The residents of Raipara village under Nadia’s Chakdah police station are now earning much more by making fly ash bricks, thanks to an initiative of the innovative methods taken up by the Trinamool Government on implementation of the 100 Day Work scheme.
The district administration has started the country’s second eco-friendly brick manufacturing project in Nadia. Around 56 tribal families of Raipara in Silinda-1 gram panchayat under Chakdah block in Nadia have benefited owing to this project under NREGA. So, while their children couldn’t go to school for lack of money a year ago, now they can and are getting three meals a day. Interestingly, all the workers involved in this project are women.
The country’s first such project was set up in Bankura. West Bengal Chief Minister Mamata Banerjee had asked the officials of the panchayat and rural development department to start schemes that will help economically challenged families.
The fly ash comes from Bandel Thermal Power Station. Along with it, sand, lime and gypsum are used to produce bricks and pavement tiles. Thirty lakh bricks will be produced annually and the production cost of each brick is Rs 2 and 6 paisa. These types of bricks are used to construct rural roads and the excess ones are sold for Rs 4 each, which is even cheaper than the bricks available in the market. The workers who are participating in this project are members of a self-help group (SHG). Another SHG has been formed in Ghoramara in Silinda-2 panchayat.
Fifty per cent of these fly ash bricks are bought by the Nadia administration at Rs 6 and 50 paisa. The remaining 50% bricks are kept for those families who are below poverty line. They can buy them for Rs 4 (for each brick). Sixty-five per cent of the profit goes to the members of the self-help group.
Reportedly, the self-help group in Raipara is making a profit every month. Besides this, every member is also getting a labour charge of Rs 174 as per the 100 days scheme.
The project was started in November 2015. About Rs 6.5 lakh is needed to buy a brick manufacturing machine. The Nadia administration has already bought two such machines for the project. To set up a brick kiln, one needs about Rs 24 lakh.
News Source: HT, Kolkata, Image representative
দিদির দেখানো পথে এগিয়ে ১০০ দিনের কাজে সাফল্য নদীয়ার এই গ্রামের
নদিয়ার চাকদহ পুলিশ স্টেশনের অন্তর্গত রায়পাড়া গ্রামের বাসিন্দারা বর্তমানে ইট তৈরি করে ভাল রোজগার করছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের ১০০ দিনের প্রকল্পের অধীনে এটি একটি অভিনব প্রয়াস।
জেলা প্রশাসন নদীয়ায় দেশের দ্বিতীয় ইকো বান্ধব ইট উত্পাদন প্রকল্প শুরু করেছে। নারেগা প্রকল্পের অধীনে চাকদহ ব্লকের শিলিণ্ডা-১ গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া গ্রামের ৫৬ টি আদিবাসী পরিবার উপকৃত হয়েছে। একবছর আগে টাকার অভাবে তাদের ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করতে যেতে পারত না, এখন তারা স্কুলে যেতে পারছে এবং দিনে তিন বেলা খেতে পাচ্ছে। মজার ব্যাপার হলো, এই প্রকল্পের সাথে জড়িত সব শ্রমিকই হলেন মহিলা।
দেশের মধ্যে প্রথম বাঁকুড়ায় এইধরনের প্রকল্প চালু হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের কর্মকর্তাদের অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জ পরিবারকে সাহায্য করবে এই ধরনের প্রকল্প শুরু করার নির্দেশ দেন।
ফ্লাই অ্যাশ আসে ব্যান্ডেলের থার্মাল পাওয়ার স্টেশন থেকে। এর সঙ্গে বালি, লাইম, জিপসাম মিশিয়ে ইট এবং ফুটপাথের টাইলস তৈরি করা হয়। বার্ষিক ৩০ লক্ষ ইট উত্পাদিত হবে এবং প্রতিটি ইটের উৎপাদন খরচ ২ টাকা এবং ৬পয়সা। এই ধরনের ইট গ্রামীণ সড়ক নির্মাণে ব্যবহার করা হয়। বাড়তি ইটগুলি প্রতিটি ৪ টাকায় বিক্রি করা হয়, যা বাজারে বিক্রি হওয়া ইটের তুলনায় অনেক সস্তা।
যারা এই প্রকল্পে অংশগ্রহণ করেছে তারা সকলেই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। শিলিণ্ডা-২ গ্রাম পঞ্চায়েতের ঘোরামারায় আরও একটি স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে।
এই ধরনের ৫০ শতাংশ ইট প্রশাসন ৬ টাকা ৫০ পয়সায় কেনে। অবশিষ্ট ৫০% ইট দারিদ্রসীমার নীচে থাকা পরিবারের জন্য রাখা হয়। তারা ৪টাকায় (প্রতিটি ইট) ইটগুলি কিনতে পারে। লাভের ৬৫ শতাংশ যায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাছে।
রিপোর্ট অনুযায়ী রায়পারার স্বনির্ভর গোষ্ঠী প্রত্যেক মাসে বেশ লাভ করছে। এর পাশাপাশি, ১০০ দিনের প্রকল্প অনুযায়ী প্রত্যেক সদস্য ১৪৭ টাকা করে লেবার চার্জ পাচ্ছেন।
২০১৫ সালের নভেম্বর মাসে এই প্রকল্পটি শুরু হয়েছিল। ইট তৈরির মেশিন কেনার জন্য প্রায় ৬.৫ লাখ টাকা প্রয়োজন। নদিয়া প্রশাসনিক কর্তারা এধরনের দুটি মেশিন কিনেছেন। এক একটি ইটভাটা তৈরি করতে প্রায় ২৪ লক্ষ টাকা প্রয়োজন।