GJM bandh illegal, HC orders ignored: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee tore into the Gorkha Janmukti Morcha (GJM) supporters, stating that they aren’t listening to the court, even after it had passed an order citing the bandh was “illegal”.

“The board members of the State have formed a committee assuring that peace will prevail in the Hills as it will be their first priority to work on. The GJM supporters aren’t listening to the court, even after it had passed an order citing the bandh as illegal. I don’t know where they are getting the support from”.

She also sad that the “police did not fire”, but it was the protesters who fired.

Mamata Banerjee alleged that this violence was a “conspiracy” and that it had to stop, and that “the whole country is getting a bad name” because of the mindless violence by the protesters. However, she said, “the law will take its own course; we do not support vandalism and hooliganism”.

She added, “When the elections are nearing, why are they indulging in violence? Is it because they have lost all their credentials? I am ready to talk to them on this matter as we cannot support violation of the Constitution. The duty of a political party is to protect democracy”.

“We want peace and development in the Hills” while the protesters “have closed everything down”. She said that maintaining law and order was the responsibility of her Government. “We are the protectors of the Constitution; we will work courageously”.

She stressed the fact that the Government “always was and would always will be with the people of the Hills”.

Mamata Banerjee firmly hoped, “Let the bandh in the Hills come to an end; let peace return”.

She also announced that there will be an all-party meeting in Siliguri on June 22.

 

 

গতকাল হাই কোর্ট বলেছে এই বনধ বেআইনি, কিন্তু ওরা মানছে নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

পাহাড়ের বিষয় নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “পাহাড়ের শান্তি ও উন্নয়নের জন্য যেসব উন্নয়ন পর্ষদ আছে তাদের সঙ্গে আজ বৈঠক হয়েছে, ওনারা একটি কমিটি গঠন করেছেন পাহাড়ের শান্তির জন্য এটা গর্বের কথা। যা যা হচ্ছে এটা ষড়যন্ত্র। এসব অস্ত্র একদিনে আসছে না, অনেক দিন ধরে এসব জমা হয়েছে। পাহাড়কে এতদিন পিছিয়ে নিয়ে গেছে, এত টাকা অস্ত্র কোথা থেকে এল?”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “আমাদের জওয়ান কিরণ তামাং কে ওরা মেরেছে, উনিও পাহাড়ের বাসিন্দা, আমরা shocked। গতকাল হাই কোর্ট বলেছে এই বনধ বেআইনি, কিন্তু ওরা মানছে না। আমাদের অনেক মিডিয়া বন্ধুদের কিডন্যাপ করেছে, ওরাও বিপদের মধ্যে রয়েছে। ওরা এখন জাতীয় পতাকা ব্যবহার করছে গুণ্ডামির জন্য। জাতীয় পতাকা আমাদের গর্ব, ওরা তাতে বোম ছুড়তে পারে না। পুলিশের গাড়ি, হাসপাতাল, পঞ্চায়েত অফিস জ্বালিয়ে দিয়েছে, জল সরবরাহ বন্ধ করে দিয়েছে। মিডিয়াদের ব্ল্যাকমেল করছে, ওরা কোথা থেকে এত strength পাচ্ছে?”

পর্যটকদের দুরবস্থার ব্যাপারে তিনি বলেন, “বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটক এখন বিপদে রয়েছেন। জোর করে ওরা বিদেশী পর্যটকদের বের করে দিচ্ছে, এটা ওরা করতে পারে না। ওদের সাহায্য করা আমাদের কর্তব্য।”

পাহাড়ের বাসিন্দাদের ব্যাপারে তিনি বলেন, “স্কুল-কলেজ, পরিবহন, দোকানপাট সব বন্ধ, রেশন না পেলে খাবার কি করে পাবে মানুষ? আমরা সমগ্র রাজ্যের মানুষকে খাবার দিই।”

বিচ্ছিন্নতাবাদীদের উদ্দেশ্যে তিনি বলেন, “৫ বছরে কি কাজ করেছে ওরা? যখন নির্বাচন আসছে তখন ওরা violence করছে, কারণ ওরা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিক দলের কাজ গণতন্ত্রকে রক্ষা করা, কারো ওপর গুলি চালানো ওদের কাজ নয়। আইন আইনের পথে চলবে, আমরা vandalism, hooliganism সমর্থন করি না। আমরাও আন্দোলন করেছি, কিন্তু এভাবে নয়। Terrorist দের সঙ্গে এর যোগাযোগ রয়েছে, আমরা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি। যারা গুণ্ডামি করছে তাদের পাহাড়ের লোক চায় না।”

