Bengal Govt to upgrade sub-health centres, recruit more than 5,000 nurses

The Bengal Government has decided to substantially upgrade the 10,357 sub-health centres in the state. Each sub-health centre will be turned into a ‘Health and Wellness Centre’, where staff nurses will be on duty along with doctors. Hence, 5,250 staff nurses will be recruited for the project.

As many as 12 health facilities, including ENT, dental, eye, ante- and post-natal treatments, and treatment of communicable diseases will become possible once the sub-health centres get upgraded.

It may be mentioned that under Chief Minister Mamata Banerjee, who is also the Health Minister, the State-run hospitals have improved immensely; the infrastructure has been developed manifold to ensure better service to the people.

Source: Millennium Post

Bengal Govt to appoint 10,000 nurses as CHOs in district health centres

Bengal Government has decided to recruit 10,000 nurses who would be imparted special training on how to treat patients during an emergency.

According to sources in the state Health department, as many as 10,000 nurses will soon be recruited as “Community Health Officer” (CHO) in the district and sub-divisional hospitals and also health centres in districts. The recruitment would be done through various phases on a priority basis.

These CHOs would mostly be sent to villages to develop a better health infrastructure in the rural hospitals. West Bengal Health Recruitment Board will recruit these nurses after getting a final clearance from the Chief Minister.

The nurses who are willing and are already in government services can apply for the post and will have to appear in the examination.

Those clearing it will get the opportunity to undergo training. The duration of the training would be of six months the syllabus for which would be prepared by IGNOU. On the completion of the course, a certificate would be given to the candidates.

In the first phase, more than 200 CHOs would be recruited in the village health centres on a priority basis.

 

এবার জেলায় ১০,০০০ নার্স নিয়োগ করবে রাজ্য

জেলায় জেলায় স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে আরও জোর দিল রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে জেলা ও মহকুমার সরকার চালিত হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের জন্য তারা ১০,০০০ নার্সকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করবে।

স্বাস্থ্য দপ্তর আগামী চার-পাঁচ বছরে বিভিন্ন পর্যায়ে মোট ১০,০০০ নার্সকে নিয়োগ করবে কমিউনিটি হেলথ অফিসার হিসেবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেলেই ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। গ্রামীণ হাসপাতালগুলির স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য বেশীর ভাগ কমিউনিটি হেলথ অফিসারদের গ্রামাঞ্চলে পাঠানো হবে।

যে সকল নার্সরা ইতিমধ্যেই সরকারি হাসপাতালে কিংবা স্বাস্থ্য কেন্দ্রে কাজ করেন, এবং কমিউনিটি হেলথ অফিসার হতে ইচ্ছুক, তারা আবেদন করতে পারেন; তাদের একটি পরীক্ষাও দিতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা বিশেষ প্রশিক্ষণ নিতে পারবেন। এই প্রশিক্ষণের মেয়াদ ছয় মাস; পাঠ্যক্রম তৈরী করবে ইগনোউ। প্রশিক্ষণ সম্পন্ন হলে সার্টিফিকেট দেওয়া হবে কৃতীদের।

প্রথম দফায় জরুরী ভিত্তিতে ২০০ জন কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করা হবে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে।