Surge of development will continue in Bengal: Mamata Banerjee at Narayangarh

Chief Minister Mamata Banerjee inaugurated and laid the foundation stones of several projects today in Narayangarh in Paschim Medinipur district, which will benefit a large section of people along with the residents of Narayangarh block.

The Chief Minister began her speech by dedicating “our victory in the Assembly polls to the Ma Mati Manush of Bengal.” She said the she “had promised that my first district visit after winning would be to Narayangarh,” and she has kept her promise. She went on to say, “We are thankful to you for all the blessings, cooperation and support.” Further, “all the smear campaigns and conspiracies have been defeated” the credit for which goes to “the Ma Mati Manush of the State.” The victory of Trinamool Congress is “a victory of development, a victory of good governance.”

Highlighting the surge of developmental work that the State has witnessed during the last five years, she said, “Despite the huge debt burden, the amount of work we have done during the five years is unprecedented.” This is proved by the fact that, as she said, “95% people in Paschim Medinipur district have received direct Government services during the last five years.”

The Chief Minister then highlighted the various projects and schemes through which the State Government has improved the district: six multi super-speciality hospitals, 11 krishak bazaars, and schemes like Kanyashree, Khadya Sathi and Sabuj Sathi.

However, “the surge of development will not stop.” For example, she said that “We will set up one multi super-speciality hospital in Narayangarh.” Continuing on health, she said, “Infrastructure at Government hospitals has improved during the last five years.” Her Government has “written to the Centre to maintain kerosene supply to Bengal,” adding in the same vein, “We have removed many fake ration cards.” Then, she said that the State Government has “submitted the Ghatal Master Plan for flood prevention to the Centre.”

For ease of administration, the new district of Jhargram is coming up.

Despite a lack of funds from the Centre, the State Government has spent from its own coffers to carry on the development of Jangalmahal. She stamped her determination by saying, “When you perform for the people, no conspiracies can defeat you.”

Mamata Banerjee ended her speech thus: “We have to keep working for the people. We have to make Bengal the best in the world.”

বাংলার উন্নয়নের ধারা বজায় থাকবে: মমতা বন্দ্যোপাধ্যায় 

আজ নারায়ণগড় থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় ইনিংসের জেলা সফর শুরু হচ্ছে। আজ নারায়ণগড়ে প্রশাসনিক সভা করেন তিনি। বেশ কিছু প্রকল্পেরও শিলান্যাসও করেন।

সভা থেকে প্রায় ৬ হাজার মানুষের হাতে সরকারি প্রকল্পের সুবিধে তুলে দেন মুখ্যমন্ত্রী। ছাত্রীদের সাইকেল, গৃহহীনদের জন্য নতুন গৃহ, আদিবাসীদের বার্ধক্যভাতা, লোকশিল্পীদের ভাতা, বাদ্যযন্ত্র, কৃষকদের পাওয়ার টিলার–সহ কৃষি সহায়ক যন্ত্র প্রদান করা হয়। বহু সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হয়েছে।

উন্নয়নের জোয়ার 

গত পাঁচ বছরের মত এবারও মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার তার দ্বিতীয় মেয়াদের প্রথম থেকেই উন্নয়নের গতি অব্যাহত রেখেছে। নারায়ণগড় ব্লকে নেকুড়সেনী প্রাথমিক বিদ্যালয়ে তফসিলি উপজাতিভুক্তদের জন্য একটি ২০টি শয্যাবিশিষ্ট নতুন আশ্রম হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল।

ঝাড়গ্রাম, নারায়ণগড়, পিংলা, সাঁকরাইল এবং বিনপুর ব্লকে ধান সংরক্ষণের জন্য গুদাম তৈরির কাজের শিলান্যাস করলেন। নারায়ণগড় ব্লকের ব্রাহ্মণভাড়া ও ডগরায় বাগুই খালের উপর তৈরি হওয়া সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। শালবনি ও দাসপুর ব্লকে সমষ্টি প্রাণী উন্নয়ন আধিকারিকের কার্যালয় ও সমষ্টি প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের দ্বি-তল নির্মিত ভবন, জেলা পরিষদ মার্কেট কমপ্লেক্সে একটি পানীয় জন সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া ডাইনটিকরি, সাহরসাহী ও নেতাইয়ে কংসাবতী নদীর বাম পাড় মেরামত ও ক্ষয় প্রতিরোধ প্রকল্পেরও শিলান্যাস করেন।