সবাইকে সতর্ক করে তিনি বলেন, “এই সব ব্যাপারে আমাদের দেশের বদনাম হচ্ছে, এই ষড়যন্ত্রের শেষ হওয়া দরকার। মিথ্যে বলছে, ওদের কথা শুনবেন না। পাহাড় আপনার অধিকার, পাহাড়ের শান্তি, আইন শৃঙ্খলা বজায় রাখুন। ওরা পাহাড়কে ধ্বংস করছে, বিক্রি করে দিচ্ছে। আমরা পাহাড়ের শান্তি, উন্নয়ন চাই, আজ ওরা সব বন্ধ করে দিয়েছে। এটা খুব serious বিষয়, আমরা এটা প্রতিরোধ করছি। ৮ তারিখ আমাদের ওপর আক্রমণের পরিকল্পনা করেছিল।”

তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, “২২ তারিখ শিলিগুড়িতে পাহাড়ে সর্ব দলীয় বৈঠক হবে। GJM রাজনৈতিক দল হলে আমরা ওদের সাথে আলোচনা করতাম। কিন্তু ওরা সংবিধান মেনে চলে না। আমরা সংবিধানের রক্ষক এবং আমরা সংবিধানের পথে চলি। আমরা পাহাড়ের সাথে ছিলাম, আছি, থাকব। পাহাড়কে সাহায্য করার জন্য, শান্তি রক্ষার জন্য যা যা দরকার আমরা করব। পাহাড়ের বনধ বন্ধ হোক, শান্তি ফিরে আসুক। আমরা সংবিধানের রক্ষক, আমরা সাহসিকতার সঙ্গে সব কাজ করব।”

যে গুজব ছড়ান হচ্ছে, সে ব্যাপারে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, “পুলিশ গুলি চালায়নি, ওরা নিজেরা গুলি চালিয়েছে।”

মুখ্যমন্ত্রী জানান ২২ তারিখ শিলিগুড়িতে সর্ব দলীয় বৈঠক হবে।

 

 

 

 

We want development of the Hills: Mamata Banerjee

After holding administrative meetings in different districts across the State, the Bengal Government today held its first Cabinet meeting in the Hills region, in Darjeeling.

From now on, every year, four Cabinet meetings would be held outside Kolkata – two in the Hills and two in Jangalmahal

On May 29, Chief Minister Mamata Banerjee, during a press meet in Nabanna, had said, “Every year, two Cabinet meetings will be held in the Hills and two in different districts of Jangalmahal. Therefore, both the northern and the southern districts will be covered,” she told.

“In Jangalmahal, we will hold the meetings in Birbhum, Bankura, Purulia, Jhargram and Paschim Medinipur districts.”

She met the press after the Cabinet meeting ended.

 

Salient points from the press meet:

  • Today is a historic day – the first Cabinet meeting in the Hills was held today.
  • Every year, two Cabinet meets would be held in the Hills and two in Jangalmahal. The next is in Jangalmahal.
  • A secretariat like the Uttarkanya would be built in the Hills, to be named Tenzing Norgay Bhawan.
  • From now on, all Cabinet meetings in the Hills would be held here.
  • The people of the Hills have been neglected for a long time.
  • The people of the Hills are very nice; we want development of the Hills.
  • A polytechnic college would be built in Mirik.
  • A Skill Development Centre would come up in Mirik, which would train 3,000 youths.
  • A police commissionerate is being set up in Chandannagar; this was finalised today.
  • The period for getting promotion in civil service has been decreased to every eight years.
  • We want that the people of the Hills to live well.
  • We want that Jangalmahal keeps smiling, the whole of Bengal keeps smiling.
  • Today’s Cabinet meeting was the first of the two meetings to be held in the Hills.
  • No one can stop good work from happening.
  • For 34 years nothing was done for the Hills. We should be given respect for the work we have re-started.
  • Students of the Hills can study whatever they want. Bengali has not been made compulsory.
  • The people of the Hills want that we come back again and again.

