Bengal to become an ODF state by August 2018

Mission Nirmal Bangla, an internationally awarded scheme for removing the scourge of open defecation from Bengal, is going to reach a major milestone next August when Bengal would become an open defecation-free (ODF) state.

Under the scheme, which is a brainchild of Mamata Banerjee, 67 lakh rural households in Bengal would have been equipped with toilets by August 2018. These facts were stated by State Panchayat and Rural Development Minister, Subrata Mukherjee at a recent workshop on sanitation held at Sector V in Salt Lake, Kolkata.

It may be mentioned that Nadia was the country’s first district to achieve ODF status. The other districts that have become ODF in Bengal are North and South 24 Parganas, Purba Medinipur, Hooghly, Purba and Paschim Bardhaman, Cooch Behar, Malda and Howrah.

The minister said that Birbhum, Murshidabad, Paschim Medinipur and Dakshin Dinajpur will achieve the target by the end of December. Further, the districts of Alipurduar, Uttar Dinajpur and Jalpaiguri will be declared ODF by March 2018.

 

২০১৮র আগস্ট মাসের আগেই নির্মল হবে বাংলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৩ সালে শুরু করেছিল মিশন নির্মল বাংলা। আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত এই প্রকল্প পৌঁছাবে তার শিখরে ২০১৮ সালের আগস্ট মাসে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন আগামী বছরের মধ্যেই নির্মল হবে বাংলা। এই প্রকল্পর লক্ষ্য ছিল ২০১৮র মধ্যে ৬৭লক্ষ গ্রামীণ পরিবারের জন্য শৌচাগার নির্মাণ করা।

প্রসঙ্গত, নদীয়া জেলাকে দেশের প্রথম নির্মল জেলা ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। বাকি যে সকল জেলা ‘নির্মল জেলা’ হয়েছে, সেগুলি হল: উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলী, কোচবিহার, মালদা ও হাওড়া।

মন্ত্রী বলেন, ডিসেম্বর মাসে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুরকেও ‘নির্মল জেলা’ ঘোষণা করা হবে। এরপর আলিপুদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি জেলা নির্মল জেলা হিসেবে ঘোষিত হবে ২০১৮ সালের মার্চ মাসে।

 

 

Bengal takes up 10 Solid Waste Management projects

Bengal government led by Mamata Banerjee has taken up 10 integrated solid waste management projects for 14 urban local bodies, at a cost of Rs 421.69 crore, under Mission Nirmal Bangla.

The urban local bodies are in Kolkata, Dum Dum, North and South Dum Dum, Baranagar, Bhatpara, Naihati, Ashoknagar-Kalyangarh and Habra, Asansol, Krishnanagar, Santipur, Nabadwip and Jalpaiguri.

Tender process of these projects has been initiated and all the urban local bodies have been instructed to create massive awareness.

Under the mission, four districts – Nadia, North 24 Parganas, Hooghly and East Midnapore and its 55 urban local bodies – achieved open defecation free status by completing the construction of more than one lakh individual household laterine.

The government said that another 21 urban local bodies of Burdwan, South 24 Parganas and Coochbehar districts aim to construct more than 1.5 lakh household latrines to achieve open defecation free status by March 2017.

 

নির্মল বাংলা মিশনে নতুন মাত্রা যোগ করতে উদ্যোগ রাজ্যের

নির্মল বাংলা মিশনকে এক নতুন মাত্রা দিতে নতুন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। আনুমানিক ৪২১.৬৯ কোটি টাকার এই প্রকল্প ১৪টি পৌরসভাকে কেন্দ্র করে হবে।

এই পৌরসভাগুলি হল কলকাতা, উত্তর দমদম, দক্ষিণ দমদম, বরানগর, ভাটপাড়া, নৈহাটি, অশোকনগর-কল্যাণগড়, হাবড়া, আসানসোল, কৃষ্ণনগর, শান্তিপুর, নবদ্বীপ ও জলপাইগুড়ি। নির্মল বাংলা মিশন সম্পর্কে সচেতনতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত পৌরসভাগুলিকে ।

ইতিমধ্যেই নদীয়া, উত্তর ২৪ পরগণা, হুগলী ও পূর্ব মেদিনীপুর নির্মল জেলার স্বীকৃতি পেয়েছে। মার্চ মাসের মধ্যে বর্ধমান, দক্ষিণ ২৪ পরগণা, কোচবিহার জেলার অন্তর্গত ২১টি পুরসভায় ১.৫ লক্ষের বেশি শৌচাগার নির্মিত করা হবে ও তাদের নির্মল জেলার স্বীকৃতি দেওয়া হবে।

 

UNICEF all praises for Nirmal Bangla Mission

Bengal will become completely open defecation free by 2019, a delegation from UNICEF led by Chief of Section for Water, Sanitation and Hygiene Sanjay Wijesekera was told by West Bengal government.

Representatives of UNICEF on Thursday held a meeting with the State Minister for Panchayat and Rural Development, Subrata Mukherjee where they were shown a presentation on Nirmal Bangla Mission.

The delegation from UNICEF was impressed by the progress of Nirmal Bangla Mission. Mr Wijesekera assured full cooperation to West Bengal government in this regard.

Subrata Mukherjee said, “Not only Bengal, Nadia is the first district in the entire country to be declared open defecation free. Several districts like Hooghly, North 24 Parganas, West Midnapore have performed exceptionally under Nirmal Bangla Mission. These districts have almost achieved their targets.”

“We have taken the initiative to build toilets in every household. We are discouraging people from open defecation should awareness campaigns. This will usher in a social revolution,” he added.

A booklet and music video on Nirmal Bangla Mission was launched by Subrata Mukherjee on the occasion.