Bengal Govt coming up with state-of-the-art library at Nazrul Tirtha

Nazrul Tirtha in New Town, planned and named by Chief Minister Mamata Banerjee, a major cultural centre of the Bengal Government will soon get a state-of-the-art library. It will be constructed by the Government agency, Housing Infrastructure Development Corporation (HIDCO).

The proposed library will come up on the third and fourth floors of Nazrul Tirtha. It will be a library with all modern facilities. Like all modern libraries, there will be cubicles for research scholars, which they can hire. There will be some rooms too. There will be both text and reference books of all the subjects. There will be a children’s section as well. Books will also be available online. Books on career counselling and foreign language will be kept at the library too.

A smart card will be given to the members. There will be a drop box where members can drop their books when the library remains closed or they are moving out of the city. Steps will be taken to stop damage of books and their theft.

At Nazrul Tirtha, an archive on Kazi Nazrul Islam has been set up. A library has also been set up at Swapno Bhor, also in New Town, which is the only senior citizen’s park in Bengal.

Source: Millennium Post

The image is representative

 

Digital library on Kazi Nazrul at Nazrul Tirtha

A digital library on Kazi Nazrul Islam at Nazrul Tirtha in New Town was inaugurated on December 20 by the State Urban Development Minister. It will be extremely beneficial to those carrying out research on Nazrul.

The digital library will be the first-of-its-kind in Bengal. Initially, all the books of Nazrul that have become out-of-print and are lying in different libraries in Kolkata have been digitised. The library will have the first prints of Nazrul’s own books, manuscripts, notations of Nazrul’s songs, advertisements, booklets and photos of his vinyl records, and interviews of Nazrul scholars.

There will also be scripts of plays where Nazrul’s songs have been used, copies of Betar Jagat, the magazine of All India Radio (AIR) for which he worked and magazines edited by Nazrul.

It may be recalled that after coming to power in 2011, Mamata Banerjee laid the foundation stone of a university named after Nazrul, Kazi Nazrul University in Asansol. Nazrul Tirtha was set up to carry out research on him. Cultural shows, seminars and symposia on his life and works are organised to celebrate the birth anniversary of the poet all over the state.

Though Nazrul did not have any formal education, he became famous as a poet at the age of 20 and was known as the ‘Bidrohi Kobi, or ‘Rebel Poet’. He was imprisoned for his criticism of the British rule and many of his poetry books like Agnibina and Bisher Bashi were banned by the British colonial rulers.

Nazrul was also a brilliant music teacher, composer and singer. The 78 rpm discs of Nazrul’s songs by Megaphone Records and Hindusthan Records recorded the highest sales between 1935 and 1939. Many revolutionaries sang his songs which criticised the oppression of British rule.

Importantly for today’s times, his criticism of communalism was reflected in his poems, songs and essays. In fact, he composed many Shyama Sangeets (songs dedicated to the goddess Kali) which are immensely popular.

 

কাজী নজরুলের ওপর ডিজিটাল লাইব্রেরী চালু হল নজরুল তীর্থে

 

নিউটাউনের নজরুল তীর্থে কাজী নজরুলের ওপর একটি ডিজিটাল লাইব্রেরীর উদ্বোধন হল। কাজী নজরুলের ওপর যারা গবেষণা করছেন তাদের খুব উপকারে আসবে এই লাইব্রেরী।

এই ধরনের লাইব্রেরী পশ্চিমবঙ্গে এই প্রথম। কাজী নজরুলের যেসব বই আর ছাপা হয় না, বিভিন্ন লাইব্রেরীতে আছে, সেগুলোকে ডিজিটাইজড করা হয়েছে। এই লাইব্রেরীতে নজরুলের বইগুলির প্রথম মুদ্রণ, পাণ্ডুলিপি, নজরুল গীতির স্বরলিপি, তাঁর ভিনাইল রেকর্ডের বিজ্ঞাপন, বুকলেট ও ফটো থাকবে। থাকবে নজরুল বিশষজ্ঞদের সাক্ষাৎকার।

সাথে থাকবে অনেক নাটকের হস্তলিপি যেগুলিতে নজরুলগীতি ব্যবহার করা হয়েছে। থাকবে বেতার জগতের সংখ্যা। অল ইন্ডিয়া রেডিওর এই পত্রিকার দপ্তরে নজরুল কাজ করতেন।

