3 districts of Bengal among top 6 in the country in terms of access to sanitation

A survey commissioned by the Union Ministry of Drinking Water and Sanitation on households’ access to sanitation facilities, conducted by Quality Council of India, has found that three districts of West Bengal are among the top six in India.

The districts of Nadia, Purba Medinipur and Hooghly are among the country’s toppers.

The survey was conducted by Quality Council of India on behalf of the Ministry, covering 75 districts, encompassing nearly 70,000 household across 2,530 villages.

In April 2015, West Bengal Chief Minister Mamata Banerjee had declared Nadia as the first Open-Defecation Free (ODF) district in the country. This was the result of Nirmal Bangla Abhiyan, undertaken to eliminate open defecation in West Bengal, which was a pioneering effort in the country.

The achievement was recognised internationally too. UNICEF selected the district administration of Nadia as the first prize winner for the 2015 United Nations Public Service Award in the category of ‘Improving the Delivery of Public Services’.

Since then, the State has made rapid progress. Mamata Banerjee has also declared April 30 as Nirmal Bangla Diwas.

 

দেশের শীর্ষ ৬ নির্মল জেলার মধ্যে বাংলার ৩ জেলা

কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক পরিচালিত একটি সমীক্ষায় জানা গেছে নির্মল জেলার তালিকায় ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি জেলা প্রথম দশের মধ্যে স্থান অর্জন  করেছে।

নদিয়া, পূর্ব মেদিনীপুর ও হুগলি জেলা দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে।

মন্ত্রালয়ের পক্ষ থেকে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া ৭৫ টি জেলার ২,৫৩০ গ্রামের প্রায় ৭০,০০০ পরিবারের উপর এই সমীক্ষা চালিয়েছে।

২০১৫ সালের এপ্রিল মাসে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রথম নদিয়া জেলাকে ‘প্রথম উন্মুক্ত শৌচবিহীন জেলা’ হিসেবে ঘোষণা করেন।  সমীক্ষা করে দেখা যায়, গ্রামাঞ্চলে প্রায় ১০ লক্ষ পরিবারের মধ্যে লাখ তিনেকের শৌচাগার নেই। ওই বছর ২ অক্টোবর থেকে জেলা প্রশাসন নিজস্ব ‘সবার শৌচাগার’ প্রকল্প চালু করে।

এই কৃতিত্ব আন্তর্জাতিক স্তরেও স্বীকৃটি পেয়েছে। ২০১৫ সালে ইউনিসেফ নদিয়া জেলাকে ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডের জন্য বিজয়ী ঘোষণা করে এবং পুরস্কৃত করে।

তারপর থেকে  রাজ্য দ্রুত গতিতে এগোচ্ছে। মুখ্যমন্ত্রী ৩০ এপ্রিল দিনটিকে ‘নির্মল বাংলা দিবস’ ঘোষণা করেছেন।

 

WB CM slams Centre for not releasing funds for the State

West Bengal Chief Minister Mamata Banerjee today chaired an administrative review meeting in Nadia district today at Kalyani. She took stock of all the development projects going on in the district. During a press meet after the meeting, she slammed the Centre for not releasing the funds earmarked for the State.

“The policy of Centre, of not paying the money due to us, is becoming a permanent headache. States are paying 50% share of the funds for Central projects, but the Centre is not paying its share. They owe us Rs 1700 Cr for the 100 Days’ Work scheme,” she said.

Speaking about the debt situation of the State, the Chief Minister said, “We are paying for the sins of the previous government. There is a huge debt burden on us. We have to pay Rs 47000 Cr this yearand Rs 60000 Cr next year against the debts that have accumulated. Policies of the Centre are pushing us towards a debt trap.”

This was the 138th administrative meeting of the West Bengal Government.

