Ham Radio

State Govt to sign MoUs for bringing in foreign investment in fish cultivation

The Bengal Government is signing memoranda of understanding (MoUs) with various companies to bring in investment in the sector of fish farming.

The idea behind these joint ventures with the State Government is to make Bengal self-sufficient in terms of fish requirement and bring down imports from other states, as well as to increase the export of fish to other states and also countries.

Already, over the last three years, agreements worth Rs 1,285 crore have been signed with 44 companies (with 12 in 2015, 14 in 2016 and 18 in 2017), of which 20 have started operating. The rest would start operating soon.

While some are engaged in producing fish food, others in production of prawns and shrimps, and still others in bhetki. In a separate development, the State Government has selected seven districts for the cultivation of big fishes like rohu, catla and mrigel. The districts are Cooch Behar, Nadia, Malda, Purba and Paschim Bardhaman, Hooghly and Dakshin Dinajpur. Cultivation of certain big fishes has also started in Purba Medinipur.

The government is training over 1,000 fish cultivators in these districts in the latest techniques, and is also providing them hatchlings and fish food for free.

Source: Anandabazar Patrika

মাছ চাষে লগ্নি টানতে মউ

শিল্পে বিনিয়োগের জন্য দেশ-বিদেশে সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রসনাতৃপ্তিতেও লগ্নি টানতে ঝাঁপাচ্ছে রাজ্য সরকার। মাছে-ভাতে বাঙালি। সেই মাছের যাতে কোনও ঘাটতি না-হয়, তার জন্য লগ্নি টানতে বিভিন্ন সংস্থার সঙ্গে ‘মউ’ বা সমঝোতাপত্র স্বাক্ষর করছে রাজ্য সরকার।

মাছ চাষের সঙ্গে যুক্ত ৪৪টি কোম্পানির সঙ্গে ইতিমধ্যেই মউ স্বাক্ষরিত হয়েছে। প্রস্তাবিত লগ্নির পরিমাণ ১২৮৫ কোটি টাকা। ২০টি সংস্থা উৎপাদন শুরু করে দিয়েছে। তাদের লগ্নির পরিমাণ প্রায় ৩৪০ কোটি টাকা। অন্য কোম্পানিগুলির বিনিয়োগের কাজও এগোচ্ছে বলে দাবি মৎস্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রী চান মাছে স্বনির্ভর হোক বাংলা, বাংলার গ্রামে গ্রামে মাছ চাষ বাড়ুক। সেই দিকে লক্ষ্য রেখে গত তিন বছরে মাছ চাষের উৎপাদন বাড়াতে ৪৪ টি মউ সই করেছে মৎস্য দফতর। তার মধ্যে ২০১৫ সালে ১২টি, ২০১৬ সালে ১৪টি এবং ২০১৭ সালে ১৮টি চুক্তি স্বাক্ষর করেছে মৎস্য দপ্তর।

কোনও সংস্থা মাছের খাদ্য তৈরি করছে, কেউ চিংড়ি চাষ করছে, কেউ বা করছে ভেটকি চাষ। বড় বড় রুই, কাতলা, মৃগেল মাছ উৎপাদনের জন্য ছ’টি জেলাকে বেছে নেওয়া হয়েছে। সেখানেই বড় মাছের চাষ হবে। এর জন্য এক হাজার মৎস্যজীবীকে মাছ চাষের আধুনিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকার থেকে দেওয়া হচ্ছে মাছের খাবার, মাছের চারা।

কোচবিহার, নদিয়া, মালদহ, বর্ধমান, হুগলি ও দক্ষিণ দিনাজপুরে সাড়ে তিন হাজার জলা আছে। সেখানে বড় রুই-কাতলা-মৃগেল চাষ করা হবে। পূর্ব মেদিনীপুরে বড় মাছ চাষ শুরু হয়েছে, বলেন মৎস্যমন্ত্রী।

Bengal to become an ODF state by August 2018

Mission Nirmal Bangla, an internationally awarded scheme for removing the scourge of open defecation from Bengal, is going to reach a major milestone next August when Bengal would become an open defecation-free (ODF) state.

