Consider Bangla your home: Mamata Banerjee at Silicon valley hub foundation laying ceremony

Chief Minister Mamata Banerjee laid the foundation stone of Bangla Silicon Valley hub today. It will be located in Newtown.

This information technology (IT) industry hub has been conceived on the lines of the famous Silicon Valley in USA, and hence the name.

The hub commands a huge 100-acre vista, where national and international IT and IT-enabled service companies are expected to create numerous jobs for people from Bangla. It will also act as a centre of excellence for the IT industry, and will attract some of the biggest names of the world.

Highlights of the Chief Minister’s speech:

The GDP growth rate of Bangla is 9.15%. We are very much ahead. Even if you see the GVA growth rate – India is 6.5% and Bengal is 9.59%.

Industry sector – India 5.54% and Bengal 16.29% (3 times more). Service sector growth for India is 8.30% and Bengal is growing at 15.61%. In the agriculture sector, India’s growth rate is 2.10% and for Bengal it is 2.28%

Unemployment is a big problem in India. You will be happy to know, as per a report of the Union Ministry of Labour, Bengal’s unemployment has reduced by 40%. The credit must go to my industry friends, small industries, unorganised sector as well as the IT industry.

Sometimes I feel bad that the IT industry is mainly based in Bangalore and Hyderabad. Of course the infrastructure was better there. At that time we were not in power.

We do not believe in coming to power for the love of chair. We believe in power to take care.

Bangalore and Hyderabad have become congested. I urge you to come to Bengal. You will get more talented people. If you invest in Bengal, those who are currently working elsewhere will also come back here.

Our young generation is working across the world. They are very dedicated, devoted, determined and sincere. They need respect, not money. I believe they can deliver any job, better than anybody else.

It was my challenge that we have to conquer the world. That’s why we have started the Silicon Valley hub today. If America has a Silicon Valley, Bangla also will have a second Silicon Valley.

We have 100 acres of land available. Set up your IT industry here. If you require more, I will ask the authorities to keep another 100 acres ready. Whatever we can, we will try our best.

Bangla is the gateway to north east India. You can set up your industry in Darjeeling also. Bangla is also the gateway to Bhutan, Nepal and Bangladesh. Bihar, Jharkhand, Odisha are our adjacent states. We are only 3 hours away from Singapore. Bangkok is also 2 hours away.

If you invest here, you can tap into the potential of young students. We can give you more productivity, talent, researchers. I am proud to say, everywhere in the world, you will find a Bengali.

This is your State also. Treat this as your home. Nurture this as your baby. The asset is your working capital. I assure all cooperation from State Government. Consider us as your sweet family.

World Bicycle Day being observed in Kolkata

Housing Infrastructure Development Corporation (HIDCO) is observing the first-ever World Bicycle Day in Newtown today. The United Nations has declared June 3 as World Bicycle Day this year and it will be celebrated globally.

In Newtown, the celebration is more significant as it is the only place in India where the Cycle Sharing Scheme has been introduced and it has become extremely popular.

Housing and Urban Development Corporation (HUDCO) under the ministry of Housing and Urban Affairs had awarded the scheme introduced by New Town Kolkata Development Authority (NKDA) in the Urban Transport category at a function in New Delhi in April.

To mark today’s occasion, cycles have been kept in front of the golf course off Eco Park to be used by the enthusiasts. The ride is free and cycle lovers can take a ride to popularise cycling. Eco Park has a special zone where people come and do cycling and duo cycling as well and it is extremely popular among visitors.

New Town has graded cycle paths and the Cycle Sharing Scheme is becoming popular.

 

Image source: Twitter

Kolkata Gate to be thrown open before Poila Boisakh

Housing Infrastructure Development Corporation (HIDCO) is going to open the Kolkata Gate at New Town before the Poila Boishakh (Bengali New Year’s Day in April). The date of the inauguration of the gate, the only one of its kind in eastern India, will be finalised shortly.

Hectic work is on to give finishing touches to the huge construction. Special attention has been given to look after the safety and security of the people who will be climbing the viewers’ gallery.