 

রাজ্যের পাওনা টাকা না দেওয়ায় কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক শুরু করেছেন। আজ নদিয়ায় একটি প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। রাজ্যের পাওনা টাকা না দেওয়ার কেন্দ্রকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।

তিনি বলেন, “রাজ্যের পাওনা না মেটানোর প্রবণতা বাড়ছে কেন্দ্রের। বিজ্ঞাপনে শুধু শো-অফ করে কেন্দ্র। কেন্দ্রীয় প্রকল্পগুলিতে ৫০% টাকা দিচ্ছে রাজ্য কিন্তু কেন্দ্র কোনও টাকা দিচ্ছে না। ১০০ দিনের কাজে ১৭০০ কোটি টাকা বকেয়া, সেই টাকা দিচ্ছে না কেন্দ্র।”

 

রাজ্যের বিপুল ঋণের বোঝা সম্বন্ধে তিনি বলেন, “মাথার ওপর হাজার হাজার কোটি টাকার দেনা, আগের সরকারের পাপের দেনা বহন করছি আমরা। রাজ্যকে ডেট ট্র্যাপের দিকে ঠেলে দিচ্ছে কেন্দ্র। এই বছর ৪৭০০০ কোটি আর আগামী বছর ৬০০০০ কোটি টাকার দেনা শোধ করতে হবে।”

আজ পশ্চিমবঙ্গ সরকারের ১৩৮তম প্রশাসনিক বৈঠক ছিল।

Sukanyashree project launched to make girls economically independent

Sukanyashree, a project to make girls economically independent has been launched in the state under the guidance of Chief Minister Mamata Banerjee.

The pilot project has been launched in Nadia district and the model will be replicated in other districts in course of time. It may be mentioned that the Kanyashree project has earned great success and has been appreciated both in the country and abroad.

A girl child between 0 days to 5 years has been brought under the project. The girl will get Rs 6 lakh when she turns 18 years of age. Along with this, she will get Rs 25,000 under the Kanyashree project.

Under Sukanyashree project, the district administration will hand over 101 samplings to the parents whose daughters are between 0 days and 5 years. Those who have 1 bigha of land will be given first priority. They will plant the saplings under the financial assistance of the state government which is Rs 18,340. In addition to this, to grow the saplings, they will get Rs 26,752 which is the wage of 158 labourers.

The families will get around Rs 60,000 per annum from the third year. Out of this if Rs 30,000 is kept for the girl, she will get Rs 3 lakh when she turn 14 and this amount will become Rs 6 lakh when she turns 18 years of age.

Those who do not have land will be given right of the tree (brikkha patta). Senior officials of the Panchayat and Rural Development department said if successful, the project would be replicated throughout the state and would make the girls living in the rural areas self reliant.

Bengal Panchayat Dept steps up to utilise schemes for rural populace

Series of schemes taken up by the West Bengal Panchayat and Rural Development department in the past five years to make rural populace economically self reliant have created wonders and have changed the quality of life of thousands of people throughout the state.

People coming from economically challenged background who never dreamt of becoming economically independent are earning money by doing fish cultivation or by manufacturing bricks from fly ash. Even the residents of leper colony in Bankura who got cured but used to earn livelihood by begging because of social stigma are on the way to achieve self reliance through mango and vegetable cultivation in Bankura.

The good work of the department has been accepted by the ministry of Rural Development and in recognition the Centre has given an award early this year. It may be mentioned Nadia has become country’s first Open Defecation Free (ODF) district.

The district is going ahead of other districts in generating quality horticulture produce like gerbera flowers, capsicum under shed-net house and poly house by using NREGA fund. Two gram panchayats, Dharmada and Bilwagram Gram under Nakashipara block have become specialists in this field.

Large numbers of poly house, shed-net houses have been constructed. Since 2015-16 financial year, construction of poly houses in 7 organic villages has been made possible by rightly using the schemes.

