Developmental policies creating more and more employment opportunities in Bengal

The Trinamool Congress Government has always tried to give the people of the state a safe and secure life. One of the ingredients for this is sustainable income.

With development in various fields, most people in the state have some sort of sustainable income. The government is trying its best to bring the fruits of development to every corner of the state.

During financial year (FY) 2017-18, despite the cruel effects of demonetisation and GST, Bengal has been able to create employment opportunities for 8.92 lakh people; and most of the job creation has been the result of the positive policies of the State Government rather than due to any help from the Centre.

Also, according to State Government data, during the first six-and-a-half years of Trinamool Congress, 81 lakh jobs were created. The jobs include not only direct government jobs but also those created through the setting up of micro, small and medium enterprises (MSME). In fact, as acknowledged by the Central Government itself, Bengal is the leading state in terms of generating income and employment through MSMEs.

According to official records, more than 27,700 MSMEs have been able to provide employment to 1.7 lakh people. Keeping on the subject of small scale industries, the state has provided training in handloom to 16,940 people, which included both weavers and their assistants. A result of these activities has been the creation of 60 lakh person-days.
Due to the Gatidhara Scheme, which provides loans to youths to buy vehicles for commercial use, be it taxis or mini trucks or anything else, another approximately 10,000 people have got employment.

Another important fact to remember is that, if there was no debt that the state had to repay the Centre (a result of the 34-year-rule of the Left Front) and the Central Government contributed more funds for the jointly-implementable schemes instead of reducing its shares, the State Government would have been able to spare more money for more number of jobs and for creating employment opportunities.

Another laudable move in this respect was the creation, on July 26, 2012, of an Employment Bank, and where job-seekers can notify their names online too. The exchange serves as a bridge between employment seekers and employment providers. More than 10 lakh people across the state have found employment in this way.
It is from this list that people have been selected, on need basis, for the Yuvashree Scheme, wherein sustenance stipend is paid to those not yet employed.

Now, the government has decided to recruit 13,000 people in the police force and related jobs, and it is actively pursuing its implementation. This decision was approved by the State Cabinet on March 23.

 

উন্নয়নেই কর্মসংস্থান বাড়ছে রাজ্যে

সারা বছর ধরেই বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়া চালু রেখে চলেছে রাজ্য সরকার। এই কারণে বছরের বিভিন্ন সময় সরকারি চাকরির বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। এই সমস্ত কর্মকাণ্ডের কাণ্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে বছরভর উন্নয়নজজ্ঞের ফলেই এতো কর্মসংস্থান।

২০১৭-১৮ আর্থিক বছরে জিএসটি এবং নোটবাতিলের ধাক্কা সত্ত্বেও রাজ্যে ৮ লক্ষ ৯২ হাজার কর্মসংস্থান হয়েছিল। এবছর এই কর্মসংস্থান কয়েকগুন বাড়বে বলে আশা করা যায়। গত সাড়ে ছয় বছরে রাজ্য সরকার প্রায় ৮১ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। শিক্ষাক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের চাকরি ছাড়াও বড় অংশ আছে চতুর্থ শ্রেণী। পুলিশ, বিচারবিভাগ, স্বরাষ্ট্র, ই-গভর্ন্যান্স, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে ১৩ হাজার চাকরি নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

বেসরকারি ক্ষেত্রেও লক্ষ লক্ষ কর্মসংস্থানের নজির গড়েছে রাজ্যে। পাশাপাশি চাকরি থেকে ক্ষুদ্র ব্যবসা, সব ক্ষেত্রেই কাজ পেয়েছেন মানুষ। কেন্দ্রের ঋণের বোঝা না থাকলে, কেন্দ্র বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ না করলে, আরও বহুগুন কর্মসংস্থান করতে সক্ষম হত সরকার।

২০১২ সালের ২৬ জুলাই ‘এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক’-এর সৃষ্টি হয়েছে, যা চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তার মধ্যে অনলাইন ব্যবস্থায় সেতুর কাজ করছে। ১০ লক্ষেরও বেশী চাকরি প্রার্থী এই ব্যবস্থার মাধ্যমে কাজ পেয়েছে। এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকেই বাছাই করা হয়েছে ‘যুবশ্রী’। এছাড়া ২৭৭০০টিরও বেশী ক্ষুদ্র ও মাঝারি শিল্প ইউনিট ১৭০০০০ লোক নিয়োগ করে উদ্যোগ আধার মেমোরেন্ডাম দাখিল করেছে।

অন্যদিকে, ১৬৯৪০জন তাঁত শিল্পী ও সহকারীকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর ফলে ৬০ লক্ষ কর্মদিবস তৈরী হয়েছে। ১০০০০ জন যুবক যুবতী ‘গতিধারা’ প্রকল্পের আওতায় এসেছে।

Source: Sangbad Pratidin

 

Our actions speak louder than words: Mamata Banerjee at Debra

Bengal Chief Minister Mamata Banerjee today addressed a public meeting at Debra in Paschim Medinipur district. She inaugurated and laid the foundations stones for a series of schemes and projects.

The projects that were inaugurated include, primary health centres, Anganwadi centres, irrigation projects, new roads, bridges etc. She also laid the foundations stones for hostels, water supply projects, upgradation of central nursery among others.

She also distributed benefits of various schemes like Kanyashree, Sabuj Shree, Siksha Shree, Anandadhara, Sabuj Sathi etc.

Highlights of her speech:

We must protect our farmers. We must love them. Earlier they were neglected, even after devastating floods. We have compensated nearly 30 lakh farmer families. Compensation worth Rs 1200 crore have been paid.

Centre does not give us funds. They take away the revenue collected by us. They are supposed to pay us 60% but we get only 40%. That too, is often not paid. We don’t want their alms. We want the money they owe us. Why should Bengal be neglected?

We are paying off the installments for the debt incurred by the previous government. We have paid Rs 48,000 crore as installments this year. No other State runs so many welfare schemes, despite such financial constraints.

Bengal is the only State which waived off tax on agricultural land and mutation fee on agricultural land. Farmers’ income has doubled in Bengal. We have received Krishi Karman award five years in a row.

We are No. 1 in 100 Days’ work, rural employment, Bangla Abas Yojana, Skill Development, MSME.

Jadavpur University is No. 1 among 21 State universities. This is a new feather in Bengal’s cap.

We have set up 43 multi super speciality hospitals in six years. Centre is planning to launch health insurance scheme now. We already have free healthcare at government hospitals. We are running the ‘Swasthya Sathi’ scheme successfully. ICDS, Asha, civic volunteers, home guards, contractual workers, green police, panchayat and municipal workers have been brought under this scheme.

We provide rice at Rs 2/kg to 8.5 crore people. Adivasis in Jangalmahal receive 35 kg rice, tea garden workers get rice at 47 paise per kg.

