Bengal CM expresses shock over Centre’s RTI reply on Netaji

Bengal Chief Minister Mamata Banerjee today expressed shock over the Central Government’s recent reply to an RTI query regarding Netaji Subhas Chandra Bose.

“I am shocked to see this unilateral decision of the Central Government without evidence. Netaji is a great son of the soil. Our state, the country and the whole world are proud of him,” she said.

“Any matter involving a person of his stature does not deserve to be handled in such a casual manner. I have drawn the attention of Hon’ble Prime Minister to this matter and has sought the considered stand of Central Government in this regard,” the CM wrote on her Facebook page.

Bengal Government had declassified all files related to Netaji in September, 2015.

নেতাজিকে নিয়ে কেন্দ্রের আরটিআই এর উত্তরে বিষ্ময় প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

নেতাজি সুভাষ চন্দ্র বসুর মৃত্যুরহস্য সংক্রান্ত এক আরটিআই প্রশ্নে কেন্দ্রীয় সরকারের জবাবে দিয়েছে তাতে বিষ্ময় প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “নেতাজির মৃত্যুরহস্যের ব্যাপারে কোনও প্রমাণ ছাড়া কেন্দ্রীয় সরকার যেভাবে একতরফা জবাব দিয়েছে তাতে আমি বিস্মিত। নেতাজি এদেশের এক কৃতি সন্তান। আমাদের রাজ্য, আমাদের দেশ তথা সারা বিশ্ব তাঁকে নিয়ে গর্ব অনুভব করে।”

তিনি ফেসবুকে লেখেন, “তাঁর মতো মর্যাদাপূর্ণ কোনও ব্যাক্তির কোনও গুরুত্বপূর্ণ ব্যাপার এত দায়িত্বজ্ঞ্যানহীনভাবে দেখা উচিত নয়। আমি এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি; কেন্দ্র এই ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করুক”।

Netaji had a clear vision for the country: Mamata Banerjee

West Bengal Government is celebrating ‘Subhas Utasav’ to commemorate the 120th birth anniversary of Netaji Subhas Chandra Bose. The festival is being organised by the Department of Youth Affairs, Govt of West Bengal. The festivities began on 22nd January and will also continue today.

The official function of the State government to observe Netaji’s birth anniversary took place at Darjeeling Mall today at 12 noon. Chief Minister Mamata Banerjee and other dignitaries were present.

Speaking on the occasion, the Chief Minister said: “Netaji’s birthday is as important for us just like Independence Day or Republic Day.”

“The birth anniversary of Netaji is observed every year but nobody knows about his death. This is a tragedy,” she said

The Chief Minister said, “Netaji was a leader of the country and a true leader does not discriminate but works for all. Netaji had a very clear vision for the country, he conceived the Planning Commission.” She also paid her respects to those who served in the Indian National Army.

The Chief Minister reiterated that the State Government had declassified all Netaji Files in possession with the government. She announced that the Government has allotted Rs 10 lakh for the renovation of the house where Netaji stayed in the Hills.

Celebrations in the past took place in Kolkata but on the initiative of Chief Minister Mamata Banerjee, the official celebration of Netaji’s birth anniversary is held in Darjeeling since 2014.

Many programmes and competitions including processions, exhibitions on the life and work of Subhas Chandra, quizzes on him, debates, sit & draw competition, essay writing and other events are being organised across the State to mark Netaji’s 120th birth anniversary.

 

দেশের ভবিষ্যতের ব্যাপারে নেতাজীর পরিকল্পনা ছিল সুস্পষ্ট: মমতা বন্দ্যোপাধ্যায়

নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২০তম জন্মবার্ষিকী রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘সুভাষ উ९সব’। রাজ্য যুবকল্যান দপ্তরের উদ্যোগে গতকাল শুরু হয়েছে এই উ९সব।

অনুষ্ঠানে  বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের মত নেতাজীর জন্মদিনও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “আমরা প্রতি বছর নেতাজীর জন্মদিন পালন করি কিন্তু তাঁর মৃত্যুদিন সম্পর্কে কোন তথ্য আমাদের জানা নেই। এটা একটা ট্রাজেডি”।