নজরুল মাত্র ২০ বছর বয়সেই কবি হিসেবে খ্যাতি লাভ করেন। তাঁকে ‘বিদ্রোহী’ কবি বলা হত। তৎকালীন শাসকদের বিরুদ্ধে লেখার জন্য ব্রিটিশরা তাঁকে কারাবন্দী করেন; তাঁর অনেক কবিতার বই – যেমন অগ্নিবীণা ও বিষের বাঁশী – নিষিদ্ধ করা হয়।

নজরুল খুব প্রসিদ্ধ সঙ্গীত শিক্ষক, গীতিকার ও গায়ক ছিলেন। তাঁর রচিত গান স্বাধীনতা সংগ্রামে এক নতুন মাত্রা এনে দিয়েছিল। সাম্প্রদায়িকতার লেখা তাঁর গান, ছড়া, রচনা আজ খুবই যুগোপযোগী। তাঁর লেখা শ্যামাসঙ্গীতও খুব জনপ্রিয়।

Source: Millennium Post

International Children’s Film Festival begins today

Seventh Kolkata International Children’s Film Festival begins today. The festival will continue till January 27. Child actor Kusmit Gill (of Sniff) and the two child actors Noor Islam and Samiul Islam (of Sahaj Pather Goppo) will inaugurate the festival. ‘Sniff’ will be the inaugural film.

Adventure is the theme of this year’s festival. 200 films from 32 nations will be screened. Some of the films to be screened include: Coco, Boss Baby, Jumanji, Amazon Obhijaan, Twenty Thousand Leagues Under The Sea, Toy Story 3.

A new section this year is “Celebrity Choice”. Favourite films of famous personalities – Sandip Ray, Prosenjit Chatterjee, Shirshendu Mukherjee, Gautam Ghose, Lopamudra Mitra and others – will be screened. Tributes will be paid to Shashi Kapoor and Partha Mukhopadhyay. There will be exhibitions on Feluda and Satyajit Ray.

The films will be screened at Nandan 1, 2, 3, Rabindra Sadan, Nazrul Tirtha, Star Theatre, Ahindra Mancha. Cultural performances will be held at Rabindra Sadan. Quiz competition for children will be held on January 23. The closing film of the festival is ‘Feluda: Fifty Years of Ray’s Detective’ directed by Sagnik Chatterjee.

 

আজ শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

সপ্তম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ থেকে নন্দন ১-‌এ। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। এবারের উৎসবের উদ্বোধন করবেন ‘‌স্নিফ’‌-‌এর শিশুশিল্পী কুস্মিত গিল ও ‘‌সহজপাঠের গপ্পো’‌–‌‌এর দুই শিশু অভিনেতা নুর ইসলাম এবং সামিউল আলম। এবারের শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি অমল গুপ্তের ‘স্নিফ‌’।

এবারের উৎসবের থিম ‘‌অ্যাডভেঞ্চার’‌‌। দেখানো হবে ৩২টি দেশের ২০০টি চলচ্চিত্র। অ্যাডভেঞ্চার ছবিগুলোর মধ্যে ‘কোকো‌’‌, ‘বস বেদী‌’‌, ‘‌জুমানজি’‌, ‘আমাজন অভিযান‌’‌, ‘টোয়েন্টি থাউজ্যান্ড লিগ আন্ডার দ্য সি‌’‌, ‘টয় স্টোরি ৩‌’‌–‌‌এর মতো বিখ্যাত ছবিগুলি রয়েছে।

এবারের নতুন সংযোজন ‘‌সেলিব্রিটি চয়েস’‌। বিখ্যাত ব্যক্তিদের ছোটবেলার প্রিয় ছবিগুলি এই বিভাগে স্থান পেয়েছে। তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সন্দীপ রায়, গৌতম ঘোষ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, লোপামুদ্রা মিত্রের মতো বিখ্যাত ব্যক্তিত্বরা।

এবারের উৎসবে সদ্যপ্রয়াত দুই শিল্পী শশী কাপুর এবং পার্থ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হবে তাঁদের অভিনীত ছবি দেখিয়ে। এবারের উৎসবে ফেলুদাকে নিয়ে একটি প্রদর্শনী ‘‌ফেলুদা সরগরম’‌ উদ্বোধন হবে একই দিনে বিকেল ৪টেয় গগনেন্দ্র প্রদর্শশালায়। এবারের উৎসবের স্মারকপুস্তিকা সত্যজিৎ রায়কে নিয়ে ‘সত্যজিৎ একাই ১০০‌’‌। সম্পাদনা করেছেন সন্দীপ রায়।