 

 

আমরা পাহাড়ের উন্নয়ন চাইঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পাহাড়ে মন্ত্রীসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে ১৯৭৪ সালে দার্জিলিঙে রাজ্য মন্ত্রীসভার বৈঠক হয়েছিল। ৩৩ বছর পর আবার শৈলশহরে মন্ত্রীসভার বৈঠক হল।

গত ২৯ মে নবান্নে সাংবাদিক বৈঠকে পাহাড় ও জঙ্গলমহলে মন্ত্রীসভার বৈঠকের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বছরে ২ টি বৈঠক হবে। এছাড়া জঙ্গল্মহলের বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠকও হবে।

আজ দুপুরে দার্জিলিঙের রাজভবনে হয় এই বৈঠক। বিভিন্ন মন্ত্রীসহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে।

গত ৫ জুন উত্তরেবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী। সেদিন মিরিকে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী, সেখানে বিভিন্ন সরকারী পরিষেবা তুলে দেন সাধারণ মানুষের হাতে। আগামী ৯ জুন কলকাতা ফেরার কথা মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ পাহাড়ে প্রথম মন্ত্রীসভার বৈঠক হল। আজকের দিনটি ঐতিহাসিক দিন
  • এখন থেকে বছরে পাহাড়ে ২টি এবং জঙ্গলমহলে ২টি বৈঠক হবে, পরবর্তী বৈঠক হবে জঙ্গলমহলে
  • উত্তরকন্যার মত পাহাড়ে নতুন সচিবালয় তৈরি হবে যার নাম হবে তেনজিং নোরগে ভবন
  • এবার থেকে এখানেই মন্ত্রী সভার বৈঠক হবে
  • দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষ অবহেলিত
  • পাহাড়ের মানুষ খুব ভাল, আমরা পাহাড়ের উন্নয়ন চাই
  • মিরিকে পলিটেকনিক কলেজ তৈরী হবে
  • মিরিকে একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরী হচ্ছে যেখানে, ৩০০০ যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবে
  • চন্দননগরে পুলিশ কমিশনারেট হবে – আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হল
  • সিভিল সার্ভিস পরীক্ষায় পদন্নোতির সময়সীমা কমানো হল। এখন থেকে ৮ বছরেই পদন্নোতি হবে
  • প্রতিযোগিতা হোক উন্নয়নের মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে
  • আমরা কোন বিরোধ চাই না, আমরা চাই পাহাড়ের মানুষ ভালো ভাবে থাকুক
  • আমি চাই জঙ্গলমহল ভালো থাকুক, সারা বাংলা ভালো থাকুক
  • আজকের এই বৈঠক দার্জিলিঙের গর্ব
  • ভালো কাজ কেউ রুখতে পারে না
  • ৩৪ বছর কোন কাজ করেনি, আমরা যা কাজ করছি, সেজন্য ওদের তো আমাদের সম্মান করা উচিত
  • পাহাড়ের লোকজনের যা ইচ্ছে তাই নিয়ে পড়াশোনা করবে, বাংলা আবশ্যক করা হয়নি
  • পাহাড়ের মানুষ চায় আমরা বারবার পাহাড়ে আসি

 

 

 

Banning sale of cows for slaughter encroaches into State powers – is undemocratic, unethical: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today held a press conference at Nabanna after a cabinet meeting.

During the press meet, Mamata Banerjee attacked the Central Government for its one-sided decision on banning the sale of cows for slaughter. She termed it an attempt to encroach into State powers, and that it was undemocratic and unethical.

She said that such decisions are destroying the federal structure of the country, and that they are attempts to pare down the powers of the States.

She said, “The Central Government runs according to its own laws and the State Government, according to it’s own”.

She also mocked the decision to have Aadhaar cards for cows as a highly impractical one.

She said that the decision has spiked the relationship between the Centre and the States, because “the Centre is acting according to its whims and fancies”.

She asked rhetorically, “Are they to decide who eats what, who wears what?” and warned the Centre to not to interfere in the federal structure laid down by the Constitution of India, because such interferences would be challenged in court.

She said that like the Central Government, the State Government is also brought into power by the people. “Governments may come, Governments may go, but democracy will live on for ever”.

“Federal structure is the pillar of our democracy; if you destroy it, you destroy the heritage”.

On these decisions mocking the federal structure, she said, “All the secular political parties are united”.

The ban on cow meat also discriminates on religion: “All religions are one and the same for me – the law cannot discriminate”. “Now there is interference by the Centre in people’s day-to-day matters”

She also said that the Centre is stopping money for schemes which are due to Bengal.

