A cleaner and greener New Town

New Town is a popular destination where, apart from commercial establishments, many residential flats have come up. The area is also gaining popularity as a cultural and tourist hub, where thousands come on weekends and holidays.

In view of this, it is extremely crucial that the area is kept clean and green. To inculcate good habits amongst the residents, it was decided at a recent joint meeting of West Bengal Housing Infrastructure Development Corporation (WBHIDCO) and New Town Kolkata Development Authority (NKDA) that the employees of employees of Solid Waste Management (SWM) scheme in New Town would be used to create awareness amongst the people through posters and leaflets.

New Town will be divided into 165 clusters of 500 sq m each, and one officer either from WBHIDCO or NKDA would be responsible for looking after the cleanliness drives in a particular area.

The residents would be requested to use bins and not to throw solid waste on the road. The number of bins would be increased from 150 to 450. The number of sweeping groups will be increased and they would be properly monitored through GPS. There are plans to create a robust market framework for buying municipal waste.

The residents would also be made aware of the penal measures which might be needed to be invoked in order to make the scheme effective.

People would be encouraged to do rooftop organic farming and to compost household waste into fertilizers.

The area under New Town would be divided and given to two agencies to foster healthy competition over keeping their respective areas clean. Special attention will be given to areas where markets, food stalls and hotels are situated.

Among the plans proposed at the meeting are a fine of Rs 100 for littering in the open and a fine of Rs 5,000 per day for delay in removal of construction materials from roads.

 

সবুজে সাজানো হবে নিউ টাউনকে

শহরের সৌন্দর্য ও সবুজায়ন চান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মাথায় রেখেই ছোট ছোট শহরে সবুজায়ন করার পরিকল্পনা নিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর।

বর্তমানে কলকাতায় বাণিজ্য ক্ষেত্রের একটি জনপ্রিয় গন্তব্য নিউ টাউন, তার পাশাপাশি এখানে বেশ কিছু আবাসনও তৈরি হচ্ছে। এখানে একটি সাংস্কৃতিক ও পর্যটন হাব তৈরি হয়েছে যা অল্প সময়ের মধ্যেই খুব জনপ্রিয়তা অর্জন করেছে। ছুটির দিনে প্রায় হাজার খানেক মানুষের গন্তব্যস্থল এই জায়গাগুলি।

এই পরিপ্রেক্ষিতে, অধিবাসীদের মধ্যে ভাল অভ্যাস তৈরি করার জন্য WBHIDCO এবং NKDA যৌথভাবে পোস্টার ও লিফলেটের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার পরিকল্পনা নিয়েছে।

৫০০ বর্গ মিটার জায়গার মধ্যে ১৬৫ টি ক্লাস্টারে ভাগ করা হবে নিউ টাউনকে। WBHIDCO বা NKDA থেকে একজন করে কর্মকর্তা ওই এলাকাগুলির পরিচ্ছন্নতার দায়িত্বে থাকবে।

ময়লা রাস্তায় না ফেলে ডাস্টবিনে ফেলার জন্য অনুরোধ করা হবে এলাকাবাসীদের। ডাস্টবিনের সংখ্যা ১৫০ থেকে বাড়িয়ে ৪৫০ করা হবে। ঝাড়ুদারদের সংখ্যাও বাড়াতে হবে এবং GPS এর মাধ্যমে তাদের ওপর নজর রাখা হবে। পৌরসভা এই সব বর্জ্য কিনবে সেজন্য একটি কাঠামো তৈরি করার পরিকল্পনা রয়েছে।

বাসিন্দাদের এব্যাপারে সচেতন করা হবে এবং নিয়ম মেনে না চললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বাড়ির ছাদে জৈব পদ্ধতিতে চাষ করা এবং বাড়িতেই জৈব সার তৈরি করার জন্য মানুষকে উৎসাহিত করা হবে।

নিউ টাউন অধীনের এলাকাগুলিকে ভাগ করা হবে এবং তাদের নিজ নিজ এলাকার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব দুটি সংস্থার ওপর দেওয়া হবে। যেসব জায়গায় বাজার, খাবারের দোকান, হোটেল রয়েছে সেগুলির ওপর বিশেষ মনোযোগ দেওয়া হবে।

 

 

 

Branded mishti hub to come up near Eco Park in New Town

There’s good news for the residents of New Town and the domestic and foreign flyers who want to buy branded sweets for their near and dear ones.

The West Bengal Housing and Infrastructure Development Corporation (WBHIDCO) has planned to open a hub to sell mouth watering traditional Bengali sweets in the area.

