After Malda, now Birbhum to be declared as Open Defecation Free district

After Malda, which had been declared an Open Defecation Free (ODF) district in November, Birbhum is soon going to become a ‘Nirmal Jela’. It will be the 10th district to be notified as such.

Among other districts that have already been declared as ODF are Nadia (India’s first ODF district), North and South 24 Parganas, Purba Medinipur, Hooghly, Purba and Paschim Bardhaman and Cooch Behar.

In Howrah, work to make the district Open Defecation Free is on in full swing. By March 2018, two more districts — Paschim Medinipur and Murshidabad – will be declared ODF. The remaining districts have been given a goal of attaining the ODF status by December 2018.

Mission Nirmal Bangla has been highly successful in making the districts of Bengal largely free from open defecation activities. Programmes of the scheme like awareness rallies, Nirmal Utsav, felicitation of community facilitators, Nirmal Adda, etc. ensure that ODF becomes a sustained habit, and there is no slipping back to open defecation. Third-party verification activity has been introduced in the rural areas of districts to ensure that there is impartial verification of the building and usage of toilets.

April 30 is celebrated every year as Nirmal Bangla Diwas, being designated so by Chief Minister Mamata Banerjee. Under Mamata Banerjee’s leadership, Bengal had already started its journey towards achieving ODF status for the rural areas of the state since the World Toilet Day celebration on November 19, 2013. The United Nations Children’s Fund (UNICEF) is a partner of the State Government in this journey.

 

মালদার পর এবার বীরভূম হবে নির্মল জেলা

নির্মল বাংলার লক্ষ্যে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। নভেম্বর মাসেই মালদাকে নির্মল জেলা ঘোষণা করা হয়েছে। এরপরই, ডিসেম্বরে বীরভূম জেলা হতে চলেছে রাজ্যের দশম নির্মল জেলা।

যে জেলাগুলিকে ইতিমধ্যেই নির্মল ঘোষণা করা হয়েছে সেগুলি হল, নদীয়া (দেশের প্রথম নির্মল জেলা), মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলী, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান।

হাওড়া জেলাকে নির্মল জেলা ঘোষণা করার কাজ জোরকদমে এগোচ্ছে। আগামী মার্চ মাসের মধ্যে ১৪টি জেলাকে নির্মল ঘোষণা করার জন্য কোমর বেঁধে আসরে নেমেছে রাজ্য সরকার।

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের সব জেলাকে নির্মল ঘোষণা করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। শৌচাগার তৈরী করার পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর গ্রামে গ্রামে পুরোমাত্রায় প্রচার চালাচ্ছে যাতে গ্রামবাসীরা সেই শৌচাগারগুলি ব্যবহার করেন। পদযাত্রা, নির্মল উৎসব, নির্মল আড্ডা প্রভৃতি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত ৩০শে এপ্রিল প্রতি বছর রাজ্যে নির্মল বাংলা দিবস পালন করা হয়।

Source: Millennium Post

State Govt to provide online booking facility for its youth housing facilities

The youth hostels of the Bengal Government are being renovated by the Youth Affairs and Sports Department. Among the services to be introduced after the renovation is online booking facility for the hostels.

Eighteen housing facilities are being renovated. These facilities have been constructed in Kolkata and in the districts of North and South 24 Parganas, Howrah, Purba Bardhaman, Purba and Paschim Medinipur, Birbhum, Bankura, Purulia, Murshidabad, Alipurduar and Darjeeling.

Twenty-one more youth housing facilities are being constructed at various tourist spots of the state.

Source: Aajkal

 

যুব আবাসগুলিতে অনলাইন পরিষেবা চালু করল রাজ্য সরকার

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর যুব আবাস কেন্দ্রগুলির পুনঃসংস্কার হচ্ছে। নবরূপে সজ্জিত চালু যুব আবাসের অনলাইন বুকিং পরিষেবা চালু করছে রাজ্য সরকার।

নবরূপে ১৮ টি যুব আবাস তৈরি হয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার ও দার্জিলিং সহ আরও বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে এই যুব আবাসগুলি।

এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য পর্যটন কেন্দ্রে ও আরও ২১ টি নতুন যুব আবাস তৈরির কাজ শেষের পথে।

Drinking water projects worth Rs 241 crore in four districts in Bengal

The Bengal Government is going to start drinking water projects in four districts of the state at a cost of Rs 241 crore.

