Bengal CM slams Centre over rising prices of onions

Bengal Chief Minister Mamata Banerjee attacked the Centre for holding its policy of “unlimited export of onion”, which in turn is responsible for the hike in onion prices.

In a tweet on Thursday evening, the Chief Minister stated: “By encouraging unlimited export of onions, the Central Government has created a huge crisis in the domestic market leading to skyrocketing of onion prices.”

Stating the quantity of onion that is exported, she maintained in the tweet: “In 2016, export of onions was 7 LMT. In 2017, it went up to 12 LMT. Now, to defuse the crisis, the Central Government is planning to import onions.”

Criticising the Centre for such an unplanned move, Banerjee stated: “Imagine the farce and how such an unplanned action has put the common people in great distress. “Look before you leap’ seems to be a forgotten thing now.”

She also slammed the Centre over GDP figures. “GDP figures out. Again no growth. No jobs.Effects of note ban scam & unplanned GST continue to damage economy. Only talking. No performance. Last year Q2 GDP growth was 7.5% and this year it is 6.3%. This Govt only bhashan, no action.”

 

পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রের ভুল নীতির জন্য পেঁয়াজের দাম ক্রমশ বাড়ছে। চারদিকে সঙ্কট তৈরি হয়েছে। ভাষণসর্বস্ব সরকারের কোনও কাজ নেই।

বৃহস্পতিবার এভাবেই টুইটে প্রতিবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।তাঁর অভিযোগ, পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে কেন্দ্রের কোনও নির্দিষ্ট নীতি না থাকার ফলে যা হওয়ার তা–ই হয়েছে। সঙ্কটের মূল কারণ এটাই। রপ্তানির ক্ষেত্রে কোনও নিয়ন্ত্রণ ছিল না বলে মুখ্যমন্ত্রী মনে করেন।
যাঁরা রপ্তানি করেন, তাঁদের অবাধ সুযোগ করে দেওয়া হয়েছে। যার ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম আকাশছোঁয়া হয়েছে। এই সঙ্কট তৈরি করেছে কেন্দ্রের সরকার। এর ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। তাঁদের দুর্দশা কমাতে কেন্দ্র নাকি পেঁয়াজ আমদানি করবে। এটা প্রহসন ছাড়া আর কিছু নয়।

মুখ্যমন্ত্রী বলেছেন, ২০১৬ সালে পেঁয়াজ রপ্তানি করা হয়েছিল ৭ লক্ষ মেট্রিক টন। ২০১৭–য় তা বেড়ে দাঁড়িয়েছে ১২ লক্ষ মেট্রিক টনে। সাধারণ মানুষকে দুর্দশার মধ্যে ফেলে দিয়েছে কেন্দ্র।

এদিন কেন্দ্রের সমালোচনা করে তিনি বলেছেন, এই সরকারের নির্দিষ্ট কোনও পরিকল্পনা নেই। মমতা এদিন কেন্দ্রের জিডিপি নিয়েও সমালোচনা করেছেন। বলেছেন, জিডিপি–র পরিসংখ্যান নেই। উৎপাদন নেই। চাকরি নেই। নোটবন্দীর মতো বড় কেলেঙ্কারির প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর।পরিকল্পনাহীন জিএসটি ক্রমাগত দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। কাজ না করে এই সরকার শুধু ভাষণ দিচ্ছে। মমতা এ–ও উল্লেখ করেছেন, গত বছর জিডিপি ছিল ৭.‌৫ শতাংশ। এবার তা কমে হয়েছে ৬.‌৩ শতাংশ।

 

 

 

Bengal to become self-reliant in onion production in 5 years

Within the next five years, Bengal would become self-reliant in the production of onion. This is the result of Chief Minister Mamata Banerjee’s special attention on the agriculture sector, one of the results of which is the state winning the Krishi Karman award given by the Central Government six years in a row.

From 20 per cent in 2011 (when Trinamool Congress led by Mamata Banerjee came to power), the State Government now produces as much as 55 per cent, or 5.5 lakh metric tonnes annually, of the domestic demand, according to the vice-chairman of West Bengal Agro Industries Corporation (WBAIC).

The State Government is conducting awareness workshops with experts to encourage farmers to also plant onion crops. The state has been categorised based on the three components of soil condition, climatic condition and facilities for irrigation to cultivate the right crop at the right place so that farmers get worth of their hard labour.

The Pashimanchal area, comprising of Bankura, Purulia, Paschim Medinipur, Birbhum and Bardhaman districts, produces most of the onion crops. Onion is cultivated twice a year – during the rainy season and during winter.
Source: Millennium Post

 

আগামী পাঁচ বছরে পেঁয়াজ উৎপাদনে স্বনির্ভর হতে চলেছে রাজ্য, আশাবাদী সরকার

রাজ্যে বার্ষিক পেঁয়াজের চাহিদা আনুমানিক ৫.৫লক্ষ মেট্রিক টন। ২০১১ সাল পর্যন্ত রাজ্য মাত্র এর ২০ শতাংশ উৎপাদন করতে পারত। গত ছয় বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের নানা উদ্যোগে উৎপাদন বেড়ে হয়েছে ৫৫ শতাংশ। এখনও ৪৫ শতাংশ পেঁয়াজ মহারাষ্ট্রের নাসিক থেকে আমদানি করতে হয়। এই হারে উৎপাদন বৃদ্ধি হলে আগামী পাঁচ বছরে রাজ্য পেঁয়াজ উৎপাদনে স্বনির্ভর হতে চলেছে।

রাজ্য সরকারকে পেঁয়াজ আমদানির পরিবহণ বাবদ অনেক টাকা গুনতে হয়। পেঁয়াজ বছরে দু’বার চাষ হয়। একবার হয় বর্ষাকালে যেগুলির রঙ হয় গাঢ় লাল ও আরেকবার চাষ হয় শীতকালে যে পেঁয়াজগুলির রঙ হয় একটু সাদাটে ও নাম সুখসাগর।

রাজ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বর্ধমানে পেঁয়াজ চাষ হয়। চাষিদের পেঁয়াজ চাষে উৎসাহিত করতে রাজ্য কৃষি দপ্তর রাজ্য জুড়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মশালা করছে ।

WB Govt to sell onions at fair price shops

In the wake of a steep rise in the price of onion, the state government has decided to sell onion at Rs.50 per kg at 49 government-run outlets in the city and on its outskirts. Soon, onions at fair price will be made available in the district markets.

The decision was taken at a meeting held by state agriculture marketing minister Arup Roy with the traders. Chief Minister Mamata Banerjee had directed traders to crack down on illegal hoarders. She also asked the task force to visit markets to ensure that people are not charged exorbitantly.

Roy said that one would be able to buy 500g packet of onion at the cost of Rs.25 per day from the government outlets.

The procedure of selling onions at fixed rate from earmarked stalls will continue till prices ease. Of the 49 outlets, 24 stalls are run by agriculture marketing department and the remaining by horticulture department.