We have set up critical care units, trauma care units, mother and child hubs. 80 SNCUs and 300 SNSUs have been set up. We have launched Matri Jaan and Nischay Jaan for pregnant women, new mothers and neonates. 1000 Matri Jaans have been launched across Bengal.

We have launched the social security scheme for construction workers, housemaids, auto drivers, workers in the unorganised sector. They will have to pay Rs 25 and the government will pay Rs 30. At the age of 60 they will receive Rs 2 lakh, along with pension.

Girls recieve Rs 25,000 at the age of 18 to pursue higher education. From April we are launching the ‘Ruposhree’ scheme. Government will give Rs 25,000 to families with annual income less than Rs 1.5 lakh to assist in their daughter’s wedding. Girls are our pride.

We have increased Kanyashree stipend to Rs 1000. We have launched K-3 for university students. They will receive Rs 2000 for studying humanities, and Rs 2500 for studying science.

We have given scholarships to 1.7 lakh minority students, 57 lakh SC/ST students and 45 lakh girls. We have started a pension scheme for the physically handicapped.

Farmers’ pension has been increased from Rs 750 to Rs 1000. 1.94 lakh folk artistes have been registered under Lok Prasar scheme and they receive monthly stipend of Rs 1000. They also perform at government functions.

The government has stopped 90% funds for the ICDS scheme, yet we are running this project with our own funds.

The term of contractual and casual workers has been increased till 60 years of age.

70 lakh students of Classes IX-XII have been given free cycles. We also provide free uniform, free test papers to students. My best wishes to all those who are appearing for board exams.

I urge everyone to celebrate Ram Nabami peacefully. Celebrate Annapura Pujo, Basanti Pujo. Good Friday is around the corner, so is Mahavir Jayanti. We must ensure that the politics of religion should not hurt people of other faiths.

We were, we are and we will always be with the people. Maa-Mati-Manush are our biggest strength.

Medinipur is the district that produced Bir Singha, Matangini Hazra, Satish Samanta. You lead the way for other districts of Bengal.

Our actions speak louder than words. Others only beat their own drums and try to incite tension between different religions.

 

আমরা কথা কম বলি, কাজ বেশী করি: মুখ্যমন্ত্রী  

আজ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন।

মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ক্ষুদ্র সেচ প্রকল্প, নতুন রাস্তা, খালের ওপর সেতু ইত্যাদি।

তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, ছাত্রাবাস, জল সরবরাহ প্রকল্প, সেন্ট্রাল নার্সারির সম্প্রসারন  ইত্যাদি। এছাড়াও তিনি কন্যাশ্রী, সবুজশ্রী, শিক্ষাশ্রী, সবুজসাথী, আনন্দধারা ইত্যাদি পরিষেবা প্রদান করেন।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

কৃষকদের রক্ষা করতে হবে, তাদের ভালবাসতে হবে। আগে বন্যায় জমির ক্ষতি হলে সরকার তাকিয়েও দেখত না। আমরা ৩০ লক্ষ কৃষক পরিবারকে প্রায় ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছি

কেন্দ্রীয় সরকার আমাদের প্রাপ্য টাকা টুকুও দেয় না। রাজ্য থেকে যে কর কেন্দ্র আদায় করে নিয়ে যায় সেই টাকা থেকে থেকে ৬০% রাজ্যকে দেওয়ার কথা কিন্তু ওরা ৪০% দেয়। তাও ঠিক করে দেয় না। কোনরকম দয়া নয়, আমাদের টাকাই আমাদের দেওয়ার কথা। তাও বাংলা কেন বঞ্চিত হবে?

আগের সরকারের দেনা শোধ করতে হচ্ছে। এ বছরও ৪৮ হাজার কোটি টাকা দেনা শোধ করেছি। এত দেনা শোধ করে কেউ যদি এত সরকারী প্রকল্প করতে পারে তাহলে আমি মাথা নত করে নেব। বাংলায় যত প্রকল্প আছে সারা ভারতের কোথাও নেই।

একমাত্র বাংলায় কৃষকদের কৃষিজমির খাজনা মুকুব করে দেওয়া হয়েছে।কৃষিজমির মিউটেশন ফি দিতে হয় না। বাংলায় কৃষকদের রোজগার দ্বিগুন হয়েছে। বাংলা পরপর ৫ বছর ‘কৃষি কর্মন’ পুরস্কার পেয়েছে।

১০০ দিনের কাজে সারা ভারতের মধ্যে এক নম্বরে বাংলা। ও এমএসএমই তেও বাংলা এক নম্বরে।

২১ টি স্টেট ইউনিভার্সিটির মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ১ নম্বরে। বাংলার মুকুটে আরও একটা পালক যোগ হল।

৬ বছরে ৪৩ টি মাল্টি সুপার স্পেশ্যালিটি হসপিটাল নির্মাণ করা হয়েছে।কেন্দ্রীয় সরকার এখন স্বাস্থ্যবীমা করছে। আর বাংলায় ইতিমধ্যেই বিনামূল্যে সরকারী চিকিৎসা পাওয়া যায়। আমরা ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্প চালু করেছি। আইসিডিএস ও আশার কর্মী, সিভিক ভলেন্টিয়ার, হোম গার্ড, অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী, গ্রিন পুলিশ, পঞ্চায়েত ও মিউনিসিপালিটি কর্মী দের ও এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে।

সাড়ে ৮ কোটি লোককে আমরা ২ টাকা কিলো চাল দিই। জঙ্গলমহলে আদিবাসীরা ৩৫ কেজি চাল পায়, চা বাগানের শ্রমিকরা ৪৭ পয়সায় এক কেজি চাল পায়।

ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ট্রমা কেয়ার ইউনিট, মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরী করা হয়েছে। ৮০ টি SNCU ও ৩০০ টি SNSU তৈরি করা হয়েছে। গর্ভবতী মহিলা ও সদ্যজাত শিশুদের জন্য ‘নিশ্চয় যান’ ও ‘মাতৃযান’ এর ব্যবস্থা করা হয়েছে। সমগ্র বাংলায় ১০০০ মাতৃযান দেওয়া হয়েছে।

যারা কন্সট্রাকশানের কাজ করেন,  গৃহস্থালিরর কাজ করেন,  অটো চালক সহ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক দের জন্য ‘সামাজিক সুরক্ষা’ প্রকল্প চালু করা হয়েছে (১৮ বছর বয়সে একটি কার্ড করতে হয়। শ্রমিকরা দেয় ২৫ টাকা আর সরকার দেয় ৩০ টাকা) ৬০ বছর বয়সের পর সরকার তাদের ২ লক্ষ টাকা দেবে এবং সাথে তারা পেনশনও পাবেন।

‘কন্যাশ্রী’ প্রকল্পের আওতায় মেয়েদের পড়াশোনার জন্য ২৫০০০ টাকা দেওয়া হয়। আগামী এপ্রিল থেকে একটি নতুন প্রকল্প চালু হবে যার নাম

‘রূপশ্রী’। যে সব পরিবারের বার্ষিক ইনকাম দেড় লক্ষ টাকার কম তাদের মেয়েদের বিবাহের জন্য (১৮ বছর বয়সের পর) সরকার ২৫০০০ টাকা আর্থিক সহায়তা দেবে। মা বোনেরা সমাজের সম্পদ। তারা আমাদের গর্ব।

‘কন্যাশ্রী’ প্রকল্পের ভাতা ৭৫০ টাকা থেকে বারিয়ে ১০০০ টাকা করা হয়েছে। কন্যাশ্রী-১ ও কন্যাশ্রী-২ এর পর কন্যাশ্রী-৩ চালু করা হয়েছে এর মাধ্যমে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাবে। ‘শিক্ষাশ্রী’ প্রকল্পের আওতায় উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ দিচ্ছে সরকার।

১.৭১ কোটি সংখ্যালঘু ছেলেমেয়ে, ৫৭ লক্ষ তপসিলি জাতি ও উপজাতি ছেলেমেয়ে ও ৪৫ লক্ষ মেয়েকে স্কলারশিপ দেওয়া হয়েছে। আমরা প্রতিবন্ধীদের জন্যও প্রকল্প চালু করেছি।

কৃষক ভাতা ৭৫০ টাকা থেকে বারিয়ে ১০০০ টাকা করে দেওয়া হয়েছে। ১ লক্ষ ৯৪ হাজার শিল্পীকে ‘লোকপ্রসার’ প্রকল্পের আওতায় মাসে ১০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়, পাশাপাশি সরকারী বিজ্ঞাপন ও অনুষ্ঠানেও কাজ করার সুযোগ দেওয়া হয় তাদের।

আইসিডিএস-এর ৯০% টাকা দিল্লী সরকার বন্ধ করে দিয়েছে। আমরা কষ্ট করে এই স্কিম চালিয়ে যাচ্ছি।

ক্যাসুয়াল ও কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের চাকরির মেয়াদ ৬০ বছর পর্যন্ত করে দেওয়া হয়েছে।

ছাত্রছাত্রীরা ক্লাস ৯-এ উঠলেই সবুজ সাথীর সাইকেল পাচ্ছে, এর আগে ক্লাস ১০, ১১, ১২-এ দিয়েছি। এছাড়া বিনা পয়সায় পড়াশোনা, স্কুল ড্রেস, মাধ্যমিকের ছাত্রছাত্রীদের বিনা পয়সায় টেস্ট পেপারও দেওয়া হয়। পরীক্ষার্থীদের জন্য আমার অনেক অভিনন্দন রইল।

সবাই সুন্দর করে রামনবমী পালন করুন। অন্নপূর্ণা উৎসব পালন করুন। বাসন্তী পুজো পালন করুন। গুড ফ্রাইডে, মহাবীর জয়ন্তীও ভালো করে পালন করুন। রাজনীতির নাম করে ধর্মীয় উন্মাদনা নিয়ে কোনও মানুষ যেন কাউকে আঘাত না করতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

আমরা মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো। মা মাটি মানুষ আমাদের বড় শক্তি।

মেদিনীপুর জেলা স্বাধীনতা সংগ্রামের জেলা, বীর সিংহের জেলা, মাতঙ্গিনী হাজরার জেলা, সতীশ সামন্তর জেলা। আপনারা বাংলাকে পথ দেখান।

আমরা কথা কম বলি, কাজ বেশী করি। অনেকে কাজ করে না, মন্দির মসজিদ নিয়ে গণ্ডগোল লাগায়, হিন্দু-মুসলিম, শিখ-খৃষ্টানের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়।

 

‘Synergy’ meet organised to boost MSMEs in Hills

On the heels of the two-day long Hill Business Summit, a “Synergy” meet was organised in Darjeeling by the Micro Small and Medium Enterprises (MSME) department in collaboration with the Confederation of Indian Industries (CII).

Proposals amounting to a sum of around Rs 9 crore have been submitted by different enterprisers in the micro and small sector.

“Synergy”, a one stop destination provides logistical support to MSMEs by providing single point contact; scheme procedures; schemes for startups; upgradation of existing old industries; know how on formation of industrial cooperatives and market access.

Stalls were put up by different departments under the State Government and the Gorkhaland Territorial Administration including MSME, Land, Labour, Power, Fire and Emergency Services, Finance, Tourism, Horticulture. Around 200 entrepreneurs visited.

 

পাহাড়ে অনুষ্ঠিত হল ‘সিনার্জি’ বৈঠক

দার্জিলিং পাহাড়ে উত্পাদিত চকোলেট, নুডলস, ঝাড়ু সহ অন্যান্য সামগ্রী বিশ্ব বাংলা স্টলের পাশাপাশি বিভিন্ন শপিংমলের বিপণনকেন্দ্রে রেখে বিক্রিতে রাজ্য সরকার ব্যবস্থা নেবে। এরই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ পেতে যে সমস্ত সমস্যা তৈরি হচ্ছে সেগুলিরও দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছেন ক্ষুদ্র ও কুটিরশিল্প বিভাগের ডিরেক্টর।

দার্জিলিঙে স্থানীয় উদ্যোগপতিদের নিয়ে ‘সিনার্জি’ নামে আলোচনা সভায় তিনি জানান, পাহাড়ের ছোটো উদ্যোগপতিদের তৈরি জিনিসপত্র বিক্রিতে ‘এক জানালা’ ব্যবস্থা চালুর চেষ্টা চলছে। এই বৈঠকে ৯ কোটি টাকার লগ্নি প্রস্তাব এসেছে।

ক্ষুদ্র-মাঝারি শিল্পের জন্য ‘এক জানালা’ ব্যবস্থার মাধ্যমে সব পরিষেবা প্রদানই হল সিনার্জি বৈঠকের লক্ষ্য। বিভিন্ন প্রকল্পের প্রক্রিয়া সম্বন্ধে তথ্য থেকে শুরু করে, স্টার্টআপগুলির জন্য কি কি প্রকল্প আছে সেই সম্বন্ধে তথ্য দেওয়া হয় সিনার্জিতে। তাছাড়া, পুরোনো শিল্পের আপগ্রেড, শিল্প সমবায় তথা মার্কেট এক্সেস সম্বন্ধেও জানা যায় এখানে।

পাহাড়ের ‘সিনার্জি’’ বৈঠকে রাজ্য সরকার ও জিটিয়ের বিভিন্ন দপ্তর স্টল দিয়েছিল। উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন উদ্যোগপতি।

Bengal Govt setting up cooperatives to help farmers process spices, herbs

The State Micro, Small and Medium Enterprises (MSME) Department has started a major project in the Hills region of setting up cooperatives, comprising local farmers, for processing and packaging locally-grown herbs and spices.

