Rediscovery of the history of Bengal at Eco Park

The history of Bengal has come alive at the Eco Park in New Town, through the Sculpture Garden on History of Bengal, which was inaugurated yesterday by the Urban Development Minister.

The nature park is the idea of Chief Minister Mamata Banerjee – it was her idea to convert the huge area surrounding a lake into Eco Park, which she formally named Prakriti Tirtha.

The sculpture garden is meant to celebrate the glorious legacy of the history and culture of Bengal. Young and talented artistes have made beautiful life-like relief sculptures. The garden would also host daily 45-minute light-and-sound shows in English and Bengali in the evenings.

The murals depict personalities, events and time periods intrinsically linked with Bengal. They are titled as the following: Shri Chaitanya and the Middle Age Renaissance of Bengal; The Battle of Plassey; Shri Aurobindo – India and International Spiritualism; Satyajit Ray and his World; Santhal Rebellion; Ram Mohun Roy and the Renaissance of Bengal; Swami Vivekananda – Call of Youth and his Activities; Anandamath – Bankim Chandra, The Awakening of Bengal and India; Netaji Subhas Chandra Bose – Azad Hind Fauj and his Revolution; From Lalan Fakir to Kazi Nazrul Islam – A Different Spirit of Revolution and Culture; Rabindranath Tagore – Viswabharati Movement.

 

বাংলার ভাস্কর্য্যের ইতিহাস উদ্যান উদ্বোধন হল ইকো পার্কে

ইকো পার্কে উদ্বোধন হল বাংলার ভাস্কর্য্যের ইতিহাস উদ্যান। উদ্বোধন করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।

২০১১ তে ক্ষমতায় আসার পর এই বিশাল অঞ্চলকে সুসজ্জিত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তোলেন ইকো পার্ক; নাম দেন প্রকৃতি তীর্থ।

এই উদ্যানে থাকছে নানা রকম ভাস্কর্য্যের নিদর্শন। থাকছে বাংলার মধ্য যুগের নবজাগরণের অন্যতম পথিকৃৎ শ্রী চৈতন্য, ভারতীয় ও আন্তর্জাতিক অধ্যাত্মবাদ, থাকবেন ঋষি অরবিন্দ, অস্কার বিজয়ী সত্যজিৎ রায় ও তাঁর জগত।

এছাড়া থাকছে বাংলার নবজাগরণের রুপকার রাজা রামমোহন রায়, যুব সমাজের প্রতীক স্বামী বিবেকানন্দ, থাকবে আনন্দমঠ, বঙ্কিমচন্দ্র, বাংলা ও ভারতের নবজাগরণ, নেতাজী সুভাষ চন্দ্র বসু-আজাদ হিন্দ ফৌজ ও তাঁর বিদ্রোহ, লালন ফকির থেকে কাজী নজরুল ইসলাম-বিদ্রোহ ও সংস্কৃতির বিভিন্ন অঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর ও বিশ্বভারতী।

এছাড়া আরেকটি বড় আকর্ষণ থাকছে; প্রতি সন্ধ্যায় ৪৫মিনিটের বাংলা ও ইংরাজিতে একটি লাইট ও সাউন্ড শো হবে এখানে।
Source: The Statesman

State Govt’s ‘fintech hub’ coming up in New Town

A 10-acre plot in New Town has been earmarked by the Housing Infrastructure Development Corporation (HIDCO) as a hub for financial technology (fintech) companies. HIDCO plans to start inviting applications from interested companies for a space in the hub by end-2017.The need to provide space for such

The need to provide space for such fintech companies was felt after the financial technology industry turned out to be a game-changer in the financial and banking sectors.Fintech is an emerging industry that comprises companies which use digital technology to provide financial services. These companies are involved in

Fintech is an emerging industry that comprises companies which use digital technology to provide financial services. These companies are involved in digital payment, automatic digital banking, share market analytics, insurance predictions and asset management.According to HIDCO officials, the authorities are also working to set up an international financial services

According to HIDCO officials, the authorities are also working to set up an international financial services centre in the CBD of New Town, on the lines of the ones in Dubai and Singapore. It will be a dedicated zone for investors and foreign nationals, where they will be able to trade and exchange in foreign currency.

