Developments undertaken by the Fisheries Department in the last seven years

The State Fisheries Department has undertaken various programmes for the development of the fisheries sector across Bengal. It is leading a balanced approach by enhancing fish production and thus ensuring nutritious food for all. Simultaneously, it is looking after the sustainability of fisher-folk by ensuring the adoption of sustainable methods of fishing and fish production.

This approach has brought about considerable poverty alleviation. The Panchayats Department is also actively involved with the Fisheries Department on a few aspects.

Aquaculture: Bengal has achieved remarkable results in both the inland fishery and marine fishery sectors. During financial year (FY) 2017-18, the production of fish was 17.42 lakh metric tonnes (MT), a substantial increase over the 2010-11 figures, the last year of the Left Front rule.

Fish seeds: During 2017-18, production of fish seeds was 2,017.7 crore, again a big increase from 2010-11. Fingerlings, numbering 1,700 lakh, have been distributed in about 1.21 lakh water bodies from 2011-12 to 2017-18. Bengal also caters to a huge 40 per cent of the country’s demand for fish seeds.

Fish feed: Nutritionally balanced floating feed is being supplied free of cost since 2014-15. Till 2017-18, 27,000 metric tonnes (MT) of ­fish feed has been supplied to about 14,000 ­fish farmers.

Conservation of indigenous local ­fish: To conserve local indigenous fish species, steps have been taken to introduce indigenous fish (ie, pabda, saral punti, deshi tangra, mourala, chital, folui, etc.) in bheels, backyard water bodies, etc. Special emphasis has been given for increasing production of deshi magur.

Introduction of new species: Culture of many new species like silver pompano, nona tangra, cobia, chanos (milk fish) and marine crab has been introduced in brackish water during the last seven years. The culture of boroli is now also being attempted in the freshwater bodies of south Bengal.

Moyna Model and its replication:For augmenting the production of fish, a new model called Moyna Model was adopted during FY 2017-18. Its prime objective is the culture of mainly rohu, catla and mrigel at the rate of 12,000 kg (12 MT) per hectare per year in the seven districts of Cooch Behar, Murshidabad, Dakshin Dinajpur, North 24 Parganas, Nadia, Howrah and South 24 Parganas as well as in Kalyani Fish Farm in Baro Sagar Dighi (Nadia district).Model fish farms have been identified covering 90 hectares of water bodies, along with 113 progressive farmers.

Export:Achievements in the export sector have also been quite significant under the Trinamool Congress Government. From 61,709 MT of fish worth Rs 1,734 crore during FY 2011-12, the figures reached 1,04,762 MT worth Rs 4,455.74 crore during FY 2016-17.

 

Thus, Bengal is marching ahead towards not only self-sufficiency in fish production but substantial contribution towards exports too.

Get ready to buy delicious turkey kebab from Haringhata Meat

Soon, Haringhata Meat, a unit of the State Government’s West Bengal Livestock Development Corporation (WBLSDC), would be selling ready-to-eat turkey kebab. A 250 gram pack would cost Rs 180.

Turkey meat is very healthy as well as tasty, but is not widely available. Hence, the decision to sell packaged kebabs was taken.

For the last few months, WBLSDC, through its Kaviar chain of takeaway meat shops, has been selling dressed turkey meat, priced at Rs 510 per kilogram.

The kebab packs would be sold at the 10 outlets of Haringhata Meat as well as in 240 other outlets across the State. They would also be available online at Big Basket and Delybazar, with whom Haringhata Meat has agreements.

In Bengal, turkey is raised mostly in the districts of North 24 Parganas, South 24 Parganas, Nadia, Purba Medinipur, Paschim Medinipur and Hooghly.

Source: Bartaman

Kurukh, Kamtapuri, Rajbongshi, Kurmali get official language status

At the time when the Trinamool Congress Government has taken up different steps for the revival of endangered tribal languages, comes another welcome step.

With the Governor consenting to the West Bengal Official Language (Second Amendment) Bill, 2018, Kamtapuri, Rajbongshi and Kurmali have become formally accepted as official State languages. Earlier, Kurukh had achieved the status through the West Bengal Official Language (Amendment) Bill, 2018.

The State Assembly had passed the former Bill on February 28 and the latter on February 8 of this year.

These languages would be used as official languages in the districts, sub-divisions, blocks or municipalities where the speaking population exceeds 10 per cent as a whole or part of the district, like sub-division or block.

It may be mentioned that Kurukh is spoken by the Oraon tribal community. There are around 17 lakh people, who speak the language in the districts of Alipurduar, Jalpaiguri, Cooch Behar, South Dinajpur and North 24-Parganas.

 

Source: Millennium Post

Developmental activities taken up in North 24 Parganas

Over the last six-and-a-half years, the Trinamool Congress Government has undertaken large-scale developmental activities in North 24 Parganas.

Tabulated below are the important developments:

Health and Family Welfare

  • Multi/super-speciality hospitals: 2 multi/super-speciality hospitals in Bongaon and Basirhat
  • Fair-price medicine shops: 13 fair-price medicine shops at Sagar Dutta, Khardah Balaram Seva Mandir, Bhatpara, Baranagar, Habra, Panihati, Barasat, Basirhat, Bongaon, Barrackpore, Naihati, Salt Lake and Ashoknagar hospitals; buying from the fair-price shops has resulted in 43.61 lakh people getting discounts of Rs 82.49 crore
  • Fair-price diagnostic centres: 8 set up at Sagar Dutta, Barasat, Barrackpore and Basirhat hospitals
  • SNSU: 23 sick newborn stabilisation units set up at BN Bose, Baranagar, Panihati, Salt Lake, Baduria, Taki, Bagda, Madhyamgram, Minakha, Sarapol, Balaram Seva Mandir, JR Dhar, Barasat, Habra, Naihati, Sandeshkhali, Ashoknagar, Bhatpara, Amdanga, Haroa, Ghoshpur, Sendelerbil and Dhanyakuria hospitals
  • SNCU: 6 sick newborn care units set up at Sagar Dutta, Barasat, Basirhat, Bongaon, BN Bose and Habra hospitals
  • CCU/HDU: 4 critical care units and high-dependency units set up at Sagar Dutta, Barasat, Basirhat and Bongaon hospitals
  • Nurshing school: GNM (general nursing and midwifery) training school ste up at Barasat hospital
  • Amdanga Rural Hospital upgraded to 60 beds
  • Swasthya Sathi: 3.74 lakh people documented
  • Sishu Sathi: More than 900 children operated on

Education

  • Universities: State Government has set up Aliah University at a cost of Rs 263 crore in New Town; State Government has enabled establishment of 7 private universities – Amity University, Techno India University, Adamas University, JIS University, University of Engineering and Management, Brainware University, St Xavier’s University; permission granted for another private university – Sister Nivedita University
  • Government colleges: 2 government colleges set up – PR Thakur Government College, Thakurnagar, Gaighata and Dr APJ Abdul Kalam Government College, New Town, Rajarhat)
  • Ramakrishna Mission Vivekananda Centre for Human Excellence and Social Sciences, to be known as ‘Vivek Tirtha’, being set up on the model of Chicago Art Institute, where Swami Vivekananda gave his famous speeches, in Rajarhat at a cost of Rs 175 crore
  • ITI: 9 industrial training institutes being set up in Gaighata, Bagda, Haroa, Halishahar, Barasat-1, Hingalganj and Amdanga blocks
  • Polytechnic colleges: 3 being set up in Gaighata, Barrackpore and Adyapith
  • Utkarsh Bangla: More than 22,000 youths being given skills training
  • Sabooj Sathi: More than 5.94 lakh school children given bicycles
  • School upgrading: 130 Madhyamik schools upgraded to Higher Secondary
  • Mid-Day Meals: Mid-day meals being given in all schools, which has markedly improved attendance
  • Toilets: Separate toilets for boys and girls built in all schools

