Bengal Panchayat Dept sets target of creating 25 Cr man-days in 2018-19

The State Panchayats and Rural Development Department has set a target of creating 25 crore man-days for financial year (FY) 2018-19. The decision was taken at a recent high-level meeting attended by all senior officials of the department.

It was also decided that the state’s panchayats will have to ensure livelihood for 10 lakh families, mainly for the women associated with the self-help groups under the National Rural Employment Guarantee Act (NREGA) Scheme. Thus, every gram panchayat will have to make provision for livelihood of 300 families on an average.

Every panchayat will also have to take steps for the revival of rivers and underground reservoirs that have dried up. Stress will have to be laid on afforestation and maintenance of trees.

Since coming to power in 2011, Chief Minister Mamata Banerjee has given emphasis on rural development and in the past seven years, Bengal has made remarkable progress in the construction of rural roads and in 100 days’ work under NREGA.

Incidentally, Mamata Banerjee announced at an administrative review meeting on March 26 that South 24 Parganas has become the number one district in the country with regard to the implementation of 100 days’ work.

 

২০১৮-১৯ কর্মবর্ষে ২৫ কোটি কর্মদিবস তৈরী করবে পঞ্চায়েত দপ্তর

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৮-১৯ সালের জন্য ২৫ কোটি কর্ম দিবস তৈরীর সিদ্ধান্ত নিয়েছে। জিটিএ, শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং সমস্ত জেলাপরিষদকে এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছে দপ্তর। এই উদ্যোগের মাধ্যমে ১০ লক্ষ পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করবে পঞ্চায়েত। মূলত উপকৃত হবেন ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

প্রতিটি গ্রাম পঞ্চায়েতেকে অন্তত ৩০০ পরিবারের জন্য জীবিকা নির্ধারণ করতে হবে। এলাকায় যদি কোনও মৃত নদী থাকে, সেটার পুনরুজ্জীবন করতে হবে। বৃক্ষরোপণ ও গাছের রক্ষণাবেক্ষণে নজর দিতে হবে।

উল্লেখ্য, গত সাত বছরে ১০০ দিনের কাজে এবং গ্রামীণ সড়ক নির্মাণে বাংলা নজিরবিহীন কাজ করেছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা ১০০ দিনের কাজে দেশের সেরা হয়েছে।

Source: Millennium Post

 

Manufacturing sector grows by 9.27% in Bengal, higher than national average

Over the last two years, Bengal has achieved a lot in terms of manufacturing and investment under the leadership of Chief Minister Mamata Banerjee.

According to data supplied by all the industry-related departments of the State Government, during financial year (FY) 2016-17, production has increased by 9.27 per cent, in contrast to the all-India growth of 7.91 per cent. Recently, a Central Government report put Bengal in the top position in terms of ‘Ease of Doing Business’.

Another area where Bengal is number one in the country is the number of man-days created as a result of employment generation through NREGA, popularly known as the 100 Days’ Work Scheme. The State created 144 crore man-days.

To make it easier for investors, the State Government brought about the Silpa Sathi Scheme. This scheme has created a single-window entry for investors. It has also brought about G2B, that is, Government-to-business, services.

In 2017, the State Government spent Rs 123 crore in creating and upgrading industrial parks and growth centres.
A deep-sea port is coming up in Tajpur. For a shipbuilding-cum-repairing yard in Kulpi, 5,603 acres have been allotted.

In Purulia, for a cement grinding plant and a 20 megawatt (MW) power plant of Shree Cement, 9,823 acres have been allotted. A plot of 89 acres has been granted to Gagan Ferrotech in Bardhaman for a 12 MW and an 8 MW power plant.

In the 2018-19 Budget, the Government has allotted Rs 98,657 crore towards industry, commerce and investment.