তিনি আরও বলেন, “নেতাজী দেশের নেতা ছিলেন। প্রকৃত নেতা কখনো বিভেদ করে না। কোনো বিভেদকারী দেশের নেতা হতে পারে না।নেতাজী দূরদর্শী ছিলেন। দেশের ভবিষ্যতের ব্যাপারে নেতাজীর পরিকল্পনা ছিল সুস্পষ্ট। তিনি প্ল্যানিং কমিশনের পরিকল্পনা করেছিলেন”। আজাদ হিন্দ বাহিনীর সেনানীদের প্রতিও শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী আরও জানান, নেতাজী পাহাড়ে যে বাড়িতে থাকতেন তা সংস্কারের জন্য রাজ্য সরকার ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছে এবং নেতাজীর ফাইলও প্রকাশ করেছে রাজ্য সরকার।

এর আগে সরকারি অনুষ্ঠান হত কলকাতায়; মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২০১৪ সাল থেকে নেতাজীর জন্মবার্ষিকী দার্জিলিঙে পালন করা হয়। নেতাজীর জন্মবার্ষিকী উপলক্ষে সারা রাজ্যজুড়ে বসে আঁকো, প্রবন্ধ লেখার প্রতিযোগিতা, পদযাত্রা, প্রদর্শনী, ক্যুইজ ও বিতর্কসভার আয়োজন করা হয়েছে।

 

 

Trinamool for probe of destroyed Netaji files during Cong regime

Following declassification of 50 files on 29 March 2016 relating to Netaji Subhas Chandra Bose, it has been revealed that a file (Number 12 (226)/56PM) was destroyed on 6 March, 1972, “certain documents” of another file (Number 23(156)51PM) was also destroyed, and another file (Number 2(381)60-66PM) was not traceable.

All India Trinamool Congress demands a probe into the Netaji files that have been reported destroyed and/or untraceable during the Congress regime.

“We are deeply disappointed by this misdeed on the part of the then Central Government led by Congress Party in destroying files that would reveal the truth about our greatest national hero, Netaji Subhas Chandra Bose, and condemn the irresponsibility of such acts,” said Sukhendu Sekhar Roy, Chief Whip, Rajya Sabha.

“It is incumbent upon the Government of India to constitute a high-powered committee in public interest and unearth the true nature and contents of the Netaji files, and also to ascertain the names of the persons who failed in the safekeeping of the files,” he added.

It is also reported that the Central government led by the Congress party filed a review petition in the Delhi High Court to avoid the publication of the book ‘A History of the Indian National Army, 1942-45’, the draft of which was prepared by the Historical Division of the Defence Ministry of the Government in 1949-50.

All India Trinamool Congress also urges upon the Central Government to publish the book without further delay.

 

কং-আমলে নষ্ট হয়ে যাওয়া নেতাজির ফাইলের তদন্ত চাইল তৃণমূল

২৯শে মার্চ ২০১৬ তারিখে নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত ৫০টি নথি প্রকাশের পর জানা গেছে যে ১৯৭২ সালের ৬ই মার্চ একটি ফাইল (Number 12 (226)/56PM) নষ্ট হয়ে যায়, ওপর একটি ফাইলের (Number 23(156)51PM) কিছু অংশ নষ্ট করা হয় এবং আরও একটি ফাইল (Number 2(381)60-66PM) পাওয়া যাচ্ছে না।

কংগ্রেসের শাসনকালে নেতাজির যেসব ফাইলগুলি নষ্ট হয়েছে সেগুলির তদন্ত দাবি করল সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস।

“দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব নথি যেভাবে কংগ্রেস আমলে নষ্ট করা হয়েছে তা অত্যন্ত হতাশাজনক। এই দায়িত্বজ্ঞানহীন কাজের আমরা তীব্র নিন্দা করছি,”  বলেছেন রাজ্যসভার তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায়।

তিনি আরও বলেন, “জনস্বার্থের খাতিরে কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে একটি high-powered কমিটি গঠন করে নেতাজি সংক্রান্ত ফাইলগুলির সত্য উদঘাটন করা ও যারা এই নথিগুলি রক্ষণাবেক্ষণে ব্যর্থ হয়েছেন তাদের নাম জনসমক্ষে আনা”।