The projects would be set up in Howrah, in Jangipur in Murshidabad, in Krishnanagar in Nadia district and in Bansberia in Hooghly district. They would involve not only the collecting and purifying of water to make it fit for drinking but also the construction of pipelines to supply to homes.

The project in Howrah would involve purifying 20 million gallons per day (MGD), taken from the Ganga. The project will cost Rs 70 crore.

The Jangipur project is a 28 MGD project, costing Rs 81 crore, the one in Krishnanagar is a 35 MGD project while the Bansberia project is a 23 MGD project, costing Rs 75 crore.

After the completion of the projects, these places will no longer face any issue with the supply of drinking water.

The process of issuing e-tenders would start soon.

 

২৪১ কোটি টাকায় চার জেলায় জলপ্রকল্প

 

চারটি জলপ্রকল্প অনুমোদন করল মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটি। ২৪১ কোটি টাকা খরচ করে ওই জল প্রকল্প তৈরি হবে বলে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, হাওড়া, জঙ্গিপুর, কৃষ্ণনগর এবং বাঁশবেড়িয়ায় ওই জলপ্রকল্পগুলি হবে।

হাওড়ায় ৭০ কোটি টাকা খরচ করে ২০ মিলিয়ন গ্যালন ক্ষমতা সম্পন্ন ওই জলপ্রকল্প তৈরি হবে। গঙ্গা থেকে জল তুলে তা পরিশোধন করে সরবরাহ করা হবে। তাহলে হাওড়ায় আর জলের সমস্যা থাকবে না। জঙ্গিপুরে ৮১ কোটি টাকা খরচ করে ২৮ মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন জলপ্রকল্প হবে। পরিস্রুত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। কৃষ্ণনগরে আগের একটি জলপ্রকল্প রয়েছে। চাহিদা মেটাতে আরও ৩৫ মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন জলপ্রকল্প করা হবে। এই প্রকল্প হয়ে গেলে কৃষ্ণনগরের আর জলের অভাব হবে না। বাঁশবেড়িয়ায় ৭৫ কোটি টাকা খরচ করে ২৩ মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন জলপ্রকল্প তৈরি করা হবে। এখানে জল উত্তোলনের ক্ষেত্রে কিছু সমস্যা ছিল।

এই চারটি প্রকল্পের পুরো টাকাই খরচ করবে রাজ্য সরকার। এ ধরনের বড় প্রকল্প অনুমোদনের আগে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কমিটির সামনে ওই চারটি প্রকল্পের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়। তা দেখে অনুমোদন করে ওই কমিটি। এবার ই-টেন্ডার ডেকে কাজ শুরুর প্রক্রিয়া শুরু হবে।

শুধু জলপ্রকল্প তৈরি নয়, বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার পরিকল্পনাও এই প্রকল্পের মধ্যে রয়েছে। সম্প্রতি পানিহাটি পুরসভায় এই ধরনের সমস্যা দেখা দিয়েছে। জলপ্রকল্প তৈরি করেছে কেএমডিএ আর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল পুরসভার। কিন্তু পুরানো পাইপের সঙ্গে নতুন পাইপের খাপ না খাওয়ায় সমস্যা দেখা দিয়েছে। পুরমন্ত্রী বলেন, সেই শিক্ষা থেকেই জলের প্ল্যান্ট তৈরির সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজও ওই প্রকল্পের মধ্যে রাখা হয়েছে।

 

Source: Bartaman

Bengal Govt creating policy for comprehensive telecom coverage

The Bengal Information Technology and Electronics (IT&E) Department has started preparations for coverage of telecom services in the farthest corners of the state.

Around 263 administrative units/villages in the nine districts of Alipurduar, Jalpaiguri, Kalimpong, Uttar and Dakshin Dinajpur, Murshidabad, Nadia, Paschim Medinipur and Jhargram are left to be covered. Not just the inhabitants, but tourists to these regions also suffer because of poor telecom connectivity.

A right-of-way policy and an incentive framework along with a uniform fee structure are being prepared by the IT&E Department officials, in discussion with telecom operators.