 

অভ্যন্তরীণ শিল্পে উৎপাদন বৃদ্ধি ৯.২৭%, সৃষ্টি হয়েছে ১৪৪ কোটি কর্মদিবস

বিগত দুবছরে পশ্চিমবঙ্গে শিল্প উৎপাদন ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যাপক সাফল্য মিলেছে। রাজ্য সরকারের শিল্প সংক্রান্ত দপ্তরগুলির পরিসঙ্খ্যানে দেখা যাচ্ছে, অভ্যন্তরীণ শিল্প উৎপাদন ২০১৬-১৭তে বৃদ্ধি পেয়েছে ৯.২৭ শতাংশ। গোটা দেশে এই বৃদ্ধির হার ৭.৯১ শতাংশ।

বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি করার জন্য রাজ্য প্রথম স্থান অর্জনের স্বীকৃতি পেয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে থেকে। শ্রম দপ্তরের পরিসংখ্যানের দাবি, একশো দিনের কর্মনিশ্চয়তা প্রকল্পে রাজ্যে ১৪৪ কোটি শ্রমদিবস সৃষ্টি হয়েছে। যা দ্বারা দেশের মধ্যে সর্বাধিক।

বন্ধ কলকারখানার শ্রমিকদের জন্য কর্মনিজুক্তিতে সুযোগ বৃদ্ধিতে উদ্দেশ্যে তাঁদের দক্ষতা বিকাশ সংক্রান্ত প্রশিক্ষণের জন্য প্রত্যেককে ১২ হাজার টাকা করে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর পাশাপাশি পাঠক্রমের জন্য বেতন ও প্রশিক্ষণ ব্যয়ও সরকার বহন করছে।

গত বছর থেকেই রাজ্যে শিল্পে বিনিয়োগের পথকে সহজ করতে শিল্পসাথী প্রকল্পে এক জানালা পোর্টাল শুরু করা হয়েছে। যা ব্যবসা, শিল্প সরলীকরণ ও সম্প্রসারণের কাজে সাহায্য করবে। এর পাশাপাশি শুরু হয়েছে জিটুবি পরিষেবা।

২০১৭-তে রাজ্যে ১২৩ কোটি টাকা ব্যয়ে শিল্প পার্ক উন্নয়ন ও গ্রোথ সেন্টার গড়ে তোলা হয়েছে। তাজপুরে তৈরী হচ্ছে গভীর সমুদ্রবন্দর। কুলপিতে জাহাজ নির্মাণ ও মেরামতির কারখানা এবং বন্দরে পণ্য পরিবহনের জন্য ৫৬০৩ একর জমি দেওয়া হয়েছে। পুরুলিয়ার রঘুনাথপুরে সিমেন্ট গ্রাইন্ডিং কারখানা ও ২০ মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্পের জন্য ৯৮৩২ একর জমি বরাদ্দ করা হয়েছে। বর্ধমানে ১২ মেগা ওয়াট ছাড়াও আরও ৮ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৮৯ একর জমি দেওয়া হয়েছে।

২০১৮-১৯ রাজ্য বাজেটে শিল্প, বাণিজ্য ও উদ্যোগ সংস্থা বিভাগের জন্য অর্থমন্ত্রী বরাদ্দ করেছেন ৯৮৬৫৭ কোটি টাকা।

Source: Dainik Jugasankha

 

For garbage disposal, Bengal a model for the whole country

The way the Trinamool Congress Government has used the 100 Days’ Work Scheme (NREGA) in the service of garbage disposal by the panchayats has become a role model for the country. The Union Rural Development Ministry has sent instructions to the state and union territory governments to study and implement the Bengal model.

The solid waste management system that the panchayats have implemented is both health-friendly and environment-friendly. As an example, the union ministry has held up the solid waste disposal practiced in Hemtabad gram panchayat (GP) in Uttar Dinajpur district.

Bengal has also been acknowledged by the Centre as being the best in implementing the 100 Days’ Work Scheme. Be it making flyash bricks or growing orchards or effectively disposing garbage or so many other things, the State Government, under the leadership of Chief Minister Mamata Banerjee has been extremely effective in using the scheme to benefit people in even the farthest corners of the state.

