GST revenue gap may widen to Rs 85,000 crore for FY18: Amit Mitra

Expressing concern over declining goods and services tax (GST) revenue, West Bengal’s finance minister Amit Mitra on Thursday said that states are facing a revenue shortfall of Rs 39,111 crore in the four months after the July 1 roll-out.

The government had anticipated a revenue shortfall of Rs 55,000 crore, which was expected to be recovered through the compensation cess levied on luxury and sin goods, but now the revenue gap is expected to widen to Rs 80-85,000 crore for the whole financial year, Dr Mitra said.

“Revenue of Rs 43,013 crore per month was to be protected for states. For all states for four months, we needed Rs 1.72 lakh crore for revenue protection. What have we got? Rs 1.33 lakh crore. That means there is a revenue protection shortfall of Rs 39,111 crore in the (first) four months,” Dr Mitra said at the annual general meeting of FICCI.

Dr Amit Mitra was participating in a session on GST with the finance ministers of Jammu & Kashmir and Bihar.

জিএসটিতে বিদ্ধ ছোট শিল্প: অমিত মিত্র

সেপ্টেম্বরে জিএসটি থেকে আয় হয়েছিল ৯৫,১৩১ কোটি টাকা। অক্টোবরে তা নেমেছে ৮৩,৩৪৬ কোটিতে। ছোট ও মাঝারি শিল্পগুলি সমস্যায় পড়েছে বলেই এই ছবি ফুটে উঠছে বলে অভিযোগ তুললেন অমিত মিত্র।

বৃহস্পতিবার ফিকি-র বার্ষিক সাধারণ সভায় পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর দাবি, ‘‘জিএসটি-র রাজস্ব আয়ের পরিসংখ্যান নিয়ে স্বচ্ছতা নেই। কিন্তু বাস্তব হল, এক মাসে প্রায় ১২ হাজার কোটি টাকা আয় কমেছে। প্রক্রিয়াগত জটিলতায় ছোট-মাঝারি সংস্থাগুলি রিটার্ন ফাইল করতে পারছে না। উৎপাদনও ৪০% মার খেয়েছে।’’

অমিতবাবুর হিসেব, জিএসটি-তে রাজ্যগুলির প্রথম চার মাসে রাজস্ব আয়ে ঘাটতির পরিমাণ প্রায় ৩৯,১১১ কোটি টাকা। রাজ্যগুলি কেন্দ্রের থেকে ক্ষতিপূরণ পেয়ে যাবে। কিন্তু এর ফলে কেন্দ্রের আয় নিয়েও চিন্তার কারণ রয়েছে। তাঁর দাবি, ধরা হয়েছিল, চলতি অর্থবর্ষে ৫৫ হাজার টাকা ক্ষতিপূরণ দরকার হবে। তা প্রায় ৯০ হাজার কোটিতে পৌঁছবে।

অমিতবাবুর যুক্তি, জিএসটি-র বাইরে থেকেই রাজ্যগুলির গড়ে ৪০% আয় হয়। জিএসটি-ব্যবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত পেট্রোল-ডিজেলকে এর আওতায় আনা উচিত নয়।

Not just MSMEs, even exporters hit by GST in West Bengal: Amit Mitra

Reiterating his stand against the July 1 roll-out of the goods and services tax (GST), West Bengal finance minister, Amit Mitra, on Thursday said the GST hasn’t benefitted either the exporters or the micro, small and medium enterprises (MSME) in the country. Besides, the transition to GST hasn’t been smooth.

“I had repeatedly said to postpone the launch of July 1. What is the impact? It is everyday postponements. They are saying that the Goods and Service Tax Network (GSTN) could not take the load, this is what I had predicted but they did not pay heed to that,” he said during an interactive session with industry body Assocham.

Mitra alleged that the GSTN has to handle around 300-340 crores of up-linking and the government tested it with 200 companies per state, of which 30 per cent “didn’t work well”.