Under the scheme, which is a brainchild of Mamata Banerjee, 67 lakh rural households in Bengal would have been equipped with toilets by August 2018. These facts were stated by State Panchayat and Rural Development Minister, Subrata Mukherjee at a recent workshop on sanitation held at Sector V in Salt Lake, Kolkata.

It may be mentioned that Nadia was the country’s first district to achieve ODF status. The other districts that have become ODF in Bengal are North and South 24 Parganas, Purba Medinipur, Hooghly, Purba and Paschim Bardhaman, Cooch Behar, Malda and Howrah.

The minister said that Birbhum, Murshidabad, Paschim Medinipur and Dakshin Dinajpur will achieve the target by the end of December. Further, the districts of Alipurduar, Uttar Dinajpur and Jalpaiguri will be declared ODF by March 2018.

 

২০১৮র আগস্ট মাসের আগেই নির্মল হবে বাংলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৩ সালে শুরু করেছিল মিশন নির্মল বাংলা। আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত এই প্রকল্প পৌঁছাবে তার শিখরে ২০১৮ সালের আগস্ট মাসে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন আগামী বছরের মধ্যেই নির্মল হবে বাংলা। এই প্রকল্পর লক্ষ্য ছিল ২০১৮র মধ্যে ৬৭লক্ষ গ্রামীণ পরিবারের জন্য শৌচাগার নির্মাণ করা।

প্রসঙ্গত, নদীয়া জেলাকে দেশের প্রথম নির্মল জেলা ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। বাকি যে সকল জেলা ‘নির্মল জেলা’ হয়েছে, সেগুলি হল: উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলী, কোচবিহার, মালদা ও হাওড়া।

মন্ত্রী বলেন, ডিসেম্বর মাসে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুরকেও ‘নির্মল জেলা’ ঘোষণা করা হবে। এরপর আলিপুদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি জেলা নির্মল জেলা হিসেবে ঘোষিত হবে ২০১৮ সালের মার্চ মাসে।

 

 

Drinking water projects worth Rs 241 crore in four districts in Bengal

The Bengal Government is going to start drinking water projects in four districts of the state at a cost of Rs 241 crore.

The projects would be set up in Howrah, in Jangipur in Murshidabad, in Krishnanagar in Nadia district and in Bansberia in Hooghly district. They would involve not only the collecting and purifying of water to make it fit for drinking but also the construction of pipelines to supply to homes.

The project in Howrah would involve purifying 20 million gallons per day (MGD), taken from the Ganga. The project will cost Rs 70 crore.

The Jangipur project is a 28 MGD project, costing Rs 81 crore, the one in Krishnanagar is a 35 MGD project while the Bansberia project is a 23 MGD project, costing Rs 75 crore.

After the completion of the projects, these places will no longer face any issue with the supply of drinking water.

The process of issuing e-tenders would start soon.

 

২৪১ কোটি টাকায় চার জেলায় জলপ্রকল্প

 

চারটি জলপ্রকল্প অনুমোদন করল মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটি। ২৪১ কোটি টাকা খরচ করে ওই জল প্রকল্প তৈরি হবে বলে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, হাওড়া, জঙ্গিপুর, কৃষ্ণনগর এবং বাঁশবেড়িয়ায় ওই জলপ্রকল্পগুলি হবে।

হাওড়ায় ৭০ কোটি টাকা খরচ করে ২০ মিলিয়ন গ্যালন ক্ষমতা সম্পন্ন ওই জলপ্রকল্প তৈরি হবে। গঙ্গা থেকে জল তুলে তা পরিশোধন করে সরবরাহ করা হবে। তাহলে হাওড়ায় আর জলের সমস্যা থাকবে না। জঙ্গিপুরে ৮১ কোটি টাকা খরচ করে ২৮ মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন জলপ্রকল্প হবে। পরিস্রুত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। কৃষ্ণনগরে আগের একটি জলপ্রকল্প রয়েছে। চাহিদা মেটাতে আরও ৩৫ মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন জলপ্রকল্প করা হবে। এই প্রকল্প হয়ে গেলে কৃষ্ণনগরের আর জলের অভাব হবে না। বাঁশবেড়িয়ায় ৭৫ কোটি টাকা খরচ করে ২৩ মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন জলপ্রকল্প তৈরি করা হবে। এখানে জল উত্তোলনের ক্ষেত্রে কিছু সমস্যা ছিল।