সুবর্ণরেখা নদীর পাড় মেরামতির কাজ এবং ভুমিক্ষয় প্রতিরোধ প্রকল্পের কাজেরও শিলান্যাস হয়।  সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প যা ঝাড়গ্রামের মানুষদের অনেক সাহায্য করবে তা হল ঝাড়গ্রামে তৈরি হবে খাদ্য ভবন। একইসঙ্গে চন্দ্রকোনায় তৈরি হবে কর্মতীর্থ। আজ দুটি প্রকল্পেরই শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী।

তার বক্তব্যের কিছু অংশঃ 

  • মা-মাটি-মানুষের সরকারের দ্বিতীয় দফার সরকারের জয় মানুষকে উৎসর্গ করছি
  • আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রথম এই জেলা পরিদর্শনে আসব। আমরা মানুষের কাছে কৃতজ্ঞ
  • আপনারা আমাদের যে আশীর্বাদ ভালোবাসা ও সমর্থন দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ
  • অনেক কুৎসা চক্রান্ত রুখে ৪৯ বছর পর তৃণমূল কংগ্রেস একক দল হিসেবে এই ঐতিহাসিক সাফল্য পেয়েছে
  • এই জয় উন্নয়ন ও সুশাসনের জয়
  • আজকের এই পরিষেবা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে আমরা ১৬ হাজার মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছি
  • গত পাঁচ বছরে মেদিনীপুর জেলার ৯৫% লোকের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছি
  • পশ্চিম মেদিনীপুরে ৬ টি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল ও ১১টি কৃষক বাজার তৈরি হয়েছে
  • কন্যাশ্রী, খাদ্য সাথী, সবুজ সাথী প্রকল্প চলবে, বাংলার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে
  • নারায়ণগড়ে ৩০০ শয্যা বিশিষ্ট একটি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে
  • বাংলায় পর্যাপ্ত পরিমানে কেরোসিন তেল সরবরাহ যাতে চালু থাকে সেজন্য আমরা কেন্দ্রকে চিঠি লিখেছি
  • অনেক জাল রেশন কার্ড আমরা বাতিল করেছি
  • নতুন জেলা ঝাড়গ্রাম তৈরি হচ্ছে
  • বন্যা প্রতিরোধের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান পেশ করেছি কেন্দ্রের কাছে
  • কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিলেও জঙ্গলমহলের উন্নয়নের ধারা আমরা বজায় রেখেছি
  • মানুষের জন্য কাজ করলে কোন রকম ষড়যন্ত্র বা চক্রান্ত তাকে পরাজিত করতে পারে না
  • আমরা মানুষের জন্য কাজ করে যাব। বাংলাকে বিশ্বসেরা করাই আমাদের লক্ষ্য
  • কাজ করাটাই আমাদের নেশা এবং পেশা। কাজ করে যেতে হবে
  • গত পাঁচ বছরে রাজ্যের সরকারি হাস্পাতালগুলির পরিকাঠামো সম্পূর্ণ বদলে গেছে, আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করেছি

Mamata Banerjee attacks CPM-Congress alliance in Murshidabad & Nadia rallies

Mamata Banerjee addressed three rallies today in Nadia and Murshidabad districts.

The first rally was held at Karimpur. After that she addressed two more rallies at Jalangi and Kandi.

Mamata Banerjee today strongly criticised the BJP at an election rally in Kandi. She also came down heavily on the Congress and the CPI(M).