The Mamata Banerjee-led Trinamool Congress (TMC) government is one of the sharpest critics of the July 1 roll-out of the GST. The government’s stance is based on the projection that the MSME segment in particular, which is yet to understand GST, will be hit hard. Also, the state government had questioned the country’s preparedness to meet the July 1 deadline.

“MSMEs are in jeopardy and now I come to know that even exports have been hit. I have asked Union Finance Minister (Arun) Jaitley to produce a white paper and call an emergency meeting. The matter has to be taken up at the GST council. People are desperate,” he added.

The state finance minister also urged industry bodies like Assocham to speak out in case the industry faces difficulties and their associations are unable to voice their concerns on the problems faced in the wake of the GST roll-out. Mitra further, asked the industry body to provide him with inputs so that the ongoing issues can be taken up at the right forum.

 

জিএসটি নিয়ে শিল্পপতিদেরও সরব হতে বললেন অমিত মিত্র

রাজ্য সরকার নীতিগতভাবে জিএসটি’র পক্ষে। কিন্তু যেভাবে জিএসটি চলছে, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদৌ খুশি নন, তা নিয়ে বারবার তিনি সরব হয়েছেন। তাড়াহুড়ো করে এই কর ব্যবস্থা চালু করতে গিয়ে শিল্পমহল বেকায়দায় পড়ছে বলে অভিযোগ এনেছেন রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্রও। এবার তিনি শিল্পসভায় এসে এই নিয়ে শিল্পপতিদেরও সরব হতে বললেন। বোঝালেন, জিএসটি’র নামে যা চলছে, তাতে আপনাদেরই ক্ষতি। তবে শিল্পমহলকে এই আরজি জানাতে গিয়ে প্রচ্ছন্নভাবে কেন্দ্রীয় সরকারকে খোঁচাও দিলেন অমিত মিত্র। শিল্পপতিদের বললেন, আগে যেভাবে আপনারা কোনও বিষয়ে প্রকাশ্যে বিরোধিতা করতে পারতেন বা সরব হতে পারতেন, সেভাবে এখন আর করা যায় না। এখন এই বিষয়ে সরকার অনেক সতর্ক নজরদার। সরকার বলতে তিনি যে নরেন্দ্র মোদির সরকারকেই বিঁধছেন, তা বুঝিয়ে তিনি বলেন, আমি বুঝি এখনকার পরিস্থিতিটা।

সর্বভারতীয় বণিকসভা অ্যাসোচেমের এক অনুষ্ঠানে বৃহস্পতিবার অমিত মিত্র বলেন, জিএসটি যে একটা বিরাট সমস্যা তৈরি করতে চলেছে, সেই বিষয়ে আমরা সবার আগে সরব হয়েছিলাম। এখন স্পষ্ট হয়ে গিয়েছে, কীভাবে ছোট সংস্থাগুলিকে বিপদে ফেলা হয়েছে। এখন তো দেখা যাচ্ছে যাঁরা রপ্তানি করেন, তাঁরাও বিরাট বিপদে পড়ে গিয়েছেন। এখনও জিএসটি পরিকাঠামো তৈরি হয়নি। শিল্পের সব কিছুই এখন থমকে আছে। এই নিয়ে জিএসটি কাউন্সিলকে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছেন অমিতবাবু। তাঁর কথায়, ১ জুলাই থেকে এই করবিধি চালু হয়েছে। কিন্তু তার বর্তমান পরিস্থিতি ঠিক কী, তা নিয়ে জিএসটির সর্বোচ্চ নীতিনির্ধারক হিসাবে কাউন্সিলের কাছে আমরা জানতে চেয়েছি।

জিএসটি’র কারণে ইনসপেক্টররাজ আরও বাড়বে বলে আগেও অভিযোগ করেছিল রাজ্য সরকার। এদিনের শিল্পসভায় সেই প্রসঙ্গ টেনে এনে অমিতবাবু বলেন, শুধু ইনসপেক্টররাজ নয়, এক্ষেত্রে শিল্পপতিদের জেলে পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। মন্ত্রীর সাফাই, আমাদের হাতে ভ্যাট থাকার সময় আমরা ছ’বছরে মাত্র দু’টি ক্ষেত্রে কর ফাঁকির বিরুদ্ধে এফআইআর করেছি। কিন্তু একজনকেও জেলে পাঠানো হয়নি। কিন্তু এখানে বলা হয়েছে দু’কোটি টাকার মামলায় জামিনযোগ্য গ্রেপ্তারি এবং পাঁচ কোটি টাকার মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি জুটতে পারে কপালে।