Land Reforms, Agriculture and Animal Resources Development

  • Nijo Griha Nijo Bhumi: More than 6,500 landless families handed over patta, and more than 9,000 agricultural and forest land patta handed over
  • Kisan Credit Cards: 94% of eligible farmer families given KCCs
  • Kisan Mandi: 9 set up in Habra, Bagda, Minakha, Hingalganj, Barrackpore, Gaighata, Basirhat-2, Deganga and Bongaon blocks
  • Hatchlings distributed: 19.31 lakh chicken and duck hatchlings distributed for rearing

Panchayats and Rural Development

  • NREGA (100 Days’ Work Scheme): 7.9 crore person-days created at an expenditure of Rs 1,762 crore
  • Rural housing: 1.7 lakh people benefitted; on January 29, 2018, it was announced that 47,277 people would be distributed houses under various schemes
  • Rural roads: About 940 km roads built under Grameen Sadak Yojana; another 990 km being built/renovated
  • Samabyathi: 14,000 people benefitted from this scheme
  • ODF: North 24 Parganas has been declared a ‘Nirmal Zila’, that is, open defecation-free (ODF); 1.83 lakh toilets built

Minorities’ Development

  • Scholarships: About 9.16 lakh students from minority communities given scholarships worth Rs 207 crore
    Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: 43,000 youths given loans worth Rs 61 crore
  • Aliah University: New 20-acre campus in New Town built at a cost of Rs 257 crore; separate girls’ and boys’ hostels, for 21,000 students, built at Rs 115 crore
  • Haj Tower: Third Haj Tower constructed in Rajarhat – can accommodate 3,000 Haj pilgrims; AC rooms for 1,200 people; parking for 100 cars and 20 buses
  • Women’s hostel: Hostel for women from minority communities in Kaikhali, named Aikatan
  • IMDP & MSDP: Rs 205 crore spent for various schemes under Integrated Minority Development Programme (IMDP) and Multi-sectoral Development Programme (MsDP) – 1,900 health sub-centres, additional classrooms, anganwadi cnetres, houses
  • Karmatirtha: 46 Karmatirthas built

Backward Classes Welfare Department

  • Shikshashree: More than 4.6 lakh students have received scholarships under the scheme
  • SC/ST/OBC certificates: More than 6.89 lakh people handed over SC/ST/OBC certificates

Women and Child Development and Social Welfare

Kanyashree: More than 4.28 lakh girls brought under the ambit of the Kanyashree Scheme; 500 to 1,000 girls per month are being given vocation training to make them self-sufficient; beneficiary students being given training in karate and provided group health check-ups

Food security

  • Khadya Sathi: As part of the scheme, almost 100% of the population of North 24 Parganas (about 78.61 lakh) being given foodgrains at Rs 2 per kg (or at half the market price)
  • Warehouse capacity: Warehouse capacity in the district increased from 2,650 metric tonnes (MT) in 2011 to 44,000 MT now

Industry

  • Industrial parks: 1 established – Rishi Bankim Industrial Park in Naihati
  • Industrial hub: 1 established in Ashoknagar
  • IT hubs: Silicon Valley Asia, on the model of Silicon Valley in Californis, being developed in Rajarhat; ITC has developed ITC Information Technology Park and ITC Green Centre – a complex of information technology and other office buildings
  • MSME: 21 MSME clusters established in the micro, small and medium enterprises sector – 16 MSME clusters and 5 khadi clusters; bank loans worth Rs 8,978 crore given
  • India’s biggest convention centre built in New Town – Biswa Bangla Convention Centre
  • Mishti Hub coming up in Basirhat
  • Textile Hub coming up in Habra
  • Mega Powerloom Cluster coming up in Ashoknagar

PWD and Transport

  • Projects completed: PWD Department has completed 288 projects like roads, bridges, etc. by investing Rs 1,924 crore
  • Bridges: Bonbidhi Setu built at Kantakhali, which has mede communication much easier between Hasnabad and Hingalganj in the Sundarbans; bridge over Ichhamati at Murighata ferry ghat
  • Roads: 1,350 km of roads built/re-built/widened; 4-lane flyover over Kazi Nazrul Islam Sarani (VIP Road)
  • Baitarani: As part of Baitarani Scheme, 23 burning ghats being renovated and 1 electric furnace constructed
  • Gatidhara: Through Gatidhara Scheme, 925 youths managed to buy vehicles for commercial use
  • Traffic awareness programmes: Safe Drive Save Life and Slow Drive Save Life traffic awareness programmes have reduced accidents by a significant number

Power – Non-renewable and Renewable Energy

  • Sabar Ghare Alo: Through implementation of Sabar Ghare Alo Scheme, 100% rural electrification has been achieved
  • Electric substations: 132 kV gas insulated substation has started functioning in Salt Lake; 400/220 kV transformers set up at Jirat substation

Irrigation

  • Dam repair: 155 km of irrigation dams have been repaired
  • Water transport: 3 ferry jetties in Dakshineswar (on the Hooghly) renovated

Public Health Engineering

  • Projects completed: Public Health Engineering Department has completed 11 of the 22 projects taken up, at a cost of Rs 37 crore.
  • Water supply: Jalochhash scheme for Madhyamgram, Barrackpore and Barasat; Jalotripti scheme for Habra and Gaighata; another for Habra and Chakla; surface water-based water supply scheme for New Town and surrounding areas

Forest and Tourism

  • Sabujshree: Saplings given to more than 1.01 lakh newborns (as per the scheme, after crossing 18 years of age, the tree will be sold and the student’s education funded out of that money)
  • Tourism: Utsadhara tourism project coming up in Barrackpore; lighting set up for Kali Temple in Dakshineswar, and also a skywalk to better access the temple; Eco-Park (Prakriti Tirtha), Nazrul Tirtha, Mother’s Wax Museum, Kolkata Gate, etc. built in New Town; floating restaurant on the Ichhamati River, Malancha tourist Lodge (on the outskirts of Kolkata) renovated by WBTDC

Labour

  • Samajik Suraksha Yojana: 7.75 lakh workers from the unorganised sector documented – of these, 1.01 lakh beneficiaries have received benefits to the tune of Rs 78 crore
  • Yuvashree: 15,500 youths given allowances under this scheme

Self-Help Group and Self-Employment

  • Anandadhara: 35,000 self-help groups set up
  • Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: About 14,000 ventures approved, for which a total grant of Rs 65 crore given

Urban Development and Town and Country Planning

  • 26 municipalities in North 24 Parganas district spent Rs 1,085 crore for developmental schemes
  • Urban housing for the poor: 43,670 people benefitted

Information and Culture

  • Lokprasar Prakalpa: More than 9,000 folk artistes getting retainer fee and pension
  • Urban beautification: Rabindra Bhavans in Khardah and Barasat renovated

Housing

  • For the economically disadvantaged: 35,000 people benefitted as part of Gitanjali and other schemes
  • Pathasathi: 8 Pathasathi motels set up for travellers (also resulting in employment for local people) in Berachanpa, Bongaon, Swarupnagar, Malancha, Basirhat, Gaighata, Petrpole and Ashoknagar.

