটি টাকা। প্রাক-বর্ষার কারনে ১১টি জেলায় শস্য নষ্ট হয়েছে। সবথেকে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন বর্ধমান জেলার চাষিরা।

সঠিক মূল্যায়ন করার পরেই এই ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  এখনকার নিয়ম অনুযায়ী, যে চাষিদের ৩৩ শতাংশ বা তার বেশী শস্য নষ্ট হয়েছে, তারা ক্ষতিপূরণ পাবেন।

রাজ্য কৃষি দপ্তরের মূল্যায়ন অনুযায়ী ১১টি জেলায় বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে বৃষ্টির ফলে ক্ষয় ক্ষতির পরিমাণ ২০৫ কোটি টাকা।

তৃণমূল ক্ষমতায় আসার পর গত ছয় বছরে রাজ্য সরকার কৃষিতে ভর্তুকি দিয়েছে মোট ১৩৩৬.৪৩ কোটি টাকা। এই ভর্তুকি পেয়েছেন ৩২.৮৩ লক্ষ চাষি।

রাজ্যগুলির মধ্যে বাংলাই প্রথম কৃষকদের জমির খাজনা মুকুব করেছে। কেন্দ্রীয় সরকারের হঠকারী ও অমানবিক নোট বাতিলের সিদ্ধান্তের পর এই ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

First-of-its-kind trilingual Ol Chiki dictionary by State Govt on the anvil

The Bengal Government will soon bring out a trilingual Ol Chiki dictionary, the first-of-its-kind in the country. The dictionary has been prepared by the State Backward Classes Welfare Department.

The Ol Chiki script for writing Santhali was created by Raghunath Murmu in the 1920s. Previously, Santhali used to be been written in the Latin script. Ol Chiki has 30 letters. The script is written from left to right.

The dictionary will list translations of 24,800 words – from Santhali to English and Bengali. It will constitute a major step towards popularising the Santhali language.

After coming to power in 2011, Chief Minister Mamata Banerjee took the initiative to popularise Ol Chiki. At a recent function held at Uttirno, the new auditorium in Kolkata, she felicitated Uday Murmu who got the highest marks in Santhali language in the 2017 Madhyamik examination.

The Chief Minister wants tribal youths to develop by getting modern education, while at the same time preserve their own culture and tradition.

 

Source: Millenium Post

 

 

প্রথম ত্রৈভাষিক অলচিকি শব্দকোষ প্রকাশ করবে রাজ্য সরকার

খুব শীঘ্রই অলচিকি লিপির একটি ত্রৈভাষিক শব্দকোষ প্রকাশ করবে রাজ্য সরকার। দেশে এই লিপির এটিই হবে সর্বপ্রথম শব্দকোষ। এই শব্দকোষটি রচনা করেছে রাজ্য অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ।

এই কোষটিতে ২৪,৮০০ সাঁওতালি শব্দের অনুবাদ থাকবে – প্রথমে অলচিকি থেকে ইংরেজি ও তারপর ইংরেজি থেকে বাংলা। এই উদ্যোগের ফলে স্বাভাবিক ভাবেই আরও জনপ্রিয়তা লাভ করবে সাঁওতালি ভাষা।

১৯২০র দশকে সাঁওতালি ভাষাকে লিপিবদ্ধ করার জন্য এই লিপির সৃষ্টি করেছিলেন রঘুনাথ মুর্মু। এই লিপি লেখা হয়েছিল মূলত লাতিন ভাষার অনুকরনে। সব মিলিয়ে মোট ৩০টি অক্ষর আছে অলচিকি লিপিতে । এই হরফ লেখা হয় বামদিক থেকে ডানদিকে।

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলচিকি লিপির জনপ্রিয়তা বাড়ানোর উদ্যোগ নেন। কিছুদিন আগেই ‘উত্তীর্ণ’ তে এক অনুষ্ঠানে তিনি সম্বর্ধিত করেন উদয় মুর্মুকে যে ২০১৭ সালের মাধ্যমিক পরীক্ষায় সাঁওতালি ভাষায় পেয়েছে সর্বোচ্চ নম্বর।

মুখ্যমন্ত্রী চান এই উপজাতি আধুনিক শিক্ষা লাভ করে নিজেদের আরও সমৃদ্ধ করুক এবং পাশাপাশি নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখুক।

 

State Govt setting up Yatri Niwas in govt hospitals

The State Government is setting up rest houses named Yatri Niwas for those accompanying patients admitted to State Government hospitals.