এই চারটি প্রকল্পের পুরো টাকাই খরচ করবে রাজ্য সরকার। এ ধরনের বড় প্রকল্প অনুমোদনের আগে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কমিটির সামনে ওই চারটি প্রকল্পের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়। তা দেখে অনুমোদন করে ওই কমিটি। এবার ই-টেন্ডার ডেকে কাজ শুরুর প্রক্রিয়া শুরু হবে।

শুধু জলপ্রকল্প তৈরি নয়, বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার পরিকল্পনাও এই প্রকল্পের মধ্যে রয়েছে। সম্প্রতি পানিহাটি পুরসভায় এই ধরনের সমস্যা দেখা দিয়েছে। জলপ্রকল্প তৈরি করেছে কেএমডিএ আর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল পুরসভার। কিন্তু পুরানো পাইপের সঙ্গে নতুন পাইপের খাপ না খাওয়ায় সমস্যা দেখা দিয়েছে। পুরমন্ত্রী বলেন, সেই শিক্ষা থেকেই জলের প্ল্যান্ট তৈরির সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজও ওই প্রকল্পের মধ্যে রাখা হয়েছে।

 

Source: Bartaman

Bengal Govt creating policy for comprehensive telecom coverage

The Bengal Information Technology and Electronics (IT&E) Department has started preparations for coverage of telecom services in the farthest corners of the state.

Around 263 administrative units/villages in the nine districts of Alipurduar, Jalpaiguri, Kalimpong, Uttar and Dakshin Dinajpur, Murshidabad, Nadia, Paschim Medinipur and Jhargram are left to be covered. Not just the inhabitants, but tourists to these regions also suffer because of poor telecom connectivity.

A right-of-way policy and an incentive framework along with a uniform fee structure are being prepared by the IT&E Department officials, in discussion with telecom operators.

Other things being considered are a single-window approval mechanism, the holding of regular meetings with the district committees and quarterly review meetings.

On the equipment front, officials are looking at environment-friendly solutions like using solar power to charge tower transmission equipment.

 

রাজ্যের সব জায়গায় টেলিকম পরিষেবা পৌঁছে দেবে রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর

রাজ্যের প্রতিটি কোনে টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়ার পদক্ষেপ নিয়েছে রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদীয়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় আনুমানিক ২৬৩টি প্রশাসনিক কেন্দ্র/গ্রাম আছে যেখানে মোবাইল বা ইন্টারনেট পরিষেবা নেই। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি কাজ। এখানে বেড়াতে আসা পর্যটকরাও অসুবিধার সম্মুখীন হন।

এই দীর্ঘ দিনের অভিযোগের কথা মাথায় রেখে মঙ্গলবার অতিরিক্ত মুখ্য সচিব দেবাশিস সেনের নেতৃত্বে রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর ও টেলিকম পরিষেবা প্রদানকারীদের মধ্যে বৈঠক হয়। আগামী বৈঠক হবে চলতি মাসের ২৪ তারিখ।

এ ব্যাপারে কি কি পদক্ষেপ নেওয়া উচিত ও ইউনিফর্ম ফি স্ট্রাকচার নিয়েও আলোচনা হয়। রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তরের কর্তারা প্রস্তাব দিয়েছেন লিথিয়াম ব্যাটারির সঙ্গে সৌরবিদ্যুৎ দিয়ে ডিসি আউটপুট সোজাসুজি টাওয়ার ট্রান্সমিশন যন্ত্রে দিলে এই সমস্যার সমাধান হবে।

 

 

Cooch Behar, Nabadwip towns to become heritage sites for historical importance

The Mamata Banerjee Government will soon declare the historically important towns of Nabadwip and Cooch Behar as heritage sites. As per the Chief Minister’s instructions, the West Bengal Heritage Commission has initiated necessary measures including engaging competent authorities to undertake studies before declaring the places with immense historical importance as heritage towns.

The primary reasons behind the decision are preserving and maintaining the old monuments and encouraging tourists to visit them. The commission has engaged Indian Institute of Engineering Science and Technology (IIEST), Shibpur to carry out a study on Nabadwip and Indian Institute of Technology, Kharagpur on Cooch Behar.

