Bengal CM targets Centre over the development of tea gardens

Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday made a scathing attack on the Centre for not taking up the issue of the tea gardens. She was speaking at the administrative review meeting of three districts — Alipurduar, Cooch Behar and Jalpaiguri — at Uttarkanya on Wednesday afternoon.

“What have they done to the tea gardens? Central ministers had assured before the election that seven tea gardens would be taken over. They won the polls but did not keep their word. We always keep our promises. We spent Rs 40,000 crore to repay loans. But despite financial constraint, we have taken up so many projects and successfully implemented them,” she said.

Mamata Banerjee asked the officials to take measures to end drinking water scarcity at the tea gardens. “We have always stood beside the tea garden workers and will continue to do so in future,” she maintained.

Two state ministers, Subrata Mukherjee (Panchayat and Rural Development) and Aroop Biswas (PWD and Youth Services and Sports) along with Chief Secretary and two additional Chief Secretaries along with a host of principal secretaries were present at the meeting. The Director General of Police and senior officials of these three districts and MLAs, Sabhadhipatis and Panchayat pradhans also attended the meeting.

চা বাগানের উন্নয়ন নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

গতকাল উত্তরকন্যায় তিনটি জেলার – আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কুচবিহার – আধিকারিকদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে চা বাগানের উন্নয়ন নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, চা বাগানগুলির জন্য কি করেছে কেন্দ্র? নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রীরা বলেছিলেন সাতটি চা বাগান তারা অধিগ্রহণ করবেন। সেই প্রতিশ্রুতি তারা পূরণ করেননি। আমরা কথা দিয়ে কথা রাখি। বাম সরকারের ঋণ শোধ করতে আমাদের ৪০০০০ কোটি টাকা কেটে নিয়ে গেছে। কিন্তু আমরা কোনও প্রকল্প বন্ধ করিনি, উন্নয়নের কাজও বন্ধ হয়নি।

তিনি আধিকারিকদের নির্দেশ দেন চা বাগানে পানীয় জলের সমস্যা মেটানোর জন্য। “আমরা চা বাগানের কর্মীদের পাশে ছিলাম, এবং তাদের উন্নয়নের জন্য ভবিষ্যতেও কাজ করব,” বলেন মুখ্যমন্ত্রী।

এদিনকার বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, মুখ্যসচিব, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, রাজ্যের ডিজি, তিন জেলার বিধায়ক, পঞ্চায়েত প্রধান, সভাধিপতি প্রমুখ।

Bengal’s Panchayati Raj system wins World Bank award, becomes role model for country

Bengal’s panchayat system has become the role model for the rest of the country. This was stated by the Panchayat and Rural Development Minister Subrata Mukherjee recently, after the State’s Institutional Strengthening of Gram Panchayats (ISGP) programme was given the highest rating by the World Bank for bringing about overall modernisation of the panchayat system of Bengal.

The other contenders were all countries and regions in the world where the World Bank-funded ISGP programme is being run. An Independent Evaluation Group (IEG), which works as an autonomous organisation within the World Bank, had come and evaluated the programme in Bengal.

This award will act as a major boost for the Trinamool Congress ahead of the statewide panchayat elections scheduled for the early part of next year.

Under the leadership of Chief Minister Mamata Banerjee, the seeds of all-round development have been sown in rural Bengal, be it the Kanyashree Scheme or the Sabuj Sathi Scheme or the Mission Nirmal Bangla or this ISGP programme for gram panchayats. Schemes like Kanyashree and Nirmal Bangla have won international praise, including from the United Nations and UNICEF.

The ISGP programme is now being run in all the gram panchayats in all the districts of Bengal. The second phase of the programme is currently on, and is scheduled to end in December 2022.

Among the work accomplished as part of the ISGP programme are creation of government assets in rural areas, training of government officials and workers, setting proper accounting standards, providing computer training, and setting up of GIS-based (through mobile phones) integrated planning and monitoring system for the Panchayati Raj institutions.

