Mamata Banerjee remembers Nandigram martyrs

Bengal Chief Minister Mamata Banerjee today paid tributes to the martyrs of Nandigram on Twitter and Facebook.

She wrote, “On this day, 11 years ago, innocent villagers were killed in firing at Nandigram. Heartfelt tribute to all those who lost their lives. We observe 14 March as ‘Krishak Dibas’ and give away ‘Krishak Ratna’ awards on this day.”

In 2007, the earstwhile Left Front Government had wanted to acquire land in Nandigram for a Chemical Hub. The villagers had refused to part with their land. On March 14, 2007, 14 villagers were killed (officially) in Nandigram, several injured.

After coming to power, Mamata Banerjee has been observing this day as Krishak Dibas. The CM also gives away ‘Krishak Ratna’ awards.

 

কৃষক দিবসে শহীদ তর্পণ মুখ্যমন্ত্রীর

আজ ১৪ই মার্চ। ১১ বছর আগে তৎকালীন বাম সরকার কেমিক্যাল হাব তৈরীর জন্য জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় নন্দীগ্রামের ১ নম্বর ব্লকে। জমি দিতে নারাজ গ্রামবাসীদের ওপর ২০০৭ সালের ১৪ই মার্চ চলে গুলি। সরকারি হিসেব মারা যান ১৪ জন, নিখোঁজ হন বহু মানুষ।

ক্ষমতায় আসার পর প্রতি বছর এই দিনটিকে ‘কৃষক দিবস’ হিসেবে পালন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক রতন সম্মানও প্রদান করেন।

আজও তিনি ফেসবুক ও টুইটারে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। তিনি লিখেছেন, “১১ বছর আগে আজ নন্দীগ্রামে গুলি চলেছিল। বাম আমলে বাংলার বিভিন্ন প্রান্তে নিহত সকল শহীদদের জানাই সশ্রদ্ধ প্রণাম ও সালাম। আমাদের সরকার ১৪ই মার্চ দিনটিকে কৃষক দিবস হিসেবে পালন করে। দেওয়া হয় কৃষক রত্ন পুরস্কারও।”