জিএসটি নিয়ে যা চলছে, তার বিরুদ্ধে অ্যাসোচেমকে সরব হতে বলেন অমিতবাবু। অবশ্য এর পাশাপাশি তিনি বলেন, আপনারা এখন তো বেশি কিছু বলতেও পারবেন না। এরপরই অ্যাসোচেমের মহাসচিব ডিএস রাওয়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, এর আগে কেন্দ্রের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল, তা তো আপনি জানেন। যাঁরাই সরব হবেন, তাঁদের অনুষ্ঠানে মন্ত্রীরা আসবেন না। আগেও সরকারের বিরুদ্ধে কথা বললে সমস্যা হত। সেক্ষেত্রেও হয়তো মন্ত্রীরা রেগে গেলেন। কিন্তু সেই রাগ ১০ দিনে নেমেও যেত। এখন গোটা বিষয়টিকেই দেখা হয় অনেক বেশি নিবিড়ভাবে। ফলে সমস্যা বেশি।

 

40% investment proposals of Bengal Global Business Summit being implemented: Dr Amit Mitra

Around 40 per cent of the total investment proposals in Bengal Global Business Summits (BGBS) in 2015 and 2016 were being implemented through various projects, state Finance Minister Dr Amit Mitra said in the Assembly on Tuesday. In reply to the questions of the MLAs of the Opposition parties, Dr Mitra on Tuesday told the House that nearly Rs 1.87 lakh crore worth of proposals have been implemented in the state during the two BGBS.

The State Government had received investment proposals of Rs 4.5 lakh crore. In terms of investment Bengal emerged to be the most of accepting destination, Dr Mitra said. The implementation rate of Bengal is 40 per cent while in the state like Gujarat, the implementation rate is 1 per cent. The Finance Minister has proposed planned expenditure of Rs 905 crore and non-planned expenditure of Rs 87.23 crore for the financial year 2017-18.

Dr Mitra also said that state government has already drafted a maritime policy which is going to be finalised soon. A land for setting up a port near Tajpur in West Midnapore has already been identified. The proposed site has a draft of 12 metre plus with tidal support of 3.9 channel length of 18 km which can harbour ships having capacity of Rs 1 lakh Dead Weight Tonnage (DWT). He also said that the state government has also given land of around 2,650 acre land for setting up industrial corridor which has already got approval from the Central government.

The Excise department has invested Rs 700 crore at Haldia. The minister also said that government has decided to simplify procedure for setting up industries in the state. Amongst all the states, West Bengal has been recognized for the introducing online solutions for registrations, payments and returns for VAT, CST, PT, Entertainment Tax, Entry Tax, Single window (Shilpa Sathi) for large industries and MSME Facilitation Centre (MFC) to monitor the progress and expedite clearance.

A Garment Park is being developed on 9.5 acres of land in Budge Budge. The State Government is also setting up a new Industrial Park in Goaltore in West Midnapore over an approximate are of 950 acres of land.

 

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রস্তাবিত বিনিয়োগের ৪০ শতাংশ বাস্তবায়িত হয়েছেঃ ডঃ অমিত মিত্র

২০১৫ এবং ২০১৬ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রস্তাবিত মোট বিনিয়োগের ৪০ শতাংশ বাস্তবায়িত হয়েছে। বিরোধী দলের বিধায়কদের প্রশ্নের উত্তরে মঙ্গলবার অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, ২০১৫ থেকে ২০১৭-য় এ রাজ্যে যে বিনিয়োগ প্রস্তাব এসেছে তার মধ্যে ১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকার লগ্নি বাস্তবায়িত হওয়ার পথে।

