Calculated plan to destroy freedom of expression: Bengal CM on Padmavati row

Bengal Chief Minister Mamata Banerjee today charged that the controversy over Sanjay Leela Bhansali’s Padmavati was a “calculated plan” of a political party to destroy freedom of expression.

She urged film industry members to come out in support of Bhansali and his film.

“The Padmavati controversy is not only unfortunate but also a calculated plan of a political party to destroy the freedom to express ourselves.

“We condemn this super emergency. All in the film industry must come together and protest in one voice,” she said in a tweet.

 

 

পদ্মাবতী বিতর্ক নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

পদ্মাবতী বিতর্ক নিয়ে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছবি নিয়ে এই বিতর্ককে দুর্ভাগ্যজনক আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী।

আজ একটি টুইট করে মুখ্যমন্ত্রী জানালেন, একটি রাজনৈতিক দলের স্বার্থ সিদ্ধির জন্য সুপরিকল্পিতভাবে মত প্রকাশের স্বাধীনতাকে এভাবে ধ্বংস করা হচ্ছে।

এই ‘সুপার এমারজেন্সি’র কড়া নিন্দা করেছেন তৃণমূলনেত্রী। সারা দেশের চলচ্চিত্র মহলের এক হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত বলে মনে করেন তিনি।