 

গবাদি পশু আইন নিয়ে কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ মন্ত্রীসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে আক্রমন করে তিনি  বলেন, গরু নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত একতরফা, এটা অসাংবিধানিক।

তিনি বলেন, কেন্দ্রের এই একতরফা  সিদ্ধান্তে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস হচ্ছে ও এই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের ক্ষমতা খর্ব করার চেষ্টা করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকার তাদের নিয়ম অনুযায়ী চলে, রাজ্য সরকার তার নিজের নিয়ম অনুযায়ী চলবে। এদিন তিনি কেন্দ্রের অযৌক্তিক গরুর আধার কার্ডের সিদ্ধান্তকেও কটাক্ষ করেন। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক নষ্ট হচ্ছে, আইন খুব পরিষ্কার তাও আমাদের ওপর জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

“যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমাদের গণতন্ত্রের স্তম্ভ। এটাকে ধ্বংস করলে হেরিটেজকে ধ্বংস করা হবে।” যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী এই সব কেন্দ্রের সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, সব ধর্মনিরপেক্ষ পার্টি একত্রিত হয়েছে।

তিনি বলেন, “আমার কাছে সব ধর্ম সমান। কে কি খাবে, কি পরবে সেসব কি ওনারা ঠিক করবেন?” বিভিন্ন প্রকল্পের জন্য এরাজ্যের পাওনা টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না।

 

 

 

State Govt to set up state-of-the-art Emergency Operation Cell

A state-of-the-art Emergency Operation Cell is being set up on the second floor of the Bengal State Secretariat, Nabanna, at the Disaster Management Department.

The cell would work during any emergency situation – be it floods, earthquakes or any other emergency – and would maintain co-ordination with officials in all the districts of the State. All decisions on matters related to disaster management would be taken by this unit.

The cell would be set up within the next six months.

 

নবান্নে অত্যাধুনিক এমারজেন্সি অপারেশন সেল তৈরী করছে রাজ্য সরকার

বিপর্যয় মোকাবিলার জন্য নবান্নে তৈরী হচ্ছে এমারজেন্সি অপারেশন সেল। নবান্নের তিনতলায় বিপর্যয় মোকাবিলা দফতরে তৈরি হচ্ছে অত্যাধুনিক এই সেল।

বন্যা, ভুমিকম্প বা অন্য যে কোন বিপর্যয়ের সময়  কাজ করবে এই এমারজেন্সি সেল। অন্যান্য জেলার কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ রাখবে এই সেল। বিপর্যয় মোকাবিলার জন্য সব সিদ্ধান্ত এই সেলেই নেওয়া হবে।

আগামী ৬ মাসের মধ্যেই এই সেল তৈরী হয়ে যাবে।

 

 

Bengal CM’s ideas ‘interesting and bold’, says British High Commissioner to India

Stating that the ideas of Bengal Chief Minister Mamata Banerjee for development of the state are “interesting and bold”, British High Commissioner to India, Dominic Asquith, said: “Besides education and research, Britain is interested in investing in many other sectors in Bengal.”

Asquith met the Bengal Chief Minister at the State Secretariat, Nabanna, on Thursday and the meeting continued for around an hour.

It may be mentioned that UK Foreign Secretary Boris Johnson met the Bengal CM in January, a day ahead of the Bengal Global Business Summit and had assured collaboration with Bengal in education and research sector.

He said after the meeting: “The Chief Minister has many interesting and bold ideas. We want British companies to compete in every single area of the economy besides education or research.”

The Bengal Chief Minister is trying to build and develop the economy of the state and Britain is interested in developing the relationship with Bengal in all sectors including science, medicine, trade, research and education. Asquith reached Kolkata on Thursday afternoon and he has a series of programme till Sunday when he will be meeting Finance Minister Dr Amit Mitra.

Bengal CM wishes the people for Poush Sankranti, Lohri, Magh Bihu and Pongal

Bengal Chief Minister Mamata Banerjee has wished the people on the occasions of the harvest festivals of various communities.

Over today and yesterday, she has wished the people, through Twitter, on the occasions of Nabanna (Poush Sankranti), Lohri, Bihu (Magh or Bhogali Bihu) and Pongal.