The proposed cluster of shops set up as per the “shop in shop” concept will come up near the gate number I of Prakriti Tirtha also known as Eco Park. The hub has not yet been named and Chief Minister Mamata Banerjee will be approached to give it a suitable name.

On the first floor, there will be an open terrace where people can sit and taste Bengali sweets and snacks and enjoy the beautiful environment surrounding Prakriti Tirtha. Best quality traditional Bengali sweets will be available in the shops along with their history.

As sweet is an integral part of Bengal’s culture which Chief Minister Mamata Banerjee wants to project globally through Biswa Bangla, the centre is likely to gain popularity soon after it is inaugurated.

 

নিউটাউনে ব্র্যান্ডেড মিষ্টি হাব তৈরি হচ্ছে

নিউটাউনের বাসিন্দারা যারা ব্র্যান্ডেড মিষ্টি কিনতে চান তাদের জন্য সুখবর। WBHIDCO নিউটাউনে বাংলার মিষ্টি  হাব খোলার পরিকল্পনা করছে।

প্রস্তাবিত ক্লাস্টারটি কেনাকাটার দোকান হিসেবে তৈরি হবে। এটি তৈরি হবে প্রকৃতি তীর্থর (যা ইকো পার্ক নামেও পরিচিত) ১ নম্বর গেটের কাছাকাছি। হাবটির নামকরণ এখনও করা হয়নি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নামকরণ করবেন।

এই মিষ্টি হাবে একটি খোলা জায়গা থাকবে যেখানে মানুষ বসে বাংলার বিভিন্ন মিষ্টি ও অন্যান্য খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন এবং সঙ্গে প্রকৃতি তীর্থর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। শ্রেষ্ঠ মানের সব রকম ঐতিহ্যবাহী বাংলার মিষ্টি এই দোকানে পাওয়া যাবে সঙ্গে এই সব মিষ্টির ইতিহাসও বর্ণিত থাকবে।

মিষ্টি বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলার মাধ্যমে তুলে ধরতে চান। হাবটি উদ্বোধন হওয়ার পর জনপ্রিয়তা পাবে বলেই আশা করা যায়।

 

Tall Tree Nursery inaugurated at New Town, another step taken towards a Green City

A tall tree nursery has been inaugurated on the canal bank opposite Upasanasthal in New Town.

West Bengal Forest Minister Benoy Krishna Burman was present during the inauguration ceremony, along with senior officials of state Forest department.

The department has planned to plant 40,000 saplings in New Town. Ten thousand pits have been dug and they will require two days of rain to fill them up, after which planting of saplings on a massive scale will begin from July 25.

Neem, tentul (tamarind) and other varieties of trees will be planted all over New Town, which the West Bengal government has planned to turn into a ‘green city’.

There was not a single tree on the main road until five years ago. The situation, however, improved with the change of guard in 2011. After coming to power, the Mamata Banerjee-led Trinamool Congress government gave special attention to develop the area. A large water body, covering 100-odd acres, was properly utilised and on its bank Prakriti Tirtha, popularly known as Eco Park, was set up.

The park is unique and has recorded a footfall of over 50 lakh since its inception. New Town is a classic example of balance between nature and development. HIDCO is allotting 10 per cent more floor area ratio (FAR) to builders ready to set up ‘green buildings’. These buildings will have rain and waste water harvesting structures and solar panels.

 

‘টল ট্রি নার্সারি’-র উদ্বোধন হল নিউ টাউনে

নিউ টাউনে উপাসনাস্থলের বিপরীতে একটি খালের তীরে .একটি লম্বা গাছের নার্সারি উদ্বোধন করা হয়েছে।

পশ্চিমবঙ্গ বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া  রাজ্য বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। The

বন বিভাগ নিউ টাউনে ৪০০০০ চারাগাছ রোপণ করার পরিকল্পনা করেছে। দশ হাজার গর্ত খনন করা হয়েছে এবং সেগুলি ভরাট করার জন্য অন্তত দু’দিন বৃষ্টি প্রয়োজন। ২৫ শে জুলাই থেকে থেকে বৃহৎ আকারে চারা রোপণ পরিকল্পনা শুরু হবে।

শহরকে ‘সবুজ শহর’-এ পরিণত করার লক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। নিম, তেতুল ও গাছের অন্যান্য বিভিন্ন রকমের গাছ লাগানো হবে নিউ টাউনে।

পাঁচ বছর আগে রাস্তার ধারে কোন গাছ ছিল না। পরিস্থিতি যাই হোক, ২০১১ সালে ক্ষমতায় আসার পর পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল কংগ্রেস এলাকার বিকাশে নজর দিয়েছেন। ১০০ একর জমির ওপর একটি বৃহৎ জলাশয় সহ প্রকৃতি তীর্থ তৈরি করা হয়েছে যা ইকো পার্ক নামে পরিচিত।

Green sculptures to rope in tourists at Eco Park

This monsoon, the Eco Park in New Town will get a new attraction in the form of ‘green sculpture’.