 

জঞ্জাল অপসারণ করে দেশের মডেল এ রাজ্য

গ্রামীণ এলাকায় জঞ্জাল অপসারণের কাজে পশ্চিমবঙ্গকেই দেশের ‘রোল মডেল’ করতে চাইছে কেন্দ্রীয় সরকার৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে ভাবে ১০০ দিনের কাজের প্রকল্পে পঞ্চায়েতে জঞ্জাল অপসারণের নয়া দিশা দেখিয়েছে , তা সারা দেশে ছড়িয়ে দিতে চায় কেন্দ্রীয় সরকার৷ তার জন্য সব রাজ্যের কাছে লিখিত নির্দেশিকা পাঠিয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রক৷ কেন্দ্রীয় এই নির্দেশিকায় জানানো হয়েছে , বিভিন্ন রাজ্যের কঠিন বর্জ্য নিষ্কাশন পদ্ধতি খতিয়ে দেখে পশ্চিমবঙ্গকেই দেশের আদর্শ মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে৷

পঞ্চায়েতমন্ত্রী বলেন , ‘১০০ দিনের কাজে প্রকল্পে সারা দেশের মধ্যে আমরা সবার শীর্ষে রয়েছি৷ তার জন্য পুরস্কারও পেয়েছি৷ ১০০ দিনের কাজের প্রকল্পে কনভার্জেন্সেও আমরা প্রথম৷ শুধু গ্রামের কঠিন বর্জ্য নিষ্কাশনই নয় , ১০০ দিনের কাজের কর্মীরা ফ্লাই অ্যাশের ইটও তৈরি করছেন৷ ফলের বাগান বানানো হয়েছে৷ আমাদের কাজকে স্বীকৃতি না দিয়ে পারছে না কেন্দ্রীয় সরকার৷’

Source: Ei Samay

Bengal again no. 1 in 100-Days’ Work

Another feather has been added to the cap of Bengal as the State has recently been declared the country’s number one in 100-Days’ Work, in the aspect of convergence and livelihood augmentation, for financial year 2015-16.

This was conveyed to the State Government by the Union Ministry of Rural Development on June 2. The fact was announced to by Chief Minister Mamata Banerjee in a Facebook post.

This is not the first time though. Bengal has consistently performed very well in the 100-Days’ Work Scheme, formally known as Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme.

Another achievement, along with being overall number one, is that the districts of Nadia and Cooch Behar have won awards under different categories for performing especially well.

The way Mamata Banerjee and her Government has driven the scheme forward in the State and, as a result, brought a huge change to the rural landscape of Bengal has been acknowledged as exemplary across the country.

 
The full text of the Facebook post is given below:

Bengal does it again!

We are No.1 in the country in 100-days work on convergence and livelihood augmentation for financial year 2015-16, as per announcement of the Ministry of Rural Development, Government of India yesterday.

Also among the districts in the country for awards under various categories of 100-days work are our Nadia and Cooch Behar districts.

Congratulations and best wishes to all.

Click here to visit the page

 

১০০ দিনের কাজে ১ নম্বরে বাংলা

১০০ দিনের কাজে আর একবার সাফল্য অর্জন করল রাজ্য। ২০১৫-১৬ অর্থবর্ষে ১০০ দিনের কাজের খাতে বরাদ্দ অর্থসম্পদের যথোপযুক্ত ব্যবহার ও সম্পদ বৃদ্ধির হিসাবে দেশের সব রাজ্যকে পিছনে ফেলে এক নম্বরে পশ্চিমবঙ্গ। শুক্রবার এ বিষয়ে ঘোষণা করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।

মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে বরাবরই ১০০ দিনের কাজের খাতে বরাদ্দ অর্থ যথোপযুক্ত ব্যবহার করায় শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ। আবারও এই ঐতিহ্য বজায় রাখা সম্ভব হয়েছে।

এই উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফেসবুকে মুখ্যমন্ত্রী লেখেন, “আর একবার আমরা এক নম্বরে”।

মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্ট পড়তে এখানে ক্লিক করুন

 

 

 

Bengal Govt sets record in 100 Days’ Work

The Bengal Government has set a record in the 100 Days’ Work Scheme by creating 33 per cent more man-days during financial year 2016-17, the highest increase in the country. Almost 24 crore more man-days were created during the year.