Youth Affairs and Sports

  • Funds for clubs: More than 2,100 cubs given Rs 76 crore for promoting sports
  • Sporting infrastructure: 248 multi-gyms and 25 mini indoor stadiums set up at a cost of Rs 10.82 crore; Vivekananada Yuva Bharati Krirangan comprehensively renovated for FIFA Under-17 World Cup; National Cnetre of Excellence for football being set up in Rajarhat in collaboration with AIFF; Barasat Stadium being renovated; Sundarban Cup sports tournament being regularly held

Sundarbans Development

Sundarini: Sundarini Scheme taken up to improve the lives and livelihoods of the Sundarbans inhabitants, including health service delivery and infrastructure, promotion of open defecation-free Sundarbans, promotion of tourism, and effective packaging and branding of local products

Law and order

  • New district: State Government has taken the decision to carve a new district out of Basirhat region
  • Police commissionerates: Bidhannagar and Barrackpore Police Commissionerates set up
  • Police districts: Barasat and Basirhat police districts set up
  • Police stations: Madhyamgram, Duttapukur, Sasan and New Barrackpore police stations, and Bidhannagar,
  • Barrackpore and Barasat women police stations set up

উত্তর ২৪ পরগনা জেলার উন্নয়ন – এক নজরে

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলায়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণঃ

  • এই জেলার বনগাঁ ও বসিরহাটে গড়ে উঠেছে ২টি নতুন মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল।
  • সাগর দত্ত, ভাটপাড়া, বরানগর, হাবড়া, পানিহাটি, বারাসাত, বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর, নৈহাটী, সল্টলেক, অশোকনগর এবং খড়দহ বলরাম সেবামন্দির হাসপাতালে ১৩টি ন্যায্য মূল্যের দোকান থেকে ওষুধ কেনার ফলে, ৪৩ লক্ষ ৬১ হাজারেরও বেশী মানুষ, ৮২ কোটি ৪৯ লক্ষ টাকারও বেশী ছাড় পেয়েছেন।
  • সাগর দত্ত, বারাসাত, ব্যারাকপুর ও বসিরহাট হাসপাতালে ৮টি ন্যায্য মূল্যের ডায়াগ্নিস্টিক পরিষেবা চালু হয়ে গেছে।
  • এই জেলায় ২৩টি SNSU চালু হয়ে গেছে (বি এন বোস, বরানগর, পানিহাটি, সল্টলেক, বাদুড়িয়া, টাকী, বাগদা, মধ্যমগ্রাম, মিনাখা, সারাপোল, শ্রীবলরাম, যে আর ধর, বারাসাত, হাবড়া, নৈহাটী, সন্দেশখালি, অশোকনগর, ভাটপাড়া, আমডাঙা, হারোয়া, ঘোষপুর, সেডেলেরবিল, ধান্যকুড়িয়া হাসপাতাল)।
  • সাগর দত্ত, বারাসাত, বনগাঁ, বসিরহাট, বি এন বোস এবং হাবড়া হাসপাতালে ৬টি SNSU চালু হয়েছে।
  • সাগর দত্ত, বারাসাত, বনগাঁ, বসিরহাট হাসপাতালে ৪টি CCU/HDU চালু হয়ে গেছে।
  • বারাসাত হাসপাতালে একটি জি.এন.এম প্রশিক্ষণ স্কুল গড়ে তোলা হয়েছে। আমডাঙা গ্রামীণ হাসপাতালকে ৬০ শয্যায় উন্নীত করা হয়েছে।
  • ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পে এই জেলায় প্রায় ৩ লক্ষ ৭৪ হাজারেরও বেশি মানুষ নথিভুক্ত হয়েছেন।
  • ‘শিশু সাথী’ প্রকল্পে এই জেলার ৯০০টিরও বেশি বাচ্চার সফল অস্ত্রোপচার করা হয়েছে।

শিক্ষাঃ

এই জেলায় গড়ে উঠেছে ৭টি নতুন বিশ্ববিদ্যালয়ঃ

·         অ্যামিটি ইউনিভার্সিটি (প্রাইভেট)

·         টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি (প্রাইভেট)

·         অ্যাডামাস ইউনিভার্সিটি (প্রাইভেট)

·         জে আই এস ইউনিভার্সিটি (প্রাইভেট)

·         ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (প্রাইভেট)

·         ব্রেনওয়্যার ইউনিভার্সিটি (প্রাইভেট)

·         সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি (প্রাইভেট)

আরও একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে যা শীঘ্রই গড়ে উঠবে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (প্রাইভেট)।

এই জেলায় ২টি নতুন সরকারি কলেজ গড়ে তোলা হয়েছে (পি আর ঠাকুর গভঃ কলেজ, ঠাকুরনগর, গাইঘাটা এবং ডঃ এ পি জে আব্দুল কালাম গভঃ কলেজ, নিউ টাউন, রাজারহাট)।

রাজারহাটের নিউ টাউনে প্রায় ২৩৬কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ভবন।

যুব সমাজের চরিত্র গঠন ও মূল্যবোধ বিকাশের লক্ষ্যে রাজারহাটে প্রায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে, স্বামীজির স্মৃতি বিজড়িত শিকাগো আর্ট ইন্সটিটিউটের আদলে, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টার ফোর হিউম্যান এক্সসেলেন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস – ‘বিবেক তীর্থ’ – গড়ে তোলা হচ্ছে।

গাইঘাটা, বাগদা, হারোয়া, হালিশহর, বারাসাত-১, হিঙ্গলগঞ্জ, আমডাঙ্গাতে ৯টি নতুন আই.তি.আই কলেজ নির্মাণ করা হচ্ছে।

গাইঘাটা, ব্যারাকপুর এবং আদ্যাপীঠে ৩টি নতুন পলিটেকনিক কলেজ গড়ে তোলা হচ্ছে।

‘উৎকর্ষ বাংলা’ কর্মসূচীতে, জেলার ২২ হাজারেরও বেশী যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এই জেলায়, ৫ লক্ষ ৯৪ হাজারেরও বেশী ছাত্র-ছাত্রীকে ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।

জেলায়, গত সাড়ে ৬ বছরে, প্রায় ১৩০টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।

সব স্কুলে মিড-ডে-মিল চলছে, যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল-ছুট ছাত্র-ছাত্রীর সংখ্যা কমেছে।

প্রায় সব বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যে পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

ভূমি সংস্কার, কৃষি ও পশুপালনঃ

  • জেলার সাড়ে ৬ হাজারেরও বেশী যোগ্য ভূমিহীন পরিবারের হাতে ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে পাট্টা তুলে দেওয়া হয়েছে। এছাড়া, ৯ হাজারেরও বেশী কৃষি ও বনাধিকার পাট্টা প্রদান করা হয়েছে।
  • এই জেলায় প্রায় ৯৪% কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতাভুক্ত করা হয়েছে। বাকিদেরও খুব দ্রুত কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে।
  • এই জেলার হাবড়া, বাগদা, মিনাখা, হিঙ্গলগঞ্জ, ব্যারাকপুর, গাইঘাটা, বসিরহাট-২, দেগঙ্গা ও বনগাঁতে ৯টি ‘কিষাণ মান্ডি’ গড়ে তোলা হয়েছে।
  • জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, ১৯ লক্ষ ৩১ হাজারেরও বেশী হাঁস ও মুরগীর বাচ্চা বিতরণ করেছে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়নঃ

  • এই জেলায় ১০০ দিনের কাজে, ১৭৬২ কোটি টাকারও বেশি ব্যয় করে প্রায় ৭ কোটি ৯০ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।
  • জেলার প্রায় ১ লক্ষ ৭০ হাজার মানুষ গ্রামীণ আবাসন যোজনায় উপকৃত হয়েছেন।
  • এই জেলার আরও প্রায় ৪৭ হাজার ২৭৭ জন উপভোক্তাকে বাড়ি তৈরীর সহায়তা দেওয়া হয়েছে।
  • জেলায় গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ৯৪০ কিমি রাস্তা নির্মাণ হয়েছে।
  • এই জেলায় আরও প্রায় ৯৯০ কিমি রাস্তা নির্মাণ/সংস্কারের সূচনা করা হয়েছে।
  • ‘সমব্যাথী’ প্রকল্পে জেলার প্রায় ১৪ হাজার জন উপকৃত হয়েছে।
  • উত্তর ২৪ পরগনা জেলা ‘নির্মল জেলা’। জেলায় ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পে, প্রায় ১ লক্ষ ৮৩ হাজার শৌচালয় নির্মাণ করা হয়েছে – যা লক্ষ্যমাত্রার ১০০%।