 

গ্রামের মানুষের জন্য পঞ্চায়েত দপ্তরের বেশ কিছু নয়া উদ্যোগ

গত পাঁচ বছরের মধ্যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর দ্বারা গৃহীত প্রকল্প গুলি গ্রামীণ জনসাধারণকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করেছে এবং এর ফলে রাজ্য জুড়ে হাজার হাজার মানুষ জীবনযাত্রার মান বদলে গেছে।

আর্থিকভাবে পিছিয়ে পরা মানুষ যারা কখনো অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার স্বপ্ন দেখত না তারা এখন মাছ চাষ করছেন, ইট উত্পাদন করে টাকা উপার্জন করছেন।

দপ্তরের ভাল কাজ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক দ্বারা গৃহীত হয়েছে এবং স্বীকৃতিস্বরূপ  এই বছরের গোড়ার দিকে এই বিভাগ একটি পুরস্কারও পেয়েছে। এটা উল্লেখযোগ্য,  যে নদীয়া দেশের প্রথম ODF জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এনআরইজিএ তহবিল ব্যবহার করে নদিয়া জেলায় শেড-নেট হাউস এবং পলি হাউসে উন্নত মানের গ্যারবেরা ফুল ও ক্যাপসিকামের উৎপাদনের ওপর জোর দেওয়া হচ্ছে।  নাকাশিপাড়া  ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত ধর্মদা এবং বিল্বগ্রাম এই কাজের জন্য উল্লেখযোগ্য।

অনেকগুলি পলি হাউস নির্মাণ করা হয়েছে। ২০১৫-১৬ আর্থিক বছরে ৭টি  অরগ্যানিক ভিলেজে অনেকগুলি পলি হাউস নির্মাণ সম্ভব হয়েছে।

 

Motel relief in north Bengal travel

People travelling to north Bengal from the city along the NH-34 will now have the option to stop over and take rest at government motels. The public works department (PWD) has developed four highway motels along NH-34 under the ‘Pather Sathi’ project.

These motels will provide food, internet facilities and clean toilet to travellers. The motels have been set up at Krishnagar, Shantipur, Ghatigachha in Ranaghat and De bagram in Kaliganj .

The motels will have stalls that will showcase Nadia handicrafts like idols of Ghurni, ‘tant’ saree of Fulia and sweets of Krishnagar.

The PWD authorities will hand over the motels to Nadia administration soon.

 

যাত্রী সুবিধার্থে তৈরি হল নতুন মোটেল

এখন ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে শহর থেকে উত্তরবঙ্গ যাওয়ার পথে যাত্রীরা এখন বিশ্রাম নিতে পারবেন সরকারী মোটেলে। ‘পথের সাথী’ প্রকল্পের আওতায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ৪টি হাইওয়ে মোটেল তৈরি করা হয়েছে।

এই মোটেল গুলির মাধ্যমে খাবার, ইন্টারনেট পরিষেবা, পরিষ্কার-পরিচ্ছন্ন টয়লেট ইত্যাদি পরিষেবা দেওয়া হবে। কৃষ্ণনগর, শান্তিপুর, ঘাটিগাছা, রানাঘাট,দেবগ্রাম ও কালীগঞ্জে মোটেল স্থাপন করা হয়েছে।

মোটেলে কতগুলিতে জেলার বিভিন্ন হস্তশিল্প যেমন ঘূর্ণি, ফুলিয়ার তাঁতের শাড়ি, কৃষ্ণনগরের মিষ্টি ইত্যাদির স্টল থাকবে।

পূর্ত বিভাগের কর্তৃপক্ষ খুব শীঘ্রই নদীয়া প্রশাসনের হাতে মোটেল হস্তান্তর করবে।

Farmers make profit via horticulture in Nadia

Under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme in Nadia, stress is being given on quality production of gerbera flowers and capsicum in shed-net houses and poly-houses through horticulture.

From the last financial year, Mahatma Gandhi NREGA scheme helped construction of poly-houses in seven organic villages.

These structures are used for better quality products, higher productivity, off-season cultivation, better insect and disease control and reduced use of pesticides, nursery raising, hardening of crops, efficient use of resources, high-value crop production and more profits etc.