Another record was the number of women employed in the scheme, set up under MGNREGA. In the last financial year, 46.46 per cent of the workforce in Bengal comprised of women.

Enthused by this record-breaking performance, the Panchayats and Rural Development Department has set a target of 23 lakh man-days for financial year 2017-18.

Most of the workers were engaged in irrigation-related work. More people are planned to be engaged in this type of work in the next financial year.

Over the last few years, the Mamata Banerjee-led Trinamool Congress Government has consistently performed well in the 100 Days’ Work Scheme and this is just the latest feather in the cap.

 

শ্রমদিবস বাড়িয়ে ১০০ দিনের কাজে ‘রেকর্ড’ গড়ল বাংলা

২০১৬-১৭ অর্থবর্ষে ৩৩ শতাংশ বেশি শ্রমদিবস তৈরী করে সারা দেশে ১০০ দিনের কাজে রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ সরকার। উল্লেখযোগ্যভাবে এই অর্থবর্ষে প্রায় ২৪ কোটি শ্রমদিবস তৈরী হয়েছে৷

নারীশক্তিরও ক্ষমতায়ন হয়েছে৷ তথ্য অনুযায়ী, গ্রামের কাজে পুরনো রেকর্ড ভেঙে এবারই বিগত বছরগুলির তুলনায় সর্বাধিক মহিলা MGNREGA প্রকল্পে কাজ পেয়েছেন৷ রাজ্যে পঞ্চায়েত ভোটের আগের বছরে নারী ক্ষমতায়নের নতুন নজির এটি৷ এবার নিযুক্ত মোট কর্মীর মধ্যে ৪৬.৪৬ শতাংশই মহিলা।

রাজ্যের সাফল্যের কারণে চলতি অর্থবর্ষে লক্ষ্যমাত্রাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে ২৩ কোটি শ্রমদিবস তৈরি করার ‘টার্গেট’ রয়েছে।

মূলত সেচের কাজে এই কর্মীদের যুক্ত করা হয়েছে৷ এবার আরও মানুষকে এই কাজে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য।

গত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল কংগ্রেস ১০০ দিনের প্রকল্পের কাজের ক্ষেত্রে ভালো পারফর্ম করছে এবং এরসঙ্গে এক নতুন পালক যোগ হল তার মুকুটে।

 

 

Bengal Panchayat Dept steps up to utilise schemes for rural populace

Series of schemes taken up by the West Bengal Panchayat and Rural Development department in the past five years to make rural populace economically self reliant have created wonders and have changed the quality of life of thousands of people throughout the state.

People coming from economically challenged background who never dreamt of becoming economically independent are earning money by doing fish cultivation or by manufacturing bricks from fly ash. Even the residents of leper colony in Bankura who got cured but used to earn livelihood by begging because of social stigma are on the way to achieve self reliance through mango and vegetable cultivation in Bankura.

The good work of the department has been accepted by the ministry of Rural Development and in recognition the Centre has given an award early this year. It may be mentioned Nadia has become country’s first Open Defecation Free (ODF) district.

The district is going ahead of other districts in generating quality horticulture produce like gerbera flowers, capsicum under shed-net house and poly house by using NREGA fund. Two gram panchayats, Dharmada and Bilwagram Gram under Nakashipara block have become specialists in this field.

Large numbers of poly house, shed-net houses have been constructed. Since 2015-16 financial year, construction of poly houses in 7 organic villages has been made possible by rightly using the schemes.

