Looking back at 2017 – Bengal on fast track

The sun of 2017 is setting, and 2018 is on the horizon. At this juncture, let us take a look at some of the crucial events that have held up for everyone.

It is an undeniable fact that under the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government, Bengal has turned a crucial bend on the road to development, and now there is no looking back.

Here are 17 events in 2017 that we will all remember:

1. Kanyashree wins UN award

On June 23, 2017, the Bengal Government was awarded the United Nations Public Service Award for winning the first prize among projects in South Asia for the Kanyashree Scheme.

2. FIFA Under-17 World Cup in Bengal

The Bengal Government earned worldwide praise, including from world football’s governing body, FIFA for successfully organising the Under-17 World Cup. Two of the most crucial matches, a semi-final and he final, were both held at the Vivekananda Yuba Bharati Krirangan in Kolkata.

3. Victory in by-elections

All the four by-elections held in 2017 – for the seats of Cooch Behar, Dakshin Kanthi, Tamluk and Sabang – were won by huge margins by the Trinamool Congress.

4. Bengal gets new districts

The State Government created four new districts for administrative convenience, bringing the total number to 23. Kalimpong was created out of Darjeeling and Jhargram was created out of Paschim Medinipur while Bardhaman was broken up into Purba Bardhaman and Paschim Bardhaman.

5. Trinamool blooms in the Hills

For the first time ever, Trinamool Congress has formed a local government in the Hills region. Mirik Municipality is now with Trinamool Congress.

6. Mega health reform

Setting a benchmark for other states as well as the Union Government, the West Bengal Clinical Establishments (Registration, Regulation and Transparency) Bill was passed by the State Assembly, brining in a raft of new measures for strengthening the health administration. Among other advantages, now, even for treatment in private hospitals, patients would be able to know the details about the cost and other aspects.

7. Balm on demonetisation troubles

The Bengal Government brought in the Samarthan Scheme in March 2017. It has ensured that those who have had to return to the state, having lost their jobs due to the impact of demonetisation, receive a one-time grant of Rs 50,000 to give them stability as well as enable them to start a new business. Along with this, they are also able to enrol in government schemes which would help them to ensure a steady income.

8. ‘Experience Bengal’ become viral

The State Tourism Department’s promotional video, ‘Experience Bengal’ has picked up a lot of praise, both in terms of the visuals and the content.

9. International business summit hits the right notes

The third Bengal Global Business Summit in January became a forum for industry interactions of the highest order. Representatives from about 30 countries attended the summit, and of course those from across India. Memoranda of understanding (MoU) worth Rs 2.34 lakh was signed at the summit.

10. Rosogolla wins it for Bengal

After a long fight, Rosogolla has been officially recognised, through the granting of a geographical information (GI) tag, as belonging to Bengal.

11. Sitalpati and gobindobhog get international recognition

The well-known aromatic gobindobhog variety of rice has earned a GI tag, giving it a locational uniqueness, and thus, a huge marketability. Sitalpati earned a similar recognition from UNESCO when it was recognised as an ‘intangible cultural heritage’.

12. Bengal leads in MSME

Over the last five years, among the states, entrepreneurs of Bengal, as a whole, have received the highest amount of loans, amounting to 15 billion US dollars. Additionally, in terms of both the number of micro, small and medium (MSME) enterprises and the number of people employed in those, Bengal stands second in the country. Almost 37 lakh MSME enterprises employ about 86 lakh people.

13. Bengal is leading in the construction of toilets

Bengal is the leading state in India in the construction of toilets. The State Government’s Mission Nirmal Bangla is ensuring that Bengal wins the race in terms of a sustainable open-defecation free (ODF) culture. UNESCO has specially recognised the state for this. Not just construction, the government is ensuring through various local campaigns that using proper toilets becomes a normal habit.

14. Stress on infrastructural development

The Bengal Government has decided to spend Rs 12,000 crore under the non-Plan head, with special stress on building infrastructure. Among the infrastructural projects completed is building 18,000 km of roads.

15. Chief Minister’s England and Scotland trip

This year, Chief Minister Mamata Banerjee undertook highly successful visits to England and Scotland, drawing a lot of interest from industrialists and entrepreneurs. At the various summits she attended, Mamata Banerjee held up the huge opportunities and every type of help from the government that investors will find in Bengal.