 

নিউটাউনে ‘ফিনটেক হাব’ গড়বে হিডকো

ফিনান্সিয়াল টেকনোলজি হাব তৈরির লক্ষ্যে হিডকো একটি ১০ একর জমি চিহ্নিত করেছে নিউটাউনে। এই হাবে জায়গা পেতে ২০১৭’র শেষের দিকে উৎসাহী কোম্পানিগুলি থেকে আবেদনপত্র আহ্বান করা হবে।

ফিনটেক হল একটি নতুন ইন্ডাস্ট্রি যার অন্তর্গত কোম্পানিগুলি ডিজিটাল পদ্ধতিতে অর্থনৈতিক পরিষেবা দিয়ে থাকে। এই কোম্পানিগুলি ডিজিটাল পেমেন্ট, অটোমেটিক ডিজিটাল ব্যাঙ্কিং, শেয়ার মার্কেট অ্যানালিটিক্স, ইন্সিউরেন্স প্রেডিকশন ও অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে থাকে।

হিডকোর এক আধিকারিকের কথায়, দুবাই ও সিঙ্গাপুরের আদলে নিউ টাউনের প্রাণকেন্দ্রে একটি আন্তর্জাতিক ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার খুলতে চায় হিডকো কর্তৃপক্ষ। এই কেন্দ্রটি বিদেশী ও বিনিয়োগকারীদের জন্য খোলা হবে।

Source: The Times of India

 

India’s largest e-blood bank coming up in New Town

India’s largest e-blood bank is coming up in New Town, on the outskirts of Kolkata. This would be another state-of-the-art infrastructural addition to New Town, one of the designated smart cities by the Bengal Government.

The idea behind an e-blood bank is that any person would be able to get detailed information on the availability and types of blood through the internet. This would be a big boon for the people of not only New Town, but across the State.

The project, coming up on 3 acres, is going to be executed by the State Health Department. The blood bank would be located beside Tata Medical Centre.

 

নিউ টাউনে তৈরী হবে দেশের বৃহত্তম ই-ব্লাড ব্যাঙ্ক

দেশের বৃহত্তম ই-ব্লাড ব্যাঙ্ক তৈরী হবে কলকাতার নিউ টাউনে। প্রায় ৩ একর জমিতে তৈরী হবে এই ব্লাড ব্যাঙ্ক। টাটা মেডিকেল সেন্টারের পাশে হবে এই ব্লাড ব্যাঙ্ক।

এই ব্লাড ব্যাঙ্ক গড়ে তোলা হলে যে কোন মানুষ ইন্টারনেটের মাধ্যমেই ঘরে বসে দেখে নিতে পারবেন ওই ব্লাড ব্যাঙ্কে তার প্রয়োজনীয় রক্ত পাওয়া যাবে কিনা।

আগামী দিনে এই ব্লাড ব্যাঙ্কের চাহিদা নিউ টাউন তথা সারা রাজ্যের মানুষের কাছে অনেকটা বেড়ে যাবে।

 

 

 

Japanese restaurant to be launched at Eco Park

A Japanese restaurant will be launched at the Japanese Forest that has come up at Eco Park today. The Japanese garden is the only-of-its-kind in eastern India. The restaurant is the first-of-its kind in New Town and adds to the few Japanese restaurants in the city. Mouth-watering sushi will be served to the guests.

Eco Park, renamed as Prakriti Tirtha by Chief Minister Mamata Banerjee which has already become a major tourist attraction with the footfall crossing 75 lakh since its opening in January 2013, is also gaining popularity among the foodies in the city who love the cuisine served at Café Ekante and the house boat restaurant.

The Japanese Garden, which is one of the 500 such gardens outside Japan, has a wish pond and a pagoda along with an area where people meditate. Japanese experts had visited the garden before its inauguration and appreciated the venture.

The Japanese Garden had been constructed keeping in mind the ambience so that the people could have a taste of Japan. Now, replicas of seven wonders of the world are being constructed at Eco Park.