রাজ্য সরকার ৪.৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। বিনিয়োগ বাস্তবায়নের নিরিখে পশ্চিমবঙ্গ এগিয়ে আছে। ডঃ মিত্র বলেন গুজরাতে শিল্প সম্মেলনে আসা লগ্নি-প্রস্তাবের মধ্যে ১% বাস্তবায়িত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে সেই হার প্রায় ৪০%। ২০১৭-১৮ আর্থিক বছরে পরিকল্পনা খাতে ব্যয়ের জন্য ৯০৫ কোটি টাকা এবং ‘নন-প্ল্যান’ খাতে ৮৭.২৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই সামুদ্রিক নীতির খসড়া তৈরী করেছে যা শীঘ্রই চূড়ান্ত হবে। পশ্চিম মেদিনীপুরের তাজপুরে একটি বন্দর স্থাপনের জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিত করা হয়েছে। শিল্প করিডোর তৈরীর জন্য রাজ্য সরকার প্রায় ২,৬৫০ একর জমি দিয়েছে, কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে অনুমোদনও দিয়ে দিয়েছে।

আবগারি বিভাগ হলদিয়ায় ৭০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। মন্ত্রী আরও বলেন, রাজ্যের শিল্প কারখানা স্থাপনের জন্য পদ্ধতি সহজতর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। VAT, CST, PT ও অন্যান্য ট্যাক্স এর ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা চালুর জন্য পশ্চিমবঙ্গ সবজায়গায় সমাদৃত হয়েছে। বৃহৎ,ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সিঙ্গল উইন্ডো সিস্টেম ও শিল্পা সাথীর মাধ্যমে অতি সহজেই শিল্পে লগ্নির ছাড়পত্র হচ্ছে।

বজবজে ৯.৫ একর জমির ওপর একটি বস্ত্র পার্ক তৈরী হচ্ছে। এছাড়া পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে ৯৫০ একর জমির ওপর একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরী করছে রাজ্য সরকার।

Chambers of commerce laud State Budget

The Chambers of Commerce and Business Confederations lauded the Budget statement 2017-18 by state Finance minister Amit Mitra. The state Budget was placed at the Assembly on Friday. They believe that this Budget after demonetisation can help the state’s growth.

Talking on the Budget, Rakesh Shah, President, Bharat Chamber of Commerce, Kolkata, said it is a balanced Budget.

Chandra Sekhar Ghosh, President-Designate, The Bengal Chamber of Commerce and Industry, said he believes this Budget is a welfare oriented exercise in the aftermath of demonetisation.

 

Confederation of Indian Industry (CII) also welcomed the proposals to earmark Rs 50 crore for Small and Medium Enterprises and Rs 100 crore for farmers.

The State Finance Minister’s announcement on salary increase for Anganwadi workers and Asha workers reflect the State Government’s “sincere will” to improve health and education at the grassroots level, said Rupali Basu, Vice Chairperson, CII Bengal.

In a statement released by Merchants’ Chambers of Commerce and Industry (MCCI), they said: finance minister proposed a number of steps in relation to VAT which will be subsumed over GST, is put in place.

 

রাজ্য বাজেটের প্রশংসা চেম্বার্স অফ কমার্সগুলির

অর্থমন্ত্রীর রাজ্য বাজেটের (২০১৭-১৮) প্রশংসা করল শিল্পমহল। শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তাদের বিশ্বাস নোটবাতিলের পর এই বাজেট রাজ্যের বৃদ্ধিতে অনেক সাহায্য করবে।

রাজ্য বাজেট সম্পর্কে কলকাতার ভারত চেম্বার অফ কমার্সের রাকেশ শাহ বলেন, এটা একটি সুষম ব্যালেন্সড বাজেট।

দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রির ডেজিগনেটেড সভাপতি চন্দ্রশেখর ঘোষ বলেন, নোট বাতিলের পর এটি একটি কৌশলপূর্ণ বাজেট।