16. Horasis Asia Summit in Kolkata

The prestigious Horasis Asia summit was held in Kolkata in November, which was the first time that it was held in India. Business leaders (CEOs, promoters, founders, etc.) from 65 countries, numbering 350, attended the summit. The Chief Minister addressed the summit too, inviting investment in all sectors in Bengal.

17. Infosys comes to Bengal

That the industrial climate of Bengal is changing for the better became evident when the international IT giant, Infosys decided to invest Rs 100 crore to set up a campus in Rajarhat, which will generate 1,000 jobs.

ফিরে দেখা ২০১৭

২০১৭র সূর্য আজ অস্তাচলে। নবদিগন্তে উদিত হবে ২০১৮র নতুন ভোর। বিগত বছরের কিছু অবিস্মরণীয় ঘটনাই হয়ে উঠুক আগামীর পথ চলার পাথেয়। কেমন কাটল এই বছর? ফিরে দেখা ২০১৭।

১. কন্যাশ্রীর বিশ্বজয়

রাষ্ট্রপুঞ্জে জনপরিষেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বাংলার প্রকল্প ‘‌কন্যাশ্রী’‌ প্রথম পুরস্কার পায়। ৬৩টি দেশের ৫৫২ প্রকল্পকে হারিয়ে সেরার শিরোপা পায় কন্যাশ্রী।

২. বিশ্ববাংলায় বিশ্বকাপ

এই প্রথম বার কলকাতায় আয়োজিত হয় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল। রাজ্য সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনায় মুগ্ধ হয় ফিফা কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি সংখ্যক দর্শকের উপস্থিতির জন্য প্রসংশিত হয় কলকাতা।

৩. উপনির্বাচনে তৃণমূলের জয়জয়কার

২০১৭ সালের ৪টি উপনির্বাচনে (কোচবিহার, দক্ষিণ কাঁথি, তমলুক ও সবং) বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।

৪. বাংলা পেল নতুন জেলা

নতুন তিনটি জেলা গঠিত হল বাংলায়। দার্জিলিং জেলা ভেঙে গড়া হয় কালিম্পঙ, বর্ধমান ভেঙে তৈরী হয় পূর্ব ও পশ্চিম বর্ধমান, এবং পশ্চিম মেদিনীপুর ভেঙে তৈরী হয় ঝাড়গ্রাম জেলা।

৫. পাহাড়ে ফুটল ঘাসফুল

রাজনৈতিক ইতিহাসে প্রথমবার পাহাড়ে (মিরিক পুরসভা) এককভাবে জয়লাভ করে পুরসভা গঠন করল তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, এর আগে কখনও পাহাড়ে সেখানকার আঞ্চলিক দল ছাড়া কেউ জয়লাভ করেনি।

৬. স্বাস্থ্যে বড় সংস্কার

স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা আনতে, রোগীদের হয়রানি বন্ধ করতে ও চিকিৎসায় গাফিলতি রুখতে নতুন আইন আনল রাজ্য সরকার, গঠিত হল ১১ সদস্যের স্বাস্থ্য বিষয়ক কমিশন। রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিলিং এর ওপর নজর রাখবে এই কমিশন। পাশাপাশি আইন লঙ্ঘন করলে হাসপাতালগুলির ওপর জরিমানা চাপাবে কমিশন।

৭. নোটবন্দির ক্ষতে প্রলেপ

২০১৭ সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গ সরকার ‘সমর্থন’ প্রকল্প চালু করেছে। যে সমস্ত শ্রমিক/কর্মচারী কেন্দ্রীয় সরকারের নোটবন্দির ফলে অন্য রাজ্য থেকে কাজ হারিয়ে ফিরে এসেছেন তাদের ৫০০০০ টাকার আর্থিক সাহায্য স্বরূপ এককালীন এই অনুদান দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছে।

৮. ভাইরাল ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’

জানুয়ারী মাসে প্রকাশিত হয় পশ্চিমবঙ্গ পর্যটনের নতুন ভিডিও। সোশ্যাল মিডিয়া সাইটে বিপুল আলোড়ন ফেলে এই ভিডিও। প্রায় এক কোটি মানুষ এই ভিডিও দেখেছেন টুইটার, ফেসবুক, ইউটিউব সহ নানা সাইটে।

