Panchayats dept to focus on development of rural roads

The Panchayats and Rural Development department has given special emphasis on the construction of rural roads in 2018-19. It may be mentioned that after Chief Minister Mamata Banerjee came to power in 2011, her government laid the main stress on the construction of rural roads.

A scheme has been undertaken for the construction of 35,000 km of rural roads. An instruction given to all the district magistrates by the department clearly states that the thrust area will be boulder-made roads, concrete roads, or roads built with gravels and paver blocks etc.

In case of the rural roads that are situated in different localities, canals need to be dug up to carry water. This step has been taken as rain water often damages the roads. Also, to construct metalled roads, stress will be on those with bigger lengths. It may be mentioned that due to construction of rural roads, the economy of the villages has gone up. The road connectivity has improved and the villages have become well connected now.

Because of better road connectivity, tourism has come up as a major source of earning money. Home stays are now playing a major role in the development of tourism in several districts, both in South and North Bengal, following the initiative taken up by the Chief Minister.

In several districts, new tourist lodges have come up and because of better rural road connectivity, most of the tourist lodges remain full on weekends and on special holidays. Apart from the construction of new roads, the Panchayats and Rural Development department has also given importance to the maintenance of roads. A road maintenance policy has been chalked out. The use of jute has been introduced in the construction of rural roads.

 

গ্রামীণ সড়ক নির্মাণে জোর দিচ্ছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ

২০১৮-১৯ অর্থবর্ষে গ্রামীণ সড়ক নির্মাণে বিশেষ গুরুত্ব দিয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ। উল্লেখ্য, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ সড়ক নির্মাণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। ইতিমধ্যেই ২৭,০০০ কিলোমিটার রাস্তা তৈরী হয়েছে রাজ্যে।

ইতিমধ্যেই ৩৫,০০০ কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। অনুন্নত এলাকায় বোল্ডারে তৈরী রাস্তা, কংক্রিট রাস্তা ও পভার ব্লক কিংবা পাথরকুচি দিয়ে তৈরী রাস্তা নির্মাণের ওপর জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে সব জেলাশাসকদের।

যে সব এলাকায় বৃষ্টির সময় রাস্তার অবস্থা খারাপ হয় সেই এলাকাগুলির রাস্তার সংস্কার, খাল সংস্কার সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।

গ্রামীণ সড়ক নির্মাণের ফলে গ্রামীণ অর্থনীতি, পর্যটন সহ যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হবে। বিভিন্ন জেলায় অনেক ট্যুরিস্ট লজ তৈরি হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে সেখানে পর্যটকদের সংখ্যাও বাড়বে।

নতুন সড়ক নির্মাণ ছাড়াও, রাস্তাগুলির রক্ষণাবেক্ষণেও গুরুত্ব দেওয়া হয়েছে। রাস্তা রক্ষণাবেক্ষণ নীতি তৈরি করা হয়েছে। গ্রামীণ সড়ক নির্মাণে পাটের ব্যবহার চালু করা হয়েছে।

 

Bengal Govt hikes budget for Panchayats Dept

The State Panchayats and Rural Development Department has been steadily increasing its budget. For 2018-19, the amount allotted is Rs 19,174 crore, up from Rs 16,974 crore for 2017-18, which was, in turn, a hike from the Rs 14,275 crore allotted for 2016-17.

This was stated by the concerned minister during the presentation of the department’s budget in the Assembly. He said that the increase in budget will enable the Department to carry out more developmental work in the rural parts of the state.

The minister maintained that several steps have been taken during the past seven years to ensure overall growth of the rural areas of the state. He said that till January of the 2017-18 financial year, a total of 3.67 lakh houses were being built under different schemes. It has been proposed to construct 3.75 lakh more houses during the 2018-19 fiscal.

 

বিভিন্ন প্রকল্পে বরাদ্দ কমিয়েছে কেন্দ্র: পঞ্চায়েত মন্ত্রী

২০১৮-১৯ সালের বাজেটে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বরাদ্দ বাড়িয়ে ১৯১৭৪ কোটি টাকা করা হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে তাদের অনুদানের হার লক্ষ্যনীয় হারে কমিয়ে দিয়েছে। এইসব প্রকল্প রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর প্রণয়ন করে।

প্রসঙ্গত, ২০১৬-১৭ সালে এই দপ্তরের বাজেট ছিল ১৪২৭৫ কোটি টাকা, যা ২০১৭-১৮ সালে বেড়ে হয় ১৬৯৭৪ কোটি টাকা।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী বলেন, এই বাজেট বৃদ্ধি করার ফলে গ্রামাঞ্চলে আরও অনেক উন্নয়নমূলক কাজ করা সম্ভব হবে।

বিভিন্ন উন্নয়নমূলক খাতে অনুদান কমিয়ে দেওয়ার জন্য কেন্দ্রের নিন্দা করেন মন্ত্রী। তিনি বলেন, ১ কিঃমিঃ রাস্তা নির্মাণে আনুমানিক খরচ হয় ৬০ লক্ষ টাকা। আগে কেন্দ্রীয় সরকার পুরো খরচ বহন করত, এখন রাজ্যের থেকে ৫০ শতাংশ আদায় করে।

তিনি পূর্বতন বাম সরকারকেও কটাক্ষ করেন। তিনি বলেন, বাম আমলে পঞ্চায়েত দপ্তরগুলো পার্টি অফিসে পরিণত হয়েছিল। গত ছয় বছরে গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য প্রচুর পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ২০১৭-১৮ বর্ষের জানুয়ারি পর্যন্ত মোট ৩.৬৭ লক্ষ বাড়ি তৈরী করা হয়েছে বিভিন্ন প্রকল্পের অধীনে। ২০১৮-১৯ সালে আরও ৩.৭৫ লক্ষ বাড়ি তৈরীর প্রস্তাব আছে।

Source: Millennium Post