As a part of the ‘untied funds’ scheme associated with the ISGP programme, gram panchayats are fulfilling projects like selling drinking water in barrels and bottles in rural areas, making and selling plates and bowls made of sal leaves, among others, which act as additional sources of income for the panchayats.

আবারও বিশ্বসেরা বাংলা – এবার পঞ্চায়েত ব্যাবস্থায়

কন্যাশ্রীর পর পঞ্চায়েত ব্যাবস্থার আধুনিকীকরণের কাজেও আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করল বাংলা। পঞ্চায়েত ব্যাবস্থাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ২০১০-এর সেপ্টেম্বরে বিশ্বব্যাঙ্কের টাকায় রাজ্যের মোট ন’টি জেলায় এবং ১০০০টি গ্রাম পঞ্চায়েতে আইএসজিপি প্রকল্প চালু হয়। তার মাধ্যমে পঞ্চায়েতের পরিকাঠামো উন্নয়ন, কর্মী-অফিসার ও জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হয়। সেই কাজে বাংলাকে সর্বোচ্চ রেটিং দিয়েছে বিশ্বব্যাঙ্ক। বিশ্বের যে সব দেশে এই প্রকল্প চালু রয়েছে তার মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছে বাংলার নাম।

সরকারি সূত্রের খবর, আইএসজিপি প্রকল্পের হাল-হকিকত খতিয়ে দেখে সম্প্রতি বিশ্বব্যাঙ্কের পরিচালন পর্ষদের কাছে একটি মূল্যায়ন রিপোর্ট জমা দেয় আইইজি। যারা বিশ্বব্যাঙ্কের অধীনে স্বাধীন সংস্থা হিসেবে কাজ করে। তাদের রেটিংয়ে পশ্চিমবঙ্গ ‘অতি সন্তোষজনক’ তকমা পেয়েছে। এর আগে বিশ্বব্যাঙ্কের নিযুক্ত অডিট অফিসারের রিপোর্টেও রাজ্যের আইএসজিপি প্রকল্প নিয়ে প্রশংসামূলক মন্তব্য করা হয়েছিল।

রাজ্যে আইএসজিপি প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক বলেন, আইএসজিপি প্রকল্প রুপায়ণে রাজ্যের সাফল্যকে বিশ্বব্যাঙ্ক স্বীকৃতি দেওয়ায় আগামী দিনে আন্তর্জাতিক ঋণ পেতে সুবিধা হবে। প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার আগেই বিশ্বব্যাঙ্ক দ্বিতীয় পর্যায়ের কাজের অনুমোদন দিয়েছে। আইএসজিপি প্রকল্পে প্রথম পর্যায়ে বিশ্বব্যাঙ্ক প্রায় ১২০০কোটি টাকা অনুদান দিয়েছিল। দ্বিতীয় পর্যায়ের প্রায় ২০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। চলতি বছরের ১৯ মার্চ থেকে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হওয়ার কথা। বর্তমানে রাজ্যের সমস্ত জেলায় এবং পঞ্চায়েতে আইএসজিপি প্রকল্পের কাজ শুরু হয়েছে। গ্রামসভার বৈঠকে মানুষের অংশগ্রহণ বাড়াতে টিভি-রেডিয়োতেও প্রচার চালানো হচ্ছে।

এ ছাড়াও এই প্রকল্পের অধীনে আনটায়েড ফান্ড-এ বিশ্বব্যাঙ্কের টাকায় পঞ্চায়েতগুলি নিজের মতো করে নানা প্রকল্প হাতে নিচ্ছে। যেমন, অনেক গ্রাম পঞ্চায়েত জল তৈরি করে ব্যারেল এবং বোতলে ভরে বিক্রি করছে। কেউ শালপাতার থালা বানিয়ে বিক্রি করছে। পঞ্চায়েত নিজস্ব রোজগার বাড়াচ্ছে। পরিষেবা প্রদানেও আরও আধুনিক হচ্ছে পঞ্চায়েতগুলি।

পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘আইএসজিপি প্রকল্প রুপায়ণে দেশেই নয়, বিশ্বের কাছে এখন ‘রোল মডেল’ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। সেই কারণেই বিশ্বব্যাঙ্ক রাজ্যকে সেরা রেটিং দিয়েছে। এটা আমাদের অত্যন্ত গর্বের। কন্যাশ্রী-র মতো আধুনিক পঞ্চায়েত তৈরিতেও বিশ্বকে পথ দেখাচ্ছে বাংলা।’
Source: Ei Samay

South 24 Parganas to be declared ODF District in March

Come March, South 24 Parganas will be the country’s first district to have the highest number of rural toilets.

The district will be declared Open Defecation Free district (ODF) in March with 6.86 lakh rural toilets, the District Magistrate said on Thursday. Along with South 24 Parganas, Burdwan and Cooch Behar will be declared as ODF districts by March 31.

It may be mentioned that Nadia was the first district in the country which was declared ODF on April 30, 2015.  After that, Hooghly, East Midnapore and North 24 Parganas have also been declared ODF. April 30 has been declared as Nirmal Bangla Divas when programmes will be held all over the state.

It has also been decided by the Panchayat and Rural Development department to make South and North Dinajpur, Birbhum, Jalpaiguri and Darjeeling ODF districts in 2017-18. The state government has decided to construct toilets in every rural home by October 2, 2019.

Subrata Mukherjee, minister for Panchayat and Rural Development department said that campaign was carried out on the maintenance of the toilets.

 

মার্চ মাসে নির্মল জেলা ঘোষিত হবে দক্ষিণ ২৪ পরগনা

আগামী মার্চ মাসে দক্ষিণ ২৪ পরগণা জেলাকে নির্মল জেলা হিসেবে ঘোষণা করা হবে। জেলা শাসক বৃহস্পতিবার বলেন, দক্ষিণ ২৪ পরগণায় মোট ৬.৮৬ লক্ষ শৌচাগার তৈরী হয়েছে। দেশে সর্বাধিক সংখ্যার শৌচাগার নির্মিত হয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলাতে।

দক্ষিণ ২৪ পরগণার পাশাপাশি মার্চ মাসে কুচবিহার ও বর্ধমান জেলাও নির্মল জেলা হিসেবে ঘোষিত হতে চলেছে।

উল্লেখযোগ্য, নদীয়া জেলা দেশের প্রথম নির্মল জেলা হিসেবে স্বীকৃতি পায় ২০১৫ সালের ৩০শে এপ্রিল। তার পর হুগলী, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা জেলাও নির্মল জেলা হিসেবে ঘোষিত হয়। ৩০শে এপ্রিল দিনটি নির্মল বাংলা দিবস হিসেবে সারা রাজ্য জুড়ে পালন করা হয়।

পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে ২০১৭-১৮ বর্ষের মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাকেও নির্মল জেলা ঘোষণা করা হবে। রাজ্য সরকার ২০১৯ সালের ২রা অক্টোবরের মধ্যে রাজ্যের প্রত্যেকটি গ্রামকে নির্মল গ্রাম করার লক্ষ্যে এগোচ্ছে।

 

Bengal makes great strides in constructing rural roads

State Panchayat and Rural Development minister Subrata Mukherjee on Friday said that the state government had constructed 12,000 km rural roads in the past five years and steps have been taken to ensure that the remaining rural roads are completed in the next five years.

He said, the detailed project report for another 2,000 km rural road had been submitted to the Centre and the Centre is likely to give clearance shortly.

It may be mentioned that the erstwhile Left Front government had constructed only 10,000 km roads in 10 years and in those days, the entire money was given by the Centre under PMGSY. Earlier the Centre used to fund the entire construction cost of rural roads. But now, it is providing funds on a 60-40 basis and it is the responsibility of the states to maintain them.

It may be recalled that after coming to power in 2011, Chief Minister Mamata Banerjee had given priority to setting up rural roads and ensuring that drinking water problem in the rural areas is resolved.