সংখ্যালঘু উন্নয়নঃ

  • বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায়  প্রায় ৯ লক্ষ ১৬ হাজার সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে, প্রায় ২০৭ কোটী টাকা স্কলারশিপ দেওয়া হয়েছে।
  • এছাড়া, স্বনির্ভরতার জন্য প্রায় ৪৩ হাজার সংখ্যালঘু যুবক-যুবতীদের৫, প্রায় ৬১ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
  • বিজ্ঞান, প্রযুক্তি ও কলা সহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার নতুন দিগন্ত খুলে দিয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়। নিউ টাউনে প্রায় ২০ একর জায়গায় প্রায় ২৫৭ কোটি ব্যয়ে গড়ে ওঠা আলিয়া বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ভবনে ইতিমধ্যেই পঠন-পাঠন শুরু হয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের রাজারহাট ক্যাম্পাসে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হস্টেলও তৈরি করা হচ্ছে যার মোট খরচ ধরা হয়েছে-১১৫ কোটি টাকা। এই হস্টেলে ২১০০ ছাত্র-ছাত্রীদের থাকার ব্যবস্থা করা হচ্ছে।
  • রাজারহাটে তৃতীয় হজ টাওয়ার কমপ্লেক্স মদিনা-তুল-হুজ্জাজ এর উদবোধন করা হয়েছে।মদিনা-তুল-হুজ্জাজ ১২ টোল বিশিষ্ট বাড়ী, যা ৫ একর জমির উপর প্রায় ১০০ কোটি ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এখানে একসঙ্গে তিন হাজারের বেশি হজ-পূণার্থী থাকতে পারবেন।হজ-পূণার্থীদের সুবিধার্থে বেসমেন্টে ১০০টিরও বেশি মোটর গাড়ী এবং ভবনে সামনে ২০ টি বাস পার্কিং-র ব্যবস্থা করা হয়েছে। এতে থাকছে এক-হাজার যনের একসঙ্গে জামাতের জন্যে নামাজ ঘর ১২০০ জনের জন্য শীততাপ নিয়ন্ত্রিত সভাঘর।
  • কৈখালীতে গড়ে তোলা হয়েছে সংখ্যালঘু মহিলাদের নতুন হস্টেল- ঐক্যতান।
  • IMDP ও  MSDPতে, প্রায় ২০৫ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রুপায়িত হয়েছে।
  • এই দুটি, প্রকল্প, জেলায় ৯৩০০টিরও বেশি হেল্‌থ সাব-সেন্টার, অতিরিক্ত শ্রেণী কক্ষ, অঙ্গনওয়ারী কেন্দ্র, বাসগৃহ ইত্যাদি গড়ে তোলা হয়েছে।
  • এই জেলায় ৪৬ টি ‘কর্মতীর্থ’ গড়ে তোলা হচ্ছে।

অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন-

  • বিগত সাড়ে ৬ বছরে,এই জেলায় ৪ লক্ষ ৬০ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী ‘শিক্ষাশ্রী’ প্রকল্পে সহায়তা পেয়েছে।
  • জেলায় বিগত সাড়ে ৬ বছরে, ৬ লক্ষ ৮৯ হাজারেরও বেশি SC/ST/OBC Certificate প্রদান করা হয়েছে।

নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ

  • এই জেলায়, ৪ লক্ষ ২৮ হাজারেরও বেশি ছাত্রী ‘কণ্যাশ্রী’র আওতায় এসেছে।
  • জেলায় ‘কণ্যাশ্রী’ মেয়েদের সঙ্ঘ গঠনের মাধ্যমে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে;
  • কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে পড়াশুনার সাথে সাথে তাদের স্বনির্ভর করা হচ্ছে। মাসে ৫০০-১০০০ টাকা উপার্জনের মাধ্যমে তারা স্বনির্ভরতার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
  • ক্যারাটে প্রশিক্ষনের মাধ্যমে পড়াশুনার সাথে সাথে তাদের আত্মরক্ষা অনুশীলনে সাহায্য করা হচ্ছে।
  • সঙ্ঘ গঠনের মাধ্যমে ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

খাদ্য সুরক্ষা কর্মসূচী- ‘খাদ্য সাথী’ প্রকল্প

  • এই জেলার ১০০% যোগ্য মানুষকে (প্রায় ৭৮ লক্ষ ৬১ হাজারেরও বেশি মানুষকে), ২ টাকা কেজি দরে (অথবা বাজার দরের অর্দেক দামে) খাদ্যশস্য দেওয়া হচ্ছে।
  • জেলায় খাদ্য শস্যের গুদাম ক্ষমতা প্রচুর বৃদ্ধি করা হয়েছে। ২০১১ সালের আগে মাত্র ২৬৫০ মেট্রিক টন থেকে বেড়ে আজ প্রায় ৪৪ হাজার মেট্রিক টন হয়েছে।

শিল্প

  • জেলায় ১টি Industrial Park তৈরি করা হয়েছে (ঋষি বঙ্কিম শিল্পোদ্যান, নৈহাটী)
  • জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ২১ টি ক্লাস্টার গড়ে উঠেছে।

এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল-

·        ১৬ টি MSME ক্লাস্টার

·        ৫টি Khadi ক্লাস্টার

  • নিউটাউনে গড়ে তোলা হয়েছে দেশের সর্ববৃহৎ ‘বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার’।
  • অশোকনগরে ১ টি শিল্প তালুক (Industrial Hub) গড়ে তোলা হয়েছে।
  • তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আরও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে, ক্যালিফোর্নিয়ার ‘সিলিকন ভ্যালী’র আদলে রাজারহাটে ‘সিলিকন ভ্যালী এশিয়া’ গড়ে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
  • রাজারহাটে ITC Information Technology Park and Green Centre গড়ে তোলা হচ্ছে। এখানে থাকছে ২টি আই.টি. টাওয়ার, ১ টি আই.টি. নলেজ সেন্টার, ২টি অফিস বিল্ডিং, ১৪০টি রুমের একটি হোটেল ও বাসস্থানের ব্যবস্থা।৫ হাজারেরও বেশি মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে এখানে। প্রকল্পটি ২০১৮ সাল থেকে পর্যায়ক্রমে চালু হবে।
  • বসিরহাটে গড়ে তোলা হচ্ছে ১টি ‘মিষ্টি হাব’।
  • হাবড়ার জয়গাছিতে গড়ে তোলা হচ্ছে ১টি টেক্সটাইল হাব।
  • অশোকনগরে গড়ে তোলা হচ্ছে  ১টি মেগা পাওয়ারলুম ক্লাস্টার।
  • ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে এই জেলায় ৮৯৭৮ টাকারও বেশি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে।