Yesterday, she had also extended her best wishes to all pilgrims who had arrived in Bengal to travel to the island of Ganga Sagar, to take a holy dip at the confluence of the river Ganga and the Bay of Bengal and offer prayers in the Kapil Muni Temple, on the occasion of Makar Sankranti (called Poush Sankranti in Bengal).

 

পৌষ সংক্রান্তি, লোরী, মাঘ বিহু এবং পোঙ্গালের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

বিভিন্ন রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে আজকের এই নতুন ফসল তোলার দিনে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল ও আজ টুইটারের সকলকে পৌষ সংক্রান্তি, লোরী, বিহু (মাঘ ও ভোগালি) ও পোঙ্গাল উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

গতকাল সোশ্যাল মিডিয়ায় তিনি মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলায় আগত সকল তীর্থযাত্রীদেরও অভিনন্দন  জানিয়েছেন।

 

 

 

Govt not allowing the Opposition to speak in Parliament: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today alleged that the Modi government was not allowing opposition parties to speak on the issue in Parliament, describing it as “most unfortunate”.

“This is most unfortunate. The opposition parties wanted to speak on demonetisation and run the House. Why did the government not allow the opposition to speak? This means the cat is out of the bag. The cashless have now become faceless,” she said in a tweet.

At a press conference on Thursday she had said that the note withdrawal had led to an “economic disaster” in the country and the Prime Minister had “no moral right” to continue.

 

সংসদে বিরোধীদলগুলিকে আলোচনার সুযোগ দিচ্ছে না সরকার: মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ টুইট করে বলেন, মোদী সরকার নোটবাতিল ইস্যুতে বিরোধীদের সংসদে আলোচনা করতে দিচ্ছে না। এই ঘটনাকে তিনি “দুর্ভাগ্যজনক” বলে উল্লেখ করেন।

“খুব দুর্ভাগ্যজনক। বিরোধীরা সংসদ চালাতেও চায় এবং নোটবাতিল নিয়ে আলোচনাও করতে চায়। কিন্তু, সরকার কেন বিরোধীদের কথা বলতে দিচ্ছে না? তার মানে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। ক্যাশলেসদের আর কোথাও মুখ দেখানোর জায়গা নেই।” টুইট করে বলেন তিনি।

এক সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, সাড়া দেশ জুড়ে এই নোটবাতিলের সিদ্ধান্ত ধীরে ধীরে “অর্থনৈতিক অরাজকতায়” পরিণত হয়েছে। সঙ্গে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আর “নৈতিক ভাবে” ক্ষমতায় থাকার অধিকার নেই।

Govt a salesman, trying to sell plastic cards: Mamata Banerjee

The Centre has turned into a salesman trying to sell plastic cards, Chief Minister Mamata Banerjee said on Thursday, minutes after Union Finance Minister held a press conference advocating digital transactions.

“The Govt is acting like a salesman. They have started selling products. They have started selling plastic cards… This is a desperate attempt to divert from the main issue. They are making more than a blunder a day,” she said in a series of tweets.

Sharpening her attack on Prime Minister Narendra Modi over demonetisation, Mamata Banerjee said he must resign because the move has led to “economic disaster” in the country and he has “no moral right” to continue.

Alleging the country’s growth and business have been hit due to demonetisation, she said the Prime Minister “doesn’t trust” anyone and “doesn’t understand” what is good for the country.

“There is no teamwork. He did not consult experts. It is a one-man dictatorship. It is a one-man made disaster. It is a dangerous tendency,” she told reporters at Nabanna.

 

প্রধানমন্ত্রী থাকার নৈতিক অধিকার হারিয়েছেন মোদি, তোপ মমতার

 

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ৩০দিন পরও মানুষের ভোগান্তির কোনও শেষ নেই। জোগান নেই পর্যাপ্ত টাকার। এই অবস্থায় বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী ডিজিটাল ট্রানজাকশানের কথা জানানোর পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কেন্দ্র এখন প্লাস্টিক কার্ডের বিক্রেতা হয়ে গেছে।

তিনি টুইট করে জানান, “সরকার সেলস ম্যানের মত আচরণ করছে। ওরা জিনিসপত্র বিক্রি করা শুরু করেছে। প্লাস্টিক কার্ড বিক্রি করছে। মূল বিষয় থেকে সরে যাওয়ার একটি মরিয়া প্রচেষ্টা। তাঁরা একদিনে একাধিক ভুল করছে”।