১৯৪৯-৫০ সালে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা দপ্তর ‘A History of the Indian National Army, 1942-45’ শীর্ষক একটি বই প্রকাশ করার উদ্যোগ নেয়। পরবর্তীতে কংগ্রেস পরিচালিত সরকার এই বইটির প্রকাশনার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে একটি রিভিউ পিটিশন দাখিল করে।

সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের কাছে বইটি যথাশীঘ্র প্রকাশ করার আর্জি জানাচ্ছে।

Preserving the legacy of Netaji – Bengal shows the way

Today is the 119th birth anniversary of Netaji Subhas Chandra Bose. West Bengal Chief Minister Ms Mamata Banerjee has always been a great believer in the teachings of the great leader, and has imbibed them in her daily life and activities.

West Bengal is the first and so far the only State to release all classified files on Netaji for public access. The Chief Minister had released all the 64 classified files (which were in the possession of the Kolkata police and the West Bengal police) on September 18, 2015. The files are being kept at the Kolkata Police Museum on APC Road.

Not only that, Mamata Banerjee has been exhorting the Centre and many foreign countries as well to release all secret files related to Netaji.

On January 15, the Chief Minister had inaugurated a plaque, commemorating the 75th anniversary of the ‘Great Escape,’ as the great leader’s escape in 1941 from house arrest (in Netaji Bhawan) is called, and a statue of Netaji at Netaji Bhawan.

Netaji Subhas Chandra Bose continues to inspire all of us.

 

পশ্চিমবঙ্গ সরকার নেতাজির আদর্শ উজ্জীবিত করে চলেছে 

আজ নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১১৯ তম জন্ম বার্ষিকী। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই নেতাজির মহান আদর্শে বিশ্বাসী এবং তিনি এই আদর্শকে তার দৈনন্দিন জীবনে আত্মস্থ করেছেন।

পশ্চিমবঙ্গই প্রথম নেতাজি ফাইল প্রকাশ করেছে। মাননীয়া মুখ্যমন্ত্রী ২০১৫ সালের ১৫ই সেপ্টেম্বর নেতাজি সংক্রান্ত ৬৪টি ফাইল প্রকাশ করেন। আচার্য প্রফুল্ল চন্দ্র রোডে কলকাতা পুলিশ মিউজিয়ামে ফাইল গুলি রাখা আছে।

নেতাজি ফাইল প্রকাশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্র এবং অন্যান্য দেশের ও কথা হয়েছে।

১৫ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্রের মহানিষ্ক্রমণের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে তার বাসভবন নেতাজি ভবনে একটি ফলক উদ্বোধন করেন যেখান থেকে ১৯৪১ সালে তিনি অন্তর্ধান করেছিলেন।

নেতাজি সুভাষ চন্দ্র বসু সবসময় আমাদের অনুপ্রাণিত করেন।

 

 

 

Truth about Netaji must come out through documentation & proof: WB CM

Today is the 119th birth anniversary of the Netaji Subhas Chandra Bose, one of the greatest freedom fighters India has produced.

The West Bengal Government celebrates his birth anniversary with much fanfare. Three-day celebrations of ‘Subhas Utsav’ is being held in every corner of the State.

This is the third year in a row that the official celebrations by the West Bengal Chief Minister Ms Mamata Banerjee are being held at the Mall in Darjeeling. The Chief Minister inaugurated the programmes at 12 pm.

Incidentally, the West Bengal Government last year became the only State Government to declassify is the only State Government to declassify all files related to Netaji.

On her Twitter page, WB CM wrote:

The salient points of the Chief Minister’s speech are as follows:

  • The country deserves to know what happened to Netaji, who fought for the independence of our country.
  • 75 yrs ago Netaji left the country but we still don’t know what happened to him after that; people deserve to know the truth.
  • We want to see the files which would bring to light the details of Netaji after he left this country.
  • Netaji must be given the title of ‘Leader of the Nation,’ he deserves this honour.
  • The truth about Netaji must come out through documentation and proof.
  • It is our responsibility towards the youth and the future generations to share with them the truth about Netaji.
  • The national anthem, the national song and the slogan, ‘Jai Hind’ all came from Bengal. We are proud of our heritage.
  • We congratulate all the people of Darjeeling who work hard to develop the region. That should be our only aim.
  • We have spent Rs 131 crore already for the Tamang, Sherpa, Lepcha, Bhutia and Mangar Development Boards.
  • Two more development boards – for the Limbu and Khanbu-Rai communities – will soon be formed.
  • Netaji was a true leader of the nation. A true leader does not need to reiterate that he is a leader.

