After Malda, now Birbhum to be declared as Open Defecation Free district

After Malda, which had been declared an Open Defecation Free (ODF) district in November, Birbhum is soon going to become a ‘Nirmal Jela’. It will be the 10th district to be notified as such.

Among other districts that have already been declared as ODF are Nadia (India’s first ODF district), North and South 24 Parganas, Purba Medinipur, Hooghly, Purba and Paschim Bardhaman and Cooch Behar.

In Howrah, work to make the district Open Defecation Free is on in full swing. By March 2018, two more districts — Paschim Medinipur and Murshidabad – will be declared ODF. The remaining districts have been given a goal of attaining the ODF status by December 2018.

Mission Nirmal Bangla has been highly successful in making the districts of Bengal largely free from open defecation activities. Programmes of the scheme like awareness rallies, Nirmal Utsav, felicitation of community facilitators, Nirmal Adda, etc. ensure that ODF becomes a sustained habit, and there is no slipping back to open defecation. Third-party verification activity has been introduced in the rural areas of districts to ensure that there is impartial verification of the building and usage of toilets.

April 30 is celebrated every year as Nirmal Bangla Diwas, being designated so by Chief Minister Mamata Banerjee. Under Mamata Banerjee’s leadership, Bengal had already started its journey towards achieving ODF status for the rural areas of the state since the World Toilet Day celebration on November 19, 2013. The United Nations Children’s Fund (UNICEF) is a partner of the State Government in this journey.

 

মালদার পর এবার বীরভূম হবে নির্মল জেলা

নির্মল বাংলার লক্ষ্যে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। নভেম্বর মাসেই মালদাকে নির্মল জেলা ঘোষণা করা হয়েছে। এরপরই, ডিসেম্বরে বীরভূম জেলা হতে চলেছে রাজ্যের দশম নির্মল জেলা।

যে জেলাগুলিকে ইতিমধ্যেই নির্মল ঘোষণা করা হয়েছে সেগুলি হল, নদীয়া (দেশের প্রথম নির্মল জেলা), মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলী, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান।

হাওড়া জেলাকে নির্মল জেলা ঘোষণা করার কাজ জোরকদমে এগোচ্ছে। আগামী মার্চ মাসের মধ্যে ১৪টি জেলাকে নির্মল ঘোষণা করার জন্য কোমর বেঁধে আসরে নেমেছে রাজ্য সরকার।

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের সব জেলাকে নির্মল ঘোষণা করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। শৌচাগার তৈরী করার পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর গ্রামে গ্রামে পুরোমাত্রায় প্রচার চালাচ্ছে যাতে গ্রামবাসীরা সেই শৌচাগারগুলি ব্যবহার করেন। পদযাত্রা, নির্মল উৎসব, নির্মল আড্ডা প্রভৃতি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত ৩০শে এপ্রিল প্রতি বছর রাজ্যে নির্মল বাংলা দিবস পালন করা হয়।

Source: Millennium Post

Bengal CM inaugurates construction of 18,000 rural roads from Bhangor

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the construction of 18,000 rural roads covering 25000 km across the State from Bhangar in South 24 Parganas today. The Bengal CM had earlier announced this at the administrative review meeting of South 24 Parganas held in Pailan last Friday.

The Chief Minister also inaugurated a host of developmental projects like State Government offices, bridges, parks, hostels, irrigation projects, etc. and State Government services like Kanyashree, Sikshashree, Sabujshree, Sabujsathi, Khadyasathi and Swasthyasathi. She laid the foundation stones of numerous projects.

Another important announcement by the Chief Minister would be the declaration of South 24 Parganas as an open defecation-free (ODF) district.This is the sixth district in Bengal to be declared an ODF district. Nadia was India’s first district to be declared as such. Since then, four other districts have joined the list – North 24 Parganas, Hooghly, Purba Medinipur and Cooch Behar.

The State Government has decided to construct toilets in all rural homes in the state by 2019.

This declaration is another step in the campaign to make Bengal free from open defecation – Mission Nirmal Bangla. Mission Nirmal Bangla has been one of the pet projects of Mamata Banerjee, another endeavour towards making Bengal stand out in the world. Stopping defecation in the open is one of the essential aspects of a clean, healthy environment.

To celebrate the achievements of the project, April 30 is celebrated as Nirmal Bangla Dibas (Nirmal Bangla Day) in Bengal – the date in 2015 when the Chief Minister declared Nadia the country’s first ODF district.

