Bengal Govt to convert 2,600 cooperatives to banks

The Bengal Government has decided to give cooperative societies in villages where there are no banks all the facilities of banks. Through this move, 2,600 societies would be turned into banks.

Chief Minister Mamata Banerjee gave instructions in this regard on March 30. The State Cooperation Department has allotted Rs 396 crore for this purpose.

The cooperative society-turned-banks would have all the facilities of regular banks, including those related to loans and money transfer. For example, money can be transferred through NEFT and RTGS. The banks would have their own ATMs too. These banks would start operating from the next financial year.

According to the Cooperation Minister, who gave these details while announcing the formation of the banks, the 2,600 cooperative societies have been selected on the basis of better track records from among the approximately 6,000 cooperative societies in Bengal.

 

২৬০০ ঋণদানকারী সমবায় সমিতিকে ব্যাঙ্কের মর্যাদা দিচ্ছে রাজ্য সরকার

রাজ্যের যে সমস্ত গ্রামে কোনও ব্যাঙ্কের শাখা নেই, সেখানে ঋণদানকারী সমবায় সমিতিগুলিকে ব্যাঙ্কের মর্যাদা দিচ্ছে রাজ্য সমবায় দপ্তর। মোট ২৬০০টি সমিতি ব্যাঙ্কের মর্যাদা পাবে। ওই সমিতিগুলি থেকে ঋণের পাশাপাশি ব্যাঙ্কের যাবতীয় সুযোগ-সুবিধা মিলবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৩০শে মার্চেই এই নির্দেশিকা জারি হয়েছে। এজন্য রাজ্য সমবায় দপ্তর ৩৯৬ কোটি টাকা বরাদ্দ করেছে। সমবায় দপ্তর সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্কের মতো এখানেও এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে আরটিজিএস বা এনইএফটি করা যাবে। সমিতিগুলির নিজস্ব এটিএমও চালু হবে। আগামী আর্থিক বছরের প্রথম থেকেই এই ব্যবস্থা চালু হবে।

রাজ্যের সমবায়মন্ত্রী বলেন, রাজ্যের ২৫০টি গ্রাম পঞ্চায়েতে কোনও ব্যাঙ্কেরই শাখা নেই। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ব্যবস্থা। রাজ্যে প্রায় ৬০০০ সমবায় সমিতি আছে। তার মধ্যে থেকে আমরা ট্র্যাক রেকর্ড ভালো থাকা ২৬০০টি সমবায় সমিতি বাছাই করেছি। আমরা ২৫০টি জেলা সমবায় ব্যাঙ্কের শাখা করব বলে আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। তার কাজও চলছে।

দ্রুত বাছাই করা সমবায় সমিতিগুলিকে ব্যাঙ্কের পরিকাঠামো তৈরী করতে নির্দেশ দেওয়া হয়েছে। সমবায় দপ্তর সূত্রের খবর, প্রতিটি গ্রামে এটিএম কাউন্টার তৈরির পাশাপাশি এনইএফটি বা আরটিজিএস করার জন্য অনলাইন লিঙ্ক চালু করা থেকে শুরু করে প্রযুক্তিগত সমস্ত ব্যবস্থা দ্রুত করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনও শহরের সমবায় সমিতিকে ব্যাঙ্কের মর্যাদা দেওয়া হচ্ছে না।

State Govt organises symposium with co-op societies for direct paddy procurement

State Food & Supplies Minister said on Monday that his department has set a target of purchasing 52 lakh metric tonne of paddy for the year 2018 and will start the process of purchasing paddy right from November 1.

The price for paddy per quintal has been pegged at Rs 1,550 and the state government will provide an additional stipend of Rs 20 per quintal to encourage farmers to sell paddy directly to the government or through the cooperative societies in the state. The state government will spend Rs 200 crore annually for this additional farmer stipend.

Addressing a first of its kind symposium to ensure smooth paddy procurement by the cooperative societies directly from the farmers so that the latter gets the minimum support price, the minister said that the government is determined to stop distress sales of paddy.

According to the minister, around 36.35 lakh metric tonne will be converted into rice and the rest will be kept for emergency purposes in case of any natural calamity or disaster. The procurement process will be done through 341 central purchasing centres that has been set up across the districts in the state. A farmer can sell a maximum of 90 quintals of paddy directly to the government and will quickly get the money credited to his bank account through NEFT transfer.

The department is opening two toll-free numbers 18003455504 and 18003451967 that will address queries on procurement. The state government has sanctioned an amount of Rs 800 crore which will be utilised in construction of godowns with a total capacity of 5 lakh metric tonne by the year 2018.

State Cooperation Minister said that his department will stress upon activating the dormant Kisan Credit Cards and open up cooperative societies that have become non-functional for some reasons.

Source: Millennium Post

 

সরাসরি ধান সংগ্রহের জন্য সমবায় সমিতিগুলির সঙ্গে বৈঠক রাজ্য সরকারের

চাষিদের থেকে ন্যায্য মূল্যে ধান সংগ্রহ করার জন্য রাজ্য সমবায় দপ্তর একটি প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন করেছিল সমবায় সমিতিগুলির সদস্যদের সঙ্গে। রবীন্দ্র সদনে এই বৈঠক হয়।  রাজ্যে এইরকম উদ্যোগ এই প্রথম। এই বৈঠকে অংশ নেয় ২৩টি জেলার ৭০০টি সমবায় সমিতি ও কিছু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যেরা।
আগামী নভেম্বর মাসে নতুন খরিফ মরশুমের শুরুতেই ধান কেনার জন্য প্রায় ছ’ হাজার কোটি টাকার ব্যবস্থা করেছে রাজ্য। অর্থ দপ্তর দিয়েছে ৪,১০০ কোটি টাকা।
আগামী এপ্রিল-মে মাসের মধ্যে ৫২ লক্ষ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করার চেষ্টা হবে। চাষিরা ধানের অভাবী বিক্রি করছেন, এই খবর পাওয়া মাত্রই হস্তক্ষেপ করা হবে। ধান কেনা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য দুটি টোল ফ্রি টেলিফোন চালু করেছে খাদ্য দপ্তর। নম্বর দুটি হল, ১৮০০-৩৪৫-৫৫০৪ এবং ১৮০০-৩৪৫-১৯৬৭।

চাষিদের কাছ থেকে ধান কেনার ক্ষেত্রে গ্রামের কৃষি সমবায়গুলির বড় ভূমিকা রয়েছে। একথা স্মরণ করিয়ে দিতেই সমবায় দপ্তর এদিন এই বিশেষ বৈঠকটি ডেকেছিল। খাদ্যমন্ত্রী ও সমবায়মন্ত্রী ছাড়াও শিক্ষামন্ত্রী, পরিবহণমন্ত্রী, বিভিন্ন সমবায় সংস্থার কর্তা ও সরকারি আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।
এবার ধান কেনার যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, তার মধ্যে ৩৪ লক্ষ টন সমবায়গুলির মাধ্যমে কিনবে চার