ক্ষুদ্র মাঝারি শিল্পের কারিগরদের জন্য ৫০ কোটি টাকা এবং কৃষকদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি।

সি আই আই এর ভাইস চেয়ারপার্সন রূপালী বসু বলেন, অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী, অতএব সরকার স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিতে বিশেষ জোর দিচ্ছেন।

মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি একটি বিবৃতিতে তারা বলেন, অর্থমন্ত্রীর ভ্যাট সম্পর্কিত অনেকগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ  নিয়েছেন যা জি এস টি চালু হলে তার অন্তর্ভুক্ত হবে।

 

 

Bengal to have special fund for note ban-hit workers, farmers

Criticising the central government’s demonetisation move, West Bengal Finance Minister Dr Amit Mitra on Friday proposed Rs 50 crore to assist workers who lost their jobs due to the note ban.

Dr Mitra, in his budget presentation, also proposed a Rs 100 crore special fund for farmers and agricultural workers who suffered due to the demonetisation.

“There are many workers who have lost their jobs due to demonetisation and came back to the state. They have been suffering a lot. I am proposing to give one-time financial assistance of Rs 50,000 each to 50,000 jobless workers so that they could start their own venture. For this, I allocate a fund of Rs 50 crore in this budget,” Dr Mitra said.

“Farmers and agricultural workers, who depend on cooperative loans, have suffered a lot after implementation of note ban. I propose a Rs 100 crore special fund in order to alleviate their hardships,” he said.

Terming the note ban as an ‘unprecedented’ move, he said scrapping of higher value notes have not only impacted the small and medium enterprises but also destroyed the entire supply chain across sectors. “It adversely impacted the growth prospect of the country’s as well as states’ economy,” the Minister said.

Mamata Banerjee has been a vocal critic of note-ban and she was the first leader in the country to strongly protest against the move.

 

কেন্দ্রের নোটবন্দির ক্ষতে প্রলেপ রাজ্য বাজেটে

প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের ধারাবাহিক বিরোধিতা যিনি করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজনৈতিক দলগুলি কখনও সামনে এসেছে, কখনও হতোদ্যম হয়ে পিছিয়ে গিয়েছে। কিন্তু মানুষের স্বার্থে লড়াই ছাড়েননি মুখ্যমন্ত্রী। আর তাই রাজ্য বাজেটে নোটবন্দিতে জর্জরিত মানুষের খানিকটা স্বস্তি আসতে পারে, এমন জল্পনা ছিলই। প্রত্যাশিতভাবেই তা পূরণ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

এদিনের বাজেটের গোড়াতেই কেন্দ্রীয় নোট বাতিলের সিদ্ধান্তের কড়া সমালোচনা শোনা যায় অর্থমন্ত্রীর মুখে। স্বভাবসিদ্ধ নিচু গলাতেই তিনি জানিয়ে দেন, এই সিদ্ধান্ত রাজ্যের মানুষের উপর বজ্র্পাতের উপর নেমে এসেছে। গোদের উপর বিষফোড়ার মতো আছে পূর্বতন সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের ভার। সে সব সামলেই বাজেটে রাজ্যের মানুষকে নয়া দিশা দেখাতে বদ্ধপরিকর মমতা সরকার। আর তাই বেশ কয়েকটি অভিনব ঘোষণা পাওয়া গেল অর্থমন্ত্রীর থেকে।

কী কী ঘোষণা অর্থমন্ত্রীর?

১) নোটবন্দির জেরে কাজ হারিয়ে রাজ্যে ফিরে আসতে হয়েছে বহু দক্ষ কারিগরকে। তাঁদের সুবিধার জন্য পঞ্চাশ হাজার কারিগরকে এককালীন ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।

২) নোট বাতিলের জেরে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। তাঁদের জন্য ১০০ কোটির তহবিল গঠন করা হয়েছে।

৩) নোটবন্দিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীরাও। তাঁদের জন্য গঠন করা হয়েছে ৫০ কোটির তহবিল। এছাড়া ভ্যাটের প্রাথমিক স্তর ১০ লক্ষ থেকে ২০ লক্ষ করা হয়েছে। যাঁদের বার্ষিক আয় ৫০ লক্ষ টাকা তাঁদের নূন্যতম ভ্যাটের আওতায় আনা হয়েছে।

 

Rs 2.35 lakh crore investment proposals received at Bengal Global Business Summit 2017: Bengal CM

Speaking at the Plenary Session of the Day 2 of Bengal Global Business Summit, Bengal Chief Minister Mamata Banerjee announced that the Summit has received an investment proposal to the tune of Rs 2 lakh 35,200 crore (US$ 36 billion).

