Singur produces a golden harvest after a decade

Bengal Chief Minister Mamata Banerjee has always maintained that there is no competition between agriculture and industry. They complement each other.  Bengal is a perfect example where agriculture and industry exist side by side.

The farmers of Singur got back their land after 10 years with the help of the Trinamool Government. The soil has been made cultivable through modernized technologies and proper irrigation system. The farmers have received around Rs 10,000 as grants from the Government. The Government has also supported the farmers in order to receive agricultural loans.

Today, Singur is smiling. After the historic verdict of the Supreme Court, the farmers of Singur have been given back their land pattas, which were once taken away forcibly from them by the erstwhile Left Front Government. They have once again produced rich harvest on the same land.

Those who grew up on the soils of Singur, are once again free. With the support of DIdi, they have got back their own land, the soil that was harvested by their fathers and forefathers. They know the language of that soil, its texture,, its smell and its feel. And that have made them to produce a golden harvest, even after a decade.

 

সিঙ্গুর ফিরে এল শস্যের ভাণ্ডারে

রাজ্যের কৃষি এবং শিল্পায়নে অগ্রগতি নিয়ে বরাবর এক স্বচ্ছ ভাবমূর্তি দেশের কাছে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যয়াপাধ্যায়।

‘কৃষি-শিল্প ‘ কারও সংগে কারও প্রতিযোগিতা নেই। ওরা একে অপরের পরিপূরক। নতুন বাংলায় তাই কৃষি ও শিল্পের সহাবস্থান যথেষ্টই তুলনাস্বরুপ।

১০ বছর পর রাজ্য সরকারের উদ্যোগে সিঙ্গুরের কৃষকেরা তাদের নিজ নিজ জমি ফেরত পেয়েছেন। এবং যথেষ্ট আধুনিক উপায়ে জমিকে চাষযোগ্য করে তোলার লক্ষ্যে সেচের জন্য তারা চেক বাধ এবং ছোট নলকূপ ও বসিয়েছেন। এবং রাজ্য সরকারের কাছ থেকে কৃষকগোষ্ঠী অনুদান মাফিক ১০ হাজার করে টাকাও পেয়েছেন। কৃষকরা যাতে ঋন পায় তারও ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

আজ সিঙ্গুুর হাসছে। সুপ্রিম কোর্টের রায়ে সিঙ্গুরে বুদ্ধবাবুর পুলিশ দিয়ে গায়ের জোরে কেড়ে নেওয়া জমি ফের পাট্টা ও দলিল সমেত ফেরত পেয়ে সেই জমিতে আবার সোনার ফসল ফলিয়েছেন সিঙুরের কৃষক।

মাটির স্পর্শে বেঁচে থাকা মানুষগুলি আজ স্বাধীন। মমতাময়ী দিদির প্রচেষ্টায় ফিরে পেয়েছেন বংশ পরম্পরায় মাটির সংগে তাদের সম্পর্ক।ওরা মাটির ভাষা বোঝে, মাটির গন্ধ খোঁজে, তাই তাঁরা এই স্বাধীন চেতা মন নিয়ে তাদের ফিরে পাওয়া জমিতে নতুন করে সোনার ফসল ফলিয়েছেন।

Development of farmers has been our focus since 2011: Mamata Banerjee on Krishak Dibas

On the 10th anniversary of the Nandigram Dibas, the Trinamool Congress Government led by Chief Minister Mamata Banerjee felicitated 77 farmers from all the districts of the State with ‘Krishak Ratna’ awards at Nazrul Mancha, Kolkata.

The Maa, Mati, Manush Government led by Mamata Banerjee observes 14 March – the day when police had opened fire on protesting farmers in Nandigram – as Krishak Dibas.

Speaking on the occasion, the CM said: Farmers are our pride. We are honouring farmers in every block today. The nation cannot run without farmers. The country stands on rural economy.”

She added that the government had set up Mati Tirtha and started the Mati Utsav, which was later picked up by the United Nations. She said that her government had fulfilled the promise by returning land in Singur to farmers.