Other things being considered are a single-window approval mechanism, the holding of regular meetings with the district committees and quarterly review meetings.

On the equipment front, officials are looking at environment-friendly solutions like using solar power to charge tower transmission equipment.

 

রাজ্যের সব জায়গায় টেলিকম পরিষেবা পৌঁছে দেবে রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর

রাজ্যের প্রতিটি কোনে টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়ার পদক্ষেপ নিয়েছে রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদীয়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় আনুমানিক ২৬৩টি প্রশাসনিক কেন্দ্র/গ্রাম আছে যেখানে মোবাইল বা ইন্টারনেট পরিষেবা নেই। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি কাজ। এখানে বেড়াতে আসা পর্যটকরাও অসুবিধার সম্মুখীন হন।

এই দীর্ঘ দিনের অভিযোগের কথা মাথায় রেখে মঙ্গলবার অতিরিক্ত মুখ্য সচিব দেবাশিস সেনের নেতৃত্বে রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর ও টেলিকম পরিষেবা প্রদানকারীদের মধ্যে বৈঠক হয়। আগামী বৈঠক হবে চলতি মাসের ২৪ তারিখ।

এ ব্যাপারে কি কি পদক্ষেপ নেওয়া উচিত ও ইউনিফর্ম ফি স্ট্রাকচার নিয়েও আলোচনা হয়। রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তরের কর্তারা প্রস্তাব দিয়েছেন লিথিয়াম ব্যাটারির সঙ্গে সৌরবিদ্যুৎ দিয়ে ডিসি আউটপুট সোজাসুজি টাওয়ার ট্রান্সমিশন যন্ত্রে দিলে এই সমস্যার সমাধান হবে।

 

 

Saugata Roy makes a Zero Hour Mention regarding the flood situation in Bengal

FULL TRANSCRIPT

I want to raise the following matter in Zero Hour.

Our State of Bengal is facing the threat of floods in six districts, namely, Birbhum, Bankura, Murshidabad, Howrah, Hooghly and Purba Midnapur. Already three people have died in three districts. A large number of villages are facing water-logging. This flood situation is man-made. The flood situation has come due to release of water from the dams of Damodar Valley Corporation (DVC).

Since Bengal is on the lower reaches of the river Damodar, our suffering is more. The water level in Tenughat Reservoir of Jharkhand is already high and the dam is likely to release more water. DVC has released 2 lakh cusecs of water in three days from Mythan and Panchet dams, both of which are situated in Bengal. The State Government has been repeatedly requesting for desilting of the reservoirs in above dams for a long time. But, the DVC, which is under the Central Government, has taken no steps. Nor has the Centre given approval to the lower-Damodar Drainage Scheme.

Madam, the flood in Bengal is man-made. The Prime Minister went for an aerial survey of floods in Gujarat and sanctioned Rs 500 crore for flood relief, which is all right. But, he did not come to visit Assam, which is badly flood-affected or Rajasthan, let alone Bengal. We want the Prime Minister to deal with all the flood-affected states on equal footing and take adequate steps for the man-made floods in Bengal.

Thank you.

 

Bengal CM inaugurates 4th Unit of Sagardighi Thermal Power Station

West Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the fourth unit of the Sagardighi Thermal Power project among many others and lay foundation stones for a bouquet of projects from a public meeting at Domkal, Murshidabad, today.

The Bengal Chief Minister inaugurated numerous developmental projects including a SNCU, primary health centres, an ITI, road projects, girls’ hostels, drinking water projects, a Karma Tirtha and a Patha Sathi. She laid foundation stones for projects including the fifth unit of the Sagar Dighi Thermal Power project, Karmatirthas, road projects, primary health centres, school buildings among others.

CM distributed cycles under Sabuj Sathi and other benefits like Kanyashree, Sikshashree, Yubashree, Sabushree, Sasthya Sathi, agricultural machinery, Gatidhara and other such projects.