 

গ্রামের মানুষের জন্য পঞ্চায়েত দপ্তরের বেশ কিছু নয়া উদ্যোগ

গত পাঁচ বছরের মধ্যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর দ্বারা গৃহীত প্রকল্প গুলি গ্রামীণ জনসাধারণকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করেছে এবং এর ফলে রাজ্য জুড়ে হাজার হাজার মানুষ জীবনযাত্রার মান বদলে গেছে।

আর্থিকভাবে পিছিয়ে পরা মানুষ যারা কখনো অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার স্বপ্ন দেখত না তারা এখন মাছ চাষ করছেন, ইট উত্পাদন করে টাকা উপার্জন করছেন।

দপ্তরের ভাল কাজ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক দ্বারা গৃহীত হয়েছে এবং স্বীকৃতিস্বরূপ  এই বছরের গোড়ার দিকে এই বিভাগ একটি পুরস্কারও পেয়েছে। এটা উল্লেখযোগ্য,  যে নদীয়া দেশের প্রথম ODF জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এনআরইজিএ তহবিল ব্যবহার করে নদিয়া জেলায় শেড-নেট হাউস এবং পলি হাউসে উন্নত মানের গ্যারবেরা ফুল ও ক্যাপসিকামের উৎপাদনের ওপর জোর দেওয়া হচ্ছে।  নাকাশিপাড়া  ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত ধর্মদা এবং বিল্বগ্রাম এই কাজের জন্য উল্লেখযোগ্য।

অনেকগুলি পলি হাউস নির্মাণ করা হয়েছে। ২০১৫-১৬ আর্থিক বছরে ৭টি  অরগ্যানিক ভিলেজে অনেকগুলি পলি হাউস নির্মাণ সম্ভব হয়েছে।

 

NREGA: West Bengal surpasses target of person-days

West Bengal has created more than six crore person-days of work over and above the target set for the financial year 2015-16, under MGNREGS.

This was revealed in the performance report for the project, titled ‘Performance, Initiatives and Strategies FY 2015-16 and FY 2016-17,’ released recently by the Union Ministry of Rural Development.

The State created 28,65,000 person-days of work under MGNREGS, also known as the 100 Days Work Scheme, during the last financial year, which was almost six crore above the target of 22,19,000.

The scheme is meant to create permanent infrastructure in rural regions, including the building and maintenance of roads, irrigation dams and water canals, planting of trees, building of permanent toilets, anganwadi centres, etc.

 

একশো দিনের কাজে শ্রমদিবস সৃষ্টির লক্ষ্যমাত্রা ছাপিয়ে গেল বাংলা

২০১৫-১৬ আর্থিক বছরে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্পে (এমএনআরইজিএস) লক্ষ্যমাত্রার থেকে ছ’কোটিরও বেশি শ্রমদিবস সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জারি পারফরম্যান্স রিপোর্ট থেকে এই তথ্য জানা যাচ্ছে।

পারফরম্যান্স রিপোর্টে গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, লেবার বাজেটের তুলনায় অতিরিক্ত শ্রমদিবস সৃষ্টি করেছে রাজ্য সরকার।

২০১৫-১৬ আর্থিক বছরে পশ্চিমবঙ্গের জন্য একশো দিনের প্রকল্পে ২২ কোটি ১৯ লক্ষ শ্রমদিবস মঞ্জুর করেছিল কেন্দ্র। এই আর্থিক বছরে পশ্চিমবঙ্গের একশো দিনের প্রকল্পে শ্রমদিবস সৃষ্টি হয়েছে ২৮ কোটি ৬৫ লক্ষ। এটা লেবার বাজেটের ১২৯ শতাংশ। ২০১৪-২০১৫ আর্থিক বছরে ১৬ কোটি ৯৬ লক্ষ শ্রমদিবস একশো দিনের প্রকল্পে সৃষ্টি হয়েছিল। অর্থাৎ এক বছরের মধ্যে রাজ্য প্রায় ১২ কোটির বেশি শ্রমদিবস সৃষ্টি করতে পেরেছে।

২০১৫-২০১৬ আর্থিক বছরের বাজেটে এই প্রকল্পের জন্য রাজ্য সরকার দেড়শো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।

এই প্রকল্পের আওতায় গড়ে প্রতি পরিবার কাজ পেয়েছে ৪৬ দিন। প্রত্যেকের মজুরি ১৬৯ টাকা।