 

Here are some achievements in agriculture and allied sectors:

  • Bengal has been receiving Krishi Karman award every years since 2011
  • Paddy production has increased in the State in the last 5 years to 1.78 lakh metric tonnes
  • 70 lakh Kisan Credit Cards have been distributed in the last five years
  • 166 Kisan Bazaars have been set up, 20 more are in the process
  • Bengal Govt is developing SPOs with farmers to enable them to be self-sufficient
  • MSP of paddy was Rs 1036 when we came to power. We have increased it to Rs 1436
  • The State Govt is conducting soil tests. 20 lakh farmers have received soil health cards
  • Government pays the premium for crop insurance
  • Bengal Govt has launched ‘Matir Kotha’ to answer queries of farmers regarding agriculture
  • Bengal Govt has overshot our target of creating ponds under ‘Jal Dharo Jal Bharo scheme’
  • Bengal Govt is focussing on pisciculture to increase production in the State
  • Bengal Govt has started onion cultivation in Bankura. Areas of chilli cultivation has also expanded
  • Bengal Govt will procure 28,000 metric tonnes of potato for mid-day meal scheme and Anganwadis
  • Bengal Govt will give subsidies for export of potatoes
  • Bengal Govt have started Swami Vivekananda Scholarship for meritorious students

 

২০১১ সাল থেকে কৃষকদের উন্নয়নই আমাদের লক্ষ্যঃ মুখ্যমন্ত্রী

আজ নন্দীগ্রামে নিরীহ কৃষকদের ওপর গুলিচালনার দশম বর্ষপূর্তি উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা, মাটি, মানুষ সরকার ‘কৃষক দিবস’ হিসেবে উদযাপিত করে। আজ নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কৃষক রত্ন পুরস্কার বিতরণ করেন।

জমি রক্ষার লড়াইয়ে এবং অমর শহীদ স্মরণে ‘কৃষক দিবস’ পালন করা হচ্ছে রাজ্যস্তরে। কৃষি, উদ্যান পালন, প্রাণী পালন এবং মৎস্য চাষ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হল এই ‘কৃষক রত্ন’ পুরস্কার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন মন্ত্রী এবং বিশিষ্ট অতিথিরা।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ 

  • যারা আজ সম্মানিত হলেন তাদের ও তাদের পরিবারকে আমার অনেক শুভেচ্ছা
  • আজ এই ৭৭ জন কৃষককে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত
  • ২০০৭ সালে নন্দীগ্রামে ১৪ জন কৃষক পুলিসের গুলিতে প্রাণ হারান। ২০১৩ সাল থেকে এই দিনটি আমরা ‘কৃষক দিবস’ হিসেবে পালন করছি
  • ২০০৬ সালে সিঙ্গুর আন্দোলনের সময় আমি ২৬ দিন অনশন করেছিলাম
  • ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম
  • কৃষকরাই আমাদের গর্ব। আমরা আজ প্রতিটি ব্লকে ব্লকে কৃষকদের সম্মানিত করছি
  • কৃষকদের ছাড়া দেশ চলতে পারে না। দেশ গ্রামীণ অর্থনীতির ওপর নির্ভরশীল
  • আমরা মাটি তীর্থ তৈরি করেছি, মাটি উৎসব শুরু করেছি। ২০১৫ সালে রাষ্ট্রসংঘ একে স্বীকৃতি দিয়েছে
  • ২০১১ সাল থেকে প্রতি বছর কৃষি কর্মন পুরস্কার পাচ্ছে বাংলা
  • সিঙ্গুর থেকে শুরু করে নন্দীগ্রাম, নেতাই এমনকি নোট বাতিলের ফলে যারা প্রাণ হারিয়েছেন সেই সকল শহীদদের আমার প্রণাম
  • আমরা সিঙ্গুরের জমি ফিরিয়ে দিয়েছি। আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি। আমাদের কথার দাম আছে
  • ২০১১ সাল থেকে কৃষকদের উন্নয়নই আমাদের লক্ষ্য
  • গত ৫ বছরে রাজ্যের ধানের উৎপাদন বেড়ে হয়েছে ১.৭৮ লক্ষ মেট্রিক টন
  • গত ৫ বছরে ৭০ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করা হয়েছে
  • ১৬৬টি কৃষক বাজার তৈরী হয়েছে, আরও ২০টি তৈরীর কাজ চলছে
  • কৃষকদের স্বনির্ভর করে তোলার জন্য SPO চালু করা হয়েছে
  • আমরা ক্ষমতায় আসার সময় ধানের ন্যূনতম সহায়ক মূল্য ছিল ১০৩৬ টাকা। আমরা এটা বাড়িয়ে করেছি ১৪৩৬ টাকা
  • আমরা মাটি পরীক্ষা করছি। ২০ লক্ষ কৃষক soil health card পেয়েছে
  • ফসল বীমা চালু করেছে বাংলার সরকার
  • কৃষকদের কৃষি সংক্রান্ত সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা ‘মাটির কথা’ চালু করেছি
  • ‘জল ধর জল ভরো’ প্রকল্পের টার্গেট ছিল ৫০,০০০০। আমরা ১,৫০,০০০ পুকুর কেটেছি
  • রাজ্যের মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য আমরা মাছ চাষের ওপর নজর দিচ্ছি
  • বাঁকুড়ায় পেঁয়াজ চাষ চালু করেছি। এখন আরও অনেক জায়গায় লঙ্কা চাষ হচ্ছে
  • জঙ্গলমহলের শুষ্ক এলাকায় আমরা চেক ড্যাম তৈরী করেছি, সেই এলাকা চাষের উপযোগী করে তোলা হয়েছে
  • বাম সরকারের ঋণের বোঝা আমরা বহন করছি, রাজস্বের পুরোটাই ঋণ মেটাতে চলে যাচ্ছে
  • মিড ডে মিল ও অঙ্গনওয়ারীর জন্য আমরা ২৮ হাজার মেট্রিক টন আলু কৃষকের কাছ থেকে কিনে নেব
  • আলু রপ্তানিতে আমরা ভর্তুকি দেব
  • মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু করেছি আমরা
  • বাংলায় স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে পাওয়া যায়। বিনামুল্যে শিশুদের হার্ট অপারেশন করা হয়
  • আমরা SNCUs, SNSUs, মাদার ও চাইল্ড হাব তৈরী করেছি
  • চিকি९সা একটি সামাজিক সেবা। চিকি९সার নামে রোগীদের লুঠ করা চলবে না
  • বিভিন্ন প্রকল্পে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। ১০০% মানুষ আধার কার্ড না পাওয়া পর্যন্ত এটা বাধ্যতামূলক করা উচিত নয়
  • কৃষক দিবসে আমাদের অঙ্গীকার বাংলাই হবে বিশ্বসেরা