The construction for the structure began on March 6, 2017. The height of the Kolkata Gate is 55 m. Seventy tonnes of steel have been used. The visitors will be taken to the viewers’ gallery by a lift. The viewers’ gallery is around 25 meters above ground level and is covered by glass. A portion of it has been earmarked for a restaurant, where visitors can get tea, coffee and light refreshments.

The tunnel will have photographs on Kolkata’s heritage and culture. The outer part of the tunnel will be illuminated. The Gate, complete with the Biswa Bangla logo, has been constructed to greet those coming to the city from the airport.

The structure will add another feather in Kolkata’s cap. A splendid view awaits those who would visit the viewers’ gallery, giving a clear sight of New Town and its neighbourhood.

 

পয়লা বৈশাখের আগেই উদ্বোধন হবে কলকাতা গেট

পয়লা বৈশাখের আগেই নিউ টাউনে উদ্বোধন হবে কলকাতা গেট। এই গেট নির্মাণের দায়িত্বে আছে হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (হিডকো)। উদ্বোধনের দিনক্ষণ খুব শীঘ্রই ঠিক করা হবে। এখন শেষমুহুর্তের কাজ জোরকদমে চলছে।

৬ই মার্চ, ২০১৭, কলকাতা গেট নির্মাণের কাজ শুরু হয়। যেসকল দর্শক ওপরের গ্যালারিতে উঠবেন, তাদের নিরাপত্তার বিষয়টা মাথায় রেখেই কাজ হচ্ছে।

কলকাতা গেটের উচ্চতা ৫৫ মিটার। সত্তর টন ইস্পাত ব্যবহার করা হয়েছে। লিফটে করে দর্শকরা ভিউয়ার্স গ্যালারিতে উঠতে পারবেন। এই গ্যালারির উচ্চতা মাটি থেকে ২৫ মিটার। এই পুরো গ্যালারিটি কাঁচ দিয়ে ঢাকা। এখানে একটি রেস্তোরাঁ হবে যেখানে আগত ভ্রমণার্থীরা চা, কফি ও জলখাবার কিনে খেতে পারবেন।

এই টানেলে কলকাতার ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক নানা ছবি থাকবে। টানেলের বাইরের দিকটি আলো দিয়ে সাজানো হবে। এখানে বিশ্ব বাংলার লোগো থাকবে। বিমানবন্দর থেকে কলকাতাগামী যাত্রীদের স্বাগত জানাতেই এই গেটটি নির্মাণ করা হচ্ছে। এই গেট তৈরীতে খরচ পড়েছে আনুমানিক ২৫ কোটি টাকা।

এই গেট নির্মাণের পর কলকাতার মুকুটে আরও একটি পালক যোগ হবে।

 

Image source: The Beacon Kolkata

Replicas of ‘Seven Wonders of the World’ inaugurated at Eco Park

State Urban Development minister inaugurated the replicas of the Seven Wonders of the World at Eco Park on Saturday.

It may be mentioned that Chief Minister Mamata Banerjee had urged the Housing Infrastructure Development Corporation (HIDCO) authorities to set up replicas of the Seven Wonders which will be appreciated by those who love to travel. The replicas have come up on a three acre land.

The park houses the replicas of Taj Mahal, Christ — the Redeemer, the Colosseum, the Great Wall of China, the Easter Island statues, the Petra Jordan and the Pyramid. The facia of all the structures are made of fibre reinforced polymer which have been fixed on RCC and steel frames.

 

পৃথিবীর সাত আশ্চর্যের প্রতিলিপি এবার ইকো পার্কে

শনিবার নিউটাউনের ইকো পার্কে পৃথিবীর সাত আশ্চর্যের প্রতিলিপি উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।

ইকো পার্কে তিন একর জমিতে গড়ে তোলা হয়েছে এই পপ্রতিলিপিগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই প্রকল্পটি শুরু করে হিডকো।

প্রতিলিপিগুলির মধ্যে রয়েছে আগ্রার তাজ মহল, ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার, রোমের কলোসিয়াম, ইস্টার আইল্যান্ডের মূর্তিসমূহ, পেত্রা জর্দান, এমং মিশরের পিরামিড।

স্টিলের ফ্রেমের ওপর বসানো পলিমার-যুক্ত ফাইবারের তৈরী এই প্রতিলিপিগুলি দেখতে দর্শকদের ৩০ টাকা প্রবেশমূল্য দিতে হবে।

Bike Taxis get a thumbs up in Newtown

As many as seventy-five people took a ride on the Bike Taxis around Newtown on Friday and more than 600 people had surfed the K Bike Taxi app.