এই প্রকল্পের মাধ্যমে গ্রামে স্থায়ী সম্পদ সৃষ্টির উপর জোর দেওয়া হচ্ছে। সড়ক ও সেচ বাঁধ নির্মাণ, জলাশয় সৃষ্টি ও সংস্কার, বনসৃজন প্রভৃতির পাশাপাশি গ্রামের বাড়িতে শৌচাগার তৈরি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ প্রভৃতি প্রকল্প এর আওতায় আসার পরিকল্পনা রয়েছে।

 

 

 

Implementing the 100 Days Work scheme in Didi’s way bring smile into Nadia villagers

The residents of Raipara village under Nadia’s Chakdah police station are now earning much more by making fly ash bricks, thanks to an initiative of the innovative methods taken up by the Trinamool Government on implementation of the 100 Day Work scheme.

The district administration has started the country’s second eco-friendly brick manufacturing project in Nadia. Around 56 tribal families of Raipara in Silinda-1 gram panchayat under Chakdah block in Nadia have benefited owing to this project under NREGA. So, while their children couldn’t go to school for lack of money a year ago, now they can and are getting three meals a day. Interestingly, all the workers involved in this project are women.

The country’s first such project was set up in Bankura. West Bengal Chief Minister Mamata Banerjee had asked the officials of the panchayat and rural development department to start schemes that will help economically challenged families.

The fly ash comes from Bandel Thermal Power Station. Along with it, sand, lime and gypsum are used to produce bricks and pavement tiles. Thirty lakh bricks will be produced annually and the production cost of each brick is Rs 2 and 6 paisa. These types of bricks are used to construct rural roads and the excess ones are sold for Rs 4 each, which is even cheaper than the bricks available in the market. The workers who are participating in this project are members of a self-help group (SHG). Another SHG has been formed in Ghoramara in Silinda-2 panchayat.

Fifty per cent of these fly ash bricks are bought by the Nadia administration at Rs 6 and 50 paisa. The remaining 50% bricks are kept for those families who are below poverty line. They can buy them for Rs 4 (for each brick). Sixty-five per cent of the profit goes to the members of the self-help group.

Reportedly, the self-help group in Raipara is making a profit every month. Besides this, every member is also getting a labour charge of Rs 174 as per the 100 days scheme.

The project was started in November 2015. About Rs 6.5 lakh is needed to buy a brick manufacturing machine. The Nadia administration has already bought two such machines for the project. To set up a brick kiln, one needs about Rs 24 lakh.

 

News Source: HT, Kolkata, Image representative

 

দিদির দেখানো পথে এগিয়ে ১০০ দিনের কাজে সাফল্য নদীয়ার এই গ্রামের

নদিয়ার চাকদহ পুলিশ স্টেশনের অন্তর্গত রায়পাড়া গ্রামের বাসিন্দারা বর্তমানে ইট তৈরি করে ভাল রোজগার করছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের ১০০ দিনের প্রকল্পের অধীনে এটি একটি অভিনব প্রয়াস।

জেলা প্রশাসন নদীয়ায় দেশের দ্বিতীয় ইকো বান্ধব ইট উত্পাদন প্রকল্প শুরু করেছে। নারেগা প্রকল্পের অধীনে চাকদহ ব্লকের শিলিণ্ডা-১ গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া গ্রামের ৫৬ টি আদিবাসী পরিবার উপকৃত হয়েছে। একবছর আগে টাকার অভাবে তাদের ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করতে যেতে পারত না, এখন তারা স্কুলে যেতে পারছে এবং দিনে তিন বেলা খেতে পাচ্ছে। মজার ব্যাপার হলো, এই প্রকল্পের সাথে জড়িত সব শ্রমিকই হলেন মহিলা।

দেশের মধ্যে প্রথম বাঁকুড়ায় এইধরনের প্রকল্প চালু হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের কর্মকর্তাদের অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জ পরিবারকে সাহায্য করবে এই ধরনের প্রকল্প শুরু করার নির্দেশ দেন।