The Department has been working for the past six months to rope in local farmers for the cooperatives. They mainly grow cardamom, basil (tulsi), turmeric and ginger.

The farmers will be provided with necessary machines and gadgets for processing and packaging herbs and spices. The products will be sold by the cooperatives themselves, so that the profits go back to them.

This venture will be one of the highlights of the Hill Business Summit to be held on March 13 and 14, which will be inaugurated by Chief Minister Mamata Banerjee. Top entrepreneurs are going to attend the summit.

The summit is expected to give a major boost to the economy of the region. It is for the first time that the people of the Hills will be exposed to such a big platform that is intended to showcase the potential of the region. Highlighting the forming of industrial cooperatives for the farmers in the Hills will help them get business.

According to a senior official of the MSME Department, there are a lot of forest and agro-based resources in the Hills. The project was taken after a market study revealed that there is a great demand for products like large cardamom, ginger, turmeric and basil.

Citing an example, the official said there is a huge demand for basil extract (‘tulsi arak’ in Bengali and ‘tulsi ark’ in Hindi), as it has high medicinal value. Suppose there are 100 families involved in growing basil plants in the Hills. They will be brought under the cooperatives and will be provided with machinery for processing and packaging the same, he said.

At the same time, dairy products of Kalimpong, the famous orchids grown in the region, local dresses and handicraft goods will also be highlighted at the business summit.

 

পাহাড়ের ঔষুধি গাছড়া ও মশলার বিপণনের উদ্যোগ রাজ্যের

রাজ্যের পাহাড়াঞ্চলে উৎপন্ন মশলা ও ঔষুধি গাছড়ার প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং করার জন্য স্থানীয় কৃষকদের নিয়ে সমবায় তৈরী করার সিদ্ধান্ত নিল ক্ষুদ্র ও কুটির শিল্প এবং বস্ত্র দপ্তর।

এই সমবায় গঠনের জন্য সমস্ত কৃষককে একত্রিত করার কাজ গত ছয় মাস ধরে করছে দপ্তর। এরা মূলত তুলসী, হলুদ, আদা, ছোট এলাচ চাষ করে। কৃষকদের প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং-এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি দেওয়া হবে। এই সমবায় প্যাকেজিং করা দ্রব্য নিজেরাই বিক্রী করবে।

আজ থেকে অনুষ্ঠিত হতে চলা দুদিন ব্যাপী হিল বিজনেস সামিটের এক অন্যতম আকর্ষণ হতে চলেছে এই নয়া উদ্যোগ। এই সামিটের উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নামী উদ্যোগপতিরা এখানে অংশ নেবেন।

এই সামিটের মাধ্যমে প্রথমবার পাহাড়ে বাণিজ্যতে জোর দেওয়া হবে। তাই, এই অঞ্চলের উৎপাদিত দ্রব্য বিপণনের জন্য তৈরী করা বাণিজ্যিক সমবায় গঠন নিশ্চয় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দপ্তরের এক আধিকারিকের মতে, পাহাড়ে অনেক কৃষিজ ও বনজ সম্পদের ভাণ্ডার আছে। সমীক্ষা করে দেখা গেছে বড় এলাচ, আদা, হলুদ ও তুলসীর ব্যাপক সম্পদ রয়েছে। সেগুলির বিচক্ষণ ব্যবহারের জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি কালিম্পং-এর দুগ্ধজাত দ্রব্য, এই অঞ্চলের জনপ্রিয় ললিপপ, অর্কিড, স্থানীয় পোশাক, হস্তশিল্পকেও এই সামিটে তুলে ধরা হবে।

Source: Millennium Post

biswa bangla

E-applications have caused doubling of plot allocation for MSMEs in Bengal

The rate of allotting plots to set up individual units of micro, small and medium enterprises (MSME) at industrial parks has doubled with the introduction of the online platform to apply for plots.

In the past three months, the West Bengal Small Industries Development Corporation (WBSIDC) has allotted 30 plots at its industrial parks and estates to set up MSME units, and the number is expected to reach 120 in a year, which is exactly double that of the last year’s. The thirty plots which have been allotted are mostly in Bolpur, Ambari Falakata and Behrampore.

The state government made the process of allotting plots online from October 31, and since then entrepreneurs have not had to run to any government office to apply for the same. Instead they get a call within three weeks of applying with all valid documents from the corporation and the land gets allotted if the project is found to be viable after a discussion with the top brass of WBSIDC.

With the introduction of the online platform, the process of allotting is taking place in a timely and more transparent manner.

The major step of introducing the online platform under the State Government’s project of ‘ease of doing business’ was to show how entrepreneurs have started taking interest in choosing plots at industrial parks, even in those that are not situated close to the city. According to the official quoted above, the response is equally good in north Bengal.

অনলাইন পদ্ধতি চালু হওয়ার পর ক্ষুদ্র-মাঝারি শিল্পের জন্য জমি বণ্টন দ্বিগুন

 

ক্ষুদ্র-মাঝারি শিল্প কেন্দ্র তৈরীর জন্য রাজ্যের বিভিন্ন শিল্প পার্কে জমি বণ্টনের দ্বিগুন হয়েছে। আর এটি সম্ভব হয়েছে অনলাইন পদ্ধতিতে জমির জন্য আবেদন চালু হওয়ার পর।

গত তিন মাসে, পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম ৩০টি জমি বণ্টন করেছে; আশা করা যায় আগামী এক বছরের মধ্যে এই সংখ্যা ১২০তে পৌঁছবে, যা আগের বছরের তুলনায় দ্বিগুন। যে জমিগুলি বণ্টন করা হয়েছে, সেগুলি বেশীর ভাগই বোলপুর, আমবাড়ি-ফালাকাটা এবং বহরমপুরে।

অনলাইনে জমির আদেবন করার পরিষেবা শুরু হয় ৩১শে অক্টোবর, ২০১৭ থেকে। এর ফলে জমির আবেদন করতে কোনও ব্যবসায়ীকে সরকারি দপ্তরে যাতায়াত করতে হয় না। বরং আবেদন করার পর তারা তিন সপ্তাহের মধ্যে দপ্তর থেকেই তাদের সমস্ত বৈধ নথি নিয়ে দেখা করতে বলা হয়। ব্যবসাটি লাভজনক কিনা সেটি বিচার করে জমি হস্তান্তর করা হয়।

অনলাইন আবেদনের ফলে জমি বন্টন পদ্ধতি অনেক স্বচ্ছ ও দ্রুত হয়েছে। এই অনলাইন পদ্ধতি শুরু হওয়ার ফলে ‘ইজ অফ ডুইং বিজনেস’ বা শিল্প গড়ার সুবিধের মাপকাঠিতে অনেকটাই এগিয়ে গেছে বাংলা।

Bengal Govt coming up with Comprehensive Incentive Policy for investors

In order to ensure a structured approach to the giving of various incentives for setting up different types of industries in Bengal, the State Government is soon going to come up with a Comprehensive Incentive Policy.

