Bengal’s Panchayati Raj system wins World Bank award, becomes role model for country

Bengal’s panchayat system has become the role model for the rest of the country. This was stated by the Panchayat and Rural Development Minister Subrata Mukherjee recently, after the State’s Institutional Strengthening of Gram Panchayats (ISGP) programme was given the highest rating by the World Bank for bringing about overall modernisation of the panchayat system of Bengal.

The other contenders were all countries and regions in the world where the World Bank-funded ISGP programme is being run. An Independent Evaluation Group (IEG), which works as an autonomous organisation within the World Bank, had come and evaluated the programme in Bengal.

This award will act as a major boost for the Trinamool Congress ahead of the statewide panchayat elections scheduled for the early part of next year.

Under the leadership of Chief Minister Mamata Banerjee, the seeds of all-round development have been sown in rural Bengal, be it the Kanyashree Scheme or the Sabuj Sathi Scheme or the Mission Nirmal Bangla or this ISGP programme for gram panchayats. Schemes like Kanyashree and Nirmal Bangla have won international praise, including from the United Nations and UNICEF.

The ISGP programme is now being run in all the gram panchayats in all the districts of Bengal. The second phase of the programme is currently on, and is scheduled to end in December 2022.

Among the work accomplished as part of the ISGP programme are creation of government assets in rural areas, training of government officials and workers, setting proper accounting standards, providing computer training, and setting up of GIS-based (through mobile phones) integrated planning and monitoring system for the Panchayati Raj institutions.

As a part of the ‘untied funds’ scheme associated with the ISGP programme, gram panchayats are fulfilling projects like selling drinking water in barrels and bottles in rural areas, making and selling plates and bowls made of sal leaves, among others, which act as additional sources of income for the panchayats.

আবারও বিশ্বসেরা বাংলা – এবার পঞ্চায়েত ব্যাবস্থায়

কন্যাশ্রীর পর পঞ্চায়েত ব্যাবস্থার আধুনিকীকরণের কাজেও আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করল বাংলা। পঞ্চায়েত ব্যাবস্থাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ২০১০-এর সেপ্টেম্বরে বিশ্বব্যাঙ্কের টাকায় রাজ্যের মোট ন’টি জেলায় এবং ১০০০টি গ্রাম পঞ্চায়েতে আইএসজিপি প্রকল্প চালু হয়। তার মাধ্যমে পঞ্চায়েতের পরিকাঠামো উন্নয়ন, কর্মী-অফিসার ও জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হয়। সেই কাজে বাংলাকে সর্বোচ্চ রেটিং দিয়েছে বিশ্বব্যাঙ্ক। বিশ্বের যে সব দেশে এই প্রকল্প চালু রয়েছে তার মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছে বাংলার নাম।

সরকারি সূত্রের খবর, আইএসজিপি প্রকল্পের হাল-হকিকত খতিয়ে দেখে সম্প্রতি বিশ্বব্যাঙ্কের পরিচালন পর্ষদের কাছে একটি মূল্যায়ন রিপোর্ট জমা দেয় আইইজি। যারা বিশ্বব্যাঙ্কের অধীনে স্বাধীন সংস্থা হিসেবে কাজ করে। তাদের রেটিংয়ে পশ্চিমবঙ্গ ‘অতি সন্তোষজনক’ তকমা পেয়েছে। এর আগে বিশ্বব্যাঙ্কের নিযুক্ত অডিট অফিসারের রিপোর্টেও রাজ্যের আইএসজিপি প্রকল্প নিয়ে প্রশংসামূলক মন্তব্য করা হয়েছিল।