ফ্লাই অ্যাশ আসে ব্যান্ডেলের থার্মাল পাওয়ার স্টেশন থেকে। এর সঙ্গে বালি, লাইম, জিপসাম মিশিয়ে ইট এবং ফুটপাথের টাইলস তৈরি করা হয়। বার্ষিক ৩০ লক্ষ ইট উত্পাদিত হবে এবং প্রতিটি ইটের উৎপাদন খরচ ২ টাকা এবং ৬পয়সা। এই ধরনের ইট গ্রামীণ সড়ক নির্মাণে ব্যবহার করা হয়। বাড়তি ইটগুলি প্রতিটি ৪ টাকায় বিক্রি করা হয়, যা বাজারে বিক্রি হওয়া ইটের তুলনায় অনেক সস্তা।

যারা এই প্রকল্পে অংশগ্রহণ করেছে তারা সকলেই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। শিলিণ্ডা-২ গ্রাম পঞ্চায়েতের ঘোরামারায় আরও একটি স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে।

এই ধরনের ৫০ শতাংশ ইট প্রশাসন ৬ টাকা ৫০ পয়সায় কেনে। অবশিষ্ট ৫০% ইট দারিদ্রসীমার নীচে থাকা পরিবারের জন্য রাখা হয়। তারা ৪টাকায় (প্রতিটি ইট) ইটগুলি কিনতে পারে। লাভের ৬৫ শতাংশ যায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাছে।

রিপোর্ট অনুযায়ী রায়পারার স্বনির্ভর গোষ্ঠী প্রত্যেক মাসে বেশ লাভ করছে। এর পাশাপাশি, ১০০ দিনের প্রকল্প অনুযায়ী প্রত্যেক সদস্য ১৪৭ টাকা করে লেবার চার্জ পাচ্ছেন।

২০১৫ সালের নভেম্বর মাসে এই প্রকল্পটি শুরু হয়েছিল। ইট তৈরির মেশিন কেনার জন্য প্রায় ৬.৫ লাখ টাকা প্রয়োজন। নদিয়া প্রশাসনিক কর্তারা এধরনের দুটি মেশিন কিনেছেন। এক একটি ইটভাটা তৈরি করতে প্রায় ২৪ লক্ষ টাকা প্রয়োজন।

Nirmal Bangla: Leading the way in India

Rural Bengal has progressed tremendously under the Trinamool Congress Government over the past five years. Panchayats are the agents through which the government’s development programmes for the rural populace are implemented.

One  programme in which the State has performed very well and has received glowing commendations is Mission Nirmal Bangla.

Mission Nirmal Bangla

Mission Nirmal Bangla has been a revolutionary scheme of the West Bengal Government, aimed at making the State open defecation free (ODF), and it has had a great success. In 2014-15 alone, the State’s Individual Household Latrines (IHHL) count was 8.47 lakh, the highest in the country.

Among the top four districts in the country, in terms of making them ODF (counted on the basis of the construction of individual toilets), Nadia is at number one position and is immediately followed by Hooghly and Bardhaman.

In record time, Nadia district has reached out to all the households and constructed more than 3.47 lakh toilets to ensure that everyone in the district has got access to sanitation.

The project has achieved for West Bengal milestones which are the pride not only of India but internationally too. The Trinamool Congress Government has made the State really proud.

 

‘নির্মল বাংলা’: ভারতবর্ষের এক অনন্য মডেল

গত পাঁচ বছরে তৃণমূল কংগ্রেসের আমলে গ্রামবাংলার মানুষ উন্নয়নের এক নতুন আস্বাদ পেয়েছে। পঞ্চায়েতের মাধ্যমে সরকার তাদের এই উন্নয়ন কর্মসূচী বাস্তবায়িত করেছে।

মিশন নির্মল বাংলা কর্মসূচীতে রাজ্য খুব ভালো কাজ করেছে এবং  আন্তর্জাতিক স্তরেও যথেষ্ট প্রশংসা পেয়েছে।

মিশন নির্মল বাংলা

‘মিশন নির্মল বাংলা’ পশ্চিমবঙ্গ সরকারের একটি বৈপ্লবিক প্রকল্প যার লক্ষ্য রাজ্যকে ওপেন ডেফিকেশন ফ্রি করা এবং রাজ্য সরকার এক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য পেয়েছে।

