Bengal Govt takes initiative to make urban population aware of organic farming 

A unique initiative has been taken to set up a model rooftop organic farming facility at Bidhan Sishu Udyan in Ultadanga, where the state Agriculture department recently organised a three-day Jaibo Krishi Mela.

If everything goes as planned, then students from different schools and colleges will be brought to have a look at rooftop farming at Bidhan Sishu Udayan where organic farming will be carried out with technical support of the state Agriculture department.

It is learnt that organic farming will be carried out on a terrace of around 4,000 square feet of one of the buildings of the organisation at Ultadanga. The preliminary work to initiate the project has started and the final round of the task would be started soon. Around 10 to 12 farmers, who have sound knowledge about organic farming, will cultivate organic vegetables on the rooftop. Since the place is located in the middle of the city, it will be easier to attract people to have a look and learn the “easy techniques” of organic farming.

At present, some farmers cultivate organic vegetables on around three bighas of land at the same place and on every Sunday they sell their produce. Besides selling the vegetables cultivated there, some more farmers from villages in the adjoining districts, too, visit the Sunday marker and sell their organic vegetables.

The state Fisheries department has also taken steps to initiate pisciculture using organic methods in a 22-bigha pond at the same location. Thus, people visiting the place can not only learn the ways of organic farming but also get to know how pisciculture can be done in an organic method.

This comes at the time when the state government has decided to set up a bio-laboratory at Abash in West Midnapore to promote organic farming. All sorts of tests that are necessary for organic farming can be undertaken in the proposed bio-laboratory. The step has been taken considering that the western region of the state has immense potential in growing organic crops. Moreover, the state government is taking steps to introduce policies for organic farming too.

 

নাগরিকদের শেখানো হবে জৈব চাষ

শহরবাসীকে শেখানো হবে জৈব চাষের বিভিন্ন পদ্ধতি এ ব্যাপারে উদ্যোগ নিল রাজ্য সরকার। কিছুদিন আগে কৃষি দপ্তর উল্টোডাঙ্গার বিধান শিশু উদ্যানে তিন দিন ব্যাপী জৈব কৃষি মেলার আয়োজন করেন। এখানে একটি কৃত্রিম ছাদ তৈরি করে চাষের বিভিন্ন পদ্ধতি দেখানো হবে।

স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের এখানে আনা হবে জৈব চাষের পদ্ধতি শেখাতে। আর এসব কর্মসূচিতে সহায়তা করবে কৃষি দপ্তর।

জানা গেছে উল্টোডাঙ্গার একটি বাড়িতে ৪০০০ বর্গফুটের একটি ছাদে এই জৈব চাষ করা হবে। এই প্রকল্পের প্রয়োজনীয় প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। ১০/১২ জন অভিজ্ঞ জৈব চাষি এই ছাদে চাষ করবেন। যেহেতু এই জায়গাটি শহরের মাঝখানে, এখানে প্রচুর মানুষ আসতে পারবেন ও জৈব চাষের সহজ পদ্ধতি শিখতে পারবেন।

এই মুহূর্তে ওর কাছাকাছি একটি জায়গায় কিছু চাষি তিন বিঘা জমিতে জৈব চাষ করেন ও তাদের ফসল রবিবার বিক্রয় করেন। পাশাপাশি কিছু গ্রামীণ চাষিরাও জৈব পদ্ধতিতে চাষ করেন ও রবিবার শহরে আসেন তাঁদের আনাজ বিক্রয় করতে।ওখানে ২২ বিঘা একটি পুকুরে রাজ্য মৎস্য দপ্তর জৈব পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছে। জৈব পদ্ধতিতে শুধু আনাজ চাষ নয়, মৎস্য চাষও শিখতে পারবেন।

পাশাপাশি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম মেদিনীপুরের আবাস-এ একটি জৈব ল্যাবোরাটরি তৈরি করার। জৈব চাষে প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা করা যাবে ওখানে। রাজ্যের পশ্চিমাঞ্চলে জৈব চাষের বিশাল সম্ভাবনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, রাজ্য সরকার জৈব চাষের জন্য নতুন নীতি বানানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

 

 

With an eye on new policy, State Depts engaging in organic farming

With an eye to frame an organic farming policy in Bengal, the State Agriculture Department and the Food Processing Industries and Horticulture Department have started organic farming activities in across the State.