এদিন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, দেশের অর্থনীতি আজ অন্ধকারে। দেশের প্রধানমন্ত্রী থাকার নৈতিক অধিকার হারিয়েছেন মোদি।

দেশে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি হওয়ার পাশাপাশি গণতন্ত্রেও জরুরি অবস্থা চলছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

তিনি আরও বলেন, নোট বাতিলের এই হঠকারী তুঘলকি সিদ্ধান্তের ফলে দেশের ব্যবসা বাণিজ্য ও উৎপাদনের প্রচুর ক্ষতি হচ্ছে।  প্রধানমন্ত্রী কাউকে বিশ্বাস করেন না, নিজে যা ভালো মনে করেন তাই করেন। এমনকি কি করলে দেশের ভালো হবে তা বুঝতেও চান না।

তিনি নবান্নে সাংবাদিকদের জানান, “কোন দলবদ্ধতা নেই, বিশেষজ্ঞদের সঙ্গে কোন পরামর্শ করা হয়নি। এটি একনায়কতন্ত্র। এটা মানুষের তৈরি করা বিপর্যয়। দেশে ‘ওয়ান ম্যান ডিক্টেরশিপ শো’ চলছে”।

Demonetisation a man-made disaster, Modi looted taxpayers’ money: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Thursday again lashed out at Prime Minister Narendra Modi as a month passed since the government announced that old Rs 1,000 and Rs 500 notes will cease to be legal tender.

Mamata Banerjee, who has been staunchly against the move since the start, on Thursday, claimed that people have been subjected to harassment and financial insecurity in the one month since demonetisation.

Urging the Prime Minister to clarify the situation and take entire responsibility for it, she alleged that ever since demonetisation, government’s every move has been shrouded in mystery.

“Everything is done in huge secrecy, like he (PM Modi) is some Ali Baba. He should realise he is occupying a constitutional post,” the Chief Minister said.

Earlier in the day, she tweeted a list of 90 people who have died due to hardships following demonetisation of high value notes.

“One month of harassment, pain, hopelessness, financial insecurity and utter chaos,” she wrote on her Facebook page, “that is all that the common people has got after the black decision on demonetisation announced a month back on November eight”. “PM must clarify the situation to the nation and take entire responsibility,” she said.

Mamata Banerjee, who has been spearheading protests against demonetisation outside the Parliament termed it a “man made disaster” and “financial emergency”. Hitting out at Modi, she said that he has “looted people’s money”.

“Where is the black money? This is public money that you have taken, without consulting anybody before making the decision,” she said lashing out at Modi. “He (Modi) thinks as if he is a tiger, and the only one who is right,” Mamata Banerjee added in disdain.

Claiming that no black money has been recovered, the Trinamool Congress Chairperson said, “Only white money of the common people has been snatched away.”

Mamata also questioned the motives behind the government’s move, alleging that nobody but the prime minister and his aides have benefited from the scheme.

“Even no black money has been recovered from foreign countries. In the name of recovery of so called black money, the ruling party at the Centre has created assets in the form of land, bank deposits, gold, diamonds and has become more and more capitalist,” the CM said.

She also hit out at the Prime Minister over his absence from the House. “Many prime ministers have assumed office but nobody did this what Narendra Modi has done… Parliament is liable to people. That was not taken into account,” she added.

She said in her statement, “Production has nosedived, agricultural activities have been shattered, buying and selling is down drastically, the economy is in shambles – the entire country is passing through an unprecedented financial emergency.

“Untold sufferings have come down in the lives of farmers, labourers, workers of unorganised sectors, tea garden, beedi and jute workers, employed class, students, sick, old and infirm people,” the chief minister said in her statement.

“The common man is helpless. Mothers and sisters have been forced to give away their small personal savings to run the family in the face of serious cash crunch.”

“No one knows when this unfortunate ordeal will end. No one knows when good senses will prevail to stop this mindless harassment and sufferings of common people. No one knows what good has happened to the country and its people with this big, black decision,” the chief minister said.

Calling for immediate action to restore trust and confidence of the people on banking and financial sectors, Banerjee said, “People must have hassle-free access to their own money and feel secure that their money is safe with banks and financial institutions.”

“We have raised the issue repeatedly in Parliament and in different other platforms. Leading economists have criticized this mindless demonetisation. But there is no response yet,” she added.

