Regional parties can defeat the BJP together: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Thursday called on her Odisha counterpart Naveen Pattanaik in Bhubaneshwar.

Addressing the media following the meeting, she said that BJP is not a threat to regional parties and that the regional parties can together defeat the BJP. She also said that she wanted to strengthen the federal structure of the country.

The CM also slammed the BJP for indulging in “divisive” politics. She said: “They (BJP) wanted to divide the nation in the name of religion, region and caste. They pit Hindus against Muslims, Christians against Hindus, SC/STs against General caste. They are even dividing Hindus. We don’t do it. We want unity.”

Mamata Banerjee said that regional parties are always in contact. “It is a continuous process. We want to strengthen the federal structure in the country. All the States are important.”

 

আঞ্চলিক দলগুলি একসাথে বিজেপিকে হারাতে পারবে: মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার ভুবনেশ্বরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি কোন থ্রেট নয়। আঞ্চলিক দলগুলি একসাথে ওদের (বিজেপি) হারাতে পারবে”।

বিজেপির বিভাজনের রাজনীতির নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা জাতিধর্মের নামে বিভাজনের রাজনীতি করছে। মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের, হিন্দুদের বিরুদ্ধে খ্রিস্টানদের, জেনারেল কাস্টের বিরুদ্ধে SC/ST-দের উত্তক্ত করছে। এমনকি হিন্দুদের মধ্যেও ওরা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। আমরা এসব করি না। আমরা একতায় বিশ্বাস করি”।

মুখ্যমন্ত্রী বলেন, “আঞ্চলিক দলগুলি সব সময় একে অপরের সঙ্গে যোগাযোগ রাখে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা চাই দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো আরও শক্তিশালী হোক। সব রাজ্যই গুরুত্বপূর্ণ”।