 

Excerpts of her speech:

  • We have inaugurated 18000 km of roads today across every block in Bengal
  • Today I am in Bhangor. Last time, we launched 10000 km of rural road. I was present in Jangalmahal then
  • We are setting up a medical college in Bhangor
  • South 24 Parganas has been declared OFD today. This is the 6th district to be declared ODF in Bengal
  • We are the only State in to waive off any tax on agricultural land
  • Our Govt is always with the farmers. We give away Krishi Ratna awards
  • Bengal has received Krishi Karman awards five years in a row. Credit goes to farmers
  • Rath Yatra is approaching. Eid is around the corner. I extend my greetings
  • All communities, castes and creed are our family. Unity is harmony. We are all one

 

আজ ভাঙড়ে ১৮ হাজার কিলোমিটার রাস্তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ ভাঙড়ে রাজ্য জুড়ে ১৮০০০ কিলোমিটার নতুন রাস্তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাস্তা উদ্বোধনের পাশাপাশি পুলিশের জনসংযোগ বাড়াতে প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণ করেন মুখ্যমন্ত্রী। সুন্দরবন কাপ ও সম্প্রীতি কাপ পুরস্কার তুলে দেন।

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী দক্ষিণ ২৪ পরগণাকে নির্মল জেলা হিসেবেও ঘোষণা করেন। এই জেলা নিয়ে রাজ্যের ষষ্ঠ জেলা নির্মল জেলা হিসেবে ঘোষিত হল। পশ্চিমবঙ্গের নদীয়া জেলা ছিল দেশের প্রথম নির্মল জেলা। এর পর আরও চারটি জেলা ঘোষিত হয় নির্মল জেলা হিসেবে উত্তর ২৪ পরগণা, হুগলী, পূর্ব মেদিনীপুর ও কোচবিহার।

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০১৯ সালের মধ্যে রাজ্যের সমস্ত গ্রামে শৌচালয় নির্মাণ করার। নির্মল বাংলা করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পটিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত মস্তিষ্ক প্রসূত। এই প্রকল্পের মাধ্যমে তিনি বাংলাকে তুলে ধরতে চান বিশ্বের দরবারে। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর আবহাওয়ার জন্য উন্মুক্ত শৌচকর্ম পরিপন্থী।

এই সাফল্য উদযাপনের জন্য প্রতি বছর রাজ্যে ৩০শে এপ্রিল নির্মল বাংলা দিবস পালন করা হয়-২০১৫ সালের যেদিন মুখ্যমন্ত্রী নদীয়া জেলাকে দেশের প্রথম নির্মল জেলা হিসেবে ঘোষণা করেছিলেন।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজকের দিনটি ঐতিহাসিক দিন, আজ বাংলার ব্লকে ব্লকে ১৮০০০ কিমি রাস্তা উদ্বোধন করা হল
  • আজ আমি ভাঙড়ে। গতবার আমরা রাজ্যজুড়ে ১০০০০ কিমি রাস্তা উদ্বোধন করেছিলাম। আমি জঙ্গলমহলে ছিলাম
  • ভাঙড়ে আমরা একটি মেডিকেল কলেজ তৈরী করছি
  • আজ দক্ষিণ ২৪ পরগনা জেলাকে নির্মল জেলা ঘোষণা করা হল। এটি রাজ্যের ষষ্ঠ নির্মল জেলা
  • কৃষিজমির ওপর ঋণ মুকুব করে দিয়েছে রাজ্য সরকার
  • আমাদের সরকার কৃষকদের যথাসাধ্য সাহায্য করে, আমরা কৃষকদের কৃষি রত্ন পুরস্কার দিই
  • পরপর ৫ বার কৃষি কর্মণ পুরস্কার পেয়েছে রাজ্য, এর কৃতিত্ব কৃষকদের
  • সামনেই রথ যাত্রা। ঈদও আসছে। সবাইকে শুভেচ্ছা জানাই
  • সব জাতি, সব সম্প্রদায়ের মানুষ এক বিরাট পরিবার। একতাই সম্প্ৰীতি

 

 

 

Bengal CM chairs her 155th administrative review meeting in South 24 Parganas

Today Bengal Chief Minister Mamata Banerjee conducted the administrative review meeting for South 24 Parganas district. The administrative review meeting of the district took place in Pailan.

This was her 155th administrative review meeting. She took stock of the ongoing projects in the district.