২০১৪-১৫ আর্থিক বর্ষে ‘নির্মল বাংলা’ স্বাস্থ্যবিধান কর্মসূচীতে ভারত সরকারের কাছ থেকে ‘দেশ সেরার’ শিরোপা জিতেছে পশ্চিমবঙ্গ। এই কর্মসূচীতে প্রায় ৮.৪৭ লক্ষ শৌচালয় নির্মাণ হয়েছে পশ্চিমবঙ্গে, যা দেশের মধ্যে সর্বোচ্চ।

সারা দেশের পারিবারিক শৌচাগার নির্মাণের ক্ষেত্রে অগ্রগণ্য প্রথম চারটি জেলার মধ্যে তিনটি হল নদিয়া, উত্তর ২৪ পরগনা ও হুগলি ও বর্ধমান।

নদিয়া দেশের মধ্যে প্রথম উন্মুক্ত শৌচবিহীন জেলা হিসেবে পুরস্কার অর্জন করেছে। ৩.৪৭ লক্ষেরও বেশি শৌচালয় নির্মাণ হয়েছে এই জেলায়।

পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প শুধুমাত্র ভারতে নয় আন্তর্জাতিক স্তরেও খ্যাতি অর্জন করেছে। তৃণমূল কংগ্রেস রাজ্যকে গর্বিত করেছে।

 

100 Days’ Work Scheme and Nirmal Bangla: Leading the way in India

Rural Bengal has progressed tremendously under the Trinamool Congress Government over the past five years. Panchayats are the agents through which the Government’s development programmes for the rural populace are implemented.

Two programmes in which the State has performed very well and has received glowing commendations are the 100-Days Work Scheme and Nirmal Bangla.

The Panchayat and Rural Development Department has ensured more job security and creation of durable assets. The State Plan expenditure has increased over five times to Rs 38,214.14 crore during 2011-2016, as compared to that during 2006-11.

100-Days’ Work Scheme

There has been more than double the rise in the expenditure incurred under Mahatma Gandhi National Rural Employment Generations Scheme (MGNREGS), also known as the 100-Days’ Work Scheme, during 2011-15, to Rs 18,742.72 crore, as compared to that during 2007-11. A total of 95.73 crore person-days were generated during 2011-16.

The State has achieved unique milestones under this scheme. West Bengal reached its peak during 2013-14 by generating 23.15 crore person-days, the highest in the country. In 2014-15, owing to the non-availability of adequate fund from the Government of India like in the previous year, only 16.77 crore person-days could be generated although in terms of expenditure the State retained its premier position with an expenditure of Rs 4,014.89 crore and a pending liability of Rs 1,823.12 crore.

Women’s participation in MGNREGS has increased to 41%, which is an all-time high in the State. The other major achievements lie in a series of innovative activities including mango orchards in Bankura and Purulia districts, support to Indira Awas Yojana housing, cowshed, goatery and poultry sheds under Individual Benefit Schemes, reclamation of land, leading to productivity enhancement, and convergence with different programmes of other departments.

Due to an outstanding convergence model, Lego Gram Panchayat in Bankura district received a national award for overall and effective performance in MGNREGS during 2012-13. Convergence in MGNREGS is now attempted in a big way and different departments are pumping in their resources to enhance productivity through combined initiatives.

Mission Nirmal Bangla

Mission Nirmal Bangla has been a revolutionary scheme of the West Bengal Government, aimed at making the State open defecation free (ODF), and it has had a great success. In 2014-15 alone, the State’s Individual Household Latrines (IHHL) count was 8.47 lakh, the highest in the country.

Among the top four districts in the country, in terms of making them ODF (counted on the basis of the construction of individual toilets), Nadia is at the number one spot and is immediately followed by Hooghly and Bardhaman. In record time, Nadia district has reached out to all the households and constructed more than 3.47 lakh toilets to ensure that everyone in the district has got access to sanitation.

Conclusion

Thus we can see that West Bengal has made tremendous progress in rural development. It is now one of the top performers in the country.