A road map will be chalked out based on the reports for the restoration of the monuments and other buildings in the towns. As per rules, there has to be a museum in a town that gets a heritage tag. Hence, steps would be taken build one in each of the towns, where their histories would be laid out and also the reasons behind declaring them as heritage ones.

Nabadwip in Nadia district is the birthplace of the great Vaishnava saint and social reformer, Chaitanya Mahaprabhu. It was also known as the ‘Oxford of East’ for centuries as it was once a centre of learning and philosophy. It is a centre of pilgrimage for lakhs of people from India as well as different parts of the world. The old structures and monuments of Nabadwip portray the richness and glory of the Bhakti Movement in the medieval period.

On the other hand, Cooch Behar in North Bengal is one of the few planned cities that came up during the 19th century. The princely state of Cooch Behar  had a progressive king in the 19th century who had engaged a German town planner. As a result, the houses were built on the lines of German architecture. All the roads in the town were built following a particular plan. The banks of ponds were also beautified. The king had also planned for the setting up of an airport in Cooch Behar. Moreover, it had been a long-standing demand of the people to declare it as a heritage town. After coming to power in 2011, the Chief Minister had decided to preserve the heritage of historical towns and develop their infrastructure.

 

 

ঐতিহাসিক গুরুত্বের জন্য হেরিটেজ তকমা পেতে চলেছে কোচবিহার ও নবদ্বীপ

ঐতিহাসিক গুরুত্বের জন্য কোচবিহার ও নবদ্বীপ পেতে চলেছে হেরিটেজ তকমা – মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এক অভিনব উদ্যোগ। মুখ্যমন্ত্রী এইকাজের জন্য মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে। কোনও স্থানকে ঐতিহাসিক দিক দিয়ে বিচার করে হেরিটেজ ঘোষণা করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন, তাঁর মধ্যে উল্লেখযোগ্য হল নির্দিষ্ট কর্তৃপক্ষকে নিযুক্ত করা যারা ঐতিহাসিক গুরুত্ব বিচার করবে।

এই সিদ্ধান্তের মূল কারন, ওই প্রাচীন ঐতিহাসিক নমুনা গুলিকে সংরক্ষণ করা ও পর্যটকদের ওইসব স্থান পরিদর্শনে উৎসাহিত করা। কন্সারভেশন আর্কিটেক্টও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ওই দলগুলি শীঘ্রই তাদের নির্দিষ্ট করা স্থানগুলিতে যাবেন। তাঁরা গভীর অনুসন্ধান করে যা রিপোর্ট দেবেন, সেটিই রাজ্যসরকারের কাছে পাঠানো হবে।

একটি কর্মসূচী তৈরী করা হবে যেটিকে অনুসরণ করে ওই ঐতিহাসিক সৌধ ও বাড়িগুলির সংস্কারের কাজ করা হবে। ওই দুটি শহরে একটি করে মিউজিয়াম গড়ে তোলা হবে যেটিকে হেরিটেজ বলে ঘোষণা করা হবে। এর পাশাপাশি ওই মিউজিয়ামগুলিকে হেরিটেজ ঘোষণা করার কারণও লিপিবদ্ধ থাকবে।

নদীয়া জেলার নবদ্বীপ হল বৈষ্ণব মহাপ্রভু ও সমাজ সংস্কারক শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। দর্শন শাস্ত্রের জন্য নবদ্বীপ নগর শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত ছিল। এই অঞ্চলটি এককালে সারা বিশ্ব ও দেশের কাছে ছিল পীঠস্থান। আজও এখানকার স্মৃতিসৌধগুলি মধ্যযুগের ভক্তি আন্দোলনের ঐতিহ্য বহন করে।