Several steps have taken up for the development of Sunderbans and Sagar Island. A few months ago, three police districts have also been formed in South 24 Parganas.

 

Highlights of her speech:

This is the 155th administrative review meeting

Healthacre is not a business but a service. Treat patients with care and humane touch

New health commission has been formed for the benefit of common people

We are setting hub waiting hubs for pregnant women

Institutional delivery has increased from 65% to 92% in 6 years. This is an index of social development

Five multi super speciality hospitals are being set up in South 24 Parganas

Diamond Harbour has become a Health District. A new medical college has been set up

Financial emergency is still going on. People cannot withdraw money as per their will

An industrial estate is coming up at Paddapukur (in South 24 Parganas). Another MSME cluster will come up there

Dr Amit Mitra is very annoyed. We will give a strong letter to Union Finance Minister. We will not accept GST in present form

We have 1000 acres of land at Goaltore for manufacturing industry

We are setting up ITIs and polytechnics in every block and sub-division. We are focussing on skill development

We will consider January-December as Financial Year from now

Bengal has received National Award for convergence in 100 Days’ Work

We invite students to these administrative meetings because we want them to enter public service

Earlier even toilets were not there on highways for tourists. Now we are setting up ‘Patha Sathi’ every 30 km

We are enforcing SOPs for jetties across the State

We will lay foundation stones for 18000 km roads across Bengal on 12 June at 4 PM

Special task force to be formed to solve low voltage problem in South 24 Parganas

 

আজ দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী  

হুগলীর পর আজ শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার পৈলানে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই জেলার চলতি প্রকল্পগুলি সম্পর্কে খোঁজখবরও নেবেন মুখ্যমন্ত্রী। এছাড়া সুন্দরবন ও সাগর দ্বীপের উন্নয়নের জন্যও বেশ কিছু পদক্ষেপ নেবেন। কয়েক মাস আগেই দক্ষিণ ২৪ পরগনাতে ৩ টি পুলিশ জেলা গঠন করা হয়।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

আজকের এই বৈঠক ১৫৫ তম প্রশাসনিক বৈঠক

চিকিৎসা একটি পরিষেবা, ব্যবসা নয়। মানবিকভাবে রোগীদের চিকিৎসা করুন

নতুন স্বাস্থ্য আইন তৈরী করা হয়েছে সাধারণ মানুষের সুবিধার জন্য

আমরা গর্ভবতী মহিলাদের জন্য ওয়েটিং হাব তৈরী করেছি

রাজ্যে ৬ বছরে ইনস্টিটিউশনাল ডেলিভারি ৬৫% বেড়ে থেকে ৯২% হয়েছে। সামাজিক বিকাশের সূচক এটা

দক্ষিণ ২৪ পরগনায় ৫টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হচ্ছে

ডায়মন্ড হারবারকে স্বাস্থ্য জেলা ঘোষণা করা হয়েছে। একটি নতুন মেডিকেল কলেজও তৈরী হয়েছে

দেশে এখনো ফিনান্সিয়াল এমার্জেন্সি চলছে। মানুষ নিজেদের ইচ্ছেমত টাকা তুলতে পারছেন না

পদ্মপুকুরে একটি ইন্ডাস্ট্রি এস্টেট তৈরী হচ্ছে। ওখানে এমএসএমই সেক্টরও হবে

জিএসটি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া হবে। এইবর্তমান রূপে জিএসটি সমর্থনযোগ্য নয়

গোয়ালতোরে আমাদের ১০০০ একর জমি আছে ম্যানুফ্যাকচারিং শিল্পের জন্য

আমরা ব্লকে ব্লকে ও প্রতিটি সাবডিভিশনে আইটিআই ও পলিটেকনিক তৈরী করছি। আমরা স্কিল ডেভেলপমেন্টে দেশে নম্বর ওয়ান

এখন থেকে জানুয়ারী-ডিসেম্বরকে ফিনান্সিয়াল ইয়ার মানা হবে

একশো দিনের কাজে আমরা কনভার্জেন্স এ জাতীয় পুরস্কার পেয়েছি

আমরা এই প্রশাসনিক বৈঠকগুলোতে ছাত্রছাত্রীদের ডাকি কারণ আমি চাই তারাও পাবলিক সার্ভিসে আসুক

আগে তো হাইওয়েগুলোতে টয়লেটও ছিল না। এখন পর্যটকদের জন্য আমরা প্রতি ৩০কিমি একটা পথ সাথী তৈরী করছি