এবারের উৎসবে নন্দন ১, ২, ৩, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, রবীন্দ্রতীর্থ, স্টার থিয়েটার, অহীন্দ্র মঞ্চে ছবিগুলি দেখানো হবে। এছাড়াও প্রতিদিন রবীন্দ্র সদন প্রাঙ্গণে একতারা মঞ্চে চলবে শিশু–‌‌কিশোরদের আড্ডা। ২৩ জানুয়ারি এই মঞ্চে থাকছে সিনেমা নিয়ে কুইজ। এবারের উৎসবে সমাপ্তি ছবি সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত ‘ফেলুদা, ফিফটি ইয়ার্স অফ রে’‌স ডিটেকটিভ’‌।‌‌

Image is representative

 

Bengal puts up stellar show at Singapore FinTech Festival

The Singapore FinTech Festival, which was held from November 13 to 17, has turned out to be a golden opportunity for the information technology (IT) sector in Bengal.

Bengal is among the top centres in financial technology (fintech, in short) in India. Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government has taken a lead in reaping the huge talent that the state has in IT.

A 27.738-acre plot, consisting of 15 smaller plots in the range of 0.248 to 4.5 acres, is being developed in New Town, on the outskirts of Kolkata, as a hub for fintech companies.

The cluster for the fintech companies, with plug-and-play infrastructure, is at a strategic location, being at a stone’s throw-distance from Biswa Bangla Convention Centre, Nazrul Tirtha, Business Club and Seniors’ Park.

All these factors have led to Bengal being invited to the Singapore FinTech Festival. And they were highlighted during a presentation by the State Government on November 13.

The Bengal pavilion set up at the festival contains attractive posters highlighting the progress made by the State IT Department under the leadership of Chief Minister Mamata Banerjee in the last six years.

Source: Khabar 365 Din

 

বাংলার তথ্যপ্রযুক্তিকে সিঙ্গাপুরে প্রদর্শন

ফিনান্সিয়াল টেকনোলোজি কিংবা ফিনটেকে বিশ্বের নজর কাড়ছে বাংলা। এরাজ্যে ফিনটেকের যে পরিমাণ ব্যবহার শুরু হয়েছে, তাতে আগামী দিনে শুধু দেশ কেন, বিশ্বকেও পথ দেখাতে চলেছে বাংলা।

সিঙ্গাপুরে নভেম্বরের ১৩-১৭ তারিখ হয়ে গেল ফিনটেক ফেস্টিভ্যাল। রাজ্য তথ্যপ্রযুক্তির বিস্তারের জন্য যেভাবে কাজ করেছে, তাঁর জন্য এই ফেস্টিভ্যালে জায়গা পেল রাজ্য। ফিনটেকে বাংলার যে বিপুল সম্ভাবনা রয়েছে সেই কথাই তুলে ধরলেন রাজ্যের তথ্যপ্রযুক্তি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব।

তথ্যপ্রযুক্তিকে ছড়িয়ে দিতে যেভাবে নিউটাউনকে গড়ে তলা হয়েছে, তাতে আগামী দিনে এই জায়গাই সারা দেশের মধ্যে প্রথম হয়ে উঠতে পারে।

ইতিমধ্যেই নিউটাউনে ফাইনান্সিয়াল হাবের জন্য বরাদ্দ করা হয়েছে জমি, যেখানে এখন পর্যন্ত ২৩টি ব্যাঙ্ক তাদের জায়গা পেয়েছে। নিউটাউনে গড়ে তলা হয়েছে কনভেনশন সেন্টার। এছাড়াও সেক্টর ফাইভে যেভাবে তথ্যপ্রযুক্তির জন্য সুযোগ দেওয়া হয়েছে, সেটাও তুলে ধরা হয় এই মেলায়।

Bengal Govt developing Muslin Tourism Circuit

Muslin weavers of Bengal, who were on the brink of extinction, have got a new lease of life, courtesy Chief Minister Mamata Banerjee.