A committee has been set up under the Chief Secretary to set up the Comprehensive Incentive Policy. It will comprise of the secretaries of all the departments linked to industry, like Micro, Small and Medium Enterprises (MSME), Information Technology, Food and Food Processing, Agriculture Marketing, Animal Resources Development, and others.

The policy would have clear indicators regarding every incentive and facility available to a person keen on investing in setting up units in any field

 

শিল্পে সুবিধা দিতে নয়া সুসংহত নীতি

রাজ্যে নতুন বিনিয়োগ করলে শিল্পের চরিত্র অনুযায়ী বিভিন্ন দপ্তরের নানা ধরনের আর্থিক সুবিধা দেওয়ার জন্য তৈরী হচ্ছে রাজ্যের নতুন ‘কম্প্রিহেনসিভ ইনসেন্টিভ পলিসি’। ঠিক হয়েছে নতুন সংস্থাগুলিকে আর্থিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতি কাঠামো তৈরী করা হবে, যা সব দপ্তরের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

মুখ্যসচিবের নেতৃত্বে এই ‘কম্প্রিহেনসিভ ইনসেন্টিভ পলিসি’ তৈরীর জন্য নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। শিল্প ও বাণিজ্য-সহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর, তথ্য প্রযুক্তি, খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি বিপণন, প্রাণী সম্পদ প্রভৃতি দপ্তরের সচিবদের নিয়ে গড়া হয়েছে ওই কমিটি।

আগামী দুমাসের মধ্যে ওই কমিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়ে তাদের রিপোর্ট জমা দেবে। মুখ্যমন্ত্রীর সবুজ সঙ্কেত পেলেই বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধার জন্য সুসংহত নীতি চূড়ান্ত রূপ পাবে।

এমন ভাবে বিষয়টি তৈরী করা হবে যাতে কোনও সংস্থা রাজ্যে বিনিয়োগের কথা ভাবলেই তারা এক নজরে জেনে নিতে পারে তাঁর জন্য রাজ্য সরকার কোন কোন ক্ষেত্রে কি কি বিনিয়োগ কি কি আর্থিক সুবিধা পেতে পারে।

Source: Anandabazar Patrika

Advantage Bengal – The New Growth Engine of India

Bengal has multiple advantages as an investment destination – be it strategic location, robust physical infrastructure, economic power or culture. Listed below are the factors linked to each of these aspects.

Strategic Location

· Gateway to eastern and south-eastern Asia and north-eastern India

· Shares international borders with Bangladesh, Nepal and Bhutan

· Well-connected with the booming hubs of Asia such as Singapore, Thailand and Malaysia

· Hinterland comprises mineral-rich states such as Jharkhand, Odisha and Chhattisgarh

· Encompasses a wide range of landscapes, from mountains (Himalayas) and their foothill regions (Dooars) to plains to deltaic region (Sundarbans) to sea beaches (coast of Bay of Bengal)

Infrastructure

· Roads: Third largest road network in India – more than 3,15,404 km

· Marine: Richly endowed with natural maritime advantages, has 950 km of waterfront

· Air connectivity: Three airports – one international (Kolkata) and three domestic (Kolkata, Andal, Bagdogra)

· Inland waterways: Leading in the country in terms of spread, density and reach of National Inland Waterways

· Railway: About 4,000 km of railway tracks

· Metro railway: Second largest Metro railway network in India

Leading Growth Engine of the Country

· Power: Largest power distributor in the country, both in terms of quality and quantity

· MSME (value): At US$ 15 billion, Bengal is the recipient of India’s highest bank credit flow to micro, small and medium enterprises (MSME) from 2011-12 (when Trinamool Congress came to power) to 2015-16

· MSME (quantity): State with second largest number of MSMEs (worth US$ 3.7 million enterprises)

· Vegetable production: Highest producer of vegetables

· Tea production: Second highest tea producer; home to the GI-registered world-famous Darjeeling Tea

· Mineral production: Third largest mineral producer, accounting for about one-fifth of the total mineral production

· Man-days lost: Zero man-days lost during the last six years

· Wi-Fi connectivity: Kolkata is the first metro city in India with Wi-Fi connectivity on 4G

Rich Culture

· Birthplace of modern Indian literary and artistic thought

· Kolkata is referred to as the ‘Cultural Capital of India’

· Pioneer of cosmopolitan culture in the country

· Land of Mother Teresa, Rabindranath Tagore, Satyajit Ray and many more icons

 

এগিয়ে বাংলা – বিনিয়োগের আদর্শ গন্তব্য

বাংলাই এখন বিনিয়োগের আদর্শ গন্তব্য। সে ভৌগলিক অবস্থানই হোক, কিংবা পরিকাঠামোই হোক, অর্থনৈতিক অবস্থানই হোক বা সংস্কৃতিই হোক।

ভৌগলিক অবস্থান
• পূর্ব, দক্ষিন-পূর্ব এশিয়া তথা উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার
• আন্তর্জাতিক সীমানা বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে
• সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডের মত এশিয়ার বুমিং হাবগুলির সঙ্গে সুন্দর যোগাযোগ
• ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিসগড়ের মত খনিজ পদার্থে সমৃদ্ধ প্রতিবেশী রাজ্য
• নানা ধরনের ভৌগলিক বৈচিত্র – হিমালয় থেকে ডুয়ার্স, সুন্দরবন থেকে সমুদ্রতট।
পরিকাঠামো
• রাস্তাঃ সড়ক যোগাযোগ ব্যবস্থায় দেশের মধ্যে তৃতীয় – ৩১৫৪০৪ কিঃ মিঃ এরও বেশী
• জলপথঃ ৯৫০ কিঃ মিঃ দীর্ঘ জলপথ
• উড়ান ব্যবস্থাঃ তিনটি বিমানবন্দর, একটি আন্তর্জাতিক (কলকাতা) ও তিনটি আন্তরদেশীয় (কলকাতা, অন্ডাল, বাগডোগরা)
• আন্তরদেশীয় জলপথঃ আন্তরদেশীয় জলপথে দেশে প্রথম স্থানে, জলপথের দৈর্ঘ্য, ঘনত্ব ও প্রসারের দিক থেকে
• রেলপথঃ ৪০০০ কিঃ মিঃ রেলপথ
• মেট্রো রেলঃ দেশের প্রথম ও বর্তমানের দ্বিতীয় দীর্ঘতম মেট্রো রেল পথ