 
সাধারণ মানুষের টাকা লুঠ করছে মোদী সরকার: নোট বাতিলের পূর্তিতে বললেন মুখ্যমন্ত্রী

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের যে ঘোষণা প্রধানমন্ত্রী নভেম্বর মাসে করেছিলেন, তার এক মাস পূর্ণ হল আজ। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবারও এই জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন।

মুখ্যমন্ত্রী যিনি প্রথম থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন, আজও বলেন নোটবাতিল ঘোষণার এক মাস পরেও জনসাধারণ চরম দুর্ভোগের সম্মুখীন ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান, এই সিদ্ধান্তর ফলে দেশবাসীর যে চরম দুর্ভোগ হয়েছে, তার দায়ভার যেন তিনি গ্রহন করেন। তিনি বলেন, এই নোটবাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে কেন্দ্রীয় সরকারের প্রতিটি পদক্ষেপই রহস্যে মোড়া।

মুখ্যমন্ত্রী বলেন, সব কিছু গোপনীয়তার সঙ্গে করা হয়েছে, প্রধানমন্ত্রী নিজেকে কোনও আলিবাবা ভাবছেন, তার সঙ্গে এটা ভুলে যাচ্ছেন যে তিনি সাংবিধানিক কোনও পদে আসিন।

নোটবাতিলের ফলে সাধারন মানুষের অবর্ণনীয় কষ্টের কথা তুলে ধরতে তিনি তার কিছুক্ষন আগে টুইট করেন যে ৯০ জন মানুষ এই নোটবাতিলের ফলে মারা গিয়েছেন তাঁদের নামের তালিকা দিয়ে।

তিনি ফেসবুকে লেখেন, “এক মাস ব্যাপী দুর্ভোগ, যন্ত্রণা, আশাহীনতা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও অরাজকতা, নোটবাতিল ঘোষণার পর এই এক মাসে এটাই মানুষের প্রাপ্তি।”

মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিকে বলেন “ম্যান মেড ডিসাস্টার” ও “অর্থনৈতিক অরাজকতা” আখ্যা দেন। তিনি মোদীর ওপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, “উনি জনসাধারনের টাকা লুঠ করেছেন।”

“কোথায় কালো টাকা? এটা জনসাধারনের টাকা যেটা আপনি তাঁদের থেকে কেড়ে নিয়েছেন। এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার আগে উনি কারও পরামর্শ নেওয়ারও প্রয়োজন মনে করেন নি।“ মুখ্যমন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রী নিজেকে বাঘ ভাবেন ও একমাত্র নিজে যা করছেন, সেটাই ঠিক।“

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন কোনও কালো টাকা উদ্ধার হয়নি। তিনি বলেন, “শুধুমাত্র করদাতা ও গরিবমানুষের টাকা তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে।“ তিনি প্রশ্ন তোলেন এই পদক্ষেপের ফলে কারা লাভবান হয়েছে? একমাত্র প্রধানমন্ত্রী ও তার অনুগতরা ছাড়া আর কাউর কোনও উপকার হয়নি।

মুখ্যমন্ত্রী বলেন, “বিদেশ থেকে কোনও কালোটাকা উদ্ধার হয় নি, কালো টাকা উদ্ধারের নাম করে শাসক দল নিজেদের সম্পত্তি কিনে গেছে, জমি, বাঙ্কের টাকা, সোনা, হিরে আরও কত কিছু, ধনীরা আরও ধনী হয়ে উঠেছে।“

প্রধানমন্ত্রীর সংসদে না থাকার কথাও বলেন, তিনি বলেন,”অনেক প্রধানমন্ত্রী এর আগে অল্পবিস্তর গড়হাজির থেকেছেন, কিন্তু, নরেন্দ্র মোদী যা করছেন, সেটা নজিরবিহীন, সংসদ জনগনের কাছে দায়বদ্ধ, এটা তিনি ভুলে গেছেন।“

তিনি জানান, উৎপাদন প্রায় বন্ধ, চাষের কাজ বন্ধ, কেনা বেচা অসম্ভব কমে গেছে। সারা দেশের অর্থনীতি এক ভীষণ রকম অরাজকতার সম্মুখীন হয়েছে।