 

গ্রামীণ রাস্তা তৈরীতে অসামান্য সাফল্য বাংলার

কেন্দ্র বরাদ্দ কমিয়েছে। সরাসরি টাকা দেবে পঞ্চায়েতে। তবুও গ্রামীণ পাকা রাস্তা সংস্কার তো বটেই নির্মাণেও ঢিলেমি দিতে চায় না রাজ্য।

প্রথম পাঁচ বছরে ১২ হাজার কিলোমিটার সড়ক তৈরি করে রেকর্ড করেছে তৃণমূল সরকার। পরবর্তী ধাপে ৮০০ ও ১২০০ কিলোমিটার রাস্তা গড়ার কাজ চলছে। তার ডিপিআর শেষ। যে সব সড়ক ভেঙ্গেচুরে গিয়েছে সেগুলির দিকেও নজর দিচ্ছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর।

উল্লেখযোগ্য, বাম আমলে ১০ বছরে মাত্র ১০০০০ কিমি রাস্তা তৈরী হয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার পুরো টাকাটাই দিত কেন্দ্র। কিন্তু এখন কেন্দ্র নিজের বরাদ্দ কমিয়ে দিয়েছে। রাজ্যকে দিতে হয় ৪০% টাকা।

২০১১ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ফোকাস ছিল গ্রামীণ রাস্তা উন্নয়ন ও জলের সমস্যা মেটানো।

Mamata Banerjee’s support inspires districts to take up development schemes

Handing over a cheque worth Rs 15 lakh to Nadia district for the innovative idea of planting vetiver grass to stop soil erosion by the Chief Minister Mamata Banerjee at the two-day state Panchayat Conference has given a great boost to the districts to take up new schemes and complete them on time.

This is for the first time when the districts, gram panchayat and blocks that had performed well were awarded. The Bengal Chief Minister has asked Subrata Mukherjee, the minister for Panchayat and Rural Development department to hold such a conference every year.

Plantation of vetiver grass to stop soil erosion named Sabujayan project by Mamata Banerjee in an eye opener and has received global appreciation.

Two more districts and ten blocks have been awarded by the Chief Minister in different categories. Mamata Banerjee had said: “More innovative schemes should be implemented in the state and allotting fund for convergence through different state departments for overall development of the state through Mahatma Gandhi NREGA”.

Over 15,000 gathered to attend the conference including District Magistrates and Sabhadhipatis of the districts.

 

মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জেলায় জেলায় উন্নয়নের ঢেউ

মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেলায় জেলায় উন্নয়নের ঢেউ। ভুমিক্ষয় রোধ করতে নদীয়া জেলার উদ্যোগকে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী; গত সপ্তাহে দুদিন ব্যাপী পঞ্চায়েত সম্মেলনে নদীয়া জেলাকে পুরস্কৃত করেন তিনি। ভেটিভার ঘাস রোপণ করে ভুমিক্ষয় রোধ করতেই এই সাফল্য। এইরকম প্রয়াস এর আগে কখনও হয়নি।
এই প্রথম বার যে সকল গ্রাম পঞ্চায়েত, জেলা ও ব্লক ভাল কাজ করেছে, তারা পঞ্চায়েত সম্মেলনে মুখ্যমন্ত্রীর দ্বারা পুরস্কৃত হয়। মুখ্যমন্ত্রীর দেখানো পথে জেলাগুলি বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্পের কাজ তুলে নিয়েছে এবং সময়মত শেষও করছে। মুখ্যমন্ত্রী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত সম্মেলন প্রতি বছর আয়োজন করার।
ভেটিভার প্রজাতির ঘাস রোপণ করে ভুমিক্ষয় রোধ করার প্রকল্পের পোশাকি নাম সবুজায়ন। এই নামকরন করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্প বিশ্বের দরবারেও আদৃত। নদীয়ার পাশাপাশি আরও দু’টি জেলা ও দশ’টি ব্লক পুরস্কৃত হয় বিভিন্ন বিভাগে। মুখ্যমন্ত্রী বলেছেন, আরও নিত্যনতুন উদ্যোগ নেওয়া উচিত যাতে করে এই রাজ্যের  উন্নতি হয় ও পাশাপাশি ১০০ দিনের কাজে নিযুক্ত মানুষরাও উপকৃত হন।
পঞ্চায়েত সম্মেলনে জেলাশাসক ও জেলা সভাপতি ছাড়াও প্রায় ১৫ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন।