The sculpture, contrary to its name, will not be green in colour, but will be aimed at conveying the message of living in harmony with nature and the environment.

West Bengal Housing Infrastructure Development Corporation (HIDCO) – the nodal agency for development in New Town – has decided to decorate Eco Park, which has become the city’s hottest tourist destination, by installing green statues. An area of about 875 square feet, on the grass bed of the park, has been demarcated for the installation.

Eco Park itself is home to different statues made of fiber and iron. The Mask Garden here is one of the most popular places to visit. The New Town street, alongside the Biswa Bangla Sarani, has been decked with several sculptures – a huge white owl, Mahatma Gandhi’s famous Dandi march – which are a major attraction to onlookers.

 

ইকো পার্কের নতুন আকর্ষণ পরিবেশবান্ধব ভাস্কর্য

এই বর্ষায় নিউ টাউনের ইকো পার্কে পরিবেশবান্ধব ভাস্কর্য এক নতুন আকর্ষণ আসতে চলেছে।

ভাস্কর্যটির রং সবুজ হবে না, কিন্তু প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে সঙ্গতি বজায় থাকে সেদিকে লক্ষ্য করা হবে।

পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (HIDCO) – নিউ টাউনের উন্নয়নের নোডাল এজেন্সি – ইকো পার্ককে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি এখন শহরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। ৮৭৫ বর্গ ফুট এলাকার ওপর এটি নির্মিত হয়েছে।

ইকোপার্ক ফাইবার এবং লোহার তৈরি বিভিন্ন মূর্তি রয়েছে। মাস্ক গার্ডেন এখানকার সবচেয়ে জনপ্রিয় জায়গা। বিশ্ববাংলা সরণির পাশাপাশি, নিউ টাউনের রাস্তায়, একটি বিশাল সাদা পেঁচা, মহাত্মা গান্ধী বিখ্যাত ডান্ডি মার্চ সহ বিভিন্ন ভাস্কর্য দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে – যা দর্শকদের কাছে একটি প্রধান আকর্ষণ।

WB CM to inaugurate Van Mahotsav on July 14

West Bengal Chief Minister Mamata Banerjee will inaugurate the week-long Van Mahotsav programme by planting tree saplings in New Town on July 14. The State forest department will plant 14,000 tree saplings as part of the programme. The state government has proposed to make New Town a Green City. West Bengal Housing and Infrastructure Development Corporation (WBHIDCO) has already taken steps to provide green cover to city with intensify eco-friendly measures to make the area pollution free.

The primary aim of HIDCO was to sell land and construct a road connecting Salt Lake. New Town looked like a desert with a couple of tall buildings coming up at different places. No steps were taken to plant trees along the road, now known as Biswa Banga Sarani. Many trees were uprooted and no policy was formulated to replace them.

However, the scenario changed after Mamata Banerjee became the chief minister in 2011. Eco Park, which she renamed as Prakriti Tirtha, has attracted more than 50 lakh people since its inception. The park has a water body which has been preserved. Road side trees have been planted and children’s park and senior citizens’ park have come up.

The area is now functioning as the lungs of Kolkata. Steps have already been taken to set up nurseries to raise tall trees which would be set up along the canal. Schemes have been taken to set up a dedicated pathway for cyclists and introduce electric buses and cars to reduce carbon emission. Green buildings are coming up in the area, where energy efficient measures are being taken. The HIDCO has also decided to replace sodium vapour lamps with LED lamps in phases.

 

১৪ই জুলাই বন মহোৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

আগামী ১৪ই জুলাই নিউ টাউন গাছের চারা রোপণ করে সপ্তাহব্যাপী বন মহোৎসবের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে ১৪০০০ চারাগাছ রোপণ করার পরিকল্পনা রয়েছে রাজ্য বন বিভাগের। রাজ্য সরকার নিউ টাউনকে গ্রিন সিটি করার প্রস্তাব এনেছে। পশ্চিমবঙ্গ রাষ্ট্র ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন (WBHIDCO) ইতিমধ্যে শহরকে দূষণমুক্ত করতে পরিবেশ বান্ধব ব্যবস্থার ওপর জোরদার পদক্ষেপ গ্রহণ করেছে।