পূর্ত ও পরিবহন

  • বিগত সাড়ে ৬ বছরে,এই জেলায় পূর্ত দপ্তর ৪৪১ টিরও বেশি রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ২৮৮ টিরও বেশি প্রকল্পের কাজ প্রায় ১৯২৪ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এর ফলে, প্রচুর মানুষ উপকৃত হবেন। বাকী প্রকল্পের কাজ খুব শীঘ্রই সমাপ্ত হবে।
  • হাসনাবাদের কাঁটাখালিতে ‘বনবিবি সেতু’ গড়ে তোলা হয়েছে। সুন্দরবন অঞ্চলের হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার সম্পূর্ণ পরিবর্তন এনেছে এই সেতু।
  • মুড়িঘাটা ফেরিঘাটে ইছামতী নদীর ওপর সেতু গড়ে তোলা হয়েছে।
  • ভিআইপি রোড (কাজী নজরুল ইসলাম সরণি)-এর ওপর ৪-লেন উড়ালপুল (কেষ্টপুর থেকে জোড়া মন্দির) গড়ে তোলা হয়েছে।
  • জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।জেলায় বিগত সাড়ে ৬ বছরে, প্রায় ১৩৫০ কিমি রাস্তা নির্মাণ/পুননির্মান/সম্প্রসারণ ও উন্নতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।
  • ‘বৈতরনী’ প্রকল্পে, ২৩ টি শ্মশান ঘাটের উন্নয়ন সহ ১টি বিদ্যুতের চুল্লি বসানোর কাজ চলছে।এই জেলায় প্রায় ৯২৫ জন যুবক যুবতী গাড়ি কেনার ঋণ পেয়ে আত্মনির্ভর হয়ছেন।
  • হাতে নেওয়া হয়েছে Safe Drive save Life এবং Slow Drive Save Life কর্মসূচি। ফলে, উল্লেখযোগ্য ভাবে কমেছে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা।

বিদ্যু ও অচিরাচরিত শক্তিঃ

  • সমগ্র জেলায় ‘সবার ঘরে আলো’ প্রকল্পে, ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।
  • সল্টলেকে ১৩২ কে.ভি. গ্যাস ইনসুলেটেড সাব-স্টেশন চালু হয়েছে।
  • জিরাট সাব-স্টেশনে ৪০০/২২০ কে.ভি. ট্রান্সফরমার বসানো হয়েছে।

সেচঃ

  • জেলায় প্রায় ১৫৫ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।
  • জলপথ পরিবহনকে আরও উন্নত করতে দক্ষিণেশ্বরের ৩টি নদী ঘাটের উন্নয়ন ও সংস্কার করা হচ্ছে।

জনস্বাস্থ্য কারিগরীঃ

  • বিগত সাড়ে ৬ বছরে, ২২টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে প্রায় ৩৭ কোটি টাকা ব্যয়ে ১১টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। বাকি জলপ্রকল্পগুলির কাজ শীঘ্রই সমাপ্ত হবে।
  • মধ্যমগ্রাম-ব্যারাকপুর-বারাসাত জল সরবরাহ প্রকল্প – ‘জলোচ্ছ্বাস’ গড়ে তোলা হয়েছে।
  • নিউটাউন ও তার সংলগ্ন এলাকার জন্যে একটি surface water based জল প্রকল্প গড়ে তোলা হয়েছে।
  • হাবড়া-গাইঘাটা (‘জলতৃপ্তি’) ও হাবড়া-চাকলা জল প্রকল্পের কাজ চলছে।

বন ও পর্যটনঃ

  • ‘সবুজশ্রী’ প্রকল্পে, ১ লক্ষ ১ হাজারেরও বেশি সদ্যজাত শিশুকে মূল্যবান গাছের চারা দেওয়া হয়েছে। ১৮ বছর উত্তীর্ন হলে, গাছ বিক্রির টাকায় শিশুটির পড়াশোনা, বিয়ে ইত্যাদির খরচ মেটানো যাবে।
  • ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের স্মৃতিতে গড়ে তোলা হয়েছে ‘উৎস্যধারা’ পর্যটন প্রকল্প।
  • দক্ষিণেশ্বর কালী মন্দিরের আলোকসজ্জা করা হয়েছে। এখানে গড়ে তোলা হচ্ছে একটি ‘স্কাই ওয়াক’।
  • নিউটাউনে গড়ে তোলা হয়েছে ইকো পার্ক – ‘প্রকৃতি তীর্থ’।
  • নিউটাউনে গড়ে তোলা হয়েছে ‘নজরুল তীর্থ’, মাদার্স ওয়াক্স মিউজিয়াম, কলকাতা গেট প্রভৃতি।
  • ইছামতীর ওপর গড়ে তোলা হয়েছে একটি ভাসমান রেস্তোরাঁ।
  • মালঞ্চ ট্যুরিস্ট লজের সংস্কার করা হয়েছে।

শ্রমঃ

  • এই জেলায় ‘সামাজিক সুরক্ষা যোজনা’ য় প্রায় ৭ লক্ষ ৭৫ হাজার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক নথিভুক্ত হয়েছেন। এখনো পর্যন্ত, প্রায় ১ লক্ষ ১ হাজার উপভোক্তা, ৪৭ কোটি টাকারও বেশি সহায়তা পেয়েছেন।
  • ‘যুবশ্রী’ প্রকল্পে, এই জেলার প্রায় সাড়ে ১৫ হাজার যুবক-যুবতী উতসাহ ভাতা পাচ্ছেন।

স্বনির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসূচীঃ

  • ‘আনন্দধারা’ প্রকল্পে, প্রায় ৩৫ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে।
  • বিগত সাড়ে ৬ বছরে, ‘স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে’, প্রায় ১৪ হাজার উদ্যোগকে অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৬৫ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

পুর ও নগরোন্নয়নঃ

  • জেলায় ২৬টি মিউনিসিপ্যালিটি, ১০৮৫ কোটি টাকারও বেশি পরিকল্পনা খাতে ব্যয় করেছে।
  • শহরাঞ্চলে গরীবদের জন্য বাসস্থান প্রকল্পে, প্রায় ৪৩ হাজার ৬৭০ জন মানুষ উপকৃত হয়েছেন।

তথ্য ও সংস্কৃতিঃ

  • এই জেলায় ৯ হাজারেরও বেশি লোকশিল্পী, ‘লোকপ্রসার প্রকল্পে’ রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন।
  • খড়দহ ও বারাসাতে রবীন্দ্রভবনকে নবরূপে সাজিয়ে তোলা হয়েছে।

আবাসনঃ

  • জেলায় আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্য গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ৩৫ হাজার মানুষ উপকৃত হয়েছেন।
  • ভ্রমনার্থীদের সুবিধা এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের জন্য বেড়াচাঁপা, বনগাঁ, স্বরূপনগর, মালঞ্চ, বসিরহাট, গাইঘাটা, পেট্রোপোল এবং অশোকনগরে ৮টি ‘পথসাথী’ – মোটেল গড়ে তোলা হয়েছে।

ক্রীড়া ও যুব কল্যাণঃ

  • ক্রীড়ার মান উন্নয়নে জেলায় ২১০০টিরও বেশি ক্লাবকে ৭৬ কোটি টাকারও বেশি অর্থ সাহায্য করা হয়েছে।
  • জেলায় প্রায় ২৪৮টি মাল্টি জিম ও ২৫টি মিনি ইনডোর স্টেডিয়াম, প্রায় ১০ কোটি ৮২ লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে।
  • নবরূপে সজ্জিত বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন আজ বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম। এখানে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ফিফা অনুর্দ্ধ-১৭ বিশ্বকাপের একাধিক ম্যাচ। একই স্থানে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল সহ আন্তর্জাতিক মানের ১১টি ম্যাচ আয়জনের নজির ক্রীড়া ইতিহাসে অভূতপূর্ব।
  • AIFF এর সহযোগিতায়, রাজারহাটে গড়ে তোলা হচ্ছে ফুটবলের National Centre of Excellence.
  • বারাসাত স্টেডিয়ামের উন্নীতকরণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
  • নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে ‘সুন্দরবন কাপ’ ক্রীড়া প্রতিযোগিতা।

সুন্দরবন উন্নয়নঃ

  • সুন্দরবনের মানুষের জীবন ও জীবিকা উন্নয়নের লক্ষ্যে ‘সুন্দরিণী’ নামে একটি সর্বাঙ্গীণ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে।
  • এর অন্তর্গত, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধির উন্নয়ন। উন্মুক্ত শৌচবিহীন (Open Defecation Free) সুন্দরবন গঠন, পর্যটনের বিকাশ এবং সুন্দরবনের স্থানীয় পণ্যের branding & packingএর সমন্বিত প্রয়াস করা হচ্ছে।

আইন শৃঙ্খলাঃ

  • এই জেলায়, বসিরহাট অঞ্চলকে নিয়ে নতুন জেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • নতুন বিধাননগর ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেট গঠন করা হয়েছে।
  • নতুন বারাসাত ও বসিরহাট পুলিশ জেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • স্থাপন  করা হয়েছে নতুন মধ্যমগ্রাম, দত্তপুকুর, শাসন ও নিউ ব্যারাকপুর থানা এবং বিধাননগর, ব্যারাকপুর ও বারাসাত মহিলা থানা।

 

 

Bengal Govt to complete repair work of irrigation canals before rainy season

The Bengal Government has decided to repair and dredge all irrigation canals in the state before the start of the rainy season. The government has allotted Rs 1,008.5 lakh crore for the purpose. The Irrigation Department would undertake the entire work.