Be alert against those spreading communal tension through rumour mongering: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today cautioned people against people who indulge in rumour mongering to incite communal violence.

She was speaking at the inauguration of a two day-long conference of the Panchayat and Rural Development Department today at Netaji Indoor stadium.

Panchayats that had performed well were rewarded by the Chief Minister at the conference. She announced hikes in honoriums for the three tier panchayat workers. She said that they will be included in the Swasthya Sathi scheme.

In her speech, the Chief Minister said that trust, efficiency, innovation and transparency are the keys to effective governance. She asked the audience to keep working for the people and take the State to new heights of progress.

She praised Coochbehar and Hooghly for performing well in 100 Days’ Work, Nadia in cleanliness mission, Murshidabad in Anandadhara scheme. She also praised the Hooghly district for returning land to Singur farmers in record time in cultivable condition.

The Chief Minister highlighted the plight of the handicraft workers due to demonetisation. She also said that had the government not inherited a huge debt legacy much more work could have been done.

 

গুজবে কান দেবেন না, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

কিছু মানুষ গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াতে চাইছেন, গুজবে কান  দেবেন না, দু’দিন ব্যাপী পঞ্চায়েত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এইভাবেই সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
আজকের এই সম্মেলনে যে সকল পঞ্চায়েত ভাল কাজ করেছে, তাদের পুরস্কৃত করা হয়। গ্রাম সভা, পঁচায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্যদের  ভাতাবৃদ্ধির কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি তাদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার কথা বলেন তিনি।
তিনি বলেন, বিশ্বাস, কর্মদক্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং স্বচ্ছতা এগুলোই সরকারের সুশাসনের চাবিকাঠি। তিনি উপস্থিত সকলকে আবেদন করেন মানুষের জন্য কাজ করতে ও বাংলাকে প্রগতির শিখরে নিয়ে যেতে।
মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজ প্রকল্পে কুচবিহার ও হুগলী জেলার প্রশংসা করেন। নদিয়া জেলা প্রশংসিত হয় নির্মল জেলা ঘোষিত হওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলার প্রশংসা করেন আনন্দধারা প্রকল্পের কাজ ভাল ভাবে করার জন্য।
হুগলী জেলা পরিষদ যেভাবে অল্পসময়ের মধ্যেই সিঙ্গুরের চাষিদের জমি চাষযোগ্য করে ফিরিয়ে দেয় তারও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
নোটবাতিলের ফলে হস্তশিল্পীদের কষ্টের কথাও তিনি উল্লেখ করেন বক্তব্যে। তিনি আরও বলেন, বিগত সরকারের ঋণের বোঝা বইতে না হলে তাঁর সরকার বাংলার উন্নয়নের জন্য আরও অনেক কাজ করতে পারত।

Surge of development in Jalpaiguri district

The past four-and-a-half-years have witnessed a huge developmental wave sweeping through the district of Jalpaiguri.

Uttarkanya, the new mini-secretariat for North Bengal has been a boon for the people of the region. It is no longer necessary to rush to the State secretariat, Nabanna for getting official work done. Eighty-six per cent of the people in the district are covered under different Government schemes.