 

 

The Chief Minister announced that the investments in the major sectors as follows:

  •         Manufacturing sector: Rs 61,765 crore
  •         MSME sector: Rs 50,710 crore
  •         Urban Development sector: Rs 46,600 crore
  •         Transport sector: Rs 36,801 crore

The Chief Minister said that China will invest Rs 27,200 crore in the State while South Korea will be investing in Green City project and MoU has been signed with HIDCO in this regard

The Bengal Chief Minister said that this was the first time 29 countries participated in the Bengal Global Business Summit. In the previous two years Bengal received investment proposals worth Rs 4.93 lakh crore, she informed.

For detailed sector-wise report click here.

২.৩৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭য়: মমতা বন্দ্যোপাধ্যায়

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭র দ্বিতীয় দিনে প্লেনারি সেশনে বক্তব্য রাখতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবারের সম্মেলনে ২ লক্ষ ৩৫ হাজার ২০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে।

প্রধান খাতে বিনিয়োগ:

নির্মাণ শিল্প: ৬১,৭৬৫ কোটি

ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প: ৫০,৭১০ কোটি

নগর উন্নয়ন: ৪৬,৬০০ কোটি

পরিবহণ: ৩৬,৮০১ কোটি

রাজ্যে চিন ২৭,২০০ কোটি টাকা বিনিয়োগ করবে, দক্ষিণ কোরিয়া বিনিয়োগ করবে গ্রীন সিটি প্রকল্পে। এই বিষয়ে হিডকো’র সঙ্গে মৌ সাক্ষরিত হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, এই প্রথম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ২৯টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগের দু’টি বাণিজ্য সম্মেলনে মোট ৪.৯৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছিল বাংলা।

 

 

 

Day 1 Highlights: Bengal Global Business Summit 2017

The first day of the Bengal Global Business Summit 2017 received accolades from the President of India on Bengal emerging as an investment destination.

11 AM: The day started with former Indian cricket team captain Sourav Ganguly making an impassioned appeal to investors to tap into the potential of Bengal. It was followed by an AV presentation on the investment opportunities in the State.

11:30 AM: Various captains of industries (YP Modi, Sanjeev Goenka, Kishore Biyani, Rakesh Bharti Mittal, Pankaj Munjal) shared their experience of running businesses in Bengal.

Sanjeev Goenka announced investment worth Rs 10000 crore in Bengal over the next few years in FMCG sector. Rakesh Bharti Mittal announced investment worth Rs 3-4000 crore more in Bengal in the next three years. YK Modi announced investments close to one billion rupees in coal bed methane project in Bengal in the next 6 years. TCG Chairman Purnendu Chatterjee announced investments close to Rs 1000 crore for HPL expansion. Hero Motors Group Chairman & MD Pankaj Munjal announced announced investments close to Rs 450 crore for cycle manufacturing.

GAIL has also decided invest Rs 6000 Crore in Bengal in the next 2-3 years including gas pipeline project.

12:00 PM: This was followed by the address by Chief Minister Mamata Banerjee. Read her full speech here.

12:30 PM: During the plenary session, the Hon’ble President of India, Pranab Mukherjee, congratulated the Chief Minister for moving ahead despite legacies of the past. He hoped when the delegates will be go back, they will be taking a part of Bengal back with them. Bengal has truly emerged as an investment destination; the presence of so many delegates is a proof of it, he said.