৯. বাণিজ্য সম্মেলনে লক্ষ্মী লাভ

তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় জানুয়ারী মাসে। প্রায় ৩০টি দেশ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এই সম্মেলনে। ২ লক্ষ ৩৪ হাজার কোটি টাকার লগ্নি প্রস্তাব পায় রাজ্য এই সম্মেলনে।

১০. রসগোল্লা বাংলারই

দীর্ঘ লড়াইয়ের পর শেষ হাসি হাসল বাংলাই। রসগোল্লার জিআই ট্যাগ জিতে নিল পশ্চিমবঙ্গ।

১১. শীতলপাটি ও গোবিন্দভোগের আন্তর্জাতিক স্বীকৃতি

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলার হস্তশিল্প। রাজ্যের শীতলপাটি স্বীকৃতি পে ইউনেস্কো থেকে। পাশাপাশি, বাংলার সুগন্ধি গোবিন্দভোগ চাল পায় জিআই ট্যাগ।

১২. ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এগিয়ে বাংলা

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে গত পাঁচ বছরে ব্যাঙ্ক থেকে সব থেকে বেশি ঋণ পেয়েছে বাংলা, যার পরিমাণ হল প্রায় ১৫ বিলিয়ন ডলার। এর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা অনুসারেও পশ্চিমবঙ্গ দেশে দ্বিতীয় স্থানে। বাংলায় প্রায় ৩৭ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান আছে। প্রায় ৮৬ লক্ষ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রসঙ্গত এই ক্ষেত্রেও বাংলা দেশে দ্বিতীয় স্থানাধিকারী।

১৩. শৌচাগার নির্মাণে শীর্ষে বাংলা

অন্যান্য রাজ্যের তুলনায় শৌচাগার নির্মাণে সবথেকে এগিয়ে বাংলা। এর জন্য ইউনিসেফ-এর প্রশংসা কুড়িয়েছে রাজ্য সরকার।

১৪. পরিকাঠামো উন্নয়নে জোর

পরিকাঠামো উন্নয়নে ১২ হাজার কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার। ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেটে পরিকাঠামো উন্নয়নের জন্য ধার্য আর্থিক লক্ষ্যমাত্রা ছাপিয়ে রাজ্য সরকার এই অতিরিক্ত ১২ হাজার কোটি টাকার সংস্থান করতে পেরেছে। এর পাশাপাশি রাজ্য জুড়ে ১৮০০০ কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তার সূচনা করা হয় মুখ্যমন্ত্রীর হাতে।

১৫. মুখ্যমন্ত্রীর ইংল্যান্ড ও স্কটল্যান্ড সফর

লন্ডনে ভগিনী নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষ উদ্যাপন উপলক্ষে নিবেদিতার বাড়িতে স্মৃতিফলক উন্মোচনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। স্কটল্যান্ডের এডিনবরাতে শিল্প বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি বাংলায় লগ্নির আহ্বান জানান। তুলে ধরেন রাজ্যের শিল্প সম্ভাবনার নানা দিক।

১৬. হোরাসিস বৈঠক কলকাতায়

শিল্পের বিষয়ে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ‘থিঙ্ক ট্যাঙ্ক’, হোরাসিস তাদের প্রথম এশিয়া সম্মেলন করে কলকাতায়। এই সম্মেলনে ৬৫টি দেশের ৩৫০র বেশী কর্পোরেট লিডাররা যোগ দেন, যারা প্রতিষ্ঠাতা, মালিক, ম্যানেজিং ডিরেক্টর, প্রেসিডেন্টের মত মর্যাদাসম্পন্ন। এই সম্মেলনে বাংলার মুখ্যমন্ত্রী বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানান শিল্পপতি ও শিল্পপ্রতিনিধিদের।

১৭. বাংলায় আসছে ইনফোসিস

বাংলায় বিনিয়োগ করছে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। জমির মালিকানা এবং ব্যবহারের ক্ষেত্রে ছাড় পেতে চলেছে দেশের অন্যতম সেরা তথ্যপ্রযুক্তি সংস্থাটি। ইনফোসিসকে পুরোপুরি ৫০ একর জমির মালিকানা (ফ্রি-হোল্ড) দেবে সরকার।

Bengal to become an ODF state by August 2018

Mission Nirmal Bangla, an internationally awarded scheme for removing the scourge of open defecation from Bengal, is going to reach a major milestone next August when Bengal would become an open defecation-free (ODF) state.