দেশের অন্যতম বেড়ে চলা অর্থনীতি
• বিদ্যুত দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ সরবরাহকারী, গুনগত ও পরিমাণগত দুদিক দিয়েই।
• ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প (মুল্য)ঃ ২০১১-১২ থেকে ২০১৫-১৬ পর্যন্ত ভারতের সব থেকে বেশী ব্যাঙ্ক ক্রেডিট ফ্লো এই রাজ্যে যার মুল্য ১৫ বিলিয়ন মার্কিন ডলার
• ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প (পরিমান)ঃ দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প এই রাজ্যে, ৩৭ লক্ষ
• সবজি উৎপাদনঃ দেশের এক নম্বর সবজি উৎপাদক
• চা উৎপাদনঃ দেশের দুই নম্বর চা উৎপাদক, এখানকার দার্জিলিং চায়ের আছে জিআই ট্যাগ
• খনিজ উৎপাদনঃ দেশের তিন নম্বর খনিজ পদার্থ উৎপাদক, প্রায় এক পঞ্চমাংশ খনিজ পদার্থ উৎপাদন হয় এরাজ্যে
• শ্রম দিবস: গত সাড়ে ছয় বছরে একটিও শ্রম দিবস নষ্ট হয় নি।
• ওয়াই ফাই সংযোগঃ কলকাতা দেশের প্রথম শহর যেখানে 4G ওয়াই ফাই সংযোগ আছে

গৌরবময় সংস্কৃতি
• আধুনিক ভারতীয় শিক্ষা ও শৈল্পিক ধ্যানধারনার জন্মস্থল
• কলকাতাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয়
• বহুজাতিক সংস্কৃতির পথপ্রদর্শক
• রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিত রায়, মাদার টেরিজার ভুমি

Bengal Govt to create more infrastructure at industrial parks

The Bengal Government has taken up a project to create additional infrastructure in the industrial parks in order to provide more amenities to micro, small and medium scale entrepreneurs.

This comes at the time when the state has witnessed a huge bank credit flow of Rs 1,30,825 crore to the micro, small and medium scale enterprises (MSME) between 2011-12 and 2016-17 fiscal, one of the highest on the country.

With this highly encouraging growth in the sector over the past six years, Chief Minister Mamata Banerjee has urged business-owners and industrialists to invest in the sector.

Among the improvements to be undertaken are the widened and strengthening of roads, installation of more streetlights, replacement of surface drainage systems with underground ones, wide pavements (for people to walk easily as mini-trucks and trucks always keep plying on the thoroughfares in the industrial parks) and the building of an administrative building in each of the parks, which would house banks, ATM counters, food courts and an office of the local body of the industrial park.

 

রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল পার্কের পরিকাঠামো উন্নয়ন করছে সরকার

ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প ক্ষেত্রে আরও সুযোগ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে রাজ্য সরকার নিয়েছে নতুন উদ্যোগ। রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলির পরিকাঠামো উন্নয়ন করছে রাজ্য শিল্পোন্নয়ন নিগম।

পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে এই পার্কগুলিতে রাস্তা চওড়া ও মজবুত করা হবে, উন্মুক্ত নিকাশি ব্যবস্থার পরিবর্তে মাটির তলা দিয়ে নিকাশি ব্যবস্থা গড়া হবে, চওড়া ফুটপাথ তৈরি করা হবে এবং প্রশাসনিক ভবন তৈরি করা হবে। এই ভবনে থাকবে ব্যাঙ্ক, এটিএম কাউন্টার, ফুড কোর্ট, এবং অফিস।

২০১১-১২ সাল থেকে ২০১৬-১৭ সাল অবধি, পাঁচ বছরে বাংলার ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে ব্যাঙ্ক ক্রেডিট ফ্লো এসেছে ১,৩০,৮২৫ কোটি টাকা, যা দেশে সর্বোচ্চ। এই অভূতপূর্ব সাফল্যের পর মুখ্যমন্ত্রী এই ক্ষেত্রে আরও বিনিয়োগ টানতে উদ্যোগী হয়েছেন।
Source: Millennium Post

Looking back at 2017 – Bengal on fast track

The sun of 2017 is setting, and 2018 is on the horizon. At this juncture, let us take a look at some of the crucial events that have held up for everyone.

It is an undeniable fact that under the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government, Bengal has turned a crucial bend on the road to development, and now there is no looking back.

Here are 17 events in 2017 that we will all remember:

1. Kanyashree wins UN award

On June 23, 2017, the Bengal Government was awarded the United Nations Public Service Award for winning the first prize among projects in South Asia for the Kanyashree Scheme.

2. FIFA Under-17 World Cup in Bengal

The Bengal Government earned worldwide praise, including from world football’s governing body, FIFA for successfully organising the Under-17 World Cup. Two of the most crucial matches, a semi-final and he final, were both held at the Vivekananda Yuba Bharati Krirangan in Kolkata.

3. Victory in by-elections

All the four by-elections held in 2017 – for the seats of Cooch Behar, Dakshin Kanthi, Tamluk and Sabang – were won by huge margins by the Trinamool Congress.

4. Bengal gets new districts

The State Government created four new districts for administrative convenience, bringing the total number to 23. Kalimpong was created out of Darjeeling and Jhargram was created out of Paschim Medinipur while Bardhaman was broken up into Purba Bardhaman and Paschim Bardhaman.

5. Trinamool blooms in the Hills

For the first time ever, Trinamool Congress has formed a local government in the Hills region. Mirik Municipality is now with Trinamool Congress.

6. Mega health reform

Setting a benchmark for other states as well as the Union Government, the West Bengal Clinical Establishments (Registration, Regulation and Transparency) Bill was passed by the State Assembly, brining in a raft of new measures for strengthening the health administration. Among other advantages, now, even for treatment in private hospitals, patients would be able to know the details about the cost and other aspects.

7. Balm on demonetisation troubles

The Bengal Government brought in the Samarthan Scheme in March 2017. It has ensured that those who have had to return to the state, having lost their jobs due to the impact of demonetisation, receive a one-time grant of Rs 50,000 to give them stability as well as enable them to start a new business. Along with this, they are also able to enrol in government schemes which would help them to ensure a steady income.

8. ‘Experience Bengal’ become viral

The State Tourism Department’s promotional video, ‘Experience Bengal’ has picked up a lot of praise, both in terms of the visuals and the content.

9. International business summit hits the right notes

The third Bengal Global Business Summit in January became a forum for industry interactions of the highest order. Representatives from about 30 countries attended the summit, and of course those from across India. Memoranda of understanding (MoU) worth Rs 2.34 lakh was signed at the summit.

10. Rosogolla wins it for Bengal

After a long fight, Rosogolla has been officially recognised, through the granting of a geographical information (GI) tag, as belonging to Bengal.