The increasing demand for organic vegetables, especially among urban residents, has convinced the State Government to formulate the organic farming policy.

The Food Processing Industries and Horticulture Department has asked the rural agricultural farms to begin organic farming and assured them of technical assistance in promotion and marketing as well. The department will supply greenhouses and pack houses along with organic fertilizers. It will also provide cars to ferry those farm products to the markets.

The department is also taking up organic farming at its own farms.

The Agriculture Department, on the other hand, has set a target to prepare 32 organic villages across Bengal — especially in the districts of North and South 24 Parganas, Howrah and Hooghly. It has set up 120 clusters, of 50 acres each, where organic farming is taking place. Around 194 farmhouses under the department are also farming organic vegetables separately.

On top of that, under Swanirbhar Krishi Prakalpa, the department is collaborating with private agencies on organic farming.

জৈব চাষের জন্য নতুন নীতি বানানোর উদ্যোগ রাজ্য সরকারের

জৈব চাষের জন্য নতুন নীতি বানানোর উদ্যোগ রাজ্য সরকারের। রাজ্য কৃষি দপ্তর, খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর ও উদ্যানপালন দপ্তর ইতিমধ্যেই গ্রামীণ এলাকায় জৈব চাষে জোর দিচ্ছে।

খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী বলেন, শহরাঞ্চলে জৈব শাক-সবজি সম্বন্ধে মানুষের আগ্রহ বাড়ছে, সাথে বাড়ছে চাহিদা। তাই সরকারের এই উদ্যোগ।

ইতিমধ্যেই গ্রামীণ কৃষি কেন্দ্রগুলিকে নির্দেশ জৈব চাষ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে; রাজ্য সরকার তাদের সবরকম সাহায্য করবে বলে জানিয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী।

কৃষি দপ্তর উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া ও হুগলী জেলায় ৩২টি জৈব গ্রাম তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে।

কৃষি দপ্তর ৫০ একর আয়তনের ১২০ টি ক্লাস্টার তৈরি করেছে যেখানে জৈব চাষ করা হবে। রাজ্যের বিভিন্ন জায়গায় কৃষি দপ্তরের আনুমানিক ১৯৪টি খামারে এই চাষ করা হবে। এখানেই শেষ নয়, স্বনির্ভর কৃষি প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগেও জৈব চাষ করা হচ্ছে।

কৃষিমন্ত্রী বলেন, “আমরা নিজেরা ও পাশাপাশি বেসরকারি সংস্থার সহযোগিতায় কাজ শুরু করেছি। এই কাজের পর্যবেক্ষণ করার পরেই জৈবিক চাষের নীতির খসড়া তৈরি করা হবে।”

Bio-lab to come up at Abash to promote organic farming

Bengal Government has decided to set up a bio-laboratory at Abash in West Midnapore at a cost of more than Rs 1 crore to promote organic farming.  The decision to set up the laboratory has been taken considering that the western region of the state has immense potential in growing organic crops.

All sorts of tests that are necessary for organic farming can be undertaken in the proposed bio-laboratory. Preliminary tasks needed to set up the lab have already been undertaken and the work to set it up will start begin.  This comes at the time when the state agriculture department has taken several measures to ensure increase in organic farming.

The state government has also allotted around 25 acres of land to the Centre to set up a dedicated groundnut research station at Abash; one such research station in Jaunpur and the second of its kind is coming up in Bengal. Eastern and north eastern states would get additional benefit with the setting up of the research station in Bengal.