According to Irrigation Department officials, the state has been divided into five zones for the project, and money allocated accordingly.

The north-eastern zone consists of the districts of Cooch Behar, Alipurduar, Jalpaiguri and Darjeeling and has been allotted Rs 113 crore. The northern zone consists of Uttar Dinajpur, Dakshin Dinajpur, Malda, Murshidabad, Nadia and Birbhum, and for these, Rs 173.5 crore has been allotted.

The western zone consists of Purba Bardhaman, Paschim Bardhaman, Howrah and Hooghly district, and these together have got Rs 203 crore. For the districts of Bankura, Purulia, Purba Medinipur, Paschim Medinipur and Jhargram, Rs 296 crore has been allotted, and finally, for North 24 Parganas, South 24 Parganas and greater Kolkata, Rs 223 crore has been allotted.

Chief Minister Mamata Banerjee has always placed a lot of stress on developmental work, and ensures that people-centric projects are spread out evenly across the state and are not hampered in any way.

For this project too, and more so because of its being closely connected with the rural population, she has sent out explicit instructions to the concerned officials to ensure that work is not hampered in any way because of the panchayat election.

 

বর্ষার আগেই রাজ্যের সমস্ত মজে যাওয়া সেচ খাল, জমিনদারি বাঁধ মেরামত হবে

আগামী বর্ষার আগেই রাজ্যের সমস্ত মজে যাওয়া সেচ খাল, জমিনদারি বাঁধ, ক্ষুদ্র সেচ বাঁধ মেরামত করবে রাজ্য সরকার। আগামী বর্ষায় এইসব বাঁধ বা খাল ভেঙে যাতে বিপত্তি না হয়, তার জন্য দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৮-’১৯ আর্থিক বছরের বাজেটে বরাদ্দ অর্থ থেকেই এই কাজ হবে। এর জন্য ১ হাজার ৮ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই খালগুলি সংস্কার হলে, সেগুলিতে জলধারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে।

গঙ্গা-পদ্মা ভাঙন রোধ কেন্দ্রের করার কথা। কিন্তু, কেন্দ্রীয় সরকার এই নিয়ে কোনও কাজ করছে না, অর্থও বরাদ্দ করছে না। কয়েকটি জায়গায় গঙ্গা-পদ্মা ভাঙন ভয়াবহ আকার নিয়েছে। সেই সব জায়গাতেও কাজ করবে সেচ দপ্তর।

এই কাজগুলি বর্ষার আগে শেষ হয়ে গেলে বর্ষায় বাঁধ ভাঙা থেকে যেমন রক্ষা পাওয়া যাবে, তেমনই সারা বছর ওই খাল দিয়ে সেচের জলও ভালোভাবে দেওয়া যাবে।

এই কাজের জন্য কয়েকটি জোনে গোটা রাজ্যকে ভাগ করা হয়েছে:

  • উত্তর-পূর্ব জোনে রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলা। এই জোনের জন্য বরাদ্দ হয়েছে ১১৩ কোটি টাকা।
  • উত্তর জোনে রয়েছে দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া ও বীরভূম জেলা। এই জোনের জন্য বরাদ্দ হয়েছে ১৭৩.৫ কোটি টাকা।
  • পশ্চিম জোনে রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলি জেলা। এই জোনের জন্য বরাদ্দ হয়েছে ২০৩ কোটি টাকা।
  • বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার জন্য বরাদ্দ হয়েছে ২৯৬ কোটি টাকা, এবং
  • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও বৃহত্তর কলকাতার জন্য বরাদ্দ হয়েছে ২২৩ কোটি টাকা

 

Source: Bartaman

Ham Radio

Bengal Govt’s pilot project on fish farming in temporary water bodies in 5 districts

The State Government is starting a pilot project named Moyna Model on farming of fish in temporary water bodies, like water collected in farmlands during the rainy season, in five districts of Bengal.

It has been determined by experts that it is possible to produce commonly-consumed fish like rohu, catla amd mrigel, both of good quality and quantity, in such water bodies. The pilot is being carried out in the districts of North 24 Parganas, Nadia, Murshidabad, Cooch Behar and Dakshin Dinajpur.

Cultivation of fish in this manner has been successfully carried out at Moyna in Purba Medinipur, and hence the name of the project. There, rohu and catla weighing between 1 kg and 2 kg were cultivated within seven to eight months.

Unlike in permanent water bodies, it would be possible to scientifically care for the fish, provide them adequate food and keep a careful eye on all other aspects of their growth.

Another advantage of temporary water bodies is that food for the fishes would be naturally replenished, unlike the permanent bodies where food scarcity is often seen after a period of time.

The aim is to produce fish at the rate of 12 tonnes per hectare in the temporary water bodies, against 1 to 1.5 tonnes per hectare in the permanent ones.

A total of 75 hectares has been identified in the five districts. Since the water bodies identified are not of a permanent nature, they have been bounded by permanent barriers. The permanent barriers would also enable conservation of rainwater.

A single body of water should be at least 5 hectares. The cultivation would be carried out by local cooperative bodies or fishermen.

The cost has been determined at Rs 10 lakh per hectare, including the cost of hatchlings and fish food. The State Government would give discount to the tune of Rs 8.67 lakh. Hatchlings numbering 12,000, weighing 250 gram, would be released per hectare. The hatchlings would turn into adults weighing 2 kilogram on an average in about two years.

 

 

জলাজমিতে রুই, কাতলা, মৃগেল চাষে নামছে রাজ্য, পাইলট প্রোজেক্ট ৫ জেলায়

 

