e-Health centre launched in New Town

A new e-Health centre at New Town was inaugurated by the State Urban Development Minister on Tuesday. The New Town Kolkata Development Authority (NKDA) West Bengal will run the service mainly for the people of low income group.

The e-Health service will now be available in three places of the New Town.

The e-health centre will have a general physician and paramedical staff. The centre is charging only Rs 50 for its service. It is pocket friendly and many poor people could avail this facility.

A patient can undergo preliminary check-ups and consult a doctor online from the e-health centre. It will cater to first aid and other basic primary healthcare requirements, like sugar and pressure tests. The reports will be sent online to the doctors. Then the doctors will give the necessary advice.

New Town, being a sophisticated township has planed many new initiatives. The city is being made with top class facilities in the line of reputed in cities across the globe. New Town will also house some private hospitals which are in the making.

 

নিউটাউনে চালু হল ই-হেল্থ সেন্টার

নিউ টাউনে একটি নতুন ই-হেল্থ সেন্টার চালু হল। মঙ্গলবার মাননীয় পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী এই সেন্টারের উদ্বোধন করেন। সাধারণ নাগরিকদের চিকিৎসার চাহিদা পূরণ করতে পশ্চিমবঙ্গের নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ এই সেন্টারটি চালু করল।

বর্তমানে নিউ টাউনের তিনটি জায়গায় এই ই-হেল্থ কেয়ার পরিষেবা চালু হবে। কেন্দ্রগুলি – স্বপ্নভোর এবং অ্যাকশান এরিয়ায় অবস্থিত।

এই ই-হেল্থ সেন্টারগুলিতে সাধারণ চিকিৎসকরা ছাড়াও প্যারামেডিক্যাল কর্মীরা থাকবেন। সেবা কেন্দ্রের চার্জ মাত্র ৫০ টাকা। এর ফলে গরীব মানুষরা সহজেই এখানে চিকিৎসার সুবিধা পাবেন।

এই কেন্দ্রে রোগীরা তাদের প্রাথমিক চেক আপ করানোর পাশাপাশি ডাক্তারের সঙ্গে আলোচনা করে তাদের থেকে বিভিন্ন পরামর্শ নিতে পারবেন। এখানে বিভিন্নন প্রাথমিক চিকিৎসা যেমন – সুগার, প্রেসার ইত্যাদি পরীক্ষার ব্যবস্থা রয়েছে। অনলাইনে ডাক্তারদের কাছে রিপোর্ট পাঠানো হবে এবং তারপর ডাক্তাররা প্রয়োজনমতো পরামর্শ দেবেন।

নিউ টাউনের সৌন্দর্যায়নের জন্য ইতিমধ্যেই অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও এখানে বেশ কিছু বেসরকারি হাসপাতালও তৈরি হচ্ছে।

A cleaner and greener New Town

New Town is a popular destination where, apart from commercial establishments, many residential flats have come up. The area is also gaining popularity as a cultural and tourist hub, where thousands come on weekends and holidays.

In view of this, it is extremely crucial that the area is kept clean and green. To inculcate good habits amongst the residents, it was decided at a recent joint meeting of West Bengal Housing Infrastructure Development Corporation (WBHIDCO) and New Town Kolkata Development Authority (NKDA) that the employees of employees of Solid Waste Management (SWM) scheme in New Town would be used to create awareness amongst the people through posters and leaflets.

New Town will be divided into 165 clusters of 500 sq m each, and one officer either from WBHIDCO or NKDA would be responsible for looking after the cleanliness drives in a particular area.

The residents would be requested to use bins and not to throw solid waste on the road. The number of bins would be increased from 150 to 450. The number of sweeping groups will be increased and they would be properly monitored through GPS. There are plans to create a robust market framework for buying municipal waste.

The residents would also be made aware of the penal measures which might be needed to be invoked in order to make the scheme effective.

People would be encouraged to do rooftop organic farming and to compost household waste into fertilizers.

The area under New Town would be divided and given to two agencies to foster healthy competition over keeping their respective areas clean. Special attention will be given to areas where markets, food stalls and hotels are situated.

Among the plans proposed at the meeting are a fine of Rs 100 for littering in the open and a fine of Rs 5,000 per day for delay in removal of construction materials from roads.

 

সবুজে সাজানো হবে নিউ টাউনকে

শহরের সৌন্দর্য ও সবুজায়ন চান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মাথায় রেখেই ছোট ছোট শহরে সবুজায়ন করার পরিকল্পনা নিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর।

বর্তমানে কলকাতায় বাণিজ্য ক্ষেত্রের একটি জনপ্রিয় গন্তব্য নিউ টাউন, তার পাশাপাশি এখানে বেশ কিছু আবাসনও তৈরি হচ্ছে। এখানে একটি সাংস্কৃতিক ও পর্যটন হাব তৈরি হয়েছে যা অল্প সময়ের মধ্যেই খুব জনপ্রিয়তা অর্জন করেছে। ছুটির দিনে প্রায় হাজার খানেক মানুষের গন্তব্যস্থল এই জায়গাগুলি।

এই পরিপ্রেক্ষিতে, অধিবাসীদের মধ্যে ভাল অভ্যাস তৈরি করার জন্য WBHIDCO এবং NKDA যৌথভাবে পোস্টার ও লিফলেটের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার পরিকল্পনা নিয়েছে।