 

Highlights of her speech:

  • The 4th unit of Sagardighi Thermal Power Plant (Rs 3000 project) has been inaugurated today
  • We have laid the foundation stone for the 5th unit of Sagardighi Thermal Power Plant (Rs 800 crore project)
  • Bengal is a power surplus State
  • We are setting up 3 multi super speciality hospitals in Murshidabad
  • We gave land for campus of Aligarh Muslim University in Murshidabad district
  • 90% people in Murshidabad have received direct government benefits. 50,000 people received benefits today
  • We have set up 25 SNCUs, 5 fair price medicine shops, 3 fair price diagnostic centres in Murshidabad
  • 8 model schools, 3 ITIs, 21 Krishi Mandis have been set up in Murshidabad
  • We have waived khajna (tax) on agricultural land. Bengal is the only State to do it
  • 4000 people in Murshidabad benefited under Samarthan scheme for those who lost jobs due to DeMonetisation
  • We have laid the foundation stone for Beldanga Garments Hub today
  • We have allotted Rs 440 crore for Kandi Master Plan to prevent floods
  • Projects worth Rs 8000 crore have been inaugurated/laid foundation today
  • About 40 lakh girls receive Kanyashree scholarships
  • Rice at Rs 2/kg is given to 8 crore people in the State under Khadya Sathi scheme
  • We have distributed 35 lakh cycles under Sabuj Sathi. Next year we will give 30 lakh cycles
  • More than 60 lakh minority students have received scholarships worth Rs 1100 crore
  • 10,000 people have received financial assistance to buy vehicles under Gatidhara scheme
  • We have started Samabyathi scheme to help poor people cremate/bury their near and dear ones
  • Healthcare is free in Bengal. We started health insurance for ICDS, Asha workers, media, civic volunteers etc
  • Bengal has received Krishi Karman award five years in a row for excellence in agriculture
  • We will observe Ambedkar Jayanti in every block of the State

 

সাগরদিঘি থার্মাল পাওয়ার স্টেশনের চতুর্থ ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী  

আজ মুর্শিদাবাদের ডোমকলে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে ৬৬০ মেগাওয়াটের চতুর্থ ইউনিট সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।

জঙ্গিপুরে নার্সিং ট্রেনিং স্কুল, কুলি মোড় থেকে মোড়গ্রাম পর্যন্ত রাস্তা সংস্কার, ডোমকলে পুরভবন নির্মাণ, জেলাপরিষদের ১৩৬ কিলোমিটার রাস্তা, নওদার আমতলায় জলঙ্গি নদীর উপর সেতু নির্মাণ, ডোমকলে গোরস্থানে সীমানাপ্রাচীর দেওয়া, শ্মশানে বৈদ্যুতিন চুল্লি বসানো প্রভৃতি সহ প্রায় ১৭০টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এছাড়া বেশ কিছু গ্রামীণ রাস্তা, পানীয় জল প্রকল্প, কর্মতীর্থ, স্কুল সহ প্রায় ৭৫টি প্রকল্পের উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী।