রাজ্যের জেটিগুলিতে এসওপি লাগু করা হয়েছে

১২ই জুন বেলা ৪টায় রাজ্যজুড়ে ১৮০০০ কিমি রাস্তার জন্য ইট পাতা হবে

দক্ষিণ ২৪ পরগনায় লো ভোল্টেজের প্রবলেম মেটাতে স্পেশাল টাস্ক ফোর্স তৈরী করা হবে

 

 

 

 

 

53 gram panchayats in Birbhum to be declared Nirmal Gram Panchayats on Nov 30

Birbhum district administration will declare 53 gram panchayats as “Nirmal gram panchayat” on November 30. This was announced on Wednesday by the DM. These gram panchayats are situated in 19 blocks where toilets have been built in every house.

Four panchayats are situated in Bolpur block while Ilambazar and Labpur blocks have four gram panchayats each. The construction of toilets in five gram panchayats under Suri blocks I and II has been completed. Apart from these, toilets are ready in Dubrajpur, Khoirasole, Rajnagar, Rampurhat and Mayureshwar blocks. Out of 167 gram panchayats in the district construction of toilets in 53 gram panchayats are ready and they would be declared Nirmal Gram panchayats on November 30.

Nadia was the country’s first district which was declared Open Defecation Free by the Centre. The other districts that have been declared ODF are East Midnapore, Hooghly and North 24 Parganas. Work has been taken up on a war footing to declare Burdwan, South 24 Parganas, South and North Dinajpur, Birbhum, Jalpaiguri and Darjeeling ODF in 2017-18.

The State Government has decided to construct toilets in all the village homes by March 2019.

The District Magistrate of Murshidabad said steps had been taken to declare the district as ODF by March, 2017. Campaign has been launched all over the district to create awareness among people against Open Defecation.  In the district, blue toilets will be constructed. As the toilets are painted in blue they have been called “blue toilet.” There will be a water storage tank and running water supply. The cost of each blue toilet is Rs 13,000.

The construction cost of toilets under Nirmal Bangla Mission is Rs 10,900. Of this amount, the State Government gives Rs 10,000 while the remaining Rs 900 is given by the house owner. Campaign has also been launched to create awareness among people about how to use the toilet. In addition to the state government, several NGOs have been involved to create awareness among people.

আগামী ৩০শে নভেম্বর বীরভূমের ৫৩টি গ্রাম পঞ্চায়েত নির্মল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেতে চলেছে

আগামী ৩০শে নভেম্বর বীরভূম জেলা প্রশাসনিক দপ্তর ৫৩টি গ্রাম পঞ্চায়েতকে “নির্মল গ্রাম পঞ্চায়েত” হিসেবে ঘোষণা করা হবে, গত বুধবার জানালেন বীরভূমের জেলাশাসক । এই গ্রাম পঞ্চায়েতগুলি ১৯টি ব্লকে ছড়িয়ে আছে, এই পঞ্চায়েতের অন্তর্গত সব বাড়িতে শৌচালয় আছে।

বোলপুর, ইলামবাজার ও লাভপুর ব্লকগুলির মধ্যে চারটি করে পঞ্চায়েত পড়ছে। সিউড়ির ১ ও ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁচটি গ্রাম পঞ্চায়েতে বাথরুম তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এগুলো ছাড়া দুবরাজপুর, খয়রাশোল, রাজনগর, রামপুরহাট ও ময়ূরেশ্বর ব্লকেরও সব শৌচালয় তৈরী হয়ে গেছে। মোট ১৬৭টি গ্রাম পঞ্চায়েত বিশিষ্ট বীরভূম জেলায় ৫৩টি পঞ্চায়েতে সমস্ত শৌচালয় তৈরী, যারা নির্মল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেতে চলেছে আগামী ৩০ তারিখ।

কেন্দ্রের স্বীকৃতি পাওয়া নদীয়া জেলা দেশের মধ্যে প্রথম জেলা যেখানে সব ঘরে বাথরুম উপস্থিত। বাকি নির্মল জেলাগুলির মধ্যে আছে উত্তর ২৪ পরগনা, মেদিনীপুর ও হুগলী। যুদ্ধকালীন তত্পরতায় বর্ধমান, দক্ষিন ২৪ পরগনা, উত্তর ও দক্ষিন দিনাজপুর, বীরভূম, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলাকে ২০১৭-১৮র মধ্যে নির্মল জেলা করে তোলার কাজ চলছে।