 

উদ্যানপালনের মাধ্যমে লাভবান হচ্ছেন নদিয়ার কৃষকরা

নদীয়ায় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রকল্পের অধীনে, শেড-নেট হাউস এবং পলি হাউসে উন্নত মানের গ্যারবেরা ফুল ও ক্যাপসিকামের উৎপাদনের ওপর জোর দেওয়া হচ্ছে।

গত আর্থিক বছর থেকে, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রকল্প  সাতটি জৈব গ্রামে পলি-ঘর নির্মাণ করতে সাহায্য করেছে।

উন্নত মানের পণ্য, উচ্চ উত্পাদনশীলতা, অফ সিজনে চাষবাস, পোকা ও রোগ নিয়ন্ত্রণ, কীটনাশকের ব্যবহার কমানো, উচ্চ মান ফসল উৎপাদন ও আরো লাভ ইত্যাদির জন্য এই কাঠামো ব্যবহৃত হয়।

 

Implementing the 100 Days Work scheme in Didi’s way bring smile into Nadia villagers

The residents of Raipara village under Nadia’s Chakdah police station are now earning much more by making fly ash bricks, thanks to an initiative of the innovative methods taken up by the Trinamool Government on implementation of the 100 Day Work scheme.

The district administration has started the country’s second eco-friendly brick manufacturing project in Nadia. Around 56 tribal families of Raipara in Silinda-1 gram panchayat under Chakdah block in Nadia have benefited owing to this project under NREGA. So, while their children couldn’t go to school for lack of money a year ago, now they can and are getting three meals a day. Interestingly, all the workers involved in this project are women.

The country’s first such project was set up in Bankura. West Bengal Chief Minister Mamata Banerjee had asked the officials of the panchayat and rural development department to start schemes that will help economically challenged families.

The fly ash comes from Bandel Thermal Power Station. Along with it, sand, lime and gypsum are used to produce bricks and pavement tiles. Thirty lakh bricks will be produced annually and the production cost of each brick is Rs 2 and 6 paisa. These types of bricks are used to construct rural roads and the excess ones are sold for Rs 4 each, which is even cheaper than the bricks available in the market. The workers who are participating in this project are members of a self-help group (SHG). Another SHG has been formed in Ghoramara in Silinda-2 panchayat.

Fifty per cent of these fly ash bricks are bought by the Nadia administration at Rs 6 and 50 paisa. The remaining 50% bricks are kept for those families who are below poverty line. They can buy them for Rs 4 (for each brick). Sixty-five per cent of the profit goes to the members of the self-help group.

Reportedly, the self-help group in Raipara is making a profit every month. Besides this, every member is also getting a labour charge of Rs 174 as per the 100 days scheme.

The project was started in November 2015. About Rs 6.5 lakh is needed to buy a brick manufacturing machine. The Nadia administration has already bought two such machines for the project. To set up a brick kiln, one needs about Rs 24 lakh.

 

News Source: HT, Kolkata, Image representative

 

দিদির দেখানো পথে এগিয়ে ১০০ দিনের কাজে সাফল্য নদীয়ার এই গ্রামের

নদিয়ার চাকদহ পুলিশ স্টেশনের অন্তর্গত রায়পাড়া গ্রামের বাসিন্দারা বর্তমানে ইট তৈরি করে ভাল রোজগার করছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের ১০০ দিনের প্রকল্পের অধীনে এটি একটি অভিনব প্রয়াস।

জেলা প্রশাসন নদীয়ায় দেশের দ্বিতীয় ইকো বান্ধব ইট উত্পাদন প্রকল্প শুরু করেছে। নারেগা প্রকল্পের অধীনে চাকদহ ব্লকের শিলিণ্ডা-১ গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া গ্রামের ৫৬ টি আদিবাসী পরিবার উপকৃত হয়েছে। একবছর আগে টাকার অভাবে তাদের ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করতে যেতে পারত না, এখন তারা স্কুলে যেতে পারছে এবং দিনে তিন বেলা খেতে পাচ্ছে। মজার ব্যাপার হলো, এই প্রকল্পের সাথে জড়িত সব শ্রমিকই হলেন মহিলা।