Here are the highlights of her speech:

  • While our government is working relentlessly, I would like to know from those who only spread lies on television, the list of development work they have done here in Kandi.
  • The Kandi master-plan was drawn up by our government.
  • A Kisan Bazar is nearly complete here.
  • We have given here land for starting a campus of the Aligarh University in Murshidabad.
  • We have started Fair Price Medicine Shops and free healthcare services in our state.
  • We have created a Mother and Child Hub (MCH) in Murshidabad on a budget of Rs 16 crore and several Sick Newborn Stabilisation Units (SNSUs).
  • 3 multi super-speciality hospitals have been started in the district at Jangipur, Domkal and Sagardighi.
  • New units at Sagardighi power plant have been started with Rs 6,000 crore.
  • An eco-tourism park has been set up here.
  • Our Muslim brothers and sisters have received reservation after coming under the OBC category. The minority students have got success in medical college entrance exams, WBCS and judicial service exams.
  • Our government also supports the imams and the muezzins. Reservation by including them in the OBC category. The minority students have got success in medical college entrance exams, WBCS and judicial service exams. Our government also supports the imams and the muezzins.
  • We have started women police stations, 50 courts for women, 88 fast-track courts, 19 human rights courts. 46 government colleges and 171 kisan bazars have been created. 300 polytechnics and Industrial Training Institutes (ITIs) have been set up.
  • Those who have only one ear fear of losing the other ear. But the CPI(M) and Congress here have lost both the ears and do not fear of losing anything more. They have lost their balance and and all senses.
  • The CPI(M) had once raised the slogan “Gali gali mein shor hai, Rajiv Gandhi chor hai”. Today the Congress is begging the CPI(M) for votes and the comrades are now Cong-reds. The Congress is like the uchchhe-pata, the CPI(M) is the neem-pata and the BJP is like the Babla-kata tree.
  • Some migratory birds are coming from Delhi for votes. Narendra Modi has come to Bengal and said that he could not see any signs of development here. We can get him treated for cataracts at our eye-hospitals here.
  • Other leaders look at things from a party point of view. But I do not believe in viewing things with a party bias . I do not attack others personally.
  • I do not fear these people from Delhi who try to give me lessons on Hindutva. I believe in respecting all religions and all religious places, unlike them.
  • The Prime Minister should not utter words that threaten the federal structure of this country. There have been threats from these leaders from the Centre to separate Cooch Behar and Darjeeling from West Bengal. The Prime Minister of our country is trying to divide our state and we strongly oppose this.
  • Those who are themselves mountains of corruption, should not give us moral lessons. We did not create the Saradha, it was created by the Left. We made the first arrests on this in 2012, and that is why other parties were angry with us.

 

আমি অন্যদের ব্যক্তিগত আক্রমণ করি না: দিদি

আজ কান্দিতে এক নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়  বিজেপি এবং কংগ্রেস-সিপিএম জোটকে তীব্র আক্রমণ করেন।

