Bengal Chief Minister Mamata Banerjee attacked the Centre for holding its policy of “unlimited export of onion”, which in turn is responsible for the hike in onion prices.
In a tweet on Thursday evening, the Chief Minister stated: “By encouraging unlimited export of onions, the Central Government has created a huge crisis in the domestic market leading to skyrocketing of onion prices.”
Stating the quantity of onion that is exported, she maintained in the tweet: “In 2016, export of onions was 7 LMT. In 2017, it went up to 12 LMT. Now, to defuse the crisis, the Central Government is planning to import onions.”
Criticising the Centre for such an unplanned move, Banerjee stated: “Imagine the farce and how such an unplanned action has put the common people in great distress. “Look before you leap’ seems to be a forgotten thing now.”
She also slammed the Centre over GDP figures. “GDP figures out. Again no growth. No jobs.Effects of note ban scam & unplanned GST continue to damage economy. Only talking. No performance. Last year Q2 GDP growth was 7.5% and this year it is 6.3%. This Govt only bhashan, no action.”
পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কেন্দ্রের ভুল নীতির জন্য পেঁয়াজের দাম ক্রমশ বাড়ছে। চারদিকে সঙ্কট তৈরি হয়েছে। ভাষণসর্বস্ব সরকারের কোনও কাজ নেই।
বৃহস্পতিবার এভাবেই টুইটে প্রতিবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।তাঁর অভিযোগ, পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে কেন্দ্রের কোনও নির্দিষ্ট নীতি না থাকার ফলে যা হওয়ার তা–ই হয়েছে। সঙ্কটের মূল কারণ এটাই। রপ্তানির ক্ষেত্রে কোনও নিয়ন্ত্রণ ছিল না বলে মুখ্যমন্ত্রী মনে করেন।
যাঁরা রপ্তানি করেন, তাঁদের অবাধ সুযোগ করে দেওয়া হয়েছে। যার ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম আকাশছোঁয়া হয়েছে। এই সঙ্কট তৈরি করেছে কেন্দ্রের সরকার। এর ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। তাঁদের দুর্দশা কমাতে কেন্দ্র নাকি পেঁয়াজ আমদানি করবে। এটা প্রহসন ছাড়া আর কিছু নয়।
মুখ্যমন্ত্রী বলেছেন, ২০১৬ সালে পেঁয়াজ রপ্তানি করা হয়েছিল ৭ লক্ষ মেট্রিক টন। ২০১৭–য় তা বেড়ে দাঁড়িয়েছে ১২ লক্ষ মেট্রিক টনে। সাধারণ মানুষকে দুর্দশার মধ্যে ফেলে দিয়েছে কেন্দ্র।
এদিন কেন্দ্রের সমালোচনা করে তিনি বলেছেন, এই সরকারের নির্দিষ্ট কোনও পরিকল্পনা নেই। মমতা এদিন কেন্দ্রের জিডিপি নিয়েও সমালোচনা করেছেন। বলেছেন, জিডিপি–র পরিসংখ্যান নেই। উৎপাদন নেই। চাকরি নেই। নোটবন্দীর মতো বড় কেলেঙ্কারির প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর।পরিকল্পনাহীন জিএসটি ক্রমাগত দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। কাজ না করে এই সরকার শুধু ভাষণ দিচ্ছে। মমতা এ–ও উল্লেখ করেছেন, গত বছর জিডিপি ছিল ৭.৫ শতাংশ। এবার তা কমে হয়েছে ৬.৩ শতাংশ।