The plan is to provide every district, sub-divisional, medical college and super-specialty hospital of the State Government with a Yatri Niwas within the next three years.

Such rest houses have already been built at NRS Medical College Hospital, Medical College Hospital, Kolkata, Diamond Harbour District Hospital and Baruipur Sub-Divisional Hospital.

In the absence of proper places to stay overnight, close relatives and friends accompanying patients, who often come from remote areas, have to make do with whatever place they get – be it hospital corridors or verandahs — at Government hospitals or any place they can find near them.

Hence, these rest houses, to be built by the State Housing Department and named ‘Yatri Niwas’, would come as a welcome relief. Seventy per cent of the population of Bengal is dependent on Government hospitals.

সরকারী হাসপাতালে রোগীর পরিজনদের জন্য তৈরী হবে ‘যাত্রীনিবাস’

রাজ্যের সব সরকারী হাসপাতাল ও মেডিকেল কলেজে রোগীর পরিজনদের জন্য প্রতীক্ষালয় তৈরী করবে রাজ্য সরকার। রোদ-ঝড়-বৃষ্টিতে অধিকাংশ সরকারী হাসপাতালে এখনও খোলা আকাশই ভরসা রোগী ও বাড়ির লোকজনের।

সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের প্রতিটি সরকারী মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতাল, জেলা ও মহকুমা হাসপাতালে রোগীর পরিজনদের জন্য যাত্রীনিবাস করা হবে। ২৯ জুন এক সরকারি নির্দেশনামায় বিষয়টি জানানো হয়েছে।

দূর-দূরান্ত থেকে এসে বহুকষ্টে রোগীকে ভরতি করিয়ে তাঁর হাসপাতালে থাকার দিনগুলি ওয়ার্ডের একপাশে বা আউটডোরের মেঝেতে, এমনকী হাসপাতালের রাস্তায় কাটিয়ে দেন হাজার হাজার মানুষ। রোগীর বাড়ির লোকজনের থাকার জায়গার অভাবের কারণেই বিভিন্ন মেডিকেল কলেজ ও বড় হাসপাতালের গা ঘেঁষে হকারদের কাছে মাটিতে বিছানোর প্ল্যাস্টিক কিনে দিন কাটান অনেকেই। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে সরকারী হাসপাতালের উপর নির্ভরশীল প্রায় ৭০ শতাংশের বেশি মানুষকে ভরসা জোগালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর।

স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, আবাসন দপ্তর এই যাত্রীনিবাসগুলি বানাবে। আগামী তিন বছরের মধ্যে রাজ্যের সমস্ত সরকারী হাসপাতাল ও মেডিকেল কলেজে এই প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

ইতিমধ্যেই এনআরএস, মেডিকেল কলেজ, ডায়মন্ডহারবার জেলা হাসপাতাল এবং বারুইপুর মহকুমা হাসপাতাল—এই চার জায়গায় যাত্রীনিবাস তৈরী করেছে আবাসন দপ্তর। সেখানে রোগীদের থাকার ব্যবস্থাও করা হয়েছে।

 

 

Bengal Govt introduces Kanyashree for college and university girls

Chief Minister Mamata Banerjee has now increased the beneficiary list for the world-wowing Kanyashree Scheme. Female students in colleges and universities would now also benefit from the scheme which, on June 23, won the prestigious United Nations Public Service Award 2017.

In the wake of this honour, students of Burdwan University, during a recent State Government administrative review meeting, had requested the Chief Minister to extend the benefits of the Kanyashree Scheme to them. The Chief Minister agreed immediately. College and university students would have to fill up the form, K3 to get the benefits.

Form K1 is for annual scholarship while at school, and K2 is to be filled up by those girl students wanting the one-time grant on completing 18 years.

The scheme has been eminently successful in making girls realise the importance of education and in making them understand that they must first complete at least school education before getting married, as only education can make one aware of one’s rights.