অন্যদিকে কোচবিহার হল ঊনবিংশ শতাব্দীর কয়েকটি পরিকল্পিত শহরের একটি। উত্তরবঙ্গের এই স্থাপত্যে মোড়া ঊনবিংশ শতকের শহরে এক প্রগতিশীল রাজা এক জার্মান স্থপতিকে নিযুক্ত করেছিলেন এই শহরের পরিকল্পনা করতে। তাই বাড়িগুলি তৈরি হয়েছে জার্মান স্থপতির পরিকল্পনা অনুযায়ী। সমস্ত রাস্তাঘাট তৈরি হয়েছে সুপরিকল্পিত ভাবে ও পুকুরের পাড়গুলিকেও সুন্দর ভাবে সাজানো হয়েছে। রাজা ওই অঞ্চলে একটি বিমানবন্দর নির্মাণেরও পরিকল্পনা করেন। এই অঞ্চলের মানুষের অনেক বছরের দাবী ছিল এই শহরকে হেরিটেজ ঘোষণা করা। ২০১১’য় ক্ষমতায় আসার পর ঐতিহাসিক নগর গুলির সংরক্ষণ ও পরিকাঠামোর উন্নয়নের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।

 

 

Bengal CM chairs her 155th administrative review meeting in South 24 Parganas

Today Bengal Chief Minister Mamata Banerjee conducted the administrative review meeting for South 24 Parganas district. The administrative review meeting of the district took place in Pailan.

This was her 155th administrative review meeting. She took stock of the ongoing projects in the district.

Several steps have taken up for the development of Sunderbans and Sagar Island. A few months ago, three police districts have also been formed in South 24 Parganas.

 

Highlights of her speech:

This is the 155th administrative review meeting

Healthacre is not a business but a service. Treat patients with care and humane touch

New health commission has been formed for the benefit of common people

We are setting hub waiting hubs for pregnant women

Institutional delivery has increased from 65% to 92% in 6 years. This is an index of social development

Five multi super speciality hospitals are being set up in South 24 Parganas

Diamond Harbour has become a Health District. A new medical college has been set up

Financial emergency is still going on. People cannot withdraw money as per their will

An industrial estate is coming up at Paddapukur (in South 24 Parganas). Another MSME cluster will come up there

Dr Amit Mitra is very annoyed. We will give a strong letter to Union Finance Minister. We will not accept GST in present form

We have 1000 acres of land at Goaltore for manufacturing industry

We are setting up ITIs and polytechnics in every block and sub-division. We are focussing on skill development

We will consider January-December as Financial Year from now

Bengal has received National Award for convergence in 100 Days’ Work

We invite students to these administrative meetings because we want them to enter public service

Earlier even toilets were not there on highways for tourists. Now we are setting up ‘Patha Sathi’ every 30 km

We are enforcing SOPs for jetties across the State

We will lay foundation stones for 18000 km roads across Bengal on 12 June at 4 PM

Special task force to be formed to solve low voltage problem in South 24 Parganas

 

আজ দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী  

হুগলীর পর আজ শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার পৈলানে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই জেলার চলতি প্রকল্পগুলি সম্পর্কে খোঁজখবরও নেবেন মুখ্যমন্ত্রী। এছাড়া সুন্দরবন ও সাগর দ্বীপের উন্নয়নের জন্যও বেশ কিছু পদক্ষেপ নেবেন। কয়েক মাস আগেই দক্ষিণ ২৪ পরগনাতে ৩ টি পুলিশ জেলা গঠন করা হয়।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

আজকের এই বৈঠক ১৫৫ তম প্রশাসনিক বৈঠক

চিকিৎসা একটি পরিষেবা, ব্যবসা নয়। মানবিকভাবে রোগীদের চিকিৎসা করুন

নতুন স্বাস্থ্য আইন তৈরী করা হয়েছে সাধারণ মানুষের সুবিধার জন্য

আমরা গর্ভবতী মহিলাদের জন্য ওয়েটিং হাব তৈরী করেছি

রাজ্যে ৬ বছরে ইনস্টিটিউশনাল ডেলিভারি ৬৫% বেড়ে থেকে ৯২% হয়েছে। সামাজিক বিকাশের সূচক এটা

দক্ষিণ ২৪ পরগনায় ৫টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হচ্ছে

ডায়মন্ড হারবারকে স্বাস্থ্য জেলা ঘোষণা করা হয়েছে। একটি নতুন মেডিকেল কলেজও তৈরী হয়েছে

দেশে এখনো ফিনান্সিয়াল এমার্জেন্সি চলছে। মানুষ নিজেদের ইচ্ছেমত টাকা তুলতে পারছেন না