He later tweeted:

“Bengal Global Business Summit showcases investment opportunities in West Bengal. Growth in State GDP and revenue buoyancy of West Bengal has been impressive. Large participation in the forum, including from 29 countries shows level of interest in West Bengal amongst investors.”

1:00 PM: Delegates from partner countries and other foreign delegates graced the stage and shared their views on the opportunities for business ties with Bengal.

3 PM: The second half of the first day witnessed a Plenary Session on Start Ups and Entrepreneurship. Startups that were present in the session included big names like Naukri and Foodpanda. The session was moderated by Mohandas Pai. Five home-grown startups of Bengal were showcased in the session.

During the session, Bengal Chief Minister Mamata Banerjee said that the Government wants to encourage startups but we must ensure the money does not reach only a select few. There must be privacy in data bank, she said. Whatever business people are doing, it must be fully protected, she said. The Government wants young entrepreneurs to come up and work for the betterment of the people, she said.

Bengal Finance and Industry Minister, while speaking at the session stressed on critical thinking and innovation that is bankable. “Be a startup, be disruptive, but how do you engage common people, how do you include them into mainstream,” he asked the entrepreneurs present in the hall. He asked the people not take a job, but be an entrepreneur and create jobs. “This is the Bengal everybody wants to see,” he said.

5 PM: The last session of the day was an ‘International Multi-Country Session’ which saw representatives from Italy, Romania, Netherlands, Poland, Norway, Canada, Russia, China, Japan, Bahrain, Bangladesh, Australia, Belgium and other countries.

The Ambassador of Italy to India praised the economic and infrastructure growth in Bengal.

The delegate from Belgium focused on three sectors where Bengal and Belgium can cooperate: trading hubs, agriculture, river tourism.

The delegate from Russian Foreign Ministry announced a Russian company is planning to invest in Bengal, in chemical sector.

The delegate from the Silesia province of Poland discussed opportunities for partnership between Bengal and Silesia

The delegate from Bahrain pitched for closer business ties with Bengal.

The delegation from South Korea invited to visit the Bengal Chief Minister to visit their country.

 

 

Bengal has emerged as a business destination: President of India at Bengal Global Business Summit 2017

Hon’ble President of India inaugurated the third edition of Bengal Global Business Summit today. During his speech he said complemented the current State government for moving with liberal policies for suitable investment climate despite huge debt-stress.

The Hon’ble President said that the Bengal government is focused on growth. He also praised the Sabuj Sathi scheme of the state government.

The two-day long summit is being organised at Milan Mela Grounds, Kolkata. Business delegations from 29 countries including Japan, Germany, Poland, Netherlands, Korea, Belgium, Bangladesh, United States of America, UK, Canada, Italy, Russia, China are participating in the two-day meeting.

 

 

মাননীয় রাষ্ট্রপতির উপস্থিতিতে শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন

ভারতের মাননীয় রাষ্ট্রপতি আজ তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করলেন। দুদিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মিলন মেলা প্রাঙ্গনে। আমেরিকা, ব্রিটেন, কানাডা, ইতালি, রাশিয়া, চীন সহ নানা দেশের প্রতিনিধিরা উপস্থিত এই সম্মেলনে।

বন্দর, খনি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে। শিল্প ও বানিজ্য দপ্তর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্গত বস্ত্র, রত্ন, গয়না, চামড়া, পাট, কামারশিল্প, ঢালাই ও হস্তশিল্পকেও তুলে ধরবে।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭য় স্টার্ট-আপ হতে চলেছে ‘মধ্যমণি’। সাম্প্রতিককালের কিছু নামকরা স্টার্ট-আপের প্রতিনিধিরা রয়েছেন এই সম্মেলন।

 

Bengal has turned around under CM Mamata Banerjee

The third edition of Bengal Global Business Summit is being held at Milan Mela Grounds with participation from business delegates from around the world.

In the last five years, Bengal has witnessed unprecedented growth under the leadership of Mamata Banerjee. Power cuts are a thing of the past; the State has formulated new policies for industry, MSME, land use, textile, maritime, tourism.