Under the scheme, which is a brainchild of Mamata Banerjee, 67 lakh rural households in Bengal would have been equipped with toilets by August 2018. These facts were stated by State Panchayat and Rural Development Minister, Subrata Mukherjee at a recent workshop on sanitation held at Sector V in Salt Lake, Kolkata.

It may be mentioned that Nadia was the country’s first district to achieve ODF status. The other districts that have become ODF in Bengal are North and South 24 Parganas, Purba Medinipur, Hooghly, Purba and Paschim Bardhaman, Cooch Behar, Malda and Howrah.

The minister said that Birbhum, Murshidabad, Paschim Medinipur and Dakshin Dinajpur will achieve the target by the end of December. Further, the districts of Alipurduar, Uttar Dinajpur and Jalpaiguri will be declared ODF by March 2018.

 

২০১৮র আগস্ট মাসের আগেই নির্মল হবে বাংলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৩ সালে শুরু করেছিল মিশন নির্মল বাংলা। আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত এই প্রকল্প পৌঁছাবে তার শিখরে ২০১৮ সালের আগস্ট মাসে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন আগামী বছরের মধ্যেই নির্মল হবে বাংলা। এই প্রকল্পর লক্ষ্য ছিল ২০১৮র মধ্যে ৬৭লক্ষ গ্রামীণ পরিবারের জন্য শৌচাগার নির্মাণ করা।

প্রসঙ্গত, নদীয়া জেলাকে দেশের প্রথম নির্মল জেলা ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। বাকি যে সকল জেলা ‘নির্মল জেলা’ হয়েছে, সেগুলি হল: উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলী, কোচবিহার, মালদা ও হাওড়া।

মন্ত্রী বলেন, ডিসেম্বর মাসে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুরকেও ‘নির্মল জেলা’ ঘোষণা করা হবে। এরপর আলিপুদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি জেলা নির্মল জেলা হিসেবে ঘোষিত হবে ২০১৮ সালের মার্চ মাসে।

 

 

World Bank provides Rs 2,000 Cr to develop rural Bengal

The World Bank has given a soft loan of Rs 2,000 crore under the Institutional Strengthening of Gram Panchayat Programme to Bengal to help in the development of rural Bengal. All the 3,342 gram panchayats in Bengal had been brought under the programme. The loan has been given for five years starting from April 1, 2017 to December 2022. The state government will not have to pay any interest on the loan amount but just a service charge will be levied.

Under the programme, all panchayat members and officials will be given intense training which includes transparent management of funds, making proper planning and the like. The projects taken up by the panchayats will be assessed by a third party and the best maintained panchayats will be given performance grants. With this money, the panchayats will be able to set up infrastructure like building of toilets, taking up beautification programmes etc.

There are strict parameters that have been set by the funding agency to get the awards that include transparency  in maintaining the accounts and timely completion of projects. The World Bank and the Panchayat and Rural Development department have given special emphasis on timely completion of projects as a part of cost control measures.

The Panchayat and Rural Development department has constructed nearly 14,000-km roads since the Trinamool Congress government came to power in 2011. Projects like the Nirmal Bangla Mission has been taken up to ensure toilets in every rural household by March 2019.

 