 

 

মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবার থেকে বিশ্ববিদ্যালয়েও ‘কন্যাশ্রী’

কন্যাশ্রী প্রকল্পের ব্যাপ্তি বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার থেকে বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রীরাও কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাবেন৷ বৃহস্পতিবার বর্ধমানে প্রশাসনিক বৈঠকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর এই সুবিধা চালুতে উল্লেখযোগ্য ভূমিকা রাখলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷

বৃহস্পতিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের মন্ত্রী থেকে আমলারা, কার্যত পুরো নবান্ন হাজির ছিল সেখানে৷ আর এই প্রশাসনিক বৈঠকে হাজির হয়েছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একঝাঁক পড়ুয়া৷ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিভিন্ন প্রস্তাব রাখেন মুখ্যমন্ত্রীর সামনে। এখানেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্যও চালু করা হবে কন্যাশ্রী৷ এবার থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ‘কে-৩’ এর সুবিধা পাবে৷

বর্তমানে স্কুল স্তরে কন্যাশ্রী প্রকল্পে নবম শ্রেণি থেকে ১৮ বছর বয়স পর্যন্ত ছাত্রীরা এই প্রকল্পের সুযোগ পেয়ে থাকে। সরকারি ভাষায় যেটিকে ‘কে-২’ বলা হয়ে থাকে৷ আর বিশ্ববিদ্যালয় স্তরে কন্যাশ্রী প্রকল্পকে সরকারি পরিভাষায় ‘কে-৩’ বলা হবে৷ তাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছে রাজ্যের প্রায় ৪০ লক্ষ ছাত্রী। শিক্ষার আঙিনায় মেয়েদের আরও বেশি করে টেনে আনতে এই প্রকল্প চালু করা হয়৷

ওই প্রকল্পের সাফল্য বারবারই বিভিন্ন সভায় তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দেশের মধ্যে রাজ্যের এই প্রকল্প যে আলাদা মাত্রা বহন করে, তা বারবার বলেছেন। শুধু দেশের গণ্ডির মধ্যেও সীমাবদ্ধ থাকেনি কন্যাশ্রীর সাফল্য। খোদ রাষ্ট্রসংঘের মঞ্চে সেরার শিরোপা ছিনিয়ে নেয় মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প। তাঁর তাবড় বিরোধীদের মুখে কুলুপ এঁটে দেয় কন্যাশ্রীর এই আন্তর্জাতিক স্বীকৃতি। রাষ্ট্রসংঘের অনুষ্ঠানে কন্যাশ্রীর সাফল্যের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। যেভাবে গরিবদের সাহায্যে সরকার এগিয়ে এসেছে তা জানান গোটা বিশ্বকে। রাজ্যের মেয়েদের স্বনির্ভর করে তুলতে, নিজের পায়ে দাঁড়াতে যেভাবে কন্যাশ্রীর সাহায্য এগিয়ে দেওয়া হয়েছে, তা মুগ্ধ করে রাষ্ট্রসংঘের তাবড় কর্তাব্যক্তিদেরও। প্রায় ৬৩টি দেশের মধ্যে জনসেবার নিরিখে সেরা প্রকল্পের সম্মান পায় মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প।

 

 

State Govt opens helpline for admission to UG & PG courses

As promised by Chief Minister Mamata Banerjee while speaking on stage during the felicitation of secondary and higher secondary toppers of various boards on June 13, a helpline has been started by the Bengal Government for providing assistance during admission to under-graduate and post-graduate courses at institutions in Bengal.

The toll-free number is 18001028014.

One can call between 10 am and 6 pm on all days except Sundays.

The helpline opened on June 15 and would remain open as long as the admission processes to various higher education institutions are going on.

The service is being provided by the State Higher Education, Science and Technology and Biotechnology Department.

 

স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য হেল্পলাইন চালু করল রাজ্য সরকার

কথা দিলেন, কথা রাখলেন মুখ্যমন্ত্রী। গত ১৩ তারিখ উত্তীর্ণ মুক্ত মঞ্চে দশম ও দ্বাদশ শ্রেনীর কৃতি পড়ুয়াদের সম্মান প্রদান করার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন রাজ্য সরকার সর্বত ভাবে সাহায্য করবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে বিভিন্ন কোর্সে ভর্তিতে।

সেইমত তিনি আজই উদ্বোধন করলেন ১টি হেল্পলাইন টোলফ্রি নম্বরের।

টোল ফ্রি নম্বরটি হল ১৮০০১০২৮০১৪, রবিবার বাদে যেকোনো দিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা অবধি সাহায্য পাওয়া যাবে এই হেল্পলাইনে।