স্থায়ী জলাশয় নয়, চাষের জমি বা পতিত জমিতে জল জমে থাকলে সেখানেও রুই, কাতলা ও মৃগেলের চাষ করা সম্ভব, উচ্চ ফলনও সম্ভব। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর জেলায় এই নতুন পদ্ধতিতে মাছ চাষে নামছে রাজ্য মৎস্য দপ্তর। এই পাইলট প্রোজেক্টের নাম ‘ময়না মডেল’।
চাষের জমিতে জল জমা থাকাকালিন এই চাষ করে সফল হয়েছেন পূর্ব মেদিনীপুরের ময়নার কয়েকজন মৎস্যজীবী। সাত আট মাসেই তারা এক-দু কেজি ওজনের রুই কাতলা উৎপাদন করেছেন।
এই পাইলট প্রোজেক্টে পাঁচটি জেলায় মত ৭৫ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে। এই জলাজমিগুলি যেহেতু স্থায়ী জলাশয় নয়, তাই চারপাশের পাড় বাঁধানো হয়েছে। এতে বৃষ্টির জল সংরক্ষণ করাও সম্ভব এবং জল বাইরে বেরিয়েও যাবে না।
স্থায়ী জলাশয়গুলিতে গড়ে হেক্টরপ্রতি ১ থেকে দেড় টন মাছ উৎপাদন হয়, সেখানে এই প্রোজেক্টে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে হেক্টর প্রতি ১২ টন।
এই পাইলট প্রোজেক্টে একসঙ্গে অন্তত পাঁচ হেক্টর জলাজমি থাকতে হবে, চাষ করবে স্থায়ী সমবায় বা মৎস্যজীবী। হেক্টর প্রতি খরচ ধরা হয়েছে ১০ লক্ষ টাকা। তাঁর মধ্যে মাছের চারা, খাবার সহ ৮লক্ষ ৬৭হাজার টাকা ভর্তুকি দেবে রাজ্য সরকার। প্রতি হেক্টরে ২৫০ গ্রাম ওজনের ১২০০০ মাছের চারা ছাড়া হবে। এক বছরের মধ্যে এগুলির ওজন এক থেকে দু কেজি হবে। স্থায়ী জলাশয়ে সঠিক পরিচর্যা অনেক সময় হয় না। কিন্তু, এই প্রোজেক্টে বৈজ্ঞানিক পদ্ধতিতে সঠিক পরিচর্যা, মাছেদের জন্য উন্নতমানের খাবার সরবরাহ, সময়ে সময়ে নজরদারি সহ প্রতিটি দিকের ওপর গুরুত্ব দেওয়া হবে।
স্থায়ী জলাশয়গুলিতে মাছের প্রাকৃতিক খাবার অনেক সময় কমে যায়, কিন্তু, এই প্রোজেক্টে মাছের বিপুল প্রাকৃতিক খাবার থাকবে।

Source: Sangbad Pratidin

World-class tourism facilities in the Sundarbans

The Bengal Government is planning to convert the Sundarbans into a tourism centre of international standards. The UNESCO World Heritage Site is one of the most popular tourist spots in India, and draws many international tourists too.

The North 24 Parganas district administration has already submitted a master plan to the State Tourism Department. Based on this, a detailed project report (DPR) is being prepared by the department.

According to the master plan, river cruises will be available to crisscross the mangrove forest, through the jungle-shrouded rivers and streams. The cruises will be organised on houseboats, where tourists can stay for a few days. There will be houseboat terminals at various points where the vessels can be hired. Seaplanes can be boarded to get beautiful bird’s-eye views of the delta region.

A Tiger Reserve Circuit will be set up. Hanging bridges, connected to trees, will be constructed in forested areas to view tigers and other animals from a safe distance. Migratory and other birds can be watched from birds watch towers.

Environment-friendly resorts and restaurants will be set up along the coasts. There will be no concrete constructions – only wood-and-thatch houses, one or two storey high. Mostly, solar energy would be used. Home stay facilities would also be set up at various locations.

All outdoor lights will be solar-powered. For leisure rides on the beaches, battery-run four-wheelers would be available. Other facilities being planned for tourists include aquamarine parks, swimming pools, floating markets and theatres.

 

বিদেশের ধাঁচে পর্যটন কেন্দ্র হচ্ছে সুন্দরবনে

ইউনেসকোর হেরিটেজ সাইট তকমা পাওয়া সুন্দরবনকে ঘিরে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে প্রশাসন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছানুসারে এজন্য বন্যপ্রাণ, ঐতিহ্যপূর্ণ বাদাবনকে সুরক্ষাবলয়ের মধ্যে রেখে তার বাইরের দ্বীপাঞ্চল, সমুদ্র সৈকতকে সাজিয়ে পর্যটনের সেরা ঠিকানা করতে চাইছে সরকার, যাতে দেশ ও বিদেশের পর্যটকরা বেশি সংখ্যায় সুন্দরবনে আসতে পারেন। পর্যটকদের থাকা, খাওয়া ও আমোদ-প্রমোদের জন্য আন্তর্জাতিক মানের পরিকাঠামো তৈরির বিষয়টি পরিকল্পনার মধ্যে রয়েছে।

পরিকল্পনার অঙ্গ হিসেবে জঙ্গলের মধ্যে নদীর বুক চিরে বেড়ানোর জন্য থাকবে অত্যাধুনিক হাউসবোট, রিভার ক্রুজ। যার কোনও শব্দ হবে না। ওই হাউসবোটে রাত্রিবাস করা যাবে। পর্যটকদের নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় পরিবেশবান্ধব হাউসবোট টার্মিনাল করার কথা ভাবা হয়েছে। আকাশপথে সমুদ্র সৈকত দেখার জন্য সিপ্লেন আনার বিষয়ে জোর দেওয়া হয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখানোর জন্য টাইগার রিজার্ভ সাফারি সার্কিট তৈরি করা হবে।

পাশাপাশি হেঁটে জঙ্গলের অনেকটা গভীরে যাওয়ার জন্য গাছের মাথার উপর দিয়ে ঝুলন্ত সাঁকো তৈরি করা হবে। দেশী ও পরিযায়ী পাখি দেখার জন্য তৈরি হবে বার্ড ওয়াচ টাওয়ার। সমুদ্র সৈকতগুলিতে থাকা ও খাওয়ার জন্য পরিবেশবান্ধব অত্যাধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন রিসর্ট ও রেস্তরাঁ হবে।

তবে কোথাও কংক্রিটের কোনও নির্মাণ হবে না। সব জায়গায় কাঠ, খড় দিয়ে একতলা ও দোতলা ঘর তৈরি হবে। অধিকাংশ জায়গাতেই জ্বালানো হবে সৌরবাতি। সমুদ্র সৈকতে পর্যটকদের ঘোরার জন্য ব্যাটারিচালিত চার চাকার গাড়ি চালানো হবে। যাতে কোনও দূষণ না হয়।

পর্যটকদের বিনোদনের জন্য আলাদা করে অ্যাকোয়া মেরিন পার্ক, সুইমিং পুল, ভ্রাম্যমাণ বাজার, থিয়েটার থাকবে। বেশ কয়েকটি জায়গায় হোম স্টে তৈরি করা হবে।

Source: Bartaman

State Govt setting up shankha, shola, jewellery hub in Ashoknagar

The traditional handicrafts and cottage industry of Bengal are quite well-known, even outside India.

Over the last six years, the Trinamool Congress Government has made extensive efforts to promote these arts and crafts, both inside and outside the country, through trade fairs, craft hubs, online marketing and selling, etc.

The latest craft hub – for objects made of shells (shankha), shola (pith of the shola plant) and jewellery box – is coming up in Ashoknagar in North 24 Parganas district. It is coming up an area of 5 acres, and is being set up by Micro, Small and Medium Enterprises Department of the Bengal Government.

The area for the hub has been identified and work is on in full swing. It would be inaugurated within the next few months.

Shankha and shola objects are required for many pujas, and are in high demand especially during the Durga Puja season. Almost every idol-maker in and around Kolkata, the nerve centre of the Durga Puja market, acquire shola jewellery for adorning the idols.

Jewellery boxes made in and around Ashoknagar by rural artisans has demand even in West Asia, besides of course in the domestic markets. But demand is not commensurate with supply.

To ensure proper supply and to enable artisans to earn a respectable living from practicing their age-old crafts, the State Government has thought of this hub.