এখানে তার বক্তব্যের কিছু অংশঃ 

  • আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যারা টিভির পর্দায় বসে শুধু মিথ্যে বলে চলেছেন, তাদের উদ্যেশ্যে আমার প্রশ্ন – কান্দির জন্য আপনারা কী কাজ করেছেন?
  • আমাদের সরকার কান্দির জন্য মাস্টার প্ল্যান তৈরী করেছে।
  • কিষাণ বাজারের কাজ এখানে প্রায় শেষের মুখে।
  • মুর্শিদাবাদে আলিগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা ইতিমধ্যেই জমি দিয়েছি।
  • বাকি রাজ্যের মতো এই রাজ্যেও আমরা ন্যায্য মূল্যের ওষুধের দোকান আর সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা চালু করেছি।
  • মুর্শিদাবাদে আমরা ১৬ কোটি টাকা ব্যয়ে একটি Mother and Child Hub (MCH) শুরু করেছি। SNSU-ও চালু হয়েছে এখানে।
  • জেলার ৩টি মাল্টি সুপার-স্পেশালিটি হাসপাতাল শুরু হয়েছে জঙ্গিপুর, ডোমকল এবং সাগরদিঘীতে।
  • সাগরদিঘী বিদ্যুত কেন্দ্রে ৬,০০০ কোটি টাকায়ে নতুন ইউনিট চালু হয়েছে।
  • এখানে একটি eco-tourism উদ্যান তৈরি হয়েছে।
  • মুসলমান ভাইবোনেদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়ে গেছে তাদের OBC তালিকাভুক্ত করে। সংখ্যালঘু ছাত্রছাত্রীরা এখন মেডিকেল কলেজে, WBCS পরীক্ষায়ে এবং জুডিশিয়াল পরীক্ষায় বিপুল সংখ্যায় সাফল্য পাচ্ছে। আমাদের সরকার ইমাম ও মুএজিনদেরও সহায়তা দিচ্ছে।
  • আমরা প্রচুর মহিলা থানা, ৫০টি মহিলা আদালত, ৮৮টি ফাস্ট-ট্র্যাক আদালত, ১৯টি মানবাধিকার আদালত, ৪৬টি সরকারী কলেজ, ১৭১টি কিষান বাজার এবং ৩০০টি পলিটেকনিক ও ITI স্থাপন করেছি।
  • সিপিএম এবং কংগ্রেস-এর দুটি কানই কাটা। তাই ওদের আর কান কাটা যাওয়ার ভয় নেই।
  • সিপিএম একদা স্লোগান তুলেছিল “গলি গলি মে শোর হে, রাজীব গান্ধী চোর হে” আর আজ সেই কংগ্রেসই সিপিএম-এর কাছে ভোট ভিক্ষে করছে। কমরেডরা এখন হলো কং-রেড।  কংগ্রেস হল উচ্ছেপাতা, সিপিএম হল নিমপাতা আর বিজেপি হল বাবলা গাছের কাঁটা।
  • বসন্তের কোকিলের মত নরেন্দ্রবাবু পশ্চিমবঙ্গে আসেন আর এসে বলেন যে উনি উন্নয়নের কিছুই দেখতে পাচ্ছেন না এখানে। ওনার চোখে ছানি পরে থাকলে আমরা ওনার চিকিৎসা করে দিতে পারি।
  • আমি সবকিছু পার্টির চোখ দিয়ে দেখি না। আমি অন্যদের ব্যক্তিগত আক্রমণ করি না।
  • যারা দিল্লি থেকে এসে আমায়ে হিন্দুত্ব নিয়ে জ্ঞান দেওয়ার চেষ্টা করেন, আমি তাদের ভয় করিনা। আমি সব ধর্মকেই সমানভাবে শ্রদ্ধা করি।
  • দেশের প্রধানমন্ত্রীর এমন কিছু বলা উচিত নয় যা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করতে পারে। এখানে ওরা কোচ বিহার ও দার্জিলিং-কে ভাগ করার কথা বলে। আমরা এর প্রতিবাদ করি।
  • যারা নিজেরাই দুর্নীতির পাহাড়ে চড়ে বসে আছেন, তারা আমাদের দিকে আঙ্গুল তুলবেন না। আমরা সারদা তৈরী করিনি। এটা তৈরী করেছিল বামেরা। আমরা যখন ২০১২ সালে প্রথম গ্রেপ্তার করা শুরু করলাম, তখন সবার অস্বস্তি বেড়ে গেল।

 

Didi’s four-point chargesheet against CPI(M) in Narayangarh

Mamata Banerjee today delivered a four-point chargesheet against the CPI(M).

She was addressing a huge election campaign rally at Narayangarh in West Midnapore. She spoke at length about the dark days under CPI(M) misrule, which was rife with violence and bloodshed.

“It is shameful that the CPI(M), responsible for the despicable incidents in Netai, Nandigram, and Garbeta are once again talking about revenge”, she said.

Here is the four-point chargesheet by Mamata Banerjee:

  • Why was the Netai incident allowed to happen? Who was responsible?
  • CPI(M) should explain why people in Nandigram were attacked. It certainly cannot be the responsibility of Buddhadeb and Lakshman Seth alone; which other leaders were involved?
  • CPI(M) should explain why there were so many murders in Jangalmahal. Who killed Paresh Kumar, Dumri Hansda, Chitto Pal, Sambhu Hansda, Gangaram Das, Sunil Das, Amalendu Dey, Raitun Bibi and Upendu Khatua among many others? Who was responsible?
  • The former Health Minister should answer why there was no health infrastructure in Narayangarh as well as in West Midnapore district.

