Infrastructure for seaside tourist spots to be developed

The West Bengal Forest Development Corporation (WBFDC) is exploring the development of infrastructure for accommodating tourists at sylvan seaside spots. The Corporation has already successfully created boarding facilities for tourists in the hilly and forest areas of the State.

Digha and its surroundings have been chosen as one of the spots where such infrastructure will be developed, in collaboration with the Digha Sankarpur Development Authority (DSDA).

The WBFDC is already developing accommodation facilities at Tajpur. If everything goes as planned, the facility will be thrown open for tourists by April 15.

It may be mentioned that a major share of the Corporation’s profits comes from the resorts in the hilly and forest areas in the State. The profits are expected to increase further once the accommodation facilities in Tajpur and Digha are thrown open.

At present, WBFDC has resorts at Garubathan, Lava, Lolegaon, Mongpong, Murti, Jaldhaka, Jhargram and Mukutmanipur. It has put in place an online booking system which will also be applied to the accommodation facilities at Tajpur and Digha.

 

 

উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নে জোর রাজ্যের

 
উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলিতে পরিকাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন। ইতিমধ্যেই পাহাড় ও জঙ্গলে পর্যটকদের থাকার সুবন্দোবস্ত করেছে এই নিগম।

দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির সহযোগিতায় নিগম দীঘায় ও তাজপুরে থাকার জন্য রিসর্ট করছে নিগম। সবকিছু ঠিকঠাক চললে আগামী পয়লা বৈশাখের আগেই এখানে পর্যটকরা থাকতে পারবেন।

প্রসঙ্গত, নিগমের লাভের সিংহভাগটাই আসে পাহাড় ও বনাঞ্চলের রিসর্ট ও ইকো-রিসর্টগুলি থেকে। এই পর্যটন কেন্দ্রগুলি তৈরী হওয়ার পর লাভের মাত্রা আরও বাড়বে বলে আশা করা যায়।

এই মুহূর্তে গোরুবাথান, লাভা, লোলেগাঁও, মংপো, মূর্তি, জলঢাকা, ঝাড়গ্রাম, মুকুটমণিপুরে নিগমের রিসর্ট আছে। ইতিমধ্যেই রিসর্টগুলিতে অনলাইন বুকিং পরিষেবা চালু হয়েছে। দীঘা ও তাজপুরের ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে।

Source: Millennium Post

Bengal Govt sets up Mukutmanipur Development Board

The state Urban Development and Municipal Affairs department have set up Mukutmanipur Development Board for comprehensive development of the area, particularly tourism.

The area under the jurisdiction of the newly formed Mukutmanipur Development Authority ( MDA) is 87.50 km. This includes 10 mouzas of Hirabandh block, 19 mouzas of Khatra block and 27 mouzas of Ranibandh block.

The main purpose of MDA would be to develop tourism in vast areas surrounding Mukutmanipur. The planning area covers the Mukutmanipur dam, a well-known tourist spot with great scenic beauty, Pareshnath temple, Musafirana, a hillock beside the dam and Banpukhuria deer park.

In addition to this, vast areas of Jangalmahal like Jhilmil Sutan and Talberia which are situated close to MDA will be developed as tourist spots. The areas have rich cultural heritage and there are artisans who can manufacture craft items from bamboo, babui grass etc.

Attempts would be made to showcase the products made by local artisans.

 

মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ গঠন করলো রাজ্য সরকার

মুকুটমণিপুরের সার্বিক উন্নয়ন পর্যটনের বিকাশের লক্ষ্যে গঠিত হল মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ। রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর গঠন করলো এই পর্ষদ।

মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের অধীনে প্রায় ৮৭.৫ কিঃ মিঃ অঞ্চল থাকবে। এর মধ্যে আছে হীরাবাঁধ ব্লকের ১০টি মৌজা, খাতরা ব্লকের ১৯টি মৌজা ও রানীবাঁধ ব্লকের ২৭টি মৌজা।