Lets us take a look at the achievement of the different departments:

Health and Family Welfare

  • 4 Fair price shops set up at Jalpaiguri Zilla Hospital, and Mal, Dhupguri and Mainaguri Hospitals
  • More than 3 lakh people have received a total discount worth more than Rs 7 crore
  • 2 multi super-specialty hospitals in Jalpaiguri and Malbazar

 

Education

  • Banarhat Hindi Medium Government College and Women’s College in Dhupguri have started functioning
  • Numerous polytechnics and industrial training institutes (ITIs) set up
  • Sabuj Sathi bicycles distributed to 78,000 students

 

Land reforms, Agriculture, Animal Husbandry

  • 16,000 families given patta under Nijo Griho Nijo Bhumi Scheme
  • 6 Krishak Bazaars set up in Belakoba, Moinaguri, Matiali, Nagrakata, Dhupguri and Malbazar
  • Broiler Breeding Farm and Hatchery being set up at Jatiakhali
  • More than 6  lakh chickens and ducklings distributed for rearing

 

Panchayat and Rural Development

  • Rs 777  crore spent to create 3.86  crore of man-days in the 100 Days’ Work Scheme.
  • 180 km of rural roads constructed
  • State Government has facilitated the construction of 41,000 houses under Indira Awaas Yojana
  • 1.96 lakh toilets constructed under Mission Nirmal Banga

 

Minority Development

  • 1.27 lakh minority community students received scholarships worth Rs 24 crore
  • Loans to the tune of Rs 10 crore given to youth belonging to minority communities for setting up businesses

 

Backward Class Welfare and Tribal Development

  • 72,000 students received scholarships under Shikshashree Scheme
  • 2.9 lakh people given SC/ST/OBC certificates

 

Women and Child Development

  • 1.43 lakh girls brought under the Kanyashree Scheme

 

Khadya Sathi

  • 17 lakh people brought under Khadya Sathi
  • The system of paying minimum support price for crops has been successfully instituted in the district, helping the farmers to get their deserving price.

 

Tea Gardens

  • Around 1,500 tea garden workers brought under Workers in Locked-Out Industrial Units (FAWLOI) and are getting an allowance of Rs 1,500 every month.
  • Ration shops set up in 106 tea gardens with the help of self-help groups.

 

Industry

  • 2 Industrial Growth Centres  set up in Raninagar and Dabgram, and an Industrial Estate in Falakata
  • A Plastic Cluster set up in Dabgram, with 124 small and micro industries attached to it
  • Rs 2,000 crore of bank loans provided to micro industries

 

Public Works and Transport

  • Construction of Asian Highway (AH) 2, connecting West Bengal, Nepal and Bangladesh and AH 48, connecting Bhutan and Bangladesh with West Bengal,  have started.
  • Bangladesh, Bhutan, India and Nepal (BBIN) Treaty, easing movement of vehicles between India, Bangladesh, Nepal and Bhutan, signed at the behest of the State Government.

 

Power and Public Health Engineering

  • Sabar Ghare Alo project to reach out to every household in the district has achieved 100% success

 

Irrigation

  • 130 km of irrigation embankments restored and 35 km of irrigation canals constructed
  • 27,000 hectares of newer areas brought under irrigation projects
  • 28 drinking water supply projects completed, benefitting almost 4 lakh people

 

Tourism

  • North Bengal Wild Animals Park renovated to Siliguri Wildlife Park
  • Work  on Dooars Mega-Tourism Circuit complete
  • Gajaldoba Eco Tourism Park being set up at a cost of Rs 100 crore in PPP model

 

Labour

  • 1,274 youths in the district getting allowance under Yuvashree Scheme
  • Around 1 lakh workers belonging to unorganised sectors brought under SASPFUW whereas 1 lakh construction workers brought under BOCWA

 

Self-Help Groups (SHGs), Municipal, Urban Development and Information & Culture

  • Over 3 lakh SHGs constituted under the Anandadhara Scheme
  • Two Karma Tirtha functioning
  • More than 1,500 houses built for the urban poor
  • More than 2,500 artistes brought under Lok Prasar Prokolpo

 

Housing, Youth Affairs and Home

  • 5,500 housing schemes under Gitanjali and other schemes completed
  • Rs 52 lakh given out for constructing 26 multi-gyms
  • Jalpaiguri Women Police Station set up

 

The Trinamool Congress Government has brought a lot of developmental initiatives to Jalpaiguri district. A lot of services are now reaching the people, which had never happened before.