Suvendu Adhikari, state Transport Minister had inaugurated Bike Taxis known as ‘K Bike Taxi’ at a function on Thursday. If successful, this will be deployed in the entire city and the districts soon.

A passenger will have to pay Rs 20 for the first 2 km and to cover subsequent distance the person will have to pay Rs 5 per kilometre.

Some women drivers are also being trained and soon they will be deployed to drive K Bike Taxis.

 

নিউটাউনে প্রথম দিনেই জনপ্রিয় ‘বাইক ট্যাক্সি’

নিউটাউনে বাইক ট্যাক্সি পরিষেবা চালু হওয়ার পর প্রথম দিনেই এই পরিষেবা গ্রহণ করেছেন ৭৫ জন যাত্রী এবং মোবাইল অ্যাপ ব্যবহার করেছেন ৬০০রও বেশি মানুষ।

বৃহস্পতিবার পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পরিষেবার সূচনা করেন। এই পরিষেবা নিউটাউনে সফল হলে কলকাতা ও সারা রাজ্যেও চালু করার পরিকল্পনা আছে।

বাইক ট্যাক্সিতে চড়তে প্রথম ২ কিলোমিটার যাত্রার জন্য দিতে হবে মাত্র কুড়ি টাকা। এর পর প্রতি কিঃমিঃ ভাড়া ৫ টাকা।

ভবিষ্যতে মহিলা ড্রাইভারদের প্রশিক্ষণ দেওয়ারও পরিকল্পনা রয়েছে পরিবহণ দপ্তরের।

Bengal Govt launches bike-taxi service in Rajarhat-Newtown

Bengal Transport Minister today flagged off bike-taxi service in the Rajarhat-Newtown area. The service, described as Last Mile Connectivity, is a pilot project and will be introduced elsewhere soon.

The bike-taxis, which will ferry a single passenger by trained motorcyclists, can be booked through a mobile-based app. The trained motorcyclists will maintain safe speed thus providing pace as well as safety to its passenger.

Techies who have problems in reaching their workplaces on time in Sector V and Rajarhat, where the majority of the software firms are in place,  or find difficult to return home at wee hours will be hugely benefited.

 

রাজারহাট-নিউটাউনে চালু হল ‘বাইক-ট্যাক্সি’ পরিষেবা

রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে রাজারহাট নিউটাউনে উদ্বোধন হল বাইক-ট্যাক্সি পরিষেবার। এই পাইলট প্রকল্পের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

মোবাইল অ্যাপের মাধ্যমে এই পরিষেবা বুকিং করা যাবে। সুদক্ষ এক বাইক চালক বাইক নিয়ে এসে যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দেবে। এই প্রশিক্ষিত বাইক চালক বাইকের গতি নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি যাত্রীর নিরাপত্তারও খেয়াল রাখবে।

রাজারহাট ও সেক্টর ৫-এর তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মীরা প্রায়ই নির্দিষ্ট সময় নিজেদের কর্মস্থলে পৌছতে সমস্যায় পড়েন বা বাড়ি ফিরতে অসুবিধায় পড়েন। তারা এই পরিষেবার ফলে খুব উপকৃত হবেন।

রাজ্যের অন্যান্য জায়গাতেও এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

Bengal Govt sets up Judicial School

The West Bengal Judicial School was inaugurated on Saturday at Newtown by the State Minister in Charge of the Judiciary Department.

The aim of the School would be to act as a training and research centre for all the students, lawyers and even judges and anybody connected to the legal profession.

The Bengal Government has already taken up steps like video conferencing facility in the eight of the State’s correctional homes in order to speed up the legal processes. Three new district courts has also been set up, besides spending Rs 100 crore for the development in the judiciary infrastructure.