সার্বিক উন্নয়ন লক্ষ্য হলেও এই পর্ষদের পাখির চোখ হবে মুকুটমণিপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে পর্যটনের বিকাশ। মুকুটমণিপুর বাঁধ, পরেশনাথ মন্দির, মুসাফিরানা, বনপুখুরিয়ার ডিয়ার পার্ক এই অঞ্চলের বেশ কিছু আকর্ষণ। এর সঙ্গে জঙ্গলমহলের ঝিলমিল সুতান, তালবেড়িয়া অঞ্চলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

এই অঞ্চলের এক সাংস্কৃতিক ঐতিহ্য আছে। এখানে অনেক হস্তশিল্পী আছেন যারা বাঁশ ও বাবুই ঘাস দিয়ে নানা সামগ্রী তৈরী করেন। এই শিল্পীদেরও সাহায্য করবে এই পর্ষদ।

 

Bengal Govt to develop new tourism circuits

The Bengal government has taken up a plan to develop new tourism circuits covering places of historical interest on priority basis, Tourism Minister Goutam Deb said.

The Tourism Minister told the Assembly last week that the state government has plans to develop a tourism circuit covering places in Bankura district like Bishnupur, famous for terracotta temples belonging to 17th and 18th centuries and Mukutmanipur, where the second biggest earth dam of the country is located.

The Minister said another circuit covering Plassey in Nadia, where the British won a decisive battle in 1757 and historical sites of Hazar Duari and Lal Bagh in Murshidabad was also being planned.

The state tourism department decided to start various degree and diploma courses on tourism and hotel management at various institutions across the state.

 

বাংলায় আরও নতুন পর্যটন সার্কিট তৈরি করছে রাজ্য সরকার

গত সপ্তাহে রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে পর্যটন মন্ত্রী গৌতম দেব বিধায়কদের জানান রাজ্যের ঐতিহাসিক স্থানগুলিকে নিয়ে একটি পর্যটন সার্কিট তৈরি করছে রাজ্য সরকার। এর মধ্যে থাকবে যেমন থাকবে বিষ্ণুপুরের শতাব্দী-প্রাচীণ টেরাকোটার মন্দির, তেমনই থাকবে মুকুটমণিপুরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ।

আরেকটি পর্যটন সার্কিট গড়া হবে নদীয়া জেলার পলাশী ও মুর্শিদাবাদের হাজার দুয়ারি-লালবাগ কে নিয়ে।

রাজ্য পর্যটন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হোটেল ম্যানেজমেন্ট ও পর্যটনের ওপর ডিগ্রী ও ডিপ্লোমা কোর্স চালু করা হবে।

Bengal Tourism Dept setting up ropeways in Purulia and Bankura

The West Bengal Tourism Department is taking initiatives to set up ropeways in Mukutmanipur in Bankura and Ayodhya Hills in Purulia.

State Tourism Minister Gautam Deb said that already initial steps have been taken for the project. Purulia is being projected as a prime tourist destination; a tourism information centre is also being set up there.

A day-care centre is also being set up in Ayodhya Hills to facilitate the tourists, along with watchtowers and cottages, the Minister said. A branch of the State Tourism Development will also be opened at the district administrative building, he said.

 

পুরুলিয়া-বাকুঁড়ায় রোপওয়ে চালু করছে পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগ

বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার এবং পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে রোপওয়ে চালু করছে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর।

রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, ইতিমধ্যেই প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। পুরুলিয়ায় একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। পুরুলিয়ার সৌন্দর্য আরও ভাল ভাবে পর্যটকদের সামনে তুলে ধরার জন্য আমরা অযোধ্যায় পরিকাঠামোর উন্নয়নে জোর দিচ্ছি।

অযোধ্যা পাহাড়ের নীচে পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পের লোয়ার ড্যাম থেকে পাহাড়ের উপর আপার ড্যাম অবধি প্রায় আট কিলোমিটার দীর্ঘ হবে রোপওয়েটি, এর জন্য বরাদ্দ খরচের পরিমাণ ১০ কোটি টাকা।

অযোধ্যা পাহাড়ে ৪ টি ওয়াচ টাওয়ার তৈরি করা হবে। পুরুলিয়া জেলাশাসকের দপ্তরে খোলা হবে ট্যুরিজম ইনফরমেশন সেন্টার। এছাড়া, অযোধ্যা পাহাড়ের পাদদেশে পর্যটকদের জন্য চালু হবে ডে-কেয়ার সেন্টার।