দেশের মধ্যে প্রথম বাঁকুড়ায় এইধরনের প্রকল্প চালু হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের কর্মকর্তাদের অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জ পরিবারকে সাহায্য করবে এই ধরনের প্রকল্প শুরু করার নির্দেশ দেন।

ফ্লাই অ্যাশ আসে ব্যান্ডেলের থার্মাল পাওয়ার স্টেশন থেকে। এর সঙ্গে বালি, লাইম, জিপসাম মিশিয়ে ইট এবং ফুটপাথের টাইলস তৈরি করা হয়। বার্ষিক ৩০ লক্ষ ইট উত্পাদিত হবে এবং প্রতিটি ইটের উৎপাদন খরচ ২ টাকা এবং ৬পয়সা। এই ধরনের ইট গ্রামীণ সড়ক নির্মাণে ব্যবহার করা হয়। বাড়তি ইটগুলি প্রতিটি ৪ টাকায় বিক্রি করা হয়, যা বাজারে বিক্রি হওয়া ইটের তুলনায় অনেক সস্তা।

যারা এই প্রকল্পে অংশগ্রহণ করেছে তারা সকলেই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। শিলিণ্ডা-২ গ্রাম পঞ্চায়েতের ঘোরামারায় আরও একটি স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে।

এই ধরনের ৫০ শতাংশ ইট প্রশাসন ৬ টাকা ৫০ পয়সায় কেনে। অবশিষ্ট ৫০% ইট দারিদ্রসীমার নীচে থাকা পরিবারের জন্য রাখা হয়। তারা ৪টাকায় (প্রতিটি ইট) ইটগুলি কিনতে পারে। লাভের ৬৫ শতাংশ যায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাছে।

রিপোর্ট অনুযায়ী রায়পারার স্বনির্ভর গোষ্ঠী প্রত্যেক মাসে বেশ লাভ করছে। এর পাশাপাশি, ১০০ দিনের প্রকল্প অনুযায়ী প্রত্যেক সদস্য ১৪৭ টাকা করে লেবার চার্জ পাচ্ছেন।

২০১৫ সালের নভেম্বর মাসে এই প্রকল্পটি শুরু হয়েছিল। ইট তৈরির মেশিন কেনার জন্য প্রায় ৬.৫ লাখ টাকা প্রয়োজন। নদিয়া প্রশাসনিক কর্তারা এধরনের দুটি মেশিন কিনেছেন। এক একটি ইটভাটা তৈরি করতে প্রায় ২৪ লক্ষ টাকা প্রয়োজন।

100 Days’ Work Scheme and Nirmal Bangla: Leading the way in India

Rural Bengal has progressed tremendously under the Trinamool Congress Government over the past five years. Panchayats are the agents through which the Government’s development programmes for the rural populace are implemented.

Two programmes in which the State has performed very well and has received glowing commendations are the 100-Days Work Scheme and Nirmal Bangla.

The Panchayat and Rural Development Department has ensured more job security and creation of durable assets. The State Plan expenditure has increased over five times to Rs 38,214.14 crore during 2011-2016, as compared to that during 2006-11.

100-Days’ Work Scheme

There has been more than double the rise in the expenditure incurred under Mahatma Gandhi National Rural Employment Generations Scheme (MGNREGS), also known as the 100-Days’ Work Scheme, during 2011-15, to Rs 18,742.72 crore, as compared to that during 2007-11. A total of 95.73 crore person-days were generated during 2011-16.

The State has achieved unique milestones under this scheme. West Bengal reached its peak during 2013-14 by generating 23.15 crore person-days, the highest in the country. In 2014-15, owing to the non-availability of adequate fund from the Government of India like in the previous year, only 16.77 crore person-days could be generated although in terms of expenditure the State retained its premier position with an expenditure of Rs 4,014.89 crore and a pending liability of Rs 1,823.12 crore.