এই হেল্পলাইন চলবে ভর্তি পর্ব শেষ না হওয়া পর্যন্ত। এই পরিষেবা প্রদান করছে রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর, বিজ্ঞ্যান, প্রযুক্তি ও বায়োটেকনোলজি বিভাগ।

 

 

 

 

India’s largest e-blood bank coming up in New Town

India’s largest e-blood bank is coming up in New Town, on the outskirts of Kolkata. This would be another state-of-the-art infrastructural addition to New Town, one of the designated smart cities by the Bengal Government.

The idea behind an e-blood bank is that any person would be able to get detailed information on the availability and types of blood through the internet. This would be a big boon for the people of not only New Town, but across the State.

The project, coming up on 3 acres, is going to be executed by the State Health Department. The blood bank would be located beside Tata Medical Centre.

 

নিউ টাউনে তৈরী হবে দেশের বৃহত্তম ই-ব্লাড ব্যাঙ্ক

দেশের বৃহত্তম ই-ব্লাড ব্যাঙ্ক তৈরী হবে কলকাতার নিউ টাউনে। প্রায় ৩ একর জমিতে তৈরী হবে এই ব্লাড ব্যাঙ্ক। টাটা মেডিকেল সেন্টারের পাশে হবে এই ব্লাড ব্যাঙ্ক।

এই ব্লাড ব্যাঙ্ক গড়ে তোলা হলে যে কোন মানুষ ইন্টারনেটের মাধ্যমেই ঘরে বসে দেখে নিতে পারবেন ওই ব্লাড ব্যাঙ্কে তার প্রয়োজনীয় রক্ত পাওয়া যাবে কিনা।

আগামী দিনে এই ব্লাড ব্যাঙ্কের চাহিদা নিউ টাউন তথা সারা রাজ্যের মানুষের কাছে অনেকটা বেড়ে যাবে।

 

 

 

Trinamool Congress’ Lok Sabha MPs complete three years in the 16th Lok Sabha

June 5 was the third anniversary of the All India Trinamool Congress’ Members of Parliament (MP) taking oath for the 16th Lok Sabha. It has been three eventful years (since June 5, 2014) for the party in Parliament. Speeches by the party’s MPs have had a major impact on national politics. The strategies adopted, and debates participated in, in Parliament, by the MPs have left a lasting impression on parliamentary politics in this largest democracy in the world.

Now Trinamool Congress is the fourth largest party in both the Lok Sabha and the Rajya Sabha.

Here are a few of the important speeches that Trinamool Congress MPs have given over the last three years:

LOK SABHA

 

August 14, 2014: Sugata Bose on the need for a mechanism to tackle the rising incidents of communal violence in the country

May 5, 2015: Kalyan Banerjee on the GST Bill

May 12, 2015: Sudip Bandyopadhyay on The Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation & Resettlement (Amendment) Bill, 2015 (Land Bill)

February 24, 2016: Sugata Bose on the prevalent situation in universities in the country

March 8, 2016: Satabdi Roy on International Women’s Day

February 7, 2017: Saugata Roy speaks on The Specified Bank Notes (Cessation of Liabilities) Bill, 2017

March 9, 2017: Kakoli Ghosh Dastidar on The Maternity Benefit (Amendment) Bill, 2016

April 11, 2017: Ratna De Nag on The HIV and AIDS (Prevention and Control) Bill, 2017

RAJYA SABHA

 

November 25, 2014: Debabrata Bandyopadhyay on The Labour Laws (Amendment) Bill, 2014

August 13, 2014: Derek O’Brien on the working of the Ministry of Women and Child Development

May 6, 2015: Sukhendu Sekhar Roy on The Constitution (One Hundred and Nineteenth Amendment) Bill, 2013 (Land Boundary Agreement)

November 24, 2016: Derek O’Brien on demonetisation

April 5, 2017: Derek O’Brien on the GST Bill

 

UN invites Bengal CM to Public Service Day celebrations in the Netherlands 

On the invitation of the United Nations, Chief Minister Mamata Banerjee is going to the Netherlands. She is the first Chief Minister from India to be invited to a United Nations summit, and therefore, this is indeed something to be proud of for Bengal.