Those who had turned Jangalmahal into a graveyard are now speaking of peace. The people of Jangalmahal will give befitting reply, she said.

She went on to highlight the development ushered-in in the last four and a half years  – six multi super hospitals in West Midnapore alone while 41 multi super hospitals are coming up across the State in addition to numerous SNCUs, SNSUs and Fair Price Medicine Shops. People are getting benefits of new ITIs, Kanyashree, Kisan Credit Cards, Sikhsashree, Sabuj Sathi, Kisaan Bazaars and many other projects.

She promised that after coming into office for the second time, the first rally will be held at Narayangarh, if people defeat Suryakanta Mishra.

 

নারায়ণগড়ে সিপিএমের বিরুদ্ধে চার্জ শিট মমতার

আজ নারায়ণগড়ের জনসভা থেকে সিপিএমের বিরুদ্ধে চার্জ শিট দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে একটি প্রচার সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি তার বক্তব্যে তিনি সিপিএম আমলের কালো, রক্তাক্ত, প্রতিহিংসামূলক রাজনৈতিক দিনগুলির কথা আবার মনে করিয়ে দেন সাধারণ মানুষকে।

তিনি বলেন, “নেতাই, নন্দীগ্রাম, গড়বেতার জন্য দায়ী সিপিএম, এরপর ওরা আবার বদলা নেওয়ার কথা বলছে এটা লজ্জাজনক”।

দেখে নিনি সিপিএমের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের চার্জ শিটঃ

  • নেতাই এর ঘটনা কেন হয়েছি? কে দায়ী এর জন্য?
  • নন্দীগ্রামের মানুষের ওপর কেন অত্যাচার করা হয়েছে, সিপিএমের জবাব চাই। শুধুমাত্র বুদ্ধদেব ভট্টাচার্য ও লক্ষ্মণ শেঠ এর জন্য একা দায়ী নন, আর কোন কোন নেতারা এর পিছনে ছিলেন সিপিএমকে এর জবাব দিতে হবে।
  • জঙ্গলমহলে এত মানুষ কেন খুন হয়েছে? সিপিএমকে জবাব দিতে হবে। পরেশ কুমার, দুমড়ি হাঁসদা, চিত্ত পাল, শম্ভু হাঁসদা,গঙ্গাধর দাস,গঙ্গারাম দাস, সুনিল দাস,অমলেন্দু দে, রাইতুন বিবিকে, উপেন্দু খাঁটুয়া কে খুন করেছে? এর জন্যও কে দায়ী?
  • কেন সমগ্র পশ্চিম মেদিনীপুর জেলাসহ নারায়ণগড়ে কোন স্বাস্থ্য পরিকাঠামো হয়নি এর জবাব দিতে হবে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে।

যারা জঙ্গলমহলে সন্ত্রাসের রাজনীতি করত আজ তারাই শান্তির বার্তা দিচ্ছে। জঙ্গলমহলের মানুষ তাদের যোগ্য জবাব দেবে।, তিনি বলেন।

গত সাড়ে চার বছরে সারা বাংলা জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ হয়েছে – সারা রাজ্যে ৪১টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হচ্ছে, পশ্চিম মেদিনীপুরে ইতিমধ্যেই ৬টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। অনেকগুলি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, SNCUs, SNSUs তৈরি হচ্ছে। আইটিআই, পলিটেকনিক কলেজ, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, কিষাণ ক্রেডিট কার্ড, সবুজ সাথীসহ আরও অনেক প্রকল্প চালু হয়েছে বাংলার জন্য।

তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যদি মানুষ সূর্যবাবুকে পরাজিত করেন তাহলে জেতার পর তিনি তার প্রথম সভা করবেন নারায়ণগড়ে।