 

পশ্চিম মেদিনীপুরের আবাসে জৈব চাষের বিকাশের জন্য গড়া হবে বায়ো ল্যাব

আলু -পটল , শাক -সবজি থেকে শুরু করে মাছ -মাংসে ‘অরগানিক ‘-এর এখন বিপুল চাহিদা। বহু ব্যবসায়ী বিক্রিত পণ্য ‘জৈব ‘বলে দাবি করেন। কেমিক্যাল ব্যবহার হয়নি ভেবে ক্রেতাও তা হুড়মুড়িয়ে কেনেন। জিনিসগুলি জৈব কি না তা বোঝার জন্য পরীক্ষাগার থাকলেও সেখানে নিখুঁতভাবে জানা সম্ভব ছিল না।

রাজ্যের কৃষি দফতর এবার এক কোটি টাকার ও বেশি ব্যয় ‘বায়ো ল্যাব ‘ তৈরি করছে। রাজ্য সরকারের উদ্যোগে এবার পশ্চিম মেদিনীপুরের আবাসে একটি পরীক্ষাগার তৈরি হচ্ছে। কৃষিজাত পণ্য ও মাছ জৈব কি না তা নিখুঁতভাবে জানতে আর কোনও সমস্যা হবে না।

ওই এলাকায় চিনাবাদাম গবেষণার জন্য ২৫ একর জমি বরাদ্দ করেছে। ওই জমিতে গোটা দেশের চিনাবাদাম পরীক্ষা হবে। পূর্ব ভারতে এমন পরীক্ষাগার নেই।

 

WB Govt to set up organic market in New Town’s Eco Park

In order to make fresh and non-toxic food items available to residents, the West Bengal Agricultural Marketing department is going to set up an organic market. The market will be established in one of the most popular places near Kolkata, the Eco Park in New Town.

An 18 cottah plot beside the township’s major arterial road was allotted by Hidco to the State Agricultural Marketing department for setting up an organic market in New Town. The market will be large since the size of the land allotted is huge.

The market will be set up at Eco Park in New Town, near the park’s gate number 4. Various products such as vegetables, rice, dal, tea, spices and other edible products, all organically grown, will be sold at this market. The state government’s idea is to reach out to people with these healthy food items. Only government approved quality organic food, grown by farmers across the State, will be sold at this particular market, therefore they will be healthy. Organic manure and organic pesticides are only used to make these products and no chemical pesticides are used.

The idea has been floated and approved as a pilot project. The project is expected to be completed in more than one year.

 

 

নিউ টাউনের ইকো পার্কে অর্গানিক মার্কেট তৈরি করছে রাজ্য সরকার  

রাজ্যবাসী যাতে টাটকা ও বিষমুক্ত খাবার পেতে পারেন তাই কৃষি বিপণন বিভাগ একটি অর্গানিক মার্কেট চালু করছে। এই বাজারটি তৈরি হবে কলকাতার কাছে জনপ্রিয় জায়গা নিউ টাউনের ইকো পার্কে।

নিউ টাউনে এর জন্য বরাদ্দ জমির পরিমান ১৮ কাঠা। ভবিষ্যতে আরও বেশি জমি পাওয়া গেলে বাজারের আয়তনও বৃদ্ধি করা হবে।

ইকো পার্কের ৪ নম্বর গেটের কাছে এই মার্কেটটি তৈরি হবে। বিভিন্ন রকমের পণ্যদ্রব্য – যেমন শাক-সবজি, ডাল, চা, মশলাপাতি – সহ আরও অনেক জৈব পদ্ধতিতে তৈরি পণ্যদ্রব্য বিক্রি হবে এই বাজারে।

রাজ্যবাসীর কাছে স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেওয়াই রাজ্য সরকারের উদ্দেশ্য। জৈব পদ্ধতিতে রাজ্যের চাষীদের তৈরি খাদ্যশস্য যা সরকার দ্বারা অনুমোদিত দ্রব্যই বিক্রি হবে এই বাজারে।

একমাত্র জৈব সার ও জৈব কীটনাশকই ব্যবহার করা হবে এই খাদ্যশস্য উৎপন্ন করতে, কোনরকম রাসায়নিক সার ব্যবহার করা যাবে না।

এটি একটি পাইলট প্রকল্প। আগামী এক বছরের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে যাবে।