রাজ্যে আইএসজিপি প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক বলেন, আইএসজিপি প্রকল্প রুপায়ণে রাজ্যের সাফল্যকে বিশ্বব্যাঙ্ক স্বীকৃতি দেওয়ায় আগামী দিনে আন্তর্জাতিক ঋণ পেতে সুবিধা হবে। প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার আগেই বিশ্বব্যাঙ্ক দ্বিতীয় পর্যায়ের কাজের অনুমোদন দিয়েছে। আইএসজিপি প্রকল্পে প্রথম পর্যায়ে বিশ্বব্যাঙ্ক প্রায় ১২০০কোটি টাকা অনুদান দিয়েছিল। দ্বিতীয় পর্যায়ের প্রায় ২০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। চলতি বছরের ১৯ মার্চ থেকে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হওয়ার কথা। বর্তমানে রাজ্যের সমস্ত জেলায় এবং পঞ্চায়েতে আইএসজিপি প্রকল্পের কাজ শুরু হয়েছে। গ্রামসভার বৈঠকে মানুষের অংশগ্রহণ বাড়াতে টিভি-রেডিয়োতেও প্রচার চালানো হচ্ছে।

এ ছাড়াও এই প্রকল্পের অধীনে আনটায়েড ফান্ড-এ বিশ্বব্যাঙ্কের টাকায় পঞ্চায়েতগুলি নিজের মতো করে নানা প্রকল্প হাতে নিচ্ছে। যেমন, অনেক গ্রাম পঞ্চায়েত জল তৈরি করে ব্যারেল এবং বোতলে ভরে বিক্রি করছে। কেউ শালপাতার থালা বানিয়ে বিক্রি করছে। পঞ্চায়েত নিজস্ব রোজগার বাড়াচ্ছে। পরিষেবা প্রদানেও আরও আধুনিক হচ্ছে পঞ্চায়েতগুলি।

পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘আইএসজিপি প্রকল্প রুপায়ণে দেশেই নয়, বিশ্বের কাছে এখন ‘রোল মডেল’ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। সেই কারণেই বিশ্বব্যাঙ্ক রাজ্যকে সেরা রেটিং দিয়েছে। এটা আমাদের অত্যন্ত গর্বের। কন্যাশ্রী-র মতো আধুনিক পঞ্চায়েত তৈরিতেও বিশ্বকে পথ দেখাচ্ছে বাংলা।’
Source: Ei Samay

36,000 Self-Help Groups to be set up soon in Bengal

The Bengal Panchayat and Rural Development is going to set up 36,000 Self-Help Groups (SHGs) under the Anandadhara Scheme during financial year 2017-18.

Creating so many SHGs in just one year is something unprecedented among the State Governments. Self-Help Groups are a major source of revenue for the rural economy. They have also played a big role in making women self-sufficient.

Presently, there are 2,000 SHGs created under the aegis of the Anandadhara Scheme. As part of the scheme, each SHG is given a bank loan of Rs 1 lakh to Rs 15 lakh. The State Government is in talks with various public sector banks as well as private banks to provide loans. For repaying the loans on time, the SHGs are given bonus payments.

Development and governance have been the mantras of the Bengal Government ever since Trinamool Congress led by Chief Minister Mamata Banerjee came to power. The State has set up numerous schemes for the welfare of the State’s citizenry, covering their entire lifespan.

 

চলতি অর্থবর্ষে ৩৬ হাজার স্বনির্ভর গোষ্ঠী গঠন করবে রাজ্য সরকার

২০১৭-১৮ অর্থবর্ষের মধ্যেই রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ‘আনন্দধারা’ প্রকল্পে ৩৬ হাজার স্বনির্ভর গোষ্ঠী গঠন করে গ্রামীণ অর্থনীতিতে জোয়ার আনতে উদ্যোগী হয়েছে।

স্বনির্ভর গোষ্ঠী গঠনের মধ্যে দিয়ে রাজ্যের দুস্থ পরিবারগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার প্রয়াস এর আগে কোনও রাজ্য সরকার নেয়নি। স্বনির্ভর গোষ্ঠী দপ্তর পৃথক ভাবে নতুন নতুন উদ্যোগে রাজ্যের মহিলাদের নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করেছে।

প্রসঙ্গত, বর্তমানে আনন্দধারা প্রকল্পের অধীনে দুই হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী আছে। এই প্রকল্পের অধীনে থেকে প্রত্যেক স্বনির্ভর গোষ্ঠীকে ১ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ঋণ দেওয়া হয়।

