‘Synergy’ meet organised to boost MSMEs in Hills

On the heels of the two-day long Hill Business Summit, a “Synergy” meet was organised in Darjeeling by the Micro Small and Medium Enterprises (MSME) department in collaboration with the Confederation of Indian Industries (CII).

Proposals amounting to a sum of around Rs 9 crore have been submitted by different enterprisers in the micro and small sector.

“Synergy”, a one stop destination provides logistical support to MSMEs by providing single point contact; scheme procedures; schemes for startups; upgradation of existing old industries; know how on formation of industrial cooperatives and market access.

Stalls were put up by different departments under the State Government and the Gorkhaland Territorial Administration including MSME, Land, Labour, Power, Fire and Emergency Services, Finance, Tourism, Horticulture. Around 200 entrepreneurs visited.

 

পাহাড়ে অনুষ্ঠিত হল ‘সিনার্জি’ বৈঠক

দার্জিলিং পাহাড়ে উত্পাদিত চকোলেট, নুডলস, ঝাড়ু সহ অন্যান্য সামগ্রী বিশ্ব বাংলা স্টলের পাশাপাশি বিভিন্ন শপিংমলের বিপণনকেন্দ্রে রেখে বিক্রিতে রাজ্য সরকার ব্যবস্থা নেবে। এরই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ পেতে যে সমস্ত সমস্যা তৈরি হচ্ছে সেগুলিরও দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছেন ক্ষুদ্র ও কুটিরশিল্প বিভাগের ডিরেক্টর।

দার্জিলিঙে স্থানীয় উদ্যোগপতিদের নিয়ে ‘সিনার্জি’ নামে আলোচনা সভায় তিনি জানান, পাহাড়ের ছোটো উদ্যোগপতিদের তৈরি জিনিসপত্র বিক্রিতে ‘এক জানালা’ ব্যবস্থা চালুর চেষ্টা চলছে। এই বৈঠকে ৯ কোটি টাকার লগ্নি প্রস্তাব এসেছে।

ক্ষুদ্র-মাঝারি শিল্পের জন্য ‘এক জানালা’ ব্যবস্থার মাধ্যমে সব পরিষেবা প্রদানই হল সিনার্জি বৈঠকের লক্ষ্য। বিভিন্ন প্রকল্পের প্রক্রিয়া সম্বন্ধে তথ্য থেকে শুরু করে, স্টার্টআপগুলির জন্য কি কি প্রকল্প আছে সেই সম্বন্ধে তথ্য দেওয়া হয় সিনার্জিতে। তাছাড়া, পুরোনো শিল্পের আপগ্রেড, শিল্প সমবায় তথা মার্কেট এক্সেস সম্বন্ধেও জানা যায় এখানে।

পাহাড়ের ‘সিনার্জি’’ বৈঠকে রাজ্য সরকার ও জিটিয়ের বিভিন্ন দপ্তর স্টল দিয়েছিল। উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন উদ্যোগপতি।

Aroma garden in Baruipur being set up by MSME Dept

The aroma industry is coming up in Bengal in a very big way. Towards that end, the State Micro, Small and Medium Enterprises (MSME) Department is setting up two aroma gardens – one on 4 acres at Baruipur in South 24 Parganas district and another on 40 acres in Jhargram.

For the latter, the Paschimanchal Unnayan Affairs (PUA) Department will also assist the MSME Department.

Oil will be extracted from the plants and trees, even from the roots. Experts will identify the plants to be planted.

Aroma therapy is used in beauty treatment and also to cure some diseases. Lavender, rosemary and lemon grass are being planted in Baruipur.

বারুইপুর ও ঝাড়গ্রামে ‘আরোমা গার্ডেন’ তৈরী করছে রাজ্য

রাজ্যের সুগন্ধি শিল্পের বিকাশের উদ্দেশ্যে রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তর দুটি সুগন্ধি বাগান তৈরী করছে। একটি গড়া হবে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ৪ একর জমির ওপর। অন্যটি গড়া হবে ঝাড়গ্রামে ৪০ একর জমিতে। ঝাড়গ্রামের বাগানটির জন্য ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তরকে সহযোগিতা করবে পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর।

বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেবেন কোন কোন প্রজাতির গাছ এখানে রোপণ করা হবে। এই বাগানের সুগন্ধি গাছগুলি থেকে তেল সংগ্রহ করা হবে, এমনকি গাছের গোড়া থেকেও করা হবে তেল সংগ্রহ। বেশ কিছু রোগ নিরাময়ে আরোমা থেরাপি ও বিউটি ট্রিটমেন্টের ব্যবহার করা হয়ে থাকে।

বারুইপুরে ল্যাভেন্ডার, রোসমেরী ও লেমন গ্রাস গাছ রোপণ করা হচ্ছে।

Source: Millennium Post

Image is representative

Model farm by MSME Dept to help tribal population in Jhargram

The State Micro, Small and Medium Enterprise (MSME) Department is going to set up a model farm in Jhargram district to help the tribal population there gain financial independence. The over-20-acre farm will produce vetiver, lemongrass and essential oils. A distillation unit will also be established there.

Over 50,000 people are already associated with the aroma industry in this district. This venture will be a blueprint for more such ventures, which will help in employment generation as well as in making many of the tribals self-sufficient. The State Government will actively encourage and provide financial and technical help for setting up the farms.

Chief Minister Mamata Banerjee has done a lot since she came to power in 2011 to help the tribal population of the Jangalmahal region get back on their feet. She also made Jhargram into a separate district in order to bring about focussed developmental activities.

 

আদিবাসীদের উন্নয়নে ঝাড়গ্রামে তৈরী হবে মডেল ফার্ম

রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তর নবনির্মিত ঝাড়গ্রাম জেলায় তৈরী করতে চলেছে একটি মডেল ফার্ম। এই ফার্মটি তৈরি করা হবে আদিবাসীদের আর্থিকভাবে আরও স্বচ্ছল করে তোলার লক্ষ্যে। ২০ একর জমির ওপর গড়ে উঠবে এই ফার্ম। এখানে উৎপাদন করা হবে ভেটিভার, লেমনগ্রাস ও অন্যান্য তেল। পরিশোধন ব্যবস্থাও থাকবে এখানে।

এই অঞ্চলের প্রায় ৫০,০০০ মানুষ সুগন্ধি শিল্পের সঙ্গে জড়িত। এই মডেল ফার্মের উদ্যোগের ফলে এলাকায় কর্মসংস্থান বাড়ার সঙ্গে সঙ্গে আদিবাসীরা আর্থিক ভাবেও স্বনির্ভর হবেন। এই ফার্ম তৈরীতে রাজ্য সরকার আর্থিক ও প্রযুক্তিগত সবরকম সাহায্য করবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে শাসনভার গ্রহণ করার পর থেকেই আদিবাসীদের উন্নয়নের লক্ষ্যে অনেক পদক্ষেপ নিয়েছেন। ঝাড়গ্রামকে পৃথক জেলার স্বীকৃতিও দিয়েছেন তিনি।

 

Source: Millennium Post

New MSME Industrial City coming up in Bengal

West Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday announced that a 200-acre MSME Industrial City was being set up in Howrah district to boost the state’s micro, small and medium enterprises sector.

“You will be happy to know that more than 50,000 micro, small and medium enterprises have been set up in the state in the last four years with employment of about 4.5 lakh people.

To give further boost to the sector, a joint venture between Department of Micro, Small and Medium Enterprises and Textiles and Howrah Municipal Corporation in a 200 acre MSME industrial city, named as “Belur Shilpa Tirtha” is being developed in Belur, Howrah,” she posted on her Facebook page.

The venue will have state-of-the-art industrial park for all kinds of manufacturing activities and a world class logistics hub; with requisite social infrastructure for housing, education, healthcare and recreation/entertainment, she added.

 

The image is representative

Common Facility Centre to help small industries coming up at Maheshtala

West Bengal Government is taking up a step to provide a Common Facility Centre to save small industries. The Facility Centre will come up at Maheshtala. The MSME Dept of the West Bengal Government will set up this facility Centre and is expected to get help from the Pollution Control Board.

A three-acre land has already been earmarked for the Common Facility Centre. Proper measures are to be taken for controlling pollution in the form of an effluent treatment plant.

At present, around 79 such small industries, which were barred by the Green Tribunal for pollution, are to be relocated at Maheshtala’s Common Facility Centre. These industries dealt with dyeing, bleaching and dress making. In future days, more than three hundred such industries will be relocated.

With the construction of the effluent treatment plant, pollution will be controlled in future days.