The occasion for which Mamata Banerjee is going to The Hague is the United Nations’ Public Service Day celebrations on June 22 and 23. This international day celebrates public servants’ contribution to sustainable development.

The theme of the 2017 UN Public Service Forum is ‘The Future is Now: Accelerating Public Service Innovation for Agenda 2030’. Five hundred dignitaries from around the world are going to grace the occasion.

The Mamata Banerjee Government’s Kanyashree Scheme has garnered international acclaim, and has been awarded by the United Nations. Other public service schemes like Sabuj Sathi and Yuvashree have also received a lot of praise for their effectiveness in addressing pressing social concerns.

This invitation is yet another recognition of the fact that the twin agendas of development and governance of Mamata Banerjee’s Trinamool Congress Government have ushered in a reign of hope and happiness.

 

রাষ্ট্রপুঞ্জের আমন্ত্রণে নেদারল্যান্ডস যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিশ্ব দরবারে সম্মানিত মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপুঞ্জের আমন্ত্রণে নেদারল্যান্ডসের হেগে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যা কার্যত নজিরবিহীন।

সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের এই সম্মান বাংলার কাছে অন্যতম। দেশের অন্য কোনও মুখ্যমন্ত্রী যা আগে পাননি। ফলত আন্তর্জাতিক মঞ্চের এই আমন্ত্রণ একদিকে যেমন বাংলার কাছে সম্মানের আর একদিকে বাঙালির গর্বের বিষয়ও বটে। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী এযাবৎ যা করতে পারেননি তা গত ছয় বছরে বাংলায় করে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ক্ষমতায় আসার পরই একাধিক জনসেবামূলক প্রকল্প গ্রহণ করে সেগুলিকে কার্যকর করেছেন মুখ্যমন্ত্রী। যার তালিকায় রয়েছে কন্যাশ্রী, সবুজ সাথী, যুবশ্রীর মতো প্রকল্পগুলি। কয়েক বছরের মধ্যেই যা সাফল্যের শিখরে পৌঁছয়। ইতিমধ্যেই কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক মঞ্চে যথার্থ মানব উন্নয়নের নিরিখে বিশেষ স্বীকৃতি পেয়েছে। জনগণের স্বার্থে তাঁর উদ্যোগে গৃহীত একগুচ্ছ অভিনব প্রকল্পর সুবিধা পেয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষ, যা আজ সারা পৃথিবীর কাছে দৃষ্টান্তস্বরূপ।

আগামী ২২ ও ২৩ জুন ওয়ার্ল্ড অডিটোরিয়ামে রাষ্ট্রসঙ্ঘে ‘পাবলিক সার্ভিস ডে, ২০১৭’ অনুষ্ঠানটি হবে। অনুষ্ঠানটির ফোকাল থিম ‘দ্য ফিউচার ইজ নাও’। আর্থ-সামাজিক ক্ষেত্রে স্বীকৃতির জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে রাষ্ট্রপুঞ্জ।

গোটা পৃথিবী থেকে মোট ৫০০ গুরুত্বপূর্ণ ব্যাক্তি এই অনুষ্ঠানে যোগ দেবেন। আলোচনার বিষয়বস্তু হল নাগরিকদের কীভাবে সরকার সুবিধা প্রদান করে। বৃহৎ রাষ্ট্রগুলির নানাবিধ সমস্যা মেটানোর জায়গা হচ্ছে হেগ। এ ছাড়াও ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায়, বিভিন্ন সময় বহু ঐতিহাসিক আন্তর্জাতিক চুক্তি সাক্ষরিত হয়েছে এখানে। এবার সেই মঞ্চেই বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর সেই দিকেই তাকিয়ে আজ তামাম ভারতের মানুষ।

 

 

State Govt to initiate rainwater harvesting in Darjeeling

A comprehensive plan worth Rs 24 crore has been chalked out by the Bengal Government to give a huge relief to water-stressed people in Darjeeling. The State Government is all set to implement a rainwater harvesting project for slum dwellers in the hill town.

As part of the project, for nine months a year, slums in Darjeeling that are not connected to normal water supply will get access to water for drinking and washing.

The organisation, Global Climate Facility Funding is providing financial assistance for the project. This is for the first time that a rainwater harvesting project on such a scale is being implemented in the State. The Municipal Engineering Directorate is executing the project.