পঞ্চায়েত দপ্তর সুত্রের খবর, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পাশাপাশি বেশ কিছু বেসরকারি ব্যাঙ্কের সঙ্গেও কথা বলা হয়েছে। ঠিক সময় ব্যাঙ্ক ঋণ পরিশোধ করলে, গোষ্ঠীগুলিকে বোনাস দেওয়ার পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীগুলির গুডউইল আরও বহুগুন বেড়ে যায়।

ইতিমধ্যেই আনন্দধারা প্রকল্পের মধ্যে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীগুলি সময় মতো ঋণ পরিশোধ করেছে তাঁদের বাড়তি বোনাস দেওয়া হয়েছে।

উন্নয়নকেই পাথেয় করেছে রাজ্য সরকার। শিশুজন্মের পরে চারা গাছ উপহার দেওয়া থেকে শুরু করে জীবনের অন্তিম লগ্নে সৎকার করার জন্য ‘সমব্যাথী প্রকল্প’-র মধ্য দিয়ে রাজ্যবাসীর জীবনচক্র জুড়ে কন্যাশ্রী, যুবশ্রী-র মতো একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্ভাবন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-পরিচালিত সরকার।

World Bank provides Rs 2,000 Cr to develop rural Bengal

The World Bank has given a soft loan of Rs 2,000 crore under the Institutional Strengthening of Gram Panchayat Programme to Bengal to help in the development of rural Bengal. All the 3,342 gram panchayats in Bengal had been brought under the programme. The loan has been given for five years starting from April 1, 2017 to December 2022. The state government will not have to pay any interest on the loan amount but just a service charge will be levied.

Under the programme, all panchayat members and officials will be given intense training which includes transparent management of funds, making proper planning and the like. The projects taken up by the panchayats will be assessed by a third party and the best maintained panchayats will be given performance grants. With this money, the panchayats will be able to set up infrastructure like building of toilets, taking up beautification programmes etc.

There are strict parameters that have been set by the funding agency to get the awards that include transparency  in maintaining the accounts and timely completion of projects. The World Bank and the Panchayat and Rural Development department have given special emphasis on timely completion of projects as a part of cost control measures.

The Panchayat and Rural Development department has constructed nearly 14,000-km roads since the Trinamool Congress government came to power in 2011. Projects like the Nirmal Bangla Mission has been taken up to ensure toilets in every rural household by March 2019.

 

গ্রামীণ বাংলার উন্নয়নের জন্য ২০০০ কোটি টাকা দিল বিশ্ব ব্যাঙ্ক

গ্রামীণ বাংলার উন্নয়নের লক্ষ্যে বাংলাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিশ্ব ব্যাঙ্ক। এই খাতে রাজ্যকে ২০০০ কোটি টাকা দিল তারা। রাজ্যের ৩৩৪২টি গ্রাম পঞ্চায়েতকেই এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই লোন দেওয়া হয়েছে ৫ বছরের জন্য। ১লা এপ্রিল ২০১৭ থেকে ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত উন্নয়নের জন্য এই লোন দেওয়া হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে সকল পঞ্চায়েত সদস্য ও আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হবে তহবিলের স্বচ্ছ হিসেব রাখা, যথাযথ পরিকল্পনা করা এবং উন্নয়ন সংক্রান্ত অন্যান্য বিষয়ে। পঞ্চায়েতগুলি যে সকল প্রকল্পে কাজ করবে তা নিরীক্ষণ করবে এক তৃতীয় সংস্থা। যে পঞ্চায়েত সব থেকে ভাল কাজ করবে, তাদের আরও অনুদান দেওয়া হবে। তহবিলের হিসাবের সচ্ছতা রাখলে ও সময়মত কাজ শেষ করলে পঞ্চায়েতগুলো আরও বেশি অনুদান পেতে পারে।

উল্লেখ্য, ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করার পর এখন পর্যন্ত মোট ১৪,০০০ কিঃ মিঃ গ্রামীণ রাস্তা নির্মাণ করেছে। ২০১৩ সালে রাজ্য সরকার চালু করেছে নির্মল বাংলা প্রকল্প।

South 24 Parganas to be declared ODF District in March

Come March, South 24 Parganas will be the country’s first district to have the highest number of rural toilets.