 

নেতাজির শেষ জীবনের সত্যতা প্রকাশ্যে আসা উচিতঃ মুখ্যমন্ত্রী 

ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অন্যতম মহান নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আজ ১১৯তম জন্মবার্ষিকী।

পশ্চিমবঙ্গ সরকার নেতাজির জন্মদিবস আড়ম্বরে পালন করে থাকে। এই উপলক্ষে তিনদিন-ব্যাপী ‘সুভাষ উতৎব’ সারা রাজ্যে পালন করা হচ্ছে।

এই নিয়ে তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির জন্মবার্ষিকী দার্জিলিং-এর ম্যালে উদ্ঘোধন করলেন। দুপুর ১২-টায় এই অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে।

পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যারা কিনা নেতাজি সংক্রান্ত যাবতীয় গোপন ফাইল প্রকাশ করেছে।

 

মুখ্যমন্ত্রীর ভাষনের প্রধাণ বক্তব্যঃ

  • নেতাজি দেশের জন্য লড়েছিলেন
  • নেতাজি ৭৫ বছর আগে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, আর ফেরেননি
  • দেশের মানুষের নেতাজির শেষ জীবন সম্বন্ধে জানার অধিকার আছে
  • সুভাষ চন্দ্র বসু বেঁচে আছেন কিনা সেই ফাইল আমরা চাই
  • নেতাজি সুভাষ চন্দ্র বসু হলেন জাতির নেতা, দেশের নেতা
  • সম্মানের সঙ্গে নেতাজি বেঁচে থাকবেন সবার মনে
  • রটিয়ে দেওয়া হল তিনি মারা গিয়েছে বিমান দুর্ঘটনায়, তাহলে আজও কেন ডি এন এ টেস্ট কেন করা হয়নি?
  • আমাদের উন্নয়ন পর্ষদ গুলি খুব ভালো কাজ করছে
  • জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন নেতাজি
  • আপনারা গরিবদের জন্য কাজ করুন, জনতার জন্য কাজ করুন, দার্জিলিংএর জন্য কাজ করুন
  • নেতাজির সঙ্গে অন্যায় হয়েছিল, অবিচার হয়েছিল আমরা এর সুবিচার চাই, এর কৈফিয়ত চাই
  • নেতাজির সঙ্গে রাশিয়ায় কি হয়েছিল তা আমরা জানতে চাই
  • তামাং, লেপচা, শেরপা, ভুটিয়া এবং মাঙ্গার বোর্ড তৈরির জন্য আমরা ১৩১ কোটি টাকা খরচ করেছি
  • লিম্বু এবং খাম্বু-রাই সম্প্রদায়ের জন্য আরও ২টি বোর্ড তৈরি হবে
  • নেতাজি ছিলেন দেশের প্রকৃত নেতা

 

WB CM’s north Bengal visit begins

West Bengal Chief Minister Ms Mamata Banerjee has reached north Bengal for a four-day visit.

The Chief Minister is scheduled to inaugurate ‘Bengal Safari’ Park today on her way up to Darjeeling.

On January 22, she will be present at the foundation day celebration of the Sherpa Cultural Board and the prize distribution ceremony of the Himal Terai Dooars Sports Festival. Both the programmes will be held at St Joseph’s School in Singamari, Darjeeling.

On January 23, the Chief Minister will attend the 119th birth anniversary programme of Netaji Subhas Chandra Bose at Darjeeling Chowrastha, like previous years. The programme is organised by the Information and Cultural Affairs Department.

She will then leave for Sukna on January 24 to flag off a bicycle rally of students. The Chief Minister will return to Kolkata on the same day.