 

ইকো পার্কে উদ্বোধন হবে জাপানী রেস্তরাঁর

 

আজ নিউটাউনে ইকো পার্কার জাপানী গার্ডেনে উদ্বোধন হতে চলেছে জাপানী রেস্তরাঁর । এই ধরনের বাগান পূর্ব ভারতে এই প্রথম তৈরী হয়েছে। এই শহরে গুটিকয় জাপানী রেস্তরাঁর সঙ্গে নিউটাউনের এই রেস্তরাঁটিও যুক্ত হল। জিভে জল আনা সুসি পাওয়া যাবে এখানে।

২০১৩ সালের জানুয়ারি মাসে উদ্বোধন হয় ইকো পার্কের। এখন পর্যন্ত ৭৫ লক্ষেরও বেশী মানুষ এসেছেন এখানে; ইকো পার্ক এখন কলকাতার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মুখ্যমন্ত্রী এর নামকরণ করেছেন প্রকৃতি তীর্থ।

এখানকার ক্যাফে একান্তে ও হাউস বোট রেস্তোরাঁ ইতিমধ্যেই ভোজনরসিক বাঙালির মন জয় করেছে।

 

 

Another set of 22 bike taxis to be introduced in Rajarhat, New Town

The Benngal Transport department on Wednesday introduced another set of 22 bike taxis that will serve as last-mile connectivity vehicles in Rajarhat and New  Town respectively.

The Transport department had already introduced around 21 bike taxis for Rajarhat and New Town on March 16. The bike taxis were named as K Bike Taxi.

The state Transport department had framed a set of guidelines that all the operators of bike taxis will have to follow. Such guidelines have been framed considering the safety and security of passengers.

Panic buttons have been made mandatory in the bike taxis and at the same time the fare will also be controlled by the transport department. Moreover, riders of the bike taxis will carry an additional helmet that the pillion rider might need to put on while availing the service. At the same time, raincoats for pillion riders during the monsoon season will also be provided.

 

নিউটাউন রাজারহাটে চালু হল আরও ২২টি বাইক ট্যাক্সি

নিউটাউন রাজারহাটে চালু হল আরও ২২টি বাইক ট্যাক্সি। ইতিমধ্যেই মার্চ মাসে রাজ্য পরিবহণ দপ্তর রাজারহাট ও নিউটাউনের পরিবহণের সুবিধার্থে চালু করে বাইক ট্যাক্সি পরিষেবা। বাইক ট্যাক্সি গুলির পোশাকি নাম রাখা হয়েছে ‘কে বাইক ট্যাক্সি’।

রাজ্য পরিবহণ সংস্থা কিছু নিয়মাবলী তৈরি করেছেন যা সকল বাইক ট্যাক্সি’কে মেনে চলতে হবে। এই নিয়মাবলীগুলি তৈরি করা হয়েছে যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে।

বাইক ট্যাক্সিতে থাকছে একটি প্যানিক বোতাম; পাশাপাশি ভাড়া নিয়ন্ত্রণ করবে রাজ্য পরিবহণ দপ্তর। এছাড়া বাইক ট্যাক্সিতে একটি অতিরিক্ত হেলমেট রাখতে হবে যেটা যাত্রী পরবেন ও বর্ষাকালের কথা মাথায় রেখে এই বাইক ট্যাক্সিতে যাত্রীদের জন্য একটি রেনকোটও থাকবে।

Steps afoot to make Newtown a ‘Happy City’

The New Town authorities have teamed up with IIT Kharagpur to find how happy the township’s people are and ways to make them happier. An IIT team will carry out a study in New Town for two years with logistical support from HIDCO.

The team will hold interactive sessions with residents as well as those who work in the township but live elsewhere to understand what makes them happy and what can be done to make them happier.

Walkability, transport, better education and health system are some of the topics on which the people will be questioned.

The parameters of the study will be existing happiness, subjective well-being and quality of life in New Town.

The study will look into various aspects of living in a city like transport, solid waste management system, greenery and city spaces or squares that offer people a chance to interact with each other.