The district will be declared Open Defecation Free district (ODF) in March with 6.86 lakh rural toilets, the District Magistrate said on Thursday. Along with South 24 Parganas, Burdwan and Cooch Behar will be declared as ODF districts by March 31.

It may be mentioned that Nadia was the first district in the country which was declared ODF on April 30, 2015.  After that, Hooghly, East Midnapore and North 24 Parganas have also been declared ODF. April 30 has been declared as Nirmal Bangla Divas when programmes will be held all over the state.

It has also been decided by the Panchayat and Rural Development department to make South and North Dinajpur, Birbhum, Jalpaiguri and Darjeeling ODF districts in 2017-18. The state government has decided to construct toilets in every rural home by October 2, 2019.

Subrata Mukherjee, minister for Panchayat and Rural Development department said that campaign was carried out on the maintenance of the toilets.

 

মার্চ মাসে নির্মল জেলা ঘোষিত হবে দক্ষিণ ২৪ পরগনা

আগামী মার্চ মাসে দক্ষিণ ২৪ পরগণা জেলাকে নির্মল জেলা হিসেবে ঘোষণা করা হবে। জেলা শাসক বৃহস্পতিবার বলেন, দক্ষিণ ২৪ পরগণায় মোট ৬.৮৬ লক্ষ শৌচাগার তৈরী হয়েছে। দেশে সর্বাধিক সংখ্যার শৌচাগার নির্মিত হয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলাতে।

দক্ষিণ ২৪ পরগণার পাশাপাশি মার্চ মাসে কুচবিহার ও বর্ধমান জেলাও নির্মল জেলা হিসেবে ঘোষিত হতে চলেছে।

উল্লেখযোগ্য, নদীয়া জেলা দেশের প্রথম নির্মল জেলা হিসেবে স্বীকৃতি পায় ২০১৫ সালের ৩০শে এপ্রিল। তার পর হুগলী, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা জেলাও নির্মল জেলা হিসেবে ঘোষিত হয়। ৩০শে এপ্রিল দিনটি নির্মল বাংলা দিবস হিসেবে সারা রাজ্য জুড়ে পালন করা হয়।

পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে ২০১৭-১৮ বর্ষের মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাকেও নির্মল জেলা ঘোষণা করা হবে। রাজ্য সরকার ২০১৯ সালের ২রা অক্টোবরের মধ্যে রাজ্যের প্রত্যেকটি গ্রামকে নির্মল গ্রাম করার লক্ষ্যে এগোচ্ছে।

 

Be alert against those spreading communal tension through rumour mongering: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today cautioned people against people who indulge in rumour mongering to incite communal violence.

She was speaking at the inauguration of a two day-long conference of the Panchayat and Rural Development Department today at Netaji Indoor stadium.

Panchayats that had performed well were rewarded by the Chief Minister at the conference. She announced hikes in honoriums for the three tier panchayat workers. She said that they will be included in the Swasthya Sathi scheme.

In her speech, the Chief Minister said that trust, efficiency, innovation and transparency are the keys to effective governance. She asked the audience to keep working for the people and take the State to new heights of progress.

She praised Coochbehar and Hooghly for performing well in 100 Days’ Work, Nadia in cleanliness mission, Murshidabad in Anandadhara scheme. She also praised the Hooghly district for returning land to Singur farmers in record time in cultivable condition.

The Chief Minister highlighted the plight of the handicraft workers due to demonetisation. She also said that had the government not inherited a huge debt legacy much more work could have been done.