এছাড়া সবুজ সাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, সবুজ সাথীর সাইকেল, প্রাণী মিত্র, গীতাঞ্জলী, শিল্পীদের ক্রেডিট কার্ড, ট্রাক্টর, কৃষি যন্ত্রপাতি সহ আরও অনেক সুযোগ সুবিধা প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ সাগরদিঘি তাপ বিদ্যুৎ কেন্দ্রের চতুর্থ ইউনিটের উদ্বোধন হল
  • সাগরদিঘির তাপ বিদ্যুৎ কেন্দ্রের পঞ্চম ইউনিটের (৮০০ কোটি টাকার প্রকল্প) শিলান্যাস হল আজ
  • বাংলা এখন ‘পাওয়ার সারপ্লাস’ রাজ্য
  • মুর্শিদাবাদে ৩টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হচ্ছে
  • মুর্শিদাবাদ জেলায় আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তৈরীর জন্য আমরা জমি দিয়েছি
  • মুর্শিদাবাদ জেলায় ৯০% লোকের কাছে আমরা সরকারী পরিষেবা পৌঁছে দিয়েছি। ৫০ হাজার মানুষকে আজ সরকারী পরিষেবা দেওয়া হল
  • মুর্শিদাবাদে ২৫ টি এস এন সি ইউ, ৫টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ৩টি ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার তৈরী হয়েছে
  • মুর্শিদাবাদে ৮ টি মডেল স্কুল, ৩টি আইটিআই, ২১টি কৃষক বাজার তৈরী হয়েছে
  • কৃষিজমির ওপর খাজনা আমরা মুকুব করে দিয়েছি
  • নোট বাতিলের ফলে কর্মহীন হয়েছেন এরকম ৪০০০ মানুষ (মুর্শিদাবাদ জেলার) সমর্থন প্রকল্পের আওতায় এসেছেন
  • আজ বেলডাঙ্গা বস্ত্র হাবের শিলান্যাস হয়েছে
  • বন্যা নিয়ন্ত্রণে কান্দি মাস্টার প্ল্যানের জন্য আমরা ৪৪০ কোটি টাকা বরাদ্দ করেছি
  • আজ প্রায় ৮ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হল
  • সবুজ সাথী প্রকল্পে আমরা ৩৫ লক্ষ সাইকেল দিয়েছি। আগামী বছর আমরা ৩০ লক্ষ সাইকেল প্রদান করব
  • কন্যাশ্রী প্রকল্পের আওতায় ৪০ লক্ষ কন্যা সন্তান স্কলারশিপ পাচ্ছে
  • খাদ্য সাথী প্রকল্পের আওতায় আমরা ৮ কোটি মানুষকে ২ টাকা কেজি দরে চাল দিচ্ছি
  • ৬০ লক্ষেরও বেশী সংখ্যালঘু ছেলেমেয়েরা প্রায় ১১০০ কোটি টাকা স্কলারশিপ পেয়েছে
  • গতিধারা প্রকল্পের আওতায় ১০ হাজার মানুষ গাড়ি কেনার জন্য আর্থিক সাহায্য পেয়েছেন
  • বাংলায় বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়
  • আইসিডিএস, আশা কর্মী, মিডিয়া ও সিভিক ভলেন্টিয়ারদের আমরা স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এনেছি
  • গত ৫ বছর ধরে বাংলা কৃষি কর্মণ পুরস্কার পেয়ে আসছে
  • রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে আমরা আম্বেডকর দিবস পালন করব

 

Bengal Govt to develop new tourism circuits

The Bengal government has taken up a plan to develop new tourism circuits covering places of historical interest on priority basis, Tourism Minister Goutam Deb said.

The Tourism Minister told the Assembly last week that the state government has plans to develop a tourism circuit covering places in Bankura district like Bishnupur, famous for terracotta temples belonging to 17th and 18th centuries and Mukutmanipur, where the second biggest earth dam of the country is located.

The Minister said another circuit covering Plassey in Nadia, where the British won a decisive battle in 1757 and historical sites of Hazar Duari and Lal Bagh in Murshidabad was also being planned.

The state tourism department decided to start various degree and diploma courses on tourism and hotel management at various institutions across the state.

 

বাংলায় আরও নতুন পর্যটন সার্কিট তৈরি করছে রাজ্য সরকার

গত সপ্তাহে রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে পর্যটন মন্ত্রী গৌতম দেব বিধায়কদের জানান রাজ্যের ঐতিহাসিক স্থানগুলিকে নিয়ে একটি পর্যটন সার্কিট তৈরি করছে রাজ্য সরকার। এর মধ্যে থাকবে যেমন থাকবে বিষ্ণুপুরের শতাব্দী-প্রাচীণ টেরাকোটার মন্দির, তেমনই থাকবে মুকুটমণিপুরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ।

আরেকটি পর্যটন সার্কিট গড়া হবে নদীয়া জেলার পলাশী ও মুর্শিদাবাদের হাজার দুয়ারি-লালবাগ কে নিয়ে।

রাজ্য পর্যটন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হোটেল ম্যানেজমেন্ট ও পর্যটনের ওপর ডিগ্রী ও ডিপ্লোমা কোর্স চালু করা হবে।

Army stationed in front of Nabanna, Bengal CM stays overnight at Secretariat

Posted at 10:30 PM, 01.12.2016

Edited at 8:45 AM, 02.12.2016

Bengal Chief Minister Mamata Banerjee stayed at Nabanna, the State Secretariat, overnight after deployment of Army near the Secretariat late Thursday evening.

She called the move as “political, undemocratic, unethical, vindictive, unconstitutional.”

The Chief Minister said, “The army is collecting money at the toll plaza, and despite the police requesting them to withdraw, they have refused.”