 

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

২১ শে জানুয়ারি পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ পরিদর্শনে যাচ্ছেন।

২১ শে জানুয়ারি বেঙ্গল সাফারি পার্ক উদ্বোধন করবেন  মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হবেন।

২২ শে জানুয়ারি শেরপা পর্ষদ বোর্ড-এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান এবং হিমাল-তরাই-ডুয়ার্স ক্রীড়া উত্সবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। ২ টি অনুষ্ঠানই হবে দার্জিলিং-এর শিঙ্গামারির সেন্ট জোসেফ স্কুলে।

গত বছরের মত এ বছরও ২৩ শে জানুয়ারি তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত নেতাজির জন্মবার্ষিকী অনুষ্ঠানে দার্জিলিং এর চৌরাস্তায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। এর পর তিনি শুকনার উদ্দেশ্যে রওনা দেবেন। ২৪ শে জানুয়ারি শুকনায় একটি বাইসাইকেল র‍্যালির পতাকা উত্তোলন করবেন তিনি।

একই দিনে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন।

Truth about Netaji’s last days must come out: WB CM

While attending a special programme organised by the Netaji Research Bureau to commemorate the 75th anniversary of Netaji Subhas Chandra Bose’s “Great Escape” (Maha Nishkraman), West Bengal Chief Minister reiterated her demand that the truth about last days of Netaji must come out.

The Netaji Mystery

Calling Netaji “Leader of the Nation”, WB CM said it is a matter of national shame that we know the date of birth of Netaji but not the date of his death. She wondered if Netaji died in 1945 why did snooping on Bose family continue after independence. She also said some light must be shed on whether he visited Russia after his disappearance.

WB CM also iterated the demand of DNA test on the ashes at Renkoji temple. She said Netaji was a popular figure globally and the next generation must know the full truth about him.

The Great Escape

West Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated an exhibition to mark 75 years of Netaji’s ‘Great Escape’ at Netaji Bhavan, the residence from where in 1941 he had escaped house confinement.

She also unveiled a marble plaque in front of the entrance of Netaji Bhavan to commemorate the route Netaji’s nephew Sisir Bose had taken to drive him out.

WB Govt declassifies state cabinet files of 1938-47 era

After the declassification of Netaji files, Mamata Banerjee led West Bengal government today made public, the files of the cabinet meetings that were held during 1938-47, which was the crucial pre-independence era.

Reiterating the fact that she believes in transparency, the Chief Minister said: “Just talking about Digital India is not enough. It must be followed by action. Digitisation of files is one such step taken by us. We hope the stand taken by our government regarding declassification of files will be adopted by other governments also.”

A total of 401 files have been declassified today and in future the government plans to declassify files of post-independence era, WB CM said.

“In this age of internet and social media, we believe in transparency. That is why we declassified files. People must know the truth,” she added.

WB CM tweeted:

After Netaji files, WB Govt to digitise 1938-47 Cabinet files

After the Netaji files, West Bengal Chief Minister Ms Mamata Banerjee on Tuesday indicated that the Bengal government would make public next week the minutes of the cabinet meetings from 1938-47 — the crucial pre-Independence decade.

Ruing that Netaji Subhas Chandra Bose’s contribution and legacy haven’t been assessed properly, Mamata Banerjee told the state assembly that the Centre should follow the state’s example and open up the files it has on the freedom fighter.

“We have declassified 64 Netaji files. The immense contribution of Netaji has not been evaluated properly. We feel that the Centre should follow us and declassify the files,” the Chief Minister said.

She added that her government would also digitise files of cabinet decisions taken by the British administration between 1937 and 1947.

Here’s what the Chief Minister tweeted:

Netaji files declassification: Bose family members thank WB CM

The members of the family of Netaji Subhas Chandra Bose burst into a round of applause when chief minister Mamata Banerjee demanded the declassification of the 130 Netaji related files that are in the custody of the Union government.

All the family members burst into an ecstatic outburst after the Bengal chief minister demanded that “truth must come out as the entire nation is eagerly waiting to hear the truth”.

Netaji’s family members could not suppress their joy after Mamata Banerjee stressed on the declassification of the 130 secret files on Netaji Subhas Chandra Bose by the Centre.

The Netaji family members were eager to know the fate of Netaji as soon as the files were opened for public viewing.

“The state government has made all the files that were with them public. Now, it is the Centre’s turn to let us know about the contents of the 130 files because they may well reveal the truth behind Netaji’s disappearance,” Krishna Bose said.