 

গুজবে কান দেবেন না, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

কিছু মানুষ গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াতে চাইছেন, গুজবে কান  দেবেন না, দু’দিন ব্যাপী পঞ্চায়েত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এইভাবেই সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
আজকের এই সম্মেলনে যে সকল পঞ্চায়েত ভাল কাজ করেছে, তাদের পুরস্কৃত করা হয়। গ্রাম সভা, পঁচায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্যদের  ভাতাবৃদ্ধির কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি তাদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার কথা বলেন তিনি।
তিনি বলেন, বিশ্বাস, কর্মদক্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং স্বচ্ছতা এগুলোই সরকারের সুশাসনের চাবিকাঠি। তিনি উপস্থিত সকলকে আবেদন করেন মানুষের জন্য কাজ করতে ও বাংলাকে প্রগতির শিখরে নিয়ে যেতে।
মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজ প্রকল্পে কুচবিহার ও হুগলী জেলার প্রশংসা করেন। নদিয়া জেলা প্রশংসিত হয় নির্মল জেলা ঘোষিত হওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলার প্রশংসা করেন আনন্দধারা প্রকল্পের কাজ ভাল ভাবে করার জন্য।
হুগলী জেলা পরিষদ যেভাবে অল্পসময়ের মধ্যেই সিঙ্গুরের চাষিদের জমি চাষযোগ্য করে ফিরিয়ে দেয় তারও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
নোটবাতিলের ফলে হস্তশিল্পীদের কষ্টের কথাও তিনি উল্লেখ করেন বক্তব্যে। তিনি আরও বলেন, বিগত সরকারের ঋণের বোঝা বইতে না হলে তাঁর সরকার বাংলার উন্নয়নের জন্য আরও অনেক কাজ করতে পারত।

‘Muktidhara’ to make rural unemployed youth self-reliant

The state government is all set to introduce Muktidhara, a project to make rural unemployed youth self-reliant. The pilot project has earned remarkable success.

Subrata Mukherjee, minister for Panchayat and Rural Development said the project would bring perceptible change in rural Bengal.

Under the scheme every gram panchayat will have five groups each having 10 members. They will get bank loan at the rate of 2% while the state government will provide another 9 per cent. The scheme will provide support to the Self Help Groups by creating infrastructure.

The department will support those intending to do pisciculture, pig farming and poultry by providing training and raw material. The emphasis is on employment generation in the rural areas by providing more financial assistance to the youth.

 

গ্রামীণ বেকার যুবকদের স্বনির্ভর করতে ‘মুক্তিধারা’ প্রকল্প

গ্রামীণ বেকার যুবকদের স্বনির্ভর করতে রাজ্য সরকার একটি নতুন প্রকল্প ‘মুক্তিধারা’ চালু করেছে। এই পাইলট প্রকল্পটি অনেক সাফল্য পেয়েছে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখার্জি জানান, এই প্রকল্প গ্রাম বাংলায় অভাবনীয় পরিবর্তন আনবে।

এই প্রকল্পের আওতায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে পাঁচটি করে গ্রুপ থাকবে এবং প্রত্যেকটিতে ১০ জন করে সদস্য থাকবে। তারা ২% সুদে ব্যাঙ্ক থেকে ঋণ পাবেন এবং বাকি ৯% সুদ রাজ্য সরকার দেবে। এই প্রকল্প স্বনির্ভর গোষ্ঠীকে পরিকাঠামো তৈরি করতে সহযোগিতা করবে।

যারা মাছ চাষ, শূকর চাষ, পোলট্রি ইত্যাদিতে ইচ্ছুক তাদেরকে প্রশিক্ষণ ও কাঁচামাল দিয়ে সাহায্য করবে দপ্তর। গ্রামাঞ্চলের তরুণদের কর্মসংস্থানের জন্য তাদের আর্থিক সহায়তা প্রদানের ওপর জোর দেওয়া হয়েছে।

Bill on rural building plan sanction to be tabled soon: Bengal Panchayat Minister

The West Bengal Government under Trinamool Congress is bringing a Bill to clear plans for building projects directly by the State Government if such projects are delayed by Panchayats, Panchayat Samitis or Zilla Parishads.

The State Rural Development Minister Subrata Mukherjee announced that if the local rural bodies create unnecessary delay on such projects, the Panchayat Department will directly take action. A Bill is being brought in the Assembly for legislation of the same, he said.