“It is false that they are collecting data, the data they are talking of is readily available with the NHAI,” she added.

The Chief Minister said she had “taken information from Maharashtra, Kerala, Odisha, Chattisgarh. This action is not happening anywhere but in Bengal.”

She had called the deployment of Army in different parts of the State, without informing the State Government, as unconstitutional and wondered aloud if the Centre was trying to impose general emergency.

 

দুয়ারে সেনাবাহিনী, রাতভর নবান্নে কাটালেন মুখ্যমন্ত্রী

রাজ্যকে না জানিয়ে সেনা নামানোর জন্য সারা রাত নবান্নে কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন নবান্নের সামনে থেকে সেনা প্রত্যাহার না করলে তিনি রাজ্য সচিবালয় ছেড়ে যাবেন না।

রাজ্যকে না জানিয়ে বিভিন্ন জায়গায় এমনকি নবান্নের সামনে সেনা মোতায়েন করেছে কেন্দ্র। এই কাজ অগণতান্ত্রিক, অনৈতিক, প্রতিহিংসাপরায়ণ, অসাংবিধানিক।

মুখ্যমন্ত্রী জানান, “যতক্ষণ না নবান্নের সামনে থেকে সেনা প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ আমি নবান্ন ছেড়ে যাব না। টোল প্লাজা থেকে সেনারা টাকা সংগ্রহ করছে। পুলিশ তাদের অনুরোধ করা সত্ত্বেও তারা তাদের প্রত্যাখ্যান করছে”। তিনি জানান, গণতন্ত্রকে রক্ষা করার স্বার্থেই তিনি রাতভর দপ্তরে অবস্থান করছেন।

সেনার সাফাইকে নস্যাৎ করে তিনি বলেন,”ওরা তথ্য সংগ্রহ করছে -একথা সম্পূর্ণ ভুল। যে তথ্য তারা সংগ্রহ করছে তা জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছেই থাকে”।

মুখ্যমন্ত্রী জানান, তিনি মহারাষ্ট্র, কেরালা, উড়িষ্যা, ছত্তিশগড় সহ বিভিন্ন রাজ্যে খোঁজ নিয়েছেন, কোথাও এমন ঘটনা ঘটছে না কিন্তু বাংলায় ঘটছে।

তাঁর স্পষ্ট বক্তব্য, উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্যকে না জানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সেনা মোতায়েন করা অসাংবিধানিক। আর্থিকের পর রাজ্যে রাজনৈতিক জরুরি অবস্থা জারি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

Help us revive Murshidabad’s lost glory: Mamata Banerjee in Baharampur

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated and laid the foundations stones for a bouquet of development projects for Murshidabad district today from a Government programme at Baharampur Stadium. This was her first visit to the district after taking oath as chief minister for a second term.

The projects included, among others, Krishak Bazaars, Karma Tirthas, power sub-stations, police stations, road projects, girls’ hostels, new government buildings and water supply projects, including solar-powered ones. The Chief Minister also distributed several benefits like cycles under Sabuj Sathi, agricultural machinery, land pattas, and financial grants under Kanyashree, Yuvashree and Sikshashree.

Trafficking of women

During her speech after the inaugurations, the Chief Minister made a strong pitch for stopping the trafficking of women, which is a major social issue in the region. As she proudly proclaimed, “Girls are our assets, our pride”.

She said, “Girls are our future. They are our pride. Do not belittle them. Let them stand on their feet”.

Development of Murshidabad

Mamata Banerjee stressed on the aspect of development all through her speech, something that has been the hallmark of her governance – development that has led to a social and industrial revival of Bengal.

She mentioned the numerous successes of this successful approach to governance.

She said that institutional delivery has gone up to 92% in the State as a whole. Fair-price medicine shops, multi super-speciality hospitals, critical care units (CCUs) and sick newborn stabilisation units (SNSUs) have been set up; beds and medicines in all State government hospitals are free now.

Another innovative scheme that she mentioned is the one where the State Government “gives a sapling to parents whenever a baby is born”.

One crore 10 lakh minority students have received scholarships in Murshidabad district. Twenty-five Karma Tirthas are being set up in the district.