It may be mentioned that both the State Urban Development and Environment Departments have urged the urban local bodies to recycle waste water and practice rainwater harvesting to conserve this precious resource.

As an example, New Town Kolkata Development Authority (NKDA) is recycling waste water at roadside plants in the township.

 

 

দার্জিলিঙে রেনওয়াটার হারভেস্টিং প্রকল্পের ভাবনা রাজ্য সরকারের

দার্জিলিঙে জল সমস্যা সমাধানে উদ্যোগী হল রাজ্য সরকার। পরিকল্পনা নেওয়া হয়েছে ২৪কোটি টাকা ব্যায়ে একটি রেনওয়াটার হারভেস্টিং প্রকল্পের যা দার্জিলিঙের জল সমস্যার সমাধান করবে। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিস আয়োজিত সাস্টেনেবেল ওয়েস্ট ম্যানেজমেন্ট এর ওপর একটি আলোচনা সভায় একথা জানান পরিবেশ দপ্তরের মুখ্য সচিব অর্ণব রায়।

এই প্রকল্পের খরচ বহন করবে গ্লোবাল ক্লাইমেট ফেসিলিটি ফান্ডিং। ইতিমধ্যেই টেন্ডার গ্রহনের কাজ শুরু হয়ে গেছে।

রাজ্য নগর উন্নয়ন দপ্তর ও পরিবেশ দপ্তর পুরসভাকে আর্জি জানিয়েছে রেনওয়াটার হারভেস্টিং প্রকল্পের পাশাপাশি নোংরা জল রিসাইকেলের। প্রসঙ্গত, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথোরিটি ইতিমধ্যেই নোংরা জল পরিস্রুত করে পুনর্ব্যবহারের কাজ শুরু করে দিয়েছে।

 

 

Bengal Govt sets record in 100 Days’ Work

The Bengal Government has set a record in the 100 Days’ Work Scheme by creating 33 per cent more man-days during financial year 2016-17, the highest increase in the country. Almost 24 crore more man-days were created during the year.

Another record was the number of women employed in the scheme, set up under MGNREGA. In the last financial year, 46.46 per cent of the workforce in Bengal comprised of women.

Enthused by this record-breaking performance, the Panchayats and Rural Development Department has set a target of 23 lakh man-days for financial year 2017-18.

Most of the workers were engaged in irrigation-related work. More people are planned to be engaged in this type of work in the next financial year.

Over the last few years, the Mamata Banerjee-led Trinamool Congress Government has consistently performed well in the 100 Days’ Work Scheme and this is just the latest feather in the cap.

 

শ্রমদিবস বাড়িয়ে ১০০ দিনের কাজে ‘রেকর্ড’ গড়ল বাংলা

২০১৬-১৭ অর্থবর্ষে ৩৩ শতাংশ বেশি শ্রমদিবস তৈরী করে সারা দেশে ১০০ দিনের কাজে রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ সরকার। উল্লেখযোগ্যভাবে এই অর্থবর্ষে প্রায় ২৪ কোটি শ্রমদিবস তৈরী হয়েছে৷

নারীশক্তিরও ক্ষমতায়ন হয়েছে৷ তথ্য অনুযায়ী, গ্রামের কাজে পুরনো রেকর্ড ভেঙে এবারই বিগত বছরগুলির তুলনায় সর্বাধিক মহিলা MGNREGA প্রকল্পে কাজ পেয়েছেন৷ রাজ্যে পঞ্চায়েত ভোটের আগের বছরে নারী ক্ষমতায়নের নতুন নজির এটি৷ এবার নিযুক্ত মোট কর্মীর মধ্যে ৪৬.৪৬ শতাংশই মহিলা।

রাজ্যের সাফল্যের কারণে চলতি অর্থবর্ষে লক্ষ্যমাত্রাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে ২৩ কোটি শ্রমদিবস তৈরি করার ‘টার্গেট’ রয়েছে।

মূলত সেচের কাজে এই কর্মীদের যুক্ত করা হয়েছে৷ এবার আরও মানুষকে এই কাজে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য।

গত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল কংগ্রেস ১০০ দিনের প্রকল্পের কাজের ক্ষেত্রে ভালো পারফর্ম করছে এবং এরসঙ্গে এক নতুন পালক যোগ হল তার মুকুটে।