The current Law states that the Panchayat can clear plans for two storied houses, the Panchayat Samiti can clear plans for three storied houses and anything beyond that can be cleared through the Zilla Parishad.

It has been seen that for personal gains, malpractices have occurred resulting to delay of sanctioning plans. The new Law will enforce proper system in sanctioning such plans.

 

গ্রামাঞ্চলে বাড়ির নকশার অনুমোদনের জন্য শীঘ্রই বিধানসভায় বিল আনা হবে: পঞ্চায়েত মন্ত্রী

পঞ্চায়েত, সমিতি বা জেলাপরিষদ কোনও বাড়ির নকশা যদি আটকে রাখে তবে নির্দিষ্ট সময় পর সরাসরি রাজ্য সরকারই অনুমোদন করবে। বিষয়টি নিয়ে শীঘ্রই বিধানসভায় বিল আনছে তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তর।

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ঘোষণা করেন যে, “জেলাপরিষদ বা সমিতির কাছ থেকে যদি কেউ হয়রানি হয় তবে পঞ্চায়েত দপ্তর সরাসরি মানুষকে সুবিধা দেবে। এই পরিষেবা দেওয়ার জন্য শীঘ্রই বিধানসভায় বিল আনবে রাজ্য সরকার।”

গ্রামোন্নয়নের চলতি আইন অনুসারে বর্তমানে দোতলা বাড়ি পর্যন্ত পঞ্চায়েত, তিন্তলা হলে পঞ্চায়েত সমিতি থেকে এবং চারতলা বা তার উঁচু বাড়ি হলে জেলাপরিষদ থেকে নকশা অনুমোদন করতে হয়।

এছাড়া নকশা আটকে রাখার পিছনে নানা ধরনের নানা অর্থনৈতিক অভিযোগও শোনা যায়। দেখা গেছে, যে কেউ ইচ্ছা করে, উদ্দেশ্য প্রণোদিতভাবে নকশায় অনুমোদন দেন না। তাই এবার পঞ্চায়েত দপ্তর মানুষকে সুরাহা দিতে এই নতুন আইন করে পরিষেবা বৃদ্ধির পাশাপাশি বিকল্প ব্যবস্থাও নিচ্ছে।

Bengal aims to build additional 1,200 km of rural roads

Road connectivity in the rural areas is one of the biggest priorities of the state government. The Panchayat and Rural Development department submitting a Detailed Project report (DPR) for the construction of 1,200 km of rural roads to the Centre for clearance.

Bengal shows the way

Incidentally, West Bengal had bagged the award for best construction of rural roads under Pradhan Matri Gram Sadak Yojana (PMGSY) in the year 2013-14. The target was to build 2,010 km of rural roads and by March 2014 the department had constructed 2,714 km.

The Panchayat and Rural Development department had constructed 10,575 km road in the year 2011-16 March, against 10,690 km road constructed by the erstwhile Left Front government between the years 2001-11.

Economic hardship

The Centre has drastically reduced the fund under PMGSY. Earlier it used to bear cent per cent cost and the state government had to maintain the roads. Now, the Centre’s share has come down to 60 per cent and the state government has to dish out 40 per cent of the cost along with maintenance of the roads. But despite the economic hardship, the state government is going ahead and improving road connectivity.

Because of improvement in rural connectivity, rural economy has improved and earning of every household has gone up.

 

The image is representative

 

বাংলার লক্ষ্য আরও ১২০০ কিমি গ্রামীণ সড়ক নির্মাণ

গ্রামাঞ্চলে সড়ক সংযোগ রাজ্য সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার। ১২০০ কিমি গ্রামীণ সড়ক নির্মাণের অনুমোদনের জন্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ একটি বিস্তারিত প্রকল্পের রিপোর্ট (ডিপিআর) জমা করেছে।