Eighty thousand people were distributed benefits from the stage. In Murshidabad district, 28,000 students have received cycles under the Sabuj Sathi scheme; the Kanyashree and Shikshashree schemes have benefitted thousands of girl students and SC/ST students, respectively.

Unemployed youth have availed of the Gatidhara scheme, wherein they have bought buses, autorickshaws and cars for public transport with the help of loans with easy-to-repay interest schemes. The Chief Minister mentioned that several vessels for water transport were launched today.

Another aspect of social responsibility that the State Government performs that found mention in her speech is that of giving “financial aid to the poor to perform the last rites of their deceased relatives”.

Rs 375 crore has been allocated for the Kandi Master Plan for flood management. Rs 479 crore has been allotted for other flood prevention measures in the district. She also said that her government is working with the Central Government, since the matter is under the jurisdiction of the Centre, to find a lasting solution the problem of river bank erosion of the Ganga.

She said that the State Government has decided to increase the number of cold storages and procurement centres in the district.

Chief Minister Mamata Banerjee also did not forget to touch on the aspect of the generous help her government has been giving to enable the traditional textile workers of the district to earn a respectable living through their work. “We are committed to help the various self-help groups and artisans”.

She also touched on another major issue in the district – cattle smuggling. She said that her government is making its best efforts and working with all concerned to stop this menace.

No politics in development

She said that Murshidabad, with its glorious history, definitely deserves better and so her government towards bringing back the glory, and that, importantly, “we must keep politics aside and work for development”.

She asked, “Why is Murshidabad district underdeveloped even after 69 years of independence?” She gave the answer herself when she said that “instead of hurling abuses at me, the Opposition should rather do even at least 1 per cent of the work that I have done in five years”.

She asked the people to work along with the government to “revive the glory of Murshidabad district”.

Festive season

At the end, the Chief Minister made a reference to the upcoming festive season – Durga Puja and Muharram, among others. She exhorted all to “maintain communal harmony during the festive season”.

She concluded her speech with “Sharod Subhechha to all”.

 

 

নারী পাচার বন্ধ করতে হবে: মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

আজ মুর্শিদাবাদের বহরমপুরে গরু ও নারী পাচারের বিরুদ্ধে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গেএকগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার তিনি মুর্শিদাবাদে সভা করেন।

কৃষক বাজার, বিদ্যুৎ সাব স্টেশন, পুলিশ স্টেশন, জল সবরাহ প্রকল্প, রাস্তা, ছাত্রীদের হোস্টেল, হিমঘর সহ আরও অন্যান্য প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সবুজ সাথী প্রকল্পে সাইকেল, কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, কৃষির যন্ত্রপাতি ও পাট্টা ইত্যাদি সরকারি পরিষেবাও প্রদান করেন মুখ্যমন্ত্রী।

নারী ক্ষমতায়ন

মুখ্যমন্ত্রী বলেন আমাদের নারী পাচার  বন্ধ করতে হবে। মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। মেয়েরাই দেশের ভবিষ্যৎ,, ওরা আমাদের গর্ব। মেয়েদের অবহেলা করবেন না, ওদের নিজেদের পায়ে দাঁড়াতে দিন”।

মুর্শিদাবাদের উন্নয়ন

এই জেলার  উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বর্তমানে প্রসূতি মৃত্যুর হার অনেক কমেছে। মুর্শিদাবাদে CCU, SNSU তৈরি করা হয়েছে। এই জেলায় ৩টি মাল্টি সুপার স্পেশালটি হাসপাতাল তৈরি করা হয়েছে। ১.১০ কোটি সংখ্যালঘু ছাত্র-ছাত্রী স্কলারশিপ পেয়েছে। বাংলায় মোট ১৮৩ টি কর্ম তীর্থ তৈরি হচ্ছে এর মধ্যে মুর্শিদাবাদে তৈরি হচ্ছে ২৫টি।”

আজ এই সভা মঞ্চ থেকে প্রায় ৮০০০০ মানুষকে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হয়েছে। কৃষির যন্ত্রপাতি, ধামসা-মাদল দেওয়া হয়েছে। সবুজসাথী প্রকল্পের আওতায় এই জেলার আজ ৩০০০ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। SC/ST ছাত্রছাত্রীদের জন্য চালু হয়েছে শিক্ষাশ্রী প্রকল্প। সরকারি স্কুলে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে জুতো, বই দেওয়া হচ্ছে।