গ্রামীণ বাংলার উন্নয়নের জন্য ২০০০ কোটি টাকা দিল বিশ্ব ব্যাঙ্ক

গ্রামীণ বাংলার উন্নয়নের লক্ষ্যে বাংলাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিশ্ব ব্যাঙ্ক। এই খাতে রাজ্যকে ২০০০ কোটি টাকা দিল তারা। রাজ্যের ৩৩৪২টি গ্রাম পঞ্চায়েতকেই এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই লোন দেওয়া হয়েছে ৫ বছরের জন্য। ১লা এপ্রিল ২০১৭ থেকে ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত উন্নয়নের জন্য এই লোন দেওয়া হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে সকল পঞ্চায়েত সদস্য ও আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হবে তহবিলের স্বচ্ছ হিসেব রাখা, যথাযথ পরিকল্পনা করা এবং উন্নয়ন সংক্রান্ত অন্যান্য বিষয়ে। পঞ্চায়েতগুলি যে সকল প্রকল্পে কাজ করবে তা নিরীক্ষণ করবে এক তৃতীয় সংস্থা। যে পঞ্চায়েত সব থেকে ভাল কাজ করবে, তাদের আরও অনুদান দেওয়া হবে। তহবিলের হিসাবের সচ্ছতা রাখলে ও সময়মত কাজ শেষ করলে পঞ্চায়েতগুলো আরও বেশি অনুদান পেতে পারে।

উল্লেখ্য, ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করার পর এখন পর্যন্ত মোট ১৪,০০০ কিঃ মিঃ গ্রামীণ রাস্তা নির্মাণ করেছে। ২০১৩ সালে রাজ্য সরকার চালু করেছে নির্মল বাংলা প্রকল্প।

Bengal takes up 10 Solid Waste Management projects

Bengal government led by Mamata Banerjee has taken up 10 integrated solid waste management projects for 14 urban local bodies, at a cost of Rs 421.69 crore, under Mission Nirmal Bangla.

The urban local bodies are in Kolkata, Dum Dum, North and South Dum Dum, Baranagar, Bhatpara, Naihati, Ashoknagar-Kalyangarh and Habra, Asansol, Krishnanagar, Santipur, Nabadwip and Jalpaiguri.

Tender process of these projects has been initiated and all the urban local bodies have been instructed to create massive awareness.

Under the mission, four districts – Nadia, North 24 Parganas, Hooghly and East Midnapore and its 55 urban local bodies – achieved open defecation free status by completing the construction of more than one lakh individual household laterine.

The government said that another 21 urban local bodies of Burdwan, South 24 Parganas and Coochbehar districts aim to construct more than 1.5 lakh household latrines to achieve open defecation free status by March 2017.

 

নির্মল বাংলা মিশনে নতুন মাত্রা যোগ করতে উদ্যোগ রাজ্যের

নির্মল বাংলা মিশনকে এক নতুন মাত্রা দিতে নতুন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। আনুমানিক ৪২১.৬৯ কোটি টাকার এই প্রকল্প ১৪টি পৌরসভাকে কেন্দ্র করে হবে।

এই পৌরসভাগুলি হল কলকাতা, উত্তর দমদম, দক্ষিণ দমদম, বরানগর, ভাটপাড়া, নৈহাটি, অশোকনগর-কল্যাণগড়, হাবড়া, আসানসোল, কৃষ্ণনগর, শান্তিপুর, নবদ্বীপ ও জলপাইগুড়ি। নির্মল বাংলা মিশন সম্পর্কে সচেতনতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত পৌরসভাগুলিকে ।

ইতিমধ্যেই নদীয়া, উত্তর ২৪ পরগণা, হুগলী ও পূর্ব মেদিনীপুর নির্মল জেলার স্বীকৃতি পেয়েছে। মার্চ মাসের মধ্যে বর্ধমান, দক্ষিণ ২৪ পরগণা, কোচবিহার জেলার অন্তর্গত ২১টি পুরসভায় ১.৫ লক্ষের বেশি শৌচাগার নির্মিত করা হবে ও তাদের নির্মল জেলার স্বীকৃতি দেওয়া হবে।

 

South 24 Parganas to be declared ODF District in March

Come March, South 24 Parganas will be the country’s first district to have the highest number of rural toilets.

The district will be declared Open Defecation Free district (ODF) in March with 6.86 lakh rural toilets, the District Magistrate said on Thursday. Along with South 24 Parganas, Burdwan and Cooch Behar will be declared as ODF districts by March 31.

It may be mentioned that Nadia was the first district in the country which was declared ODF on April 30, 2015.  After that, Hooghly, East Midnapore and North 24 Parganas have also been declared ODF. April 30 has been declared as Nirmal Bangla Divas when programmes will be held all over the state.

It has also been decided by the Panchayat and Rural Development department to make South and North Dinajpur, Birbhum, Jalpaiguri and Darjeeling ODF districts in 2017-18. The state government has decided to construct toilets in every rural home by October 2, 2019.