 

 

নিউ টাউনকে হ্যাপি সিটি করতে উদ্যোগী রাজ্য সরকার

আইআইটি খড়গপুরের সঙ্গে যৌথ উদ্যোগে নিউ টাউনকে হ্যাপি সিটি করতে উদ্যোগী রাজ্য সরকার।

গত ২ বছর ধরে একটি আইআইটি টিম হিডকোর সমর্থনে নিউ টাউনে একটি সমীক্ষা চালাচ্ছে। বৃহস্পতিবার ইকো পার্কে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। নিউ টাউনের মানুষকে কিভাবে খুশি রাখা যায় সেই বিষয়ে আলোচনার জন্যই টাউনশিপ অথরিটি এবং আইআইটি টিম এই কর্মশালার আয়োজন করেছিল।

নিউ টাউনের মানুষকে কিভাবে খুশি রাখা যায় সেই বিষয়ে ওখানকার বাসিন্দা এবং যারা ওই টাউনশিপে কাজ করে অথচ অন্য কোথাও থাকেন তাদের সঙ্গে আলোচনা করবে এই টিম। পরিবহন, উন্নত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা সহ অন্যান্য বিষয়েও মানুষ তাদের প্রশ্ন করতে পারবেন।

সমীক্ষায় পরিবহন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেম ও সবুজায়নের ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। আগামী দিনে বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Country’s largest indoor sports arena planned in Kolkata

Kolkata may soon get one of the largest indoor sports arenas of the country with a capacity to accommodate upto 15,400 people at one time.

The proposed indoor stadium’s capacity will be 15,400. The capacity of the city’s Netaji Indoor stadium is 12,000.

Keeping in mind West Bengal Chief Minister Mamata Banerjee’s Green City Project, the proposed stadium will have solar power and will come up on ten acres of land near the Deer Park in Eco Park. The facility will have lawn tennis, ‘ kho kho’, ‘kabaddi’, badminton, basket ball and table tennis courts.

The project is in the planning stage. A design has been prepared as per instructions of the Chief Minister. The HIDCO board has passed the design during its recently held meeting and now the design will be forwarded to the state government for approval..

The stadium will have four entrances for vehicles and four entrances for pedestrians with lifts to carry players and VIPs. There will also be two gymnasiums and changing rooms for players, the area under the stadium will be rented out to various offices for commercial purpose aimed at generating revenue.

New Town will also get a state-of-the-art Biswa Bangla Convention Centre. Construction work has already started with a completion target of March 2017 and HIDCO officials claimed the centre will be the largest convention centre in eastern India.

The convention centre, as per our information, will be the largest convention centre of its kind in the country, with the main single conference hall having a capacity to accommodate 3,000 people.

The focus is to create a global network and promote conference tourism in the state. The centre will be more like the convention centres at Hanover and Dusseldorf in Germany. The expositions and conferences that will be held in the centre will generate revenue for the state. The convention centre will have two auditoriums, six banquet rooms, seminar rooms, exhibition area, various types of restaurants, swimming pool, library, board rooms, book shops and spa. The entire unit is spread across ten acres of land and is coming up near the HIDCO Bhawan.

 

দেশের বৃহত্তম ইনডোর স্টেডিয়াম পেতে চলেছে কলকাতা

 

১৫,৪০০ আসন বিশিষ্ট দেশের সব থেকে বড় বৃহত্তম ইনডোর স্টেডিয়াম পেতে চলেছে কলকাতা। প্রস্তাবিত এই স্টেডিয়ামটির আসন সংখ্যা হবে ১৫,৪০০, নেতাজী ইনডোর স্টেডিয়ামের আসন সংখ্যা ১২,০০০।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রীন সিটি প্রকল্পের কথা মাথায় রেখে, এই প্রস্তাবিত ক্রীড়াঙ্গনটি তৈরি হবে ইকো পার্কের ডিয়ার পার্কের পাশেই, ১০ একর জমির ওপর এটি গড়ে উঠবে, পুরোপুরিভাবে চালিত হবে সৌরশক্তির দ্বারা। এখানে লন টেনিস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, খোখো, কাবাডি ও বাস্কেটবল খেলার সুবিধে থাকবে।