পদ্মপুকুরে একটি ইন্ডাস্ট্রি এস্টেট তৈরী হচ্ছে। ওখানে এমএসএমই সেক্টরও হবে

জিএসটি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া হবে। এইবর্তমান রূপে জিএসটি সমর্থনযোগ্য নয়

গোয়ালতোরে আমাদের ১০০০ একর জমি আছে ম্যানুফ্যাকচারিং শিল্পের জন্য

আমরা ব্লকে ব্লকে ও প্রতিটি সাবডিভিশনে আইটিআই ও পলিটেকনিক তৈরী করছি। আমরা স্কিল ডেভেলপমেন্টে দেশে নম্বর ওয়ান

এখন থেকে জানুয়ারী-ডিসেম্বরকে ফিনান্সিয়াল ইয়ার মানা হবে

একশো দিনের কাজে আমরা কনভার্জেন্স এ জাতীয় পুরস্কার পেয়েছি

আমরা এই প্রশাসনিক বৈঠকগুলোতে ছাত্রছাত্রীদের ডাকি কারণ আমি চাই তারাও পাবলিক সার্ভিসে আসুক

আগে তো হাইওয়েগুলোতে টয়লেটও ছিল না। এখন পর্যটকদের জন্য আমরা প্রতি ৩০কিমি একটা পথ সাথী তৈরী করছি

রাজ্যের জেটিগুলিতে এসওপি লাগু করা হয়েছে

১২ই জুন বেলা ৪টায় রাজ্যজুড়ে ১৮০০০ কিমি রাস্তার জন্য ইট পাতা হবে

দক্ষিণ ২৪ পরগনায় লো ভোল্টেজের প্রবলেম মেটাতে স্পেশাল টাস্ক ফোর্স তৈরী করা হবে

 

 

 

 

 

Bengal Govt to set up Rice Museum

Bengal is soon to get a Rice Museum. The State Government is building the museum at Phulia in Nadia district.

The museum, which is under construction, would store 450 varieties of rice, including the aromatic varieties (like randhuni pagal, radha tilak, kanakchur, badshah bhog and others), those on the verge of extinction as well as those newly created in the State Government’s agricultural laboratories, for example, rice with more iron content, rice beneficial for anaemic women and children, etc.

The specialised rice varieties of the Sunderbans region, which are resistant to saline soil, would also find a place in the museum.

Each variety would have detailed information about it, like data on nutritional, production, the right environment to grow it, etc.

 

 

রাজ্যে তৈরী হচ্ছে ধানের অভিনব সংগ্রহশালা

এই প্রথম বাংলায় তৈরী হচ্ছে ধানের সংগ্রহশালা (মিউজিয়াম)। নদিয়া জেলার ফুলিয়াতে তৈরী হবে রাইস মিউজিয়াম। এর জন্য ৭১ লক্ষ টাকা বরাদ্দ করেছে কৃষি দপ্তর।

বিলুপ্ত হয়ে যাওয়া প্রায় ৪৫০ প্রজাতির ধান রাখা হবে এই সংগ্রহশালাটিতে। পুরনো ও স্থানীয় ধানগুলিকে ফিরিয়ে আনতে এই পদক্ষেপ রাজ্য সরকারের। এছাড়া পরিবেশ ও জলবায়ুর সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্য কৃষি গবেষণাগারগুলিতে যে নতুন প্রজাতির ধান উৎপাদন করা হচ্ছে সেগুলোও পাওয়া যাবে এই সংগ্রহশালায়।

রাঁধুনি পাগল, রাধা তিলক, কনকচূড়, বাদশাভোগের মত সুগন্ধি ধান যেমন থাকবে তেমনই থাকবে সদ্য তৈরী গোসাবা – ১ নতুন প্রজাতির ধান। সুন্দরবন অঞ্চলের উৎকৃষ্ট মানের এই ধানের সংগ্রহও জায়গা পাবে এই সংগ্রহশালায়।