Subrata Mukherjee, minister for Panchayat and Rural Development department said that campaign was carried out on the maintenance of the toilets.

 

মার্চ মাসে নির্মল জেলা ঘোষিত হবে দক্ষিণ ২৪ পরগনা

আগামী মার্চ মাসে দক্ষিণ ২৪ পরগণা জেলাকে নির্মল জেলা হিসেবে ঘোষণা করা হবে। জেলা শাসক বৃহস্পতিবার বলেন, দক্ষিণ ২৪ পরগণায় মোট ৬.৮৬ লক্ষ শৌচাগার তৈরী হয়েছে। দেশে সর্বাধিক সংখ্যার শৌচাগার নির্মিত হয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলাতে।

দক্ষিণ ২৪ পরগণার পাশাপাশি মার্চ মাসে কুচবিহার ও বর্ধমান জেলাও নির্মল জেলা হিসেবে ঘোষিত হতে চলেছে।

উল্লেখযোগ্য, নদীয়া জেলা দেশের প্রথম নির্মল জেলা হিসেবে স্বীকৃতি পায় ২০১৫ সালের ৩০শে এপ্রিল। তার পর হুগলী, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা জেলাও নির্মল জেলা হিসেবে ঘোষিত হয়। ৩০শে এপ্রিল দিনটি নির্মল বাংলা দিবস হিসেবে সারা রাজ্য জুড়ে পালন করা হয়।

পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে ২০১৭-১৮ বর্ষের মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাকেও নির্মল জেলা ঘোষণা করা হবে। রাজ্য সরকার ২০১৯ সালের ২রা অক্টোবরের মধ্যে রাজ্যের প্রত্যেকটি গ্রামকে নির্মল গ্রাম করার লক্ষ্যে এগোচ্ছে।

 

Week-long Cleanliness Drive in Bengal from today

West Bengal Chief Minister has instructed all district administrations to conduct a week-long ‘Cleanliness Drive’ till September 5 (Teachers’ Day). She made an announcement about the drive after the administrative review meeting at Chopra in North Dinajpur on August 24, 2016.

The ‘Cleanliness Drive’ will be taken up in all the blocks, from cities to the rural areas.

The State has been undertaking social awareness programmes like ‘Safe Drive, Save Life’ and ‘Mission Nirmal Bangla’, all of which have met huge success. West Bengal has secured the top position in the country with ‘Mission Nirmal Bangla’.

The Chief Minister has requested all clubs, Puja committees, students, intellectuals and other organisations to participate in the ‘Cleanliness Drive’.

 

‘পরিচ্ছন্ন বাংলা’ গড়ার ডাক মুখ্যমন্ত্রীর

‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এ অভূতপূর্ব সাফল্যের পর এবার পরিচ্ছন্ন বাংলা গড়তে বিশেষ অভিযানে নামছে রাজ্য৷ মঙ্গলবার উত্তর দিনাজপুরের চোপড়ায় প্রশাসনিক বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ থেকে গোটা রাজ্যজুড়েই শুরু হচ্ছে এই বিশেষ সাফাই অভিযান৷ চলবে ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবস পর্যন্ত৷ সাতদিন ধরে রাজ্যের প্রতিটি ব্লক, শহর থেকে গ্রামাঞ্চলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ওই অভিযান হবে৷

এর আগে ঢাকঢোল পিটিয়ে ‘স্বচ্ছ ভারত’ অভিযানের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ কিন্তু দু’বছর পর তা শুধু স্লোগানই থেকে গিয়েছে৷ সেখানে দাঁড়িয়ে পরিচ্ছন্ন বাংলা গড়ে তুলতে কার্যত চ্যালেঞ্জ নিলেন মুখ্যমন্ত্রী৷ এর আগে সৌন্দর্যায়ন কর্মসূচিতে যথেষ্ট সাফল্য পেয়েছে রাজ্য৷ সাফল্য এসেছে সবুজায়নের কর্মসূচিতেও৷

প্রসঙ্গত, কিছুদিন আগেই দুর্ঘটনা রুখতে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ অভিযান শুরু হয়েছে বাংলায়৷ সেই অভিযানে যে পরিমাণ উৎসাহ, উদ্দীপনা ও অংশগ্রহণ দেখা গিয়েছে তাতে অনুপ্রাণিত হয়েই এবার এই পরিচ্ছন্নতার অভিযান শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী৷ স্কুল ছাত্র-ছাত্রীদের পাশাপাশি ক্লাব, পুজো কমিটিগুলিকেও এই অভিযানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি৷