 

পশ্চিমবঙ্গ জুডিসিয়াল স্কুল চালু হল

শনিবার নিউ টাউনে পশ্চিমবঙ্গ জুডিসিয়াল স্কুলের উদ্বোধন করলেন জুডিসিয়ারি দপ্তরের বিচারবিভাগীয় মন্ত্রী।

রাজ্য সরকার বিচার বিভাগীয় আধিকারিক ও আইনজীবীদের জন্য প্রশিক্ষণ দেওয়াই এই স্কুলের উদ্দেশ্য।

রাজ্য সরকারের সহযোগিতায় ৮টি সংশোধনাগারে বিচার প্রক্রিয়ার দ্রুততার কথা ভেবে ভিডিও কনফারেন্সিং চালু হয়েছে। ৩ টি নতুন জেলা আদালতও তৈরি হয়েছে। বিচারপ্রার্থীদের পরিবারের জন্য বিভিন্ন আদালতে ছাউনি তৈরি করা হয়েছে এবং বিচারবিভাগীয় পরিকাঠামোগত উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা ব্যয় করছে জুডিসিয়ারি দপ্তর।

 

 

Unique Sculpture Garden Coming Up At Eco Park In March

A unique sculpture garden which is coming up at Eco Park will be inaugurated in March. The garden will portray through murals and paintings, the history of Bengal from Sri Chaitanya to Satyajit Ray.

There will be 12 murals associated with great movements that had taken place in Bengal from Sri Chaitanya’s time. There will be a mural on the Battle of Plassey. The contribution of Raja Ram Mohan Roy and Bankim Chandra will also be displayed. There will be murals on the Santal and Indigo revolution.

Swami Vivekananda’s call to the youth will also be displayed along with the contribution of Sri Aurobindo, the revolutionary who later became a saint. The contribution of Netaji Subhas Chandra and INA will be displayed. There will be murals on the history of Bengal’s cultural evolution from Lalan Fakir to Kazi Nazrul Islam.

Life of Rabindranath Tagore and setting up of Visva Bharati will also be displayed. There will be a mural of Satyajit Roy and his world of films. Besides the murals, there will be 52 portraits of great personalities coming from different walks of life. There will be portraits of Sri Chaitanya up to Begum Rokeya.

 

ইকো পার্কে চালু হবে ভাস্কর্য উদ্যান

মার্চ মাসে ইকো পার্কে যাত্রা শুরু হবে এক অনন্য ভাস্কর্য উদ্যানের। নানা ছবির মাধ্যমে এই উদ্যানে তুলে ধরা হবে বাংলার ইতিহাস।

শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় থেকে শুরু করে বাংলায় নানা পর্যায়ের ইতিহাস সংক্রান্ত ১২টি ছবি থাকবে এখানে। পলাশীর যুদ্ধ, রাজা রামমোহন রায়, বঙ্কিম চন্দ্রের অবদান তুলে ধরা হবে। সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে নীল বিদ্রোহের ইতিহাসও থাকবে এখানে।

স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর সাথেও স্থান পাবে লালন ফকির ও নজরুলের কথাও। রবীন্দ্রনাথের জীবনীও বিষয় হবে এখানকার একটি ছবির। সত্যজিৎ রায়ের সিনেমা নিয়েও থাকবে ছবি।

এছাড়াও ৫২জন মনীষীর প্রতিকৃতি থাকবে এই উদ্যানে।

Country’s first financial and legal hub coming up in Newtown

The country’s first ever financial and legal services hub will soon come up on 100 acre of land in the Commercial Business District Zone of Newtown.

Twenty two financial institutions have bought plots in the hub, namely State Bank of India, Bank of India, Allahabad Bank, Bank of Baroda, Corporation Bank, Canara Bank, Punjab National Bank, Syndicate Bank, Karnataka Bank, Union Bank of India, Indian Bank, Andhra Bank, Vijaya Bank, United Bank of India, Shriram Credit, Bandhan Bank, UCO Bank, National Insurance, Directorate of Revenue Intelligence, West Bengal Industrial Development Finance Corporation, The Institute of Chartered Accountants of India and West Bengal Financial Corporation.