11. Sitalpati and gobindobhog get international recognition

The well-known aromatic gobindobhog variety of rice has earned a GI tag, giving it a locational uniqueness, and thus, a huge marketability. Sitalpati earned a similar recognition from UNESCO when it was recognised as an ‘intangible cultural heritage’.

12. Bengal leads in MSME

Over the last five years, among the states, entrepreneurs of Bengal, as a whole, have received the highest amount of loans, amounting to 15 billion US dollars. Additionally, in terms of both the number of micro, small and medium (MSME) enterprises and the number of people employed in those, Bengal stands second in the country. Almost 37 lakh MSME enterprises employ about 86 lakh people.

13. Bengal is leading in the construction of toilets

Bengal is the leading state in India in the construction of toilets. The State Government’s Mission Nirmal Bangla is ensuring that Bengal wins the race in terms of a sustainable open-defecation free (ODF) culture. UNESCO has specially recognised the state for this. Not just construction, the government is ensuring through various local campaigns that using proper toilets becomes a normal habit.

14. Stress on infrastructural development

The Bengal Government has decided to spend Rs 12,000 crore under the non-Plan head, with special stress on building infrastructure. Among the infrastructural projects completed is building 18,000 km of roads.

15. Chief Minister’s England and Scotland trip

This year, Chief Minister Mamata Banerjee undertook highly successful visits to England and Scotland, drawing a lot of interest from industrialists and entrepreneurs. At the various summits she attended, Mamata Banerjee held up the huge opportunities and every type of help from the government that investors will find in Bengal.

16. Horasis Asia Summit in Kolkata

The prestigious Horasis Asia summit was held in Kolkata in November, which was the first time that it was held in India. Business leaders (CEOs, promoters, founders, etc.) from 65 countries, numbering 350, attended the summit. The Chief Minister addressed the summit too, inviting investment in all sectors in Bengal.

17. Infosys comes to Bengal

That the industrial climate of Bengal is changing for the better became evident when the international IT giant, Infosys decided to invest Rs 100 crore to set up a campus in Rajarhat, which will generate 1,000 jobs.

ফিরে দেখা ২০১৭

২০১৭র সূর্য আজ অস্তাচলে। নবদিগন্তে উদিত হবে ২০১৮র নতুন ভোর। বিগত বছরের কিছু অবিস্মরণীয় ঘটনাই হয়ে উঠুক আগামীর পথ চলার পাথেয়। কেমন কাটল এই বছর? ফিরে দেখা ২০১৭।

১. কন্যাশ্রীর বিশ্বজয়

রাষ্ট্রপুঞ্জে জনপরিষেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বাংলার প্রকল্প ‘‌কন্যাশ্রী’‌ প্রথম পুরস্কার পায়। ৬৩টি দেশের ৫৫২ প্রকল্পকে হারিয়ে সেরার শিরোপা পায় কন্যাশ্রী।

২. বিশ্ববাংলায় বিশ্বকাপ

এই প্রথম বার কলকাতায় আয়োজিত হয় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল। রাজ্য সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনায় মুগ্ধ হয় ফিফা কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি সংখ্যক দর্শকের উপস্থিতির জন্য প্রসংশিত হয় কলকাতা।

৩. উপনির্বাচনে তৃণমূলের জয়জয়কার

২০১৭ সালের ৪টি উপনির্বাচনে (কোচবিহার, দক্ষিণ কাঁথি, তমলুক ও সবং) বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।

৪. বাংলা পেল নতুন জেলা

নতুন তিনটি জেলা গঠিত হল বাংলায়। দার্জিলিং জেলা ভেঙে গড়া হয় কালিম্পঙ, বর্ধমান ভেঙে তৈরী হয় পূর্ব ও পশ্চিম বর্ধমান, এবং পশ্চিম মেদিনীপুর ভেঙে তৈরী হয় ঝাড়গ্রাম জেলা।

৫. পাহাড়ে ফুটল ঘাসফুল

রাজনৈতিক ইতিহাসে প্রথমবার পাহাড়ে (মিরিক পুরসভা) এককভাবে জয়লাভ করে পুরসভা গঠন করল তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, এর আগে কখনও পাহাড়ে সেখানকার আঞ্চলিক দল ছাড়া কেউ জয়লাভ করেনি।

৬. স্বাস্থ্যে বড় সংস্কার

স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা আনতে, রোগীদের হয়রানি বন্ধ করতে ও চিকিৎসায় গাফিলতি রুখতে নতুন আইন আনল রাজ্য সরকার, গঠিত হল ১১ সদস্যের স্বাস্থ্য বিষয়ক কমিশন। রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিলিং এর ওপর নজর রাখবে এই কমিশন। পাশাপাশি আইন লঙ্ঘন করলে হাসপাতালগুলির ওপর জরিমানা চাপাবে কমিশন।

৭. নোটবন্দির ক্ষতে প্রলেপ

২০১৭ সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গ সরকার ‘সমর্থন’ প্রকল্প চালু করেছে। যে সমস্ত শ্রমিক/কর্মচারী কেন্দ্রীয় সরকারের নোটবন্দির ফলে অন্য রাজ্য থেকে কাজ হারিয়ে ফিরে এসেছেন তাদের ৫০০০০ টাকার আর্থিক সাহায্য স্বরূপ এককালীন এই অনুদান দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছে।

৮. ভাইরাল ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’

জানুয়ারী মাসে প্রকাশিত হয় পশ্চিমবঙ্গ পর্যটনের নতুন ভিডিও। সোশ্যাল মিডিয়া সাইটে বিপুল আলোড়ন ফেলে এই ভিডিও। প্রায় এক কোটি মানুষ এই ভিডিও দেখেছেন টুইটার, ফেসবুক, ইউটিউব সহ নানা সাইটে।

৯. বাণিজ্য সম্মেলনে লক্ষ্মী লাভ

তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় জানুয়ারী মাসে। প্রায় ৩০টি দেশ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এই সম্মেলনে। ২ লক্ষ ৩৪ হাজার কোটি টাকার লগ্নি প্রস্তাব পায় রাজ্য এই সম্মেলনে।

১০. রসগোল্লা বাংলারই

দীর্ঘ লড়াইয়ের পর শেষ হাসি হাসল বাংলাই। রসগোল্লার জিআই ট্যাগ জিতে নিল পশ্চিমবঙ্গ।

১১. শীতলপাটি ও গোবিন্দভোগের আন্তর্জাতিক স্বীকৃতি

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলার হস্তশিল্প। রাজ্যের শীতলপাটি স্বীকৃতি পে ইউনেস্কো থেকে। পাশাপাশি, বাংলার সুগন্ধি গোবিন্দভোগ চাল পায় জিআই ট্যাগ।