In the latest significant stride to boost the sale and marketing of this lush cotton fabric, the government is developing a Muslin Tourism Circuit (MTC) at three places in the state. The West Bengal Khadi and Village Industries Board (WBKVIB) will be organising the tours, with assistance from a private organisation, Society for Kindling Handicrafts and Indigenous Art. In the case of foreign tourists, the Board will also take the assistance of foreign embassies in organising the tours.

The tours will take tourists to the villages of Akalpoush and Sasinara in Bardhaman district and to Berhampore in Mursidabad district to witness the manufacturing of muslin fabric with their own eyes. The village of Baluchar, also in Murshidabad district, which is a hub for silk and baluchari sarees, will also be a part of the circuit. Foreign tourists who would go on tours of Bardhaman and Murshidabad districts will also be taken to these places apart from the conventional tourist destinations.

The project will be formally launched on September 20. According to the chairman of WBKVIB, the MTC will get a big push after Durga Puja ends.

According to a senior official of WBKVIB, another advantage of taking foreigners on the circuit is that, as has been noticed, having a knack for joining hands with weavers in the making of handmade fine fabric, watching the production process on their own will increase their chances of buying the products.

WBKVIB has also created the basic infrastructure of sales outlets, resting rooms, bathroom facilities and restaurants for light tea and snacks at these places for the convenience of both foreign and Indian tourists. The weavers who have lent out their places for setting up these infrastructural facilities will also get a token amount from the Board annually.

From making muslin products available at Biswa Bangla stalls to opening an exclusive outlet named Club Muslin at the Dakshinapan shopping complex to the WBKVIB adopting a scheme for the upliftment of these weavers and taking part in fashion shows, both abroad and here, the Bengal Government has done a lot to revive and popularise this age-old craft.

The Board has also tied up with an NGO that has started selling a wide range of muslin at its outlet at Nazrul Tirtha in New Town, on the outskirts of Kolkata.

 

বাংলার মসলিনকে পর্যটনের অঙ্গ করতে চায় রাজ্য

বাংলার মসলিন কাপড়ের কদর বিশ্বজোড়া। সেই কাপড়কে পর্যটনের অঙ্গ করতে চায় রাজ্য সরকার। এবার তারই উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ।

একটি বেসরকারি ট্যুর অপারেটর সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়েছে, সেই সংস্থা দেশ-বিদেশের অতিথিদের নিয়ে যে প্যাকেজ ট্যুর করায়, তারাই এবার বাংলার মসলিনের ঘাঁটিগুলিকে ঘুরিয়ে দেখাবে। যে বস্ত্র দেশ-বিদেশে সুনাম কুড়িয়েছে, তার উৎপত্তিকে ঘিরে পর্যটকদের উৎসাহ আছে। বিশেষত বিদেশি পর্যটকরা এই বিষয়ে বিশেষ আগ্রহ দেখান। তাই সেই কাজটিই এবার পুরোদমে সারতে চায় দপ্তর, জানিয়েছেন খাদি’র কর্তারা।

মসলিন কাপড়কে আরও জনপ্রিয় করতে খাদি পর্ষদ ক্লাব ‘মসলিন’ নামে একটি ব্র্যান্ড তৈরি করেছে, যা যথেষ্ট সুনাম কুড়িয়েছে। সেই পণ্যকে আরও বেশি প্রচারে আনতেই এই প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করা হচ্ছে।

কোথায় কোথায় এই ট্যুর করানো হবে সেই তালিকায় যেমন বর্ধমানের অকালপৌষ আছে, তেমনই আছে শশীনাড়া, নবদ্বীপ, কৃষ্ণনগরও আছে। মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গাকে এই পর্যটনে তুলে ধরা হবে। নবাবি আমলের ঐতিহ্য ও ঘরানার স্বাদ দেওয়ার পাশাপাশি এখানে জিয়াগঞ্জ সংলগ্ন অঞ্চলকে মসলিনের ঘাঁটি হিসাবে সামনে আনা হবে।মুর্শিদাবাদের আরও একটি জায়গা ‘বালুচর’কে মসলিনের পীঠস্থান হিসাবে সামনে আনা হবে।

পুজোর কেনাকাটাকে সামনে রেখে কয়েক দিন আগেই খাদি পর্ষদের তরফে একটি ফ্যাশন শো’য়ের আয়োজন করা হয় শহরে। পণ্যের ব্র্যান্ডিংয়ের জন্য এটি একটি অভিনব প্রয়াস।

Source: Bartaman Patrika