Women’s participation in MGNREGS has increased to 41%, which is an all-time high in the State. The other major achievements lie in a series of innovative activities including mango orchards in Bankura and Purulia districts, support to Indira Awas Yojana housing, cowshed, goatery and poultry sheds under Individual Benefit Schemes, reclamation of land, leading to productivity enhancement, and convergence with different programmes of other departments.

Due to an outstanding convergence model, Lego Gram Panchayat in Bankura district received a national award for overall and effective performance in MGNREGS during 2012-13. Convergence in MGNREGS is now attempted in a big way and different departments are pumping in their resources to enhance productivity through combined initiatives.

Mission Nirmal Bangla

Mission Nirmal Bangla has been a revolutionary scheme of the West Bengal Government, aimed at making the State open defecation free (ODF), and it has had a great success. In 2014-15 alone, the State’s Individual Household Latrines (IHHL) count was 8.47 lakh, the highest in the country.

Among the top four districts in the country, in terms of making them ODF (counted on the basis of the construction of individual toilets), Nadia is at the number one spot and is immediately followed by Hooghly and Bardhaman. In record time, Nadia district has reached out to all the households and constructed more than 3.47 lakh toilets to ensure that everyone in the district has got access to sanitation.

Conclusion

Thus we can see that West Bengal has made tremendous progress in rural development. It is now one of the top performers in the country.

‘Muktidhara’ scheme for self-help groups to be launched in Nadia today

West Bengal Government has launched a new project “Muktidhara” for the overall development of the self-help groups on the initiative of Chief Minister Ms Mamata Banerjee. The project will be launched officially in Nadia district today at Krishnanagar by the State Consumer Affairs Minister Sadhan Pandey.

The Muktidhara project has been initiated to bring permanency in earning a livelihood, drive away poverty and financial improvement through Self Help Groups and Self-employment schemes.

The scheme aims to empower the financially backward classes, especially women and increase the family earnings, thus developing the means of livelihood. The project started off in the districts of Purulia and Paschim Medinipur and met with much success.

The self-help groups are being encouraged to produce lac, nuts, vegetables, create apiaries, make plates from sal leaves, produce puffed rice, and take up domestication and rearing of poultry, black Bengal goat, pigs and other dairy animals. Those SHGs registered under the scheme will be given training. In the first step, the SHGs are being given a loan to the tune of Rs 1.25 lakhs.

The project will soon be launched in all the districts of the State.

WB CM slams Centre for not releasing funds

Chief Minister Mamata Banerjee on Monday criticised the BJP government at the Centre for not releasing funds for central schemes such as the Integrated Child Development Services (ICDS), the Sarva Siksha Abhiyan and the Backward Regions Grant Fund (BRGF). She was in Nadia’s Tehatta to inaugurate several projects, mainly for the district.

“We’ll continue providing funds for the ICDS programme. We have been paying off the interest for the Central government loans taken by the CPI(M) during its tenure. We have to pay Rs 28,000 crore only as interest for the same. Otherwise, we would have funded all Central programmes,” the chief minister said.

She came to Tehatta on Monday and inaugurated several projects while laying the foundation stone of others.

While criticising the BJP government, she did not spare the CPI(M) either, blaming them for the loans taken by them towards the end of their 34-year rule.

“When we start development projects, we complete them. In this way, we keep our promises,” she said.

Blaming the Centre, she said that the Centre is supposed to bear 90% of the cost of ICDS while the state’s share is 10%. “Yet, the Central government has stopped releasing funds for ICDS. What will happen to the kids? So, we’ll continue funding the scheme,” Mamata Banerjee said.

She added that her government would distribute 1,75,000 cycles in Nadia for boys and girls studying in classes 9 to 12 under the Sabuj Sathi scheme.

“Out of 1,75,00 cycles, we are handing over 5,000 today (Monday) and the remaining would be given soon. We have already announced that we will distribute 40 lakh cycles in the state but right now only 25 lakh are available due to lack of production. We hope to hand over all the cycles by January, 2016,” the chief minister said.

She also said that her government has increased the remuneration of civic volunteers and Asha workers. Highlighting her government’s achievements, she described the list of development projects in the district.