হিডকোর প্রধান উদ্দেশ্য হল জমি বিক্রি এবং সল্টলেককে জুড়ে দেওয়ার জন্য একটি সংযোগ পথ তৈরি করা। কয়েকটি বড় বাড়ি ছাড়া নিউ টাউন পুরো মরুভূমি মনে হত। বর্তমানে যে রাস্তাটি বিশ্ব বঙ্গ সরণি নামে পরিচিতসেখানে রাস্তা বরাবর গাছ লাগানোর কোন পদক্ষেপ  নেওয়া হয়নি। অনেক গাছ উপড়ে গেছে এবং সেগুলি পুনঃস্থাপন করার কোন নীতি প্রণয়ন হয়নি।

২০১১ সালে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর চিত্রটা একেবারেই বদলে গেছে। ইকো পার্ক যার নাম দেওয়া হয়েছে প্রকৃতি তীর্থ এটি ৫০ লাখের বেশি মানুষকে আকর্ষণ করেছে। এখানে একটি সংরক্ষিত জলাশয় আছে। রাস্তার ধারে লাগানো হয়েছে ছত ছোট বিভিন্ন রকমের গাছ। ছোটদের জন্য ও বয়স্কদের জন্য একটি পার্ক তৈরি হবে।

কলকাতার মধ্যমণি এখন এই এলাকা। বড় গাছের সংখ্যা বাড়ানোর জন্য ইতিমধ্যেই ছোট ছোট চারা গাছ লাগানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকায় গ্রিন বিল্ডিং স্থাপন করা হবে। এছাড়া সোডিয়াম ভেপার ল্যাম্প গুলির পরিবর্তে এল ই ডি ল্যাম্প লাগানোর সিদ্ধান্ত নিয়েছে হিডকো।

WB CM gifts New Town more tourist attractions

Last Friday, West Bengal Chief Minister Mamata Banerjee inaugurated four projects in and around Eco Park in New Town, Kolkata, from Kshudiram Anushilan Kendra.

Ever since its inception, Eco Park has been a magnet of attraction for children and adults alike. No weekend goes by that does not see happy faces milling around the place and adjoining places like Mother’s Wax Museum.

New sites are constantly added to make it a happening place. Like last Friday, when a beautiful deer park-cum-deer treatment centre, spread over 12 acres, named Harinalaya, was inaugurated.

Three other sites were inaugurated. The park got a model of the famous Ghum railway station near Darjeeling, complete with a model toy train (Darjeeling Himalayan Railway, better known as the Toy Train, is a UNESCO World Heritage site).

A wax model of Maa Sarada, along with those of 23 others, was inaugurated at Mother’s Wax Museum. Also inaugurated was a pedestrian subway connecting the museum and Eco Park, designed with brilliant graphics.

 

নিউটাউনকে আরও কিছু পর্যটন স্থান উপহার দিলেন মুখ্যমন্ত্রী

গত শুক্রবার নিউটাউনের ইকো পার্কে হরিণালয় উদ্বোধন করলেন মাননিয়া মুখ্যমন্ত্রী। প্রায় এক বছরের মধ্যে ইকো পার্কের ৫ ও ৬ নং গেট সংলগ্ন প্রায় ১০ একর জায়গায় গড়ে তোলা হয়েছে এই হরিণালয়টি। এখানে হরিণদের জন্য একটি চিকিৎসালয় ও গড়ে তোলা হয়েছে।

এছাড়াও ইকো পার্কে দার্জিলিঙের ঘুম স্টেশনের ছোট সংস্করণ তৈরি করা হয়েছে। গতকাল এটিরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এখন থেকে এটি সাধারন মানুষের পরিদর্শনের জন্য খুলে দেওয়া হল।

পাশাপাশি নিউটাউনের মাদার ওয়াক্স মিউজিয়ামে সারদা মায়ের মূর্তি উদ্বোধন করেন এদিন। এই নিয়ে মাদার ওয়াক্স মিউজিয়ামে মোট ২১টি মূর্তি বসানো হল। মাদার ওয়াক্স মিউজিয়াম বর্তমানে কলকাতার মানুষের কাছে একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

এদিন নিউটাউনের দ্বিতীয় সাবওয়েরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

WB Govt reintroduces double-decker buses in Kolkata

Double-decker buses have made a comeback to the streets of Kolkata.

The Trinamool Congress Government has brought many changes to the city’s transport system. No-refusal taxis and buses along new routes are some of them.

Now, it is the double-decker bus, which is a heritage of Kolkata. In fact, Kolkata is the only city to have double-decker buses.

The buses, painted in soothing shades of blue and white, will primarily run between Rajarhat and New Town, especially around Eco Park. Later, the service would be extended to other places.