There has been a large-scale growth in infrastructure and Bengal is now the fourth largest State economy in the country. The humane-government has also excelled in social-sector development.

Here are some hard figures of the unprecedented development in Bengal since 2011:

Economic Parameters

Growth Rate of Bengal is far above the Growth Rate of India at Macroeconomic level –

India
(% Growth, 2015-2016)

Bengal
(% Growth, 2015-2016)

Gross Value Added (GVA)

7.3 12.02

Industrial Sector

7.3

10.59

Agricultural Sector

1.1

5.55

Services Sector

9.2

13.99

 

1. GSDP (at current Prices)
2010-11                                 –              Rs 4,60,959 Cr

2015-16                                 –              Rs 9,39,471 Cr

2. Fiscal Deficit (as a percentage of GSDP) has been brought down
2010-11                                 –              4.24%

2015-16                                –              2.68%

3. Revenue Deficit has been brought down
2010-11                                 –              3.75%

2015-16                                 –              1.03%

4. State’s own Taxes has doubled in four years
2010-11                                 –              Rs 21,129 Cr

2015-16                                 –              Rs 49,920 Cr

5. Plan expenditure of the Government has gone up by 3 times
2010-11                                 –              Rs 14,615 Cr

2015-16                                –              Rs 54,069 Cr

Plan Expenditure in social sector has increased by 4.5 times

  • Agriculture and Agri-allied sector has grown by 7 times
  • Physical Infrastructure has grown by 4 times

Capital Expenditure has grown by 7 times
2010-11                                 –              Rs 2,226 Cr

2015-16                                –              Rs 15,947 Cr

Growth of Infrastructure and Human Capital

  • 10,663 kms of new highways constructed and upgraded in the last 5 years
  • 10,000 kms of rural roads constructed and upgraded in the last 5 years
  • 100% electrification with quality power provided – No power cuts
  • 2,510 new Primary Schools and 3,452 Junior High Schools opened in the last 5 years
  • 1,852 Secondary Schools have been enhanced to Higher Secondary stage in the last five years
  • 46 new Government Colleges have been opened in the last five years
  • 7 new State-aided Universities and 8 new Private Universities have been set up in the last five years
  • 81 new Polytechnic Colleges have been opened in the last five years compared to 65 in 2011, thus totaling to 146
  • 170 new Industrial Training Institutes (ITIs) have been opened in the last five years compared to 80 in 2011, thus totaling to 250 ITIs
  • Significant Investment Flows between 2011 and March 2016

 

Schedule of the Bengal Global Business Summit 2017

As the Bengal Government gears up for the third edition of Bengal Global Business Summit, the stage is set with a stable State Government, remarkable growth, improved governance and record social and physical infrastructure.

West Bengal recorded a 12.02% real growth in terms of GVA in 2015-16 and the Industry sector of the state observed a growth rate of 10.59% in 2015-16. The State has framed plethora of industry friendly policies.

The two-day long Bengal Global Business Summit 2017 will bring together policy makers, corporate leaders from around the globe, delegations, academia, opinion makers to explore business opportunities, forge partnerships and collaborations.

Come to Bengal, Ride the Growth!

 

তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের জন্য প্রস্তুত বাংলা। বাংলা এখন উন্নয়নের পথে। সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামো থেকে শুরু করে সব কিছুতেই এখন এগিয়ে পশ্চিমবাংলা।

২০১৫-১৬ সালে পশ্চিমবাংলার GVA গ্রোথ ছিল রেকর্ড পরিমান ১২.২%। ২০১৫-১৬ সালে শিল্পক্ষেত্রে বৃদ্ধির হার ১০.৫৯%।

দুদিনব্যাপী এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে সারা বিশ্বের বিভিন্ন উদ্যগপতি ও কর্পোরেট নেতারা ও  শিল্পপতিদের প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন।

Come to Bengal, Ride the Growth!

 

Here is the schedule for the two-day Summit:

 

Day 1: January 20, 2017

BGBS 1

 

Day 2: January 21, 2107

BGBS 4