আপাতত এই প্রকল্পটি পরিকল্পনার স্তরে আছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী একটি নকশাও তৈরি করা হয়েছে। হিডকোর সাম্প্রতিক মিটিং-এ এটির অনুমোদনও পাওয়া গেছে। এবার রাজ্য সরকারের অনুমোদনের জন্য এই নকশাটি পাঠানো হবে।

এই স্টেডিয়ামে ৪টি প্রবেশদ্বার থাকবে যানবাহনের জন্য ও আরও ৪টি প্রবেশদ্বার থাকবে পথচারীদের জন্য। ওখানে লিফট থাকবে খেলোয়াড় ও বিশেষ অতিথিদের জন্য। ওখানে ২টি ব্যায়ামাগার ও ১টি বিশ্রামাগার থাকবে খেলোয়াড়দের জন্য। স্টেডিয়ামটির নিচের অংশ বিভিন্ন অফিসকে ভাড়া দেওয়া হবে বাণিজ্যিক কারনে ব্যাবহার করার জন্য, যা থেকে স্টেডিয়ামটির আয় আসবে।

নিউ টাউন একটি অনন্য বিশ্ব বাংলা সম্মেলন কেন্দ্র পেতে চলেছে। যেটি তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। লক্ষ্য স্থির করা হয়েছে পুরব ভারতের বৃহত্তম এই সম্মেলন কেন্দ্রটি ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে এটি তৈরি করার। এটির মুল কনফারেন্স হলে একসঙ্গে ৩০০০ মানুষ বসতে পারবেন।

এটি তৈরি করার মুখ্য উদ্দেশ্য হল বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করা ও কনফারেন্স ট্যুরিজ্‌মকে এগিয়ে নিয়ে যাওয়া। এটি মুলত জার্মানির দুসেলদরফের হ্যানোভারের কনফারেন্স সেন্টারের আদলে তৈরি করা হয়েছে। এখানে অনুষ্ঠিত সব অনুষ্ঠান থেকে রাজ্যের আয় বাড়বে। এখানে ২টি প্রেক্ষাগৃহ, ৬টি বাঙ্কোয়েট রুম, সেমিনার রুম, প্রদর্শনী কেন্দ্র, বিভিন্ন রেস্টুরেন্ট, সুইমিং পুল, লাইব্রেরি, বোর্ড রুম, বইয়ের দোকান ও স্পা থাকবে। পুরো জায়গাটি হিডকো ভবনের কাছে ১০একর জমির ওপর তৈরি করা হচ্ছে।

HIDCO to set up a habitat for senior citizens in New Town

West Bengal Housing Infrastructure Development Corporation (WBHIDCO) has planned to set up a habitat for senior citizens in New Town. This is for the first time when such a step has been taken by a state government agency.

Bengal Chief Minister Mamata Banerjee has named the project as Snehadiya. The foundation stone would be laid next week. Mackintosh Burn has been entrusted to construct the building which will come up on 1 acre of land situated opposite Swapno Bhor senior citizen’s park whose name has also been given by the Chief Minister. Altogether 102 rooms will be constructed along with a guest house comprising six rooms.

The time to complete the project is three years. It has been decided that 75 per cent of the price paid on entry will be refunded to the occupant or the heirs in case of a vacancy.  The cost of food and maintenance will be charged on a monthly basis.

This will be for the first time when a hydro therapy unit will be set up for the occupants.

As many elderly people suffer from Arthritis, knee related problems and joint pains, hydro therapy could be of great help as it reduces the pain and helps to regain muscular strength. It also helps to release stress and generates overall well being. Some good gymnasiums in the city have set up hydro therapy units for the members. .

The occupants are automatically eligible to be members of Swapno Bhor and use its library, games as well as take part in cultural activities.

It may be mentioned that Swapno Bhor, the senior citizen’s park is the one of its kind in the state. The two storey building houses a library, cafeteria, games room and an auditorium where cultural programmes and discussions of various topics are frequently held. There is a lush green lawn which is a special attraction and is being used by the morning walkers.