নির্মল বাংলা অভিযানে ইতিমধ্যেই দেশের সেরা হয়েছে রাজ্য৷ এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের পুরস্কার জিতেছে বাংলার একাধিক জেলা৷ এবার পরিচ্ছন্ন বাংলা গড়তে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রীর৷

Nirmal Bangla: Leading the way in India

Rural Bengal has progressed tremendously under the Trinamool Congress Government over the past five years. Panchayats are the agents through which the government’s development programmes for the rural populace are implemented.

One  programme in which the State has performed very well and has received glowing commendations is Mission Nirmal Bangla.

Mission Nirmal Bangla

Mission Nirmal Bangla has been a revolutionary scheme of the West Bengal Government, aimed at making the State open defecation free (ODF), and it has had a great success. In 2014-15 alone, the State’s Individual Household Latrines (IHHL) count was 8.47 lakh, the highest in the country.

Among the top four districts in the country, in terms of making them ODF (counted on the basis of the construction of individual toilets), Nadia is at number one position and is immediately followed by Hooghly and Bardhaman.

In record time, Nadia district has reached out to all the households and constructed more than 3.47 lakh toilets to ensure that everyone in the district has got access to sanitation.

The project has achieved for West Bengal milestones which are the pride not only of India but internationally too. The Trinamool Congress Government has made the State really proud.

 

‘নির্মল বাংলা’: ভারতবর্ষের এক অনন্য মডেল

গত পাঁচ বছরে তৃণমূল কংগ্রেসের আমলে গ্রামবাংলার মানুষ উন্নয়নের এক নতুন আস্বাদ পেয়েছে। পঞ্চায়েতের মাধ্যমে সরকার তাদের এই উন্নয়ন কর্মসূচী বাস্তবায়িত করেছে।

মিশন নির্মল বাংলা কর্মসূচীতে রাজ্য খুব ভালো কাজ করেছে এবং  আন্তর্জাতিক স্তরেও যথেষ্ট প্রশংসা পেয়েছে।

মিশন নির্মল বাংলা

‘মিশন নির্মল বাংলা’ পশ্চিমবঙ্গ সরকারের একটি বৈপ্লবিক প্রকল্প যার লক্ষ্য রাজ্যকে ওপেন ডেফিকেশন ফ্রি করা এবং রাজ্য সরকার এক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য পেয়েছে।

২০১৪-১৫ আর্থিক বর্ষে ‘নির্মল বাংলা’ স্বাস্থ্যবিধান কর্মসূচীতে ভারত সরকারের কাছ থেকে ‘দেশ সেরার’ শিরোপা জিতেছে পশ্চিমবঙ্গ। এই কর্মসূচীতে প্রায় ৮.৪৭ লক্ষ শৌচালয় নির্মাণ হয়েছে পশ্চিমবঙ্গে, যা দেশের মধ্যে সর্বোচ্চ।

সারা দেশের পারিবারিক শৌচাগার নির্মাণের ক্ষেত্রে অগ্রগণ্য প্রথম চারটি জেলার মধ্যে তিনটি হল নদিয়া, উত্তর ২৪ পরগনা ও হুগলি ও বর্ধমান।

নদিয়া দেশের মধ্যে প্রথম উন্মুক্ত শৌচবিহীন জেলা হিসেবে পুরস্কার অর্জন করেছে। ৩.৪৭ লক্ষেরও বেশি শৌচালয় নির্মাণ হয়েছে এই জেলায়।

পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প শুধুমাত্র ভারতে নয় আন্তর্জাতিক স্তরেও খ্যাতি অর্জন করেছে। তৃণমূল কংগ্রেস রাজ্যকে গর্বিত করেছে।

 

100 Days’ Work Scheme and Nirmal Bangla: Leading the way in India

Rural Bengal has progressed tremendously under the Trinamool Congress Government over the past five years. Panchayats are the agents through which the Government’s development programmes for the rural populace are implemented.

Two programmes in which the State has performed very well and has received glowing commendations are the 100-Days Work Scheme and Nirmal Bangla.