Participation has also been invited for strategic investors in an ‘iconic tower’ at the financial and legal services hub by means of reverse e-auctioning. A cluster of financial institutions will be involved in the project. Additional plots are also available.

In addition to the legal hub, a commercial court is also planned to come up at the location. A Bench of the National Green tribunal is already functioning and a business and arbitration centre is in operation for promoting ease of doing business.

দেশের প্রথম অর্থনৈতিক ও আইনি পরিষেবার হাবতৈরী হচ্ছে নিউটাউনে

কলকাতার নিউ টাউনে তৈরি হচ্ছে দেশের প্রথম ‘অর্থনৈতিক ও আইনি পরিষেবার হাব’। ১০০ একর জমির অপ্র তৈরি হবে এই হাবটি।

২২টি প্রতিষ্ঠান এই হাব থেকে জমি কিনেছে। সেগুলি হল – স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ  বরোদা, কর্পোরেশন ব্যাংক, কানাড়া ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সিন্ডিকেট ব্যাঙ্ক, কর্ণাটক ব্যাংক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাংক, বিজয়া ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, শ্রীরাম ক্রেডিট, বন্ধন ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া, ও ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স কর্পোরেশন।

অর্থনৈতিক প্রতিষ্ঠানের একটি ক্লাস্টারও এই প্রজেক্টের অন্তর্ভুক্ত। এছাড়া  অনেক অতিরিক্ত জমিও রয়েছে।

আইন পরিষেবার হাব ছাড়াও কমার্শিয়াল কোর্ট তৈরির পরিকল্পনা চলছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের একটি বেঞ্চ ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।

 

Second phase of Mother’s Wax Museum to be inaugurated after Puja

West Bengal Housing and Infrastructure Development Corporation (WBHIDCO) will inaugurate the second phase of Mother’s Wax Museum in New Town after the Puja. Chief Minister Mamata Banerjee inaugurated the only museum of its kind in the state at a function at Netaji Indoor Stadium on Nov 10, 2014.

Over a period of time, the Wax Museum has become an important tourist destination. There will be a Hollywood section where the wax statues of great stars of recent past will be kept. The visitors will be able to go to the new arena after visiting the existing museum.

Taking selfies with friends and acquaintances in the backdrop of some importance person, scenes, statues of famous persons, historical monuments or buildings has become quite popular among the youth.

There will be a zone where there will be statues of great personalities of Bengal in the 19th and 20th century. Then there will be a children’s section where there will be statues of Harry Potter, Mr Bean which are very popular among children.

There will be a zone for aliens like the characters created by famous film director Steven Spielberg in series of films like Close Encounters of the third kind or ET.

There will be a scary zone or screaming zone where a visitor can suddenly find a figure appearing beside them. There will be special light effects and the ambience will be artificially created for the zone. The visitor can also have a wax casting of their hands.

 

মাদার্স ওয়াক্স মিউজিয়ামের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন পুজোর পর

দুর্গাপুজোর পরেই হিডকো নিউটাউনে মাদার্স ওয়াক্স মিউজিয়ামের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবে। ২০১৪ সালের ১০ই নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই মিউজিয়ামটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি রাজ্যের প্রথম ওয়াক্স মিউজিয়াম।

অল্প সময়ের মধ্যেই মিউজিয়ামটি খুবই জনপ্রিয়  হয়ে উঠেছে। এবার এখানে হলিউডের বিখ্যাত অভিনেতাদের মোমের প্রতিকৃতিও থাকবে।

যে নতুন অংশ উদ্বোধন হবে সেখানে  বাংলার বিখ্যাত মনিষীদের প্রতিকৃতি থাকবে।  শিশুদের জন্য থাকবে জনপ্রিয় চরিত্রদের প্রতিকৃতি, যেমন-  মিস্টার বিন, হ্যারি পটার ও স্পিলবার্গের বিখ্যাত ET। লোকেরা এখানে সেলফিও তুলতে পারবে।

এছাড়াও কৃত্রিম ভৌতিক পরিবেশও তৈরি করা হবে এই মিউজিয়ামে।

এছাড়াও থাকবে নিজের হাতের তৈরি ‘wax casting’ করার সুযোগ।