কৃষি দপ্তরের এক আধিকারিক জানান, সংগ্রহশালায় প্রত্যেক প্রজাতির ধানের খাদ্যগুণ, উৎপত্তি, কোন জলবায়ুতে উৎপাদন বেশি হতে পারে, কিভাবে এইসব প্রসিদ্ধ চালের গুনমান ভালো করা যায়, কিভাবে ধানের বীজ সংরক্ষণ করা হয়, কিভাবে উৎপাদনশীলতা বাড়ানো যায় এই সংক্রান্ত গবেষণালব্ধ বর্ণনাও থাকবে এই সংগ্রহশালায়।

কিছু প্রজাতির চাল আছে যাতে লোহার উপাদান বেশি। মহিলা ও শিশুদের মধ্যে যারা রক্তাল্পতায় ভুগছে তাদের জন্য এই চাল খুব উপকারী। এইসব চালও থাকবে সংগ্রহশালায়।

 

Pathadisha app to have realtime location of state-run buses plying to tourist spots

Real-time location of the state-run buses plying from the city to tourist spots, including some religious places in adjoining districts, will be soon made available in Pathadisha App. If everything goes as planned, then in another four months the information will be available in the app.

The state Transport department has introduced the app in the mid of March to help commuters get information on the real time location of state-run buses. With inclusion of all the buses run by WBTC, the realtime location of those plying in adjacent districts including Howrah, Hooghly, Nadia, North and South 24 Parganas will be available in the app.

Buses connecting tourist spots in South Bengal districts including Digha in East Midnapore and Gadiara in Howrah will be included in the app. Moreover, real time location of the buses plying between the city and religious places including Mayapur, Aathpur, Jayrambati, Kamarpukur, Furfura Sharif and Belur Math will also be made available in the app. At present information about some of the buses connecting Dakshineswar Kali Temple with the city and other places have already been made available in the app.

All steps are being taken to complete the task within the next four months.

 

পথদিশা অ্যাপে এবার মিলবে পর্যটন কেন্দ্রের বাসের হদিস

 

রাজ্য সরকারের যে সব বাস শহর থেকে বিভিন্ন জেলার দর্শনীয় ও ধার্মিক স্থানে যাত্রীদের নিয়ে যায়, সেগুলির অবস্থান খুব শীঘ্রই জানা যাবে পথদিশা অ্যাপের মাধ্যমে।

এ বছরের মার্চ মাসে রাজ্য পরিবহণ দপ্তর এই অ্যাপটি চালু করে। এর মাধ্যমে সরকারি বাসগুলির জিপিএস লোকেশন সংক্রান্ত তথ্য পাওয়া যায়।

খুব শীঘ্রই যে সব বাস কলকাতা থেকে হাওড়া, হুগলী, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা যায় সেগুলোর সঠিক অবস্থানও জানা যাবে।পূর্ব মেদিনীপুরের দিঘা, হাওড়া জেলার গাদিয়াড়ায় যে সব সরকারি বাস যায় সেগুলোও অন্তরভুক্ত হবে এই অ্যাপে।

এ ছাড়া মায়াপুর, আঠপুর, জয়রামবাটি, কামারপুকুর, বেলুড় মঠ, ফুরফুরা শরীফ-এই সকল ধার্মিক স্থানে যে সকল বাস যায় তাদের অবস্থানও জানা যাবে। এই মুহূর্তে দক্ষিনেশ্বর কালিবাড়িতে কলকাতা ও অন্যান্য জেলা থেকে যে সকল বাস আসে তাদের অবস্থান এই অ্যাপে জানা যায়।

আগামী চার মাসের মধ্যেই এই পরিষেবা চালু করার জন্য সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

South 24 Parganas to be declared ODF District in March

Come March, South 24 Parganas will be the country’s first district to have the highest number of rural toilets.

The district will be declared Open Defecation Free district (ODF) in March with 6.86 lakh rural toilets, the District Magistrate said on Thursday. Along with South 24 Parganas, Burdwan and Cooch Behar will be declared as ODF districts by March 31.

It may be mentioned that Nadia was the first district in the country which was declared ODF on April 30, 2015.  After that, Hooghly, East Midnapore and North 24 Parganas have also been declared ODF. April 30 has been declared as Nirmal Bangla Divas when programmes will be held all over the state.

It has also been decided by the Panchayat and Rural Development department to make South and North Dinajpur, Birbhum, Jalpaiguri and Darjeeling ODF districts in 2017-18. The state government has decided to construct toilets in every rural home by October 2, 2019.