The Panchayat and Rural Development Department has ensured more job security and creation of durable assets. The State Plan expenditure has increased over five times to Rs 38,214.14 crore during 2011-2016, as compared to that during 2006-11.

100-Days’ Work Scheme

There has been more than double the rise in the expenditure incurred under Mahatma Gandhi National Rural Employment Generations Scheme (MGNREGS), also known as the 100-Days’ Work Scheme, during 2011-15, to Rs 18,742.72 crore, as compared to that during 2007-11. A total of 95.73 crore person-days were generated during 2011-16.

The State has achieved unique milestones under this scheme. West Bengal reached its peak during 2013-14 by generating 23.15 crore person-days, the highest in the country. In 2014-15, owing to the non-availability of adequate fund from the Government of India like in the previous year, only 16.77 crore person-days could be generated although in terms of expenditure the State retained its premier position with an expenditure of Rs 4,014.89 crore and a pending liability of Rs 1,823.12 crore.

Women’s participation in MGNREGS has increased to 41%, which is an all-time high in the State. The other major achievements lie in a series of innovative activities including mango orchards in Bankura and Purulia districts, support to Indira Awas Yojana housing, cowshed, goatery and poultry sheds under Individual Benefit Schemes, reclamation of land, leading to productivity enhancement, and convergence with different programmes of other departments.

Due to an outstanding convergence model, Lego Gram Panchayat in Bankura district received a national award for overall and effective performance in MGNREGS during 2012-13. Convergence in MGNREGS is now attempted in a big way and different departments are pumping in their resources to enhance productivity through combined initiatives.

Mission Nirmal Bangla

Mission Nirmal Bangla has been a revolutionary scheme of the West Bengal Government, aimed at making the State open defecation free (ODF), and it has had a great success. In 2014-15 alone, the State’s Individual Household Latrines (IHHL) count was 8.47 lakh, the highest in the country.

Among the top four districts in the country, in terms of making them ODF (counted on the basis of the construction of individual toilets), Nadia is at the number one spot and is immediately followed by Hooghly and Bardhaman. In record time, Nadia district has reached out to all the households and constructed more than 3.47 lakh toilets to ensure that everyone in the district has got access to sanitation.

Conclusion

Thus we can see that West Bengal has made tremendous progress in rural development. It is now one of the top performers in the country.

North 24 Parganas observes “Hand Wash Day”

North 24 Parganas district administration observed “Hand Wash Day” on December 4, 2015 as a part of the Nirmal Bangla programme. Inspired by Mamata Banerjee, the function saw the participation of over 25 lakh people.

Madhya Pradesh already has a Guinness Record of 10 lakh people participating in ;hand wash’ at a time. North 24 Parganas district administration hopes to break that record and create awareness about sanitation at the same time.

The “Hand Wash Day” programme commenced at 1:30 PM with the blowing of conch shells and siren. The main event took place at Barasat Kachhari Maidan along with similar events at various schools and administrative buildings.

Ministers Subrata Mukherjee and Jyotipriya Mullick were present on the occasion. WB CM Mamata Banerjee has already wished the district administration well ahead of the event.

WB CM vows to build clean and green Darjeeling

West Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday announced a slew of development plans for Darjeeling Hills.

She said 53,000 toilets will be constructed in the hills for schools and for the community as part of the ‘Nirmal Bangla’ (Clean Bengal) scheme. Stress would be given to set up toilets in girls schools where they do not exist.

Stressing on development of tourism in Darjeeling, called the Queen of the Hills, Banerjee said facilities for the tourists would be looked after by the state government itself.

She emphasised on cleanliness in the hill to attract more tourists and said steps would be taken to encourage more of them to visit the remote destinations of Lava and Lolegaon in Darjeeling district known for their natural beauty.

“I come only for the sake of development of north Bengal and have intention of any politics,” she said.

WB CM, who is on a four-day visit to north Bengal, told reporters that an educational hub was being planned at Kurseong that would provide opportunity for the local youth, who will not be required to leave home to be trained.

Steps will be taken for skill development to increase employability of the local youth, she said.

The development plans were discussed at two meetings with officials of GTA and senior government officials during the day.

The chief minister is scheduled to meet members of various communities residing in Darjeeling today.