 

 

গত পাঁচ বছরে জলপাইগুড়ি জেলার উন্নয়নের খতিয়ান

গত সাড়ে চার বছরে বিপুল উন্নয়নের সাক্ষী জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ির প্রায় ৮৬% লোকের কাছে সরকারি পরিষেবা পৌঁছে গেছে।

 

উত্তরকন্যা – রাজ্য সরকারের শাখা সচিবালয়-‘উত্তরকন্যা’ তৈরি করা হয়েছে। ফলস্বরূপ, উত্তরবঙ্গের মানুষকে আর সরকারি কাজের জন্য কলকাতায় ছুটে আসতে হয় না।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যান – ৪টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান জলপাইগুড়ি জেলা হাসপাতাল, মাল, ধূপগুড়ি ও ময়নাগুড়ি হাসপাতালে চালু হয়ে গেছে। প্রায় ৩ লক্ষ মানুষ ৭কোটি ৩৩ লক্ষ টাকার ছাড় পেয়েছেন। জলপাইগুড়ি ও মালবাজারে ২টি সুপার স্পেশালিটি হাসপাতাল চালু হবে ২০১৬ সালের মার্চ মাসে।

 

শিক্ষা – বানারহাট হিন্দী মিডিয়াম সরকারী ডিগ্রি কলেজ ও ধুপগুড়ি মহিলা কলেজে পড়াশোনা শুরু হয়ে গেছে। অনেকগুলি পলিটেকনিক কলেজ ও আইটিআই গড়ে উঠেছে এবং অনেকগুলিতে পড়াশোনাও শুরু হয়ে গেছে।

 

ভূমি সংস্কার, কৃষি ও পশুপালন – নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের আওতায় ১৬ হাজার যোগ্য ভূমিহীন পরিবারের হাতে পাট্টা তুলে দেওয়া হয়েছে। ৬টি কিষাণ মাণ্ডি তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। এগুলি হল – বেলাকোবা, ময়নাগুড়ি, মাটিয়ালি, নাগরাকাটা, ধুপগুড়ি ও মালবাজার। জেলা প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর ৬ লক্ষ ২০ হাজারেরও বেশি হাঁস ও মুরগীর বাচ্চা বিভিন্ন স্বনির্ভর দলের মধ্যে বিতরণ করেছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন – ১০০ দিনের কাজে প্রায় ৭৭৭ কোটি টাকা ব্যয় করে ৩ কোটি ৮৬ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে। গ্রামীণ সড়ক যোজনায় ১৮০ কিমি রাস্তা তৈরির কাজ শেষ হয়ে গেছে। ইন্দিরা আবাস যোজনায় ৪১০০০ ঘর তৈরি করা হয়েছে। মিশন নির্মল বাংলা প্রকল্পে প্রায় ১ লক্ষ ৯৬ হাজার শৌচালয় নির্মাণ সম্পূর্ণ হয়েছে।

 

সংখ্যালঘু উন্নয়ন – ১ লক্ষ ২৭ হাজার ছাত্র-ছাত্রীকে প্রায় ২৪ কোটি টাকা স্কলারশিপ দেওয়া হয়েছে। এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের ১০ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে।

 

অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন – প্রায় ৭২ হাজার ছাত্রছাত্রী ‘শিক্ষাশ্রী’ প্রকল্পে সহায়তা পাচ্ছে। বিগত সাড়ে চার বছরে প্রায় ২ লক্ষ ৯ হাজার SC/ST/OBC সার্টিফিকেট দেওয়া হয়েছে।

 

নারী ও শিশু উন্নয়ন – জেলায় ১ লক্ষ ৪৩ হাজারেরও বেশি ছাত্রী কন্যাশ্রীর আওতায় এসেছে।

 