Nandigram Dibas: 10th anniversary of the massacre during CPI(M) rule

Today is Nandigram Dibas. We remember the martyrs who fell to the bullets of police and cadres, under the instructions of CPI(M) on this day, ten years ago.

In January 2007, farmers in Nandigram erupted in protest against a proposed special economic zone (SEZ).

On March 14, the then Chief Minister Buddhadeb Bhattacharya sent 2,500 policemen to ‘recapture’ Nandigram, but unofficially, they were accompanied by CPI(M) cadres.

Officially, 14 farmers died in the firing, but over 100 were declared “missing”. A similar attempt in November by the cadres finally ‘recaptured’ Nandigram. Buddhadeb Bhattacharya showed no remorse as he said, “They (farmers and Trinamool activists) have been paid back in their own coin.”

In its final report, the People’s Tribunal on Nandigram had called the violence of March 14, 2007 a “pre-planned, state-sponsored massacre” carried out “to teach a lesson” to people opposing the SEZ project on their land.

The Tribunal report, handed over to Gopal Krishna Gandhi, Governor of West Bengal on August 8, also called for the re-arrest of the ten CPI(M) cadres taken into custody earlier by the CBI but let off on bail due to the deliberate laxity of the West Bengal State police in filing charges against them within the statutory period.

 

ফিরে দেখা নন্দীগ্রাম

২০০৭ সালের ১৪ ই মার্চ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ১ নম্বর ব্লকে ১৪ জন নিরাপরাধ গ্রামবাসীর প্রাণ ছিনিয়ে নিয়েছিল সশস্ত্র পুলিশ ও একদল বন্দুকবাহিনী। এছাড়াও আহত হয়েছিল হাজারের উপর নিস্পাপ গ্রামবাসী যাদের মধ্যে অনেকই মহিলা এবং শিশুও ছিল। মিডিয়া ও বাইরে থেকে যাতে কেউ ঢুকতে না পারে, তাই তারা নন্দীগ্রামের ঢোকার সব রাস্তা বন্ধ করে দিয়েছিল।

শুধুমাত্র একটি টিভি চ্যানেলই সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের ও মারপিটের লাইভ কভারেজ করেছিল। ঠিক দুদিন পরে অর্থাৎ ১৬ই মার্চ হাজারের উপর গ্রামবাসী সারা গ্রামে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য আবার একত্রিত হয়েছিল। সেইসময় প্রিন্ট মিডিয়া ও অন্যান্য টিভি চ্যানেলগুলি গ্রামে ঢুকে গ্রামবাসীদের কাছ থেকে সেই দিনের ঘটনার বিবরণ নিচ্ছিলো। কিছু তথ্যচিত্র পরিচালক ও সেইদিনের ঘটনাগুলি রেকর্ড করছিল। পরে অনেক সমাজসেবী সংস্থা সেইদিনকার ঘটনার প্রতিবাদ করেছে ,তারা গ্রামে ঘুরে আহত গ্রামবাসীদের আর্থিক সাহায্যও দিয়েছে।

