Bengal to become an ODF state by August 2018

Mission Nirmal Bangla, an internationally awarded scheme for removing the scourge of open defecation from Bengal, is going to reach a major milestone next August when Bengal would become an open defecation-free (ODF) state.

Under the scheme, which is a brainchild of Mamata Banerjee, 67 lakh rural households in Bengal would have been equipped with toilets by August 2018. These facts were stated by State Panchayat and Rural Development Minister, Subrata Mukherjee at a recent workshop on sanitation held at Sector V in Salt Lake, Kolkata.

It may be mentioned that Nadia was the country’s first district to achieve ODF status. The other districts that have become ODF in Bengal are North and South 24 Parganas, Purba Medinipur, Hooghly, Purba and Paschim Bardhaman, Cooch Behar, Malda and Howrah.

The minister said that Birbhum, Murshidabad, Paschim Medinipur and Dakshin Dinajpur will achieve the target by the end of December. Further, the districts of Alipurduar, Uttar Dinajpur and Jalpaiguri will be declared ODF by March 2018.

 

২০১৮র আগস্ট মাসের আগেই নির্মল হবে বাংলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৩ সালে শুরু করেছিল মিশন নির্মল বাংলা। আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত এই প্রকল্প পৌঁছাবে তার শিখরে ২০১৮ সালের আগস্ট মাসে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন আগামী বছরের মধ্যেই নির্মল হবে বাংলা। এই প্রকল্পর লক্ষ্য ছিল ২০১৮র মধ্যে ৬৭লক্ষ গ্রামীণ পরিবারের জন্য শৌচাগার নির্মাণ করা।

প্রসঙ্গত, নদীয়া জেলাকে দেশের প্রথম নির্মল জেলা ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। বাকি যে সকল জেলা ‘নির্মল জেলা’ হয়েছে, সেগুলি হল: উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলী, কোচবিহার, মালদা ও হাওড়া।

মন্ত্রী বলেন, ডিসেম্বর মাসে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুরকেও ‘নির্মল জেলা’ ঘোষণা করা হবে। এরপর আলিপুদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি জেলা নির্মল জেলা হিসেবে ঘোষিত হবে ২০১৮ সালের মার্চ মাসে।

 

 

Bengal govt to award prize money to cleanest district in state

The state Panchayat and Rural development department will give prize worth Rs 10 lakh to the best district in maintaining cleanliness, Chief Minister Mamata Banerjee announced on Thursday.

She also declared Hooghly and North 24 Parganas Open Defecation Free (ODF) district on Thursday. The state government had initiated Nirmal Bangla Mission  on 19 November, 2013.

Nadia became the country’s first ODF district. Burdwan and South 24 Parganas will become ODF by March next year.

 

রাজ্যের সবচেয়ে নির্মল জেলাকে পুরস্কৃত করবে রাজ্য সরকার

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্যের সবচেয়ে নির্মল জেলাকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেবে, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। হুগলী জেলায় প্রশাসনিক বৈঠকের পর একটি জনসভায় তিনি একথা জানান।

বৃহস্পতিবার তিনি হুগলী ও উত্তর ২৪ পরগনা জেলাগুলিকে নির্মল জেলা হিসেবে ঘোষণা করেন। আগামী বছরের মার্চ মাসের মধ্যেই বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনাকেও নির্মল জেলা ঘোষণা করা হবে।

সভায় মুখ্যমন্ত্রী বলেন, ২০১৩ সালের ১৯ নভেম্বর আমরাই প্রথম নির্মল বাংলা গড়ার কথা ঘোষণা করি। এই বাংলাকে নিয়ে গর্ব করব না তো কাদের নিয়ে গর্ব করব!‌ এখানে একটা টিম কাজ করে চলেছে।

 

Bengal CM declares Hooghly, North 24 Parganas as ODF districts

Bengal Chief Minister Mamata Banerjee declared Hooghly as an open-defecation free (ODF) district at the administrative meeting in Chinsurah today. North 24 parganas was also declared as an ODF district.

Nadia was declared as the country’s first ODF district on April 30, 2015. The State Panchayat and Rural Development Department has taken steps to make all the districts in Bengal open-defecation free by March 2019.

April 30 is celebrated as Nirmal Bangla Dibas in the State.

The CM held an administrative meeting in Chinsurah today where the chief secretary, additional chief secretaries and other senior officials were present. She then inaugurated a slew of projects.

 

 

হুগলী ও উত্তর ২৪ পরগনাকে নির্মল জেলা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদিয়ার পর উত্তর ২৪ পরগনা এবং হুগলী জেলা যুগ্মভাবে রাজ্যের দ্বিতীয় নির্মল জেলার ‘শিরোপা’ পেল। আজ হুগলী জেলার চুঁচুড়ায় প্রশাসনিক বৈঠকের সময় এই দুই জেলাকে নির্মল জেলা হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাড়ি বাড়ি শৌচাগার নির্মাণের মাধ্যমে শহর ও গ্রামের পরিচ্ছন্নতা বজায় রাখা, স্কুলে স্কুলে স্বাস্থ্যবিধি মেনে মিড ডে মিলের খাবার পরিবেশন সহ একগুচ্ছ লক্ষ্য মাত্রা পূরণ হওয়ায় এই পুরস্কার দেওয়া হচ্ছে।

মিশন নির্মল বাংলাকে সামনে রেখে এই জেলায় অনেক ‘কমিউনিটি টয়লেট’ তৈরি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলা একদিনে একসঙ্গে ২৫ লক্ষ মানুষকে হাত ধোয়ানোর কর্মসূচিতে অংশগ্রহণ করানোর ফলে ‘বিশ্ব রেকর্ড’ করে ফেলেছে। এমনকি গিনেস বুক অফ রেকর্ডেও মনোনয়ন মিলেছে এই জেলার।

বৃক্ষরোপণ কর্মসূচীর ওপর জোর দেওয়া হয়েছে এবং নির্মল উত্তর নামে ব্যানার টাঙিয়ে প্রশাসনের তরফে সচেতনতা কর্মসূচীও করা হয়েছে। হুগলী জেলাতেও শৌচালয় নির্মাণের কর্মসূচী সফল হয়েছে।