 

Source: Khabar 365 Din

 

শঙ্খ, শোলা ও গয়নার বাক্স তৈরীর হাব হবে অশোকনগরে

 

পশ্চিমবঙ্গের চিরাচরিত হস্তশিল্প ও কুটির শিল্প শুধু দেশ বা রাজ্য না, সারা বিশ্বে জনপ্রিয়। গত ছয় বছরে এই হস্তশিল্পকে দেশ ও বিদেশে তুলে ধরতে তৃণমূল সরকার প্রচুর পদক্ষেপ নিয়েছে। আয়োজন করেছে শিল্প মেলা, তৈরী করেছে হস্তশিল্প হাব, ব্যবস্থা করেছে অনলাইন বিপণনের।

এই উদ্যোগে সাম্প্রতিকতম সংযোজন শঙ্খ ও শোলা দিয়ে তৈরি বিভিন্ন জিনিস ও গয়নার বাক্সর হাব, যা গড়া হবে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। এই হাবটি হবে ৫ একর জমির ওপর। এই হাবটি তৈরী করছে রাজ্য সরকারের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প দপ্তর।

এই হাবের জমি চিহ্নিত হয়েছে ও পুরোদমে কাজ চলছে। আগামী কয়েক মাসের মধ্যে এটির উদ্বোধন হবে।

বিভিন্ন পুজোতে শঙ্খ ও শোলা দিয়ে তৈরি বিভিন্ন জিনিসের চাহিদা থাকে, বিশেষ করে দুর্গা পুজোর সময়। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত কুমোর শোলার তৈরি গয়না ও অন্যান্য জিনিস জোগাড় করে থাকেন। অশোকনগর ও পাশাপাশি অঞ্চলে যে গয়নার বাক্স তৈরি হয় তার চাহিদা বিপুল, শুধু রাজ্যে বা দেশে নয়, পশ্চিম এশিয়াতেও।

হস্তশিল্পীদের জীবন স্বচ্ছল করে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের এই হাব তৈরীর সিদ্ধান্ত।

Bengal’s first full-fledged Trauma Care Centre inaugurated at RG Kar Hospital

The Bengal Government’s first full-fledged Trauma Care Centre, located at the RG Kar Medical College and Hospital in Kolkata, was inaugurated recently by Chief Minister Mamata Banerjee.

A trauma centre is a medical facility equipped and staffed to treat patients who suffer major injuries during an accident.

The hi-tech seven-storey facility has facilities for treatment of all sorts of head injuries, including very severe ones. The departments include departments which include medicine, neuro-medicine, neuro-surgery, orthopedic and anesthesiology.

There are 120 beds in totality – 70 dedicated for trauma patients and another 50 for neurosurgery and neuro-medicine. On the fifth floor is a high-dependency unit (HDU) with 25 beds.

Six modern operation theatres (OT) are located on the first and second floors, with three on each floor. Imaging facilities, comprising of a CT scan machine and a magnetic resonance imaging (MRI) machine, are located on the ground floor. Among other facilities are a fully-equipped resuscitation centre, a mobile OT, ventilators and emergency X-Ray facilities.

The idea is to ensure that a trauma patient does not have to be moved out of the building during the entire hospital stay.

RG Kar gets a lot of road accident victims and other trauma patients from Kolkata as well as North 24 Parganas, Nadia, Hooghly and Howrah districts.

Sources: The Statesman

চালু হল রাজ্যের প্রথম ট্রমা সেন্টার

রাজ্যের প্রথম ট্রমা সেন্টার চালু হল আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে। উত্তরবঙ্গ থেকে বোতাম টিপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ছাতার তলায় থাকা এই অত্যাধুনিক ট্রমা কেয়ার পরিষেবা ইউনিটের উদ্বোধন করেন কিছুদিন আগে।

প্রায় দেড়শোটি শয্যা থাকছে এই সাত তলা ট্রমা সেন্টারে। আশঙ্কাজনক রোগীদের প্রাণ বাঁচাতে দুই এবং তিনতলাতে হবে শুধু অপারেশন। নিউরো মেডিসিন, নিউরো সার্জারি, অর্থোপেডিক, অ্যানাসথেসিওলজি প্রভৃতি ট্রমা বা পথদুর্ঘটনা বা মারাত্মক চোট-আঘাতের চিকিৎসার ওয়ান স্টপ ব্যবস্থা থাকছে এখানে।

আটতলা এই ট্রমা সেন্টারের একতলায় থাকবে সিটি স্ক্যান, ৬৪ স্লাইস এমআরআই মেশিন ও মাইনর অপারেশন থিয়েটার। দোতলায় থাকবে তিনটি টেবিলের অপারেশন থিয়েটার। তিনতলায়ও তিনটি ওটি টেবিলের অপারেশন থিয়েটার থাকবে। চারতলায় আছে ৩৫টি ইন্ডোর ট্রমাকেয়ার বেড। পাঁচতলায় থাকছে হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা এইচডিইউ। ছ’তলায় আছে ৩০টি নিউরোমেডিসিন এবং ৩০টি নিউরোসার্জারি বেড। সাততলায় রয়েছে আরও ৩৫টি ট্রমাকেয়ার বেড। আটতলায় ক্যান্টিন, অটোক্লেভ মেশিন ইত্যাদি।

ODF Plus for women engaged in 100 Days’ Work in North 24 Pgs

The North 24 Parganas district administration is making special arrangements to make more women join the 100 Days’ Work Scheme and thus become self-sufficient. From August 19, every woman joining the 100 days’ scheme would be handed ‘hygiene kits’ under the Open Defecation-Free (ODF) Plus programme.

The district administration reasons that, since the views of women in the household are crucial for health and financial issues of the family, they would be better equipped to percolate the benefits and the working of these issues to every member of the family if they are given lessons on them.

North 24 Parganas was declared an ODF district on September 29, 2016. Currently, an ‘ODF Plus’ programme is being implemented across the district.

From August 19, work under MGNREGS, popularly known as 100 Days’ Work Scheme, would be started in all the gram panchayats.

The hygiene kit, among other things, would contain information on health issues and on insect-borne diseases. From August 19, women engaged in 100 Days’ Work would have access to temporary toilets. Usage of proper toilets would help prevent the spread of pollution and diseases. All these are part of the ODF Plus programme.

১০০ দিনের প্রকল্পে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানে উদ্যোগ উত্তর ২৪ পরগনায়

১০০ দিনের কাজের প্রকল্পে গ্রামীণ এলাকার মহিলাদের কর্মসংস্থান এবং সু-স্বাস্থ্যের লক্ষ্যে বিশেষ সচেতনতামূলককর্মসূচি নিচ্ছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। আগামী ১৯ আগস্ট জেলাজুড়ে যতজন মহিলা ১০০ দিনের প্রকল্পে কাজকরবেন, তাঁদের প্রত্যেককে একটি করে ‘হাইজিন-কিট’ দেওয়া হবে। প্রশাসনের কর্তাদের দাবি, যেহেতু পরিবারের স্বাস্থ্য ওআর্থিক বিষয়ে মহিলাদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ, তাই তাঁদের উপরেই এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে। যাতে তাঁরা বাড়ির শিশুও অন্যান্য সদস্যদের সচেতন করতে পারেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনা জেলাকে ওডিএফ জেলা তথা নির্মল জেলাঘোষণা করা হয়েছে। বর্তমানে জেলাজুড়ে ওডিএফ প্লাস কর্মসূচি চলছে। সেই কর্মসূচিতেই ১০০ দিনের কাজের প্রকল্পেরমাধ্যমে গ্রামীণ মহিলাদের অংশগ্রহণ করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই জেলার ২২টি ব্লকে ১০০ দিনের কাজের প্রকল্পেপুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় সাত লক্ষ জবকার্ড দেওয়া হয়েছে। তবে এই কর্মসূচিতে কেবলমাত্র মহিলাদেরই নেওয়া হবে।

মহিলাদের কর্মসংস্থান ও স্বাস্থ্য বিধান—এই দু’টি কর্মসূচি একসঙ্গেহাতে নেওয়া হয়েছে। জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে মহিলারা ১০০ দিনের এই প্রকল্পে কাজের জন্য নিজেদেরনাম নথিভুক্ত করবেন। অর্থাৎ নিজের কাজ নিজেই চাইবেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘রোজগার দিবস’।

Source: Bartaman