বর্তমানে সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে। গতিধারা প্রকল্পে বাস, গাড়ি ও অটোরিক্সা দিয়েছে সরকার।

কান্দি মাস্টার প্ল্যানের জন্য ৩৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং মুর্শিদাবাদ জেলায় বন্যা নিয়ন্ত্রণে ৪৭৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গঙ্গা নদীর পাড় ভাঙন নিয়ে কেন্দ্রের সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। হিমঘরের সংখ্যা ও উৎপাদন কেন্দ্র বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে সরকার।

সন্তানের জন্মের পর তাদের বাবা মাকে একটি করে চারাগাছ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গরীবদের আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বস্ত্রশিল্পের জন্য মুর্শিদাবাদ বিখ্যাত। রাজ্য সরকার এই শিল্পকে আরও উন্নত করবে বলে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।

বিরোধীদের উদ্দেশ্যে

স্বাধীনতার ৬৯ বছর পরেও মুর্শিদাবাদের কোন উন্নয়ন হয়নি কেন?আমার বিরুদ্ধে অভিযোগ না করে আমি ৫ বছরে যা কাজ করেছি তার ১ শতাংশ কাজ করে দেখান। উন্নয়নের মাধ্যমে মুর্শিদাবাদের হারিয়ে যাওয়া গৌরবকে ফরিয়ে আনতে এলাকার মানুষকে পাশে থাকার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতিকে পাশে রেখেই আমাদের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে।

শারদ শুভেচ্ছা

উৎসবের দিনগুলিতে আমাদের সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সামনেই দুর্গা পুজো, দুদিন পরেই মহালয়া, সকলকে জানাই শারদ শুভেচ্ছা”।

 

 

State organises tourism summit to promote Bengal

After the mega success of Bengal Global Business Summit, it now time for another major summit. Tourism summit ‘Destination East’, being jointly organised by West Bengal Government, is going to start in Kolkata today.

As part of the drive to make West Bengal one of India’s most tourist-friendly states, representatives of well-known tour operators from 25 countries, who are participating in the summit too, would tour the state to find out ways to improve the tourism infrastructure of different places and also find out new places to promote.

The team of 35 representatives would go to Gajaldoba, Darjeeling, the Dooars, Santiniketan, Bishnupur, Digha, Murshidabad, Purulia and other places.

Tourism using the State’s waterways, especially along the Hooghly from Kolkata to Murshidabad, is also being promoted.

The State Government has allotted an initial amount of Rs 100 crore to improve the tourism infrastructure of West Bengal.

The team of representatives of the tour operators would tour the State summit till February 6.

বিশ্বের পর্যটকদের আগামী গন্তব্যই হল পশ্চিমবঙ্গ

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্যের পর আজ থেকে শুরু হচ্ছে ‘ট্যুরিজম সামিট’। ‘ডেসটিনেশন ইস্ট’ এই স্লোগানকে সামনে রেখে এই সামিট শুরু হচ্ছে কলকাতায়।

বিশ্বের ২৫টি দেশের বিখ্যাত ট্যুর অপারেটর কোম্পানির প্রতিনিধিরা রাজ্যজুড়ে ঘুরে বেড়াবেন এবং এই পরিকাঠামোকে আরও কীভাবে উন্নত করা যায় এবং আরও কিছু স্থান খুজে বের করবেন যা পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলা যায়।

গাজলডোবা, দার্জিলিং, ডুয়ার্স, শান্তিনিকেতন, বিষ্ণুপুর, দিঘা, মুর্শিদাবাদ ও পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় যাবে ৩৫ জনের একটি প্রতিনিধি দল।

স্থলপথে পর্যটনের পাশাপাশি জলপথে পর্যটনকেও গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। গঙ্গাপথে মুর্শিদাবাদ থেকে কলকাতা যাওয়ার জলপথ ব্যবস্থাটিও উন্নত করার কথা ভাবা হচ্ছে।

পশ্চিমবঙ্গের প্রাথমিকভাবে পরিকাঠামো উন্নয়নের জন্য প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের বিভিন্ন জায়গার ট্যুরিজম বিভাগের প্রতিনিধিরা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াবেন।