 

কলকাতায় ফিরতে চলেছে নীল-সাদা দোতলা বাস

কলকাতার রাস্তায় আবার ফিরতে চলেছে দোতলা বাস।

রাজ্যের পরিবহণ ব্যবস্থায় অনেক পরিবর্তন এনেছে তৃণমূল সরকার।

এবার কলকাতার ঐতিহ্য দোতলা বাস ফিরতে চলেছে কলকাতায়। কলকাতা একমাত্র শহর যেখানে এই বাস আছে।

বাসটি নীল-সাদা রঙের। প্রাথমিক ভাবে এটি নিউটাউন এবং রাজারহাট বিশেষ করে ইকো পার্ক এলাকায় চলবে। পরে এই পরিষেবা অন্যত্র বিস্তৃত হবে।

Business club coming up in New Town

A business club is being developed by the New Town Kolkata Development Authority (NKDA), the body responsible for rendering various civic services and amenities within New Town, Kolkata.

According to NKDA chairman, Debashis Sen, the business club will be thrown open in April this year. The move strives to build upon the success of the Bengal Global Business Summit, the ease of doing business and the plug-n-play smart infrastructure of New Town. The idea is to attract talent and businessmen through a strong social infrastructure.

The construction of the business club is almost complete. A full-time supervisor of facilities has been posted to look after the operational matters.

 

নিউটাউনে আসছে নতুন বিজনেস ক্লাব

কলকাতার মধ্যে বিভিন্ন নাগরিক পরিষেবা এবং সুযোগ দেওয়ার জন্য নিউটাউন কলকাতা উন্নয়ন পরিষদ শীঘ্রই একটি বিজনেস ক্লাব স্থাপন করতে চলেছে।

এন কে ডি এ চেয়ারম্যান দেবাশিস সেনের কথা অনুযায়ী এবছরের এপ্রিল মাসে চালু হবে এই বিজনেস ক্লাব। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্যকে হাতিয়ার করে নিউটাউনকে ব্যবসা বান্ধব করে তুলতে এবং স্মার্ট পরিকাঠামো গড়ে তুলতে এই পদক্ষেপ।একটি শক্তিশালী সামাজিক পরিকাঠামোর মাধ্যমে ব্যবসায়ীদের আকৃষ্ট করাই এর মূল লক্ষ্য।

নতুন বিজনেস ক্লাব তৈরির কাজ প্রায় শেষ। কয়েকজনকে পুরো বিষয়টি তত্ত্বাবধান করার জন্যও নিয়োগ করা  হয়েছে।

WB Govt preparing plan to harvest rainwater in New Town

The West Bengal Public Health Engineering (PHE) Department is preparing a concept plan within the month on how rainwater harvesting could lead to optimum utilization of water at commercial complexes in New Town, such as Eco Park, parks, and even in community toilets.

After the PHE department drafts the plan, the Hidco authorities will hold a discussion, involving engineers, planners and experts, to finalize the next course of action.

The entire New Town has a network of box drains to drain off rainwater from roads. This water then flows into a canal, such as the link canal or `pass khal’ in Action Area I. A drainage pumping station then pumps out the water from there to Bagjola canal, which runs through the township. The Hidco authorities are now exploring if instead of siphoning off the rainwater from the roads into Bagjola, the pumping station could drain it into the water treatment plant at Tarulia.

It is already planned that water from the Hooghly will be sent to the Tarulia plant through 6-ft pipes for treatment and then supplied across Salt Lake and New Town for consumption. The authorities hope the rainwater, drained from the New Town roads, could also be treated at the Tarulia plant and diverted back to the township to be used at the commercial complexes. The authorities are also exploring if the rainwater could be treated and purified at the 100-MGD plant so that it could be used as potable water.

A number of sewage treatment pumps at various points of New Town flush out waste water and after being treated, it is pumped into the nearby bheries and canals. The authorities are also examining the possibility of treating this water, running it through a second stage of purification, so that it can be used for gardening, washing and flushing at commercial and public establishments.

Hidco officials pointed out the model could also be used in other proposed smart cities, Salt Lake, Durgapur and Haldia.

Singapore team shows interest in New Town smart city project

A seven-member team from Singapore met state urban development officials recently and showed interest in various smart city projects, especially that of New Town.

The state government has asked the delegation to see if they could form a consortium to assist the government for the smart city projects.

The state is also planning to stage a road show in Singapore to promote the smart city projects.

The delegation from Singapore consisted of Grace Chiew, Wong So San, Khor Aik Lan, Amita Mehta, Tay Lian Cheu, Uma Maheswaran and Nirup Jayanth.

The delegates expressed interest mainly in urban planning and mobility and development of parks, leisure centres and other facilities.