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে সকল গ্রামের সকল ঘরে বাথরুম তৈরী করার।

মুর্শিদাবাদের জেলাশাসক জানিয়েছেন ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে তাঁর জেলাকেও এই আওতায় আনার সকল প্রস্তুতি তাঁরা নিয়েছেন। উন্মুক্ত স্থানে শৌচকার্য করায় কত ধরণের সমস্যা আছে, তা জনসাধারণকে বোঝাতে তারা পথে পথে সচেতনতা কেন্দ্র চালিয়ে যাচ্ছেন। নীল রং করা এই শৌচালয়গুলোকে “নীল শৌচালয়” বলা হচ্ছে। এই শৌচালয়গুলোর মধ্যে জল ধরে রাখার জন্য ট্যাঙ্কের সঙ্গে সঙ্গে সারাদিন জলের যোগান থাকবে। একেকটি নীল শৌচালয় খরচ ১৩,০০০ টাকার মতো।

নির্মল বাংলা প্রকল্পে প্রতিটি শৌচালয়ের খরচ ধরা হয়েছে ১০,৯০০ টাকা। এই টাকার মধ্যে রাজ্য সরকার দিচ্ছে ১০,০০০ টাকা ও বাকি ৯০০ টাকা দেবে বাড়ির মালিক। এই নীল শৌচালয় কিভাবে ব্যবহার করা উচিত, সেই ব্যাপারেও সচেতনতা বাড়ানো হচ্ছে জনসাধারণের মধ্যে। রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও এই জনচেতনা বাড়ানোর কাজে সরকারের সঙ্গে হাত মিলিয়েছে।

3 districts of Bengal among top 6 in the country in terms of access to sanitation

A survey commissioned by the Union Ministry of Drinking Water and Sanitation on households’ access to sanitation facilities, conducted by Quality Council of India, has found that three districts of West Bengal are among the top six in India.

The districts of Nadia, Purba Medinipur and Hooghly are among the country’s toppers.

The survey was conducted by Quality Council of India on behalf of the Ministry, covering 75 districts, encompassing nearly 70,000 household across 2,530 villages.

In April 2015, West Bengal Chief Minister Mamata Banerjee had declared Nadia as the first Open-Defecation Free (ODF) district in the country. This was the result of Nirmal Bangla Abhiyan, undertaken to eliminate open defecation in West Bengal, which was a pioneering effort in the country.

The achievement was recognised internationally too. UNICEF selected the district administration of Nadia as the first prize winner for the 2015 United Nations Public Service Award in the category of ‘Improving the Delivery of Public Services’.

Since then, the State has made rapid progress. Mamata Banerjee has also declared April 30 as Nirmal Bangla Diwas.

 

দেশের শীর্ষ ৬ নির্মল জেলার মধ্যে বাংলার ৩ জেলা

কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক পরিচালিত একটি সমীক্ষায় জানা গেছে নির্মল জেলার তালিকায় ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি জেলা প্রথম দশের মধ্যে স্থান অর্জন  করেছে।

নদিয়া, পূর্ব মেদিনীপুর ও হুগলি জেলা দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে।

মন্ত্রালয়ের পক্ষ থেকে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া ৭৫ টি জেলার ২,৫৩০ গ্রামের প্রায় ৭০,০০০ পরিবারের উপর এই সমীক্ষা চালিয়েছে।

২০১৫ সালের এপ্রিল মাসে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রথম নদিয়া জেলাকে ‘প্রথম উন্মুক্ত শৌচবিহীন জেলা’ হিসেবে ঘোষণা করেন।  সমীক্ষা করে দেখা যায়, গ্রামাঞ্চলে প্রায় ১০ লক্ষ পরিবারের মধ্যে লাখ তিনেকের শৌচাগার নেই। ওই বছর ২ অক্টোবর থেকে জেলা প্রশাসন নিজস্ব ‘সবার শৌচাগার’ প্রকল্প চালু করে।

এই কৃতিত্ব আন্তর্জাতিক স্তরেও স্বীকৃটি পেয়েছে। ২০১৫ সালে ইউনিসেফ নদিয়া জেলাকে ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডের জন্য বিজয়ী ঘোষণা করে এবং পুরস্কৃত করে।

তারপর থেকে  রাজ্য দ্রুত গতিতে এগোচ্ছে। মুখ্যমন্ত্রী ৩০ এপ্রিল দিনটিকে ‘নির্মল বাংলা দিবস’ ঘোষণা করেছেন।