কৃষক, শ্রমিক, অসংগঠিত খেত্রের কর্মী, চা বাগানের শ্রমিক, বিড়ি ও পাট শ্রমিক, চাকুরীজীবী মানুষ, ছাত্র, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, দুর্বল মানুষ সকলের জীবনেই চলছে অবর্ণনীয় কষ্ট।

“সাধারন মানুষ অসহায়, মা-বোনেদের বিপদের সংসারের সময় সামাল দেওয়ার সামান্য পুঁজিও সরকার জোর করে তাদের থেকে কেড়ে নিয়েছে“ তিনি বলেন।

ব্যাঙ্ক ও অর্থনৈতিক সংস্থাগুলোর ওপর থেকে মানুষের হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনতে কেন্দ্রর এখনি কোন পদক্ষেপ নেওয়া উচিত বলে তিনি মনে করেন। তিনি বলেন, “মানুষের নিজের টাকার ওপর যথেষ্ট অধিকার থাকা উচিত ও তাদের এটা বোঝা উচিত যে তাদের টাকা ব্যাঙ্ক ও অর্থনৈতিক সংস্থাগুলোয় সুরক্ষিত আছে।“

“আমরা সংসদ ও অন্যান্য জায়গায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে সওয়াল করেছি, এই সিদ্ধান্তের বিরোধিতা নামকরা অর্থনীতিবিদরাও করছেন, কিন্তু কেন্দ্রের থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।”

Army stationed in front of Nabanna, Bengal CM stays overnight at Secretariat

Posted at 10:30 PM, 01.12.2016

Edited at 8:45 AM, 02.12.2016

Bengal Chief Minister Mamata Banerjee stayed at Nabanna, the State Secretariat, overnight after deployment of Army near the Secretariat late Thursday evening.

She called the move as “political, undemocratic, unethical, vindictive, unconstitutional.”

The Chief Minister said, “The army is collecting money at the toll plaza, and despite the police requesting them to withdraw, they have refused.”

“It is false that they are collecting data, the data they are talking of is readily available with the NHAI,” she added.

The Chief Minister said she had “taken information from Maharashtra, Kerala, Odisha, Chattisgarh. This action is not happening anywhere but in Bengal.”

She had called the deployment of Army in different parts of the State, without informing the State Government, as unconstitutional and wondered aloud if the Centre was trying to impose general emergency.

 

দুয়ারে সেনাবাহিনী, রাতভর নবান্নে কাটালেন মুখ্যমন্ত্রী

রাজ্যকে না জানিয়ে সেনা নামানোর জন্য সারা রাত নবান্নে কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন নবান্নের সামনে থেকে সেনা প্রত্যাহার না করলে তিনি রাজ্য সচিবালয় ছেড়ে যাবেন না।

রাজ্যকে না জানিয়ে বিভিন্ন জায়গায় এমনকি নবান্নের সামনে সেনা মোতায়েন করেছে কেন্দ্র। এই কাজ অগণতান্ত্রিক, অনৈতিক, প্রতিহিংসাপরায়ণ, অসাংবিধানিক।

মুখ্যমন্ত্রী জানান, “যতক্ষণ না নবান্নের সামনে থেকে সেনা প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ আমি নবান্ন ছেড়ে যাব না। টোল প্লাজা থেকে সেনারা টাকা সংগ্রহ করছে। পুলিশ তাদের অনুরোধ করা সত্ত্বেও তারা তাদের প্রত্যাখ্যান করছে”। তিনি জানান, গণতন্ত্রকে রক্ষা করার স্বার্থেই তিনি রাতভর দপ্তরে অবস্থান করছেন।

সেনার সাফাইকে নস্যাৎ করে তিনি বলেন,”ওরা তথ্য সংগ্রহ করছে -একথা সম্পূর্ণ ভুল। যে তথ্য তারা সংগ্রহ করছে তা জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছেই থাকে”।

মুখ্যমন্ত্রী জানান, তিনি মহারাষ্ট্র, কেরালা, উড়িষ্যা, ছত্তিশগড় সহ বিভিন্ন রাজ্যে খোঁজ নিয়েছেন, কোথাও এমন ঘটনা ঘটছে না কিন্তু বাংলায় ঘটছে।

তাঁর স্পষ্ট বক্তব্য, উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্যকে না জানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সেনা মোতায়েন করা অসাংবিধানিক। আর্থিকের পর রাজ্যে রাজনৈতিক জরুরি অবস্থা জারি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।