Bengal recorded the highest bank credit flow to Micro, Small and Medium Enterprises (MSME) sector for last five years across the nation to the tune of US $15 billion.
Apart from highest MSME credit flow to the tune of US $ 15 billion, the state is second largest in the country in terms of the number of MSME enterprises. There are 3.7 million enterprises doing business in Bengal.
The involvement of people in Bengal’s MSME sector is also heart-warming thing to promote among the Indian and overseas investors. The state is the second largest in the country in terms of number of people employed in MSMEs, which is 8.6 million.
Bengal has a steady 8 per cent growth rate in MSMEs in 2014-15 and it has 19 per cent MSME’s share of state’s Gross Value Added (GVA) in 2014-15. The state government has set up a US $ 30 million or approximately Rs 200 Crore Venture Capital Fund (VCF) to ensure a fast MSME growth. The government also set up MSME Felicitation Centre (MFCs) in every district to provide single window services to the entrepreneurs.
Chief minister Mamata Banerjee led the success story of MSME in Bengal. The government created 331 new MSME clusters. The market value of the fixed asset in MSME in Bengal is US $ 5.9 billion – which is considered to be her single-handed achievement.
ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সেরা বাংলা
ক্ষুদ্র ও মাঝারি শিল্পে গত পাঁচ বছরে ব্যাংক থেকে সব থেকে বেশি ঋণ পেয়েছে বাংলা, যার সংখ্যা হল প্রায় ১৫ বিলিয়ন ডলার।
সব থেকে বেশি ঋণ পাওয়ার পাশাপাশি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা অনুসারেও পশ্চিমবঙ্গ দেশে দ্বিতীয় স্থানে। বাংলায় প্রায় ৩৭ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান আছে।
রাজ্যে বিপুল সংখ্যক মানুষ, প্রায় ৮৬ লক্ষ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রসঙ্গত এই ক্ষেত্রেও বাংলা দেশে দ্বিতীয় স্থানাধিকারী।
২০১৪-৫ আর্থিক বর্ষে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বৃদ্ধি হয়েছে ৮ শতাংশ যা রাজ্যের জিভিএ’র ১৯ শতাংশ। এমএসএমই বিকাশের জন্য রাজ্য সরকার প্রায় ২০০ কোটি টাকার তহবিল চালু করেছে। জেলায় জেলায় গড়ে তোলা হয়েছে এমএফসি বা এমএসএমই সহায়তা কেন্দ্র যাতে উদ্যোগপতিদের অল্প সময়ের মধ্যে সবরকম ভাবে সাহায্য করা যায়।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এই জয় যাত্রার কান্ডারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৩৩১টি নতুন ক্লাস্টার তৈরি করেছে। এই মুহূর্তে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্থাবর সম্পত্তির বাজারদর প্রায় ৪০,০০০ কোটি টাকা। এর কৃতিত্ব অবশ্যই মুখ্যমন্ত্রীর।