৫০০ বর্গ মিটার জায়গার মধ্যে ১৬৫ টি ক্লাস্টারে ভাগ করা হবে নিউ টাউনকে। WBHIDCO বা NKDA থেকে একজন করে কর্মকর্তা ওই এলাকাগুলির পরিচ্ছন্নতার দায়িত্বে থাকবে।

ময়লা রাস্তায় না ফেলে ডাস্টবিনে ফেলার জন্য অনুরোধ করা হবে এলাকাবাসীদের। ডাস্টবিনের সংখ্যা ১৫০ থেকে বাড়িয়ে ৪৫০ করা হবে। ঝাড়ুদারদের সংখ্যাও বাড়াতে হবে এবং GPS এর মাধ্যমে তাদের ওপর নজর রাখা হবে। পৌরসভা এই সব বর্জ্য কিনবে সেজন্য একটি কাঠামো তৈরি করার পরিকল্পনা রয়েছে।

বাসিন্দাদের এব্যাপারে সচেতন করা হবে এবং নিয়ম মেনে না চললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বাড়ির ছাদে জৈব পদ্ধতিতে চাষ করা এবং বাড়িতেই জৈব সার তৈরি করার জন্য মানুষকে উৎসাহিত করা হবে।

নিউ টাউন অধীনের এলাকাগুলিকে ভাগ করা হবে এবং তাদের নিজ নিজ এলাকার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব দুটি সংস্থার ওপর দেওয়া হবে। যেসব জায়গায় বাজার, খাবারের দোকান, হোটেল রয়েছে সেগুলির ওপর বিশেষ মনোযোগ দেওয়া হবে।

 

 

 

Business club coming up in New Town

A business club is being developed by the New Town Kolkata Development Authority (NKDA), the body responsible for rendering various civic services and amenities within New Town, Kolkata.

According to NKDA chairman, Debashis Sen, the business club will be thrown open in April this year. The move strives to build upon the success of the Bengal Global Business Summit, the ease of doing business and the plug-n-play smart infrastructure of New Town. The idea is to attract talent and businessmen through a strong social infrastructure.

The construction of the business club is almost complete. A full-time supervisor of facilities has been posted to look after the operational matters.

 

নিউটাউনে আসছে নতুন বিজনেস ক্লাব

কলকাতার মধ্যে বিভিন্ন নাগরিক পরিষেবা এবং সুযোগ দেওয়ার জন্য নিউটাউন কলকাতা উন্নয়ন পরিষদ শীঘ্রই একটি বিজনেস ক্লাব স্থাপন করতে চলেছে।

এন কে ডি এ চেয়ারম্যান দেবাশিস সেনের কথা অনুযায়ী এবছরের এপ্রিল মাসে চালু হবে এই বিজনেস ক্লাব। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্যকে হাতিয়ার করে নিউটাউনকে ব্যবসা বান্ধব করে তুলতে এবং স্মার্ট পরিকাঠামো গড়ে তুলতে এই পদক্ষেপ।একটি শক্তিশালী সামাজিক পরিকাঠামোর মাধ্যমে ব্যবসায়ীদের আকৃষ্ট করাই এর মূল লক্ষ্য।

নতুন বিজনেস ক্লাব তৈরির কাজ প্রায় শেষ। কয়েকজনকে পুরো বিষয়টি তত্ত্বাবধান করার জন্যও নিয়োগ করা  হয়েছে।

‘Smart Anandababu’ – Icon of smart city project

The smart city initiatives of New Town and Salt Lake have already grabbed the attention of mayors from some countries. The New Town Kolkata Development Authority (NKDA) is now planning to follow the ‘Buladi’ route to reach out to residents of New Town to have a direct interface with the citizens in a smart way.

Similar to the state’s counter-AIDS icon, the authorities are planning ‘Smart Anandababu’ who will always be there to listen, give details and refer it to the relevant section through a web-based software at the back-end and give feedback to the concerned residents.

Officials said that resolving citizen’s grievances is one of the main focus areas of the smart city strategy. While many are talking of online web portals, complaint monitoring software and GISbased photo shoots through smartphone applications, officials said that the interaction needs to have a human face, a person people can relate to and hence the ‘ Anandababu’ ídea has been conceptualised.

To make the system more effective, the person on the other side of telephone will be backed up with a control room that will provide time bound results on the actions being taken by giving sms based feedback to the complainant on his or her mobile phone.

The authorities are also holding ‘Smart Fridays’ where interactions are taking place with citizens of the township to discuss on the smart city initiatives.

India`s first floating solar panel to be inaugurated at Rajarhat on Jan 5

The country will get its first floating solar power plant on January 5. Only Japan and Australia have developed floating solar power plants so far.

The unit, which will generate 10KW solar power every day, will be inaugurated at Rajarhat New Town.

State Power Minister Manish Gupta will inaugurate the floating solar power plant installed on a water body near Eco Park in New Town.

The floating solar power plant has been jointly set up by the Arka-Ignou Community College of Renewable Energy, headed by solar power expert S P Gon Chaudhuri, and the New Town Kolkata Development Authority (NKDA).

The power that will be put into the grid through marine cables will light up several areas in Eco Park and its surroundings.