দোল উৎসবে শ্রী গৌরাঙ্গের নামকীর্তন করতে করতে একদিকে যেমন হিন্দুরা গ্রামের তিন দিকে জড়ো হচ্ছিলো, অন্য দিকে মুসলমান সম্প্রদায় মানুষরাও পবিত্র কোরান পাঠের জন্য জমায়েত হচ্ছিলো। এইভাবেই গ্রামের সমস্ত মানুষজন এক অহিংস শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ করছিল।বিভিন্ন সূত্রের খবর এই হাজারো গ্রামবাসীর জমায়েত কে লক্ষ করেই হঠাৎই শুরু হয়েছিল কাঁদানে গ্যাস ও গুলির বৃষ্টি।

নন্দীগ্রামের সেই নারকীয় গুলিচালনার ঘটনার পর আজ দশটি বছর কেটে গিয়েছে। নন্দীগ্রামের অমর শহীদদের আমরা ভুলিনি, ভুলবো না।

We salute the martyrs of Nandigram : WB CM

West Bengal Chief Minister Ms Mamata Banerjee paid respect to the martyrs of Nandigram, who succumbed to death, while protecting the rights of their land. She informed that this day is being celebrated as Krishak Divas. Krishi Ratna awards will be given in every block of West Bengal.

She wrote on Twitter:

Today is Nandigram Divas. We salute the martyrs who died on this day in 2007. We can never forget Nandigram.

West Bengal Government is observing Krishak Divas today. We are giving away Krishi Ratna awards in every block. My best wishes to all my farmer brothers.

আজ নন্দীগ্রাম দিবস। ২০০৭ সালে যে কৃষকরা শহীদ হয়েছিলেন তাদের জানাই প্রণাম। নন্দীগ্রামের কথা আমরা কোনদিনও ভুলতে পারবনা।

পশ্চিমবঙ্গ সরকারের তরফে আজ রাজ্যের ব্লকে ব্লকে পালিত হচ্ছে কৃষক দিবস, দেওয়া হবে কৃষি রত্ন সম্মান। সকল কৃষক ভাইদের জানাই অভিনন্দন।

Trinamool pays homage to martyrs of Nandigram Movement on Nandigram Divas

On the eighth anniversary of the Nandigram genocide that happened on 14 March 2007 Trinamool Congress paid homage to the martyrs of Nandigram Movement on Nandigram Divas.

Trinamool Secretary General Partha Chatterjee, MPs, Sisir Adhikari and Suvendu Adhikari, Firhad Hakim and other leaders paid tribute to the martyrs with floral wreaths on the Shahid Bedi at Bhangabera in Nandigram.

In 2007, on this very day, 14 innocent people, farmers and their families were killed and more than one hundred innocent villagers were injured by police firing while protesting against forced acquisition of multi-crop farm land by the then Left front Government.

The barbaric attitude of brutal massacre of innocent and helpless villagers, shown by the Left Government, can only be comparable with the Jalianwala Bagh Massacre.

The Nandigram Movement

The People’s Tribunal on Nandigram has called the violence of 14 March 2007 a ‘pre-planned, state-sponsored massacre’ carried out ‘to teach a lesson’ to people opposing the SEZ project on their land.

On January 2, 2007 farmers of Nandigram protested after getting a letter on land acquisition by the then West Bengal Government. Six people died in the clash and the farmers blocked the area earmarked for the SEZ. The movement gained momentum in the next two months that culminated in the killing of 14 poor farmers on March 14 in police firing.

Trinamool Chairperson Ms Mamata Banerjee rushed to the spot to meet the victims. She was assaulted and had to be hospitalized after being hit by a stone while on her way to areas affected by violence.

The brutal killings helped in mobilising the intellectual class of well-known writers, artists, poets and activists including, Mahasweta Devi, Aparna Sen and Medha Patkar against the forceful land acquisition.

The Left Government was forced to withdraw its plan to set up the chemical hub in Nandigram.

Present

After the Trinamool Government was established in Bengal, Chief Minister Ms Mamata Banerjee, announced a raft of development proposals, including an industrial cluster. An industrial cluster will be set up at Nayachar on 4500 acre to provide direct employment to 10,000 people and a tourism cluster of international standard on 268 acre which will boost the economy of the area, she announced.

The West Bengal Government has also declared 14 March as Krishak Divas to uphold the rights of farmers.