বাংলাই পথপ্রদর্শক

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ২০১৩-১৪ সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার (PMGSY) অধীনে গ্রামীণ সড়ক নির্মাণের জন্য শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে। লক্ষ্য ছিল ২,০১০ কিমি গ্রামীণ সড়ক নির্মাণ এবং ২০১৪ সালের মার্চ মাসের মধ্যে এই দপ্তর ২,৭১৪ কিমি সড়ক নির্মাণ করেছে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ ২০১১-১৬ সালের মার্চ মাসের মধ্যে ১০,৫৭৫ কিলোমিটার সড়ক নির্মাণ করেছে। ২০০১-১১ সালের মধ্যে পূর্বতন বামফ্রন্ট সরকার ১০,৬৯০ কিলোমিটার সড়ক নির্মাণ করেছিল।

অর্থনৈতিক দুরবস্থা

কেন্দ্র প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার তহবিল অনেক কমিয়ে দিয়েছে। অতীতে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের পুরো খরচ বহন করত এবং রাজ্যের কাজ ছিল শুধু সড়ক রক্ষণাবেক্ষণ করা। কিন্তু এখন সড়ক রক্ষণাবেক্ষণ সহ ব্যয়ের শতকরা হার কেন্দ্রকে ৬০ শতাংশ এবং রাজ্যকে ৪০ শতাংশ হিসেবে বণ্টন করা হয়েছে। কিন্তু আর্থিক দুরবস্থা থাকা সত্ত্বেও রাজ্য সরকার সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে এগিয়ে চলেছে।

গ্রামীণ সড়ক সংযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য, গ্রামীণ অর্থনীতির উন্নতি হয়েছে এবং প্রত্যেক পরিবারের আয় বেড়েছে।

 

Panchayat and Rural Development dept launches mobile app for farmers

The State Panchayat and Rural Development Department on Wednesday introduced a mobile phone app to enable people to lodge complaints related to the functioning of the department. Steps to solve the problem will be taken up within the next 72 hours.

This is the first time in the country when a panchayat department has taken up such a step to expedite the task of the department following direction of the Chief Minister Mamata Banerjee.

Besides using the app, once can also send letters or make a call in the department’s toll free number to lodge a complaint. The state panchayat minister Subrata Mukherjee on Wednesday inaugurated the online based system – Protikar – by which the problems can be solved within a stipulated time.

He demonstrated the system during the inauguration programme and showed how it has been made easier for a common person to approach the department for any sort of support.

It would help a person to file a complaint even from the remotest part of the state and one would no more need to run to the city to get their work done. Thus, there will be no question of harassments.

 

কৃষকদের জন্য নতুন অ্যাপ পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের

রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগ বুধবার পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে কৃষকদের অভিযোগ জানানোর জন্য একটি নতুন মোবাইল ফোন অ্যাপ্লিকেশনের সূচনা করেন। এই অ্যাপটি হল – ‘প্রতিকার’ অ্যাপ। অভিযোগ জানানোর ৭২ ঘণ্টার মধ্যে জবাব পাবেন অভিযোগকারীরা।

এই প্রথমবার কোন পঞ্চায়েত বিভাগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এর নির্দেশনা অনুসারে এই ধরনের একটি পদক্ষেপ গ্রহণ করেছে।

এই অ্যাপটি ব্যবহার করার পাশাপাশি সাধারণ মানুষ চিঠি মারফত তাদের অভিযোগ জানাতে পারেন। এছাড়া পঞ্চায়েতের ওয়েবসাইট মারফত অথবা টোল ফ্রি নম্বরে ফোন করেও মানুষ তাদের অভিযোগ জানাতে পারেন। টোল ফ্রি নম্বরটি হল ১৮০০২০০০ – ৮৬৪। এই নম্বরে ফোন করে আমজনতা নির্দিষ্ট করে সব ধরনের অভিযোগ বাংলা বা ইংরেজি দুই ভাষাতেই জানাতে পারবেন। আগামী আগস্ট থেকে এই পরিষেবা পুরোদমে চালু হয়ে যাবে।

এমনকি রাজ্যের প্রত্যন্ত অংশ থেকে মানুষজন এর মাধ্যমে তাদের অভিযোগ দায়ের করতে পারবেন এবং সব কাজ করানোর জন্য কোন একজনের ওপর নিরভর করে থাকতে হবে না। এর ফলে হয়রানি কোন প্রশ্নই থাকবেনা।

 

Strengthening the Panchayat System – Bengal shows the way

Bengal is among the best when it comes to rural development. The State has earned laurels from even the World Bank for the surge of development in the villages.