 

নিউটাউনে একটি বৃদ্ধাশ্রম তৈরির সিদ্ধান্ত নিয়েছে হিডকো

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হিডকো নিউটাউনে একটি বৃদ্ধাশ্রম গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রথম কোন রাজ্য সরকার এই প্রকল্প গ্রহণ করলেন। মুখ্যমন্ত্রী এই প্রকল্পটির নাম রেখেছেন ‘স্নেহাদীয়া’।

আগামী সপ্তাহে এই প্রকল্পটির শিলান্যাস হবে। ম্যাকিনটোশ বার্ন কোম্পানি এক একর জমির ওপর এই প্রকল্পটির নির্মাণের দায়িত্ব পেয়েছেন। মুখ্যমন্ত্রীর নামকরণ করা ‘স্বপ্নভোর’ নামক প্রবীণ নাগরিকদের জন্য করা পার্কটির বিপরীতে এটি গড়ে উঠবে। সব মিলিয়ে ১০২টি ঘর থাকবে এই প্রকল্পতে, অতিথিদের জন্য ৬টি ঘর রাখা হয়েছে।

এই প্রকল্পটি শেষ করতে সময়সীমা ধার্য করা হয়েছে তিন বছর। এখানে যারা থাকবেন, সেই সকল আবাসিকরা যখন তাদের ঘর খালি করে দেবেন, তখন তাদের জমা দেওয়া অর্থের ৭৫ শতাংশ ফেরত পাবেন। তাদের খাওয়া ও বাড়িটির রক্ষণাবেক্ষনের খরচ প্রতি মাসে নেওয়া হবে। এখানে আবাসিকদের জন্য হাইড্রো থেরাপির বন্দোবস্ত থাকবে, এই সুবিধাটিও একেবারে নতুন।

অনেক প্রবীণ নাগরিকরাই বাত ও অন্যান্য নানারকম ব্যাথার স্বীকার হয়ে থাকেন, হাইড্রো থেরাপির মাধ্যমে সেইসব রোগের অনেকটাই উপশম হবে বলে আশা করা যায়। এখানকার আবাসিকরা সরাসরিভাবে স্বপ্নভোর পার্কটির সদস্যপদ লাভ করবেন ও সেখাকার লাইব্রেরি ব্যবহার করতে পারবেন ও ওখানকার সাংস্কৃতিক ও অন্যান্য অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে পারবেন।

প্রসঙ্গত বলা যেতে পারে, স্বপ্নভোর পার্কটি একেবারে অনন্য। এখানে একটি দ্বিতল বাড়িতে লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, গেমস রুম ও প্রেক্ষাগৃহ বর্তমান। এই প্রেক্ষাগৃহে প্রায়ই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজিত হয়ে থাকে। এখানে বাড়িটির বাইরে চারপাশে একটি সবুজ চত্বর আছে, যেটি এখানকার মুখ্য আকর্ষণ, এখানে প্রাতঃভ্রমণকারী প্রতিদিন ভ্রমণ করতে আসেন।

 

e-Health centre launched in New Town

A new e-Health centre at New Town was inaugurated by the State Urban Development Minister on Tuesday. The New Town Kolkata Development Authority (NKDA) West Bengal will run the service mainly for the people of low income group.

The e-Health service will now be available in three places of the New Town.

The e-health centre will have a general physician and paramedical staff. The centre is charging only Rs 50 for its service. It is pocket friendly and many poor people could avail this facility.

A patient can undergo preliminary check-ups and consult a doctor online from the e-health centre. It will cater to first aid and other basic primary healthcare requirements, like sugar and pressure tests. The reports will be sent online to the doctors. Then the doctors will give the necessary advice.

New Town, being a sophisticated township has planed many new initiatives. The city is being made with top class facilities in the line of reputed in cities across the globe. New Town will also house some private hospitals which are in the making.