Subrata Mukherjee, minister for Panchayat and Rural Development department said that campaign was carried out on the maintenance of the toilets.

 

মার্চ মাসে নির্মল জেলা ঘোষিত হবে দক্ষিণ ২৪ পরগনা

আগামী মার্চ মাসে দক্ষিণ ২৪ পরগণা জেলাকে নির্মল জেলা হিসেবে ঘোষণা করা হবে। জেলা শাসক বৃহস্পতিবার বলেন, দক্ষিণ ২৪ পরগণায় মোট ৬.৮৬ লক্ষ শৌচাগার তৈরী হয়েছে। দেশে সর্বাধিক সংখ্যার শৌচাগার নির্মিত হয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলাতে।

দক্ষিণ ২৪ পরগণার পাশাপাশি মার্চ মাসে কুচবিহার ও বর্ধমান জেলাও নির্মল জেলা হিসেবে ঘোষিত হতে চলেছে।

উল্লেখযোগ্য, নদীয়া জেলা দেশের প্রথম নির্মল জেলা হিসেবে স্বীকৃতি পায় ২০১৫ সালের ৩০শে এপ্রিল। তার পর হুগলী, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা জেলাও নির্মল জেলা হিসেবে ঘোষিত হয়। ৩০শে এপ্রিল দিনটি নির্মল বাংলা দিবস হিসেবে সারা রাজ্য জুড়ে পালন করা হয়।

পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে ২০১৭-১৮ বর্ষের মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাকেও নির্মল জেলা ঘোষণা করা হবে। রাজ্য সরকার ২০১৯ সালের ২রা অক্টোবরের মধ্যে রাজ্যের প্রত্যেকটি গ্রামকে নির্মল গ্রাম করার লক্ষ্যে এগোচ্ছে।

 

Bengal Textile Dept to promote silk marriage sari as alternative to Banarasi

The idea of creating a market competitor of Banarasi – one of the finest wedding-wear for the brides across the nation – is now nurtured by the experts working under Bengal MSME and Textile Department.

‘Silk Marriage Sari’ – will be an alternative for ‘Banarasi Sari’ in West Bengal.

“I have confirmation from the Chief Minister to go ahead with this project. She has instructed us to finish the research work and commence the production as soon as possible,” said MSME and textile minister.

“Our production will be modern and gorgeous. The elegant look, stunning hand-made designs, colours would beat its competitors in wedding sari segment,” said the minister.

The Silk Marriage sari will be showcased in 22 Tantuja showrooms across the State. “We are going to start production at two destinations – Dhatrigram of Burdwan and Fulia of Nadia,” the minister said.

The State Government has hired some expert Banarasi artists, who are presently giving training, teaching and guidance to the Bengal weavers. The promotion and branding, marketing team would be done in a pre-planned way.

 

 

বিয়ের বেনারসির বিকল্প হিসেবে সিল্ক শাড়িকে তুলে ধরবে বস্ত্রদপ্তর

বিয়ের বেনারসি শাড়ির বিকল্প আসতে চলেছে পশ্চিমবঙ্গে। বাংলার তাঁতিরা এই বেনারসি শাড়ির বিকল্প সিল্ক শাড়ি বাংলাতেই তৈরি করবে। পশ্চিমবঙ্গ ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্রদপ্তরের উদ্যোগে শুরু হতে চলেছে এই উৎপাদন।

 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্রদপ্তরের মন্ত্রী জানান, “এই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী থেকে। গবেষণার কাজ শেষ এবং যত তাড়াতাড়ি সম্ভব উৎপাদন আরম্ভ করার নির্দেশ দেওয়া হয়েছে”।

এই সিল্কের শাড়িগুলি তন্তুজর শোরুমে প্রদর্শিত হবে। “তন্তুজর ২২ টি কেন্দ্রে এই সব শাড়ি বিক্রি হবে। বর্ধমানের ধাত্রীগ্রামে এবং নদিয়ার ফুলিয়ায় আমরা আরও দুটি উৎপাদন কেন্দ্র তৈরি করছি।

বাংলার তাঁতিদের প্রশিক্ষণ দিতে বেনারসি শাড়ির বিশেষজ্ঞদের এনেছে রাজ্য সরকার।