Ma, Mati, Manush government has made immense progress in the strengthening of the three-tier Panchayati Raj system.

Here are some notable achievements:

Reservation of 50% per cent of seats and offices in Panchayats for women and reservation of 50 per cent of seats and offices including those reserved for women in favour of SC, ST and BC have been ensured through enactment in 2012 and Panchayat Elections in 2013.

The accounts of all the Panchayats have been fully computerized. Training infrastructure has been expanded to have, besides one State

Institute of Panchayats & Rural Development and 5 Extension Training Centres, 30 District Training Centres across the State – a fact that has been adjudged by Government of India as one of the best in the country

All Elected Representatives (around 58,000) have been trained after the Panchayat Elections in 2013, followed by regular refresher training for them as well as other functionaries through different means, e.g., institution-based residential training, mobile training and satellite channel-based training

The World Bank supported Institutional Strengthening of Gram Panchayats (ISGP) Project has generated over the last 3 years innumerable good practices and innovative & Social Management Framework etc. thereby creating a scope for replication of these initiatives across the State.

 

পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পথ দেখিয়েছে বাংলা

পল্লী উন্নয়নে সারা দেশে সেরা রাজ্যগুলির মধ্যে রয়েছে বাংলা। স্বয়ং বিশ্বব্যাঙ্ক স্বীকৃতি দিয়েছে বাংলার গ্রাম উন্নয়নের এই জোয়ারকে।

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার পরিকাঠামোকে আরো শক্ত করতে মা-মাটি-মানুষের সরকারের অবদান অনস্বীকার্য।

এই ব্যাপারে কিছু অসামান্য কৃতিত্বের কথা তুলে ধরা হল:-

পঞ্চায়েতে মহিলাদের জন্য ৫০% আসন সংরক্ষণ এবং মহিলাসহ SC, ST, BC তালিকাভুক্ত ব্যক্তিদের জন্য পঞ্চায়েতে ৫০% আসন সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে ২০১২ সালে আনা আইনের মাধ্যমে এবং ২০১৩ সালে হওয়া পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে।

পঞ্চায়েতের সব নথির ডিজিটাইজেশন প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণ পরিকাঠামোরও প্রসার আনা হয়েছে।

পঞ্চায়েত ও পল্লী উন্নয়নের প্রশিক্ষণকেন্দ্র এবং প্রশিক্ষণের আরো ৫টি এক্সটেনশন কেন্দ্র, ৩০টি জেলা প্রশিক্ষণকেন্দ্র সারা রাজ্য জুড়ে কাজ করে চলেছে, যা ভারত সরকারের মতে এক অনন্য সাফল্য।

পঞ্চায়েতের সকল নির্বাচিত প্রতিনিধিরা (যাদের সংখ্যা প্রায় ৫৮,০০০) প্রশিক্ষণ পেয়েছেন ২০১৩ সালের নির্বাচনের পরে এবং তার পরবর্তী কালেও নিয়মিত প্রশিক্ষণ পেয়েছেন সব পঞ্চায়েত কর্মীরা আবাসিক প্রশিক্ষণকেন্দ্র, মোবাইল প্রশিক্ষণ ও স্যাটেলাইট চ্যানেল ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে।

বিশ্বব্যাঙ্ক সমর্থিত Institutional Strengthening of Gram Panchayats (ISGP) প্রকল্পটি বিগত ৩ বছরে ভালো কাজ করেছে এলাকার সামাজিক পরিকাঠামোকে আরো জোরদার করে তোলার জন্য, যা থেকে গোটা রাজ্য জুড়ে এই প্রকল্পের বিস্তার করা সম্ভব হবে।