Trinamool stands beside IMA against NMC Bill

All India Trinamool Congress MPs Sudip Banerjee and Saugata Roy on Sunday joined Indian Medical Association’s (IMA) movement against the National Medical Commission Bill, extending their moral support to the campaign.

IMA Bharat Yatra was flagged off at Kolkata on Sunday. IMA’s Bharat Yatra is a nationwide campaign against the implementation of the National Medical Commission Bill.

According to the IMA, once the NMC Bill is implemented, it would strengthen the hands of private companies in the health service industry. Medical aspirants will not be able to study medical courses on the basis of their merit and it would help those who can get their children admitted in MBBS course against a huge amount of money. They called the Bill anti-people and undemocratic.

 

এনএমসি বিলের বিরোধিতায় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পাশে তৃণমূল

রবিবার কলকাতা থেকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) ন্যাশনাল মেডিকেল কাউন্সিল (এনএমসি) বিলের বিরোধিতায় ভারত যাত্রার সূচনা করে। এই যাত্রা এনএমসি বিলের বিরোধিতায় একটি দেশব্যাপী কর্মসূচী।

তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায় এই কর্মসূচিতে যোগ দিয়ে এনএমসি বিল বিরোধী এই আন্দোলনকে নৈতিক সমর্থন জানালেন।

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বক্তব্য অনুযায়ী, এই এনএমসি বিল একবার চালু হলে, স্বাস্থ্য পরিষেবায় বেসরকারি সংস্থার হাত শক্ত হবে। ডাক্তারি পড়তে ইচ্ছুক কোনও যোগ্য প্রার্থী তার মেধার ভিত্তিতে ডাক্তারি পড়তে পারবে না, শুধুমাত্র বিপুল টাকার পরিবর্তেই ডাক্তারি পড়ার আসন পাওয়া যাবে।

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মতে, এই বিল জনবিরোধী ও অগণতান্ত্রিক।