খাদ্য সুরক্ষা কর্মসূচী – ‘খাদ্য সাথী’ প্রকল্পের আওতায় ১৭ লক্ষ মানুষ ২ টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

 

চা বাগান – প্রায় ১২ লক্ষ চা শ্রমিক আবাসন, পানীয় জল সরবরাহ, রেশন, চিকিৎসা ও স্বাস্থ্যব্যবস্থা সহ সবরকম পরিষেবা পেয়েছে। FAWLOI প্রকল্পের আওতায় প্রায় দেড় হাজার শ্রমিক মাসে ১৫০০/- টাকা করে ভাতা পাচ্ছেন। ১০৬টি চা বাগানে রেশন দোকান স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে চালানোর কাজ শুরু হয়েছে।

 

শিল্প – রাণীনগর ও ডাবগ্রামে প্রায় ৩০০ একর জমির ওপর ২টি Industrial Growth Centre গড়ে উঠেছে। আমবাড়ি ফালাকাটাতে একটি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট গড়ে উঠেছে। ডাবগ্রামে ৪ কোটি টাকা ব্যয়ে একটি প্লাস্টিক ক্লাস্টার তৈরি হয়েছে। ১২৪টি অতিক্ষুদ্র ও ক্ষুদ্র ইউনিট এর সঙ্গে যুক্ত আছে।

 

পূর্ত ও পরিবহণ – ২টি এশিয়ান হাইওয়ে (AH-1 and AH-48) তৈরির কাজ চলছে। ৫৬৩ কিমি রাস্তা নির্মাণ ও সম্প্রসারণের কাজ শেষ হয়ে গেছে।

 

পূর্ত ও পরিবহণ – ২টি এশিয়ান হাইওয়ে (AH-1 and AH-48) তৈরির কাজ চলছে।

 

বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি – সবার ঘরে আলো প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।

 

সেচ – ১৩০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে। ৩৫ কিমি সেচ নালা নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ২৭ হাজার হেক্টর নতুন এলাকা সেচ সেবিত করা হয়েছে। ৩৯টি জল প্রকল্পের মধ্যে ২৮টি প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে।

  

পর্যটন – উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্ক খুলে দেওয়া হয়েছে। ডুয়ার্স মেগা সার্কিট প্রজেক্টের কাজ সম্পন্ন হয়ে গেছে। পিপিপি মডেলে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করে গাজোলডোবা ইকো ট্যুরিজম পার্ক গড়ে তোলা হয়েছে।

 

শ্রম – ‘যুবশ্রী’ প্রকল্পে ১২৭৪জন যুবক-যুবতী উপকৃত হয়েছে। BOCWA প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ নির্মাণ কর্মী নথিভুক্ত হয়েছেন। SASPFUW প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ অসংগঠিত নির্মাণ কর্মী নথিভুক্ত হয়েছেন।

 

স্বনির্ভর দল ও স্বনির্ভর কর্মসূচি, পুর ও নগরোন্নয়ন, তথ্য ও সংস্কৃতি

আনন্দধারা প্রকল্পে ৩ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে।

৬টি কর্মতীর্থর মধ্যে ইতিমধ্যেই ৩টি কাজ শুরু করছে।

২৫০০-র বেশি লোকশিল্পীকে আনা হয়েছে ‘লোক প্রসার’ প্রকল্পের আওতায়।

 

স্বনির্ভর দল ও স্বনির্ভর কর্মসূচি – আনন্দধারা প্রকল্পে ৩ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে।

 

আবাসন, ক্রীড়া ও যুব কল্যান – জলপাইগুড়ি জেলায় গীতাঞ্জলী প্রকল্পের আওতায় ৮ হাজারেরও বেশি বাসস্থান নির্মিত হয়েছে, এর মধ্যে ৫৫০০-র বেশি বাসস্থান নির্মাণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে।

এই জেলায় ২৬টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ৫২ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

এই জেলায় নতুন মহিলা থানা স্থাপন করা হয়েছে।