১২. ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এগিয়ে বাংলা

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে গত পাঁচ বছরে ব্যাঙ্ক থেকে সব থেকে বেশি ঋণ পেয়েছে বাংলা, যার পরিমাণ হল প্রায় ১৫ বিলিয়ন ডলার। এর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা অনুসারেও পশ্চিমবঙ্গ দেশে দ্বিতীয় স্থানে। বাংলায় প্রায় ৩৭ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান আছে। প্রায় ৮৬ লক্ষ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রসঙ্গত এই ক্ষেত্রেও বাংলা দেশে দ্বিতীয় স্থানাধিকারী।

১৩. শৌচাগার নির্মাণে শীর্ষে বাংলা

অন্যান্য রাজ্যের তুলনায় শৌচাগার নির্মাণে সবথেকে এগিয়ে বাংলা। এর জন্য ইউনিসেফ-এর প্রশংসা কুড়িয়েছে রাজ্য সরকার।

১৪. পরিকাঠামো উন্নয়নে জোর

পরিকাঠামো উন্নয়নে ১২ হাজার কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার। ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেটে পরিকাঠামো উন্নয়নের জন্য ধার্য আর্থিক লক্ষ্যমাত্রা ছাপিয়ে রাজ্য সরকার এই অতিরিক্ত ১২ হাজার কোটি টাকার সংস্থান করতে পেরেছে। এর পাশাপাশি রাজ্য জুড়ে ১৮০০০ কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তার সূচনা করা হয় মুখ্যমন্ত্রীর হাতে।

১৫. মুখ্যমন্ত্রীর ইংল্যান্ড ও স্কটল্যান্ড সফর

লন্ডনে ভগিনী নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষ উদ্যাপন উপলক্ষে নিবেদিতার বাড়িতে স্মৃতিফলক উন্মোচনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। স্কটল্যান্ডের এডিনবরাতে শিল্প বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি বাংলায় লগ্নির আহ্বান জানান। তুলে ধরেন রাজ্যের শিল্প সম্ভাবনার নানা দিক।

১৬. হোরাসিস বৈঠক কলকাতায়

শিল্পের বিষয়ে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ‘থিঙ্ক ট্যাঙ্ক’, হোরাসিস তাদের প্রথম এশিয়া সম্মেলন করে কলকাতায়। এই সম্মেলনে ৬৫টি দেশের ৩৫০র বেশী কর্পোরেট লিডাররা যোগ দেন, যারা প্রতিষ্ঠাতা, মালিক, ম্যানেজিং ডিরেক্টর, প্রেসিডেন্টের মত মর্যাদাসম্পন্ন। এই সম্মেলনে বাংলার মুখ্যমন্ত্রী বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানান শিল্পপতি ও শিল্পপ্রতিনিধিদের।

১৭. বাংলায় আসছে ইনফোসিস

বাংলায় বিনিয়োগ করছে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। জমির মালিকানা এবং ব্যবহারের ক্ষেত্রে ছাড় পেতে চলেছে দেশের অন্যতম সেরা তথ্যপ্রযুক্তি সংস্থাটি। ইনফোসিসকে পুরোপুরি ৫০ একর জমির মালিকানা (ফ্রি-হোল্ড) দেবে সরকার।

Chhau mask fair at Ayodhya Hills delights tourists

The Micro, Small and Medium Enterprises (MSME) Department of the Bengal Government and UNESCO recently joint organised a festival of chhau masks at Charida village of Baghmundi block, located on the Ayodhya Hills. The Tourism Department was also part of the effort.

With the effort of the State Government, the Ayodhya Hills is gradually turning into a tourist hotspot. Both for casual tourists and trekkers, the region is proving to be a big attraction.

Chhau is a traditional masked dance of Purulia district, and one of the big attractions of the art form is the big colourful masks that the dancers wear. This is also a collector’s item, and hence the fair.

A lot of tourists flocked the three-day fair at the hill-top village of Charida, which is famous for the masks, making it a huge success. It was an opportunity for income for the locals and for the tourists, a taste if the diverse culture of Bengal.

Through the interactions at the stalls and at the mask-making workshops, the bond between the local Adivasis, who perform the chhau, and people from other regions of the state was also strengthened.

The dance form has been recognised by UNESCO through its Cultural Hubs project, jointly undertaken with the State Government following encouragement from none other than Chief Minister Mamata Banerjee.

As a result of these efforts, a lot of researchers are studying the chhau dance and the related cultural traditions. Films and documentaries are being made on the dance and the dancers. Some are also getting opportunities for performing in front of foreign audiences.

 

অয্যোধ্যার চুড়ায় ছৌ মুখোশ মেলা, পর্যটকরা করল উপভোগ

রাজ্য সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর এবং ইউনেস্কোর সহযোগিতায় পুরুলিয়ার বাঘমুন্ডির চড়িদা গ্রামে শুরু হওয়া ছৌ মুখোশ উৎসব শেষ হল। এই নিয়ে এই মেলার চতুর্থ বর্ষ হল। গোটা গ্রাম জুড়ে এই মেলায় ছৌ মুখোশ এর শিল্পীরা অংশ নিয়েছিলেন।

চড়িদা গ্রামের সমস্ত শিল্পীরা এই উৎসবে স্টল দিয়েছিলেন। শিল্পীদের সাথে সাধারন মানুষের সরাসরি আলাপ-সহ মুখোশ কেনাবেচার আয়োজন, মুখোশ বিষয়ক কর্মশালা, শিল্পীরা কীভাবে মুখোশ তৈরী করেন, সে বিষয়ে সরাসরি কথা বলার সুযোগ করে দিতেই এই মেলার আয়োজন করা হয়।

অয্যোধ্যার চুড়ার এই গ্রাম রঙ-বেরঙের মুখোশে ছেয়ে গেছিল, যা বাড়িয়েছিল পাহাড়ের আকর্ষণ। আর দোকানের পসরা দেখে সমস্ত পর্যটকরা অভিভুত। তিন দিনের এই মেলায় নানা অনুষ্ঠানের পাশাপাশি ছৌ শিল্পীরা বেশ কিছু টাকার ছৌ মুখোশ বিক্রি করলেন। রাজ্যের লোকশিল্পকে নিয়ে অনেকেই এখন গবেষণা শুরু করেছেন। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের করা তথ্যচিত্রেও উঠে আসছে লোকশিল্প প্রসারের প্রসঙ্গ। ছৌ নাচ দেখতে ও ছৌ শিল্পীদের সঙ্গে সময় কাটাতে প্রতি বছর দলে দলে পর্যটক পুরুলিয়া পাড়ি দেয়। অনেকে এই ছৌ নাচের মরশুমকে মাছের চোখ করে পর্যটন নির্ঘণ্ট তৈরী করেন। তাই এই মেলা একটি জনপ্রিয় উদ্যোগ বলেই মনে করছেন পর্যটন দপ্তর।

Source: Aajkaal