 

নিউটাউনে চালু হল ই-হেল্থ সেন্টার

নিউ টাউনে একটি নতুন ই-হেল্থ সেন্টার চালু হল। মঙ্গলবার মাননীয় পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী এই সেন্টারের উদ্বোধন করেন। সাধারণ নাগরিকদের চিকিৎসার চাহিদা পূরণ করতে পশ্চিমবঙ্গের নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ এই সেন্টারটি চালু করল।

বর্তমানে নিউ টাউনের তিনটি জায়গায় এই ই-হেল্থ কেয়ার পরিষেবা চালু হবে। কেন্দ্রগুলি – স্বপ্নভোর এবং অ্যাকশান এরিয়ায় অবস্থিত।

এই ই-হেল্থ সেন্টারগুলিতে সাধারণ চিকিৎসকরা ছাড়াও প্যারামেডিক্যাল কর্মীরা থাকবেন। সেবা কেন্দ্রের চার্জ মাত্র ৫০ টাকা। এর ফলে গরীব মানুষরা সহজেই এখানে চিকিৎসার সুবিধা পাবেন।

এই কেন্দ্রে রোগীরা তাদের প্রাথমিক চেক আপ করানোর পাশাপাশি ডাক্তারের সঙ্গে আলোচনা করে তাদের থেকে বিভিন্ন পরামর্শ নিতে পারবেন। এখানে বিভিন্নন প্রাথমিক চিকিৎসা যেমন – সুগার, প্রেসার ইত্যাদি পরীক্ষার ব্যবস্থা রয়েছে। অনলাইনে ডাক্তারদের কাছে রিপোর্ট পাঠানো হবে এবং তারপর ডাক্তাররা প্রয়োজনমতো পরামর্শ দেবেন।

নিউ টাউনের সৌন্দর্যায়নের জন্য ইতিমধ্যেই অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও এখানে বেশ কিছু বেসরকারি হাসপাতালও তৈরি হচ্ছে।

Bengal Govt to conserve Durga Puja artwork

HIDCO, the State Government agency which has already undertaken the mammoth task of beautifying New Town, will begin conservation of handicrafts and artworks that were created by various Durga Puja organisers.

It will also display the beautiful handicrafts and artworks across Eco Park in New Town.

While artworks made out of fibreglass, stone, steel and similar materials will be kept outdoors at Eco Park, those made out of wood, cotton and earth will be kept indoors.

For outdoor installations, a brick and cement foundation with spotlights and fencing would be built by HIDCO. For indoor objects, an air-conditioned facility would be set up at Mother’s Wax Museum-II, which is to be commissioned shortly: till then, these are to be kept in storage rooms within Eco Park.

 

দুর্গাপুজো মণ্ডপগুলির শিল্প সংরক্ষণে উদ্যোগী রাজ্য

রাজ্য সরকারী সংস্থা হিডকো নিউ টাউনে নানা দুর্গাপুজো মণ্ডপগুলির শিল্প–নিদর্শন সংরক্ষণের ব্যবস্থা করবে। নিউ টাউনের ইকো পার্কে দুর্গাপুজো মণ্ডপগুলির বিভিন্ন হস্তশিল্প এবং কারুকার্য প্রদর্শন করা হবে।

ফাইবার গ্লাস, পাথর, ইস্পাত এবং অনুরূপ উপকরণ দিয়ে তৈরি হস্তশিল্পগুলি রাখা হবে ইকো পার্কের বাইরের অংশে। আর কাঠ, কাপড় এই জাতীয় হস্তশিল্পগুলি স্থান পাবে প্রদর্শনশালার ভিতরের অংশে।

বাইরে  ইনস্টলেশনের জন্য, স্পটলাইট এবং বেড়া দিয়ে একটি ইট ও সিমেন্ট ভিত্তিপ্রস্তর নির্মাণ করবে হিডকো। ভেতরের শিল্প–নিদর্শন মাদার অয়াক্স মিউজিয়াম -II তে একটি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে রাখা হবে। যতদিন না এগুলো ইকো পার্কের অন্য কোন স্থানে পাঠানো হচ্ছে ততদিন পর্যন্ত এগুলো ওখানেই রাখা থাকবে।